|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
প্রতিরাতে চাঁদ নেমে আসে নিষিক্ত শরীরজুড়ে
মায়াময়, ফিসফাস, চুপিচুপি।
আলোরা ঠোঁট আঁকে নিভৃত পাঁজরে,
জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে।
 ১২৪ টি
    	১২৪ টি    	 +১৮/-০
    	+১৮/-০  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:২৮
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:২৮
বিজন রয় বলেছেন: সত্যিই কথা বলতে কি ইদানিং আমার ছোট কবিতারা টানে বেশি।
আবার যখন মন চাইবে বড় কবিতা লিখবো।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভাল থাকুন।
২|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩৪
নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর । ভালো লাগলো ।
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৪০
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৪০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
শুভকামনা।
৩|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:০৯
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:০৯
কল্লোল পথিক বলেছেন: দারুন অনুকাব্য।
শুভ কামনা জানবেন কবি।
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:১০
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:১০
বিজন রয় বলেছেন: কমরেড, এখনো কবি হতে পারিনি।
পারবো কিনা জানিনা।
ধন্যবাদ।
৪|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১৯
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১৯
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৯
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৯
বিজন রয় বলেছেন: আপনার উপস্থিতি উৎসাহব্যঞ্জক।
ধন্যবাদ।
৫|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:২৯
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:২৯
সুমন কর বলেছেন: ছোট এবং সুন্দর। আমি কিন্তু সত্যি সত্যি + দিলাম।
১নং +।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৯
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৯
বিজন রয় বলেছেন: হা হা .......... বিন্দু হলো সিন্ধু।
ধন্যবাদ।
৬|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৪
নাজমুস সাকিব রহমান বলেছেন: দারুণ চিত্রকল্প ভাই! ++
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪০
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: ভাল লাগলে আমারো ভাল লাগে।
ভাল থাকুন।
৭|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০২
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০২
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪০
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
৮|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১২
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১২
নুরএমডিচৌধূরী বলেছেন: প্রতিরাতে চাঁদ নেমে আসে নিষিক্ত শরীরজুড়ে
মায়াময়, ফিসফাস, চুপিচুপি।
আলোরা ঠোঁট আঁকে নিভৃত পাঁজড়ে,
জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে
++++++++++++++++++++++++
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪১
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪১
বিজন রয় বলেছেন: অনুপ্রাণিত করলেন!
ভাল লাগল।
৯|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:০৮
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:০৮
এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১৬
বিজন রয় বলেছেন: আপনাকেও।
জীবন সুন্দরভাবে কাটুক।
১০|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৩৪
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৩৪
কিং কোবরা বলেছেন: খুব সুন্দর
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৪৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৪৬
বিজন রয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
১১|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:০১
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:০১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ ভালো মানের লেখা। পড়ে ভালো লাগলো।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৬
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ আমার এখানে এস কথা বলার জন্য।
ভাল থাকুন।
১২|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২২
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২২
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর অণুকাব্য । ভাল লেগেছে । আরো কিছু দিলে আরো ভাল লাগতো ।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৭
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৭
বিজন রয় বলেছেন: হা হা 
বড়র জন্য বড় আর ছোটর জন্য ছোট থাকুক।
ধন্যবাদ বিশ্লেষেণের জন্য।
ভাল থাকুন।
১৩|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৮
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৮
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৪২
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৪২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
১৪|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০০
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০০
মাহবুবুল আজাদ বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৪২
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৪২
বিজন রয় বলেছেন: রাঙা রাঙা ভালবাসা।
ধন্যবাদ।
১৫|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৪০
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৪০
মধ্য রাতের আগন্তক বলেছেন: 'আলোরা ঠোঁট আঁকে নিভৃত পাঁজরে .....।'
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৪৩
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৪৩
বিজন রয় বলেছেন: সে এক অচেনা অনুভূতি।
ধন্যবাদ, ভাল থাকবেন।
১৬|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪৪
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪৪
সায়ন্তন রফিক বলেছেন: চমৎকার লেখা ।
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫৩
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
১৭|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:০২
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:০২
রানার ব্লগ বলেছেন: অমাবস্যার কালো আঁধারে 
নিষিক্ত হয় দেহ খানি 
অচ্ছুৎ যৌবন তাড়িয়ে 
উপভোগ করে 
প্রথম নিষিক্তের যন্ত্রণা
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪০
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকুন।
১৮|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১১
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১১
রানার ব্লগ বলেছেন: এত্ত কিছু মেনে যদি ছড়া লিখতে বসি , তবে আর ছড়া লেখা হবে না , যা হবে তার মাথা মুন্ডু কিছুই বুজবোনা , তাই ভাই আমি নাই এই ছড়ার ক্লাসে। সুকুমার রায় মনে হয় না এত্ত ভেবে কিছু লিখেছেন।
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৮
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: ???
১৯|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৩
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৩
রানার ব্লগ বলেছেন: ভুল যায়গায় ভুল মন্তব্য, দুঃখিত । দয় করে মুছে দিবেন।
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৯
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৯
বিজন রয় বলেছেন: ও কে ।
২০|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৭
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৭
এহসান সাবির বলেছেন: 
প্রতিরাতে চাঁদ নেমে আসে নিষিক্ত শরীরজুড়ে
মায়াময়, ফিসফাস, চুপিচুপি .........
দারুন।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩২
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩২
বিজন রয় বলেছেন: পুরুষ হয়ে যান অন্যভূবনের।
ধন্যবাদ।
২১|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫৫
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫৫
এযুগেরকবি বলেছেন: প্রতিরাতে চাঁদ নেমে আসে নিষিক্ত শরীরজুড়ে
মায়াময়, ফিসফাস, চুপিচুপি।
আলোরা ঠোঁট আঁকে নিভৃত পাঁজড়ে,
জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে।  
এক কথায় অসাধারণ
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৩
বিজন রয় বলেছেন: অসাধারণ ধন্যবাদ আপনাকে।
ভাল থাকেন সবসময়।
২২|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:২৯
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:২৯
বনমহুয়া বলেছেন: চাঁদ নেমে আসুক পৃথিবীতে।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৪
বিজন রয় বলেছেন: চাঁদ নেমে এলে পাঁজড় জুড়িয়ে যাবে যে!
ধন্যবাদ বনমহুয়া।
২৩|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৯
দিয়া আলম বলেছেন: বাহ !!!! সুন্দরতো
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:১৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:১৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
ভাল থাকুন।
২৪|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৩০
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৩০
রাকিব সামছ বলেছেন: অনেক গোছাল।।ভাল লেগেছে
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫০
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
ভাল থাকুন।
২৫|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৪৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৪৩
দীপান্বিতা বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা 
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৩৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা দীপান্বিতা।
ভাল থাকেন।
২৬|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৪৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৪৬
খোলা মনের কথা বলেছেন: ভাল লাগলো, তবে আর একটু বড় হলে বেশি ভাল হত
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫০
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: নিশ্চয়ই। পরবর্তীতে বড় করে লিখবো।
ধন্যবাদ আমার এখানে কথা বলার জন্য।
ভাল থাকুন।
২৭|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২০
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২০
স্বপ্নহীন মানুষ বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপনার কবিতাটি। ভালো লাগলো পড়ে। ছোট কবিতাতে যদি বড় ভাব আবা আবেগ স্পষ্ট ফুটিয়ে তোলা যায় তাহলে আর বড় কবিতা লেখার কি দরকার? 
ধন্যবাদ ভালো কিছু উপহার দেয়ার জন্য।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৬
বিজন রয় বলেছেন: কবিতা যত বড় নয়, মন্তব্য তার চেয়ে অনেক বড়। এটাই তো আমার পরম পাওয়া।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
২৮|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩৭
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩৭
অচল অধম বলেছেন: আমারও ভাল লেগেছে।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ অচল অধম।
শুভকামনা।
২৯|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৫৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৫৬
মিহির মিহির বলেছেন: জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে।
অসম্ভব ভালো লাগা রইল এই লাইনটির প্রতি বিশেষ করে।
অণুকাব্যে +++++
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:২৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: হৃদয়ে হৃদয় অতপর শরীরে শরীর নিষিক্ত হলেই তো উত্তরাধিকার স্বার্থক। হোক সে চাঁদের কিরণে বা অন্য কোনকিছুতে!!
জীবন থেকেই তো জীবনের উৎসারণ হয়। এই জন্য বলেছি "জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে"
অনেক ধন্যবাদ।
৩০|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:০২
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:০২
অলওয়েজ ড্রিম বলেছেন: একটা সরল স্বীকারোক্তিঃ বুঝিনাই। আমি কবিতা কিছুতেই বুঝি না। এজন্য শরম লাগে খুব।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:২৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: সরল স্বীকারোক্তি বুঝতে পারার জন্য ধন্যবাদ।
আমাদের পূর্বপুরুষ আমাদের অন্যজীবন দিয়েছেন, আমরা আবার কাউকে দিয়ে যাবো অন্যভূবনে, এটাই তো নিয়ম।
শুভকামনা ড্রিম।
৩১|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৯
গুলশান কিবরীয়া বলেছেন: ভীষণ সুন্দর , কিন্তু এত ছোট কেন ?
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১৪
বিজন রয় বলেছেন: ছোটরা মিলে মিশেই তো বড় হয়ে ওঠে। অনেক ধন্যবাদ আমার এখারে কথা বলার জন্য।
শুভকামনা।
৩২|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৪
চাঁদগাজী বলেছেন: 
আমার কাছে দুরূহ  মনে হচ্ছে।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১৫
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১৫
বিজন রয় বলেছেন: হৃদয়ে হৃদয় অতপর শরীরে শরীর নিষিক্ত হলেই তো উত্তরাধিকার স্বার্থক। হোক সে চাঁদের কিরণে বা অন্য কোনকিছুতে!!
জীবন থেকেই তো জীবনের উৎসারণ হয়। এই জন্য বলেছি "জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে"। 
আমাদের পূর্বপুরুষ আমাদের অন্যজীবন দিয়েছেন, আমরা আবার কাউকে দিয়ে যাবো অন্যভূবনে, এটাই তো নিয়ম।
৩৩|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৭
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  ,
ছোট্টর ভেতরে অনেক কথা জল হয়ে ঝরেছে । 
একটি সংশোধন আছে মনে হয় । ব্লগার মধ্য রাতের আগন্তক  কিন্তু তেমন সংশোধিত লাইনটিই মন্তব্যে উল্লেখ করেছেন । 
ফাল্গুনের শুভেচ্ছা রইলো ।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৩
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৩
বিজন রয় বলেছেন: বিচক্ষণ মন্তব্য আপনার। আপনি কতটা পরিচ্ছ্ন্ন মানসিকতার তা আপনার ব্লগবাড়ি গেলেই বোঝা যায়।
সংশোধনী হয়েছে। খুব করে সাধুবাদ জানাচ্ছি, দুদিন ধরে চোখেই পড়ল না!
আপনাকেও শুভেচ্ছা পরিপূর্ণ আগামীর।
৩৪|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৩২
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিত্য চক্রাবর্ত জীবনের নিত্যতা ...........
ছোট কবিতা লিখতে কিন্তু 'বড়' কবি হওয়া লাগে  
 
++++++++++++++++++++
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৬
বিজন রয় বলেছেন: একজন পুরানো বা জনপ্রিয় ব্লগার এলে নিজেকে স্বার্থক মনে হয়।
আপনাকে অনেক ধন্যবাদ অঅমার এখানে আসার জন্য।
"ছোট কবিতা লিখতে কিন্তু 'বড়' কবি হওয়া লাগে" আমি আর কিছু বলতে চাই না।
ভাল থাকুন আপনি।
৩৫|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১:৩৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১:৩৪
সায়েল বলেছেন: ছোট হলেও ভাল লাগল।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:১৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:১৩
বিজন রয় বলেছেন: কবিতা ভাল লাগায় প্রীত হলাম।
অনেক ধন্যকাদ সায়েল।
৩৬|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:০৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:০৮
নেক্সাস বলেছেন: কে বল ছোট কবিতা? আমি বলি বিশাল ভাবনার দিগন্ত। অনেক ভাল লাগলো।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১১
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১১
বিজন রয় বলেছেন: যে বুঝতে পারে একটি শব্দই তার কাছে অনেক বড় হয়ে ওঠে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৩৭|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১৪
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: খুব সুন্দর । ভালো লাগলো ।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১৬
বিজন রয় বলেছেন: আমার এখানে আপনাকে দেখে ভাল লাগল।
শুভকামনা রইল।
৩৮|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫২
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫২
ইমরাজ কবির মুন বলেছেন: 
আর কৈ?
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:০৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:০৩
বিজন রয় বলেছেন: আসবে, আসবে।
ধন্যবাদ মুন।
৩৯|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৪
পার্থিব লালসা বলেছেন: ছোট এবং সুন্দর। আমি কিন্তু সত্যি সত্যি + দিলাম।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৯
বিজন রয় বলেছেন: হ্যাঁ, অনেক ছোটর ভিতর থেকে সৌন্দর্য ফুটে ওঠে।
সত্যিই আপনাকে ধন্যবাদ দিলাম।
৪০|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৪
পার্থিব লালসা বলেছেন: প্রতিরাতে চাঁদ নেমে আসে নিষিক্ত শরীরজুড়ে
মায়াময়, ফিসফাস, চুপিচুপি।
আলোরা ঠোঁট আঁকে নিভৃত পাঁজরে,
জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১৭
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: পুরো চার লাইন পড়লেই তো অনেক অর্থ পাওয়া যায়। কার চিন্তা কত প্রসারিত এটা থেকে তার অনুধাবন করা যায়।
আবারো ধন্যবাদ।
ভাল থাকার শুভকামনা পার্থিব।
৪১|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩০
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩০
আলোরিকা বলেছেন: পোস্টে ব্যবহৃত ছবির মতই কবিতায় ব্যঞ্জনা পেয়েছে অন্য ভুবনের পুরুষ  ! সুন্দর ও মোহনীয়   
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৯
বিজন রয় বলেছেন: আপনাকে দেখে ভাল লাগছে।
সুন্দর মন্তব্যের জন্য, পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা।
৪২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫০
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫০
কবীর বলেছেন: জটিল ভাবনা..............
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৪
বিজন রয় বলেছেন: ঠিক জটিল কিনা জানিনা, তবে মনের অভিব্যক্তি প্রকাশ করেছি মাত্র।
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা।
৪৩|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৭
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশি ছোট হয়ে গেল না?
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৩৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৩৪
বিজন রয় বলেছেন: তার মানে শেষ হয়েও হলো না শেষ। কেখনো ছোট, কখনো বড় এই তো কবিতা, এইতো জীবন।
ধন্যবাদ আপনাকে।
৪৪|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:০০
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:০০
আরজু নাসরিন পনি বলেছেন: 
খুব ছোট কবিতা কিন্তু সুন্দর তারচেয়ে অনেক বেশি ।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৩৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৩৬
বিজন রয় বলেছেন: ছোট লেখা পড়তে সময় কম লাগে। আপনাকে ধন্যবাদ আমার এখানে প্রথম কথা বলার জন্য। শুভকামনা।
৪৫|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৭
কালের সময় বলেছেন: ছোট হলেও ভালো লাগলো অনুকাব্যটি । শুভকামনা জানবেন ।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:০৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:০৪
বিজন রয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। সাথে থাকুন। শুভকামনা।
৪৬|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪৬
কালনী নদী বলেছেন: অনুকাব্য আমাদের বিশেষ পছন্দের আর আপনারটাতো অসাধারন 
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:০৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:০৭
বিজন রয় বলেছেন: যাক তাহলে একজন মানুষ পেলাম। ভাল লাগল আপনার কথা। শুভকামনা।
৪৭|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৪৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৪৩
নুরএমডিচৌধূরী বলেছেন: 
প্রতিরাতে চাঁদ নেমে আসে নিষিক্ত শরীরজুড়ে
মায়াময়, ফিসফাস, চুপিচুপি।
আলোরা ঠোঁট আঁকে নিভৃত পাঁজরে,
জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে।  
অনুকাব্য  Prothom valolaga 
+++++++++++++++++++++++++
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫১
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ চৌধুরীভাই।
প্রথম ভাল লাগা মানে বুঝিনি, যদি একটি বুঝিয়ে বলতেন।
শুভকামনা।
৪৮|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:২৮
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:২৮
জুন বলেছেন: ছোট কবিতায় অনেক বেশী ভালোলাগা বিজন রয় ।
+
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪০
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: আপনার উপস্থিতি ভাল লাগল।
ভাল থাকার শুভকামনা থাকল।
৪৯|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৪
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৪
জয় মন্ডল বলেছেন: দারুন অনুকাব্য।ভাই ব্লগে আজ নতুন। ফোন দিয়ে ব্লগ করি।লেখা প্রকাশ করলাম কিন্তু তা প্রথম পাতায় আসছে না।এটা কি নির্দিষ্ট কোন দিন বাদে প্রথম পাতায় যাবে নাকি কোন দিন যাবে না।দয়া করে সাহায্য করবেন
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৫
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আমার এখানে আসার জন্য। সামনের দিনগুলোতেও পাবো নিশ্চয়ই।
ভাল থাকুন এই শুভকামনা।
৫০|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩১
কবীর হুমায়ূন বলেছেন: ভালো লাগা রেখে যাই।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৫৩
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৫৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপনার ভাল লাগায়। এভাবেই পথ চলি একসাথে।
ভাল থাকুন।
৫১|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:২৯
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:২৯
প্রামানিক বলেছেন: ভাই বিজন রয়, অসাবধনতা বশতঃ ডিজিটাল বিয়ে ছড়ায় আপনার দেয়া মন্তব্যের প্রতি উত্তর মুছতে গিয়ে আপনার মন্তব্যটি মুছে যাওয়ায় দুঃখিত। আপনি আবার মন্তব্য করেন।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:২৪
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:২৪
বিজন রয় বলেছেন: করেছি। ধন্যবাদ।
৫২|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:১১
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:১১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এ জল যে জীবনের বীচি আমি কিন্তু বুঝে গেছি দাদা। চমৎকার লিখেছেন।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫০
বিজন রয় বলেছেন: প্রকাশদা একদম ঠিক ধরেছেন। আপনার দূরদৃষ্টি আছে বলতেই হয়।
ভাল থাকুন।
৫৩|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:১২
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:১২
জেন রসি বলেছেন: হাইকু পড়তে আমার এমনিতেই ভালো লাগে। 
আপনার  অণুকাব্য অর্থবহ এবং চমৎকার হয়েছে।
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৫
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৫
বিজন রয় বলেছেন: আপনার অনুপ্রেরণা আমাকে আরো লিখতে সাহস যোগাবে।
ধন্যবাদ, ভাল থাকুন।
৫৪|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:০৯
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
দারুণ অনুকাব্য। +
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৩৮
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৩৮
বিজন রয় বলেছেন: রাজপুত্র আমার অমায়িক ব্যবহার মনে রাখার মতো।
অনুকাব্য বড় কাব্য হয়ে উঠবে একদিন।
ভাল থাকেন।
৫৫|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫১
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫১
রায়হানুল এফ রাজ বলেছেন: চাঁদ সবাই নামাতে পারে না।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৪
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: পারেনা, সবাই পারে না।
ঠিক বলেছেন।
৫৬|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫৫
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫৫
রায়হানুল এফ রাজ বলেছেন: চাঁদ সবাই নামাতে পারে না।আপনি পেরেছেন। অসাধরণ।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৬
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৬
বিজন রয় বলেছেন: আপনার এমন মন্তব্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
আপনাকে অজস্র ধন্যবাদ।
ভাল থাকার শুভকামনা রইল সবসময়ের।
৫৭|  ০২ রা মার্চ, ২০১৬  সকাল ৯:২৫
০২ রা মার্চ, ২০১৬  সকাল ৯:২৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: 
অনুকাব্যের মজাটা এখানেই, আকারে ছোট পটকা, কিন্তু ফাটে খুব জোরে।
ফাটার শব্দ এখনো কানে বেজেই চলেছে।
আরো বেশি বেশি অনুকাব্য চাই।
  ০২ রা মার্চ, ২০১৬  সকাল ৯:৫৯
০২ রা মার্চ, ২০১৬  সকাল ৯:৫৯
বিজন রয় বলেছেন: বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা!
আপনি তো কথা বলতে পারেন! যেখানে ভাল কথারা পাশাপাশি থাকে সেখানে আমিও থাকতে পছন্দ করি।
আপনার নিকটি অসাধারণ!! "চন্দ্ররথা রাজশ্রী"। আশা করি ব্লগে আপনার বিচরণ অসাধারণই হবে।
শুভকামনা।
৫৮|  ০২ রা মার্চ, ২০১৬  সকাল ১০:১৮
০২ রা মার্চ, ২০১৬  সকাল ১০:১৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কিন্তু বিন্দুর মধ্যকার সেই সিন্ধুর গভীরতা সবাই আঙুল দিয়ে দেখাতে পারে না, আপনি পারেন।
আমার নিক আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
ব্লগপাড়া এখনো বেশ অচেনা, যেভাবে পথের দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা দিচ্ছেন, আশা করি ভবিষ্যতেও এমনটা পাবো।
আন্তরিক ধন্যবাদ।
  ০২ রা মার্চ, ২০১৬  সকাল ১০:৩২
০২ রা মার্চ, ২০১৬  সকাল ১০:৩২
বিজন রয় বলেছেন: আবারো আশার জন্য খুশি সহকারে ধন্যবাদ জানাচ্ছি।
আমি তো এখনো ব্লগে খুব বেশি লেখা পোস্ট করিনি। এক বছর আগে ব্লগে নিক খোলা হলেও প্রকৃত ব্লগিং শুরু করেছি এই ফেব্রুয়ারী থেকে। তাই আমি বলছি না যে আমি কি পারি না পারি। সময় এবং আমার কর্ম তা প্রকাশ করবে আপনাদের নিকট।
হ্যাঁ, যদি অবিরাম সুন্দরের ভিতর থাকতে পারেন, যদি অনাবরত নিজেকে সৌন্দর্যের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন, যদি সীমাহীনভাবে নিষ্পাপ আর নির্মল করে নিজেকে প্রকাশ করতে পারে তো আমকে পাবেন, খুব করে পাবেন, ভীষণ করে পাবেন, অন্যথায় হারিয়ে ফেলবেন।
ভাল ব্লগিং করেন, ভাল লেখা পোস্ট করেন, মন্তব্য করেন, প্রতিউত্তর করেন, একদিন সফল হবেন। আশাকরি পথ চলতে চলতে সব পরিস্কার হবে।
সাথে থাকুন। 
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
৫৯|  ১০ ই মার্চ, ২০১৬  রাত ১১:৪২
১০ ই মার্চ, ২০১৬  রাত ১১:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: কাব্যটা কি খোলা মাঠে লেখা হইছে নাকি বাসার ছাদে? বোঝা যাইতেছে কোনো পূর্নিমার রাতেই লেখা
  ১১ ই মার্চ, ২০১৬  সকাল ১০:৫৩
১১ ই মার্চ, ২০১৬  সকাল ১০:৫৩
বিজন রয় বলেছেন: না না ওনসব কোথাও না, রুমের ভিতর।
তা আপনার কি ভাল লাগেনি? সেরকম তো কিছু বললেন না।
শুভকামনা।
৬০|  ১১ ই মার্চ, ২০১৬  দুপুর ১:৪১
১১ ই মার্চ, ২০১৬  দুপুর ১:৪১
উদাসী স্বপ্ন বলেছেন: ভালো লাগাটা আপেক্ষিক
আর আমার কাছে ভালো লাগার টপিকের ভেতর লুকিয়ে থাকা তথ্য অনুধাবন করাটাই যেটা আমি এক্ষেত্রে অসফল।
  ১১ ই মার্চ, ২০১৬  রাত ৯:০১
১১ ই মার্চ, ২০১৬  রাত ৯:০১
বিজন রয় বলেছেন: আপনার ভাললাগা ব্যাপারটি ভাল লাগল।
তবে আমি কিন্তু আরো কবিতা লিখবো।
হা হা হা ...............
৬১|  ২১ শে এপ্রিল, ২০১৬  রাত ১১:০৮
২১ শে এপ্রিল, ২০১৬  রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: "জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে"  - কবিতার এ চরণটির অর্থ ঠিকমত অনুধাবন করতে পারছিলাম না। ২৯ , ৩০ আর ৩২ নং মন্তব্যের ব্যাখ্যায় যাক তবু কিছুটা বুঝা গেল। আর বুঝতে চেষ্টা করতে গিয়ে অনেক কিছুই মাথায় এলো। ভাবছি, কত গভীর হতে পারে এ কথাগুলর মানে!
ছবিটা খুব সুন্দর হয়েছে। 
আচ্ছা, কবিতায় এবং শিরনামে ব্যবহৃত "ভূবন" এর বানানটা কি ঠিক আছে। ভূ মানে পৃথিবী এবং ভূ বানানে দীর্ঘ ঊ কার হয় তা জানি, কিন্তু "ভূবন" বানানটা দেখে একটু সন্দেহ হওয়াতে অনলাইন অভিধান খুলে দেখলাম সেখানে "ভূবন" নেই কিন্তু "ভুবন" আছে। জানিনা, হয়তো দুটোই ঠিক হতে পারে। 
সরি, এখানেও কবিতার চেয়ে মন্তব্যটা বেশী বড় হয়ে গেল!
  ২২ শে এপ্রিল, ২০১৬  সকাল ১১:২২
২২ শে এপ্রিল, ২০১৬  সকাল ১১:২২
বিজন রয় বলেছেন: আমার পুরানো লেখায় আপনি প্রায়ই ফিরে ফিরে আসেন। এটা যে আমাকে কতটা আপ্লুত করে তা বলে বোঝাতে পারবো না।
অনেক অনেক কৃতজ্ঞতা।
"জল হয় পূর্বপুরুষ জীবনের অন্যভূবনে" ....... একথায় আমি জন্মান্তরের কথা বলতে চেয়েছি, আশাকরি আপনার পরিপক্ক অন্তর্দৃষ্টি তা সহজেই বুঝে নিয়েছে।
কবিতার প্রসাঙ্গিকতায় ভুবন কিংবা ভূবন দুটোই ঠিক আছে বলা যেতে পারে। 
আপনার চোখ অনেক প্রখর।
সরি, এখানেও কবিতার চেয়ে মন্তব্যটা বেশী বড় হয়ে গেল!
লজ্জা পেলাম। মন্তব্য বড় হলে বরং আমার ভাল লাগে, আমি কথা বলার পথ পাই।
অনেক অনেক ধন্যবাদ।
৬২|  ১৫ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ২:২৮
১৫ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ২:২৮
মিরোরডডল  বলেছেন: 
মাত্র চারটা লাইনে কি এক মাথা নষ্ট করা লেখা!
আগে কখনও বিজনের লেখা সেইভাবে পড়িনি, জানতামই না এতো সুন্দর সুন্দর লেখা আছে।
  ১৬ ই ডিসেম্বর, ২০২৩  রাত ১০:২৪
১৬ ই ডিসেম্বর, ২০২৩  রাত ১০:২৪
বিজন রয় বলেছেন: এখানেও এলেন!! দারুন তো!!
আপনি পুরানো পোস্টে বেশ সময় দিতে পারেন।
এই কবিতাটি সম্পূর্ণটা এখানে পোস্টে দেওয়া হয়নি।
তখন প্রচন্ড গতিতে ব্লগিং করতাম। ভেবেছিলাম পরে সম্পূর্ণ কবিতা পোস্ট দিব।
কিন্তু আর কখনো দেওয়া হয়নি।
আপনি এখানে এসস ভালই করেছেন। বিষয়টি আমার মনে পড়ে গেল।
এবার দেখি সম্পূর্ণ পোস্ট দেওয়া যায় কিনা।
আগে কখনও বিজনের লেখা সেইভাবে পড়িনি, জানতামই না এতো সুন্দর সুন্দর লেখা আছে।
পড়ুন আরো পড়ুন, আমার ব্লগে আরো আরো কবিতা পাবেন। আপনার ভালো লাগতেও পারে।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:২০
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:২০
তার আর পর নেই… বলেছেন: বেশি ছোট