|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
লুকিয়ে ছিল, ছিল অনাবৃত একা
তখনও সূর্য ছিল পান্ড্রুর
তখনও প্রান্ত ছুঁয়ে আসেনি উজ্জ্বল্য।
অনন্ত অবসরের অবকাশে 
আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল একা।
সংশয় ছিলা না ক্ষনিকের,
এবেলা পাতা ঝরছিল শুকনো,
চলে যাওয়া রাস্তা শ্রান্ত
ক্লান্ত প্রান্ত ছুঁয়ে যাওয়া
বিপন্ন ক্ষয়িষ্ণু ঢেউ রাশি,
অনেক নিবিড়তা মাড়িয়ে
মিশেছিল গৌরী বসনে।
হেমন্তের কাছাকাছি কোন এক নবান্ন দিনে
দৃষ্টি স্থির হয়েছিল সকল উষ্ণতা নিয়ে 
ফাগুন অনেক দূর তাই, 
তখনও অনাবৃত ছিল,  একা।
 ১৩০ টি
    	১৩০ টি    	 +২৪/-০
    	+২৪/-০  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪৫
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪৫
বিজন রয় বলেছেন: প্রথমেই আপনাকে পেলাম।
লুকিয়ে থাকার কিংবা অনাবৃত থাকার ভিতর অনেক সময় সৌন্দর্য খুঁজে পাওয়া যায়।
সেই প্রচেষ্টা।
আপনাকে ধন্যবাদ।
২|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৬
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৬
তার আর পর নেই… বলেছেন: পড়তে ভালো লাগছিল …… শেষের দিকটা বেশিই … +
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪৭
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪৭
বিজন রয় বলেছেন: তারপর......?
তারপর, তার আর পর নেই।
হ্যাঁ,  শেষের দিকে, হেমন্তে দাঁড়িয়ে ফাগুনের স্বপ্নদেখা।
অনেক ধন্যবাদ, ভাল থাকুন, অমায়িক থাকুন।
৩|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৭
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা। 
 ধন্যবাদ বিজন রয়।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫০
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: আশরাফুল ভাই কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
আপনার লেখাও আমার খুব ভাল লাগে।
ধন্যবাদ ভাল থাকুন।
৪|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩০
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩০
তাসলিমা আক্তার বলেছেন: লাইক দিয়ে গেলাম।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৪
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৪
বিজন রয় বলেছেন: কষ্টকরে আমার এখানে আসার জন্য আমি আপ্লুত।
আর লাইকের জন্য আপনাকেও ধন্যবাদ।
কবিতা বেশি বেশি পড়ুন, সাথে থাকুন।
৫|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৬
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৬
নুরএমডিচৌধূরী বলেছেন: 
লুকিয়ে ছিল, ছিল অনাবৃত একা
তখনও সূর্য ছিল পান্ড্রুর
তখনও প্রান্ত ছুঁয়ে আসেনি উজ্জ্বল্য।
অনন্ত অবসরের অবকাশে
আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল একা।
সংশয় ছিলা না ক্ষনিকের,
এবেলা পাতা ঝরছিল শুকনো,
চলে যাওয়া রাস্তা শ্রান্ত
ক্লান্ত প্রান্ত ছুঁয়ে যাওয়া
বিপন্ন ক্ষয়িষ্ণু ঢেউ রাশি,
অনেক নিবিড়তা মাড়িয়ে
মিশেছিল গৌরী বসনে।
হেমন্তের কাছাকাছি কোন এক নবান্ন দিনে
দৃষ্টি স্থির হয়েছিল সকল উষ্ণতা নিয়ে
ফাগুন অনেক দূর তাই,
তখনও অনাবৃত ছিল, একা।
Osadharon
+++++++++++++
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৭
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৭
বিজন রয় বলেছেন: তার একদিন আবিস্কৃত হবে সভ্যতার সবচেয়ে সুন্দর মায়াজাল।
ধন্যবাদ চৌধুরী। সাথে থাকুন।
৬|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৭
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৭
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সুন্দর কবিতা!
ভাল লাগা রইলো!
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৮
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: টাইগার কবিতার পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ব্যস্ত সময়ের মাঝে আমার এখানে আসার জন্য গর্বিত।
শুভকামনা।
৭|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫১
কল্লোল পথিক বলেছেন: সংশয় ছিলা না ক্ষনিকের,
এবেলা পাতা ঝরছিল শুকনো,
চলে যাওয়া রাস্তা শ্রান্ত
ক্লান্ত প্রান্ত ছুঁয়ে যাওয়া
বিপন্ন ক্ষয়িষ্ণু ঢেউ রাশি,
অনেক নিবিড়তা মাড়িয়ে
মিশেছিল গৌরী বসনে।  
চমৎকার কবিতা খুব ভাল লেগেছে।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৯
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৯
বিজন রয় বলেছেন: কমরেড..............
বাসন্তী আর গৌরী রঙে কোন মিল আছে কি?
কিংবা ধরুন হেমন্ত ও বসন্তে?
শুভেচ্ছা।
ভাল থাকুন।
৮|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০২
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনার প্রতিউত্তর গুলোতো বেশ ইন্টারেস্টিং! অনেক ভাল লাগছে, প্রত্যেকটা মন্তব্যের প্রতিউত্তর পড়ে।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৭
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৭
বিজন রয় বলেছেন: আপনার কথা শুনে আমি খুব হাসলাম, মুচকি হাসি। কেন মুচকি হাসলাম তা একদিন বলবো আপনাকে, এখন নয়। আশাকরি সামনের দিনগুলোতে যদি সাথে থাকেন তো আমার কথা, লেখা, প্রতিউত্তর আরো ভাল লাগবে।
হ্যাঁ, আমি প্রতিউত্তরের মাঝেই আমার এই কবিতাটির ভিতরের কথা কিছুটা বলার চেষ্টা করছি।
কোথাও না বুঝেশুনে নিজেকে অনাবৃত করা ভাল না।
সৌন্দর্যে সবসময় হাত দিতে নেই, তাতে তা নষ্ট হতে পারে।
ধন্যবাদ প্রিয় বাঘ।
ভাল থাকেন।
৯|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১১
মিজানুর রহমান মিরান বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা। ভালো লাগলো।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২১
বিজন রয় বলেছেন: কেউ আমাকে ছন্দময় বললে আমি অনর্গল কথা বলে যাই, কেউ আমাকে সুরময় বললে আমি কেবলই গেয়ে যাই, কেউ আমাকে সুন্দর বললে আমি নরম হয়ে, অবনত মস্তকে তাকে ধন্যবাদ জানিয়ে যাই।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকেস সবসময়।
১০|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৩
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ফাগুন অনেক দূর তাই, 
তখনও অনাবৃত ছিল, একা। 
অযুত ভালো লাগা। +
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৮
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: হেমন্তে বসে ফাগুনের জন্য আকাংখা! অবগুন্ঠণ তাই থাকুক আচ্ছাদিত।
সব সুখ উদিত না হোক।
ধন্যবাদ রাজপুত্র।
১১|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৬
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনন্ত অবসরের অবকাশে
আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল একা।
অনেক ভালো লাগলো। শুভকামনা।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪১
বিজন রয় বলেছেন: একা কোন নির্জন সন্ধ্যায় কোন খোলা দিগন্ত পারে বসে দেখেছেন কোনদিন, কি অনুভূতি হয়, শামীম?
আমাদের অবসর কোথায় সেসব হৃদয়ঙ্গম করার!!
কবিতার সুখ আমি আপনাকে দিয়ে দিলাম।
ভাল থাকেন অফুরন্ত।
১২|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
ফাগুন অনেক দূর তাই, 
তখনও অনাবৃত ছিল, একা।+++++++++
চমৎকার কবিতা।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪৩
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪৩
বিজন রয় বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ....... নিক বটে একটি।
এই ফাগুন আপনার জীবন অাবৃত করুক সমহিমায়। আপনি ভাল থাকুন অবিরল।
১৩|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৪
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৪
আমি মিন্টু বলেছেন: ভালো হয়েছে পড়ে ভালো লাগলো ।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:০০
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:০০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন।
আর বেশি বেশি কবিতা পড়ুন।
১৪|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:২১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন: 
কেমন যেন বিষন্নতা ছড়ায়ে আছে, সবকিছু  স্হবির, জীবনের সাড়া নেই তেমন!
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩০
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: শুধু বিষণ্ণতা নয়, আরো অনেক কিছু আছে। আপনার মতো জ্ঞানী মানুষ তা অবশ্যই ধরতে পারবেন।
ধন্যবাদ অবশেষে মন্তব্য করার জন্য।
ভাল থাকুন।
১৫|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৫৯
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৫৯
জনৈক অচম ভুত বলেছেন: অসাধারণ কবিতা। ভাল না লেগে উপায় আছে? 
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:২০
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:২০
বিজন রয় বলেছেন: একটু বেশি বলা হলো নয় কি প্রিয় ভুত। সামনের দিনগুলোতে তো আরো ভাল কবিতা আসবে, তখনকার জন্য কিছু রেখে দিলে ভাল হয়। সাথে থাকুন আর এমন ভাল ভাল কথা বলুন।
খুব ভাল লাগল আপনার উপস্থিতি।
শুভকামনা রইল।
১৬|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৪০
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৪০
সুমন কর বলেছেন: শুরু নয়, শেষ ভালো লাগল।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৪৯
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৪৯
বিজন রয় বলেছেন: সব ভাল তার শেষ ভাল যার।
ধন্যবাদ সুমনদা।
১৭|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:২৪
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:২৪
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫২
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫২
বিজন রয় বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ বিশেষ করে আমার এখানে আসার জন্য।
সবাই তো কবিতা পড়তে চায় না।
ভাল থাকুন।
১৮|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
কবিতা ভালো লেগেছে মিঃ রয়। +
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৩
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৩
বিজন রয় বলেছেন: হা হা হা একবারে মিঃ রয়!!
আপনি তো অনেক ভাল কবিতা পড়েন। সে তুলনায় কিছুই না।
ধন্যবাদ স্বীকৃতি দেওয়ার জন্য।
১৯|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:০৮
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:০৮
তাসলিমা আক্তার বলেছেন: একবার পড়ে মন ভরেনি তাই দ্বিতীয় বার পড়লাম। একই রকম ভালো লাগা প্রতিবার।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৫
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৫
বিজন রয় বলেছেন: এই কবিতা যদি একবার পড়ে মন না ভরে তো আমি নিশ্চিত, আমার ভষ্যিতের কবিতাগুলোও আপনাকে বার বার পড়তে হবে। কারণ সেগুলো মনে হয় এটার থেকেও উন্নত হবে।
হা হা হা সুযোগ পেয়ে নিজের দাম নিজেই বাড়িয়ে নিলাম।
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২০|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৭
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৬
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৬
বিজন রয় বলেছেন: চা খান।
পল্টন কবে আসবো ভাই, বই মেলার পর?
২১|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:২৭
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:২৭
নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: হে অনাবৃওের সাগরে বৃওের আকাশে মাদুর্য্য ভরা ছন্দের জনজনানিতে মুগ্দ্ব করা বিজয় রয়,। তাকিয়ে দেখো আকাস পানে তারার দিকে তুমার ঝুমুর ঝুমুর ঐ ছন্দের তালে তালে হাসছে ঐ চাদ মামা। ধন্যবাদ আপনাকে
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৭
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৭
বিজন রয় বলেছেন: অনেক কথা বলেছেন, আমি অভিভূত।
এভাবেই সাথে থাকেন।
ধন্যবাদ আপনাকে।
২২|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৪২
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৪২
আবু শাকিল বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা ।
হেমন্তের কাছাকাছি কোন এক নবান্ন দিনে
দৃষ্টি স্থির হয়েছিল সকল উষ্ণতা নিয়ে 
ফাগুন অনেক দূর তাই, 
তখনও অনাবৃত ছিল, একা।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৮
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৮
বিজন রয় বলেছেন: আপনার মুগ্ধতা আমার চলার পথের পাথেয়।
খুব ভাল লাগল আপনার উপস্থিতি।
শাকিল ভাই ভাল থাকুন।
২৩|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:১৩
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:১৩
জ্যোস্নার ফুল বলেছেন: চলে যাওয়া রাস্তা শ্রান্ত
ক্লান্ত প্রান্ত ছুঁয়ে যাওয়া
বিপন্ন ক্ষয়িষ্ণু ঢেউ রাশি, 
শব্দের সুর 
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৩
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৩
বিজন রয় বলেছেন: শব্দের সুরে সুরে ব্যাকুল হয়ে উঠুন। মন সবার ভরে উঠুক কবিতার ঐশ্বর্যে।
অনেখ ধন্যবাদ, শুভকামনা।
২৪|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৫:৪৬
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৫:৪৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সবশেষে আমার মতই ফাগুন যে আসবেই সময়মত, আগুনের ঔজ্জল্য নিয়ে মহাসমারোহে,গাছে গাছে পত্রপল্লবে মুকুলে বকুলে জাগবেই স্নিগ্ধ শিহরণ স্বল্প সমীরণে।। অপেক্ষমান মন কেন উচাটন অকারন। সবুরে মেওয়া ফলবেই কোন এক সময়।। নমঃস্কার বিদায় বেলায়।।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৪
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৪
বিজন রয় বলেছেন: আপনার এই অকৃত্রিম নমঃস্কার কোথায় রাখি বলুন তো!!
যে কবিতার মূল কথা ধরতে পারা আপনার একটি বড় গুণ দাদা।
ভাল থাকুন।
২৫|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:৫৪
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:৫৪
রাইসুল ইসলাম রাণা বলেছেন: অনাবৃতই ভালো,নিঃসঙ্গতা সঙ্গী। নিঃসঙ্গতা ছাইড়া আসলেই গ্যান্জাম!
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৫
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৫
বিজন রয় বলেছেন: আমি সেটাই বলতে চেয়েছি। আপনার অনুধাবন যথার্থ।
ধন্যবাদ এবং শুভকামনা।
২৬|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৭:৫৩
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৭:৫৩
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা এবং ভালবাসা রইলো।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৬
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৬
বিজন রয় বলেছেন: কবিতা ভাল লাগায় প্রীত হলাম। অনেক ব্যস্ত ব্লগার আপনি।
ভাল থাকুন।
২৭|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৮
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৮
তাসজিদ বলেছেন: দারুণ।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৭
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৭
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
পড়ুন অারো বেশি বেশি কবিতা।
২৮|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪০
জুন বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা বিজন রয় ।
+
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৮
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৮
বিজন রয় বলেছেন: ভ্রমণ বেদুইন আমার এখানে আসায় যাপরনাই খুশি।
অনেক অনেক শুভেচ্ছা।
২৯|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:২৭
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:২৭
ইমরাজ কবির মুন বলেছেন: 
sundor hoise
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৯
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৯
বিজন রয় বলেছেন: আরো একজন নামকরা ব্লগার আমার এখানে।
আমি মুগ্ধ।
৩০|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:২১
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
মুগ্ধতা!
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১০
বিজন রয় বলেছেন: আপনার মুগ্ধতার পরশে সিক্ত হলাম প্রিয় ব্লগার।
এভাবে যেন পাই সকল সময়ে।
ভাল থাকুন।
৩১|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৬
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: হুম! অনাবৃতই ভাল ছিল! লেখাটায় একটা করুণ রস অাছে ।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৭
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৭
বিজন রয় বলেছেন: রূপকবাবু করুন রসের ধারায় সাগর আসুক, তবু যেন সুখ পাই।
এইতো আপনার সুন্দর অনুভূতি, নিয়ে নিলাম।
ভাল থাকার শুভকামনা রইল।
৩২|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪৫
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: রুপকে অনেক না বলা কথা বলে গেলেন মুগ্ধতায় আবিষ্ট করে! 
ফাগুনের অপেক্ষায়  তখন নিশ্চয় অব্যক্তরা আবৃত হয়ে ধরা দেবে অন্য কবিতায়
 তখন নিশ্চয় অব্যক্তরা আবৃত হয়ে ধরা দেবে অন্য কবিতায় 
++++
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৫৪
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৫৪
বিজন রয় বলেছেন: ঠিক ধরেছেন প্রিয় ব্লগার।
কোন কিছুর বিকৃতি না ঘটিয়ে তাকে আরো সৌন্দর্য দান করতে হবে।
ভাল থাকুন নিরন্তর।
৩৩|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:০৮
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:০৮
হাসান বিন নজরুল বলেছেন: কবিতা ভালো লেগেছে কবি।
কিন্তু পান্ড্রুর শব্দের অর্থ বুঝিনি।
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০২
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০২
বিজন রয় বলেছেন: পান্ড্রুর মানে মলিন, ফ্যাকাশে এই জাতীয়।
কবিতা ভাল লাগায় প্রীত হলাম।
শুভকামনা।
৩৪|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:১৬
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:১৬
জেন রসি বলেছেন: লুকিয়ে কিন্তু একা অনাবৃত থাকার থিমটা ভালো লেগেছে। কবিতাটাও সুন্দর।  
++
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৩
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৩
বিজন রয় বলেছেন: মূল থিমটা ধরতে পারার জন্য আপনাকে ধন্যবাদ জন রেসি।
আপনার লেখা কিন্তু আমি পড়ি মাঝে মাঝে।
ধন্যবাদ।
৩৫|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৯
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৯
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সুন্দর কবিতা।
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩০
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: সুন্দরের মাঝেই কবিতারা বেঁচে থাকুক।
আর কবির আত্মা শান্তি পাক।
ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
৩৬|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৩
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৩
এমএইচডি বলেছেন: সুন্দর ++++
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৩
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৩
বিজন রয় বলেছেন: সুন্দর আর কবিতারা পাশাপাশি থাকুক। আমরা শুধু পথ চলতেই থাকি।
অনেক ধন্যবাদ কষ্ট করে আমার এখানে এসে কথা বলার জন্য।
ভাল থাকুন।
৩৭|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০১
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০১
গেম চেঞ্জার বলেছেন: ভাল হয়েছে। (+)
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৫
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: একটি প্লাস ব্রাকেটবন্দী আর অন্যসব প্লাস অনাবৃত। তাহলে মুক্ত প্লাসরা কোথায় গেল গেম?
হা হা হা আপনার উপস্থিতিই ++++++।
৩৮|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১১
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১১
নীলপরি বলেছেন: খুব সুন্দর । ++
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৭
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৭
বিজন রয় বলেছেন: নীলপরির ডানায় ভর করে দুটো প্লাস এখানে এলো আমার বাড়ি। কম কিসে!!
আমাদের জানালায় সেই একই আলো থাক অনাবৃত।
শুভকামনা নীলপরি।
৩৯|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৭
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৭
তানজির খান বলেছেন: খুব ভাল লাগলো কবিতা কবি
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৮
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৫৮
বিজন রয় বলেছেন: যে ভাল লাগাতে জানে সে ভালবাসতেও জানে।
অনেক ভাল লাগল তানজির খান।
ভাল থাকুন।
৪০|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৪৮
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:৪৮
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় , 
কিছু কিছু জিনিষ অনাবৃত থাকাই ভালো । যেমন আকাশের পূর্ণচাঁদ , বাগানের ফুল । 
চলে যাওয়া শ্রান্ত  রাস্তাটিও অনাবৃত থাকাই ভালো । অনাবৃত বলেই কবিতাটি গুটিগুটি হেটে গেছে ও পথে । 
 
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:০২
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:০২
বিজন রয় বলেছেন: আমার এই সামান্য কবিতাটি আপনাদের ভাবনার মিশেলে, আপনার কথার মায়াজালে, আপনাদের সহৃদয় অভিব্যক্তিতে এক অপার মহিমা লাভ করেছে। আমি অভিভূত।
আর আপনার মন্তব্য সবসময় মূল্যবান, কোন ফাঁকি থাকে না।
ধন্যবাদ, ভাল থাকুন অফুরান্ত।
৪১|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৩১
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৩১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার ভ্রাতা, শেষের দিকটা খুব ভালো লেগেছে।
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:২১
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:২১
বিজন রয় বলেছেন: সবাই সে কথা বলেছেও যে শেষের দিকে ভাল লেগেছে। কবিতা কেমন লাগল তার তেকে বড় কথা হলো আপনাদের উপস্থিতি।
অনেক ধন্যবাদ, ভাল থাকুন।
৪২|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৪৪
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৪৪
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর কবিতা
+++
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:২২
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৬:২২
বিজন রয় বলেছেন: সুন্দরের মাঝ থেকেই জন্ম নিক অজস্র কবিতা। আমরা সেই সুন্দর নিয়ে পথ চলি সহস্র বৎসর।
ভাল থাকুন রুদ্র, শুভকামনা।
৪৩|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৪
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৪
লালপরী বলেছেন: দারুন কবিতা বিজন রয় +++++
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৭
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৭
বিজন রয় বলেছেন: আগে নীলপরি এসেছিল, এবার লালপরী। বাহ! দেখতে ভাল লাগছে!
আর কবিতা পড়ার জন্য অনেক খুশি হলাম।
ধন্যবাদ।
৪৪|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৪
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৪
Tow Hid বলেছেন:
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৮
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: কিছু তো বলেন ভাই।
৪৫|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৫
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৫
নেক্সাস বলেছেন: বিজন রায় অনেক অনেক অনেক সুন্দর কবিতা। ভাবনার কত গভীরে চলে যাওয়া যায় এই কবিতা পড়ে তার কুল নাই
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৪
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৪
বিজন রয় বলেছেন: আপনাকে তাহলে পেলাম।
প্রশাংসায় ভেসে গেলাম। ভাল লাগল এমন কমপ্লিমেন্ট।
কথা হবে।
৪৬|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:০১
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:০১
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কাব্য । ভাল লেগেছে ভাবনা ।
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৫
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৫
বিজন রয় বলেছেন: যে ভাবনার গভীরে যেতে পারে যে নতুন কিছু ভাবতেও পারে। আপনি তেমন একজন।
অনেক ধন্যবাদ, ভাল থাকুন।
৪৭|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫১
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫১
মেজদা বলেছেন: অনবদ্য লেখা। ধন্যবাদ
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:২০
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:২০
বিজন রয় বলেছেন: আরে আপনি মেজদা। খুব খুশি হলাম আপনাকে পেয়ে।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সাথে থাকুন।
৪৮|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:০০
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:০০
কামরুন নাহার বীথি বলেছেন: হেমন্তের কাছাকাছি কোন এক নবান্ন দিনে
দৃষ্টি স্থির হয়েছিল সকল উষ্ণতা নিয়ে 
ফাগুন অনেক দূর তাই, 
তখনও অনাবৃত ছিল, একা।    ------- 
একরাশ মুগ্ধতা ----!!!! ধন্যবাদ কবি!!!!
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪৪
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪৪
বিজন রয় বলেছেন: আমি কবি নই। কিছু লেখার চেষ্টা করি।
আপনার মুগ্ধতায় আসলে আমিই মোহিত।
ধন্যবাদ ভাল থাকুন।
৪৯|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৪৩
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৪৩
গোর্কি বলেছেন: 
ভাল লাগল।
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৫
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৫
বিজন রয় বলেছেন: আপনাকে পাওয়া গেল তাহলে! অনেক কম আসেন আজকাল।
কিন্তু আপনাদের মতো মানুষদের দরকার সব জায়গায়।
ধন্যবাদ, ভাল থাকুন।
৫০|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫০
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫০
খোলা মনের কথা বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে। ধন্যবাদ
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৪
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৪
বিজন রয় বলেছেন: খোলা মনের কথা। নিকটি সুন্দর।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
৫১|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:২৬
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
লুকিয়ে ছিল, ছিল অনাবৃত একা - কথাটা সুন্দর।
কবিতায় ভালো লাগা।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:১১
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:১১
বিজন রয় বলেছেন: এই কবিতায় কথা বলতে তো ওই টুকুই।
আর সব.......
আপনার উপস্থিতি উৎসাহদায়ক।
শুভকামনা।
৫২|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৪৮
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৪৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "হেমন্তের কাছাকাছি কোন এক নবান্ন দিনে
দৃষ্টি স্থির হয়েছিল সকল উষ্ণতা নিয়ে 
ফাগুন অনেক দূর তাই, 
তখনও অনাবৃত ছিল, একা।"
কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
অসামান্য ভাল থাকবেন।
  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:২২
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
তার উপর মুগ্ধতা, অসামান্য।
৫৩|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫৮
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫৮
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আরে বাহ... দাদাতো ভাল একটা কবিতা উপহার দিলেন, ধন্যবাদ আপনাকে
  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:২২
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম। বোশ বেশি কবিতা পড়ুন।
৫৪|  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:১০
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:১০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললিখেছো
  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:২৪
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:২৪
বিজন রয় বলেছেন: কবিতা পড়েছেন জেনে ভাল লাগল।
অাপনিও অনেক ভাল লেখেন।
শুভকামনা।
৫৫|  ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১০
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১০
কাবিল বলেছেন: ভাললাগা রইল কবিতায়।
  ০১ লা মার্চ, ২০১৬  দুপুর ২:৪২
০১ লা মার্চ, ২০১৬  দুপুর ২:৪২
বিজন রয় বলেছেন: আরে আপনি!
ঠিক পাইনি। 
ধন্যবাদ ও শুভকামনা।
৫৬|  ০৫ ই মার্চ, ২০১৬  রাত ১০:১৯
০৫ ই মার্চ, ২০১৬  রাত ১০:১৯
ফেরদৌস প্রামানিক বলেছেন: এই কবিতায় মিঠে মিঠে একটা ভাব আছে, সেটা অবশ্যই খেজুরের রসের !
  ০৫ ই মার্চ, ২০১৬  রাত ১০:৫৬
০৫ ই মার্চ, ২০১৬  রাত ১০:৫৬
বিজন রয় বলেছেন: ঠিক ধরেছেন। মিঠে মিঠে ভাব। বিশেষ করে.......... এখানে
হেমন্তের কাছাকাছি কোন এক নবান্ন দিনে
দৃষ্টি স্থির হয়েছিল সকল উষ্ণতা নিয়ে 
অনেক ভাল লাগল আপনাকে পেয়ে।
শুভকামনা।
৫৭|  ০৭ ই মার্চ, ২০১৬  রাত ১০:৫৮
০৭ ই মার্চ, ২০১৬  রাত ১০:৫৮
ইশতিয়াক ফাহাদ বলেছেন: অনন্ত অবসরের অবকাশে
আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল একা।
ভাল লেগেছে .।।।
  ০৮ ই মার্চ, ২০১৬  রাত ৯:৫২
০৮ ই মার্চ, ২০১৬  রাত ৯:৫২
বিজন রয় বলেছেন: কবিতার পড়ার জন্য ধন্যবাদ।
আশাকরি সামনের দিনগুলোতে সাথে পাবো।
শুভকামনা।
৫৮|  ১৫ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
১৫ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: দেশের হেমন্ত কি এখনো এমন আবেগ আনে মনে?
  ১৬ ই মার্চ, ২০১৬  সকাল ৯:২৫
১৬ ই মার্চ, ২০১৬  সকাল ৯:২৫
বিজন রয় বলেছেন: আনে আনে, আপনি দেশে থাকেন না তাই ওসব বুঝবেন না।
হেমন্তের প্রকৃত রূপ, প্রকৃত আবেগ পেতে হলে তো গ্রামে, মাটিতে আসতে হবে।
৫৯|  ১৬ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৩৫
১৬ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৩৫
সাগর মাঝি বলেছেন: চমৎকার কবিতা ভাই
  ১৬ ই মার্চ, ২০১৬  সকাল ১০:০৮
১৬ ই মার্চ, ২০১৬  সকাল ১০:০৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ মাঝি দেরীতে হলেও এখানে কথা বলার জন্য।
কবিতা পড়ার জন্য কৃতজ্ঞ।
ভাল থাকুন।
৬০|  ১৯ শে মার্চ, ২০১৬  রাত ৮:২৫
১৯ শে মার্চ, ২০১৬  রাত ৮:২৫
উদাসী স্বপ্ন বলেছেন: সবজায়গাতেই নগরায়ন, ইটের ভাটা, যন্ত্রচালিত মেশিনের শব্দ, সরকারী সন্ত্রাসীদের পদচারনায় গ্রাম আর গ্রাম নাই। আছে হয়তো কিন্তু সেখানে এই বয়সে মন টিকবে না। ভেবেছিলাম একদিন হয়তো উঠে দাড়াবে দেশটা, জানি না কিছু আর!
দেশ নিয়ে ভাবনায় এখন মনে ক্ষত হয়
  ২১ শে মার্চ, ২০১৬  সকাল ৯:১০
২১ শে মার্চ, ২০১৬  সকাল ৯:১০
বিজন রয় বলেছেন: পদ্মার চরে জমি কিনতে হবে।তাহলে যদি কিছুদিন গ্রাম্য পরিবিশ পাওয়া যায়।
 
শুনলাম ২০৩৫ সালে দেশের ১০ কোটি মানুষ শহরে বাস করবে!
তাহলে আর গ্রাম খুঁজে পাওয়া যাবে না।
আপনার আফসোস তাই পূরণ বলে মনে হয় না।
৬১|  ৩১ শে মার্চ, ২০১৬  রাত ১১:৪৬
৩১ শে মার্চ, ২০১৬  রাত ১১:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ স্তবকটা বেশ চমৎকার হয়েছে।
  ০১ লা এপ্রিল, ২০১৬  সকাল ১১:৪২
০১ লা এপ্রিল, ২০১৬  সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: ওটা এখন আমারো ভাল লাগে। যখন লিখেছিলাম তখন মনে হতো কেমন যেন।
ভাল লাগল পিছনে এসে কথা বলার জন্য।
ভাল থাকুন আজীবন।
৬২|  ১০ ই এপ্রিল, ২০১৬  সকাল ৭:৫০
১০ ই এপ্রিল, ২০১৬  সকাল ৭:৫০
এহসান সাবির বলেছেন: শুভ সকাল।
এই সকালে চমৎকার একটি কবিতা পড়লাম।
  ১২ ই এপ্রিল, ২০১৬  দুপুর ২:০৩
১২ ই এপ্রিল, ২০১৬  দুপুর ২:০৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ সাবির আরো একটি কবিতা পড়ার জন্য।
আমার সাথে থাকবেন বলে আশারাখি।
ভাল থাকেন।
৬৩|  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:০৪
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:০৪
রিকতা মুখাজীর্র্ বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগল।ভালো থাকবে.
  ০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:১৩
০১ লা জানুয়ারি, ২০১৭  সকাল ১১:১৩
বিজন রয় বলেছেন: একবছর আগের কবিতায় এখানে!!
সুন্দর তো!!
অনেক ধন্যবাদ খুঁজে খুঁজে এখানে এস কথা বলার জন্য।
সাথে থাকুন কথা হবে।
শুভকামনা।
৬৪|  ০৩ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:০৭
০৩ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:০৭
রিকতা মুখাজীর্র্ বলেছেন: অবশ্যয়,আর পুরোনো কবিতা হলেও মনটা কিন্তু তরতাজা হয়ে গেল পড়ে।
  ০৩ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:৩৭
০৩ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:৩৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ রিক্তা।
আমার কবিতা যদি আপনার মন তরতাজা করে তো আমি সৌভাগ্যবান।
আশাকরি সামনের দিনগুলোতে আমার নতুন লেখাগুলোতে আপনার মতামত পাবো।
কথা হবে নিশ্চয়ই, সাথে থাকুন।
শুভকামনা।
৬৫|  ০৬ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:৫১
০৬ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:৫১
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনিও ভালো থাকুন
  ২৫ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪৭
২৫ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ রিক্তা।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৫
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৫
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর ছঁন্দময় কবিতা পড়ে ভালো লাগল ।