নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যাসক্ত প্রীতিসজ্জায় কি এক
অন্তরঙ্গ শব্দধ্বনি শুনি,
শুনে আনমনে কেঁপে উঠি,
দেখি সিন্ধুপারের ধূসর পান্ডুলিপিতে
হৃদয়ে দুঃখ ভোলার আলিঙ্গন।
যেখানে বিয়োগান্ত আলোকমালায়
সন্ধ্যাপ্রদীপ হাতছানি দেয়
যেখানে আত্মার নিঃসঙ্গ স্বর বাজে
অশ্রু সুখ হয়
হৃদয় বিলুপ্ত হয়
সঙ্গমিত প্রেমরেখায়।
সূর্যকলার অবিরাম লজ্জা আভায়
যেসব হৃৎপিন্ড প্রিয়তার মগ্নতায়
বিহ্বল হয়ে ওঠে খুব বেশি,
খুব বেশি হৃদয়গ্রাহী
খুব বেশি অনুভূতিশীল
খুব বেশি প্রিয়ময়
হয়ে ওঠে যেসব সহৃদয় সংবাদ
জীবন সত্ত্বার নিগূঢ় অন্তরালে,
সেসব নিশ্চিত একসময় সূর্যগ্রস্থে নিমগ্ন হয়।
সূর্যগ্রস্থ মৃগয়া গােধূলীতে অস্তিত্বময় হয়ে ওঠা
মনোমালিকার এইসব নিবিড়
স্পর্শকাতর মন্থন
অনাগত রাত্রির মতো ধোঁয়াশা,
ছায়াময়, ধূসর কিংবা অন্ধকার!
নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮
বিজন রয় বলেছেন: প্রথম হওয়ার জন্য অবশ্যই প্রথম পুরস্কার।
এখন সূর্যাস্তের অবয়বে নিজেকে নিমজ্জিত করুন, তবে ভুলেও মৃগয়া মন্থনে যাবেন না!!
২| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
যেসব হৃৎপিন্ড প্রিয়তার মগ্নতায়
বিহ্বল হয়ে ওঠে খুব বেশি,
খুব বেশি হৃদয়গ্রাহী
খুব বেশি অনুভ’তিশীল
খুব বেশি প্রিয়ময়
ভাল লাগ নিয়ে গেলাম।ধন্যবাদ
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
বিজন রয় বলেছেন: আপনার ভাল লাগা হৃদয়গ্রাহী আর অনুভূতিশীল হয়ে উঠুক।
৩| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০
জুন বলেছেন: অরুনের একটি দারুন ছবি সাথে আপনার অনাবদ্য কবিতা। অনেক ভালোলাগা
+ ১
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: অরুণ কান্তি শোভা পাচ্ছে সুদূর দিগন্তে, আর আমি বিগলিত হলাম আপনার সুন্দর মন্তব্যে।
অনেক ভাল লাগল আপা।
শুভকামনা।
৪| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: একটা লাইক ছিল তা রেখে গেলাম। ধন্যবাদ দাদা
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
বিজন রয় বলেছেন: একটানে তিনটি মন্তব্য করে গেলেন। এতেই বোঝা যায় আপনার গভীর আন্তরিকতাবোধ।
আমি খুব খুশি হলাম। এভাবেই সাথে থাকলে ভাল লাগবে।
আপনি ভাল থাকেন সবসময় কবীর।
সবসময়।
৫| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬
বিজন রয় বলেছেন: আপনাকে সূর্যাসক্ত হতে বলবো
আপনাকে সূর্যকলায় ভিজতে বলবো
আপনাকে সূর্যগ্রস্ত হতে বলবো না।
ভাল লাগল আপনার উপস্থিতি।
মনিরা সুলতানা আপা। ভাল থাকুন।
৬| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪০
বিদগ্ধ বলেছেন: সুলিখিত।
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
বিজন রয় বলেছেন: আপনাকে প্রথম দেখছি কিনা জানিনা। তবে দেখে খুশি হলাম।
বিদগ্ধ নিকটি মনে ধরেছে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা।
৭| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪১
তাসলিমা আক্তার বলেছেন: সূর্যগ্রস্থ মৃগয়া গােধূলীতে অস্তিত্বময় হয়ে ওটা
মনোমালিকার এইসব নিবিড়
স্পর্শকাতর মন্থন
অনাগত রাত্রির মতো ধোঁয়াশা,
ছায়াময়, ধূসর কিংবা অন্ধকার
আপুর্ব বর্ননা। মনে হচ্ছিলো জীবনান্দের কবিতা পড়ছি। কিছু কিছু পড়লেই শেষ। আর কিছু লেখার রেশটা রয়ে যায় বহুদিন। এটি সেই লেখা। শুভ কামনা কবি।
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যের উত্তর করতে গেলে অনেক কিছু এড়িয়ে যাওয়া যায় না। এমনভাবে কথা বলে যান যে, লেখার বিষয়কে ছাড়িয়ে আরো অনেক কিছু ভাবিয়ে দিয়ে যায়। তখন অনেক কথা বলতে ইচ্ছে করে।
যে সুন্দর কথামালা উপহার দিয়ে গেলেন তাসব আমার মনোমালিকায় গেঁথে রাখলাম পরম যত্নে।
অনেক অনেক ভাল থাকার আহ্বান।
৮| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
আরিয়ান আরাফ বলেছেন: বেশ ভালো লাগল
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১২
বিজন রয় বলেছেন: আপনার কবিতার পড়ার সুখ ছুঁয়ে গেলাম। আপনার হৃদয় আরো কবিতাময় হয়ে উঠুক।
ভাল থাকেন আরিয়ন।
৯| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০০
মুসাফির নামা বলেছেন: সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
ভাললাগা আর অবিরাম ঘটে চলা অনেক কিছুর সন্ধান পেয়েছি।শুভকামনা।
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪
বিজন রয় বলেছেন: মাঝে মাঝে হৃদয় মৃগয়া মন্থনে যায়, কিন্তু সেটা যে শূণ্য!!
কে হায় তা বোঝে কি না বোঝে।
ধন্যবাদ ভাই মুসাফির।
১০| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
সূর্যাস্তের অবয়ব মন্থন করে যে মৃগনাভীর দেখা পেলেন কবি, তার সৌগন্ধ এখানে - সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
বিজন রয় বলেছেন: সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
কোন রূপে দেখিব তারে!! মৃগ যে শুধু মরীচিকা।
আপনার মন্তব্য সবসময় আসলটুকু তুলে আনে।
এই জন্য আপনাকে বলি বিজ্ঞ, প্রাজ্ঞ অার অভিজ্ঞ।
ভালো থাকে প্রিয় আহমেদ জী এস ভাই।
১১| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ওটা
টাইপো?
কবিতা দারুণ লাগল। ঝকঝকে।
১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।
মেইল পেয়েছি।
১২| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪
কল্লোল পথিক বলেছেন: সূর্যগ্রস্থ মৃগয়া গােধূলীতে অস্তিত্বময় হয়ে ওটা
মনোমালিকার এইসব নিবিড়
স্পর্শকাতর মন্থন
অনাগত রাত্রির মতো ধোঁয়াশা,
ছায়াময়, ধূসর কিংবা অন্ধকার!
অসাধারন কবিতা।
১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
আপনার মতো লিখতে পারি না।
শুভকামনা।
১৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা ভালো লেগেছে
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৫
বিজন রয় বলেছেন: কোন সিনিয়র ব্লগার এলে বড্ড সুখ পাই।
কবিতা পড়ার জন্য কৃতজ্ঞ।
ভাল থাকুন।
১৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩
মিজানুর রহমান মিরান বলেছেন: অন্তহীন ভালোলাগা কবিতায়। +++++
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
বিজন রয় বলেছেন: প্রীত হলাম ভ্রাতা।
অনেক অনেক শুভকামনা।
১৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০
তার আর পর নেই… বলেছেন: কঠিন লাগছে। সূর্যগ্রস্থ মৃগয়া গােধূলীতে অস্তিত্বময় হয়ে ওঠা …
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫
বিজন রয় বলেছেন: নতুন শব্দ শুনলে প্রথমে একটু অচেনা লাগতে পারে। তবে, মৃগয়া গােধূলীতে অস্তিত্বময় হয়ে ওঠা..... এগুলো তো জানা শব্দ।
কোন দৃশ্যে ব্যবহার হয়েছে এটাও ফ্যাক্টর।
ধন্যবাদ কথা বলার জন্য।
ভাল থাকুন।
১৬| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১
হোসেন হৃদয় বলেছেন: বাহ। খুব ভালো।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:০২
বিজন রয় বলেছেন: প্রকৃতই যদি আপনার ভাল লেগে থাকে তো সেটা আমার জন্য উৎসাহের।
ধন্যবাদ।
১৭| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ। যাই হোক, আপনার কবিতা গুলোতে ঘুরে ফিরে চাঁদ, সূর্য, সূর্যাস্ত, জ্যোৎস্না এগুলো আসে কেন? ব্যাপার গুলার সাথে জীবনের কোন যোগসূত্র আছে নাকি?
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:২০
বিজন রয় বলেছেন: যেহেতু ওগুলো লেখার সময় ইদানিং মাথায় আসে সেজন্য। কোন এক সময় হয়তো ওগুলো আসবে না।
অবশ্যই যোগসূত্র আছে।
ছোট্ট করে বলি, ওগুলোর প্রভাবে তো মানব মন খুব প্রভাবিত হয়, তাই না?
আর যারা কবিতা লেখে তাদের তো আরো বেশি।
আপনার প্রশ্ন করাটা আমার পছন্দ হয়েছে। এভাবে জিজ্ঞেস করলেই তো ভাল লাগে, কথায় কথায় অনেক কথা বেরিয়ে আসে।
তবে আমি উত্তর করলাম খুব সংক্ষেপে। ভবিষ্যতে কথা হবে।
ভাল থাকুন, শুভকামনা।
১৮| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০
তানজির খান বলেছেন:
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
খুব ভাল লাগল কবিতা। শেষ দুইটা লাইন ভাবাচ্ছে খুব
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২
বিজন রয় বলেছেন: আমাদের গতি সব কোথায়?
আমাদের বন্ধন সমূহের শেষ পরিণতি কি?
মৃত্যুর পর সব শূণ্য।
খুশ হলাম তানজির।
ভাল থাকুন।
১৯| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৯
উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লাগলো। শুভকামনা।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৯
বিজন রয় বলেছেন: ভাল লাগল উল্টা।
ভাললাগারা বেঁচে থাকুক।
ধন্যবাদ।
২০| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৮
রাবেয়া রাহীম বলেছেন: কবিতার সাহিত্য মান অনেক উঁচু স্তরের মনে হল। শব্দ , ভাষা আর বাক্যের বিন্যাস যথেস্ট পরিপূর্ণ ! অসাধারণ কবিতা।
বিশেষ ভাল লাগার লাইন
যেখানে বিয়োগান্ত আলোকমালায়
সন্ধ্যাপ্রদীপ হাতছনি দেয়
যেখানে আত্মার নিঃসঙ্গ স্বর বাজে
অশ্রু সুখ হয়
হৃদয় বিলুপ্ত হয়
সঙ্গমিত প্রেমরেখায়। শুভ কামনা নিরন্তর।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২
বিজন রয় বলেছেন: আপনার প্রশাংসা বাণে জর্জরিত হলাম। নিজেকে নিয়ে উৎসাহ পাচ্ছি।
অনেক ধন্যবাদ দামী মন্তব্য করার জন্য।
২১| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
গোধূলির মায়াময় ছায়ায়ঃ
//সূর্যগ্রস্থ মৃগয়া গােধূলীতে অস্তিত্বময় হয়ে ওঠা
মনোমালিকার এইসব নিবিড়
স্পর্শকাতর মন্থন
অনাগত রাত্রির মতো ধোঁয়াশা,
ছায়াময়, ধূসর কিংবা অন্ধকার!//
ভাল থাকুন। সবসময়।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬
বিজন রয় বলেছেন: কবিতা ভাললাগায় কৃতজ্ঞ।
আমার সামান্য লেখায় আপনারা যে কথা বলেন সেটাই অনেক।
শুভকামনা।
২২| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৩
মানসী বলেছেন: শুধু ভালোলাগা। শুধুই ভালোলাগা। ভালোলাগা অন্তহীন।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭
বিজন রয় বলেছেন: খুশি হলাম, প্রীত হলাম, নত হলাম।
ভাল থাকেন আপনি অন্তহীন।
২৩| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার শব্দের বুননে দারুণ সুন্দর কবিতা,মনে হলো যেন আধুনিক কোন একজন কবির কবিতা পাঠ করছি
+++
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০
বিজন রয় বলেছেন: আধুনিক লেখার চেষ্টা করি, কিন্তু কবিতা লেখা খুবই কঠিন ব্যাপার।
ব্লগে কিছুটা সময় পার করা আর কি।
অনেক প্রশাংসা করলেন!
ভাল থাকুন।
২৪| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
জাতির জামাই বলেছেন: সুন্দর হয়েছে। এভাবে লিখতে থাকুন।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১১
বিজন রয় বলেছেন: আশির্বাদ করবেন এভাবেই, সাথে থাকবেন এভাবেই।
ভাল থাকুন, শুভকামনা।
২৫| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১২
বিজন রয় বলেছেন: কেন ভাল লেগেছে??
২৬| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০০
অতঃপর শুভ্র বলেছেন: আপনার ব্লগে ১ম আগমন পারলে স্বাগতম জানাইয়েন
কবিতাটাই অসাম
শব্দচয়ন দারুনননন হয়েছে
+++++++
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৫
বিজন রয় বলেছেন: অবশ্যই সু্স্বাগতম।
প্রথম হোক আর পহেলা হোক আমরা এক অপরের ব্লগবাড়িতে গেলেই তো ব্লগিং স্বার্থক হয়ে ওঠে।
কবিতা ভাললাগায় প্রীত হলাম।
শুভকামনা।
২৭| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৯
আলোরিকা বলেছেন: 'নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।' ------- অসাধারণ কবিতা হয়েছে ! জীবনের সব মোক্ষম প্রশ্নগুলোই উচ্চারিত হলো কিছু টাইপো
উর্ধে<ঊর্ধ্বে
হাতছনি<হাতছানি । অনেক অনেক শুভ কামনা ।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৭
বিজন রয় বলেছেন: জীবনের সব মোক্ষম প্রশ্নগুলোই উচ্চারিত হলো। আপনি খুব দুরদৃষ্টিসম্পন্ন।
সঠিক অনুধাবন।
শুভকামনা।
ভাল থাকুন।
২৮| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনবদ্য কবিতা।
ভাল লাগা জানিয়ে গেলাম।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২২
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম।
সাথে থাকুন।
শুভকামনা সবসময়ের।
২৯| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
জেন রসি বলেছেন: শব্দ, দুঃখ ভোলার আয়োজন, তারপর আবার বিষণ্ণতা- সাথে জীবনের সাথে, অনুভূতির সাথে সম্পর্কিত আলো আঁধারের খেলা। এমন কিছুই মনে হলো। তবে কবির কাছেও একটা ব্যাখ্যার দাবী জানাচ্ছি।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯
বিজন রয় বলেছেন: ছোট্ট কথায়...........
জীবনের যত সুখ, জীবনের যত পরিপূর্ণতা মৃত্যুর পর শূণ্য, অন্ধকার, তা সেসব যতই হৃদয়গ্রাহী, অনুভূতিশীল, প্রিয়ময় কিংবা ছন্দোময় হোক না কেন? তার কোন রূপ নেই।
আসলে উত্তরটি অনেক বড় হবে। কিন্তু এখন পারছি না।
আমি যদি অনেক দিন ব্লগিং করি, আপনিও যদি ব্লগে থাকেন তো একসময় বড় উত্তর ও মন্তব্য পাবেন।
আপাতত কিছু মনে করবেন না।
শুভকামনা রইল।
৩০| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
কত্ত গভীর মন্থনে উঠে আসে এমন মনি মানিক্য!!
++++++++++++++++++++
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১
বিজন রয় বলেছেন: জানি না তো!!
কেমনে যেন হয়ে যায়!
জীবনের সব গতি পথ ওখানেই.............. শূণ্যতার অরূপরেখায়, অন্ধকারে।
ভাল লাগল।
শুভকামনা।
৩১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪৩
রিপি বলেছেন: আমি মুগ্ধ হয়ে কয়েকবার পড়লাম। আপনার লেখাতো অনেক চমৎকার।
নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
+++++
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৪
বিজন রয় বলেছেন: আমি মুগ্ধ হয়ে কয়েকবার পড়লাম। আপনার লেখাতো অনেক চমৎকার।............ এগুলো আপনার বলা কথা। সকালেই ব্লগে এসেই আপনার এই আন্তরিক বার্তা! কি যে ভাল লাগছে!
আমরা জানি............
সূর্য উঠলে অস্ত যায়
প্রেম একসময় নিভে যায়
গতি দিকভ্রান্ত হয়
বন্ধন টুটে যায়.........
কখন? জীবনের পরপারে!!
তো, সেটা কি? অন্ধকার আর শূণ্য বোধহয়!!
অনেক করে ধন্যবাদ রিপি।
ভাল থাকেন ভাল মানুষদের দলে।
৩২| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৫:১৪
লীন প্রহেলিকা বলেছেন: শেষটা এমনভাবে শেষ করবেন বুঝিনি। সমসাময়িক লেখকদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা পাঠককে শব্দজালে ক্ষণিকের জন্যে মাতাল রাখলেও তাকে স্থায়িত্ব দিতে পারে না। কারণ হয়তো শব্দ ব্যবহারের বাহুল্যতা। কিন্তু আপনার লেখায় মনে হলো শব্দ ব্যবহারের বাহুল্যতা থাকলেও হৃদয় ছুতে পেরেছেন। এটা আপনার লিখনীর গুণ। ভাল লাগা রইল, শুভকামনা।
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
বিজন রয় বলেছেন: আপনার এই ভীষণ ভাললাগা মন্তব্যে আমি আর কি বলতে পারি!!!
অামার মনে হচ্ছে আমি হয়তো একদিন কবিতা লিখতে পারবো। লেখায় স্থায়িত্ব দিয়ে অন্যের হৃদয়ে প্রবেশ করানো তো অনেক বড় ব্যাপার। যে গুণটি আপনি আমার ভিতরে দেখতে পেয়েছেন। এমনভাবে তো এখনো কেউ বলেনি, তাই আমার অনেক ভাল লাগছে।
আমি যেন বাহুল্য বর্জিত অনেকদিন মনে রাখার মতো কবিতা লিখতে পারি সেই আশির্বাদ চাই।
অনেক অনেক ভাল থাকুন। আবারো কথা হবে।
৩৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার লাগল! অসম্ভব সুন্দর হয়েছে।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৪
বিজন রয় বলেছেন: যথেষ্ঠ!
অনেক পেলাম আপনার নিকট থেকে।
অনেক শুভকামনা।
৩৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "সূর্যকলার অবিরাম লজ্জা আভায়
যেসব হৃৎপিন্ড প্রিয়তার মগ্নতায়
বিহ্বল হয়ে ওঠে খুব বেশি,
খুব বেশি হৃদয়গ্রাহী
খুব বেশি অনুভূতিশীল
খুব বেশি প্রিয়ময়
হয়ে ওঠে যেসব সহৃদয় সংবাদ
জীবন সত্ত্বার নিগূঢ় অন্তরালে,
সেসব নিশ্চিত একসময় সূর্যগ্রস্থে নিমগ্ন হয়।"
অপ্রিয় সত্য।
খুব ভাল।
উপায় নাই, প্লাস!
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: হৃদয়গ্রাহী মন্তব্যে জন্য ধন্যবাদ।
শুভকামনা।
৩৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩
সাইফুল আরিফিন কাব্য বলেছেন: অসম্ভব সুন্দর
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: অসম্ভব ধন্যবাদ।
ভাল থাকুন নিরন্তর।
৩৬| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪
বর্ণহীণ বলেছেন: ++++++++
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: হা হা হা
অনেক প্লাস পেলাম।
ধন্যবাদ আর শুভকামনা।
৩৭| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
দীপংকর চন্দ বলেছেন: সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
দুর্দান্ত!!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ কথা বলার জন্য।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।
অনেক ভালো থাকবেন। সবসময়।
আপনার কথা আপনাকেই বললাম।
৩৮| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০৭
রায়হানুল এফ রাজ বলেছেন: অশ্রু সুখ হয়
হৃদয় বিলুপ্ত হয়
সঙ্গমিত প্রেমরেখায়।
-ঝর্ণাধারার মাঝে অন্য রকম ছন্দ খুঁজে পাই।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭
বিজন রয় বলেছেন: এই যে অন্যরকম ছন্দ খুঁজে পাওয়া এটাই সবচেয়ে বড় ব্যাপার।
প্রতিদিন তো কত কবিতা ব্লগে আসে।
কোনটা মনে রাখার মতো।
ধন্যবাদ রাজ।
৩৯| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
আরজু পনি বলেছেন:
ছবিটার সাথে কবিতা দারুণ মিশে গেছে।
পড়তে বেশ লাগছিল।
লেখায় ভালো লাগা রইল।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
বিজন রয় বলেছেন: শুধু পড়তে ভাল লেগেছে? কবিতার বিষয়, বক্তব্য, অভিব্যক্তি এগুলো ভাল লাগেনি??
৪০| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
উদাসী স্বপ্ন বলেছেন: কুটিকালে সূর্যাস্ত দেখলেই মনে হইতো স্যার আইবো পড়তে বয়। অখনো সূর্যাস্ত দেখলে নিজের আনমনে কোনো একটা ম্যাগাজিন হাতে নিয়া পড়া শুরু করি। পড়নের কিছুক্ষন পর মনে পরে বড় হইয়া গেছি দেয়ার ইজ নো পরীক্ষা!
আপনের মতো এত রোমান্টিক আছিলাম না! যদিও গার্লফ্রেন্ড আছিলো মনে হয় কয়েকটা!
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৬
বিজন রয় বলেছেন: আপনি রোমান্টিক তো বটেই এবং আপনি একজন জিনিয়াস।
৪১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯
আরজু পনি বলেছেন:
দিলেন তো বিপদে ফেলে !
আমি কিন্তু কবি নই
সাধারণত কঠিন কবিতা পড়ি গল্পের মতো করে...আপনার কবিতার শব্দচয়ন আভিধানিকভাবে কঠিন...সোনাবীজ অথবা ধুলোবালি ছাইয়ের অভিধান থেকে উক্ত করা যুক্ত শব্দেরা মুক্ত হয়েছে আপনার কবিতায়...হাহাহাহা
তবে সূর্যগ্রস্থ মৃগয়া গােধূলী কথাটা খুব টেনেছে।
আর কবিতাটা বিষণ্ণ মনে হলেও...আপনার সবসময়ের হাসিখুশি মুড দেখে কবিতার দুঃখ গায়ে লাগেনি...বরং শব্দের, উপমার ব্যবহারে তা দারুণ লেগেছে।
সবসময়ই আনন্দে থাকুন ...অনেক শুভকামনা রইল।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: কবিতা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি, মূল্যবিচার, ভাবনার বহিঃপ্রকাশ জানলাম। যদিও ক্ষুদ্র অবসরে একটি কবিতার অতলে যেয়ে কবিতার অলংকার খুঁজে নিয়ে বের হয়ে আসা অনেক কঠিন কাজ।
আপনাকে অনেক ধন্যবাদ।
দুঃখিত, সোনাবীজ অথবা ধুলোবালি ছাইয়ের অভিধান এর কথা বললেন কেন জানিনা। তবে উনার কোন অভিধান আছে বলে আমার জানা নেই। তাই সেই অভিধান থেকে শব্দরা আমার কবিতায় যুক্ত হয়েছে এটা ঠিক নয়। কিছু মনে না করলে বলি, কবিতা লেখার জন্য আমার অন্য কারো কাছে শব্দের জন্য যেতে হবে বলে মনে করি না।
হা হা হা .........
আপনিও আনন্দে থাকুন, ভাল থাকুন।।
৪২| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪
অযাচিত কালিদাস বলেছেন: অসাধারণ।
তুলনামূলক একেবারেই নব্য আমি এই অঙ্গনে, পড়াও হয়না নিয়মিত, জীবনের যাঁতাকলে...
মন্তব্য করার তাই অদম্য দুঃসাহস -
নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই অনন্ত রহস্য। যেখানে নির্নিমেষ, মিলনে অমলিন!
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: সুন্দর শব্দে, সুন্দর ভাষায়, সুন্দর মন্তব্য!
বোঝা যাচ্ছে সাহিত্যে অাপনার দখল আছে।
অনেক ধন্যবাদ, ভবিষ্যতে আরো কথা হবে।
শুভকামনা। ভাল থাকুন।
৪৩| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১২
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো কবিতা।
ঊর্ধ্বে হবে। শূন্যতায় তো এভাবে হবার কথা। শূণ্যতার তো না।
কবিতা নিয়ে বেশি শব্দে আমি আসলে ভাব প্রকাশ করতে পারি না।
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫
বিজন রয় বলেছেন: ব্লগার ভিতরে বানান নিয়ে সচেতনতায় আপনার জুড়ি মেলা ভার! এই জন্য আমি সবসময় আশা করি আপনি আমার এখানে আসবেন, এবং মাঝে মাঝে আমার সেই সৌভাগ্য হয়!! এটা দারুন।
কবিতা নিয়ে অত ভাববার দরকার নেই তো।
তার চেয়ে এই যে কথা বলা এটাই অনেক বড় ব্যাপার।
ভাল লাগল, ভাল থাকুন।
৪৪| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
এস এস মারজান বলেছেন: নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
বাহ চমৎকার .. . . . .সুন্দর লিখেছেন।
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪০
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
৪৫| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
খোলা মনের কথা বলেছেন: নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
সুন্দর লাগল
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪০
বিজন রয় বলেছেন: খুশি হলাম পড়ার জন্য।
শুভকামনা।
৪৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯
আরজু পনি বলেছেন:
আমার দ্বিতীয় মন্তব্যের জবাবের দ্বিতীয় প্যারাটা পড়ে বুঝলাম আমি আপনাকে বোঝাতে পারিনি আমার কথা...সীমাবদ্ধতা আমারই।
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৬
বিজন রয় বলেছেন: দিলেন তো আরো ঘোরপ্যাঁচে ফেলে। কোথায় বোঝাতে পারেননি সেটা বললেই তো হতো।
যদি সময় থাকে তো বুঝিয়ে যাবেন নিশ্চয়ই।
৪৭| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৩
নীলপরি বলেছেন: নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
অপূর্ব । ++
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: ৩১ নম্বরে রিপিকে বলেছিলাম. আপনাকেও বললাম..........
আমরা জানি............
সূর্য উঠলে অস্ত যায়
প্রেম একসময় নিভে যায়
গতি দিকভ্রান্ত হয়
বন্ধন টুটে যায়.........
কখন? জীবনের পরপারে!!
তো, সেটা কি? অন্ধকার আর শূণ্য বোধহয়!!
আসলেই।
অনেক ধন্যবাদ নীলপরি।
ভাল থাকেন।
৪৮| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতো সুন্দর কবিতাটি কতো দেরীতে চোখে পড়ল.........
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: দেরীতে হলেও এসেছেন এটাই অনেক বড় কথা।
কবিতা পড়া এবং ভাললাগার জন্য কৃতজ্ঞ।
শুভকামনা। ভাল থাকুন।
৪৯| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮
আলী আজম গওহর বলেছেন: এক কথায় অসাধারণ।
++++++++.................
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। আপনাদের জন্য ব্লগ লেখার অনুপ্রেরণা পাই।
ভাল থাকুন এই শুভকামান।
৫০| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৭
রাবেয়া রাহীম বলেছেন: নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
অন্তরের অসাধারণ আকুতি অনবদ্য হয়ে ফুটে উঠেছে এই লাইনে যেন । কবিতা জুড়ে অনেক ভাল লাগা। অভিনন্দন কবি।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫
বিজন রয় বলেছেন: আবারো এলেন এই পোস্টে!! অনেক অনেক ভাল লাগল। সম্ভবত আপনাদের জন্যই ব্লগে অনেক দিন থাকতে পারবো।
সুন্দর করে বলার জন্য আপনাকে অনেকদিন মনে থাকবে।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সারা জীবন।
৫১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৩
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ লেখনী । বিশেষ করে শেষের চারটি লাইন দারুণ লেগেছে । যদিও বুঝতে একটু কষ্ট হচ্ছিলো একবার পড়ে । কয়েকবার পড়ে অসাধারণ লাগলো আনুভুতি গুলো । বেশ কঠিন কঠিন শব্দ ব্যবহার করেন আপনি ।
অনেক অনেক ভালো থাকবেন ।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৯
বিজন রয় বলেছেন: অনেক প্রশাংসা পেলাম আপনার নিকট থেকে।
কবিতা পড়ে কবিতার ভিতরে প্রবেশের যে চেষ্টা বা আগ্রহ আপনার সেটাই আমার বেশি ভাল লাগল। এরকম সহযাত্রী ব্লগার পেলে ব্লগিং করতে উৎসাহ পাওয়া যায়।
অনেক ভাল লাগল। শুভকামনা।
৫২| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
পথে-ঘাটে বলেছেন: এত সুন্দর কবিতার প্রশংসা কিভাবে করব বুঝতে পারছি। আরো ভাল কবিতা পাবার আশায় অনুসরন করে গেলাম। নতুন ব্লগারদের এই এক সমস্যা কারা কারা ভাল লেখে এটা বুঝতেই অনেক সময় লেগে যায়। আপনার বেলায় তাই ঘটল।
শুভ কামনা কবির জন্য
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
বিজন রয় বলেছেন: অবশ্যই আরো আরো ভাল কবিতা আসবে। আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম। মনে থাকবে। আপনি মনে হয় কবিতা খুব পছন্দ করেন।
ব্লগিং করতে করতে এক সময় ভাল যারা লেখেন তাদের পেয়ে যাবেন।
অনেক ভাল লাগল। আপনার জন্য শুভকামনা। ভাল থাকুন।
৫৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভালো লাগলো কবি।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
আপনি কিন্তু ব্লগে অনিয়মিত হয়ে পড়ছেন। নিয়মিত থাকুন।
নাটকের খবর কি?
৫৪| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৬
প্রামানিক বলেছেন: নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫
বিজন রয় বলেছেন: আপনার কোন সংবাদ পাচ্ছিলাম না। তাই কয়েকবার আপনার ওখানে যেয়ে খুঁজে এসেছি।
যাহোক, কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হলোম।
সাথে থাকুন।
৫৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫
সাদিয়া আফরোজ বলেছেন: ভালোলেগেছে
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ সাদিয়া আফরোজ। কবিতা পড়েছেন জেনে ভাল লাগল।
আপনার ওখানে গিয়েছিলাম।
ভাল থাকুন সবসময়।
৫৬| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
সব বন্ধন
যেন মৃগয়া মন্থন ,
অস্তমিত সূর্য্যের মতোন
কেবলই ডুব সাঁতারে
পাড়ি দেয় হাযার যোজন ...............
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০০
বিজন রয় বলেছেন: কোথায় আমার চিরতরের বন্ধন, কোথায় স্মৃতির শিকড়, কোথায় আমার ভূবনপারের অহমিকা!!!
সব, সব ক্ষয় কিংবা বিনাশ।
আবারো ধন্যবাদ।
৫৭| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৪
মহা সমন্বয় বলেছেন: নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
খুব সুন্দর লিখেছেন।
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১১
বিজন রয় বলেছেন: আপনার উপস্থিতি ভাল লাগল
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।
৫৮| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৮
অচল জ্ঞানী বলেছেন: সূর্যকলার অবিরাম লজ্জা আভায়
যেসব হৃৎপিন্ড প্রিয়তার মগ্নতায়
বিহ্বল হয়ে ওঠে খুব বেশি,
খুব বেশি হৃদয়গ্রাহী
খুব বেশি অনুভূতিশীল
খুব বেশি প্রিয়ময়
হয়ে ওঠে যেসব সহৃদয় সংবাদ
জীবন সত্ত্বার নিগূঢ় অন্তরালে,
সেসব নিশ্চিত একসময় সূর্যগ্রস্থে নিমগ্ন
হয়।
বেশ বেশ.....
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে কৃতজ্ঞ।
এভাবে সাথে থাকুন।
ভাল থাকুন।
৫৯| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: কোনকিছুতেই অাকর্ষণ নেই । ব্লগকে অাপাতত বিদায় বলে দিয়েছি । মেলা দিন পর অাজকে ঢুঁ মারলাম । তা কেমন অাছেন?
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: কোনকিছুতেই অাকর্ষণ নেই.......... তার মানে কি??
ব্লগকে অাপাতত বিদায় বলে দিয়েছি............. এ মানে কি??
আপনি তো অনেক একটিভ ব্লগার ছিলেন, হঠাৎ এমন হলো?
কি সমস্যা আপনার?? বলবেন কিন্তু।
আমি ভাল আছি।
৬০| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২১
আবু শাকিল বলেছেন: কবিতার শব্দচয়নে মুগ্ধ।
দারুন বিজন দা
ভাল লাগা অনেক।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯
বিজন রয় বলেছেন: শাকিল ভাই, আমার প্রিয় হাসখুশির মানুটি!
গতকাল দেখেছিলাম আপনার এই মন্তব্য। কিন্তু আজ উত্তর করবো বলে তখন আর কথা বলিনি।
আপনি যে মুগ্ধ হয়েছেন, সে মুগ্ধতার পরশ ছড়িয়ে গেল আমার সারা ব্লগবাড়ি।
অশেষ ধন্যবাদ, আর বিশেষ শুভকামনা।
৬১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: রাইটার'স ব্লক চলে ভাই?
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫২
বিজন রয় বলেছেন: রাইটার'স ব্লক চলে ভাই?
উদাসীভাই, আপনার বুদ্ধিদীপ্ত কথা এবং দূরদৃষ্টিজাত ইঙ্গিত আামকে বিপদে ফেলে মাঝে মাঝে।
ওই লাইন দিয়ে কি বোঝাতে চেয়েছেন বুঝিনি!
আপনি নতুন পোস্ট দিয়েছেন দেখেছি, আসবো।
৬২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২২
ডঃ এম এ আলী বলেছেন: সত্য সুন্দরের অন্বেষনে গুটি কয়েক শব্দের নিখুতে গাথুনীতে মানুষের মনকে যে কত সহজে সত্য সুন্দরের ভুবনে নিয়ে যেতে পারে এ কবিতাটি তারই একটি চাক্ষুষ প্রমান । এ প্রসঙগে একটি কথা মনে পরে যায় । ছোটবেলায় একবার এক ওয়াজ মাহফিলে অনেক নামীদামী জবরদস্ত এক মাওলানা সাহেবের ওয়াজ শুনে ঘরে ফিরার পথে এক দোকাণীর টেপ রেকর্ডারে লালন শাহর গানের মাত্র একটি লাইন
'দয়াল পার কর আমারে "
শুনে মনে হয়েছিল ঘন্টা দুয়েক মাওলানা সাহেবের ওয়াজ শুনেও আমার মনকে যেখানে আধ্যাতিক জগতের প্রান্তেও নিতে পারেনি সেখানে লালনের গানের মাত্র একটি কলি মহুর্তেই আমাকে নিয়ে গেছে ভাবের জগতের অনেক গভীরে । যাহোক কি বলতে কি না বলে ফেলেছি জানিনা । তবে বলতে পারি কবিতাটি আমাকে সে রকমেরই একটি অনুভুতি দিয়েছে । ধন্যবাদ এক দারুন সুখের অনুভুতি দেয়ার জন্য ।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৮
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত হবো না মোহিত হবো না বিমোহিত হবো বুঝতে পারছি না। কবিতার মূল সুরটি ধরতে পেরেছেন, এবং সেই মুল সুর আপনাকে কোথায় পৌঁছে দিল সেটা জেনে আমি সত্যি অভিভূত! এখানে সবাই তো লেখা পড়ে না, কেউ অল্প পড়েই কথা বলে যায়।
কিন্তু আপনাকে তার ব্যতিক্রম দেখে আপনার প্রতি সন্মান অনেক বেড়ে গেল।
'দয়াল পার কর আমারে "
আমার কবিতার সাথে সাঁঈ'জীর এই বানী যোগ করে যে আধ্যাতিকতার পবিত্রতায় কবিতাটিকে বানীবদ্ধ করলেন তা আমি কখনো ভুলবো না।
আমার কবিতায় হয়তো অত আধ্যাতিকতা নেই, কিন্তু আমি প্রকৃতি, প্রেম, মানব হৃদয়বৃতির সংবেদনশীলতা ইত্যাদির মাধ্যমে জীবনের শেষ কথা কি, জীবনের গতিপথ কোথায় তা বলতে চেয়েছি.............
নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
এবং এই লেখাটি যে আপনাকে ওভাবে ভাবিয়েছে, তা জেনে সত্যি আমি আবেগতাড়িত হলাম।
আপনার এই ধরনের অভিব্যক্তি, উপলব্ধি এবং সুন্দর প্রকাশ, এগুলো অবশ্যই আমাকে পবিত্র করবো, ভাল পথে রাখবে।
আপনার জন্য সবসময়ের শুভকামনা।
ভাল থাকুন সবসময়।
৬৩| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০
রেজওয়ান করিম বলেছেন: সব বন্ধন শূণ্যতার অরূপরেখা
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১১
বিজন রয় বলেছেন: একদিন সবশেষে আমরা সব ছেড়ে ওখানে যাই, শূণ্যতার অন্ধকারে।
সবাইকে যেতে হবে!!
আপনাকে দেখে ভাল লাগল।
শুভকামনা।
৬৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৯
মাটিরময়না বলেছেন: খুব বেশী প্রিয়ময়।
+++++
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
বিজন রয় বলেছেন: যখন জীবনের কোনকিছু খুববেশি প্রেয়ময় হয়ে ওঠে, তখন মায়াগুরো অনেক বেড়ে যায়। জীবনের মায়া। কিন্ত সবশেষে শূণ্যতা।
মাটিরময়না নিকটি সুন্দর।
সুন্দর থাকেন সবসময়।
৬৫| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫১
সুমন কর বলেছেন: এ পোস্ট কিভাবে জানি এড়িয়ে গেল !!
কবিতা বুঝলাম কম কিন্তু পড়তে বেশ লাগল।
+।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১০
বিজন রয় বলেছেন: আপনি আগে আসেননি এই পোস্টে!! আমি ভেবেছিলাম এসেছেন।
আপনি আবার কবিতা বোঝেন নি এটা আমার বিশ্বাস করতে হবে? হা হা হা ........
মিথ্যে কথা আমি বুঝতে পারি।
সুমনদা, শুভেচ্ছা।
৬৬| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লিখেছেন আর তাই ভালো লাগল।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০১
বিজন রয় বলেছেন: ভাল লাগল আপনার উপস্থিতি। সবসময় এভাবে সাথে থাকুন।
আপনার লেখাও কিন্তু ভাল হয়।
শুভকামনা রইল।
৬৭| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: খুব ভাল লাগল
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০২
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ তাহসিন।
শুভকামনা রই আপনার জন্য।
ভাল থাকুন।
৬৮| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫
জেআইসিত্রস বলেছেন: হৃদয়ে দুঃখ ভোলার আলিঙ্গন।
চমৎকার কাব্যকথা। ভাল লাগল।
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
বিজন রয় বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ভাল থাকুন। শুভকামনা
৬৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
এস.এম. ইসতিয়াক আহমেদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। ভাল লাগল।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭
বিজন রয় বলেছেন: নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
এটুকু আমার বেশি ভাললাগে।
আপনাকে ধন্যবাদ পেছনে এসে কবিতা পড়ার জন্য।
শুভকামনা।
৭০| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভাল লিখেছেন। ৩২ তম ++++++
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ইসমইলহোসেন কবিতা পড়ার জন্য।
আর ভাল লাগানোর জনৗ তো অবশ্যই শুভকামনা।
ভাল থাকুন।
৭১| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭
মুহাম্মাদ শাথিল বলেছেন: পুরো কবিতাটাই ভালো লেগেছে। শেষ চারটা পঙক্তি ত দারুণ!
"নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।"
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮
বিজন রয় বলেছেন: পুরানো লেখায় এসে কথা বলে যাওয়ার জন্য অশেষ কৃতজ্ঞ।
এর আগে আপনার সাথে আমার কথা হযেছে কিনা মনে করতে পারছি না।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
ভাল থাকুন।
৭২| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:০৪
কালনী নদী বলেছেন: নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা।
ছবির সাথে কবিতা ++++
দাদা!
৩১ শে মে, ২০১৬ রাত ১১:৪৪
বিজন রয় বলেছেন: বন্ধন একসময় শেষ হয়ে যায়, এটাই শেষ কথা।
পড়ার জন্য আবারো ধন্যবাদ।
৭৩| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৯
খায়রুল আহসান বলেছেন: যেখানে বিয়োগান্ত আলোকমালায়
সন্ধ্যাপ্রদীপ হাতছানি দেয়
যেখানে আত্মার নিঃসঙ্গ স্বর বাজে
অশ্রু সুখ হয়
হৃদয় বিলুপ্ত হয়
সঙ্গমিত প্রেমরেখায় ... চমৎকার ভাবনা, চমৎকার অভিব্যক্তি!
নশ্বর জীবনে জন্ম-মৃত্যুর উর্ধ্বে সেই একই প্রশ্ন
সব প্রেম সূর্যাস্তের অবয়ব
সব গতি পথচিহ্ণহীন
সব বন্ধন শূণ্যতার অরূপরেখা ... চমৎকার কবিতার চমৎকার সমাপ্তি।
১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৫
বিজন রয় বলেছেন: আন্তরিক শ্রদ্ধা জানবেন।
আপনার প্রশাংসায় মুগ্ধ হলাম।
অনেক ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: আমিই প্রথম................................