নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর, নায়িকার হাতে হাত রেখে অনেকেই যুবক হয়ে উঠেছিল
কারো কারো সত্ত্বা জেগে উঠেছিল বিমুগ্ধ কোলাহলে,
সাহসিকা নায়িকা
বিজয়িনী নায়িকা
জয়দৃপ্তা নায়িকা
নিঃশেষ সমর্পণে আলোকিত হয়েছিল আপন মনস্বিতায়,
অবোধ আলিঙ্গনে দিশেহারা হয়েছিল মদিরা শরীরবৃত্তে।
নৃত্যোৎসবে মেতে উঠেছিল সব কায়াদল নীল মুক্তির স্বাদে
আজানা নেশায় মোহাচ্ছন্ন হয়েছিল নতুন রক্তের উন্মত্ততায়,
নিষিক্ত নায়িকা
শৃঙ্গাররতা নায়িকা
দেহসিনী নায়িকা
কামগন্ধী নায়িকা
যখন মোহ ভাঙল, থামল খেলা, অনেক বেশি দেরী হয়েছিল,
প্রেয়সী ভোগ্যা হয়েছিল নিষিদ্ধ ভোজনোৎসবে করুণ হৃদয়ে।
কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ,
কামিনী নায়িকা
মোহিনী নায়িকা
ক্লান্তিহীন নায়িকা
বিবর্তিত হয়েছিল সদল অসুরের হিংস্র আঁচড়ে নির্মম শ্রীহীন,
নায়িকার অভিসার মাত্রা ছিন্নভিন্ন হয়েছিল, সভ্যতার পূণ্যফলে
একবিংশ শতকের উলঙ্গনাচে!!
ছবি - নেট থেকে।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: কখনো অপুরুষ বা কাপুরুষ হওয়া যাবে না।
এই হোক শপথ।
ধন্যবাদ, শুভকামনা।
২| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: যখন মোহ ভাঙল, থামল খেলা, অনেক বেশি দেরী হয়েছিল,
প্রেয়সী ভোগ্যা হয়েছিল নিষিদ্ধ ভোজনোৎসবে করুন হৃদয়ে।
কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ,
শুধু অনেক বেশি দেরী হয়নি, বড্ড বেশি দেরী হয়েছিল,
আর লালসার পুরুষজাত অপুরুষ তো এই গ্রহটাকে
ঘিনঘিনে করে ফেলেছে।
অনেক ভাল হয়েছে।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৭
বিজন রয় বলেছেন: সত্যিই চারিদিকে ভোগ আর লালসা। আমরা খুবই খারাপ হয়ে যাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮
হাসান মাহবুব বলেছেন: দারুণ, শক্তিশালী কবিতা।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রেরণাদায়ক মন্তব্যের জন্য। পুরানো ব্লগারদের পাওয়া আসলেই তৃপ্তিপূর্ণ।
ভাল থাকুন।
৪| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: আমার প্রিয় পোস্টে রাখলাম।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৯
বিজন রয় বলেছেন: বিশেষ কৃতজ্ঞ। আপনার মঙ্গল কামনা করছি।
৫| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
সোজোন বাদিয়া বলেছেন: মেলাতে পারছিনা, চেষ্টা করে যাচ্ছি। পেরে যাব আশা করি। পড়তে ভালই লেগেছে।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩১
বিজন রয় বলেছেন: পারবেন, অবশ্যই পারবেন মেলাতে। তেমন কঠিন কিছু নয়।
ভোগ, বিলাস, লালসা।
খুশি হলাম আপনার মন্তব্যে।
ভাল থাকুন।
৬| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬
কল্লোল পথিক বলেছেন:
অসাধারন কবিতা।
সোজা প্রিয়তে নিলাম।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪
বিজন রয় বলেছেন: পাঠে, মন্তব্যে ও প্রিয়তে নেওয়ায় কৃতজ্ঞ।
আপনার জন্য শুভকামনা।
৭| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭
ফাহিম আবু বলেছেন: নৃত্যোৎসবে মেতে উঠেছিল সব কায়াদল নীল মুক্তির স্বাদে
আজানা নেশায় মোহাচ্ছন্ন হয়েছিল নতুন রক্তের উন্মত্ততায়+++++
বেশ ভাল হয়েছে কবিতাটি !!
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
বিজন রয় বলেছেন: নীল মুক্তির স্বাদ খুব তিতা হয়। রক্ত উন্মত্ত হলে ধ্বংস অনিবার্য।
ধন্যবাদ, ভাল থাকুন।
৮| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কথা গুলা চমৎকার! ভালো লাগল।।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮
বিজন রয় বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
সাথে থাকুন এভাবেই।
শুভকামনা।
৯| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০
এডওয়ার্ড মায়া বলেছেন: খুব ধারালো কবিতা।
শান দেয়া!!
সার্থক কবিতা।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
বিজন রয় বলেছেন: যেভাবে এই কবিতাকে বিশেষায়িত করলেন, আমি কি বলবো, আমার কবিতা লেখার ইচ্ছা আরো বেড়ে গেল। যদিও কবিতা লেখা অনেক কঠিন।
খুব করে ধন্যবাদ আপনাকে মায়া।
১০| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার কবিতা পড়ে পরিচিত এক প্রিয় কবির মতই লাগল। আমার খুব পছন্দের কবি তিনি এই ব্লগেই লিখেন।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: আমার ব্লগে প্রথম আসার জন্য আপনাকে ধন্যবাদ।
কে সেই ব্লগার কবি, আপনার খুব প্রিয়? জানতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
কখনো কখনো অনেককিছু মিলে যেতে পারে।
১১| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২
ক্ষুদ্রমানব বলেছেন: চমৎকার লাগলো, চালিয়ে যান।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: আপনার এই উৎসাহ মাথায় তুলে নিলাম।
অনেক ভাল লাগছে।
আপনিও ভাল থাকুন।
১২| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা খুবই ভালো হয়েছে। মুগ্ধ পাঠ।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
বিজন রয় বলেছেন: কবিতা দিয়ে অন্যকে মুগ্ধ করাটা অনেক কঠিন কাজ। সেটা আমি করতে পেরেছি বলে নিজেকে নিয়ে গর্ব হচ্ছে।
আপনাকে ধন্যবাদ।
ভাল থাকুন।
১৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২০
উল্টা দূরবীন বলেছেন: দারুণ কথামালা। খুব ভালো লাগলো।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭
বিজন রয় বলেছেন: আপনারা এইভাবে পাশে থাকেন বলে আমার ভাল লাগে। ব্লগিং করতে ইচ্ছে করে।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৪| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭
জেন রসি বলেছেন: কবিতায় একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। তবে বাণিজ্যের দুনিয়ায় পণ্য আর ভোগের যে মনস্তত্ত্ব চলে তাই মনে হলো আপনার কবিতা পড়ে। উপস্তাপনা চমৎকার হয়েছে।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যের উত্তর করতে হলে অনেক কথাই বলতে হয়, কিন্তু আমি আগেও বলেছি এখন পারবো না। হা হা হা ......
নারীরূপ, নারীক্রিয়া, নারীপরিণতি একবিংশে কোথায় এসে দাঁড়িয়েছে!
বাণিজ্য, পণ্য, ভোগ এখন কি পর্যায়ে বিরাজমান!
এত যৌনতা, এত তিক্ততা!!
দায়ী কে বা কারা।
এসব এসব এসব।
কথা হবে একদিন অনেক, অনেক পরে।
জেন রেসি।
১৫| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার জটিল হয়েছে দাদা। বেশ বুঝে সুঝে পড়তে হয়। বেশ গুরুগম্ভীর ভাব ফুঁটে উঠেছে।।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: দাদা আপনাকে দেখে ভাল লাগল।
আপনার বিজ্ঞ মন্তব্য সবসময় ভাললাগে।
অনেক অনেক ভাল থাকেন।
১৬| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার জটিল হয়েছে দাদা। বেশ বুঝে সুঝে পড়তে হয়। বেশ গুরুগম্ভীর ভাব ফুঁটে উঠেছে।।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: আবারো ধন্যবাদ দাদা।
১৭| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
সুমন কর বলেছেন: এক কথায় চমৎকার হয়েছে।
+।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬
বিজন রয় বলেছেন: সুমনদা, আপনার কথার দাম অনেক।
সবসময় পাশে থাকেন এজন্য ভাললাগে।
১৮| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
তাসলিমা আক্তার বলেছেন: অনেক ভালোলাগা রেখে গেলাম। প্লাস প্লাস প্লাস।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: আরে, এ যে প্লাসের ছড়াছড়ি!!
আপনাকে ধন্যবাদ।
শুভকামনা রইল।
১৯| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২
মুসাফির নামা বলেছেন: অনবদ্য+++++++
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯
বিজন রয় বলেছেন: উপস্থিতি জানান দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আর কবিতা ভাল লাগার জন্য কৃতজ্ঞ।
ভাল থাকেন।
২০| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
সাহসী সন্তান বলেছেন: আপনার আজকের তবিতাটা সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে! কবিতার শব্দের ঝংকারে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে ইচ্ছা করছে!
ভাল থাকবেন এবং শুভ কামনা জানবেন কবি!
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
বিজন রয় বলেছেন: আপনার মতো এত বড় ব্লগারের নিকট থেকে এতবড় প্রশাংসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি ধন্য হলাম।
আপনি অনেক অনেক ভাল থাকেন।
২১| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
সাহসী সন্তান বলেছেন: তবিতাটা < কবিতাটা
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫
বিজন রয় বলেছেন: ও কে।
২২| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: অনন্য
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
বিজন রয় বলেছেন: হা হা হা ....
এক কথায় সব!
ভাল থাকুন, সাথে থাকুন।
২৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৪
অগ্নি সারথি বলেছেন: কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ - ভয়াবহ। কবিতা সুন্দর হয়েছে।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
বিজন রয় বলেছেন: ভয়াবহ!!
আমি আর কিছু বলতে চাই না। আপনার প্রতিক্রিয়ায় মুগ্ধ হলাম।
শুভকামনা।
২৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২০
রিপি বলেছেন:
এত কঠিন কেনো। তবে বুজলাম পুরুষশাসিত সমাজে কোনো নায়িকার করুন কাহিনী বর্ননা করা হয়েছে।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: কঠিন!! আপনিই প্রথম বললেন।
নিজের মতো করে বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ রিপি।
আপনার উপস্থিতি সবসময় প্রেরণাদায়ক।
শুভকামনা।
২৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪২
ক্ষুদ্রমানব বলেছেন: বুঝতে সমস্যা হয়েছিল। অসাধারন লিখেছেন।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২০
বিজন রয় বলেছেন: হা হা হা .......
ধন্যবাদ, ধন্যবাদ আর শুভকামনা।
২৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৮
তার আর পর নেই… বলেছেন: খুব ভাল কবিতা। এই নায়িকাটা কে? +
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২২
বিজন রয় বলেছেন: নায়িকা এই পৃথিবীর সেইসব নারীর প্রতিনিধি যে সুখ চেয়ে ভোগের শিকার হয়েছিল।
ধন্যবাদ ও শুভকামনা।
২৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ওহ! অনেক দেরী করে ফেলেছি!
অসাধারণ লেগেছে, গভীর কিছু একটার দিকে ইংগিত। কিন্তু সত্যি বলতে কি আমার গোবর মাথায় ঠিক ঢুকেছেনা। পাঠোদ্ধারের চেষ্টা করছি।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪
বিজন রয় বলেছেন: নাহ! খুব বেশি দেরী হয়নি! এই যে আপনার আগ্রহ, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। এটাই হৃদয়ের আসল টান।
পারলে ২/১ বার পড়েন, আশাকরি বুঝতে পারবেন।
ধন্যবাদ।
২৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
করুন/করুণ
কবিতা ঝাঁকি দিয়ে গেল। অসাধারণ। +
অঃ টঃ লাস্ট মেইলটা রিসেন্ড করুন প্লিজ।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬
বিজন রয় বলেছেন: আপনি তো কবিতার মানুষ! উত্তরে বেশি কিছু বলার নেই।
ভাল থাকুন।
২৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। অনেক ভাল লাগল। সুন্দর কাব্য কথামালা। ধন্যবাদ;
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭
বিজন রয় বলেছেন: প্রামানিক ভাই ধন্যবাদ।
কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল।
শুভকামানা।
৩০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় মুগ্ধ হলাম। আগেও হয়েছি।
ছবিটি বিশেষভাবে নজর কাড়লো।
ভেবেছিলাম পেইন্টিংটির সূত্র/উৎস নিচে তাকালেই দেখতে পাবো
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯
বিজন রয় বলেছেন: আপনার সরব উপস্থিতি সবসময় ভাললাগে।
প্রেরণা পাই।
ছবিটি নেট থেকে উল্লেখ করে দিয়েছি।
অনেক শুভকামনা।
৩১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৭
সকাল রয় বলেছেন:
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
বিজন রয় বলেছেন: কিছু না বলেই চলে গেলেন সকাল রয়?
৩২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৫
শিখা রহমান বলেছেন: বিজন আপনি দারুন কবিতা লেখেন। কিন্তু আপনি তো সেটা ইতিমধ্যেই জানেন। ঠিক না? ভালো থাকবেন
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯
বিজন রয় বলেছেন: কি সুন্দর করে বললেন!!
বিজন আপনি দারুন কবিতা লেখেন। কিন্তু আপনি তো সেটা ইতিমধ্যেই জানেন। ঠিক না?
হা হা হা... সত্যিই আমি জানিনা। জানলে কি আর কবিতা বের হতো!!
আপনি কিন্তু খুব দ্রুতই মানুষকে আপন করতে পারেন!
ধন্যবাদ আর শুভকামনা।
৩৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১
ভ্রমরের ডানা বলেছেন: নায়িকাদের নাচনকোঁদন জমেছে বেশ! উলঙ্গ সভ্যতা টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে অতলে আরো অতলে! বাহ! বাহ! দেও তালি!
এই তো চাই, কামুকতার অগ্নিরথে সারথী কুবের দেব! বাহ বাহ! এবার জমবে অশ্বমেধ যজ্ঞ! নারীর দেহ সে তো দেহ নয় অমৃত সুধা! বাহ বাহ! এই তো চাই, এই তো চাই!
উপমহাদেশের নবযৌবন রূপে থু থু দিতে ইচ্ছা করে! শালার আমরা গোলাম, গোলামী ছাড়া কিছুই বুঝি না!
হাজার হাজার গান, কবিতা, ছড়া সব খেয়ে নিচ্ছে উলঙ্গিনী খেমটা!
থুঃ!!!
কবিতা অসাধারণ হয়েছে বিজন ভাই, কবিতা পড়ে সেই লেভেলের ঘৃনা কাজ করছে! কমেন্টে তার কিছুটা প্রকাশ না করে পারলাম না!
শুভ কামনা!
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
বিজন রয় বলেছেন: একবিংশ শতক নাচছে, উলঙ্গ।
কি তার মোহ, ভোগ আর লালসা।
আপনার প্রতিক্রিয়া দেখে সত্যি আমি ভয় পেয়েছি।
৩৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৭
আরজু পনি বলেছেন:
নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ,
অসাধারণ কবিতা।
এই কবিতাটা পনিজের শোকেশে থাকুক ।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: সত্যিকার পুরুষ হয়ে ওঠা সত্যিই কঠিন!
যদি এমন দিন আসে পুরুষ আর কোন সময় কোন নারীকে ভোগের দৃষ্টিতে দেখবে না!
প্রিয়তে নেওয়াতে ধন্য হলাম।
আপনাকে ধন্যবাদ।
৩৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫
মহেড়া বলেছেন: দারুণ সত্য কথা।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: সত্য কথার দাম নেই। বাস্তবতার মূল্য নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সাথে থাকুন।
আপনার নিক মহেড়া কেন? টাঙ্গাইল মির্জাপুরের পরে একটি রেল স্টেশান আছে মহেড়া।
৩৬| ২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৫:০৮
রাবেয়া রাহীম বলেছেন: ভালো লেগেছে।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবি।
আপনি কি খুব ব্যস্ত আছেন?
৩৭| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২১
নীলপরি বলেছেন: অসাধারণ । ++
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
বিজন রয় বলেছেন: নীলপরিকে ধন্যবাদ আমার এখানে কষ্টকরে আসার জন্য।
কবিতা ভাললাগায় ধন্য হলাম।
ভাল থাকুন।
৩৮| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ - চমৎকার বলেছেন এ কথাগুলো...
কবিতা ভালো লেগেছে।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: যেমন জ্ঞানী মানুষ তেমন তার দৃষ্টি। ঠিক জায়গাতেই চোখ পড়েছে।
সুখে থাকুন, ভাল থাকুন।
৩৯| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৭
জুন বলেছেন: মনের গভীরে দাগ কেটে যাবার মতই আপনার কবিতা বিজন রয়। অনেক ভালোলাগা রইলো।
+
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১
বিজন রয় বলেছেন: এভাবে বললে আপ্লুত হয়ে পড়ি। আপনি অনেক জনপ্রিয় ব্লগার,অমার বাড়িতে আসায় কৃতজ্ঞ।
ভাল থাকুন।
৪০| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭
অপর্ণা মম্ময় বলেছেন: এই দুইটা লাইন স্পেশাল --
কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ,
শৃঙ্গার আলাদা শব্দ। সে হিসেবে " শৃঙ্গাররত" হবে। -- শৃংগারত নয়।
কবিতা ভালো লাগলো।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯
বিজন রয় বলেছেন: আপনাকে দেখে সাহস পাই সবসময়।
ওইটি সহ আরো তিনটি টাইপো ঠিক করে দিয়েছি।
পুরুষজাত কবে সুপুরুষ হবে জানিনা।
ভাল থাকুন।
৪১| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
শায়মা বলেছেন: একবিংশ শতকের অপুরুষ বা কাপুরুষের কবিতাটা পড়ে মুগ্ধ হয়েছি ভাইয়া।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
বিজন রয় বলেছেন: আপনি এলেন শেষ পর্যন্ত!!
কবিতাটি আর একবার পড়েন। তারপর বলেন।
৪২| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
উদাসী স্বপ্ন বলেছেন: মিডিয়া আর ভোগবাদী জগতের কঠিন একটা দিক তুলে ধরলেন!
এত বিশেষন পান কই?
আরেকটা কুশ্চেন, কয়দিনে লেখছেন এই কোবতে?
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯
বিজন রয় বলেছেন: প্রিয় উদাসী ভাই, এটা একবিংশ। আমরা কি খাচ্ছি, কেন খাচ্ছি, কিভাবে খাচ্ছি, তার সামন্যই রূপ!!
বুঝে নিন এটুকুতেই।
বিশেষণ! লিখতে বসলে কোথা থেকে আসে জানিনা।
এই কবিতাটি গতকাল দুপুরে খাওয়ার পর লেখা। দেড় ঘন্টা লেগেছিল সম্ভবত।
তবে এটি লিখতে চাইনি, যেটি লিখতে বসেছিলাম সেটি দুই তিন দিন মাথার ভিতরে ঘুরঘুর করছিল, সেটির নাম হলো, .........."অধর দ্রাঘিমার নির্যাসে", কিন্তু সেটি আর লেখা হয়নি। কি ভাবতে কি করে এটিই লিখে পোস্ট করলাম। ওটা নিয়ে আবার বসতে হবে।
৪৩| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
শুদ্ধ রয় বলেছেন: কবিতা আপনাকে ধরা দিয়েছে। মুগ্ধ হলাম কবিতার নান্দনিকতায়!
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
বিজন রয় বলেছেন: শুদ্ধ...........
আপনাদের মন্তব্যের উত্তরে আমি আসলে খুব ফাঁকি দিয়ে চলেছি, আসলে উত্তরগুলো আরো বিশ্লেষণমূলক, গঠনমূলক, শ্রুতিমধুর, নান্দনিক ভাবে আমি দিতে পারি, কিন্ত এখন দিব না, ভবিষ্যতে অবশ্যই দিব। তখন দেখবেন কথারা আরো প্রখর হয়ে উঠবে, প্রস্ফুটিত হয়ে উঠবে, আর আমাদের সকলের খুব ভাল লাগবে।
ততদিন আপনাদের ধৈর্য্য ধরতে হবে যে!!
শুভকামনা, ভাল থাকবেন।
৪৪| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসাধারণ কবিতা বিজন দা।
মুগ্ধপাঠ!!!
২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: এত দিন কোথায় ছিলেন? মনে হচ্ছে আপনাকে অনেক দিন দেখিনি!
আপনাকে মুগ্ধ করতে পেরে আমি ধন্য।
সবসময় যেন এভাবেই কাছে পাই।
ভাল থাকুন সর্বদা।
৪৫| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
নায়িকার হাতে হাত রেখে অনেককেই যুবক হয়ে উঠতে হয় । নইলে জন্মই আজন্ম অপূর্ণই থেকে যায় । পুরোটা ঘটে সর্বনাশে ।
নিঃশেষ সমর্পণ যেখানে কামগন্ধী হয়ে ওঠে লালসার ভোগে চড়ে, সেখানে আপনাকে এমন কবিতা লিখতে হবে বারেবার ।
একবিংশ শতকের এই কালো-রাতগুলো দ্বাবিংশ শতকে আরো ঘনঘোর তমশায় আচ্ছন্ন হবে । যুবকেরা প্রৌঢ় হবে , তাদের নিষিদ্ধ ভোজনোৎসবের ফল আরো আরো নষ্ট-যুবকের জন্মই দিয়ে যাবে, যারা কামুট হাঙরের মতো বসাবে দাঁত সভ্যতায় ।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯
বিজন রয় বলেছেন: ভাল কে আর মন্দ কে তা আজকাল আলাদা করা মুশকিল। আর একজন ভাল কতক্ষণ তাকে ভাল রাকতে পারছে সেটাই খোর বিষয়।
সামনে আরো ঘোরতর কিছু অপেক্ষা করছে হয়তো।
সভ্যতার সুফলের পাশাপাশি সভ্যতার পাপও ছুটছে দুরন্ত গতিতে।
৪৬| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৯
বাকপ্রবাস বলেছেন: কবিতা কম বুঝি, যতটুকুন বুঝেছি নায়িকাদের সাথে ছেলেখেলা হয়েছে এবং নায়িকা সেটা নিজেই বুঝতে অক্ষম হয়তো, খুব সুন্দর কবিতা পুরো না বুঝলেও অনুমান করা যায়। আর উপরি কাঠামোটাও সুন্দর কারুকার্যমন্ডিত
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: নায়িকা নিজেও তো অনেক সময় সর্বনাশী হতে পারে। তার গাযৈ তো কামগন্ধ বেশীই থাকে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
৪৭| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১
উদাসী স্বপ্ন বলেছেন: "অধর দ্রাঘিমার নির্যাসে"
কপাল ভালো লেখেন নাই, তাহলে বাংলা ডিকশনারী নিয়ে বসতে হবে। এত কঠিন শব্দ পান কই?
ভাই কি বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন?
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭
বিজন রয় বলেছেন: হা হা হা .......
আরে না না উদাসী ভাই, কঠিন হবে না। এই পোস্টের কবিতাটি কি কঠিন? নিশ্চয়ই না।
আর জানেন তো, কবিতা নারীর মতো রহস্যময়ী, আর নদীর মতো গতিময়ী।
না আমি বাংলা সাহিত্য বা কোন সাহিত্যে লেখাপড়া করিনি।
তবে সাহিত্য ভালবাসি খুব।
অনেক ভাল থাকুন এই দুঃসময়েও।
৪৮| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
বিদগ্ধ বলেছেন: সুন্দর একটি কবিতা পড়লাম।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
বিজন রয় বলেছেন: আপনাকে সুন্দর বলাতে পেরে, লাগাতে পেরে আমি গর্বিত।
কবিতাকে ভালবাসুন বেশি বেশি।
ধন্যবাদ, ভাল থাকুন।
৪৯| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
কল্লোলিত সমুদ্র বলেছেন: সকল অন্যায়ের কবির তেজ অক্ষয় হয়ে থাকুক।
পুরুষ হয়ে বেড়ে উঠুক অনাগত ভবিষ্যৎ।
আপনার জন্য শুভকামনা।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: এক নায়িকার কত রূপ! কখনো নিষ্পাপিনী, কখনো কামাক্ষিনী।
তার অভিসারের মাত্রা কি হতে পারে সেটা ভেবে চমকে উঠি।
অনেক ভাল মন্তব্য করেছেন দুই লাইনে।
ভাল থাকেন এই শুভকামনা।
৫০| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:০০
সুজন কুতুবী বলেছেন: বেশ ভালো লাগলো । কবির প্রতি রইলো শুভ কামনা ।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫
বিজন রয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা।
ভাল থাকুন সবসময়।
৫১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: অনবদ্য , যথারীতি বেশ কয়েকবার পড়া হয়েছে।
শুভ কামনা রইল।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: কৃত্জ্ঞ। আপনার মন্তব্য সবসময়ের উদ্দীপনা।
ভাল থাকুন।
৫২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩
জাওয়াদ স্পিকিং বলেছেন: এতকিছু ভাবতে চাইনা।সে নিজেকে পর্দায় বিলিয়ে দিচ্ছে আমি তাকে কিনছি অর্থ দিয়ে..পুজিবাদ রকজ মানবতাবাদ সাকস।পুজিবাদে সেক্সও পণ্য
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮
বিজন রয় বলেছেন: আপনার কথাগুলো ১০০% সঠিক।
পুঁজিবাদ, ধনতন্ত্র, ভোগবাদ।
ধন্যবাদ। ভাল থাকুন।
৫৩| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৬
তাসজিদ বলেছেন: Sell yourself and earn money.
কত সহজ!!!!!!!!!!!!
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৪
বিজন রয় বলেছেন: দুনিয়াটা এখন কিসের উপরে চলছে তা আমাদের বুঝতে হবে।
আমার মনে হয় আপনি সেটা ঠিকই বুঝেছেন।
অনেক ধন্যবাদ অর্খবোধক মন্তব্যের জন্য।
৫৪| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩১
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি,- উপরের কথাগুলো, আমার কাছে বাস্তবতা এমনই মনে হয়। আর নিচেরটুকু আমার নিজস্ব মতের সাথে মিল আছে-
লালসার পুরুষজাত অপুরুষ,
ভালো লাগল। +++++++
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৭
বিজন রয় বলেছেন: অনেক বুঝেশুনে মন্তব্য করেছেন। কোন কিছু সুযোগ পেলে অনেকে তার সুফল ধরে রাখতে পারে না।
তখন সব শেষ হয়ে যায়।
ভাল থাকেন এই শুভকামনা।
ধন্যবাদ।
৫৫| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন। শুভাশিস রইল।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবি আমার কবিতা পড়ার জন্য।
আপনার শুভ আশিস আমার পথ চলতে অনুপ্রেরণা যোগাবে।
অবশ্যই ভাল থাকেন সবসময় এই শুভকামনা।
৫৬| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে আসার জন্য।
চমৎকার লাগলো। খুব খুব ভাল।
কবিতায় প্লাস
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮
বিজন রয় বলেছেন: আরে না না, কি যে বলেন! ক্ষমা চাওয়ার কি আছে!
আপনার আন্তরিক উপস্থিতি আর দৃষ্টিভঙ্গি সবসময় ভাল লাগে।
শুভকামনা। সাথে থাকুন।
৫৭| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২০
মধ্য রাতের আগন্তক বলেছেন: তারা পুরুষ হয়ে উঠেছিল সত্যি, কিন্তু মানুষ হয়ে উঠেনি
৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৭
বিজন রয় বলেছেন: মূল কথা ধরতে পেরেছেন।
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
শুভকামনা রইল।
৫৮| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৬
রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা ভালো লেগেছে। শুভকামনা রইল।
++++
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
বিজন রয় বলেছেন: কবিতা ভাল লাগায় কৃত্জ্ঞ।
আপনাকে ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ভাল থাকুন।
৫৯| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
নেক্সাস বলেছেন: নায়িকার অভিসার মাত্রা ছিন্নভিন্ন হয়েছিল, সভ্যতার পূণ্যফলে
একবিংশ শতকের উলঙ্গনাচে!!
বিমুগ্ধ কবিতা প্রিয় বিজন রয়
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪
বিজন রয় বলেছেন: তাহলে এখন আমরা বুঝতে পারি নায়ক-নায়িকাদের মানে মানুষের ভোগবাদ কোথায় গিয়ে ঠেকেছে।
ধন্যবাদ নেক্সাস।
শুভকামনা।
৬০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
চাঁদগাজী বলেছেন:
এক সতয়কে অনুধাবন করলাম
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
বিজন রয় বলেছেন: চাঁদগাজীভাই আপনাকে দেখে ভাল লাগল।
কদিন তো ব্লগে ছিলেন না।
কবিতা পড়ায় কৃতজ্ঞ।
৬১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮
নিপীড়িত বলেছেন: অসাধারণ!
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬
বিজন রয় বলেছেন: সে কৃতিত্ব পাঠকের। তাদের অন্তর্দষ্টিটাই অসাধারণ।
ধন্যবাদ। ভাল থাকুন।
৬২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৪
রেজওয়ান করিম বলেছেন: ভালো লাগলো
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮
বিজন রয় বলেছেন: আপনাকে ধন্যবাদ।
কবিতা পড়ুন বেশি বেশি, আর এভাবেই সাথে থাকুন।
আরো কথা হবে।
ভাল থাকুন।
৬৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: অনবদ্য প্রকাশ সুপরিচিত নির্মম দৃশ্যের । ভাল লেগেছে কবিতা ।
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০
বিজন রয় বলেছেন: অনবদ্য প্রকাশ সুপরিচিত নির্মম দৃশ্যের । ভাল লেগেছে কবিতা
আপনার নিকটে এমন লাগা মানে কবিতা নিশ্চয়ই ভাল হয়েছে বলতে পারি, হা হা হা.....
গর্ব করলাম।
ভাল থাকুন প্রিয় কথা।
৬৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬
আরজু পনি বলেছেন:
অপুর পোস্টে আপনার উদ্দেশ্যে একটি মন্তব্য করেছি...
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
এখন দেখি আমারই চোখ নষ্ট।
তবে সর্বাধিক পঠিত বিভাগে দেখিনি।
আপনার প্রতি কৃতজ্ঞতা রইল।
৬৫| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: মুছে দিলাম লেখাটা ।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: আপাতত পগালদের ক্ষেপিয়ে লাভ নেই, দেখলেন না সরকারও সাহস পায় নাই।
আমরা তাদের কোন সুযোগ না দিই।
৬৬| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০
গেম চেঞ্জার বলেছেন: ভাল লিখেছেন, অনেক।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১
বিজন রয় বলেছেন: আরে আপনি!!
অনেক দিন পর আমার এখানে।
কবিতা ভাললাগায় অনেক কৃতজ্ঞ।
ভাল থাকেন গেম।
৬৭| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: "অধর দ্রাঘিমার নির্যাসে" কোবতেখানা কি লেখা শেষ হয় নাই নাকি ফেসবুকে ছাপ মাইরা দিছেন?
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭
বিজন রয় বলেছেন: "অধর দ্রাঘিমার নির্যাসে" এই কবিতাটি মনে হচ্ছে এখন আর পোস্ট করবো না, নতুন নতুন কবিতা আসছে, ওগুলো আগে পোস্ট করি।
আর ওদিকে দ্রাঘিমার নির্যাস আরো সংগ্রহ করতে থাকি।
উদাসী ভাই আপনি কি কবিতা পছন্দ করেন?
৬৮| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: একটা জলসাঘরের ছায়া লক্ষ্য করছিলাম । শেষ দিকটা বিষণ্ণতার ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯
বিজন রয় বলেছেন: রূপক সেই জলসাঘর কি আর অছে? সেটি পরিবর্তন হয়ে এখন কোথায় এসে দাঁড়িয়েছে। এটাকে এখন কামলীলাঘর বলা যেতে পারে। বা সঠিক শব্দ এখন মনে আসছে না।
শেষের দিকটা তো ওরকম মনে হবারই কথা।
ধন্যবাদ, শুভকামনা।
৬৯| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫
তানজির খান বলেছেন: কেমন করে সম্ভব এত সুন্দর লেখা? দূর্দান্ত লেগেছে। ভাবাচ্ছে খুউব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর লেখা উপহার দেবার জন্য।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩
বিজন রয় বলেছেন: হা হা হা হা ........
এত বড় প্রেরণাদায়ক কথা কার না ভাললাগে। এমন কথা শুনলে আসলেই কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।
অনেক অনেক ধন্যবাদ আর কৃত্জ্ঞতা।
কথা হবে।
ভাল থাকুন।
৭০| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬
নকীব কম্পিউটার বলেছেন: চমৎকার শব্দ চয়ন। অসাধারণ লাগলো।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: আমার এখানে সম্ভবত এটি আপনার প্রথম মন্তব্য।
ভাল লাগল আপনাকে দেখে।
কবিতার পড়ার জন্য এবং সুন্দর মূল্যায়নের জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।
৭১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
রাজসোহান বলেছেন: নায়িকাদের এতো রাগ
এখনতো ক্রাশ খেতেও ভয় লাগবে, কখন না জানি আমার উপরেও পুরুষশাসিত ক্রাশ ট্যাগ দিয়ে দেয়
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪
বিজন রয় বলেছেন: নায়িকাদের এত রাগ তো আছে, সাথে আছে নানান রকমের রূপ!! তবে নিজের দোষ কেউ স্বীকার করতে চায় না। নায়িকা নিজেই যে মাঝে মাঝে মক্ষিকা হয় সে কথা সে নিজেই ভুলে যায়।
আপনি অনেক পরানো ব্লগার। আমার এখানে আপনাকে দেখে বড্ড খুশি হলাম।
আবার নিয়মিত হন।
ধন্যবাদ ও শুভকামনা।
৭২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারণ কবিতা। অনেক উচ্চশ্রেণীর শব্দ, ভাব দ্বরা গোছানো লিখা।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮
বিজন রয় বলেছেন: আপনার উচ্চবোধ সম্পন্ন মন্তব্যে প্রীত হলাম।
এভাবে যারা কবিতা বুঝতে চায় তাদের অবশ্যই সন্মান করি।
শুভকামনা।
৭৩| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
সুখী পৃথিবীর পথে বলেছেন: নায়িকা এবং যুবক, যুবকের পাল্লায় আক্রোশ বেশী। শুভ কামনা রইল।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১০
বিজন রয় বলেছেন: নায়িকা কিংবা যুবক, কেউ কেউ ভাল থাকে, কেউ হিংস্র হয়।
সুন্দর মন্তব্যেে জন্য শুভাশিস নিবেন।
ভাল থাকুন।
৭৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৮
পলাশ রহমান বলেছেন: তারপর, নায়িকার হাতে হাত রেখে অনেকেই যুবক হয়ে উঠেছিল
কারো কারো সত্ত্বা জেগে উঠেছিল বিমুগ্ধ কোলাহলে
অসাধারণ শুরু। শব্দের বেনিও খুব ভালো লেগেছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১২
বিজন রয় বলেছেন: আরেব্বাসস..........
এত পুরানো ব্লগার!! আমি তো অবাক।
শুরুটাই যদি ভাল হয় তো আরো অনেক কিছুই ভাল হয়।
আমি খুব খুশি হলাম আপনার উপস্থিতিতে।
ভাল থাকা হোক নিরন্তর।
৭৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
সাদিয়া আফরোজ বলেছেন: মুগ্ধ হোলাম ++++
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩
বিজন রয় বলেছেন: এতগুলো প্লাস পেয়ে আমিও মুগ্ধ।
কবিতার পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।
৭৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১
মোজাহিদ আলী বলেছেন: ভালও লাগা আর কিসে?
কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ,
খুব ঘৃণা করেছেন সেই সব পুরুষদের তাই না বিজন দা
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫
বিজন রয় বলেছেন: খুব ঘৃণা করেছেন সেই সব পুরুষদের তাই না বিজন দা
অবশ্যই অবশ্যই, তবে নায়িকাদের একবারে মাথায় তুলিনাই।
ভাল লাগল আপনার আন্তরিক উপস্থিতি আর সম্ভাষণ।
৭৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
ভবোঘুরে বাউল বলেছেন: "কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ"----
হাই লেভেলের কথা। ভালো লেগেছে কবিতা।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।
আবারো কথা কবে। ভাল থাকুন।
৭৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন পোস্ট দেন । অনেকদিন তো হলো!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
বিজন রয় বলেছেন: হা হা হা হা
সময় পাচ্ছি না।
৭৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: সবই- তা কবিতা
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
শুভকামনা।
ভাল থাকুন।
৮০| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
রাফি বিন শাহাদৎ বলেছেন: "যখন মোহ ভাঙল, থামল খেলা, অনেক বেশি দেরী হয়েছিল,
প্রেয়সী ভোগ্যা হয়েছিল নিষিদ্ধ ভোজনোৎসবে করুণ হৃদয়ে"
লাইন দুটা সুন্দর
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮
বিজন রয় বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভাল লাগল।
প্রেয়সী ভোগ্যা হলে খুব খারাপ ব্যাপার হয়।
ধন্যবাদ ও শুভকামনা।
৮১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ একটি কবিতা , পেইন্টিঙটি দেখে খাজুরাহো মন্দিরের কথা মনে পড়লো ।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২
বিজন রয় বলেছেন: আপনি এত দিন কোথায় ছিলেন? আপনার দারুন পোস্টগুলো অনেক মিস করেছি।
যাহোক আমার কবিতায় আপনাকে পেয়ে অনেক ভাল লাগল।
খাজুরাহো মন্দিরের ছবি আমি দেখেছি কিনা মনে পড়ছে না।
লিটন ভাই ধন্যবাদ
আবার কথা হবে।
৮২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৬
দইজ্জার তুআন বলেছেন: ভালো লাগা+++++++++++
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন এই শুভকামনা রইল।
৮৩| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০
মনিরা সুলতানা বলেছেন: কবিতায় কিছু স্পষ্ট উচ্চারন ভালোলেগেছে
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
মাঝে মাঝে সত্য এবং বাস্তবতাগুলো আমাদের উচ্চারণ করতেই হবে।
ভাল থাকুন, শুভকামনা।
৮৪| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
সাথে থাকুন, ভাল থাকুন।
৮৫| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮
কল্লোল আবেদীন বলেছেন:
অসাধারন।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
বিজন রয় বলেছেন: আপনাকে অজস্র ধন্যবাদ।
শুভকামনা রইল আপনার জন্য।
ভাল থাকুন।
৮৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭
বিজন রয় বলেছেন: দুঃখিত।
পোস্টের বিষয় কবিতা নিয়ে কথা বলুন।
যা জানাতে চেয়েছেন তা আমার এখানে না বললে খুশি হবো।
ধন্যবাদ।
৮৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭
ভবোঘুরে বাউল বলেছেন: কেননা, নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরুষ
এক কথায় অসাধারণ!
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি কবিতা পড়ার জন্য।
শুভ নববর্ষ।
৮৮| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮
বিদ্যুৎ আকন্দ জামালপুরী বলেছেন: খুব ভাল ছন্দের যাদু দেখলাম
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
আরো দেখানোর আশা রাখি।
শুভকামনা আপনার জন্য।
৮৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
তীর্থ পদাতিক বলেছেন: শৈল্পিক !
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ
শুভকামনা।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ
শুভকামনা।
৯০| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
উদাসী স্বপ্ন বলেছেন: শরমাজী, নতুন লেখা কি দিবেন না?
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬
বিজন রয় বলেছেন: শরমাজী মানে কি উদাসী ভাই?
২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭
বিজন রয় বলেছেন: শরমাজী মানে কি উদাসী ভাই?
৯১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
টুটুল বলেছেন: নায়িকার হাত ধরে যারা যুবক হয়ে উঠেছিল, তারা
আসলে পুরুষ হয়ে ওঠেনি, লালসার পুরুষজাত অপুরু
অসাধারণ!!!
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ টুটুল।
ভাল থাকেন সবসময়।
শুভ নববর্ষ।
৯২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২
আমিই মিসির আলী বলেছেন: নতুন কিছু লিখবেন কবে ভাই? ।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬
বিজন রয় বলেছেন: আমি তো ভাল লিখতে পারি না তাই আমার লেখা লোকে পড়বে কিনা এটা ভেবে ভেবে আর পোস্ট দেয়া হয় না।
আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ মিসির আলী সাহেব।
নতুন বৎসরের শুভকামনা রইল।
৯৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: আপনি অনেক ভাল লিখেন মনে হচ্ছে।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬
বিজন রয় বলেছেন: হয়তো, হয়তো না।
সাথে থাকুন, ভবিষ্যতই বলে দিবে আমি ভাল লিখতে পারি কিনা।
আমার এখানে প্রথমবার আসার জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৯৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বিজন দা দাওয়াত করে এনে সোনার দাঁত দেখাচ্ছেন.।। **এত মন্তব্যের ভীড়ে আমার কোথায় ঠাঁই রে ।**
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২
বিজন রয় বলেছেন: দাদা, বিচলিত হবে না। আপনি আমার হৃদয়ের আসনেই আছেন, থাকবেন।
অনেক ধন্যবাদ দাদা, আমার এখানে আসার জন্য।
ভাল থাকেন এই শুভকামনা।
৯৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: "নৃত্যোৎসবে মেতে উঠেছিল সব কায়াদল নীল মুক্তির স্বাদে
আজানা নেশায় মোহাচ্ছন্ন হয়েছিল নতুন রক্তের উন্মত্ততায়" খুব সুন্দর লিখেছেন। পাঠে মুগ্ধ হলাম। কবি
২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
নতুন হিসেবে ব্লগে আপনার পদচারনা চোখে পড়ার মতো।
৯৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
রবাহূত বলেছেন: দুরদান্ত! হিংসা হিংসা হিংসা!+++++++++++
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ রবাহূত।
আপনার এই হিংসা আমি মাথায় তুলে নিলাম।
ভাল থাকেন শুভকামনা।
৯৭| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৩৭
কালনী নদী বলেছেন: কামিনী নায়িকা
মোহিনী নায়িকা
ক্লান্তিহীন নায়িকা
অসাধারণ দাদা!
৩১ শে মে, ২০১৬ রাত ১১:৪৬
বিজন রয় বলেছেন: অাজকে আমাকে অনেক মন্তব্য করেছেন।
সেজন্য আপনাকে সহস্র ধন্যবাদ।
ভাল থাকেন সবসময়।
৯৮| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৩২
ডঃ এম এ আলী বলেছেন: নৃত্যোৎসবে মেতে উঠেছিল সব কায়াদল নীল মুক্তির স্বাদে
আজানা নেশায় মোহাচ্ছন্ন হয়েছিল নতুন রক্তের উন্মত্ততায়,
নিষিক্ত নায়িকা
শৃঙ্গাররতা নায়িকা
দেহসিনী নায়িকা
কামগন্ধী নায়িকা
যখন মোহ ভাঙল, থামল খেলা, অনেক বেশি দেরী হয়েছিল,
প্রেয়সী ভোগ্যা হয়েছিল নিষিদ্ধ ভোজনোৎসবে করুণ হৃদয়ে
এ স্তবকটি দারুন উপভোগ্য ।
অসাধারণ ছন্দ বিন্যাস । নতুন মাত্রিকতা দিয়েছে । ভাব ও ভাষা প্রয়োগ সে সাথে স্তবক বিনির্মানে এক অপরূপ শৈলীর প্রবর্তন একটি নতুন দিক উম্মোচন করেছে । অামি বিলম্বে এখানে আসায় লাভ হয়েছে দুটো , প্রথমত কবিতাটি , দ্বতীয়ত: কবিতাটির উপর মন্তব্য লিখার জন্য নির্ধারিত জায়গায় আসার পথে দেখা হয়ে গেল নামী কবিগনের সাথে , জানা হল কত আংগিকে কতভাবে কবিতাটির রস আস্বাদন করা যায় । এযে কম পাওয়া নয় ।
কবিতাটি পড়েছি বেশ কয়েকবার , আমি একজন স্লো লারনার মানে বোধাই, কবিতা বুঝতে তাই সময় নেয় অনেক ।
তবে কবিতা বুঝতে সময় নিলেও ভাল লাগাটুকু হয় অনেক ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৭
বিজন রয় বলেছেন: দেরীতে হলেও এসেছেন সেটাই আমার পরম পাওয়া।
আপনার মন্তব্য সবসময় ভাললাগে।
শুভকামনা।
৯৯| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০৪
ডঃ এম এ আলী বলেছেন: খুব খুশী লাগছে প্রতি উত্তরে । ধন্যবাদ
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৭
বিজন রয় বলেছেন: আপনার সাথে আমার অনেক কথা হবে ভবিষ্যতে।
কারণ অন্যের নিকট থেকে কথা বের করার ক্ষমতা আপনার আছে।
আপনার আন্তরিকতা, হৃদ্যতা আর লেখা নিয়ে বিশ্লেষণ আমাকে সবসময় সুশিক্ষিত করে, করছে।
আমি মুগ্ধ হই।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
১০০| ০৫ ই জুন, ২০১৬ রাত ২:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: দাদা আপনি এ ব্লগের নবীন লিখকদের একজন নিবেদিত প্রাণ উৎসাহদাতা । এ ব্লগের বিভিন্ন জায়গায় বিচরণ করে আপনার পদচারণা দেখে শুধু শ্রদ্ধাটুকুই গিয়েছে বেড়ে । এ ব্লগের প্রতিষ্ঠিত নামী ব্লগারদের রচনা কর্মে পাঠকের ভীর থাকে অহরহ । অবশ্য উনাদের রচনাও উন্নত মানের তাতে কোন সন্দেহ নেই । কিন্তু নবীন লিখকদের রচনার প্রতি কেন জানি আমার ঝোকটা একটু বেশী । দুটো কারণ ; প্রথমত তরুন লিখকেরা খুবই মেধাবী ও নতুন নতুন চিন্তাধারা, প্রযুক্তি, রচনা শৈলী, বলতে গেলে উদ্ভাবনীমুলক (innovative) বিষয় নিয়ে উপস্থিত হয় । এই সব নব প্রজম্মই আমাদের ভরসার স্থল । তাদের জন্য প্রয়োজন প্রেষণা বা motivation । একটু সামান্য উৎসাহ, যৎসামান্য দুই এক বাক্যে প্রসংসা তাদের লিখনীতে আনে প্রচন্ড গতি । সামুর mission ও visionটিও মুলত নতুন লিখক সুস্টি করা, বৃহত্তর অর্থে আমাদের সামাজিক ভাবনাও তাই ।
আমি খু্বই গভীর ভাবে পর্যবেক্ষন করে দেখেছি ( সব তো দেখা সম্ভব নয় যে কয়টা দেখেছি তার ভিত্তিতে বলা ) প্রায় প্রতিটি নবীন লিখককে আপনি উৎসাহিত করেছেন ভীষনভাবে । প্রতিউত্তরেও সে সমস্ত লিখকেরা বলেছেন তারা উৎসাহিত ও অনু্প্রাণিত । এ যে কত বড় একটি মহত কাজ তা অনুভব করতে সে রকম অন্তরদৃষ্টি লাগে ।
আমি নীজেও এর উপকারভোগী । কবিতা লিখার বয়স বলতে গেলে আমার মাত্র দুমাস । কোন একটি কবিতার গঠন ও ছন্দ বিশ্লেষণ করতে গিয়ে কবিতার জগতে মনের অজান্তে প্রবেশ করে ফেলি । দু একটি কবিতা লিখে এখানে পোষ্ট করি । প্রায় প্রতিটি কবিতাতেই আপনার উপস্থিতি আমাকে নতুন করে কবিতা লিখতে ভীষনভাবে অনুপ্রাণীত করেছে । কবিতা লিখেই গেছি, বলতে গেলে প্রতিদিন একটি করে । কবিতার সংখ্যা দেখে আমার অন্য কয়েকটি বই এর প্রকাশক আমাকে একটি কাব্যগ্রন্থ প্রকাশের জন্য উৎসাহিত করে । তাদের উৎসাহে প্রায় অর্ধশতাধিক সচিত্র কবিতা নিয়ে প্রন্থটি এখন ছাপাখানায় যন্ত্রস্থ আছে ।আশা করি খুব শীঘ্রই দিনের আলো দেখবে । এ কথা গুলো এ জন্যই বলা যে নবীন লিখকদেরকে উৎসাহ দিলে ফল কি হয় তা জানানোর জন্য । আমার কবিতা লিখাকে উৎসাহিত করার জন্য অন্য সকলের মত আপনার প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞ ।
ভাল থাকুন, নিরন্তন লিখে যান এবং নতুন লিখকদেরকে উৎসাহিত করা অব্যাহত রাখুন এ কামনা থাকল ।
০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:১৬
বিজন রয় বলেছেন: বিস্তারিত কথোপকথনে প্রীত হলাম।
আপনাকে বলি, আমি ব্লগে খুব কম কথা বলি। যখন বেশি কথা বলব, যখন সুন্দর করে কথা বলব, দেখবেন আপনি বা আপনারা মুগ্ধ হবেন, আপনাদের ভাল লাগবে।
ততদিন একটু অপেক্ষা করুন দয়াকরে।
ধন্যবাদ।
১০১| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮
ডঃ এম এ আলী বলেছেন: এই অতি ব্যস্ততার মাঝেও যতটুকু বলছেন তাতেই খুবই প্রিত ও মুগ্ধ , এতটুকুও যদি দয়া করে চালু রাখেন তবে ধন্য হয়ে যাব ।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:১১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন।
১০২| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:২০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ , দাদার সত্যিই সুপার স্পীড লাইক বায়নিকম্যান ।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: আবার সেই কথা? হা হা হা হা হা ...................
তবে আজকাল সামু খুব স্লো, তাড়াতড়ি মন্তব্য করতে পারছি না।
অবশ্য অন্য সাইটগুলো কিন্তু ঠিক আছে, অনেক গতি পাই।
আপনি কি ডাঃ না ডঃ?
আপনি অত সময় পান কিভাবে ব্লগে থাকার?
১০৩| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
ডঃ এম এ আলী বলেছেন: ভাই ডা: হওয়ার চেস্টা করিনি স্মৃতি শক্তি খুবই কম ঔষধের নাম পারিনা রাখতে স্মরণ । তাই অতি সাধারণ ডক্টর অফ ফিলসফি করে হয়ে গেলাম ডক্টর এর ড: । নামের আগে লাগিয়ে রাখলাম এ জন্যেই কোন কিছু লিখার আগে পাই যেন ডর, কারণ ডক্টর পাইলেই লোকে বলে ধর ধর , ভুল ধরে সহয্রবার, ধরলে ভুল আমিও প্রিত হই বার বার ।
বিবিধ কারণে প্রায় ১৮ ঘন্টাই থাকতে হয় কম্পিউটারে, এজন্যই সময় পেলে ক্লিক করে চলে আসি সামুতে করিতে ক্লান্তি দুর, দেখে যাই আমার ভাই এরা এগোল কতদুর ।
ভাল থাকুন , এ কামনা থাকল ।
০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৯
বিজন রয় বলেছেন: আপনার সম্পর্কে একটু জানলাম, ভাল লাগল।
সুখে থাকুন।
১০৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:১০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:২৩
বিজন রয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা।
১০৫| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৫
খায়রুল আহসান বলেছেন: আপনার এই কবিতায় আমার মন্তব্যের পরে দেয়া মন্তব্যগুলো আবার এসে পড়ে গেলাম।আহমেদ জী এস এর মন্তব্য (৪৪) ভালো লেগেছে।
তার গাযৈ তো কামগন্ধ বেশীই থাকে। (৪৫ উঃ) - তাই নাকি?
শুভেচ্ছা জানবেন।
১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
বিজন রয় বলেছেন: আহমেদ জী এস লেখায় না যতটুকু মন্তব্য করায় তার চেয়ে শতগুণ ভাল। তাই ওনার সাথে আমার জমে ভাল।
তার গাযৈ ( গায়েই ) তো কামগন্ধ বেশীই থাকে
হা হা হা ..............
এটা বলেছি এজন্য যে, নষ্ট পুরুষ, ভ্রষ্ট পুরুষ কিংবা কাপুরুষ এরা তো নারীদের সৌন্দর্য দেখে না, দেখে শুধু ভোগের বস্ত হিসেবে। ওদের চোখ সবসময় নারীর ভিতর কাম খোঁজে। ওদের কাছেই কেবল নারীর গায়ে কামগন্ধ থাকে!! এজন্য বলেছি।
আশাকরি বোঝাতে পেরেছি।
ধন্যবাদ পরম পূজনীয়।
১০৬| ১৯ শে জুন, ২০১৬ রাত ১১:১৭
খায়রুল আহসান বলেছেন: বুঝলাম, ব্যাখ্যা করার জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।
২০ শে জুন, ২০১৬ সকাল ৯:০৬
বিজন রয় বলেছেন: অনেক অনেক শুভকামনা।
প্রিয় পূজনিয়াষূ।
ভাল থাকুন নিরন্তর।
১০৭| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৮
নুর পাগলা বলেছেন: ভাল লেগেছে।
০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২২
বিজন রয় বলেছেন: অনেক পিছনে এসে কথা বলেছেন।
ভাল লাগল।
শুভেচ্ছা ও শুভকামনা।
১০৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
আহা রুবন বলেছেন: আগেও পড়েছিলাম। আবার পড়লাম, তিনবার। কিছু কিছু গান আছে না? শেষ হলে মনে হয় শেষ হল কেন! আবার বাজাই...বলার কিছু নেই!
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
আবার এসে এই কবিতায় কথা বলাতে আমার মনে হয়েছে এই কবিতাটির আসলেই একটি আকর্ষণ আছে।
সাথে থাকুন এভাবেই।
শুভকামনা।
১০৯| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৪
প্রথমকথা বলেছেন: অনেক সুন্দর কবিতা, পড়ে মুগ্ধ । ভাল থাকবেন। শুভ কামনা।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৪
বিজন রয় বলেছেন: এই মন্তব্য এতদিন চোখে পড়েনি। তাই উত্তর দিতে দেরি হলো।
আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লাগল। কবির প্রতি রইল শুভ কামনা