নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় মৃত্যুঃ শেষ কবিতার আগে

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮



অতএবঃ এখন আমি কবিতার সমাধিভূমিতে দাঁড়িয়ে
একটি সারাংশ টানতে পারি।

যেসব নির্বোধ পূর্বপুরুষ
কবিতায় শিল্পোত্তীর্ণ হতে চেয়ে
আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছিল
তাদের সে অধিকারে সমাপ্তিরেখা দিতে পারি।

সত্ত্বার গভীরে শারীরিক অস্তিত্ব রেখে
কবিতার সূর্যোদয়ে পূণ্যবান
হতে চেয়েছিল যেসব মাতৃত্ব--------
কি অদ্ভূত!
সভ্যতার আদিমতায়
সেসব পঙ্কিলতায়, পরকীয়ায় আর অন্ধকারে নিমজ্জিত।

কবিতায় যুবতীঘ্রাণ পেয়েছিল যেসব যুগল
হৃৎপিন্ডের ভিতর, যাদের দুঃখজয়ের অভিসন্ধিগুলো
জেগে উঠেছিল তীব্র আকুতি নিয়ে--------
কি অপ্রত্যাশিত!
যুবকের অধঃপাতে, ভ্রুণ হত্যার দােষে
নাবালিকার করুণ কাহিনীতে কুমারিত্ব হেসে উঠেছিল।

প্রকৃতপক্ষেঃ কবি এখানেই দায়বদ্ধ,
কবিকেই জানতে হয় অন্তরীক্ষের কথা
কবিকেই অস্তিত্বময় হতে হয় প্রেম, মৃত্যু আর ঈশ্বরে
সব বিমূর্ততা ছেড়ে কবিকেই দিতে হয় মৃত্যুর মুখে নতুন ভাষা।

মন্তব্য ১৪৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (১৪৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫২

বিজন রয় বলেছেন: সুমনদা ধন্যবাদ প্রথম মন্তব্য করার জন্য।

আপনার নিকট থেকে আরো একটু ব্যাখা চাই কবিতার রন্ধ্রে।

শুভ সকাল, ভাল থাকুন।

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবির এতো দায়বদ্ধতা কেন কবি?
কবি কালোত্তীর্ণ বলে?
নাকি কবিতা তার আপন সত্ত্বায় উত্তর খুঁজে বলে?
কবিতা কি কখনো প্রশ্ন করে?
নাকি শুধু নীরবে কাঁদে?

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮

বিজন রয় বলেছেন: হা হা হা ........

এত এত প্রশ্ন করে আমাকে এত এত মুগ্ধ করলেন যে, সবকিছু আমার হৃদয়ের অন্তর্লীনে সহসা আঁচড় দিয়ে গেল, আর এগুলো আমাকে খুব মুখর করে তোলে..........

তাই বলি.......
নিখিল ভূবনে কবির অন্তরের প্রতিবিম্ব দেখতে হবে, কবির হৃদয়ের স্মৃতিচিহ্ণের বিপন্ন অস্তিত্বগুলো খুঁজে নিতে হবে, কবির আত্মার প্রগাঢ় বন্ধন কখন ছিন্ন হয়ে যায় তা গোচরে আনতে হবে, কবির জীবনের প্রতিটি সত্ত্বা কখন বিন্দু বিন্দু উজ্জ্বল হয়ে ওঠে তা অবলোকন করতে হবে, তবেই না আপনার প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে।

কবির কি মুল্য আছে স্বপ্নে বা দুঃস্বপ্নে, স্থায়িত্বে বা বিপন্নতায়। সৃষ্টির ভাবে-বৈভাবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর।

কবির দায়বদ্ধতা, কবির কালোত্তীর্ণ হওয়া আলোর দিব্যাক্ষরে অবতীর্ণ এক দেবশিশু, বহুবর্ণময়তায় মুগ্ধতার ব্যুহ ভেদ করে
প্রশ্নহীন কবির ব্রতকথা, তাই কবি এক রহস্যময় ব্রহ্মস্বরূপ!! আর এখানেই প্রোত্থিত কবিতার সব উত্তর।

আশাকরি আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন।

আপনাদের মন্তব্যের প্রতিউত্তরে আমি খুব কম কথা বলি। তবে ভবিষ্যতে অনেক কথা বলবো নিশ্চয়ই।
ততদিন সাথে থাকেন, ভাল থাকেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

দীপংকর চন্দ বলেছেন: সুগভীর উচ্চারণে, বোধের সুচিন্তিত প্রকাশে শ্রদ্ধা থাকছে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: পরিমিত বোধের মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনিও কিন্তু অনেক ভাল লেখেন।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

ফয়সাল রকি বলেছেন: প্লাস....

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: আপনাকে ধন্যবাদ।
শুভকামনা রইল।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

প্রীতম বলেছেন: ভাই, কবিতা পড়ে আমি বাকরুদ্ধ।
শব্দগুলো এমনভাবে সাজিয়েছেন মনে হচ্ছে সর্বোচ্চ সুন্দর শব্দমালা।
খুব ভালো লেগেছে।
ভালো থাকবেন।

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

বিজন রয় বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনেক শান্তি আর সুখ দিয়েছে। কবিতা যদি এভাবে ভাল লাগে তো আরো লিখতে ইচ্ছা করবে।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

মুসাফির নামা বলেছেন: প্লাসতো বটেই..

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

বিজন রয় বলেছেন: ধন্যবাদ বিজ্ঞ ব্লগার।
কবিতা পড়ায় সুখী হলাম।

ভাল থাকুন।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৮

কালনী নদী বলেছেন: প্রকৃতপক্ষেঃ কবি এখানেই দায়বদ্ধ,
কবিকেই জানতে হয় অন্তরীক্ষের কথা
কবিকেই অস্তিত্বময় হতে হয় প্রেম, মৃত্যু আর ঈশ্বরে
সব বিমূর্ততা ছেড়ে কবিকেই দিতে হয় মৃত্যুর মুখে নতুন ভাষা।
++

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
এভাবে সাথে থাকুন।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২১

তানজির খান বলেছেন:
সত্ত্বার গভীরে শারীরিক অস্তিত্ব রেখে
কবিতার সূর্যোদয়ে পূণ্যবান
হতে চেয়েছিল যেসব মাতৃত্ব--------
কি অদ্ভূত!
সভ্যতার আদিমতায়
সেসব পঙ্কিলতায়, পরকীয়ায় আর অন্ধকারে নিমজ্জিত।


সবগুলো লাইনই দূর্দান্ত ছিল। অসংখ্য প্লাস

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

বিজন রয় বলেছেন: আমরা কোথায় যাচ্ছি, কোথায় আমাদের অনিশ্চিত গন্তব্য কেউ জানে না, কেউ না।

ধন্যবাদ খান সাহেব।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬

আজবছেলে বলেছেন: আপনার লেখা যেকোনো ধরনের গল্প, উপন্যাস, কবিতা প্রকাশ করার জন্যে http://lekha-lekhi.com/ সাইটে আপনাকে আমন্ত্রন। নতুন-পুরাতন যেকোনো লেখা আপনি এই সাইটে প্রকাশ করতে পারবেন।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

বিজন রয় বলেছেন: চেষ্টা করবো।
ধন্যবাদ।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৬

মো: ইমরান আল হাদী বলেছেন: কবি, আপনার এ দায়বদ্ধতা আপনাকে করবে কালান্তরিত, শুভেচ্ছা।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫

বিজন রয় বলেছেন: আপনার শুভেচ্ছা মাথায় তুলে রাখলাম।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭

চিত্রনাট্য বলেছেন: আপনি হামার বাড়িত উঁকি দিতে গেছিলু ক্যা? হামি কি আপনারে ডাকবার পাড়ছি? ফের যদি দেখি তো কয়ে দিচ্ছি খবর আছু।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

বিজন রয় বলেছেন: হা হা হা ...........

কেউ না ডাকলেও আমি তার বাড়ি যাই, সে তাড়িয়ে দিলেও যাই।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

খায়রুল আহসান বলেছেন: শেষ স্তবকটা আপনার কবিতায় এক অনন্য মাত্রা যুগিয়েছে। আমার মনে হয়, এই সুন্দর কবিতার সমাপ্তিটুকু এর চেয়ে আর ভালো হতে পারতো না।
মুগ্ধ হ'লাম, 'লাইক'।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন: অন্যরকম মন্তব্য।
আপনার মতোই বিচক্ষণ।

ধন্যবাদ।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

সায়ন্তন রফিক বলেছেন: বিমুগ্ধ।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

বিজন রয় বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০

খায়রুল আহসান বলেছেন: পুনরায় ফিরে এলাম, ২ নং মন্তব্যের উত্তরে আপনি যে সুন্দর ব্যাখ্যাটি দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানানোর জন্য। ভালো লেগেছে।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

বিজন রয় বলেছেন: আবারো ধন্যবাদ।
আপনার যেকোন শব্দ বা বাক্যই আমার অলংকার।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

উদাসী স্বপ্ন বলেছেন: ওয়াও! খালি বাংলাদেশেই আজ কবিদের কোনো দাম নাই। এক নির্মলেন্দু গুন বেহায়ার মতো স্বাধীনতা পদক আব্দার করাটা এদেশের কবিদের দ্বীনতাই প্রতিনিধিত্ব করে। কিন্তু কবিদের যে কি বিশাল কাজ, দায়িত্ব, গুন, সেটা নিয়ে কেউ কথা বলে না। আপনি পাবলো নেরুদার অবয়বই একে দিলেন!

ভালো থাকেন কবি!

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২

বিজন রয় বলেছেন: আমারও কোন দাম নেই। আমি পাবলো নেরুদার ছিটেফোঁটাও নই।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

উল্টা দূরবীন বলেছেন:
প্রকৃতপক্ষেঃ কবি এখানেই দায়বদ্ধ,
কবিকেই জানতে হয় অন্তরীক্ষের কথা
কবিকেই অস্তিত্বময় হতে হয় প্রেম, মৃত্যু আর ঈশ্বরে
সব বিমূর্ততা ছেড়ে কবিকেই দিতে হয় মৃত্যুর মুখে নতুন ভাষা।

যথার্থই বলেছেন। কবিতায় অনেক ভালো লাগা রইলো।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

বিজন রয় বলেছেন: কবির ব্যাখ্যা কবি নিজেই।

ধন্যবাদ দূরবীন।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩

পথে-ঘাটে বলেছেন: ভাল লাগল,


শুভেচ্ছা কবির জন্য।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

বিজন রয় বলেছেন: আপনার জন্যও শুভকামনা।
সাথে থাকুন।

১৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ তাৎপর্যপূর্ণ কথামালা!

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫

বিজন রয় বলেছেন: কবিতার পড়ার জন্য ধন্যবাদ রূপক।
আপনাকে সবসময় চাই।

১৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

অরিন্দম রাউল বলেছেন: দাদা ভালো হয়েছে৷আপনি কোথায় থাকেন

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
থাকি এক জায়গায়।

২০| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

অরিন্দম রাউল বলেছেন: বলুন ?আপনি কি মুসলিম

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

বিজন রয় বলেছেন: হা হা হা

২১| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

কল্লোল আবেদীন বলেছেন:



চমৎকার কবিতা।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: উৎসাহ পেলাম।
শুভকামনা।

২২| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

মনিরা সুলতানা বলেছেন: কবিকেই জানতে হয় অন্তরীক্ষের কথা
কবিকেই অস্তিত্বময় হতে হয় প্রেম, মৃত্যু আর ঈশ্বরে
সব বিমূর্ততা ছেড়ে কবিকেই দিতে হয় মৃত্যুর মুখে নতুন ভাষা।

ভালো লেগেছে ++++

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯

বিজন রয় বলেছেন: কবিতা ভাললাগায় প্রীত হলাম।

ধন্যবাদ। ভাল থাকুন।

২৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অনেক অনেক সুন্দর কবিতা। খুব ভাল লাগল কবি।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

বিজন রয় বলেছেন: ধন্যবাদ উৎসাহব্যঞ্জক মন্তব্য করার জন্য।
ভাল থাকুন, ধন্যবাদ।

২৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

মিজানুর রহমান মিরান বলেছেন: প্রকৃতপক্ষেঃ কবি এখানেই দায়বদ্ধ, কবিকেই জানতে হয় অন্তরীক্ষের কথা কবিকেই অস্তিত্বময় হতে হয় প্রেম, মৃত্যু আর ঈশ্বরে সব বিমূর্ততা ছেড়ে কবিকেই দিতে হয় মৃত্যুর মুখে নতুন ভাষা।

সত্যিই তাই।
সুন্দর বলেছেন....++

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

বিজন রয় বলেছেন: সতত ধন্যবাদ।

কবিতা ভাল লাগাতে পেরে গর্বিত।

শুভকামনা।

২৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: ভালোলাগা +

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর।

২৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




ভাবের প্রগাঢ়তা মাখিয়ে এই কবিতায় যে সারাংশ টেনেছেন কবির দায়বদ্ধতার কথা বলে, সে বড় কঠিন একটি উচ্চারণ ।
অবশ্য দ্বিতীয় মন্তব্যটির উত্তরে যা বলেছেন , সে তো কবির ধ্রুপদী রূপ । কবি কখনও অতিজাগতিক, কখনও অতিপ্রাকৃত আবার কখনও অবিনশ্বরই শুধু নয় ; কখনও সে বড়-ই অক্ষম, কখনও সে সীমাহীনতার মাঝেও সসীম, কখনও জড়ের মতো নির্বাক ।

অনেক ভালো লাগা কবিতায় ।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

বিজন রয় বলেছেন: ভাবের প্রগাঢ়তা মাখিয়ে এই কবিতায় যে সারাংশ টেনেছেন কবির দায়বদ্ধতার কথা বলে, সে বড় কঠিন একটি উচ্চারণ ।

আপনার এই বাণী মাথায় তুলে রাখলাম।

ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর।

২৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

তানজির খান বলেছেন: বিজন ভাই সত্যি আমরা কোথায় যাচ্ছি জানিনা।

এত সুন্দর করে খান সাহেব লিখলেন আমার খুব কাছের বন্ধুদের কথা মনে পড়ে গেল। ওরা কখনো গুরুত্ব দিয়ে আবার কখনো ব্যাঙ্গ করে আমাকে খান সাহেব ডাকে। ভাল লাগলো খুউব।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭

বিজন রয় বলেছেন: আপনি আমার অনেক পছন্দের একজন। সেজন্য ওভাবে বলেছি। যদি কোনদিন দেখা হয় তো সেদিন বুঝতে পারবেন।

আপনি ভাল থাকেন।

২৮| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০১

প্রামানিক বলেছেন: প্রকৃতপক্ষেঃ কবি এখানেই দায়বদ্ধ,
কবিকেই জানতে হয় অন্তরীক্ষের কথা
কবিকেই অস্তিত্বময় হতে হয় প্রেম, মৃত্যু আর ঈশ্বরে
সব বিমূর্ততা ছেড়ে কবিকেই দিতে হয় মৃত্যুর মুখে নতুন ভাষা।


এক কথায় অসাধারণ কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮

বিজন রয় বলেছেন: আপনি একজন অসাধারণ ব্যক্তি। আপনাকে দেখলে সবসময় সুখী হই।

ভাল থাকুন।

২৯| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮

জেন রসি বলেছেন: কবির চর্চা থেকে জন্ম নেওয়া কনসাসনেস। আসলে শুধু কবিনা, সব লেখকেরই উচিৎ নিজেকে যত ভাবে আবিষ্কার করা যায় ততভাবে আবিষ্কার করা!

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: কঠিন কথা বলেছেন জন রেসি।
ভাল লাগল।

ধন্যবাদ আর শুভকামনা।

৩০| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২

অপেক্ষা আর আমি বলেছেন: বেশ ভাল লাগল +

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

বিজন রয় বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্য হলাম।
আপনার জন্য শুভকামনা।
ভাল থাকুন।

৩১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমরা তো অনুভব করতে পারি না ষোড়সীরা কি ইচ্ছাটি লুকায়ে রেখেছে মনের গহীনে; কিভাবে সে টগবগে যুবককে খাঁচার পাখীর মত পোষে, কি মন্ত্র সে জানে! কবিরা জানুক, বুঝুক; আমাদের কাছে গল্প করলেই আমরা খুশী।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

বিজন রয় বলেছেন: যাক, অবশেষে আপনাকে কবিতায় পাওয়া গেল।

আমেরিকার নির্বাচন নিয়ে যেভাবে মেতে আছেন? ওদেশের নাগরিকত্ব পাচ্ছেন নাকি?

৩২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

আচার্য বাঙালি বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লেগেছে।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৫

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।

৩৩| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: চমৎকার লিখেছেন। আর শেষের লাইন ক’টি দারুণ হয়েছে।
শুভেচ্ছা রইলো।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

বিজন রয় বলেছেন: কবিতা ভাললাগায় ধন্য হলাম।

সাথে থাকুন, ভাল থাকুন।

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৯

আরজু পনি বলেছেন:

কবির আসলেই অনেক দায়িত্ব...
অনেক সুন্দর কবিতা।


অফটপিক:

আপনার এতো সুন্দর কবিতায় লাইক এতো কম দেখে অবাক হলাম।
আর কমেন্টের সংখ্যা দেখেও কিছুটা হতাশ!

আপনি ব্লগে যে পরিমাণ ব্লগারের পোস্টে কমেন্ট করেন তার ৫০% ও যদি আপনার পোস্টে তাদের কাছ থেকে মন্তব্য পান তবেই তো আপনার জবাব দিতে হিমশিম খাওয়ার কথা।
আমরা আসলে শুধু পেতেই পছন্দ করি দেবার চেয়ে।

আমি নিজেও অনেকদিন খুব সিরিয়াস ম্যুডে ভাবি যে, আমার ব্লগে যারা কমেন্ট করেছে তাদের ব্লগে আগে যাওয়া আমার দায়িত্ব। কেননা সামাজিক ব্লগে প্রায় সবাই লিখতে, মতামত জানাতেই আসে । যদিও অনেকসময়ই এই সিরিয়াস ম্যুড ব্লগে লগইন করার পরই ভুলে যাই। কখন কোন পোস্টে যাই নিজেই জানিনা। কখনো অনুসারিত পাতা দেখে হুটহাট কমেন্ট করলাম আবার কখনো প্রথম পাতার সাম্প্রতিক মন্তব্যের ঘরে কোন শিরোনাম দেখে দৌড় লাগালাম।

একজন দেখলাম জিজ্ঞেস করেছে আপনি কোথায় থাকেন আর আপনার ধর্ম। ব্লগে কোথায় থাকাথাকি বা হিন্দু, মুসলমান পরিচয় আসা মোটেও উচিত না। শুধু নাম দেখেই কারো ধর্ম নিয়ে টান দেয়া একদম পছন্দ না । "বিজন রয়" শুধুই একটা নিক। হতে পারে সনাতন ধর্মাবলম্বীরা এমন নাম গ্রহণ করেন। আমি যদি ব্লগে "কাদম্বরী" বা "চিত্রাঙ্গদা" নাম নিয়ে লিখি সেটাতে আমার ধর্ম নির্দিষ্ট হয়ে গেল না (আমার এই নামগুলো পছন্দ মানে কিন্তু এই না যে এই নামে কোন নিক আমার আছে বা হবে, শুধু উদাহরণ দিতে বলা।)।

আমাকে কথায় পেয়ে বসেছে...এবার থামি জোর করেই।

ব্লগিং-এ আপনার এই গতি যেনো থেমে না যায়, অনুরোধ রইল।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

বিজন রয় বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত। কথা দিয়ে রাখতে পারলাম না।
সেই যে দুপুর রোদে বের হলাম আর ফিরতে পারলাম রাত ১০টার পর। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা ঘনিয়ে রাত্রি, রাত্রির গভীরে বিদ্যুৎ বিভ্রাট, অতপর সুযোগ এল কথা বলার।

আপনাকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি অনেক কথা সুন্দর সাজিয়ে বলার জন্য।

আমার এখানে লাইক আর কমেন্টস নিয়ে আপনার উদ্বেগ আর সচেতন বক্তব্য আমাকে মুগ্ধ করেছে। একজন ব্লগারের প্রতি অন্য একজন ব্লগারের এরকম প্রত্যক্ষ দরদ শুধু এই ব্লগটাকেই উপকার করবে না, ব্লগাদের নিরেট হতে সাহায্য করবে। তবে সত্যি বলতে কি ব্লগ থেকে আমি কোনকিছুই এখন আশা করছি না। তাই কোন কিছু না ভেবেই শুধু অনেকের ব্লগে যাওয়ার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। যদি নিজের প্রতি সৎ থাকি তো অনেক কিছুই জুটবে কপালে।

মন্তব্য করা নিয়ে আপনার নিজের অভিজ্ঞতাও জানতে পারলাম। তবে আপনার অনেক ব্যস্ততার মাঝেও যে ব্লগে অনেক সময় ব্যয় করেন সেটা আসলেই একটি বড় উদাহরণ। যে কয়জন নারী ব্লগার নিয়মিত ব্লগিং করেন আপনি তার মধ্যে অবশ্যই অন্যতম সন্মানীয়। ব্লগে নারী ব্লগার আসলেই অনেক কম।

ধর্ম নিয়ে আর কি বলবো, ওই লোক যা বলেছে, তাতে আমি শুধু হাসতেই পারি। হয়তো সে নিজেই জানেনা ধর্ম কি, হয়তো সে নিজেই জানেনা এভাবে জিজ্ঞেস করা কতখানি অভদ্রতা, কতখানি মূর্খতা। এটা নিয়ে আপনার কথাগুলো অনেক অর্থপূর্ণ হয়েছে।

আমি অবশ্যই ব্লগিং করবো, অনেক গতিময়, আনন্দময়, স্মৃতিময় ব্লগিং করবো।
আপনার অনুরোধ অবশ্যই রাখবো।

পোস্ট এবং পোস্টের অন্যান্য অাবহ নিয়ে খুঁটিনাটিভাবে আপনার মন্তব্যের জন্য আরো একবার ধন্যবাদ।
ভাল থাকুন।

৩৫| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩২

আলোরিকা বলেছেন: সবমিলিয়ে চমৎকার একটি কবিতা ! শুধু শিরোনামটি আরেকটি শিরোনাম মনে করিয়ে দিচ্ছে ----- 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে- শামসুর রাহমান ' :)

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

বিজন রয় বলেছেন: আমি অনেক আগে পড়েছিলাম ওই কবিতাটি। সম্ভবত শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ।

কবিতা পড়ার জন্য ধন্যবাদ আলোরিকা।
আপনার নিকটি অনেক সুন্দর।

শুভকামনা।

৩৬| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪

বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আর শুভকামনা।

নিয়মিত থাকেন ব্লগে।

৩৭| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০

পূবাল হাওয়া বলেছেন:

নিখিল ভূবনে কবির অন্তরের প্রতিবিম্ব দেখতে হবে, কবির হৃদয়ের স্মৃতিচিহ্ণের বিপন্ন অস্তিত্বগুলো খুঁজে নিতে হবে, কবির আত্মার প্রগাঢ় বন্ধন কখন ছিন্ন হয়ে যায় তা গোচরে আনতে হবে, কবির জীবনের প্রতিটি সত্ত্বা কখন বিন্দু বিন্দু উজ্জ্বল হয়ে ওঠে তা অবলোকন করতে হবে, তবেই না আপনার প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে।

কবির কি মুল্য আছে স্বপ্নে বা দুঃস্বপ্নে, স্থায়িত্বে বা বিপন্নতায়। সৃষ্টির ভাবে-বৈভাবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর।

কবির দায়বদ্ধতা, কবির কালোত্তীর্ণ হওয়া আলোর দিব্যাক্ষরে অবতীর্ণ এক দেবশিশু, বহুবর্ণময়তায় মুগ্ধতার ব্যুহ ভেদ করে
প্রশ্নহীন কবির ব্রতকথা, তাই কবি এক রহস্যময় ব্রহ্মস্বরূপ!! আর এখানেই প্রোত্থিত কবিতার সব উত্তর।


কবিতার চেয়ে কবির এই কথাগুলি মনে হয় বেশী মূল্যবান মনে হল...। আসলে নতুন এবং কবিতা সম্পর্কে তেমন কিছু বুঝিনা নাতো , তাই কথার মাঝেই গহিনতা খুঁজিলাম ... ভালো থাকা হোক সব সময়।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

বিজন রয় বলেছেন: একটি মন্তব্যের প্রতিউত্তর সহ কবিতা নিয়ে আপনার উপলব্ধি আমাকে অনেক ভাললাগা দিয়েছে। কবিতা অনেকে পড়েন, প্রতিউত্তর কজনইবা পড়েন। আপনি অত্যন্ত মনোযোগ সহকারে সেই কাজটি করেছেন।

সেজন্য আপনাকে অজস্র ধন্যবাদ।
ভাল থাকেন সবসময়।

৩৮| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আরজু পনি বলেছেন:

এখনও বিকেল হয়নি...কবি কোন দেশে থাকে কে জানে ! /:)

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

বিজন রয় বলেছেন: খুব করে লজ্জিত।
একটু আগেই উত্তর করে নিজেকে ভারমুক্ত করলাম।

যেভাবে আবার এসে খোঁজ নিয়ে গেলেন উত্তর করেছি কিনা, তাতে বেশি খারাপ লাগছে। নতুন ব্লগার হিসেবে এটা আমার অনেক পাওনা।

অনেক অনেক ধন্যবাদ।

৩৯| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

পূবাল হাওয়া বলেছেন: পনি পু, কবিরা মনে হয় সব ব্লগেই থাকে... ;)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

বিজন রয় বলেছেন: আপনার পনি পু কবিদের পছন্দ করেন না।

৪০| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

পূবাল হাওয়া বলেছেন: পনি পু, কবিরা মনে হয় সব ব্লগেই থাকে... ;)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

বিজন রয় বলেছেন: আপনার পনি পু কবিদের প্রতি বড়ই উদাসীন।

৪১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লেগেছে । আমি অভিভুত । শেষ কয়টি লাইন মনে হলো জগতের সেরা দার্শনিক তত্বের একটি বলেই বিবেচনা করি
প্রকৃতপক্ষেঃ কবি এখানেই দায়বদ্ধ,
কবিকেই জানতে হয় অন্তরীক্ষের কথা
কবিকেই অস্তিত্বময় হতে হয় প্রেম, মৃত্যু আর ঈশ্বরে
সব বিমূর্ততা ছেড়ে কবিকেই দিতে হয় মৃত্যুর মুখে নতুন ভাষা।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: শেষ কয়টি লাইন মনে হলো জগতের সেরা দার্শনিক তত্বের একটি বলেই বিবেচনা করি

আমাকে এতবড় সন্মান দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ।

ব্লগে আপনার বিজ্ঞ বিচরণ, আর বিচক্ষণতা আমি সবসময় প্রত্যক্ষ করি।
আপনি নিজেই একজন ভাল মানুষ।

শুভকামনা।

৪২| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
খুব,খুব ভাল লেগেছে।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনাকে ব্লগে কম দেখা যায়।

ভাল থাকুন।

৪৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

তাহ্ফীর সাকিন বলেছেন: বেশ বলেছেন..

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

ভাল থাকুন।

৪৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বিজন দা আমাকে দাওয়াত দিয়ে এনে সোনার দাঁত দেখাচ্ছেন।।। *এত মন্তব্যের ভীড়ে কোথায় আমার ঠাঁই রে ।।।*

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: দাদা, বিচলিত হবে না। আপনি আমার হৃদয়ের আসনেই আছেন, থাকবেন।

অনেক ধন্যবাদ দাদা, আমার এখানে আসার জন্য।
ভাল থাকেন এই শুভকামনা।

৪৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

উদাসী স্বপ্ন বলেছেন: আপনের ঐ কবিতা যেটার নামটা কঠিন ছিলো, ভুলেও গেছি, ঐটা দিবেন না?

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

বিজন রয় বলেছেন: উদাসী ভাই, ওটা কিছু পরে দিব ভাবছি। বর্ষাকাল আসুক।
তার আগে আরো যেগুলো আছে দিতে থাকি।

আর নতুন কবিতা তো লিখছি।

৪৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

আমিই মিসির আলী বলেছেন: কবিতায় যুবতীঘ্রাণ পেয়েছিল যেসব যুগল
হৃৎপিন্ডের ভিতর, যাদের দুঃখজয়ের অভিসন্ধিগুলো
জেগে উঠেছিল তীব্র আকুতি নিয়ে--------
কি অপ্রত্যাশিত!


বাহ্!
ভালো লাগলো লাইনগুলা।
++

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

বিজন রয় বলেছেন: আপনি যখন বলেছেন ভাল তখন বুঝতে হবে আসলেই ভাল। সবাই সবকিছু বোঝে না। এটাই নিয়ম।

ধন্যবাদ।

৪৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারণ লেখনী।

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম। আপনার উপস্থিতি ভাল লাগল।

ভাল থাকুন।

৪৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।++

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

বিজন রয় বলেছেন: ধন্যবাদ নীলপরি।
আপনার লেখাও আমার ভাল লাগে।

শুভকামনা।

৪৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭

রিপি বলেছেন:
আপনার সব কবিতাই অসাধারন হয় বিজন রয়। কবিতায় ভালোলাগা রইল অনেক।

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৯

বিজন রয় বলেছেন: আপনাদের উপস্থিতিটা আমার কাছে অসাধারণ লাগে।

খুব ভাল লাগল।
ভাল থাকেন সবসময়।

৫০| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসাধারণ হয়েছে। তবে লাস্টের লাইনগুলো অনেক বেশি ভাল, অনেক বেশি।

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১

বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ রাজশ্রী।

সবসময় আমার এখানে আসেন এটা আমার খুব ভাল লাগে।
বাল থাকনে, সাথে থাকুন।

৫১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কবিতা পড়ে ভাবি আপনি এত মধুর মধুর ভাষা খুজে পান কোথা থেকে। এত সুন্দর করে লেখা আপনার কাছে মনে হয় নস্যি।
অনেক ভাল থাকুন আর এভাবেই লিখতে থাকুন।শুভ কামনা রইল অনেক।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

বিজন রয় বলেছেন: আপনার কথা ভাল লেগেছে, কিন্তু আমি লজ্জিত। এত প্রশাংসা রাখার যোগ্যতা অর্জন করতে হবে তো!

আপনাকে শুধ ধন্যবাদ দিলে মনে আশ্ মিটবে না।
তাই আরো অনেক কিছু আপনাকে দিলাম হৃদয় থেকে।

শুভকামনা।

৫২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮

জনৈক অচম ভুত বলেছেন: গভীর... সুগভীর কথামালার নিখুঁত গাঁথুনি। কবির কাব্যপ্রতিভায় মুগ্ধতা।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

বিজন রয় বলেছেন: এত দিন কোথায় ছিলেন?
অনেক দিন দেখিনি।

কবিতা ও আমাকে যে দাম দিলেন তা কোন টাকায় কিনতে পাওয়া যাবে না।

অনেক অনেক ভাল থাকেন।

৫৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

জনৈক অচম ভুত বলেছেন: বেশ কিছুদিন ব্লগে আসা হয়নি আরকি! এই নগন্যকে মনে রেখেছেন জেনে ভাল লাগছে। :)
শুভকামনা জানবেন।

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৩

বিজন রয় বলেছেন: হা হা হা. মনে রাখার চেষ্টা করি।

অকে ধন্যবাদ আবার আসার জন্য।
ভাল থাকুন।

৫৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪

শাহারিয়ার ইমন বলেছেন:
কবিতায় যুবতীঘ্রাণ পেয়েছিল যেসব যুগল
হৃৎপিন্ডের ভিতর, যাদের দুঃখজয়ের অভিসন্ধিগুলো
জেগে উঠেছিল তীব্র আকুতি নিয়ে.।।।

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৪

বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

সাথে থাকুন,
ভাল থাকুন।

৫৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩

স্বরব্যঞ্জ বলেছেন: ভালো লাগলো । B-)

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

৫৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: যাক, অবশেষে আপনাকে কবিতায় পাওয়া গেল।

আমেরিকার নির্বাচন নিয়ে যেভাবে মেতে আছেন? ওদেশের নাগরিকত্ব পাচ্ছেন নাকি? "

-আমেরিকার প্রেসিডেন্ট, সবার প্রেসিডেন্ট; আবদুল হামিদ সাহেব কি এখনো হাসপাতালে?

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

বিজন রয় বলেছেন: আপনি দেশে আসেন।

৫৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭

ফারিহা নোভা বলেছেন: যথারীতি অসাধারন :)

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

বিজন রয় বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ।

শুভকামনা নোভা ফারিহা।

৫৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

মহা সমন্বয় বলেছেন: প্রকৃতপক্ষেঃ কবি এখানেই দায়বদ্ধ,
কবিকেই জানতে হয় অন্তরীক্ষের কথা
কবিকেই অস্তিত্বময় হতে হয় প্রেম, মৃত্যু আর ঈশ্বরে
সব বিমূর্ততা ছেড়ে কবিকেই দিতে হয় মৃত্যুর মুখে নতুন ভাষা।


অসাধারণ বলেছেন। :)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

বিজন রয় বলেছেন: এতদিন পর!! :)

খুব ভাল লাগল আপনাকে দেখে। :D

শুভকামনা। B-)

৫৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যতবার পড়ি ততবার ভাল লাগে - আর নতুন করে আবিস্কার করি কবিতার অর্থমালা, শব্দমাল আর বাক্য বিন্যাসকে ------- এত সুন্দর করে কিভাবে লিখেন কবি

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

বিজন রয় বলেছেন: আপা! এত সুন্দর করে বললেন!!
আমি আপ্লুত।

অনেক দিন পর আপনাকে দেখছি।
আপনার এই বড়বোনসুলভ আন্তরিকতা অবশ্যই মনে রাখবো।

অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৬০| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩

মো: জাকির হোসেন বলেছেন: এক কথায় অসাধারণ হইছে বস

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: ধন্যবাদ মো: জাকির হোসেন।

সাথে থাকেন, ভাল থাকেন।

শুভকামনা।

৬১| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতাটা অতিসুন্দর ।তবে কিছু কিছু অবাঞ্চিত লাইন এসেছে ,সে সব বাদদিলে পেশাদার কবিদের লেখা হবে

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

বিজন রয় বলেছেন: হা হা হা ..........

আমি তো পেশাদার না। শুধু ব্লগেই লিখি, সে জন্য অত ভাবি না।

তবে ভবিষ্যতে আপনার উপদেশ মনে রাখবো।

ধন্যবাদ ও শুভকামনা।

৬২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

জনতা-২০১৬ বলেছেন:



ফ্রয়েডের কাব্য প্রচেস্টা?

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

বিজন রয় বলেছেন: কি যে বলেন!

কোথায় ফ্রয়েড আর কোথায় বিজন।

ধন্যবাদ।
শুভকামনা।

৬৩| ১৭ ই মে, ২০১৬ রাত ৮:০৩

প্রথম কথা বলেছেন: খুব সুন্দর লিখেছেন , ভাল লাগল কবিতা।।

২১ শে মে, ২০১৬ বিকাল ৫:২৪

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৬৪| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:০৩

কালনী নদী বলেছেন: প্রকৃতপক্ষেঃ কবি এখানেই দায়বদ্ধ,
কবিকেই জানতে হয় অন্তরীক্ষের কথা
কবিকেই অস্তিত্বময় হতে হয় প্রেম, মৃত্যু আর ঈশ্বরে
সব বিমূর্ততা ছেড়ে কবিকেই দিতে হয় মৃত্যুর মুখে নতুন ভাষা।

ঠিক তাই দাদা!

৩১ শে মে, ২০১৬ রাত ১১:৪১

বিজন রয় বলেছেন: কত গভীর কথা, তাই না!!

আসলে কবিতা ব্যাপারটি অনেক সুন্দর।

৬৫| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:২৮

একজন ধ্রুপদী বলেছেন: ভাল লাগল

৩১ শে মে, ২০১৬ রাত ১১:৪১

বিজন রয় বলেছেন: প্রীত হলাম।

শুভকামনা রইল।

৬৬| ০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৫৩

রেজওয়ান তানিম বলেছেন: আপনার লেখা আগে পড়েছি বলে মনে করতে পারছি না

আপনি ভাল লেখেন, আপনার কবিতার আরও উত্তরোত্তর উন্নতি কামনা করি।

আপনার লেখা নিয়ে কোন একদিন বলব বিস্তারিত, তবে আজ নয়।

শুভকামনা

০৭ ই জুন, ২০১৬ রাত ৯:০০

বিজন রয় বলেছেন: আপনাকে পেয়ে ভাল লাগল।

কথা হবে ভবিষ্যতে।

শুভকামনা।

৬৭| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৫২

অন্যরকম আমি বলেছেন: অসাধারন

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৫২

বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

ভাল থাকুন।

৬৮| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৬

কালনী নদী বলেছেন: আবার পড়ে গেলাম প্রিয় দাদার অসাধারণ কবিতা।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: অাপনাকে নত মস্তকে নমস্কার।
আপনি অবশ্যই আমার একজন অন্যতম প্রিয় ব্লগার।

সাখে থাকুন।

৬৯| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫২

কালনী নদী বলেছেন: এটা কখনও না দাদা- বয়সে আমি আপনার অনেক ছোট তাই আমি আপনাকে নত মস্তকে নমস্কার করছি :)

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: হা হা হা ..........

আমার মনে হয় শ্রদ্ধা, সন্মান, ভক্তি প্রদর্শনের জন্য বয়স বাঁধা হয়ে দাড়াঁয় না। একজন গুনী বা সৎ মানুষকে সন্মান করবো তো সেখানে বয়সে কি আসে যায়!

আমি এভাবেই ভাবতে পছন্দ করি, আশাকরি একমত হবেন।

আবারো অকৃত্রিম শুভেচ্ছা।

৭০| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৫৩

কালনী নদী বলেছেন: আপনার সাথে দ্বিমত হবার প্রশ্নই আসে না!

১০ ই জুন, ২০১৬ রাত ১০:০০

বিজন রয় বলেছেন: ভাল লাগল একজন সমমনের সহযাত্রী পেয়ে।
সাথে থাকুন।

৭১| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৫৪

কালনী নদী বলেছেন: সত্ত্বার গভীরে শারীরিক অস্তিত্ব রেখে
কবিতার সূর্যোদয়ে পূণ্যবান
হতে চেয়েছিল যেসব মাতৃত্ব--------
কি অদ্ভূত!
সভ্যতার আদিমতায়
সেসব পঙ্কিলতায়, পরকীয়ায় আর অন্ধকারে নিমজ্জিত।
-বিজন রয়।
সালাম, আদাব কবি।

১০ ই জুন, ২০১৬ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামান।
ভাল থাকুন আজীবন।

৭২| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪২

খায়রুল আহসান বলেছেন: এই সুন্দর কবিতার উপর মন্তব্যগুলো পড়তে আবার এলাম।
আহমেদ জী এস এর মন্তব্য (২৫ নং) ভালো লেগেছে। চাঁদগাজীরটাও (৩১)।

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

বিজন রয় বলেছেন: আমি আসলে কোন মন্তব্যের ভালভাবে উত্তর করছি না। তবে একদিন করবো।

এভাবে আপনার মন্তব্য করার স্টাইলটা নতুন লাগছে।
এই যে আপনি কারণে-অকারণে, ভাবে-বৈভবে আমার সাথে থাকেন এটা যে আমার কত বড় পাওনা তা বলে বোঝাতে পারবো না। হয়তো একদিন আপনার সাথে দেখা হবে সেদিনও বলতে পারবো কিনা জানিনা।

শুভকামনা শ্রদ্ধাসম্পদেষূ।

৭৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: কবিতায় যুবতীঘ্রাণ পেয়েছিল যেসব যুগল
হৃৎপিন্ডের ভিতর, যাদের দুঃখজয়ের অভিসন্ধিগুলো
জেগে উঠেছিল তীব্র আকুতি নিয়ে--------
কি অপ্রত্যাশিত!


ক্লাশ ৭ থেকে কবিতার নেশা শুরু হয়েছিলো। অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত ছিলো। একসময় মনে হলো শব্দ নিয়ে খেলা করাটা শুধু মস্তিষ্কের প্রশান্তি আর অভিব্যাক্তি। তারপর কবিতা লেখার ইতি টানলাম। উপরোক্ত লাইন গুলি সেই অনুভূতিটাই কোদালের মতো খাবলে তুলে এনেছে কবিতায়

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: একসময় মনে হলো শব্দ নিয়ে খেলা করাটা শুধু মস্তিষ্কের প্রশান্তি আর অভিব্যাক্তি।

কথাটি যত সহজে বলেছেন তত সহজ নয়। তাহলে সভ্যতার এত আবিস্কার, এত বিষয়ের মধ্যে এতদিন কবিতা হারিয়ে যেত। অথচ এখানো মানুষ কবিতা পড়ে, কবিতা খোঁজে সমান তালে।

কবিতা বা সমগ্র সাহিত্য হলো মানব জীবনের, মানব মনের সবচেয়ে প্রকৃত ও নিকটতম দর্পণ।
এই জন্য এসবের আবেদন মানুষের কাছে চিরদিন থেকে যাবে।

ধন্যবাদ।

৭৪| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩১

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাটি আমার কাছে জটিল মনে হলেও মনে ধরেছে!

কবিদের যে অনেক ব্যাথা, অনেক যাতনা কবিতার অবয়বে তাই দেখলাম!

শুভকামনা কবি!

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮

বিজন রয় বলেছেন: আপনি আমার এখানে নিয়মিত আসছেন এটা আমাকে ধন্য করছে।

কবিতার অবয়বে কবির হৃদয় ছোঁয়া অনেক বড় ব্যাপার, আপনি সেটা করতে পেরেছেন।

আপনাকে আবারো অনেক অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.