নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নঘোরের কুহেলিকা জালে
ধরা পড়েছে ঘাইহরিণীর দল,
ধূমল বাতাসে উড়ে যায় হরিয়াল
হলুদ হয় প্রান্তরের ঘাস
স্বর ভাঙা পাখিদের কােরাসে।
শৃগালের রথে চড়ে যে পথ
মাড়িয়ে যায় বিদীর্ণ শামুক
সে পথের কােন ভবিষ্যৎ নেই,
সে পথে নিমফুলের বিষফোঁড়ায়
অট্টহাসি হাসে নন্দীভৃঙ্গীর দল।
হিজল বনের ধারে, শাপলা ঝিলের পাড়ে
ডাহুক ডাকা ভােরে...................
বি দ্রঃ কবিতাটি সম্পূর্ণ পোস্ট করা হয়নি।
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪১
বিজন রয় বলেছেন: সে কি! ঘাইহরিণ তো হরিণের একটি প্রজাতি। যদিও শব্দটি বা নামটি কম ব্যবহার হয়।
শব্দের ভিতরে যে মনিরত্ন থাকে সেগুলোকে খুঁজে বের করা খুব কঠিন। তারপরও চেষ্টা করি শব্দকে ছাপিয়ে যাওয়ার জন্য।
আপনার স্নিগ্ধতার পরশ আমি রেখে দিলাম মরমে।
কাল্পনিক_ভালোবাসা।
২| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:২০
অদৃশ্য বলেছেন:
ছবিটাতো দারুন... আর লিখাটি ভালো লেগেছে...
শুভকামনা...
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: হলুদ
স্বরভাঙা
বিদীর্ণ
বিষফোঁড়া
নন্দীভৃঙ্গী
এগুলোকে দৃষ্টি রাখতে বলছি।
আমার লেখা পড়ে আপনার আরো মতামত জানতে চাই।
আপনি অনেক বিজ্ঞ কবি।
ধন্যবাদ।
৩| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৫
সাহসী সন্তান বলেছেন: আপনি কবিতা খুব ভাল লেখেন! এই কবিতাটাও বেশ ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৫
বিজন রয় বলেছেন: ব্লগে আপনি খুব পরিশ্রম করেন, সেজন্য আপনাকে ভাল লাগে। আপনার মন্তব্যগুলোও হয় অনেক যুক্তিপূর্ণ আর হৃদয়গ্রাহী।
সব মিলিয়ে আপনাকে সবসময়ের শুভকামনা।
আর এই কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি কবিতা ভাল লিখি কিনা জানিনা, তবে ব্লগে অনেকেই আপনার মতো এসে কথা বলে যায়।
সেটাই আমার অনেক পাওয়া।
৪| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হিজল বনের ধারে, শাপলা ঝিলের পাড়ে
ডাহুক ডাকা ভােরে...................[/sb
আহা, বিজয় বাবু। পড়েই প্রাণটা জুড়িয়ে গেল!!
চমৎকার! +++
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:০২
বিজন রয় বলেছেন: কবিতাটি সম্পূর্ণ পোস্ট করা হয়নি সেটা আগেই বলে দিয়েছি। তারপরও আপনার ভাল লেগেছে দেখে খুশি হলাম।
যদি একটু খেয়াল করতেন, আমার নাম বিজন হবে।
অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪০
কল্লোল পথিক বলেছেন: শৃগালের রথে চড়ে যে পথ
মাড়িয়ে যায় বিদীর্ণ শামুক
সে পথের কােন ভবিষ্যৎ নেই,
সে পথে নিমফুলের বিষফোঁড়ায়
অট্টহাসি হাসে নন্দীভৃঙ্গীর দল।
বাহ!চমৎকার কবিতা।
প্রাণ জুড়িয়া গেল।
১৪ ই জুন, ২০১৬ রাত ৮:৪৪
বিজন রয় বলেছেন: নন্দভৃঙ্গী হলেন নাকি? তাহলে তো নিমফুলের বিষফোঁড়াতে ভুগতে হবে।
হা হা হা .............
আরে না না, তবে ভবিষ্যতে কিন্তু ছাড় দেব না।
৬| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই তো লাগছিলো! তা সম্পূর্ণ পোস্ট করেননি কেন, বিজন বাবু?
১৪ ই জুন, ২০১৬ রাত ৮:৫৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
সুখে থাকুন।
৭| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৭
শায়মা বলেছেন: যদিও দুঃস্বপ্ন টাইপ কবিতা মনে হলো তবুও অনেক অনেক সুন্দর ভাইয়ামনি!!!!!!!!!!
১৪ ই জুন, ২০১৬ রাত ৮:৫৯
বিজন রয় বলেছেন: শায়মা আপা.............
কবিতার শিরোণামেই কবিতার মূল ভাবার্থ বলে দেয়া আছে। আমি সবসময় চেষ্টা করি নামকরনের সাথে মুল লেখার স্বার্থকতা বজায় রাখতে।
স্বরভাঙা কিংবা বিপন্ন............. হলুদ, বিদীর্ণ কিংবা বিষফোঁড়া।
অনেক দিন পর আপনাকে পেলাম। মানে "আমি ইহাকে পেলাম"
৮| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি সম্পূর্ণ পোস্ট করা হয়নি কেন? বাকীটা কবে করবেন?
ধূমল শব্দেটির মানে জানিনা, তাই অনুমানের উপর অনুধাবনের চেষ্টা করছি। তবে, তিনটে জায়গায় কবিতা ভীষণ কাব্যিক হয়েছে। কথার মোলায়েম পরশে অভিভূত হয়েছিঃ
১। হলুদ হয় প্রান্তরের ঘাস
স্বর ভাঙা পাখিদের কােরাসে
২। শৃগালের রথে চড়ে যে পথ
মাড়িয়ে যায় বিদীর্ণ শামুক
সে পথের কােন ভবিষ্যৎ নেই
কবিতা শুরুর পংক্তি দুটোও খুব সুন্দর হয়েছে। (তাহলে আর বাদ থাকলো কী? )
৩। হিজল বনের ধারে, শাপলা ঝিলের পাড়ে
ডাহুক ডাকা ভােরে........
১৪ ই জুন, ২০১৬ রাত ৯:৫৬
বিজন রয় বলেছেন: পরম শ্রদ্ধেয়, প্রথমেই স্বাগতম জানিয়ে রাখছি।
কবিতার বাকীটা মনে হয় আর পোস্ট দিব না। কারণটা না হয় অজানাই থাক।
ধূমল............
অমল..........অ......মল বাতাস
ধূমল......... ধূ.........মল বাতাস
এবার বুঝতে পেরেছেন নিশ্চয়ই।
কবিতা মানে তো কাব্য, তাই কবিতা যদি কাব্যিক না হয় তো কবিতার স্বার্থকতা কোথায়!!!
আমি চেষ্টা করি বা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, বাকীটা আপনাদের মহানুভবতা। ছোট্ট এই কবিতার কথাগুলো যে আপনাকে একটি সুন্দর পরশ দিতে পেরেছে, সেটাতেই আমি সুখবোধ করছি।
আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি।
ভাল থাকুন, সজীব থাকুন সবসময়।
৯| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা শুরুর পংক্তি দুটোও খুব সুন্দর হয়েছে। (তাহলে আর বাদ থাকলো কী? ) - এ কথাটা আমার উপরের মন্তব্যের (৮ নং) ৩ এর পরে পড়তে হবে। ভুলে মাঝখানে ঢুকে গেছে। ভুলে মানে ইঁদুরটা খুব দ্রুত কাজ করে, সে কারণে।
১৪ ই জুন, ২০১৬ রাত ৯:৫৮
বিজন রয় বলেছেন: আমি বুঝতে পেরেছি।
ইঁদুরটা মাঝে মাঝে বড়ই দুষ্টামি করে।
হা হা হা হা ................
অনেক শুভকামনা আবারো।
১০| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৯
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
বিজন পথে পথে পড়ে রয়
অসম্পূর্ণ এই কবিতাখানি
ছোঁয়াহীন ।
ভাটফুল গাছের আড়ালে
ঘাইহরিণ ডেকে যায় শুধু
বন্ধু বিহীন ........।
অসাধারন কবিতা । কস্তুরী ঘ্রানে ছয়লাব ।
(ঘাইহরিণী সম্ভবত স্ত্রী প্রজাতি )
১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৪৬
বিজন রয় বলেছেন: রিক্ত হওয়ার চেয়ে বন্ধুহীন থাকা ভাল নয় কি?
এই ছোট্ট অসমাপ্ত কবিতাকে অসাধারণ না বলাই শ্রেয়। কস্তুরী বলেন আর লোধ্ররেণূ বলেন সৌন্দর্যের কোন কমতি নেই কারো।
ঘাইহরিণী অবশ্যই স্ত্রী। মায়াবিনী। হদয়-মন বিহারিনী।
ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন।
১১| ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১২
ডঃ এম এ আলী বলেছেন: দাদা কি রেগে আছে এখনো ? নেট স্লোতে আমিও ভোগছি সমতালে ।
শৃগালের রথে চড়ে যে পথ
মাড়িয়ে যায় বিদীর্ণ শামুক
সে পথের কােন ভবিষ্যৎ নেই,
সে পথে নিমফুলের বিষফোঁড়ায়
অট্টহাসি হাসে নন্দীভৃঙ্গীর দল।
দাদার মুখের গম্ভীরা হাসি দেখতে চাই ।
বাকি টুকু দেখার অপেক্ষায় রইলাম ।
শুভেচ্ছা রইল ।
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:১৩
বিজন রয় বলেছেন: রাগ দেখানোর চেয়ে এড়িয়ে চলা ভাল। গম্ভীর হাসি মেঘেদের দলে ভেসে যাক।
বাকী টুকু দিতে চাই না, এখানে বড্ড কবিতা চুরি হয়।
তাই যে পথের কোন ভবিষ্যৎ নেই সেখানে যেতে চাই না, আপনিও যাবেন না।
আর কখনো নন্দীভৃঙ্গীদের মতো হতে চাই না।
সকালীয় শুভেচ্ছা। শুভকামনা।
১২| ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতার শব্দচয়ন অসাধারণ। কবিতাটি সম্পূর্ণ পোস্ট করা হয়নি বলেছেন। কেন?
ধন্যবাদ ভাই বিজন রয়।
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:১৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্যের জন্য।
কবিতার অসমাপ্ত রূপটুকু অজানাই থাক।
কিছু কিছু রেশ অনেকদিন থেকে যায়।
আপনি ভাল থাকুন আবুহেনা ভাই। আপনার আরো একটি আকর্ষণীয় গল্পের অপেক্ষায়।
১৩| ১৪ ই জুন, ২০১৬ রাত ৮:৫৮
সুমন কর বলেছেন: সম্পূর্ণ মন্তব্য করবো নাকি অসম্পূর্ণ ...........
অসুন্দর হয়নি। ভালো লাগা রইলো।
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:২০
বিজন রয় বলেছেন: সুমনদা, মন্তব্যের সম্পূর্ণ রূপ কতটুকু সেটা আগে বলুন!!!
হা হা হা হা ..........
আপনি হিউমারিস্ট বটে!!
আপনার ভাল লাগায় সিক্ত হলাম।
১৪| ১৪ ই জুন, ২০১৬ রাত ৯:০৯
বিলিয়ার রহমান বলেছেন: খুব খুবই ভালো লিখেছন, একদিন নাতিনাতনীরা পাঠ্য বইয়ে আপনার কবিতা পড়বে আশারাখি।
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:২৭
বিজন রয় বলেছেন: আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব!! এখন মনে হচ্ছে শিক্ষক হলে ভালই করতাম।
আমাদের এই বিস্ময় আর শূন্যতা পরিব্যপ্ত জীবনে সব কিছু আকস্মিক ঘটে এমন নয়, তাই মাঝে মাঝে আপনি যা বলেছেন অমন কথা শুনতে পেলে জীবনের অর্থ খুঁজতে আগ্রহ হয়।
আপনাকে অবশ্যই মনে রাখবো।
কোন দিন সুযোগ পেলে আপনার এই ঋণ সুধিয়ে দিব।
ভাল থাকুন নিরন্তর।
১৫| ১৪ ই জুন, ২০১৬ রাত ৯:২০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতা ভালো লেগেছে। কিন্তু পুরা অর্থ আমি বুঝতে পারিনি। তিনবার পড়েছি।
ধন্যবাদ।
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৩১
বিজন রয় বলেছেন: যদি ভাল লেগে থাকে তো অর্থ বোঝার দরকার কি!! অবশ্য আপনি তো কবি মানুষ, সব কিছুর মানে দরকার।
প্রকৃতির মাঝে বিপন্ন বা বিবর্ণ জীবনের কথা এই কবিতায় বলা হয়েছে।
আপনি আলোচনা করলে কথা দীর্ঘ হতে পারে।
ধন্যবাদ ও শুভকামনা।
১৬| ১৪ ই জুন, ২০১৬ রাত ৯:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতা ভাল লেগেছে । বেশ বন্য বন্য ঘ্রাণ পেলাম যেন !
( পুরোটা শেষ করেই পোস্ট দিতে পারতেন )
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: অবশ্যই বন্যতা আছে। বিপন্ন জীবনের বন্যতা।
ঘাইহরিণী, হরিয়াল, শৃগাল এরা বন্যতারই রূপকার।
কবিতা খুব চুরি হয় এখানে।
১৭| ১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৩৮
মনিরা সুলতানা বলেছেন: হিজল বনের ধারে, শাপলা ঝিলের পাড়ে
ডাহুক ডাকা ভােরে..
তারপর তারপর ... ?
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৮
বিজন রয় বলেছেন: তারপর? তারপর................
শীত শেষের চৈত্রদিন, সোনালি রোদ্দুর, বাতাসের উদাসীন সুর, উড়ন্ত খরকুটো, হাজারো রাত্রির অব্যক্ত কথা, আর সব শেষে লাল পেড়ে শাড়িতে আমাদের মনিরা সুলতানা!!!
হা হা হা ...........
অনেক ধন্যবাদ, মনিরা আপা, আমার প্রতি পোস্টে আপনি থাকেন।
এটা আমার অনেক ভাললাগা।
১৮| ১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৪১
কালনী নদী বলেছেন: শৃগালের রথে চড়ে যে পথ
মাড়িয়ে যায় বিদীর্ণ শামুক
সে পথের কােন ভবিষ্যৎ নেই,
সে পথে নিমফুলের বিষফোঁড়ায়
অট্টহাসি হাসে নন্দীভৃঙ্গীর দল।
স্নিগ্ধতার পরস দিয়ে অসম্পূর্ন রাখলেন- বাকিটার অপেক্ষায় রইলাম প্রিয় দাদা।
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: বাকীটা আর নাইবা পেলাম, বাকীটা আর নাইবা দেখলাম।
এভাবে অপূর্ণ থেকে নাহয় চলেই গেলাম।
তবুও সময় বয়ে চলুক আনন্দধারায়।
হৃদমাঝার থেকে আপনাকে শুভকামনা।
সিলেটে আসলে দেখা হবে।
১৯| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:১৪
ইমরান আল হাদী বলেছেন: "শৃগালের রথে চড়ে যে পথ
মাড়িয়ে যায় বিদীর্ণ শামুক
সে পথের কােন ভবিষ্যৎ নেই"
দারুন ভাললাগা... সম্পূর্ণ কবিতাটি চাই খুব তারাতারি।
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৬
বিজন রয় বলেছেন: সে পথের কােন ভবিষ্যৎ নেই, সেখানে বাকীটা এনে লাভ কি!!!
তার চেয়ে এই ভাল, এভাবেই ভাললাগা ভাল।
অনেক ধন্যবাদ প্রিয় হাদীকে।
সাথে থাকুন।
২০| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:২৮
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
হরিণ এর স্ত্রী লিঙ্গ যদ্দুর জানি " ঘাই " নামেও ডাকা হয় । তাই ওটা ঘাইহরিণ হবে । গাইহরিণ থেকে ঘাইহরিণ ।
রাতের শুভেচ্ছা ।
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৯
বিজন রয় বলেছেন: হ্যাঁ, অবশ্যই।
ঘাইহরিণ থেকে ঘাইহরিণী বলেছি। যেমন হতে পারে হরিণ থেকে হরিণী।
আর ঘাইহরিণের লেজটা একটু বেশি লম্বা হয়ে থাকে।
আবার এসে ঘাই দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।
২১| ১৫ ই জুন, ২০১৬ রাত ১:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: কতটুকু বুঝেছি জানি না, তবে পড়তে ভাল লাগছিল
১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৫২
বিজন রয় বলেছেন: বাকিটা শেষ করলে মনে হয় ভাল হতো। কারো তৃপ্তি মেটেনি এতটুকু পড়ে।
অনেক ধন্যবাদ আরণ্যক কষ্টকরে আমার এখানে আসার জন্য।
ভাল থাকেন।
২২| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:১৮
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগল ।
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম।
কবিতা ভাললাগায় ধন্য হলাম।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
২৩| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:২০
জুন বলেছেন: কবিতার ভাষা আর অর্থ দুটোই মনকে স্পর্শ করে গেল বিজন রয়।
অনেক অনেক ভালোলাগা জানবেন।
+
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
বিজন রয় বলেছেন: আপনার মায়াভরা স্পর্শের মন্তব্যখানিতে হৃদয় ভরে উঠল।
আপনি অনেক অনেক ভাল থাকেন।
জুন আপা।
২৪| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৫
মনিরা সুলতানা বলেছেন: আহা কি মনে করায়ে দিলেন....
লাল পেড়ে শাড়ি, চোখে কাজল, পায়ে আলতা, কানে ঝুমকো, কপালে লাল টিপ, হাত ভর্তি রেশমি চুড়ি আর খোপায় বেলীর সুবাস !!
রয় লেখা সত্যিই ভালো হয়েছে
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ মনিরা আপা।
লাল পেড়ে শাড়ি, চোখে কাজল, পায়ে আলতা, কানে ঝুমকো, কপালে লাল টিপ, হাত ভর্তি রেশমি চুড়ি আর খোপায় বেলীর সুবাস। এসব তো আজকাল উঠেই গেল বলে। দখল হয়ে যাচ্ছে নকণ পণ্যতে।
শুভকামনা আবারো।
২৫| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৫
আলোরিকা বলেছেন: প্রশ্ন :
' হিজল বনের ধারে, শাপলা ঝিলের পাড়ে
ডাহুক ডাকা ভােরে................... ' শূন্যস্থান পূরণ কর ।
উত্তর :
আবার জন্ম নেয় ঘাইহরিণীর দল
আরেকবার কুহকজালে ধরা পড়বে বলে !!!! ------- একটু মজা করতে ইচ্ছে হল আর কি
কবিতা অনেক সুন্দর হয়েছে কবি! মনে হচ্ছে নতুন করে জীবনানন্দ পড়ছি আবার । অনেক অনেক শুভ কামনা । ভাল থাকুন
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
বিজন রয় বলেছেন: হা হা হা হা ................
প্রশ্ন এবং উত্তর দুটোই তো দিয়েছেন, তো আমার আর কি বলার আছে।
আপনি বলেছেন একটু মজা, আমি বলবো না মজা না, যে দুটি লাইন দিয়ে শুন্যস্থান পূরণ করেছেন তাকে অবহেলা করি কি করে!!
আবার জন্ম নেয় ঘাইহরিণীর দল
আরেকবার কুহকজালে ধরা পড়বে বলে !!!!
আমি মুগ্ধ।
আপনার মন্তব্য করার সামগ্রিক উপস্থাপনা অনেক ঝলমলে হয়েছে, এটা আমার ব্লকবাড়িকে নন্দিত আলোকে দীপ্তিময় করেছে।
অনেক শুভকামনা আলোরিকা।
২৬| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৩
মোস্তফা সোহেল বলেছেন: সবটা দিলেন না কেন?
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
বিজন রয় বলেছেন: কেন যেন দিতে ইচেছ করেনি। মন নিষেধ করল, তাতেই সাড়া দিলাম।
হয়তো আপনাদেরকে অতৃপ্ত রাখা।
হা হা হা ............
আপনার উপস্থিতিতে ধন্য হলাম।
২৭| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:০১
কথাকথিকেথিকথন বলেছেন: চুরি হওয়ার ভয়ে লেখালেখি কী আর লুকিয়ে রাখা যায় কিংবা বাদ দিয়ে দেয়া যায় ! অন্য কিছু না হয় তালা মেরে সিন্দুকে রাখা যায় ! লেখা তো যেমন লেখকের সম্পদ তেমনি পাঠকেরও সম্পদ । তাই এখনকার যুগে এইটুকু স্যাক্রিফাইজ করেই লিখে যাওয়া উচিত- প্রশংসাও কুড়াবে, লেখা চুরিও হবে !
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
বিজন রয় বলেছেন: তাই এখনকার যুগে এইটুকু স্যাক্রিফাইজ করেই লিখে যাওয়া উচিত- প্রশংসাও কুড়াবে, লেখা চুরিও হবে !
আমিও তো তাই চাই, কিন্তু গত কয়েকদিনে কেন যেন ওই ভাবনাটি মনে জুড়ে বসেছে। এই ব্লগেই লেখা চুরি নিয়ে কার পোস্টে বরং আপনার মতোই বলেছিলাম যে, লেখা চুরি হোক তবুও লেখা পোস্ট করুন, লিখুন, চোরেরা আর কত চুরি করবে।
আপনারা এভাবে বললে, অামিও ওই চিন্তা ঝেড়ে ফেলবো।
ধন্যবাদ প্রিয় কথা............
২৮| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২৫
মুচি বলেছেন: দাদা, বাকি অংশ পাব কবে?
১৫ ই জুন, ২০১৬ রাত ৮:০০
বিজন রয় বলেছেন: চিন্তা করছি, আদৌ দিব কিনা।
আচ্ছা, আসুন এই পোস্টে আমরা সবাই অতৃপ্ত থাকি।
হা হা হা ...............
ধন্যবাদ, শুভকামনা।
২৯| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৬
অদৃশ্য বলেছেন:
এমনিতে আমি কিন্তু কারও কবিতা নিয়ে বিশেষ কিছু বলিনা তেমন... কেননা একটি কবিতার অনেকগুলো দুয়ার থাকে আর আমি নিশ্চয় কোন এক দুয়ারের সামনে দাড়িয়ে ভাবছি তাই চুপ থাকাটায় শ্রেয় অন্য দুয়ারগুলোর অবস্থান ও সম্মুখ গন্তব্য অনুমান না করা পর্যন্ত, এটা এই ক্ষেত্রে যে যদি আমি কারও বা কোন কবিতাকে বিশ্লেষন করে কিছু লিখতে চাই...
প্রত্যেকটি জিনিসেরই আলাদা স্বাদ আছে... আমি স্বাদটুকু কিভাবে নিব সেটাই কথা... আপনার লিখাটিকে আমার অসুম্পূর্ণ মনে হয়েছিলো, আবার ভাবলাম এভাবেওতো শেষ না করেও শেষ করাই যায়... যেখানে পাঠক নিজের মতো কিছু অনুমান করে নেবে অথবা লেখক নিজেই পরবর্তী সময়ে সেখানটা নিয়ে ভাবনায় বসবেন...
বাড়তি কথা বললে এভাবে বলা যায় যে '' স্বপ্নঘোর থেকে কোরাস পর্যন্ত আপনি আরও কিছুটা ভাবতে পারেন '' আমার মনে হয়েছে সেখানে সুরটা কোথাও কেটে যাচ্ছে... আমি জানিনা আপনার বা অন্যের অনুভূতি... আপনি ওই অংশটুকু বারবার পাঠ করুন এবং দেখুন প্রবাহটি ঠিকঠাক যাচ্ছে কিনা...
আর বলতেই হচ্ছে যে এই লিখাটিতে কিছু চমৎকার শব্দের ব্যাবহার করেছেন আপনি... যেমন ''ঘাইহরিণী'' '' নন্দীভৃঙ্গী ''... কবিতায় ''ঘাইহরিণী'' কে প্রথম ব্যাবহার করেছিলেন ''সম্ভবত'' জীবনানন্দ... আর নন্দীভৃঙ্গীর মানেটা আজই জানলাম... এগুলো চমৎকার...
অবশ্য আপনার জবাব দেখে ভেবেছিলাম এখানে নয় পরে কখনো আপনার কোন লিখাতে কিছু বাড়তি কথা বলা যাবে... তারপরেও অনেককিছুই লিখে ফেললাম... আপনাকে আমি বলে রাখছি আমি কিন্তু ভালো সমালোচক বা বিশ্লেষক নই... একটি লিখা পাঠের পর লিখাটিকে নিয়ে আমার ভাবনা ও অনুভূতির সংমিশ্রণেই মূলত আমি বাড়তি কথা বলে থাকি... ফলে অনেক কিছুই ভুল হতে পারে... কোন মন্তব্যে কাউকে আঘাত করা আমার অভ্যাস নয়... যে কোন ভুলের জন্য ক্ষমাপ্রার্থি...
শুভকামনা...
১৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৪
বিজন রয় বলেছেন: অদৃশ্য ভাই, কবিতা কেমন হলো তারচেয়ে বড় কথা আপনি অনেক সময় নিয়ে কষ্টকরে আমার এখানে মন্তব্য করেছেন। আমি মুগ্ধ হলাম আর বোকা বনে গেলাম। আমি আসলে বেশি কথা বলতে পারি না।
আপনি অনেক পুরানো ব্লগার, সম্ভবত মাঝে অনেক দিন অনিয়মিত ছিলেন. আপনি কবিতা লিখেন জানি, আপনার কিছু লেখা আমি পড়েছি, সেজন্য আপনার কছে জানতে চেয়েছিলাম এই কবিতা সম্পর্কে। আপনি যেভাবে বিচক্ষণতার সাথে কথা বলেছেন তাতে আমার কোন কথা আসছে না। অনেক তৃপ্ত আমি।
শুধু বলি আপনাদের মতো পুরাতন আর কোমল হৃদয়ের ব্লগারদের বা মানুষদের আমার খুব দরকার আছে।
আশাকরি সামনের দিনগুলোতে এভাবেই সাথে থাকবেন।
ব্লগে নিয়মিত থাকুন এই কামনাই করি।
শুভকামনা সহস্র।
৩০| ১৫ ই জুন, ২০১৬ রাত ৮:২৮
মুচি বলেছেন: কিযে বলেন দাদা....... অতৃপ্তির দুনিয়ায় এ যে বোঝার উপর শাকের আঁটি বানিয়ে ফেললেন।
১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
বিজন রয় বলেছেন: আরে না না।
কোন ব্যাপার না।
পরের কবিতায় তৃপ্তি মিটিয়ে দিব।
শুভকামনা।
৩১| ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৫৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: Awesome!মিস্টিরিয়াস! কবিতায় অনেকগুলো রুপকের ব্যবহার করেছেন।খুব খুব ভালো লাগলো কবি আপনার ঘোষণা দিয়ে অসমাপ্ত রাখা কবিতা। যদিও মনে হলো কিছুই অবশিষ্ট রাখেননি মিস্টিরি ছাড়া। ভালো থাকুন। লিখে চলুন সতত।
১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
বিজন রয় বলেছেন: আপনার আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ মন্তব্য আমার হৃদয়ে গেঁথে গেল।
আপনি ভাল থাকেন সবসময় এই শুভকামনা রইল।
৩২| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৯
নীলপরি বলেছেন: সুরেলা কবিতা । খুবই ভালো লাগলো । ++
১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
বিজন রয় বলেছেন: কবিতা হলো স্বরভাঙা। আপনি সুর পেলেন কোথায়?
হা হা হা .............
আপনাকে ধন্যবাদ নীলপরি।
৩৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
কবিতা এখনো জন্ম নেয়নি পুরোপুরি, এতেই পাঠকদের ভীড়; কবিতা যেদিন জন্ম নিবে, সেদিন কি হবে?
১৮ ই জুন, ২০১৬ রাত ৮:১৯
বিজন রয় বলেছেন: আমি তো আপনার মতো জনপ্রিয় বা বিখ্যাত নই। তবুও দুই একজন আসে আমার এখানে, এতেই আমি খুশি।
হা হা হা
কবিতা আমার ভালই লাগে।
৩৪| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২৮
অপরিচিত সেই আমি বলেছেন: খুব ভাল লাগলো কবিতাটি!
১৮ ই জুন, ২০১৬ রাত ৮:৩৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য।
আপনি নতুন, তাই আমার ব্লগে সুস্বাগতম।
আবার কথা হবে।
শুভকামনা।
৩৫| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা! ... হিজল বন আর শাপলা ঝিলগুলো খুব মিস্ করি... এখনও সেখানে পাওয়া যায়?
সম্পূর্ণ কবিতা কেন আসলো না, সেটি সহমর্মিতার সাথে বুঝার চেষ্টা করছি... কবিকে শুভেচ্ছা
১৮ ই জুন, ২০১৬ রাত ৯:০০
বিজন রয় বলেছেন: আপনি কোমন আছেন বলুন তো? আজকাল ব্লগে কম দেখা যায়।
বাংলাদেশের গাঁ-গ্রাম এখনো পাগল করে।
বিশেষ করে কবিদের।
হা হা হা
শুভেচ্ছা মইনুল ভাই।
৩৬| ১৮ ই জুন, ২০১৬ রাত ৯:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো আছি ভাই (কী আন্তরিক জিজ্ঞাসা!)
সবই আগের মতো। ব্যস্ততাও আগেরই মতো।
ব্লগে প্রবেশ করার সুযোগ পাইনি এত দিন।
১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:২৪
বিজন রয় বলেছেন: হা হা হা ..............
তাহলে সবই আগের মতো কিভাবে হলো? আগে তো ব্লগে অনেক পেতাম আপনাকে।
কদিন পরে তো আরো ব্যস্ত হয়ে পড়বেন।
যাকগে, শত ব্যস্তার মাঝেও আপনাকে ব্লগে চাই।
বুঝেছেন তো?????
৩৭| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: স্নিগ্ধকর কবিতা। পড়েই মনে ভাল লাগা কাজ করছে।
১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:২৬
বিজন রয় বলেছেন: আপনার স্নিগ্ধতার পরশে ধন্য হলাম। কবিতা ভাললাগায় কৃতজ্ঞ।
আপনাকে নিয়মিত চাই ব্লগে।
শুভকামনা।
৩৮| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৪০
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনবদ্য....!
খুব মুগ্ধ করেছে কবিতাটি । শব্দের প্রয়োগ, থিম, সবই প্রশংসনীয় । সম্পূর্ণ থিম আয়ত্ত করার জন্য প্রয়োজন কবিতার বাকি অংশ ।। আপনার লিখা আর কারো পোষ্টে মন্তব্য করা সবই অসাধারন লাগে আমার কাছে।
কবিতার বাকি অংশ পড়ার অপেক্ষায় রইলাম। এগিয়ে যান, শুভ কামনা।
১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৮
বিজন রয় বলেছেন: প্রিয় হাফেজ আহমেদ,
আপনার হৃদ্যতাপূর্ণ ব্যবহার আর অভিব্যক্তি আমার অনেক ভাল লাগে।
আপনার লিখা আর কারো পোষ্টে মন্তব্য করা সবই অসাধারন লাগে আমার কাছে।
আপনাকে বলি, কিছুদিন পর মন্তব্যে, প্রতিমন্তব্যে, প্রতিউত্তরে আমি যখন আরো বেশি সময় দিব তখন আরো বেশি ভাল লাগবে বলে আশারাখি।
ততদিন সাথে থাকেন।
শুভকামনা।
৩৯| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আশাকরি সাথে আছি থাকব ১০০ বার থাকব। ততদিন থাকব, যতদিন প্রান থাকে, প্রিয় সামু থাকে, আপনি থাকেন আর ব্লক না থাকলে। শুভ কামনা। আমরা সবাই ভাই ভাই, এক সাথে লিখি আর একসাথে গাই।
১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
বিজন রয় বলেছেন: এই তো। এভাবেই চাই।
তাহলে কোন কিছুই আমাদের হারাতে পারবে না।
অজস্র ধন্যবাদ।
৪০| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:২২
আমার কোন নাম নাই বলেছেন:
কবিতাটা আমার বেশ মনে ধরেছে । সম্পন্ন করুন দাদা । বাকীটুকু পড়ব -এই আশায় রইলাম ।
সুহৃদ দাদা ,আমি শরতের ছবি ।আমাকে ভুলে গেছেন নিশ্চয় । অনেক দিন সেই ব্লগ থেকে লিখি না । আমার ব্লগে ঢুকতেই পারছি না । সামু তে এমেইল করেছি ,তাদের নির্দেশনামত কাজ করেছি কিন্তু লাভ হয় নি । শেষ মেষ নতুন নামে রেজিস্ট্রি করলাম । যেহেতু আমার আসল নাম টা হারিয়ে গেল তাই অভিমান করে এই নামটি ধারণ করেছি । আপনাকে তাই না জানিয়ে পারলাম না ।
১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
বিজন রয় বলেছেন: আপনি শরতের ছবি!!
আমার মনে আছে আপনাকে। ভুলিনি। আসলে সবসময় তো সবার কাছে যাওয়া সম্ভব হয় না।
ঠিক আছে নতুন নিকেই ব্লগিং চলুক।
৪১| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৬
শাহেদ খান বলেছেন: বুনোপথে ডাহুক-ডাকা ভোরে নিমফুল-হিজলের গন্ধে হারিয়ে যাওয়ার একটা আবেশ তৈরি করে দিলেন, কবি!
শুধু একটা লাইনে থমকে গিয়েছিলাম একটু: "সে পথের কােন ভবিষ্যৎ নেই"
নিজের মত ভেবে নিলাম, হয়তো সে পথের কােন অতীত-ও নেই। অনাদি-অনন্ত'তায় আবিষ্ট!
অনেক ভাল লাগা!
২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৪
বিজন রয় বলেছেন: এই জন্য ব্লগে আপনাদের দরকার।
কি সুন্দর করে কবিতার মর্মার্থ করে দিলেন। অভিজ্ঞরাই তো এমন পারেন। আর আপনি তো গুনী ব্লগার।
বুনোপথে ডাহুক-ডাকা ভোরে নিমফুল-হিজলের গন্ধে হারিয়ে যাওয়ার একটা আবেশ তৈরি করে দিলেন,
চমৎকার।
ভাল থাকুন।
৪২| ২১ শে জুন, ২০১৬ সকাল ৯:০০
ডঃ এম এ আলী বলেছেন: দাদা প্রতি উত্তরের কথা গুলি রেখেছি মনে পালিত হবে যথাসময়ে । এখন এসেছিলাম তারপর দেখার জন্য এসে দেখি তারপর তারপরই রয়ে গেল কি আর করা তারপরেই এসে আবার তারপরটুকু দেখে যাব ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
২১ শে জুন, ২০১৬ দুপুর ২:০৫
বিজন রয় বলেছেন: তারপর?
তারপর?
তারপর?
আসছে.............
৪৩| ২১ শে জুন, ২০১৬ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সম্পূর্ণটা না কেনো
তবে অনেক সুন্দর হয়েছে ।
২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: সম্পূর্ণটা না কেনো............
হা হা হা .......
স্বরভাঙা পাখির স্বর শুনেছি, কিন্তু সেই স্বরের মর্মকথা বুঝিনি, তাই হয়তো সম্পূর্ণ না।
হয়তো অনেক বেশি বিহ্বলতার সুর ছিল!!
কি জানি কি!!
৪৪| ২১ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৭
প্রথমকথা বলেছেন: খুব ভাল কবিতা হওয়ার পথে কারণ কবিতা অসম্পূর্ণ তাই।
২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: অতৃপ্তির মাঝেই তৃপ্তি খুঁজেছেন। অল্পতেই তুষ্ট।
ধ্বন্যি মেয়ে প্রথমকথা।
ভাল থাকা হোক।
৪৫| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
উদাসী স্বপ্ন বলেছেন: হিজল বনের ধারে, শাপলা ঝিলের পাড়ে
ডাহুক ডাকা ভােরে...................
ছোটবেলায় পড়া কিছু শব্দ মনের মাঝে আটকে গেলো। আপনি তো আমাকে নস্টালজিক করে দিলেন ভাই! হিজল বন কি দেশে আছে এখন? অথবা শাপলা ঝিল? ঝিলটুলিতে একটা পুকুর দেকেছিলাম ছোটবেলায় সাবস্টেশনের পাশে, ওখানে প্রচুর শাপলা হতো। সবাই গোসল করতো। সে তো আজ হতে ১৮ বছর আগের কথা। এখনও কি ফুটে কিনা জানিনা!
২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
বিজন রয় বলেছেন: দেশে চলে আসেন। হয়তো আসতে পারবেন না জীবিকার জন্য।
হ্যাঁ, এখনো অনেক এলাকায় ওসব আছে, দেখা যায়।
মন ভরে ওঠে। সে এক অন্য রকম অনুভূতি।
একদিন একটি ছবি পোস্ট দিতে হবে।
অনেক দিন পর আসলেন, তাই একটি স্পেশাল ধন্যবাদ।
৪৬| ২১ শে জুন, ২০১৬ রাত ৮:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিপাট মুনশিয়ানায় কবিতায় বেশ কিছু রূপকের ব্যবহার ঘটেছে ! চমৎকার ! চমৎকার কবি !!
হোক বাকিটাও পোস্ট হোক !
২১ শে জুন, ২০১৬ রাত ৮:০৫
বিজন রয় বলেছেন: বাকিটার জন্য অনেকেই বলেছেন। এখানে বোঝা যাচ্ছে কবিতাটির একটি আকর্ষণ রয়েছে।
আপনাকে চমৎকৃত করা গিয়েছে এটা একটি বড় ব্যাপার।
আপনি কিন্ত অনেক কম সময় দিচ্ছেন ব্লগে।
আরো নিয়মিত চাই।
এভাবেই সাথে থাকুন।
৪৭| ২১ শে জুন, ২০১৬ রাত ১১:১৬
অতৃপ্তচোখ বলেছেন: খুব কঠিন শব্দসংযোগ, একেকটা লাইন একেকটা গদ্য প্রায়। পড়তেই মনটা কল্পনায় উড়ে, ভাবান্বিত করে তুলে হৃদয় কূল।
,শৃগালের রথে চড়ে যে পথ
মাড়িয়ে যায় বিদীর্ণ শামুক
সে পথের কোন ভবিষ্যৎ নেই'
গুণী লেখকের তাৎপর্য আমার মতো অজ্ঞ পাঠক কি করে বুঝবে। শুভেচ্ছা রইল গুরু ----
২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৪২
বিজন রয় বলেছেন: সকালে এসে আপনার হৃদ্যতাময় কথামালা পড়ে হৃদয় ভরে উঠল। আামকে গুরু না বললে খুশিই হবো। নিজেকে অত বড় ভাবতে নাই।
আপনি অচিরেই সকলের প্রিয় হয়ে উঠবেন এটা আপনার ব্যবহারেই প্রমাণ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৪৮| ২২ শে জুন, ২০১৬ রাত ১:২৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অসম্পূর্ণ!!! পূর্ণ হোক। সুন্দর..
২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: কিছু কিছু অপূর্ণতা পুর্ণতার চেয়েও দামী। থাকনা এই অতৃপ্তি!!
আপনাকে অনেক দিন পর পেলাম। অনেক ভাল লাগল।
ভাল থাকেন সবসময়।
৪৯| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১:৩১
জেন রসি বলেছেন: সুন্দর কবিতা।
সম্পূর্ণ কেন পোস্ট করেন নাই এটা অনেকেই জানতে চেয়েছে। আমিও জানতে চাইলাম।
২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: খেয়ালী বা বেখেয়ালী হৃদয়ের অবিমিশ্রতা। হয়তো কোন উত্তর নেই কিংবা আছে।
ধরে নিন ওই অসম্পূর্ণটাই সম্পূর্ণ।
হা হা হা
জেন রসি ধন্যবাদ।
ভাল থাকুন।
৫০| ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:৫৪
লেখোয়াড়. বলেছেন: আপনি ব্লগে নতুন কবি নাকি?
২৫ শে জুন, ২০১৬ ভোর ৬:৪৬
বিজন রয় বলেছেন: নতুনই বলতে পারেন। ব্লগে দেড় বছর হলেও সক্রিয় এ বছরের ফেব্রুয়ারির প্রথম হতে। তারপর নিয়মিত হওয়ার চেষ্টায় আছি।
আপনাকে দেখে ভাল লাগল।
আশাকরি নিয়মিত হবেন।
শুভকামনা।
৫১| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
এহসান সাবির বলেছেন: রয়'দা বেশ সুন্দর একটি কবিতা পড়লাম। কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।
শুভ কামনা সব সময়।
২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০৯
বিজন রয় বলেছেন: প্রীত হলাম।
আপনাকে নিয়মিত চাই, আবার বললাম।
৫২| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০২
আর. এন. রাজু বলেছেন: সম্পূর্ণ দিলে আরো ভালো লাগতো।
অসম্পূর্ণতা ভালো লাগলো না।
রিকোয়েস্ট, পূর্ণ করুন লেখাটা।
২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:১০
বিজন রয় বলেছেন: প্রিয় রাজু, এটি আর সম্পূর্ণ দিচ্ছি না।
ভাল থাকুন, আবার কথা হবে।
শুভকামনা।
৫৩| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:১২
আর. এন. রাজু বলেছেন: ঠিক আছে।
২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:১৭
বিজন রয় বলেছেন: হ্যাঁ, সাথে থাকুন।
ভাল থাকুন।
৫৪| ৩০ শে জুন, ২০১৬ রাত ১০:৩৮
কুব্বত আলী বলেছেন: একটি গালি দিলাম
০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:৩০
বিজন রয় বলেছেন: সুন্দর।
একটি চোর চুরি করে সুখ পায়, একজন ডাকাত ডাকাতি করে শান্তি পায়, একজন প্রেমিক বা প্রেমিকা ভালবেসে মন ভরায়। আপনি যদি গালি দিয়ে সুখ বা শান্তি পান, তাতে যদি আপনার মন ভরে তো আপনি গালি দিতে পারেন।
ওটাতে আমার কোন ক্ষতি-বৃদ্ধি হবেনা। বরং আপনার গালিবাজ চরিত্রটাই সকলের সামনে ফুটে উঠবে।
বুঝাতে পারলাম কুব্বত আলী।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঘাইহরিণীর কথাটা আগে শুনি নি। কবিতা বেশ স্নিগ্ধ লেগেছে।