|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমি আত্মমগ্ন হয়ে সবসুখ বিসর্জন দিতে পারিনি
দ্বিধাভুলে উন্মুক্ত হতে পারিনি নিবিড় বিনম্রতায়
লজ্জ্বিত হতে পারিনি
দ্বিখন্ডিত হতে পরিনি
হতবিহ্বল হতে পারিনি
জীবন খাতার প্রতিপাতায়।
আমি প্রিয়বিহনে দহন হতে পারিনি
নিঃসঙ্কোচে ভাঙতে পারিনি নিজেকে রক্তিম স্পন্দনে
অন্তরঙ্গ হতে পারিনি
সম্মোহিত হতে পারিনি
যুগল ঢেউয়ে ভাসতে পারিনি
বুকের অসংখ্যা গভীর দীর্ঘঃশ্বাসে।
আমি বেদনার্ত হয়ে পুড়তে পারিনি অন্তরীক্ষে
আশ্চর্য অনুভবে আর্তিময় হতে পারিনি সুখমন্থনে
সমর্পিত হতে পারিনি
মায়াবী স্পর্শ হতে পারিনি
প্রস্ফুটিত হতে পারিনি
বিস্ময়বোধে হৃদয়ের প্রতিটি অন্তঃসত্ত্বায়।
 ১২৮ টি
    	১২৮ টি    	 +২০/-০
    	+২০/-০  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:২৪
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:২৪
বিজন রয় বলেছেন: এবার দেখেস দ্বিখন্ডিত হতে পারেন কিনা।
প্রথম পুরস্কারটি আপনারই থাকল।
শুভকামনা।
২|  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১০:৫৮
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১০:৫৮
সুমন কর বলেছেন: চাইলেই কি সব পারা যায়....
ভালো লাগল। +।
  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:২৭
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:২৭
বিজন রয় বলেছেন: না, চাইলেই সব পাওয়া যায় না।
এই জন্যই তো জীবন গতিময়, শুধু সামনের দিকে ধাবমান।
ধন্যবাদ সুমনদা।
৩|  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৫
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৫
রায়হানুল এফ রাজ বলেছেন: দাদা খুব ভালো হয়েছে। প্লাস +++
  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:২৯
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:২৯
বিজন রয় বলেছেন: আপনার ভাললগায় সিক্ত হলাম।
এই ভাললাগা অটুট থাকুক।
আপনাকে ধন্যবাদ, সাথে থাকুন।
৪|  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৫
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৫
ক্লে ডল বলেছেন: কবিতায় হারিয়ে গেলাম!! দারুন!
মাঝের প্যারা বেশি ভালো লেগেছে।  
  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:৩৪
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:৩৪
বিজন রয় বলেছেন: আপনার আন্তরিকতা ভাল লাগল। অন্যকে কবিতা ভাল লাগানোটা সহজ নয়। যদি সত্যিই ভাল লেগে থেকে তো কৃতজ্ঞ।
আপনি সুখে থাকুন, ভাল থাকুন।
৫|  ০৬ ই জুলাই, ২০১৬  রাত ১:৪৮
০৬ ই জুলাই, ২০১৬  রাত ১:৪৮
আলম দীপ্র বলেছেন: বাহ! 
বেশ লেগেছে কবিতা ! 
 
  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৭:১২
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৭:১২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র।
কবিতা পড়েছেন জেনে ভাললাগল।
শুভকামনা।
৬|  ০৬ ই জুলাই, ২০১৬  রাত ২:৪০
০৬ ই জুলাই, ২০১৬  রাত ২:৪০
মানসী বলেছেন: ভালো লেগেছে।
নামকরণে ব্যঞ্জনা (ব্যঙ্গ ?) আছে বলে মনে হল।
  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:২৫
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:২৫
বিজন রয় বলেছেন: না, নামকরনে ব্যঙ্গ নেই। কুমারী শব্দটি নিজেই তো বিশাল কিন্তু অসম্পূর্ণ, সে সাথে অসমাপিকা জুড়ে দেওয়াতে দুটো আরো অসম্পূর্ণ হলো।
অনেক দিন পর আপনাকে দেখলাম মানসী।
ধন্যবাদ।
শুভকামনা।
৭|  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:৩০
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:৩০
ডঃ এম এ আলী বলেছেন: দাদা এত পারিনি পারিনি কেন পারতে যে হবে দাদাকেই ?
খুবই সুখপাঠ্য কবিতাটির জন্য উঞ্চ অভিবাদন রইল ।
  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:৪৪
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:৪৪
বিজন রয় বলেছেন: আমাকে পারতে হবে কেন?
কবিকে বলুন, কবিদের বলুন, প্রেমার্তদের বলুন।
হা হ হা ..........
ভাল থাকুন প্রিয় ডঃ।
৮|  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৩৪
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা, + +।
এইসব না পারার কথাগুলো ভাবতেও কত ভালো লাগে, আর কিছু কিছু পারলে তো কোন কথাই নেই।
  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৪৩
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৪৩
বিজন রয় বলেছেন: না পারা বা অপ্রাপ্যতা অনেক সময় মধুর হয়। যদি সঠিক পথে কাজে লাগানো যায়।
আপনাকে দেখে ভাল লাগল শ্রদ্ধাভাজন।
শুভকামনা।
৯|  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১১:১০
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১১:১০
শায়মা বলেছেন: কেনো পারোনি???
এই না পারার বোধ নিয়ে নেক্সট একটা কবিতা লেখো ভাইয়া।
  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১১:১৫
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১১:১৫
বিজন রয় বলেছেন: কেনো পারোনি???
হা হা হা .......... শায়মা আপা
ব্যক্তি আমাকে আর আমার কবিসত্ত্বাকে এক করছেন কেন?  
   
 
আমার তো উত্তর জানা নেই।
না পারার বোধ নিয়ে পরের কবিতা...........!!!
আপনিই না হয় প্রথমে শুরু করেন, পরে আমি শেষ করবো।
সেটা নিয়ে একটি পোস্ট দিতে পারবেন।
যেমন দুটি গল্প দিয়েছেন ইতিমধ্যে।
১০|  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১১:১৯
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ১১:১৯
শায়মা বলেছেন: ওকে তোমার ক্রমিক নাম্বার টুকে রাখলাম।
সময় আসলে বলবো.....
অলরেডী যৌথ প্রযোজনার নাম্বার লিস্টিতে আরও কয়েকজন আছে... 
  
  
 
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫০
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: শায়মা আপা!!
ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে থাকা কেমন দেখায় না!!
আচ্ছা, আমার নামটি সরিয়ে নিলাম।
তবে 'বোধ' নিয়ে একটি কবিতা লিখবো নিশ্চয়ই।
১১|  ০৬ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:১৯
০৬ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:১৯
আরণ্যক রাখাল বলেছেন: নামটা সুন্দর।
কবিতাটা ভাল লাগল না
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫১
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫১
বিজন রয় বলেছেন: সম্ভবত আপনার বেশি ভাল লেগেছে, আরণ্যক। তাই মুখ ফুটে বলতে পারেননি।
১২|  ০৬ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:১৮
০৬ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:১৮
নীলপরি বলেছেন: আমি বেদনার্ত হয়ে পুড়তে পারিনি অন্তরীক্ষে
আশ্চর্য অনুভবে আর্তিময় হতে পারিনি সুখমন্থনে
সমর্পিত হতে পারিনি
মায়াবী স্পর্শ হতে পারিনি
প্রস্ফুটিত হতে পারিনি
বিস্ময়বোধে হৃদয়ের প্রতিটি অন্তঃসত্ত্বায়। 
এক কথায় অনবদ্য । ++
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫২
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫২
বিজন রয় বলেছেন: ধনবাদ নীলপরি।
অনবদ্য বোধে ধন্য হলাম।
শুভকামনা।
১৩|  ০৬ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:০৪
০৬ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:০৪
কল্লোল পথিক বলেছেন: 
অনেক না পারার সীমাবদ্ধতার মাঝে আমাদের বাঁচতে হয়।
কবিতা ভীষণ ভাল লেগেছে।
এক রাশ ভাল লাগা রেখে গেলাম।
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৫
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: অাপনার ভাললাগায় সিক্ত হলাম।
অনেক না পারার সীমাবদ্ধতার মাঝে আমাদের বাঁচতে হয়।
সত্যি বলেছেন।
শুভকামনা।
১৪|  ০৬ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:২৯
০৬ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:২৯
একজন নিশাদ বলেছেন: ভাললাগা রইল।
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৬
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
ভাল থাকুন।
১৫|  ০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:১২
০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:১২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দারুণ কবিতা!!!
কিন্তু সুরটা অতিব নিদারুণ!!!
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৬
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: সুরটা মনে হয় ধরতে পেরেছেন।
শুভেচ্ছা।
১৬|  ০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:২৩
০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:২৩
গাজী বুরহান বলেছেন: ভালো লেগেছে। পিলাচ +++++++++++++++
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৭
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ গাজী সাহেব।
ভাল থাকুন।
১৭|  ০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:২৯
০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:২৯
মহসিন ৩১ বলেছেন: কবিতার শব্দে শব্দে কোমল এক উষ্ণতার ছোঁয়া আছে , মুগ্ধপাঠ আমিও উষ্ণ হলাম !
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৮
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৮
বিজন রয় বলেছেন: কবিতার শব্দে শব্দে কোমল এক উষ্ণতার ছোঁয়া আছে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
সাথে থাকুন।
১৮|  ০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৪
০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৪
জনৈক অচম ভুত বলেছেন: না পারার কবিতা সুন্দর হয়েছে।
পেরে ওঠার কবিতার অপেক্ষায় রইলাম।
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৯
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৫৯
বিজন রয় বলেছেন: আপনাকে দেখে ভাল লাগল।
পেরে ওঠার কবিতা তাহলে লিখতেই হবে।
ধন্যবাদ ভুত।
১৯|  ০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৫০
০৬ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৫০
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে। ইয়ে, এত না পারলে তো মুশকিল!
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:০১
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:০১
বিজন রয় বলেছেন: হা হা হা 
জীবনে পারার শেষ নেই। একটি পারলে আর একটি নাপারা এসে হাজির হয়।
ধন্যবাদ শ্রদ্ধাভাজন।
২০|  ০৭ ই জুলাই, ২০১৬  রাত ১:৫০
০৭ ই জুলাই, ২০১৬  রাত ১:৫০
অশ্রুত প্রহর বলেছেন: না পারার বেদনা!!!  সুন্দর হয়েছে কবিতা।
  সুন্দর হয়েছে কবিতা।
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:০২
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:০২
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। বেদনা দূর হয়ে যাক।
ভাল থাকুন।
২১|  ০৭ ই জুলাই, ২০১৬  রাত ২:১৮
০৭ ই জুলাই, ২০১৬  রাত ২:১৮
অপু দ্যা গ্রেট বলেছেন: দারুন...
কেমন আছেন?
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:০৩
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: আরে আপনি? কোথায় ছিলেন এতদিন?
খুব ভাল লাগল।
আমি আছি এক রকম।
ভাল থাকেন, সাথে থাকেন।
২২|  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:২২
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:২২
শায়মা বলেছেন: ভুলে গেছিলাম তুমি বড়ই অস্থিরমতী বালক।
ওয়েটিং লিস্ট বা পেশেন্স কিছু নাই ! 
তার থেকে নিজেই লেখো একা একা ভাইয়ু!!!!!!!!
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:২৪
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১১:২৪
বিজন রয় বলেছেন: তাই তো বললাম, একাই লিখবো।
সবসময় একাই তো লিখি।
তবে আমি সুস্থির।
২৩|  ০৭ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:৩৫
০৭ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:৩৫
অপু দ্যা গ্রেট বলেছেন: ব্লগ এর পাস সমস্যা তে একটু বাইরে ছিলাম
তাই আসতে পারিনি
  ০৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:৪২
০৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:৪২
বিজন রয় বলেছেন: ও আচ্চা, বুঝলাম।
ধন্যবাদ, থাকেন ব্লগে নিয়মিত।
শুভকামনা।
২৪|  ০৭ ই জুলাই, ২০১৬  রাত ৯:৫০
০৭ ই জুলাই, ২০১৬  রাত ৯:৫০
জেন রসি বলেছেন: না পাওয়ার আক্ষেপ। 
কবিতা ভালো লেগেছে। 
অ.ট: আপনি কি সঙ্গিত চর্চা করেন?
  ০৭ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৭
০৭ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৭
বিজন রয় বলেছেন: না পাওয়ার আক্ষেপটাই আসল জিজ্ঞাসা।
মনকে জাগিয়ে রাখে।
সঙ্গীতচর্চা অনেক বছর ধরে বন্ধ আছে। ওটা করার জন্য যে সাধনার দরকার সেটা ম্যানেজ করতে পারি না।
এই তো।
শুভকামনা।
২৫|  ০৭ ই জুলাই, ২০১৬  রাত ৯:৫৩
০৭ ই জুলাই, ২০১৬  রাত ৯:৫৩
কিংকর্তব্যবিমূঢ়-২০৯৩ বলেছেন: ভাই, অন্তত উপলব্ধি তো করেছেন। এটাও বা কম কিসে।
  ০৭ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৯
০৭ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৯
বিজন রয় বলেছেন: আপনাকে দেখে ভাললাগল।
অনেক উপলব্ধিতে মনে চোখ খুলে যায়।
ধন্যবাদ।
শুভকামনা।
২৬|  ০৮ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:০৮
০৮ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
দারুন কবিতা ।
দারুন হয়েছে দাদা। 
  ০৮ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৭
০৮ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
আপনার সময়গুলো ভাল কাটুক।
২৭|  ০৮ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:১৭
০৮ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:১৭
জুন বলেছেন: না পারলেও কবিতার ছন্দে আর কাব্যে সেই ঘাটতি পুষিয়ে নিয়েছেন বিজন রয় । 
অনাবদ্য বল্লেও অনেকটা কম বলা হবে । 
+
অনেক দিন ব্লগে আসি না নানা কারনে তাই অনেকের লেখাগুলো রয়ে যায় অন্তরালে । 
আপনার জন্যও রইলো ঈদ শুভেচ্ছা ।
  ০৮ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৯
০৮ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৯
বিজন রয় বলেছেন: জুন আপা, আপনার মন্তব্যগুলো সবসময় ভাললাগার।
যেভাবে বললেন তাতে খোর উৎসাহ বেড়ে যায়।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
২৮|  ০৮ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৩
০৮ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৩
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভাললাগার কবিতা- অসাধারন...
অনেক শুভকামনায়- ঈদ মোবারক ।
  ০৮ ই জুলাই, ২০১৬  রাত ৮:১৪
০৮ ই জুলাই, ২০১৬  রাত ৮:১৪
বিজন রয় বলেছেন: নান্দনিক একটি ধন্যবাদ। শব্দটি প্রাসঙ্গিক হয়েছে।
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
ভাল থাকুন।
২৯|  ০৮ ই জুলাই, ২০১৬  রাত ৯:১৩
০৮ ই জুলাই, ২০১৬  রাত ৯:১৩
শাহ আজিজ বলেছেন: পারিনির সাতকাহন এইক্ষনে আমাদের সবার জীবন, মনন ছুয়ে যায় তবু পারিনি সেই সূর্যাস্তের লালিমা ছুঁয়ে দিতে, আমি অক্ষম পারিনি আরেকটি সূর্য এনে দিতে। 
খুব সময়োপযোগী কাব্যকলা। ভাল লাগছে বড্ড ।
  ১১ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:১৩
১১ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:১৩
বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্য। মুগ্ধ কথামালা।
খুব খশি হলাম আপনাকে পেয়ে।
ভাল থাকুন সবসময়।
৩০|  ০৮ ই জুলাই, ২০১৬  রাত ৯:২৪
০৮ ই জুলাই, ২০১৬  রাত ৯:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ কবিতা। আপনি এত কম লিখেন কেন?
  ১১ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:১৪
১১ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:১৪
বিজন রয় বলেছেন: আমি একটু কমই লিখি। যাতে লেখাটি ভাল হয়। চেষ্টা করি।
তবে ব্লগে পোস্ট করি আরো কম। আমার রেকা আর কে-ই বা পড়বে!
ধন্যবাদ শ্রদ্ধাভাজন।
৩১|  ১২ ই জুলাই, ২০১৬  ভোর ৬:৫৮
১২ ই জুলাই, ২০১৬  ভোর ৬:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: আমি বেদনার্ত হয়ে পুড়তে পারিনি অন্তরীক্ষে
আশ্চর্য অনুভবে আর্তিময় হতে পারিনি সুখমন্থনে
সমর্পিত হতে পারিনি
মায়াবী স্পর্শ হতে পারিনি
প্রস্ফুটিত হতে পারিনি
বিস্ময়বোধে হৃদয়ের প্রতিটি অন্তঃসত্ত্বায়। 
কুমারী অসমাপিকা পাঠের  শেষ প্রান্তে এসে
মনটা আমার যায় কন্যা কুমারিকায় ভেসে
বঙ্গোপসাগর , আরব সাগর আর  প্রশান্ত
মহাসাগরের সন্ধিক্ষনে   বৃহত পাথর খন্ডের বুকে 
যেখানে  স্বামী বিবেকানন্দ ছিলেন তিন দিন
ধ্যানমগ্ন হয়ে, সেইখানে গিয়ে অন্ত:সত্ত্বায়
প্রস্ফুটিত হই, পাথর খন্ডে গজে উঠা
মন্দীর তলে,ধোয়ে মুছে যাক হৃদয় 
কালিমা তিন সাগরের জলে ।
দাদা কি  এখনো ওয়াচে
রেখেছেন মোরে । 
 
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ১:৫৫
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: দেরী হয়ে গেল উত্তর করতে। দুঃখিত!
সেই পার্থিব না পাওয়া, যা অনেক বিস্ময়বোধে হৃদয়ের প্রতিটি কণায় জেগে থাকে, সেখানে আমি ডুব দিতে পারি অবলীলায়।  হোক সে অসমাপিকা, সুপ্ত কিংবা অবগুণ্ঠনে আবৃত।
হোক সে যতদুর, কাশ্মীর বা কণ্যা কুমারিকা কিংবা মহাসাগরের সন্ধিক্ষণ!
না পারার মহত্ব মন্থণই তো চরম রহস্যময়।
অনেক ধন্যবাদ মনোমুগ্ধ কথামালা আর সুন্দর একটি ছবি উপহার দেওয়ার জন্য।
আর এই মন্তব্য করতে আমার জন্য যতটুকু কষ্ট ও চিন্তা করেছেন, আমি বিস্মিত।
ভাল থাকুন, বেঁচে থাকুন।
৩২|  ১২ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:৫৮
১২ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন: 
এটা এক অত্যাধুনিক, পরিপুর্ণ আমিত্বের ঘোষনা?
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:০০
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:০০
বিজন রয় বলেছেন: আমার আমিত্বে আমি পরিপূর্ণ, কিন্ত কুমারী যে অধরা, মায়াহরিণী দীঘল বনে।
সমাপিকা রূপে দেখা এই কবির পক্ষে সহজ নয়।
এই লাইনে একটি পূর্ণ মন্তব্য করেছেন, এটাই আপনার আসল যোগ্যতা, অনেক ব্লগার তা বোঝে না।
ধন্যবাদ চাঁদগাজী ভাই।
৩৩|  ১২ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:২৬
১২ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:২৬
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়   , 
 আলাদা একটি  আর্তি নিয়ে  নিঃসন্দেহে অনবদ্য এক কবিতা । 
তবে কবিতাটি পড়ে একটি বাস্তব ঘটনা মনে পড়লো । একজনের কাছ থেকে শোনা । চিটাগং ভার্সিটির । সম্ভবত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কাউকে নিয়ে । ছেলেটি ফাইনাল সেমিষ্টারে খুব খারাপ করেছে । স্নেহময় এবং  পিতৃতুল্য ডীন মহাশয় তাকে ডেকে পাঠিয়ে খারাপ রেজাল্টের কারন জানতে চাইছেন । 
ডীন -  কি রে তোর রেজাল্ট এতো খারাপ ক্যা ? রাজনীতি-টিতি করো না তো ?
ছাত্র - জ্বী না, স্যার ! 
ডীন -  রাজনীতি করোনা  তো করো কি ? প্রেম করো সারাদিন ? 
ছাত্র -  ( লজ্জায় মাথা নীচু করে ) জ্বী না ! 
ডীন  - তয় কি কবিতা ল্যাখো ?
ছাত্র - জ্বী না , স্যার ! 
ডীন  -  কবিতা ল্যাখো না , প্রেম করো না , তয় করো টা কি ? আড্ডাবাজী  ?
ছাত্র - জ্বী না ,আমি  আড্ডাবাজী করিনা ! 
ডীন  -  তয় কি করো , নাটক ? 
ছাত্র - জ্বী না , স্যার ! 
ডীন  -  ওরে হারামজাদা, তুমি কিছুই করো না , তয় ফেল করছো ক্যা ? রাজনীতি করো না , নাটক করো না, কবিতা         
            ল্যাখো না , প্রেমও করোনা ! আমার ডিপার্টমেন্টে এতো ভালো ছেলে দরকার নাই ....  
 
কিছুই দিতে পারবেন না , হতেও পারবেন না , তো এতো ভালো ব্লগার আমাদের দরকার নাই ...............  
  
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:১৪
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:১৪
বিজন রয় বলেছেন: কিছুই দিতে পারবেন না , হতেও পারবেন না , তো এতো ভালো ব্লগার আমাদের দরকার নাই 
হা হা হা ...........
তাহলে এভাবেই থাকি, না পেরেই থাকি।
এভাবেই আত্মমগ্ন হয়েই না পারার, না পাওয়ার বিস্ময়বোধে অপরূপ থাকি।
যেদিন বুকের অসংখ্যা দীর্ঘঃশ্বাসগুলো আশ্চর্য অনুভবে সুখঃশ্বাসে ভরে উঠবে, সেদিনই না হয় ভাল ব্লগার হবো, সেদিনই না হয় পরিপূর্ণ হবো।
আপনার মন্তব্যের উত্তরে ঠিকমতো কথা বলতে পারলাম কিনা, নিজ দয়াগুণে ক্ষমা করবেন।
অনেক কষ্ট করে উদাহরণ দিয়ে মন্তব্য করার জন্য আমি আপ্লুত।
অনেক দিন বেঁচে থাকুন। ভাল থাকুন।
৩৪|  ১৩ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৩
১৩ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিজন রয় নামটার প্রতি সুবিচার হয় নি।
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:১৮
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:১৮
বিজন রয় বলেছেন: অনেক দিন পরে আমার এখানে এলেন!!
অনেক ভাল লাগলে।
সুবিচার হয়নি.............
আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি এই কবিতা নিয়ে নাকি অন্য কোন বিষয় ইঙ্গিত করেছেন।
কথা হবে, নিয়মিত হন।
অনেক ধন্যবাদ রাজপুত্র।
৩৫|  ১৩ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩৫
১৩ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: না পারার হতাশা কার মাঝে নেই বলুন! মানুষ আমার চোখে একটি ব্যর্থ প্রানী তার থেকে পিঁপড়ে অনেক সফল।নিজের ওজনের থেকে ৫০০ গুন বেশি ওজন বইতে পারে!
কবিতায় ভাল লেগেছে!
শুভ কামনা কবি!
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২০
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২০
বিজন রয় বলেছেন: বাব্বা!! এতবড় কথা!
কিন্তু আসলেই মানুষ খানিকটা বা কখনো কখনো ব্যর্থ, বিশেষ করে নিজের মনের কাছে।
ভাল লাগল ভ্রমর।
আবার দেখা হবে, ভাল থাকুন।
৩৬|  ১৩ ই জুলাই, ২০১৬  রাত ১০:০০
১৩ ই জুলাই, ২০১৬  রাত ১০:০০
সঞ্চারিণী বলেছেন: অনেকবার " পারিনি" লিখে যা পারতে চাওয়া তার ইচ্ছে ও ব্যগ্রতা প্রকাশের ঢং টা ভালো লেগেছে। 
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২৪
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: পুরো কবিতার মূল সুর খুব সুন্দর করে এই লাইনে বললেন কিভাবে!!  আমি বিস্মিত আবার।
ইচ্ছে ও ব্যগ্রতা প্রকাশের ঢং.......... আহা! একবারেই মনে কথা।
অনেক ভাল লাগল।
সামের দিনগুলোতে আপনাকে পাবো বলে আশা রাখি।
শুভকামনা।
৩৭|  ১৩ ই জুলাই, ২০১৬  রাত ১১:০০
১৩ ই জুলাই, ২০১৬  রাত ১১:০০
আবুল হায়াত রকি বলেছেন: পারিব না কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার।
দাদা, অসাধারণ।
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২৭
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২৭
বিজন রয় বলেছেন: অনেক না পারার কথা বলিয়া আমি যেন অনেক কিছু পারার কথাই বলিলাম............. এভাবে ভাবলে মনে হয়  ভাল হয়।
অনেক ধন্যবাদ আপনাকে।
সাথে থাকুন, ভাল থাকুন।
৩৮|  ১৩ ই জুলাই, ২০১৬  রাত ১১:৫৪
১৩ ই জুলাই, ২০১৬  রাত ১১:৫৪
শেয়াল বলেছেন: মোটামুটি
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২৮
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২৮
বিজন রয় বলেছেন: বিদগ্ধজনেরা যেমন বলেন!! 
কবিতার পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, এই শুভকামনা।
৩৯|  ১৪ ই জুলাই, ২০১৬  রাত ১:৪৩
১৪ ই জুলাই, ২০১৬  রাত ১:৪৩
তামান্না তাবাসসুম বলেছেন: ভাললাগা রেখে গেলাম 
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৩২
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: আপনার ভাললাগা অন্তরে রেখে দিলাম সযতনে।
কবিতার পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা, ভাল থাকুন নিরন্তর।
৪০|  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২১
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:২১
বৃতি বলেছেন: অনেক কিছু করতে না পারার অতৃপ্তি থেকে জন্ম নিলো এক সুনন্দ কবিতা  ভালো লাগলো।
 ভালো লাগলো।
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৩৪
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৩৪
বিজন রয় বলেছেন: সম্ভবত আপনাকে প্রথম পেলাম আমার এখানে।
আপনার লেখা আমি পড়েছি, অনেক ভাল লেখেন, কিন্তু ব্লগে কেম পোস্ট দেন।
এই কবিতা নিয়ে আপনার উপলব্দি ভাল লেগেছে।
আবার আসবেন এই আশা রাখছি।
ধন্যবাদ ও শুভকামনা।
৪১|  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৩৫
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৩৫
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
হা..............হা................ অভিমানী প্রতিমন্তব্য ? 
বলেছি - ..............এতো ভালো ব্লগার আমাদের দরকার নাই  । ব্লগার হবেন কথায় , লেখায় টৈ-টুম্বুর । লেখার আগে , ক্যাচালের পরে । 
দীর্ঘঃশ্বাসগুলো আশ্চর্য অনুভবে সুখঃশ্বাসে ভরে ওঠে তো আসল কবিদের ( নকল কোনও কবি আছে কি ? ) আমরা তো সামান্য ব্লগার । যা পাই তাই নিয়েই লিখে যাই , সদাই  । সমর্পিত ব্লগে । টিমটিম করে প্রস্ফুটিত ব্লগ ডালে । সম্মোহিত ব্লগ পোস্টে । আর কি চাই ??
আপাতত এটুকু হলেই চলবে । 
  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৫৯
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৫৯
বিজন রয় বলেছেন:  অভিমানী প্রতিমন্তব্য ? 
একদম না। আপনার ব্যাপারে আমি সম্পূর্ণ সচেতন। আপনাকে আমি জেনেছি, চিনেছি। যদি কোন দিন দেখা হয় সেদিন বুঝতে পারবেন।
আপনার কাছে আত্মমগ্ন হওয়া যায়। আপনার সাথে দ্বিধাহীনচিত্তে দিনের পর দিন কথ বলা যায়। আপনাকে নিশ্চিন্তে নির্ভর করা যায়।
আমাকে??
আমি আনলাকি ব্লগার!!
৪২|  ১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:০৮
১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:০৮
অদৃশ্য বলেছেন: 
লিখাটি গতিময় ছিলো... ভালো লেগেছে... দু'একটি শব্দের ব্যবহার না করলেও হতো হয়তো... শেষ কথা, ভালো লেগেছে...
শুভকামনা...
  ১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:০৩
১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: বেদনার্ত আর্তি আর শূন্যতার মধ্যে পার্থক্য কি?
দুটোই না পাওয়ার সৌন্দর্য্য!!
কবিতাটি অনেক সহজ কিন্তু গতিময়। সহমত।
  ১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:০৭
১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:০৭
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য।
শুভকামনা রইল, ভাল থাকুন।
৪৩|  ১৫ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৪৯
১৫ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । আপনার বিজ্ঞজনচিত মন্তব্যগুলি সংযমি ও সচেতন হতে সহায়তা করবে । কৃতজ্ঞতা প্রকাশ করা হল ।
  ১৫ ই জুলাই, ২০১৬  রাত ৮:৩১
১৫ ই জুলাই, ২০১৬  রাত ৮:৩১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ।
আবার পেলাম আপনাকে। এভাবে পাশে আছেন বলে ব্লগে থাকতে ইচ্ছা করে।
ভাল থাকুন সবসময়।
৪৪|  ১৮ ই জুলাই, ২০১৬  রাত ১:৪০
১৮ ই জুলাই, ২০১৬  রাত ১:৪০
ডঃ এম এ আলী বলেছেন: আসছিলাম করতে সন্ধান নতুনের, নতুন কিছু
না পেলেও নিয়ে গেলাম দুটো লাইন অপন করে
দাদা বটে বটে  বলে পারবেনা মোরে চটাতে 
হয়ে আছ মাথার তাজ দেখ কি পেলাম কবিতাতে 
আমি বেদনার্ত হয়ে পুড়তে পারি অন্তরীক্ষে
আশ্চর্য অনুভবে আর্তিময় হতে পারি সুখমন্থনে । 
ভাল থাকার শুভ কামনা থাকল এক্ষনে ।
  ২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:০৯
২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:০৯
বিজন রয় বলেছেন: আমি বেদনার্ত হয়ে পুড়তে পারি অন্তরীক্ষে
আশ্চর্য অনুভবে আর্তিময় হতে পারি সুখমন্থনে । 
খু্ব ব্যস্ত ছিলাম, তাই উত্তর করতে দেরি হলো।
আবার কথা শুরু হলো।
৪৫|  ১৮ ই জুলাই, ২০১৬  রাত ৯:৪৪
১৮ ই জুলাই, ২০১৬  রাত ৯:৪৪
শরতের ছবি বলেছেন: কবিতা অনবদ্য ,আসাধারণ । বেশ কিছু দিন ব্লগ থেকে দূরে ছিলাম । বঞ্চিত হচ্ছিলাম আপনার এই সুখপাঠ্য কবিতা থেকে ।আজ পড়লাম ব্লগে এসে । বলতে পারেন - দাদার বাড়ি এসেছিলাম দাদার খোঁজ নিতে ।
  ২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১০
২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১০
বিজন রয় বলেছেন: খু্ব ব্যস্ত ছিলাম, তাই উত্তর করতে দেরি হলো।
সুন্দর মন্তব্য আর আমাকে খোঁজ নেয়ার জন্য ধন্যবাদ।
কথা হোক আবার।
৪৬|  ২০ শে জুলাই, ২০১৬  দুপুর ১:৪৫
২০ শে জুলাই, ২০১৬  দুপুর ১:৪৫
কবীর বলেছেন: ভালো লাগলো   
   
 
++++++++++
  ২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১১
২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১১
বিজন রয় বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
আবার দেখা হবে।
৪৭|  ২৪ শে জুলাই, ২০১৬  রাত ১১:৩৪
২৪ শে জুলাই, ২০১৬  রাত ১১:৩৪
অতৃপ্তচোখ বলেছেন: মানুষের না পারার মাঝেই ব্যর্থ হয়ে ওঠে।
কিন্তু আপনার না পারা গুলোয় বিজয়ী উল্লস আর সফলতার সমারোহ।
মহাত্ম আর মানবিকতার প্রতিচ্ছবি।
অসাধারণ আপনার অনুভূতি।
  ২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১২
২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১২
বিজন রয় বলেছেন: মন দিয়ে কবিতা পড়ার হন্য ধন্যবাদ অতৃপ্ত।
ভাল থাকুন।
৪৮|  ২৯ শে জুলাই, ২০১৬  রাত ১১:৫১
২৯ শে জুলাই, ২০১৬  রাত ১১:৫১
তাহ্ফীর সাকিন বলেছেন: শেষটা অসাধারণ ছিল....
  ২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১৩
২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ সাকিন।
আবার কথা হোক।
৪৯|  ০১ লা আগস্ট, ২০১৬  বিকাল ৩:১৪
০১ লা আগস্ট, ২০১৬  বিকাল ৩:১৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: চমৎকার লাগলো। অসাধারণ শব্দচয়ন!
  ২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১৪
২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: আপনাকে অসাধারণ একটি ধন্যবাদ।
সাথে থাকুন।
৫০|  ১৭ ই আগস্ট, ২০১৬  রাত ১:৩৪
১৭ ই আগস্ট, ২০১৬  রাত ১:৩৪
অপেক্ষা আর আমি বলেছেন: এক বাক্যে, অসাধারণ দাদা 
  ২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১৬
২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১৬
বিজন রয় বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
মনে থাকবে।
৫১|  ১৮ ই আগস্ট, ২০১৬  রাত ১:২১
১৮ ই আগস্ট, ২০১৬  রাত ১:২১
ডঃ এম এ আলী বলেছেন: বিষয়টাকি অনেক দিন ধরে খবর নেই কেন দাদার।
শুভেচ্ছা রইল ।
  ২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১৭
২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:১৭
বিজন রয় বলেছেন: কৃষ্ণগহ্বরে যাব না আর
কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না,
এসব নিয়েই জীবনের শুন্যতা রোমস্থন।
৫২|  ২৫ শে আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৭:২৮
২৫ শে আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৭:২৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা , সত্যিই, আমি নীজেও 
একটা কৃষ্ণগহ্বর এতই কৃষ্ণ যে ফ্লাডলাইট
জ্বালিয়েও আমার চেহারা দেখা যায়না ।
 মনে না রাখলে এলাম কি করে
এখানে । দেহমনে ও নীজ ভান্ডারে
এত অমুল্য রতন জমা করে রেখেছেন 
যা জীবনেও  রোমস্থন করে শেষ করতে 
পারবেন না ।
ভাল থাকুন এ শুভ কামনা রেখে গেলাম । 
  ২৫ শে আগস্ট, ২০১৬  রাত ৯:২৩
২৫ শে আগস্ট, ২০১৬  রাত ৯:২৩
বিজন রয় বলেছেন: ওহ! প্রিয় ডঃ।
আমি বেঁচে আছি এখনো।
আপনি আমাকে খুঁজেছেন তা দেখেছি।
আপনার আশীর্বাদ আমার সবসময়ের সারথী।
আপনি অবশ্যই আমার প্রিয় একজন।
৫৩|  ২৫ শে আগস্ট, ২০১৬  রাত ১০:৪৩
২৫ শে আগস্ট, ২০১৬  রাত ১০:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা 
কিন্তু এবারতো আর  উদ্বিঘ্ন না হয়ে পারছিনা 
তবে আর্শীবাদ করি যেখানে যে অবস্থাতেই 
থাকুন, ভাল যেন থাকুন । সকল অবস্থাতেই 
ভাল থাকার শুভকামনা রইল ।
  ২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১০:১৪
২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: কেন, উদ্বিগ্ন হচ্ছেন কেন?
আগেই বলেছি আপনার আশীর্বাদ অবশ্যই আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। ব্লগে আপনার কমিটমেন্ট দারুন। এটা অব্যাহত থাকবে বলে আশা করি।
আচ্ছা, আপনার সাথে কি আমার দেখা হতে পারে?
৫৪|  ২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১০:৪৭
২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১০:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: 
উপরের ২৫ নং মন্তব্যের জবাবে বলেছেন :আমি বেঁচে আছি এখনো: এ কথাটিই উদ্বিগ্ন হওয়ার কারণ ।
কি যে বলেন দাদা অাপনিইতো  সামুর পাতায় আমার চলার পথের একজন অন্যতম প্রেরণাদাতা । 
আমার  সকল লিখাতে্ই ছিল  আপনার কথার প্রেরণা ।  হা দেখা অবশ্যই হতে পারে ।  আপনার
অবস্থান নেই মোর জানা,  তাছাড়া এ মহুর্তে আমি  বিষয় কর্মে  আছি  বাইরে । ট্রেনে চলার পথে
লেপটপ নিয়ে সাথে লিখা লিখি চলে ।  তাই জানিনা কখন কি ভাবে হবে দেখা । 
তবে  ভাল থাকার শুভাশীষ রইবে নিরস্তন ।
  ২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১০:৫২
২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১০:৫২
বিজন রয় বলেছেন: বাইরে মানে কি দেশের বাইরে?
৫৫|  ২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১১:০৫
২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১১:০৫
ডঃ এম এ আলী বলেছেন: ইয়েছ স্যার , সরি  বাইরের  শব্দটির   আগে দেশের  কথাটি বাদ পরে গেছে  , এটা আমি পারত পক্ষে ব্যাবহার করিনা কারণ যেখানেই থাকি এই বিশ্বায়ন ও অন্তর্জালের যুগে সবসময় মনে হয় দেশেই অাছি ।   আপনি দেখা করার কথা বলায় বলতে হল । যাহোক ফিরে আসলে আমিই  আপনাকে জানান দিব  । 
ধন্যবাদ
  ২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১১:০৭
২৬ শে আগস্ট, ২০১৬  রাত ১১:০৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ। আমি অপেক্ষায় থাকলাম।
৫৬|  ২৭ শে আগস্ট, ২০১৬  বিকাল ৪:১৫
২৭ শে আগস্ট, ২০১৬  বিকাল ৪:১৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনবদ্য প্রকাশ।
কবিতায় কবির নিবিড় বেদনা ফুটে উঠেছে।
  ২৭ শে আগস্ট, ২০১৬  বিকাল ৫:০৫
২৭ শে আগস্ট, ২০১৬  বিকাল ৫:০৫
বিজন রয় বলেছেন: অনবদ্য কিংবা নিবিড় এই শব্দগুলো আমার খুব পছন্দের। আর আপনার মুখ থেকে শুনতে পেয়ে আরো ভাল লাগল।
আপনার আন্তরিকতা সবসময় আমাকে মুগ্ধ করে।
ভাল থাকেন।
৫৭|  ২৭ শে আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৬:০৪
২৭ শে আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৬:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনিও ভালো থাকবেন প্রিয় কবি, শুভাশিস রইল।
  ২৮ শে আগস্ট, ২০১৬  সকাল ৯:০৯
২৮ শে আগস্ট, ২০১৬  সকাল ৯:০৯
বিজন রয় বলেছেন: এত সহৃদয় আবাহন! সত্যিই মনটা ভাল করে দেয়।
অপূর্ব অনুভূতির সংলাপ।
অশেষ কৃতজ্ঞ।
৫৮|  ৩১ শে আগস্ট, ২০১৬  সকাল ৯:০৩
৩১ শে আগস্ট, ২০১৬  সকাল ৯:০৩
fa siam বলেছেন: ভাল লেগেছে
  ৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৮:৩৬
৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৮:৩৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে এই কবিতাটি পড়ার জন্য। এটি একটি দারুন কবিতা আমার।
সাথে থাকুন, ভাল থাকুন।
৫৯|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:৫৯
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:৫৯
প্রথমকথা বলেছেন: 
আমি বেদনার্ত হয়ে পুড়তে পারিনি অন্তরীক্ষে
আশ্চর্য অনুভবে আর্তিময় হতে পারিনি সুখমন্থনে
সমর্পিত হতে পারিনি
মায়াবী স্পর্শ হতে পারিনি
প্রস্ফুটিত হতে পারিনি
বিস্ময়বোধে হৃদয়ের প্রতিটি অন্তঃসত্ত্বায়।   
এক কথায় অনন্য। খুব ভাল মানের লেখা। পড়ে মুগ্ধ হলাম কবি।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:৩৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:৩৫
বিজন রয় বলেছেন: এক কথায় অনন্য। খুব ভাল মানের লেখা। পড়ে মুগ্ধ হলাম কবি।
এরকমভাবে পাশে থাকলে ভাল লাগে। সামনে চলার প্রেরণা পাওয়া যায়।
অনেক শুভকামনা।
৬০|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:০২
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:০২
ভ্রমরের ডানা বলেছেন: কবিতার রহস্যঘন উপস্থাপন, অপারগতার প্রকাশ, খুব ভাল লেগেছে!
বিজন ভাই, শুভকামনা!
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:৩৭
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:৩৭
বিজন রয় বলেছেন: মনে করে করে, পিছনে এসে কথা বলার জন্য কৃতজ্ঞ ডানা।
কবিতার মূল্যায়ন যা করেছেন তা আমিও ভাবতে পারিনি।
সুন্দর।
অনেক অনেক শুভকামনা।
৬১|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৩:২১
২০ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৩:২১
ভ্রমরের ডানা বলেছেন: 
কবিতা বেশ হয়েছে। কিন্তু বানানে ভুল হয়েছে ঠিক করে নিন।
অসংখ্যা < অসংখ্য 
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ৯:৪৯
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ৯:৪৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
৬২|  ০৯ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:২১
০৯ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:২১
উদাসী স্বপ্ন বলেছেন: এতো আক্ষেপ কেন ভাইসু?
  ১১ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:৪৫
১১ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:৪৫
বিজন রয় বলেছেন: মানুষের মনে সুখ আছে অসুখও আছে, সেজন্য।
৬৩|  ২১ শে জুন, ২০১৭  সকাল ৭:৪৮
২১ শে জুন, ২০১৭  সকাল ৭:৪৮
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: চমৎকার একটা লেখা,হৃদয় ছুঁয়ে যায়।
  ২১ শে জুন, ২০১৭  সকাল ১১:৩৬
২১ শে জুন, ২০১৭  সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: পিছনে এসে কথার বলার জন্য অশেষ ধন্যবাদ।
সাথে থাকুন।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১০:৪০
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১০:৪০
কালনী নদী বলেছেন: অসাধারণ হয়েছে, দাদা।