|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
অধরের কােণে কােণে রূপোলি স্রােত
অধরের অগ্নিকোণে রূপোলি স্রোত।
শারীরিক আনন্দমেলার 
যে আনুভূমিক চিত্রপটে
ত্রিকোণমিতি ফুটে ওঠে,
তা বােধহয় এক
প্রেমমন্ডিতঃ সঙ্গমরেখা।
শারীরিক অস্তিত্বরেখায়
যে পৌনঃপুনিক ছন্দোবোধনে
অস্ফুট স্বর ধ্বনি-প্রতিধ্বনিত হয়
তা বােধ করি এক 
অবরুদ্ধতাজনিতঃ নিঃস্বরন।
তা হতে পারে
আসক্তি
সংসর্গ 
কিংবা প্রেমঘোরের জলরেখা।
অধরের কােণে কােণে রূপোলি স্রােত
অধরের অগ্নিকোণে রূপোলি স্রোত।
 ৭৬ টি
    	৭৬ টি    	 +১৬/-০
    	+১৬/-০  ০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৪:১৯
০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৪:১৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
তবে আমি মনে করি এটা অন্যরকম কিছু না। মানুষের শরীর ও প্রেমজড়িত কিছু অবয়ব মাত্র।
ব্লগে আপনার নিয়মিত হওয়াটা আমার জন্য প্রেরণা।
শুভকামনা।
২|  ০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৫৫
০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৫৫
খায়রুল আহসান বলেছেন: রূপোলি স্রোত এর ফল্গুধারা বয়ে যায় কবিতার সারা শরীর জুড়ে। এই স্রোতধারা দিয়ে কবিতার শুরু, কবিতার শেষ। 
প্রেমাসক্ত, প্রেমাহত কিংবা প্রেমবঞ্চিত পাঠকেরা সমভাবে এই আসক্তি, সংসর্গ কিংবা প্রেমঘোরের জলরেখা হৃদয়ঙ্গম করতে পারবেন বলে আশা করি। 
সুন্দর কবিতা। + +
  ০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৪:৪৮
০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৪:৪৮
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্য এত সুন্দর আর প্রভাবক হয় যে অল্প কথায় উত্তর করা যায় না। মোহ, আসক্তি, সংসর্গ এই বিষয়গুলো আমাকে খুব টানে। প্রেমে জর্জরিত হওয়া একটি সাবলিল ব্যাপার, আমি চাই সবাই তা হোক, কিন্ত কবিদের মতো সৎ পথে।
সামু এত স্লো যে অনেক বিরক্তি নিয়েই ব্লগিং করছি।
সকল পাঠককে আপনার মাধ্যমে শুভেচ্ছা।
ভাল থাকুন।
৩|  ০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৫:১৫
০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৫:১৫
উদ্ভ্রান্ত কবি বলেছেন: দারুণ প্রকাশ
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:০২
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:০২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ
ও শুভকামনা।
৪|  ০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৫:৫৮
০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৫:৫৮
সুমন কর বলেছেন: অবরুদ্ধতাজনিতঃ নিঃস্বরন ভালো হয়েছে। +।
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:০৩
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:০৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ সুমনবাবু।
ভাল থাকুন।
৫|  ০৪ ঠা অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৩
০৪ ঠা অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৩
প্রামানিক বলেছেন: দারুণ কবিতা।
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:০৬
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:০৬
বিজন রয় বলেছেন: দারুন ধন্যবাদ।
৬|  ০৪ ঠা অক্টোবর, ২০১৬  রাত ১০:০৪
০৪ ঠা অক্টোবর, ২০১৬  রাত ১০:০৪
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়   , 
সবই যখন এক আর ত্রিকোণমিতি, তখন বোধহয় ত্রিকোণমিতির প্রথম পাঠ - "রেডিয়ান ইজ আ কনস্ট্যান্ট এ্যাঙল " বলা যায় । অধরের কােণে কােণে যে রূপোলি স্রােত তাও কিন্তু স্বাদে-গন্ধে স্থির । প্রেমঘোরের জলরেখা ঘুরপাক খায় বটে , আদতে চরিত্রে স্থির ।
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১০
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১০
বিজন রয় বলেছেন: কঠিন মন্তব্য!!!
৭|  ০৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:০৪
০৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:০৪
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ++
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১১
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১১
বিজন রয় বলেছেন: সুন্দর একটি ধন্যবাদ।
৮|  ০৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ১০:৩১
০৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ১০:৩১
জহর লাল সিংহ বলেছেন: সত্যি-ই এক অন্যরকম কবিতা।
খুব ভালো লাগলো.......
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১৩
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১৩
বিজন রয় বলেছেন: আপনাকে অন্যরকম ধন্যবাদ।
৯|  ০৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ১০:৫২
০৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
সুন্দর।
যে কারণেই হোক প্রেমঘোরে কাটে ভালোলাগা কিছু প্রহর। +
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১৬
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১৬
বিজন রয় বলেছেন: কবি মন তো আপনার, তাই এমন সুন্দর ভাবতে পারেন।
১০|  ০৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:২৫
০৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:২৫
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১৯
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:১৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।
১১|  ০৫ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:২৫
০৫ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:২৫
ভ্রমরের ডানা বলেছেন: 
ভিন্ন স্বাদের দুর্দান্ত কবিতা। খুব ভাল লেগেছে। প্লাস ++
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:২৬
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:২৬
বিজন রয় বলেছেন: ধন্য হলাম।
শুভেচ্ছা।
১২|  ০৫ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৪৬
০৫ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৪৬
অদৃশ্য বলেছেন: 
ভালো লেগেছে লিখাটি বিজন দা...
শুভকামনা...
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:২৯
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:২৯
বিজন রয় বলেছেন: কেন ভাল লেগেছে???
১৩|  ০৫ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:০৫
০৫ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:৩১
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:৩১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবিবর।
১৪|  ০৫ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৩:১৫
০৫ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৩:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: বিবিধ আঙ্গিকের একই সরলরেখার নিঃস্বরণ । কবিতার ভিন্নতা লক্ষণীয় । ভাল লেগেছে ।
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:৩৫
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:৩৫
বিজন রয় বলেছেন: এটা একটু চেষ্টা আর কি, ধন্যবাদ।
১৫|  ০৫ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:৫৮
০৫ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:৫৮
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর কবিতা, শুরু দিয়ে শেষ কবিতায় নতুনত্ব।+++
  ০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:৪০
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:৪০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ হাদী।
সাথে থাকুন।
১৬|  ০৯ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:৫৯
০৯ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:৫৯
শরতের ছবি বলেছেন: বরাবরের মত স্বাদে গন্ধে অতুলনীয় । তবে আজকের মাত্রাটা যান অতি ভিন্ন।
  ১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:০৭
১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:০৭
বিজন রয় বলেছেন: ভিন্ন মাত্রায় অভিন্ন স্বাদ।
ধন্যবাদ।
১৭|  ০৯ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৫
০৯ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: পুরোই যুক্তাক্ষরের ছন্দে লেখা কবিতা! ব্রিলিয়ান্ট
  ১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:১১
১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: যুক্তাক্ষর কি?
১৮|  ১০ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:১১
১০ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:১১
অদৃশ্য বলেছেন: 
'' অবরুদ্ধতাজনিতঃ নিঃস্বরন ''... কার না ভালো লাগে ???
শুভকামনা...
  ১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:১৩
১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে ভাল কথা।
কিন্তু আপনার নিকট থেকে একটু দীর্ঘ কথা শুনতে চাই যে!!!!
১৯|  ১০ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩১
১০ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লাগার মত দামি কবিতা। অনেক অনেক ভালো লেগেছে।
  ১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:১৬
১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:১৬
বিজন রয় বলেছেন: দামি কবিতা!! যা বলেন না!!
অাপনাকে বেশ কয়েকদিন পর পেলাম।
ভাল আছেন তো?
২০|  ১৩ ই অক্টোবর, ২০১৬  দুপুর ২:৫১
১৩ ই অক্টোবর, ২০১৬  দুপুর ২:৫১
একজন সৈকত বলেছেন: 
ভালো লাগলো।
+++++++++++
  ১৩ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:২৭
১৩ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: আপনাকে আমার এখানে দেখে ভাল লাগল।
ধন্যবাদ আর শুভকামনা।
২১|  ১৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:৫৭
১৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:৫৭
চাঁদগাজী বলেছেন: 
ভালোবাসার বায়োলজী
  ১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:৫৭
১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:৫৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
২২|  ১৭ ই অক্টোবর, ২০১৬  সকাল ৮:০৪
১৭ ই অক্টোবর, ২০১৬  সকাল ৮:০৪
ডঃ এম এ আলী বলেছেন: 
মৃন্ময়ী থেকে আনন্দময়ীর রূপদান পর্বে যদিও পরেছে ইতি , আলো-সানাই আর ঢাকের রোয়াবে পুরুষ-শিশু-কিশোরদের প্রাণে  বিসর্জনের পরেও  এখনো শারদীয় দুর্গোত্সবের আনন্দ শিহরণ লেগেই আছে , দাদাও নিশ্চয়ই যায়নি বাদ এ থেকে । 
শারীরিক অস্তিত্বরেখায় যে পৌনঃপৌণিক ছন্দোবোধনে অস্ফুট স্বর ধ্বনি-প্রতিধ্বনিত হয়ছে তা আসলেই  এক 
অবরুদ্ধতাজনিতঃ নিঃস্বরন। তা হতে পারে আসক্তি সংসর্গ কিংবা বিসর্জন । 
ধন্যবাদ একটি সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেয়ার জন্য । 
  ১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:৫৮
১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:৫৮
বিজন রয় বলেছেন: জীবনের সর্বশেষ কথা হলো বিসর্জন।
সুন্দর মন্তব্য।
২৩|  ১৯ শে অক্টোবর, ২০১৬  ভোর ৪:১১
১৯ শে অক্টোবর, ২০১৬  ভোর ৪:১১
জেন রসি বলেছেন: বিমূর্ত কোন কিছু অবরুদ্ধ হয়ে থাকলে তার একটা প্রকাশের  মূর্ত মাধ্যম দরকার হয়। 
  ০১ লা নভেম্বর, ২০১৬  সকাল ৯:২৬
০১ লা নভেম্বর, ২০১৬  সকাল ৯:২৬
বিজন রয় বলেছেন: উত্তর দেরীতে হলো। 
কোন সমস্যা নেই তো!!!!
শুভকামনা।
২৪|  ০৩ রা নভেম্বর, ২০১৬  ভোর ৪:২২
০৩ রা নভেম্বর, ২০১৬  ভোর ৪:২২
কবীর বলেছেন: দারুন লিখেছেন।
  ০৭ ই নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৩৪
০৭ ই নভেম্বর, ২০১৬  বিকাল ৪:৩৪
বিজন রয় বলেছেন: দারুন লিখেছি!!
ভালো তো!!
ধন্যবাদ শাহরিয়ার।
২৫|  ০৮ ই নভেম্বর, ২০১৬  বিকাল ৪:০৬
০৮ ই নভেম্বর, ২০১৬  বিকাল ৪:০৬
চঞ্চল হরিণী বলেছেন: ভালো লাগার মতই একটি কবিতা।  " মোহ, আসক্তি, সংসর্গ এই বিষয়গুলো আমাকে খুব টানে। প্রেমে জর্জরিত হওয়া একটি সাবলিল ব্যাপার, আমি চাই সবাই তা হোক, কিন্ত কবিদের মতো সৎ পথে।" আপনার এই কথাটা খুব ভালো লাগলো। আমিও এমন চাই। টাইপো পৌনঃপৌণিক< পৌনঃপুনিক
  ২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৬
২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৬
বিজন রয় বলেছেন: অনেক আগেই আপনার এই মন্তব্যটি দেখেছিলাম। কিন্তু ব্যস্ততার জন্য কথা বলতে পারিনি।
আপনার এই কথাটা খুব ভালো লাগলো। আমিও এমন চাই।
আপনার এই কথাগুলির আরো একটু ব্যখ্যা দাবী করছি, যদি কিছু মনে না করেন।
বানানটি বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা।
২৬|  ১১ ই নভেম্বর, ২০১৬  রাত ১:০৬
১১ ই নভেম্বর, ২০১৬  রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন: 
কোথায় আপনি, আবার কি হলো?
  ২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:৪০
২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:৪০
বিজন রয় বলেছেন: এই যে এলাম।
একটু ব্যস্ত ছিলাম।
২৭|  ১১ ই নভেম্বর, ২০১৬  বিকাল ৪:১৭
১১ ই নভেম্বর, ২০১৬  বিকাল ৪:১৭
গেম চেঞ্জার বলেছেন: বেশ ভালই!
  ২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:৪৮
২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:৪৮
বিজন রয় বলেছেন: চলনসই!!
২৮|  ১৬ ই নভেম্বর, ২০১৬  ভোর ৬:৩২
১৬ ই নভেম্বর, ২০১৬  ভোর ৬:৩২
শাব্দিক হিমু বলেছেন: শারীরিক অস্তিত্বরেখায়
যে পৌনঃপৌণিক ছন্দোবোধনে
অস্ফুট স্বর ধ্বনি-প্রতিধ্বনিত হয়
তা বােধ করি এক 
অবরুদ্ধতাজনিতঃ নিঃস্বরন । - বেশ বলেছেন কবি। ভালো লাগলো।
  ২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:৫২
২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:৫২
বিজন রয় বলেছেন: আপনার ভাল লাগায় প্রীত হলাম।
ভাল থাকুন।
২৯|  ১৭ ই নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৪
১৭ ই নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৪
বিদ্যুৎ আকন্দ জামালপুরী বলেছেন: অসাধারণ হইছে....।
  ২০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:১৪
২০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:১৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।
ভাল থাকুন।
৩০|  ২১ শে নভেম্বর, ২০১৬  রাত ২:১৪
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ২:১৪
চঞ্চল হরিণী বলেছেন: আসলেই অনেক দেরিতে দিয়েছেন, আমি তো বারবার এসে দেখে যেতাম। যাক, কি ব্যাখ্যা দিবো বুঝতে পারছিনা। ২ নং কমেন্টের প্রতিউত্তরে আপনি যে কথাগুলো বলেছেন, আমি সেগুলোই এখানে বলেছি। আমারও ভালো লাগে, তাই বলেছি। আর কি ব্যাখ্যা দেবো! আপনাকে আমার " তুই আসবি" এবং " ঠাণ্ডা চা" লেখা দুটি পড়ে দেখার অনুরোধ রইলো।
  ২৩ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:০০
২৩ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:০০
বিজন রয় বলেছেন: ভাল লাগা আর ভাল লাগানোর মধ্যে পার্থক্য আছে বৈকি!
আপনার লেখা পড়বো।
আবার আমার এখানে আসার জন্য ধন্যবাদ।
বার বার খোঁজ নিয়েছেন জেনে ভাল লাগল।
কথা হবে..............
৩১|  ২৩ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৫:৪৫
২৩ শে নভেম্বর, ২০১৬  বিকাল ৫:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: 
সেই মুখে মুখ , চিবুকে চিবুক
তাকি ভুলা যায় , এই তো সেই
আবাস যেথায় সুখ  করে বাস 
মনে হয় নতুন লিখার আভাষ ।
শুভেচ্ছা রইল
  ২৪ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৮
২৪ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৩৮
বিজন রয় বলেছেন: হা হা হা
পূর্বাভাস পাচ্ছেন বটে!
কথা হবে তাহলে।
৩২|  ২৪ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২১
২৪ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২১
সুপান্থ সুরাহী বলেছেন: আপনার কবিতা পড়লাম। ভালোলাগা জানালাম।
  ৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৩৬
৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৩৬
বিজন রয় বলেছেন: আপনাকে পাওয়া খুব মুশকিল।
একটু বেশি বেশি ব্লগে আসতে পারেন না?
ভাল থাকেন।
৩৩|  ২৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:৪০
২৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:৪০
অদৃশ্য বলেছেন: 
দীর্ঘ কথা বলবার সুযোগ কই?... আপনাকেতো ইদানিং খুঁজেই পাওয়া যায়না... ব্যস্ততার কারনে নিয়মিত হতে পারছিনা, সামনে কথা হবে...
শুভকামনা...
  ৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৩৯
৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৩৯
বিজন রয় বলেছেন: এই তো চলে এলাম।
এখন থেকে আবার পাবেন নিয়মিত।
আসলেই অনেক ব্যস্ত থাকতে হয়।
সামুর গতি ছিল না তাই আমারও গতি ছিল না।
সামুর গতি হয়েছে, আমারো গতি হলো।
অনেক অনেক ধন্যবাদ অদৃশ্যকে, কবিকে।
৩৪|  ৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:০৮
৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:০৮
ঋতো আহমেদ বলেছেন: প্রেমমন্ডিতঃ, পৌনঃপুনিক, অবরুদ্ধতাজনিতঃ, নিঃস্বরন.. কাছাকাছি এতগুলো বিসর্গ (ঃ) সম্বলিত শব্দ সত্যিই লক্ষণীয়। কবিতায় ভাল লাগা রইল।
  ৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:১১
৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:১১
বিজন রয় বলেছেন: আপনার দেখার চোখ আছে বটে! আর বিসর্গের মূল্যও আছে বৈকি।
পিছনে এসে কথা বলার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা।
৩৫|  ১৬ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১২:৩৪
১৬ ই ডিসেম্বর, ২০১৬  রাত ১২:৩৪
আলপনা তালুকদার বলেছেন: খুব সুন্দর। ভাল লাগলো।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৫৮
১৯ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আমার এখানে কথা বলার জন্য।
ভাল থাকুন।
৩৬|  ২৯ শে মে, ২০১৭  বিকাল ৫:৪০
২৯ শে মে, ২০১৭  বিকাল ৫:৪০
নক্ষত্র নীড় বলেছেন: পাল্টে দিলুম।সরেজমিন সফরের জন্য ধন্যবাদ।
  ৩০ শে মে, ২০১৭  সকাল ১০:২৭
৩০ শে মে, ২০১৭  সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: হা হা হা ..........
কোন দরকার ছিল না। বরং আমি খুশিই হয়েছিলাম।
ধন্যবাদ।
৩৭|  ৩০ শে মে, ২০১৭  সকাল ১১:২৭
৩০ শে মে, ২০১৭  সকাল ১১:২৭
নক্ষত্র নীড় বলেছেন: আমিও খুশী হয়েছিলাম সমিল সংবাদে।অজান্তে এই প্রাপ্তি হলো। এ আনন্দযোগ উধাও হবে না।
  ৩০ শে মে, ২০১৭  সকাল ১১:৫৩
৩০ শে মে, ২০১৭  সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।
সাথে থাকুন।
৩৮|  ৩০ শে মে, ২০১৭  দুপুর ১২:০৯
৩০ শে মে, ২০১৭  দুপুর ১২:০৯
নক্ষত্র নীড় বলেছেন: নিশ্চয়ই।
  ৩০ শে মে, ২০১৭  দুপুর ১২:৪০
৩০ শে মে, ২০১৭  দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: অনেকেই আছেন, যারা ব্লগে আসেন, এসে অনেক উৎসাহ নিয়ে ব্লগিং করেন। তারপর একদিন উৎসাহ হারিয়ে ব্লগ থেকে নিজেও হারিয়ে যান। সেজন্য বলেছিলাম সাথে থাকুন।
আপনি যদি পুরানো কোন ব্লগার হন তো নিশ্চয়ই সেটা জানেন।
আপনার নিকটি ভাল হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৪২
০৪ ঠা অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৪২
নেক্সাস বলেছেন: দারুন ও অন্যরকম কবিতা