নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

একটি মেরুন রঙের কবিতায় হৃদয়ের সংমিশ্রণ

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২০



যাহাই বলি না কেন, কবিতার অস্তিত্ব হতে পারে
স্নায়ুবিক, হৃদয়স্পর্শী, অতলস্পর্শী।

এই যেমন..............
“কুয়াশারাত্রির গীতল হাওয়ায়
যুগল পায়ে হেঁটে হেঁটে
জ্যোৎস্নাতলে ভিজে ভিজে
দ্বৈত অবয়বে মূদ্রিত হই”
.................. কবিতার নিষ্পাপ সম্ভাষণ।

কবিতা হৃদয়ে থাকে না, রঙে থাকে না
যারা মানুষ, তারা কবিতা খুঁজে পায় না।

মানুষ আর কবির পার্থক্য কি??

মানুষ স্নায়ুর চাপে ভােগে, কবি ভােগে না।
মানুষের হৃদয় স্পর্শ পায়, কবির পায় না।
মানুষ আবেগতাড়িত হয়, কবি হয় না।
মানুষ শাস্তি পায় না, কবি পায়।

কবির হৃদয়ে আলো থাকে, মানুষের থাকে না।
আলোতেই কবিতা থাকে স্বয়ং, অমানুষে নয়।

কবিতা কখনো কখনো মেরুন হতে পারে, কিন্তু সবসময় সর্বেসর্বা!!


মন্তব্য ১১০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

সুমন কর বলেছেন: শুরুটা ভালো হয়েছিল। পরে কিন্তু মোটামুটি লাগল ! অনেক দিন পর, লেখা দিলেন।
ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: সুমনদা!

অনেক পর লেখা দিলেও ব্লগে ছিলাম কম-বেশি। আসলে সামুর গতি ছিলনা, এখন একটু গতি পাই।

এটি একটি নিরস কবিতা।
শুরুর অনুধাবন শেষে সংমিশ্রণ করা হয়েছে।
এই কবিতায় ভাবের চেয়ে বক্তব্য বেশি।

আশা করি বুঝাতে পেরেছি।
সাথে থাকুন।

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে। অনেক দিন পরে আপনার লেখা পেয়ে ভাল লাগল

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: আমাকে মনে রেখেছেন জেনে ভাল লাগল।
আর কবিতা ভাললাগায় কৃতজ্ঞ।

মানুষ, কবি আর কবিতা সব একই শুধু অমানুষ ছাড়া।

ধন্যবাদ আর শুভকামনা।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল। একটু ভিন্ন। তবে 'গীতল' টা কি শীতল হবে?

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

বিজন রয় বলেছেন: আবার আপনাকে দেখে সুখি হলাম।

হা হা হা .....

না না........ 'গীতল"..... গীতলই। গান থেকে গীতল।

ধন্যবাদ একটি প্রশ্ন করার জন্য।

আশিস রইল।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০১

আহা রুবন বলেছেন: ‌আমার কাছে বেশ লেগেছ।

আর দাদা কাটা ডুমুর ফলের ছবিগুলোও ভাল! :-/

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: আসলে ভাললাগার সীমানার কোন শেষ নেই। আমাদের মানুষের মন বড়ই বিচিত্র।

আপনার ভাল লেগেছে, যা আমাকে সামনে চলতে বাধ্য করবে।

আমরা এভাবেই সকলেই ভাল মধ্যে থাকতে চাই।

আশাকরি কবি ও কবিতা আমার সেই পথ দেখাতে পারে!

ধন্যবাদ রুবন।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

ধ্রুবক আলো বলেছেন: অসাধারন, সুন্দর, চমৎকার, কঠিন লেখনি.,, ++++
খুব ভালো লাগলো পড়ে.,
মাঝে মাঝে খুব ব্যাস্ত থাকি তাই আপনার সহ আরও কয়েকজন ভাই বোন আছেন যাদের লেখা চটজলদি পড়ার সময় পাইনা, তবুও যখনই সময় পাই পড়ি। ভালো লেখা পড়ার অনুভূতি আলাদা।
অনেক শুভ কামনা রইলো.,,,,,,

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: প্রেরণদায়ক কথামালা। ভাল লাগল।

ব্যস্ত সময়ের মাঝেও আমরা যদি পরস্পরের এই অদৃশ্য সান্নিধ্য পাই তো অবশ্য ভাল লাগে।

এই সামান্য কবিতাটির যে প্রশাংসা করেছেন তাতে আমি অবশ্যই আপ্লুত।

অনেক অনেক ধন্যবাদ আলো।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

ধ্রুবক আলো বলেছেন: মানুষ স্নায়ুর চাপে ভােগে, কবি ভােগে না। এই লাইনটায় ভোগে শব্দটা একটু ঠিক করে নিন, বাংলা কিবোর্ডে মাঝে মাঝে সমমস্যা হয়

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: মানুষ স্নায়ুর চাপে ভােগে, কবি ভােগে না

........ ঠিক সমস্যাটি কোথায় ধরতে পারিনি, যদি আর একবার হেল্প করতেন!

ধন্যবাদ।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

কানিজ ফাতেমা বলেছেন: //কবিতার অস্তিত্ব হতে পারে
স্নায়ুবিক, হৃদয়স্পর্শী, অতলস্পর্শী।//

মেরুর রঙের কবিতায় মেরুন ভাললাগা । শুভ কামনা রইল ।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: আপনাকে দেখে ভাল লাগল।

কবিতার ভিতরের প্রলেপ দেখতে চেয়েছি, কবির হৃদয়ের রঙ দিয়ে।
মানুষ এখানে গৌণ।

মানুষের হৃদয়ে কবিতার স্থান কবির অনেক নিচে।

অনেত অনেক শুভকামনা আপনাকে।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষ আর কবির পার্থক্য কি??

জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয়।
আর যারা এই জীবন থেকে নেওয়া কিছু কথার কবিতায় রুপান্তর করে পারে তারাই হলেন কবি।
(ব্যক্তিগত ভাবনা ভুলও হতে পারে) আর বলা হয়ে থাকে , কবিরা হল জাতির বিবেগ।

মানুষ সৃষ্টির সেরা এর সংজ্ঞা এতুটুকু জানা আছে কিন্তু তার কাজে-কর্মের মাধ্যমে তার অন্য সংজ্ঞা হতে পারে !!


এক মানুষের দুই রুপ কিন্তু সঠিক উত্তর কি তা জানা নাই।দাদা জানাবেন প্লিজ।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

বিজন রয় বলেছেন: .................................
জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয়।

প্রথমত তাই, কিন্তু দ্বিতীয় প্রথমতঃ কবিতা থেকে কখনো কখনো জীবন বদলে দিতে পারে। তখনই কবিতা থেকে জীবন হতে হতে পারে। তবে কবিতা থেকে জীবনের জন্ম অবশ্যই নয়।

কবিতা তো মানুষকে হাসাতে, কাঁদাতে, ভাললাগাতে পারে, তাই ন!!

মানুষ সৃষ্টির সেরা

এই সেরা সৃষ্টির একটি রূপ হলো কবিসত্ত্বা। তবে কিছু কিছু মানুষ কবি হতে পারে কিন্ত সব মানুষ নয়। কিন্তু কোন অমানুষ কবি হকে পারে না।

এক মানুষের দুই রুপ

এক মানুষের দুই রুপ কেন, বিভিন্ন রূপ হতে পারে।
কিন্তু কবির রূপ শুধু একটাই। তাই কবির কাছে মানুষের রূপ খুঁজতে চাওয়া মুশকিল। কবির হৃদয় কোমল আর সংবেদনশীল। তবে সব ভাল মানুষেরা কবিদের দলে। আমরা যখন কবিতা পড়ি, এবং আমরা যদি সেই কবিতার ভিতর ডুবে যাই তো আমরাও তো কবি হয়ে উঠি। কবি হলো ঈশ্বরের দেবশিশু।

কোন অমানুষ কবিতা পড়ে না, তাই সে কখনো কবি হতে পারে না।

এখানেই এক মানুষের দুই রূপ কেন তার উত্তর লুকিয়ে আছে।

অনেক ধন্যবাদ শাহরিয়ার।


৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

এই আমি রবীন বলেছেন: বাপরে!
"সুমন কর বলেছেন: শুরুটা ভালো হয়েছিল। পরে কিন্তু মোটামুটি লাগল !"
"কবি বলেছেন: এটি একটি নিরস কবিতা।"

কবিতা কখনো কখনো মেরুন হতে পারে, কিন্তু সবসময় সর্বেসর্বা!! -< আমার তো দাত ভাঙ্গার জোগাড়! কবি সিগারেট টেনে একগাল ধোঁয়া ছাড়লে, সেটা কুন্ডলী পাকিয়ে পাকিয়ে আকাশে উঠতে থাকলে সেটাও কি একটা কবিতা হবে ?

অপ্রাসঙ্গিক হলে মার্জনা করবেন।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: হা হা হা হা ............
আপনাকে আমি অনেক দিন ধরেই চিনি-জানি। তাই আপনার কথার টোন প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক সেটা আমার সহজেই বোধগম্য, তাই অত সংকুচিত না হওয়ার অনুরোধ থাকল।

কবিতাটি মন দিয়ে পড়েছেন সেজন্য কৃতজ্ঞ।

ক'দিন আগে ফিদেল ক্যাস্ট্রো মারা গিয়েছেন, আরো একজন ছিলেন চে' গুয়েভারা। তো চে'র মুখে সিগারেট টানতে আমরা ছবিতে দেখেছি। বিপ্লবী চে'র মুখে সিগারেট টানতে দেখা আপনার হৃদয়কে দোলা দেয় কিনা, দোলা দিলে সেটা কবিতা।

সিগারেট টেনে একগাল ধোঁয়া ছাড়ার দৃশ্য আপনাকে স্পর্শ করলে সেটা কবিতা, আর ওই ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে আকাশে উঠতে দেখা কবিতার সৌন্দর্য। এখন আপনি কোন চোখে দেখবেন সেটার উপর নির্ভর করছে সবকিছু। এখানেই কবি আর মানুষের মধ্যে পার্থক্য।

মনে রাখবেন, অনেকের কাছে, সঙ্গম শেষে প্রেমিকা সিগারেটের ফিল্টার হয়ে যায়।

আশাকরি বোঝাতে পেরেছি।

ধন্যবাদ পুরানো ব্লগার।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

“কুয়াশারাত্রির গীতল হাওয়ায়
যুগল পায়ে হেঁটে হেঁটে
জ্যোৎস্নাতলে ভিজে ভিজে
দ্বৈত অবয়বে মূদ্রিত হই”


বাহ! নিষ্পাপ প্রকাশ বটে। হিম হিম আমেজ পেলাম এ চার লাইনে। কবিতার বাস্তবিকতায় মুগ্ধ হয়েছি। কবি আর কবিতার স্তুতিরূপ ভালই লাগল। প্লাস ++

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: এই কবিতায় 'ওইটুকুই' কবিতামাত্রার দ্রবণ।
বাকিসব সংঘর্ষ।

কবি-কবিতায় আর মানুষ-অমানুষের সংমিশ্রণ।

আপনার কথামালা আমার হৃদয়ের প্রান্তরেখা ছুঁয়েছে। আপনি মুগ্ধ হলে আমি আবশ্যই বিমুগ্ধ।
এভাবেই অবিচল থাকুক আমাদের পথচলা মসৃণ আর সাবলিল।

ভাল থাকুন ডানা।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

এই আমি রবীন বলেছেন: "আপনাকে আমি অনেক দিন ধরেই চিনি-জানি।" আমার ব্লগে ফিরে আসা কিন্তু খুব সাম্প্রতিক কময়ে, হয়তো বা গত মাসে ।
আর আপনার ব্লগের আয়ু ১ বছর ১০ মাস !
কবির এক মুখী প্রেম নয়তো?

"অনেকের কাছে, সঙ্গম শেষে প্রেমিকা সিগারেটের ফিল্টার হয়ে যায়।" পাখির ঝাকে গুলি ছোড়া বাদ দিয়ে বলুন আপনার প্রেমিকাও কি আপনার কাছে সিগারেটের ফিল্টার হয়ে যায়? :P B-)

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

বিজন রয় বলেছেন: কবির প্রেম কখনো একমুখী হয় না। হয় উর্ধমুখী।

হা হা হা .............. আমি তো সিগারেট টানিনা, তাই ওই অভিজ্ঞতা আমার নেই।

তা আপনি এত দিন কোথায় ছিলেন?

১২| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

ধ্রুবক আলো বলেছেন: ভােগে &lt; ভোগে হবে । না হয় আমার স্ক্রীনে ভুল দেখাচ্ছে, ভাই যদি আমার ভুল হয় প্লিজ ভাই রাগ করবেন না। যতটুকু বুঝি ততটুকুই বলছি!

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

বিজন রয় বলেছেন: আরে কি বলেন!! এতে রাগের তো কিছু নেই। ভুল ধরলে আমি বরং অনেক খুশি হই।

তবে ওই লাইনে ঠিক আছে, আমার এখানে অন্য কিছু দেখতে পাচ্ছি না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সাথে থাকেন সবসময়।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

এই আমি রবীন বলেছেন: যার মন যা, ফালদি উঠে তা।
অভিজ্ঞতা নেই তো শেয়ার করলেন ক্যামনে?

একমুখী মানে নীচ মুখী বা পার্শ্ব মুখী হয় জানতাম না।

সময়াভাবে লিখা হয়না এই যা!

আপনিও নিয়মিত লিখুন। ভাল থাকবেন।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: হা হা হা হা ...........
মনে রাখবেন, অনেকের কাছে, সঙ্গম শেষে প্রেমিকা সিগারেটের ফিল্টার হয়ে যায়।

আপনি মনে হয় এই লাইনটির মর্মকথা ধরতে পারেননি অথবা আমি বোঝাতে পারিনি।

আমি তো আপনার বা আমার ব্যক্তিপর্যায় নিয়ে ওই কথা বলিনি। আপনি কবিতার দৃষ্টিকোন থেকে জিজ্ঞেস করেছিলেন, আমিও সেভাবেই বলেছি।

আমি বলতে চেয়েছি, অনেক সময় প্রেমিকার সাথে অন্যায় আচরন করা হয় সেটা কোন কবিতা হতে পারে না।

অভিজ্ঞতা নেই তো শেয়ার করলেন ক্যামনে?

হা হা হা ... আবার না হেসে পারলাম না।
সবকিছু বলতে কি অভিজ্ঞতা লাগে। বোধ, কল্পনা থেকেও তো কবি-লেখরা অনেক কিছু বলে বা লিখে থাকেন।

যাই হোক, আপনি সুখে থাকেন।
আপনার জন্য শুভকামনা রইল, আবার কথা হোক।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

মনিরা সুলতানা বলেছেন: কবির হৃদয়ে আলো থাকে!!!!
বাহ! কি চমৎকার কথকতা।

ভালোলেগেছে :)

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

বিজন রয় বলেছেন: সেই আলোতে কবিতা প্রস্ফুটিত হয়। সেই কবিতায় মানুষ কবি হয়, নিষ্পাপ হয়।

আসুন নেই আলোতে সবাই হৃদয়ের ব্ন্ধনে মিলিত হই।
কবিতার সুবাস ছড়িয়ে পড়ুক সবখানে।

অনেক অনেক ধন্যবাদ মনিরা আপা।
ভাল থাকুন।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

জেন রসি বলেছেন: কবিদের স্নায়বিক চাপ মানুষের চেয়ে বেশী থাকে মনে হয়! আরোপিত চেতনাও থাকে! :P

অনেকদিন পর কবিতা দিলেন। পড়তে ভালো লেগেছে। কেমন আছেন?

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: যেহেতু কবিরা সৃষ্টিশীল, যেহেতু কবিদের সৃষ্টির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিস্তৃতিলাভ করে, সেহেতু কবিদের দ্বায়বদ্ধতা অপরিসীম। কবিদের ভুল করলে মানুষের ক্ষতি, কিন্তু মানুষ ভুল করলে কবিরা তা সুধরে নিতে পারে।

অনেক দিন পর তাই, না!!!

আমি ভাল আছি ইদানিং কিন্তু মাঝের সময়টায় ছিলাম কিছুটা অন্যমাত্রায়।

জেন রসি নিকটা কিভাবে সৃষ্টি হলো??

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: “কুয়াশারাত্রির গীতল হাওয়ায় = গীতল কি শীতল হবার কথা ছিল ;)
না থাকলে গীতলে মানেটুকু বুঝতে চাই! :)

কবিতারা রঙধনু! সকল রঙের মিলনেই কাব্য নয়?

যখন যেখানে যেমন :)

+++++

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: তিন নম্বরে বলে দিয়েছি তো।

শীতল হবে না। গীতলই হবে। গীত থেকেই গীতল।
বাতাস যেন গানের মতোই।

কবিতারা অবশ্যই অনেক কিছুর সংমিশ্রণ।
কখনো মৌলিক, কখনো যৌগিক।

ভাল লাগল অগ্রজ।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



কবিতার শরীরি অস্তিত্ব থাকে বটে কিন্তু প্রানভোমরা থাকে পাঠকের মনের গভীরে "অনুভব" নামের কৌটোয় । তাই স্নায়ুবিক, হৃদয়স্পর্শী, অতলস্পর্শী ; এগুলো পাঠকের এখতিয়ার, কবির নয় । কবি হৃদয় দিয়ে লেখেন হয়তো তবে তার আঁচ কিন্তু মেপে দেখেন পাঠকেরা । কবির হৃদয়ের আলো কতো ভোল্টের তা শুধু কবিতা যারা পড়েন তারাই বোঝেন । সে কবিতা মেরুন হোক কিম্বা সবুজাভ ।
যেমন এই কবিতাটি মেরুন । মেরুন কোনও একাকী রঙ নয় । একাধিক রঙের অবয়বে মূদ্রিত । তাই একাধিক ভাবও এখানে ফুঁটে উঠেছে ।

সুমন কর এর সাথে একমত ।
অনেকদিন পরে ।
শুভেচ্ছান্তে ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

বিজন রয় বলেছেন: এই জন্যই তো সংমিশ্রণ কথাটি এসেছে।

মেরুন একাকী নয়, কবিও একাকী নয়।

পাঠকের মনের কৌটোয় যতই অনুভব থাকুক না কেন, যতই পাঠক আঁচ মেপে দেখে না কেন, কলকাঠি তো কবির হাতেই?
কবি যদি আচ্ছামতো ঘা না মরে তো পাঠক জাগবে কি করে বলুন। কবিতা সম্পর্কে পাঠকের মনে যে মানদন্ড তৈরী হয় তার রূপকার কে বলুন, অবশ্যই কবি স্বয়ং, আলোতে যার বাস। কবিতা প্রথমত সবার জন্য কিন্ত কবিতার বাস্তব রূপ কজনের নিকট পৌঁছাতে পারে বলুন দিকি!!

হৃদয়ের অবিচল দোলাচলে কবি-কবিতা, মানুষ-অমানুষের এই যে সংমিশ্রণ এটা বড় অদ্ভূত।
তবে শরৎ চন্দ্রের পাঠক আর রবীন্দ্রনাথের পাঠক সবসময় এক নয়।

হা হা হা ..........
বেশি বললুম নাকি!!

যেমন এই কবিতাটি মেরুন । মেরুন কোনও একাকী রঙ নয় । একাধিক রঙের অবয়বে মূদ্রিত । তাই একাধিক ভাবও এখানে ফুঁটে উঠেছে

আপনার বলা এই কথাগুলোতে আমি বিস্মিত, ভাবছি আপনি কত বড় বিচক্ষণ আর অন্তরদর্শী্
স্যালুট!
স্যালুট।।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: মানুষ স্নায়ুর চাপে ভােগে, কবি ভােগে না।
মানুষের হৃদয় স্পর্শ পায়, কবির পায় না।
মানুষ আবেগতাড়িত হয়, কবি হয় না।
মানুষ শাস্তি পায় না, কবি পায়।


খুব ভালো লাগল কাব্য কথা মালা।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

বিজন রয় বলেছেন: আপনিও তো কবি। ব্লগের অন্যতম ক্ষুরধার কবি।

এই জন্য আমরা ভাল না, আপনি ভাল মানুষ।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতি উত্তর জন্য ধন্যবাদ।

কবির হৃদয়ে আলো থাকে, মানুষের থাকে না।
আপনার প্রশ্ন এবং তার উত্তর আপনি নিজেই দিয়েছেন লেখার মধ্যে।
আরো একটু বিস্তারিত জানার জন্য প্রশ্ন করা ।

ভালো থাকুন।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

বিজন রয় বলেছেন: আমার প্রতিউত্তর আপনাকে তুষ্ট করতে পারলে আমি ধন্য।

এখন আবার নিজেই তা উপলব্ধি করেছেন দেখে ভাল লাগল।
তবে আমাকে যদি কেউ প্রশ্ন ও সমালোচনা করে আমি তার উপরই সবচেয়ে খুশি হ্ই।

আবার আসার জন্য এবং সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

২০| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

শরতের ছবি বলেছেন:


কবির হৃদয়ে আলো থাকে, মানুষের থাকে না
আলোতেই কবিতা থাকে স্বয়ং, অমানুষে নয়। ----আপনার কথায় আমি একমত। অনেক দিন পর আপনার পোস্ট দেখতে পেয়ে ভাল লাগছে।

মানুষ চোখ দিয়ে দেখে
আর ,
কবিরা মন দিয়ে দেখে ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন:
মানুষ চোখ দিয়ে দেখে
আর ,
কবিরা মন দিয়ে দেখে ।


না না, ঠিক হলো না।

মানুষ মন দিয়ে দেখে আর কবি চোখ দিয়ে দেখে। কেনন, মনের চেয়ে চোখ বেশি সত্যি ও খাঁটি।
মন ভুল করতে পারে, কিন্তু চোখের ভুল হয় না।

ধন্যবাদ শরত।

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪৭

গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই আলোতেই কবিতা থাকে । দারুণ সুন্দর লিখেছেন ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

বিজন রয় বলেছেন: আপনিও আসেন, আমাদের দলে সেই আলোতে। যে আলোতে কবির কবিতা সুন্দর হয়ে ওঠে।

আপনিও ভাল কবিতা লেখেন।

শুভকামনা রইল।

২২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন: দাদার অসাধারণ কবিতা । এটা পাঠে অনুভবে আসে কত কথা । কবিতা পাঠে মনে হল করা যায় এর বর্ণনা কত না অভিধায় । কবিতা কত রকমই না হতে পারে জানা গেলো কখনো মেরুন, কখনো বা সর্বেসর্বা, কবিতা পাঠে মানুষ আবেগতাড়িত হয়, কবি হয় না মানুষ শাস্তি পায় না, কবি পায় কি দারুন কথা । তাইতো শত চেষ্টা করেও কবি হতে পারলামনা । কবিতা লিখবো বলে কত রাত জেগেছি, কবিতা কি আর লিখতে পেরেছি ? ,কয়েকটা নষ্ট শব্দ ছাড়া আদৌ কি তা কবিতা হয়েছে । কয়েকটা নষ্ট শব্দের ঢাক ঢোলে বাজিয়ে কান ঝালাপালা করে দিয়েছি শুধু পাঠকের , আর হারাম করে নিয়েছি নিজেরই রাতের ঘুম, কয়েকটি শব্দকে উল্টা পালটা সাজিয়ে নিয়েছি কবি হওয়ার ফাঁপড়। ফুলের বর্ণমালা আর কিছু ছবি দিয়ে অকাতরে সাজাতে চেয়েছি বিস্তর পথ, হাজার বর্ণমালা একত্রে সাজিয়ে ভেবেছি একদিন নিশ্চয় কবি হয়ে যাবো, হয়তো ভাবতে ভাবতে কোন একদিন কাঙ্ক্ষিত কবিতার দেখা খুঁজে পাবোই । কিন্তু পেয়েছি কি ? কবিতা লিখবো বলে যেন হাজার বছর ধরে হেঁটে হেঁটে এসেছি শেষ সীমানায়, এতটাই ভুল পথে হেঁটে এসেছি একটাও কবিতা লেখা হয় নাই। আমার কাব্যের বিষাক্ত শব্দগুলো জোর করে পাঠকের অন্ননালীতে গিলিয়ে দিয়েছি আস্তাকুড়ে পরে থাকা শব্দের কবি হয়ে উল্লাসে মেতেছি বেহুদাই । কবি আর কবিতা নিয়ে দাদার লিখা কথামালা নীজের আকরে ধরে নিয়ে বলে দিলাম নীজেরই কথা , এখানেই কবিতার স্বার্থকতা , কবিতার ভাবার্থে পাঠককে নিয়ে যায় নীজের মনের গভীরে ।
ধন্যবাদ সুন্দর স্বার্থক কবিতাটির জন্য ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: কি কথা আর রহিল বাকি!!

অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য্য নিয়ে, অনেক মনোযোগ দিয়ে এই এত কথা আমাকে উপহার দেওয়ার জন্য আমি আপ্লুত। এভাবে যদি কেউ সাথে থাকে তো সত্যি বিগলিত না হয়ে পারা যায় না।

আমার অশেষ, বিশেষ এবং পরম একজন হয়ে উঠেছেন আপনি।
আশা করি এটা অটুট থাকবে।

সামনের দিনগুলোতে আরো আরো কথা হতে থাকবে এভাবেই।

শুভকামনা সবসময়ের।

২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

অন্তু নীল বলেছেন:
"কবির হৃদয়ে আলো থাকে, মানুষের থাকে না।"

সুন্দর।

তবে কবিতা না লিখলেও মনেহয় ভালো মানুষরাও একেকজন কবি।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: আমি আসলে কবিতার মাধ্যমে আপনার বলা সেই ভাল মানুষদেরকেই ইঙ্গিত করেছি।

কবিতা লিখুক বা না লিখুক, কবিতা পড়ুক বা না পড়ুক সবাই ভাল মানুষ হয়ে থাকুক।
একামনা সবসময়ের।

আপনার উপলব্ধি আমার সহায়ক হয়ে রইল অন্তু।
ভাল থাকেন।

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

স্বৈতী ইসলাম বলেছেন: কবিতা কখনো কখনো মেরুন হতে পার।।।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: কবিতা কখনো কখনো নয়, সবসময়ের জন্যই অনেক ভাব, অনুভবের সংমিশ্রণ।

আপনাকে প্রথম দেখলাম আমার এখানে।
স্বাগতম ও শুভকামনা।

আবার কথা হবে।

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: সকল কবিই মানুষ, কিন্তু সকল মানুষ কবি নয় !

কবিরা হৃদয় খুলে দিতে পারে, কবিরা কল্পনার জগতে আদিপত্য করতে পারে, কবিরা চেনা মুখকে অচেনা করে দিতে পারে, যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, বিপ্লব ঘটিয়ে দিতে পারে !

কবিতায় ভাল লাগা ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

বিজন রয় বলেছেন: সকল কবিই মানুষ, কিন্তু সকল মানুষ কবি নয় ! গ্রেট!!

মনে পড়ে কবি তার সমভূমি শুধু শূন্য চিহ্ণ রেখে যায়, তবু কবি ঠিকই চিনে নেয় হৃদয়ের অসীম অবতল!! কবিতার ভিতর কবি যখন নিমজ্জিত হয় তখন ভাল মানুষ হওয়া ছাড়া আর তার কোন গতি থাকে না।

অপূর্ব!!!

আপনাকে সবসময় আমার এখানে দেখতে চাই।

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম। ভাল ছিলেন নিশ্চয়ই।

কবিতা পড়ার জন্য কৃতজ্ঞ।

অনেক ধন্যবাদ, সাথে থাকুন, শুভকামনা।

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কাব্যমালা ভালো লেগেছে!!!

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০

বিজন রয় বলেছেন: ইপ্সিমনি আপনি আমার এখানে।
বড়ই বড় ঘটনা এটি।

যাক, মান রেখেছেন।

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

কাবিল বলেছেন: মানুষ সোনা, কবি কষ্টিপাথর।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১

বিজন রয় বলেছেন: মানুষ বোকা, কবি মুখর।

ধন্যবাদ। অনেকদিন পর পেলাম।

২৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

ইমরান আল হাদী বলেছেন: আর একটি শব্দ নিয়ে নিলাম, "গীতল "।
কবিতার পাঠ লিখে নিলাম হৃদয়ে।
ধন্যবাদ দাদা।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

বিজন রয় বলেছেন: আপনি আজকাল কোথায় থাকেন বলেন তো!!

খুঁজে পাওয়া যায় না।
কি সুন্দর করে বললেন! হৃদয়ের গভীরতা স্পর্শ করে গেল।

শুভকামনা।

৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

নীলসায়র বলেছেন: কবিরাও মানুষ। কবিতার রঙ মেরুন। বাহ দারুণ!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

বিজন রয় বলেছেন: না না, মানুষরা কবি। কিন্তু সব মানুষ কবি না।

হা হা হা্
শুভসকাল।

আজ সকালে প্রথমে আপনাকে পেলাম।
এটার অনুভূতি অন্যরকম।

শুভকামনা সবসময়ের।

৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

সামিয়া বলেছেন: খুব সুন্দর,
নিজেকে কবি ভাবতে ইচ্ছে করছে।
+++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: নিজেকে কবি ভাবতে ইচ্ছে করুক। যত ইচ্ছে করুক।

মনে করে আমার এখানে আসার জন্য ধন্যবাদ সামিয়া।
শুভকামনা রইল।

৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

খায়রুল আহসান বলেছেন: কোন অমানুষ কবি হকে পারে না (৮ নং প্রতিমন্তব্য) -- ধ্রুব সত্য কথা।
উদ্ধৃতি চিহ্নের মাঝে কবিতার নিষ্পাপ সম্ভাষণটুকু ভাল লেগেছে। ব্যতিক্রমী শিরোনামটাও ভাল লেগেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

বিজন রয় বলেছেন: আপ্লুত!

উদ্ধৃতি চিহ্নের মাঝে কবিতার নিষ্পাপ সম্ভাষণ....... এটা নিয়ে শুধু আপনিই কথা বললেন, এবং আপনিই ধরতে পেরেছেন যে ওটা উদ্ধৃতি অংশ।

এই জন্যই আপনি আমার কাছে আলাদা একজন।

আপনার এই ভাললাগানো এবং হৃদয় পরিপূর্ণ করা কথাগুলো মর্মে মর্মে গেঁথে নিলাম।
জয় হোক কবিদের, জয় হোক ভাল মানুষদের।

৩৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


"মানুষ আর কবির পার্থক্য কি?? "

-ব্লগে কবিই বেশী ও কবিতা ব্লগের হৃদয় স্পন্দনের মতো। কবিরাই ঠিক করুক কবি ও মানুষের মাঝে পার্থক্য কি!

আমি ভেবে এসেছি, কবিরা সমাজের বিবেক, সাধারণ মানুষের থেকে তাঁদের অনুধাবন ক্ষমতা বেশী, তার চেয়েও বেশী প্রকাশের ক্ষমতা; তাঁরা মানুষের হৃদয়ের কথাকে ভাষা দেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

বিজন রয় বলেছেন: কবিতা ব্লগের হৃদয় স্পন্দনের মতো।

কবিরা সমাজের বিবেক, সাধারণ মানুষের থেকে তাঁদের অনুধাবন ক্ষমতা বেশী, তার চেয়েও বেশী প্রকাশের ক্ষমতা; তাঁরা মানুষের হৃদয়ের কথাকে ভাষা দেন।

এই যে, আপনি এত সুন্দর করে বললেন দার্শনিকের মতো। আপনার ভিতরে যে সারমর্মটুকু বিরাজ করে তা অনেকেই ধরতে পারে না। না পেরে আপনার পিছনে লাগে।

কিন্তু আমি আপনার ভিতর থেকে সেরাটাই বের করতে পারি।
এটাই আমার যোগ্যতা বলতে পারেন।

শুভকামনা।

৩৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩

এফ.কে আশিক বলেছেন: যাহাই বলি না কেন, কবিতার অস্তিত্ব হতে পারে
স্নায়ুবিক, হৃদয়স্পর্শী, অতলস্পর্শী।

এই যেমন..............
“কুয়াশারাত্রির গীতল হাওয়ায়
যুগল পায়ে হেঁটে হেঁটে
জ্যোৎস্নাতলে ভিজে ভিজে
দ্বৈত অবয়বে মূদ্রিত হই,

কবিতায় ভালো লাগা প্লাস... +++

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

বিজন রয় বলেছেন: আপনার আগমনে ধন্য হলাম।

কবিতা পড়া এবং ভাল লাগনোয় আপনাকে ধন্যবাদ।

আমাদের আসলে কবিতা আরো বেশি চর্চা করা উচিত।

সাথে থাকুন সবসময়।
শুভকামনা।

৩৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে কবিদের কত সুবিধা।
আফসোস কবি হইতে পারলাম না। B-)

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

বিজন রয় বলেছেন: আপনিও কবি। একজন সৃষ্টিশীল মানুষ মাত্রই কবি।

ব্লগে আপনি অনেক কিছুই সৃষ্টি করে থাকেন। তাই আপনিও কবি। প্রকাশভঙ্গি হয়তো শব্দে শব্দে নয়, তবুও।

আসুন আমরা সবাই কবি হয়ে ভাল মানুষ হয়ে উঠি।

শুভকামনা লিটন ভাই।

৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

জেন রসি বলেছেন: হঠাৎ মনে হইলো একটা আইডি খুলে ব্লগিং করি! নিক খুলে প্রথমে রসি নাম দিলাম। এইটা আমার নিক নেম। তারপর আগে পরে কিছু লাগানোর জন্য নাম খুঁজতেছিলাম। তখন জেন মেডিটেশন নিয়ে এক্সপেরিমেন্ট করতাম। তাই নামের আগের জেন লাগাইয়া দিলাম। হয়ে গেল জেন রসি নামক নিক! এই আরকি!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আপনার নিকের ইতিহাস জানানোর জন্য।

আমি অতশত ভাবিনি, নিজের নামেই নিক নিয়েছি।

তবে আপনি কিন্তু অসম্ভব প্রতিভাধর।
শুভকামনা রইল।

৩৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

অদৃশ্য বলেছেন:




অনেক কথা বলবার থাকলেও আপাতত একটি কথাই বলতে মন চাইছে, তা হলো... মানুষ ও কবির মাঝে পার্থক্য হলো, '' মানুষের দায় ও দায়িত্ববোধ আছে বা থাকতে হবে কিন্তু কবিদের সেসব থাকবার কোন প্রয়োজন নেই ( অনেক বিজ্ঞ ও কবি বা সাহিত্যিকের মতে )...

আপাতত এই বিষয়টা আমার ভেতরে সংকট তৈরি করেছে... আসলেই কি তাই! কবিদের কি কোন দায় দায়িত্ব থাকবার প্রয়োজন নেই!?... বেশ কিছুদিন যাবৎ এই ভাবনাটা বা প্রশ্নটা আমাকে অস্থির করে রেখেছে...

শুভকামনা...

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: আপনাকে পেয়ে ভাল লাগছে।
কয়েকদিন খুব ব্যস্ততা যাচ্ছে, তাই ব্লগে সময় দিতে পারছি না।

কথা হবে সামনের দিনগুলোতে সময় করে।
ভাল থাকুন সুস্থ থাকুন।

৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৫১

পলাশ রহমান বলেছেন: মানুষ আবেগতাড়িত হয়, কবি হয় না। :)

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: ধন্যবাদ পলাশ ভাই।

আমি ভাল মানুষদের সাথে কবিদের তুলনা করেছি মাত্র।

শুভকামনা রইল।

৩৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

আমি তুমি আমরা বলেছেন:


কবির হৃদয়ে আলো থাকে, মানুষের থাকে না।
আলোতেই কবিতা থাকে স্বয়ং, অমানুষে নয়।

তাহলে মানুষ আর কবির মিল কোথায়?

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: মিল হলো......... মানুষ মরণশীল আর কবি সৃষ্টিশীলআর অমর।

ধন্যবাদ ব্লগ ঐতিহাসিক।

৪০| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

রফিকুল জসিম বলেছেন: কিরে আমাকে চিনেন কী?

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: না, মনে পড়ছে না আপনাকে।

ধন্যবাদ।

৪১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৬

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: কবি আর মানুষের মাঝে পার্থক্য হল: সব কবিই মানুষ, কিন্তু সব মানুষই কবি না।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: সব কবিই মানুষ, কিন্তু সব মানুষই কবি না।

না, মানতে পারলাম।

মানুষের মধ্যে অমানুষও আছে।

ভাল থাকুন সুন্দর নিকের মানুষ।

৪২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

ডঃ এম এ আলী বলেছেন: নতুন কোন রং লেগেছে কিনা দেখতে এসেছিলাম ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: হা হা হা , আবার রঙ!!!!!

এই শীতকালে রঙ পাই কোথায়!!

তবে আপনার মনে সত্যিই রঙ আছে, রূপ আছে।

মনে করে খোঁজ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

৪৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ডঃ এম এ আলী বলেছেন: শুধু অআমার মনেই নয় , শীতের দিনের প্রকৃতিতেও থাকে অনেক রং, কিছু এখানে দিয়ে গেলাম
ধন্যবাদ ।


১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: এ যে ফুলে ফুলে ঢলে ঢলে, মরণ কি বা!

মনের সব রঙ উগরে দিলেন যে!!

৪৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

অরুনি মায়া অনু বলেছেন: কবিতা, কবি ও মানুষ নিয়ে সুন্দর ভাবনা। রোবট রা কিন্তু কবিতা লিখতে পারেনা। এটাও সত্য।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

বিজন রয় বলেছেন: তাহলে আমি রোবট নই ভাবতে পারি??

আমাদের সুন্দর ভাবনার মধ্যে আপনার আগমন আরো সুন্দর হয়ে উঠল।

শুভকামনা রইল।

৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

সিফটিপিন বলেছেন: কবিতা বুঝি কম।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

বিজন রয় বলেছেন: হা হা হা ... হাসালেন!!

সম্ভবত কবিতা ভালই বোঝেন।
যে বোঝে সে কম কথা বলেন, সেটা আমি জানি।

ধন্যবাদ ও শুভকামনা।

৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিই জানে তার কবিতার কি রূপ হবে, যেম প্রিয় জানে তার প্রিয়ার রূপ। পাঠক অামরাত পাঠে তৃপ্ত হই, নিজের মতো করে বুঝে স্বাদ নেই তেতু কিংবা পানসে হয়তোবা অমৃত সুধার ন্যায়।
কবিতাটি মন্তব্যঘর থেকে দেখে পড়া হল। ভাল লেগেছে তাই একটু লিখে গেলাম। ভাল থাকবেন কবি।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

বিজন রয় বলেছেন: অনেকদিন পর আপনাকে পেলাম।

অনেক ব্যস্ত থাকেন বুঝি আজকাল।

কবি আর কবিতা একে অপরের পরিপূরক নয়। কবিতা প্রকাশিত হলে সেটা অনেকটাই পাঠকেরই হয়ে যায়।

অনেক ভাল লাগল আপনাকে পেয়ে।
শুভকামনা রইল।

৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেশে ছুটিতে ছিলাম কয়েক মাস তখন ব্লগ দেখা হয়নি।এখন প্রায় সময়ই থাকি। তবে ব্লগে সেই মানুষগুলোকে দেখিনা যাদের দেখে সারাক্ষন ব্লগে পড়ে থাকতাম। তবে কয়দিন থেকে কয়েকজনকে দেখছি। ব্লগের আগের পরিবেশ ফিরে আসবে কিনা কে জানে ?তবে ব্লগ প্রিয় মানুষগুলো ঠিকি তাদের প্রিয় ব্লগটিকে ধরে থাকবেন।
আপনার জন্য ও শুভকামনা রইল।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: আবার আসার জন্য আপনাকে ধন্যবাদ অকৃত্রিম।

অনেক পুরানো ব্লগার আছেন যারা মাঝে মাঝে আসেন। আমি খেয়াল করছি কেউ কেউ আসছেন। যদি তারা নিয়মিত হন তো আমাদের জন্য বা ব্লগের জন্য সুসংবাদ।

আমার মনে হয়, ব্লগের প্রতি অনেকেই প্রাথমিক আবেগ কাটিয়ে অনেকেই চলে গিয়েছিলেন, তারা আবার ফিরে আসবেন। আবার অনেকেই আছেন নতুন নিকে।

সে যেভাবেই হোক না কেন, ব্লগটি আবার মুখর হয়ে উঠবে এই বিশ্বাস আমার আছে।

ভাল থাকুন এই শুভকামনা।

৪৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

কাছের-মানুষ বলেছেন: মানুষ আর কবির পার্থক্য কি??

মানুষ স্নায়ুর চাপে ভােগে, কবি ভােগে না।
মানুষের হৃদয় স্পর্শ পায়, কবির পায় না।
মানুষ আবেগতাড়িত হয়, কবি হয় না।
মানুষ শাস্তি পায় না, কবি পায়।

চমৎকার করে লেখছেন ! আফসোস কেন যে কবি হতে পারলাম না জীবনে ! :(

অনেক শুভেচ্ছা রইল সুন্দর কবিতার জন্য । আপনার লেখার হাত ভাল । :)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

বিজন রয় বলেছেন: অবশেষে কাছের মানুষ এলেন!

এই ভাল লাগা কথামালার জন্যই তো ব্লগে থাকা।
কবি হোই বা না হোই এটারও তো একটি অবশিষ্ট আছে।

এই ভাললাগা নিয়ে আমরা সবাই পথচলি এক সাথে।

অনেক অনেক ধন্যবাদ।

৪৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

জুন বলেছেন: কবিতা হৃদয়ে থাকে না, রঙে থাকে না
যারা মানুষ, তারা কবিতা খুঁজে পায় না।

আপনার এই বক্তব্যের সাথে আমি শতভাগ সহমত পোষন করলাম বিজন রয় #:-S
আপনার কথায় প্রমানিত হলো যে আমি মানুষ :|| কারন আমিও কবিতা খুজে পাই না /:)
হা হা হা মজা করলাম ।
অনেক অনেক ভালোলাগা রইলো ।
+

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: জুন আপা অনেক দিন পর এলেন!

আসলে ভাল মানুষ আর একজন কবি এক।

আপনি কবিতা লিখতে পারেন তা আমি জানি।

অনেক শুভকামনা আপনার জন্য।

৫০| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

ফাহমিদা বারী বলেছেন: চমৎকার লাগলো কবিতা। সাথে দেওয়া ছবিটা বেশ মানানসই লেগেছে। শুভেচ্ছা।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪

বিজন রয় বলেছেন: আপনাকে আমার এখানে নতুন দেখছি। আগে এসেছেন কি না মনে করতে পারছি না।

এই যে খুঁজে খুঁজে পরস্পরের সাথে কথা বলা, পরস্পরকে সন্মান জানানো এটি দেখতে আমার খুব ভাললাগে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

আবার কথা হবে, ভাল থাকুন।

৫১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

আমিই মিসির আলী বলেছেন: কবিতাটা শুরুর দিকে বেশ ছিলো, শেষে যেন কেমন হইয়া গেল।
++ দিয়া গেলাম।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

বিজন রয় বলেছেন: আরে! অনেক দিন পর মিসির আলী!!

না না, কবিতাটি শেষের দিকেই বেশি অর্থবহ, বেশি দার্শনিক। প্রথম দিকে সুর সুরেলা বেশি।

অনেক ধন্যবাদ মনে করে আসার জন্য।

৫২| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫১

সোহানী বলেছেন: মানুষ আবেগতাড়িত হয়, কবি হয় না !!!!!!

মানলাম না.......... কবিরাই বেশী আবেগতাড়িত হয়!!!!!!

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

বিজন রয় বলেছেন: কারণ, কবির মধ্যে মানুষ থাকে, মানুষের মধ্যে কবি থাকে না। মানুষ আবেগের কাছে মাথানত করে আর কবি সেই আবেগকে সৃষ্টি করে। তাই মানুষ আর আবেগ একসাথে মিলেই কবি। আর কবির আবেগ হলো একক, কেননা কবি সৃষ্টিশীল, গতিময় আর পরিবর্তিত।

মনে হয় কিছুটা বলতে পারলাম।

পিছনের লেখায় এসে কথা বলার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ভাল থাকবেন সোহানী।

৫৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

সোহানী বলেছেন: এবার বুঝলাম। পিছনের লেখায় এসে কথা না বলে উপায় কি অন্য সময়তো সামুতে উকিঁ দেই না। এখন সময় পেয়েছি তাই সারাদিন আপনাদের লিখা পড়ে কাটাই।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

বিজন রয় বলেছেন: যদি বুঝে থাকেন তো আপনিও মেরুন! মাঝে মাঝে মেরুন হওয়া ভাল।

আপনি তো আমার এখানে আগে কখনো আসেননি, তাই ওকথা বলেছিলাম।
এখন আপনার হাতে অনেক সময়, ভাল তো, ব্লগে অনেক সময় দিতে পারছেনঅ

আমাকে একটু সময় ধার দিতে পারেন ব্লগে ব্যয় করার জন্য।

আবারো ধন্যবাদ।

৫৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: কবিতা হৃদয়ে থাকে না, রঙে থাকে না
যারা মানুষ, তারা কবিতা খুঁজে পায় না।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: পিছনে এসে কথা বলার জন্য অনেক ধন্যবাদ।

সাথে থাকুন।

৫৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ভালো লাগলো।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: হা হা হা .....
এতদিন পর এখানে!!

ধন্যবাদ অনেক ধন্যবাদ।
নতুন বছরের শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.