নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাগুনরৌদ্রে বসন্ত বিমুগ্ধ হয়ে উঠলে
আমরা বলতে পারি রক্তকল্লোল।
হিমার্ত প্রহরের অবসন্নতার সুযোগে
বিরাণভূমির অাবরণধূলি কিভাবে
লাবণ্যময় হয়ে ওঠে!
ফাগুনগন্ধে কিভাবে অকৃত্রিম শব্দদল হয়ে ওঠে
স্নিগ্ধদৃপ্ত বাক্যজাল! কিভাবে
সৌন্দর্যের হোমসত্বা প্রজ্বলিত হয়
অলৌকিক, অদৃশ্য অবয়বে,
বিস্ময়কর!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯
বিজন রয় বলেছেন: আরে আপনি!!
এই মাত্র আপনার ওখানে কথা বলে এলাম, কি দারুন ব্যাপার বলুন তো!!
"কবিমন"...... কবিমন কি সব জানে?
কবির যে ভাবতে গেলে ভ্রম, লিখতে গেলে শ্রম!!
হা হা হা ....
আপনাকেও বাসন্তী শুভেচ্ছা।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর কল্পোনা।
ফাল্গুনের শুভেচ্ছা জানবেন, কবি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯
বিজন রয় বলেছেন: বাবু যে!
আমার কল্পনায় আপনার উপস্থিতি আমার কবিতাকে আরও একটি রাঙিয়ে দিল।
একদল ফাগুনরাঙা শুভেচ্ছা আপনাকে।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
উম্মে সায়মা বলেছেন: সুন্দর ফাগুনবার্তা।
ফাগুনের শুভেচ্ছা....
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭
বিজন রয় বলেছেন: স্বাগতম সায়মা।
এই ফাগুনের নিষ্পাপ বার্তা পৌঁছে যাকা হৃদয়ে হৃদয়ে।
ধন্যবাদ আমার এখানে কথা বলার জন্য।
ভাল থাকুন অফুরন্ত।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
শহরের ভয়ংর কোলাহলে, যানবাহনের ধুয়ায়, কারখানার মেশিনের কর্ম ব্যস্ততায় আমাদের মানুষেরা রোবট হয়ে গেছে; এদের পৃথিবীতে কোনটা ফাগুন, কোনটা শরৎ কে জানে!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫
বিজন রয় বলেছেন: হা হা হা ............. বাস্তবতা এমনই।
চলুন শহরের কোলাহল ছেড়ে গ্রামে চলে যাই।
আপনি কেমন ছিলেন??
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২
মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল লাগল স্যার। আমিও মনকে বাধঁতে চেয়েছিলাম ফাগুনের সুরে, কিন্তু মন নামক যে বিচিত্র বস্তু বাস করে আমাদের দেহ কোঠরে ,তাকে বাধার মত শক্ত দড়ি মেলাই ভার, মন শুধু বলে....
ফাগুন আজও বহুদুর,
তলোয়ার হয়নি এখনো লাঙলের ফলা,
ট্যাংক হয়নি এখনো ট্রাক্টর,
বাড়ছে শুধু নিরাপত্তা খাতের টাকা...।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: আপনি সবাইকে স্যার বলছেন কেন ভাই?
আমার কাছে লাঙলই ভাল, আমার অত নিরাপত্তার দরকার নেই।
হা হা হা
তার চেয়ে আসুন ফাগুনেই বিমোহিত হই।
আপনাকে প্রথম দেখলাম আমার এখানে।
ধন্যবাদ ও শুভকামনা।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
খোলা মনের কথা বলেছেন: ফাল্গুনে শুভেচ্ছা আপনাকে।
শহরের চার দেওয়ালের মাঝখানে কোন কিছু উপভোগ করার মত অবস্থা নেই। প্রকৃতির ঢেলে দেওয়া অনুভুতির একটুও উপলব্ধি করার মত সুযোগ এখানে নেই। গাছের পাতা ফেলে নতুন পাতা দিয়ে সাজা। আম, লেবু, হাসনাহেনা ফুলের গন্ধ কিছুই পাইনা।
সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
বিজন রয় বলেছেন: তাহলে চলুন গ্রামে ফিরে যাই। কিন্তু সেটা তো আর হবে না।
তাই কবিতা লিখেই মনে তৃষা মিটাই। সেখানে আপনাদের উপস্থিতি ভাল লাগে।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভাল থাকুন।
শুভসন্ধ্যা।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
পলাশমিঞা বলেছেন: হয়ে হঠে! < বানানটা চেক করবেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ, ঠিক করে দিয়েছি।
ব্লগে আপনার পদচারনা চোখে পড়ছে।
এভাবেই থাকুন।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
সুমন কর বলেছেন: বিস্ময়কর ফাগুনের শুভেচ্ছা.......
কবি, যান্ত্রিক জীবনে আর কোথায় ফাগুন পাবেন....!! কবিতা, ভালো লাগল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: বিস্ময়কর শুভেচ্ছা, আবার সুমন কর শুভেচ্ছা।
দুটোই বিস্ময়কর!!!
সুমনদা....... কবিত্ব আর কাব্য দিয়ে সব যান্ত্রিকতা দূর করে দিব।
যদি ফাগুন আগুন লাগায় মনে তো........ কে হায় রুখবে বলেন...
হা হা হা ..........
ধন্যবাদ, ভাল থাকুন।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল আছি দাদা । উত্তরের যাত্রায় আছি ।
অনেকদিন পরে দেখলাম ।
খুব সুন্দর কথা মালার কবিতা
মনে হল ফাগুনকে নিয়ে
একটি নতুন কথামালার
দিগন্তের সুচনা, যখন দেখি
ফাগুনরৌদ্রে বসন্ত বিমুগ্ধ হয়ে উঠলে
আমরা বলতে পারি রক্তকল্লোল।
হিমার্ত প্রহরের অবসন্নতার সুযোগে
বিরাণভূমির অাবরণধূলি কিভাবে
লাবণ্যময় হয়ে হঠে!
আগুন ঝড়া ফাগুন বেলায় গাছে গাছে দেখি রক্ত কল্লোল ,দেখে যেন মনে হয় রং লেগেছে মনে , রংএর ছটায় উঠলো দুলে সাল মহুয়ার বন। বনে বনে আগুন লাগে পাখিরা গায় গান সবার মাঝে আসে ফিরে নতুন করে প্রান। গাছের প্রতি শাখায় শাখায় নতুন কুড়ি আসে কচি পাতার শুভ্র ছোয়ায় নতুন করে হাসে। ফাগুনেরি প্রথম বেলায় সূর্য যখন উঠে কৃষ্ণচূড়া আপন মনে লাল রংএতে ফোটে।
কুয়াশা মোড়ানো শিশির জড়ানো শীতকে বিদায় জানিয়ে প্রকৃতি বরণ করে নিয়েছে বসন্তকে। বিভেদ, জড়তা আর কুসংস্কার ঝেড়ে ফেলে ফাগুনের সতেজ হাওয়ায় বসন্তকে বরণ করেছে বাঙালি।
রবি ঠাকুরের গানটি দিয়েই শেষ করি এ কবিতার বন্দনা
ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে॥
ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে সেজেছ তুমি কি এ।
খেলিলে হোলি ধূলায় ঘাসে ঘাসে
বসন্তের এই চরম ইতিহাসে।
তোমারি মতো আমারো উত্তরী
আগুন-রঙে দিয়ো রঙিন করি--
অস্তরবি লাগাক পরশমণি
প্রাণের মম শেষের সম্বলে
আগুন ঝড়া ফাগুনের এই বিশেষ দিন আপনার জীবনে আনুক পরিপূর্ণতা।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
বিজন রয় বলেছেন: কেউ যদি আমাকে এমন করে অনেক কথা বলে যায় তো, তাকে আমার অনেক কথা শোনাতে ইচ্ছা করে। আমি তা পারিও।
আপনাকে অনেক কথা শোনাতে ইচ্ছা করে। অনেক দিন থেকে ভাবি সে কথা। কিন্তু আমার সে ইচ্ছা এখনো পূরণ হয়নি, কবে হবে জানিনা। ইদানিং আমার ব্যস্ততাও অনেক বেশি।
আশাকরি কোন একদিন অনেক অনেক কথা আমিও আপনাকে শোনাতে পারবো। ততদিন ঋণী হতে থাকি।
আমার লেখা একটি গল্প আছে, "উত্তরের হাওয়া", আপনার উত্তরের যাত্রায় এই কথা শুনে আমার সে গল্পের কথা মনে পড়ে গেল।
আমাকে অনেক অনেক সুন্দর কথা শোনানোর জন্য আপনাকে কিছু বলতে চাই না!!
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
বিজন রয় বলেছেন: আপনার ভাল লাগায় সিক্ত হলাম। আর ফাগুনডানায় রাঙা করলাম মন।
শুভেচ্ছা ও শুভকামনা।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন:
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: সাদা আমি সাদা আমার মন, তাই তো আমায় স্মরণ করে অনেক মানুষজন।
ফাল্গুণী শুভেচ্ছা রইল সাদা।
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১০
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে লিখলেন মনে হয়। ভাল আছেন নিশ্চয়?
কবিতা অনেক সুন্দর হয়েছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২
বিজন রয় বলেছেন: হ্যাঁ বেশ কদিন পর লিখলাম।
ভাল আছি কিন্ত অনেক ব্যস্ত, কোন ভাবেই একটু থিতু হতে পারছি না যে ব্লগে একটু নিয়মিত সময় দিব। দেখা যাক কি হয।
ভাল থাকেন।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!!
লাইক!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
চোরের উপদ্রব বাড়ছে তা আপনার পোস্ট দেখে জেনেছি।
সাথে থাকার জন্য খুশি হলাম।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লাইক দিয়ে গেলাম দাদা।
কবিতা পড়ে ভালোবাসায় নিয়ে গেলাম মুগ্ধতা
ফাগুন গন্ধে মাতাল হয়ে ওঠুক বসুন্ধরা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: ফাগুন গন্ধে মাতাল হয়ে ওঠুক বসুন্ধরা। কত সুন্দর মাদকতা নিয়ে বললেন!! আমি মুগ্ধ, আমি প্রীত, আমি ধন্য।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩
আবু ছােলহ বলেছেন:
বিরাট লম্বা গ্যাপের পরে নাকি এই লেখা? দাদা, কবিতায় ভাললাগা থাকল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: বেশ লম্বা গ্যাপ সেটা বলাই যেতে পারে।
আপনি আমকে মনে রেখেছেন?
কিন্তু আমি আপনাকে মনে করতে পারছি না।
এখন থেকে কথা হোক বেশি বেশি।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩
নেক্সাস বলেছেন: সুন্দর লিখেছেন
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯
বিজন রয় বলেছেন: আপনাকে পাওয়া গেল। আমি ভাবতাম আপনি দেশেই থাকেন। গতকাল আপনার পোস্ট থেকে জানলাম আপনি বিদেশে।
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ফাগুন কবিকে এভাবে আলোড়িত করলো দেখে আনন্দিত!
ফাগুন/ বসন্ত প্রতিটি প্রাণী বা উদ্ভিদকে আলোড়িত করে, ঠিক যেভাবে আপনি বলেছেন।
বিস্ময়কর!!!
ফাগুন যেন জীবনকে আরেকটি বছরের জন্য নবায়ন করে...
ফাগুনকে বছরের প্রথম মাস হিসেবে স্বীকৃতি দেবার জন্য প্রয়োজনে আন্দোলনে নাম পারি।
আপনাকে পাবো কি?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: মইনুল ভাই আপনি!! কি সুন্দর!!
ফাগুন কবিকে এভাবে আলোড়িত করলো দেখে আনন্দিত!
শুধু কবি কেন........
প্রতিটি মানুষ
প্রতিটি মন
প্রতিটি প্রাণ
আড়োলিত হোক......
কেঁপে উঠুক ধরীত্রি ফাগুনরাঙা আবহে, আবাহনে।
ভাল থাকুন প্রিয় ব্লগার।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পংগিমালায় বসন্তের জয়গান তা শুধু কবিরাই গায় বাস্তব জীবনে মানুষকে বসন্ত কতটুকু ছুতে পারে!
কবিতা ভাল লাগা রইল। বাসুন্তি শুভেচ্ছা কবি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
বিজন রয় বলেছেন: হা হা হা ............ কবিরা তো বাস্তবের বাইরে নয়!!
বসন্তের গান শুধু কবিরা গাইবে এমন নয়, বিরামপুরের নন্দিনীও গেয়ে উঠুক না!!
আর আপনিও বা বাদ থাকবেন কেন? আসুন সবাই মিলে গাই...............
আজ এমনও ফাগুন দিনে......... তারে বলে যাই ফিরে ফিরে............
দোদুল দোদুল দোল দোল দোল.........
হা হা হা
ভাল থাকুন প্রিয় সুজন।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১০
মাঝিবাড়ি বলেছেন: রঙ্গে রাঙিয়েছে....
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০
বিজন রয় বলেছেন: আজ মাদল বাজিল রে সখা, কৃষ্ণচূড়ার শাঁখে শাঁখে।
আপনি আমার এখানে আসাতে আমার ব্লগবাড়ি অনেক বেশি রাঙা হয়ে উঠল।
ধন্যবাদ মাঝি।
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর অনুধাবন, কাব্যে +++
ভালো লাগলো,।
কেমন আছেন ভাই?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২
বিজন রয় বলেছেন: এই তো আছি। কেটে যাচ্ছে কাল, বয়ে যাচ্ছে সময়।
এরই মাঝে আপনাদেরকে দেখছি।
ভাল লাগছে।
অনিন্দ!!
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবাই সব বলেছে, আমি আর কি বলব, সবার সাথে সহমতে বলতে পারি সবাই ঠিক বলেছেন। কবি ও কবিতার জয় হোক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২
বিজন রয় বলেছেন: আপনারও জয় হোক। গল্পকার ও গল্পেরও জয় হোক।
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকুন।
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ উত্তরের হাওয়া দেখতে গেলাম ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: হা হা হা ......... দেখুন তো কি করলেন!!
২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: এ ব্লগের এ মাথা থেকে ওমাথা পর্যন্ত খুঁজলাম উত্তরের হাওয়ার দেখা পেলাম না ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
বিজন রয় বলেছেন: আমি বলেছি আমার লেখা একটি গল্প আছে উত্তরের হাওয়া। কিন্তু সেটা তো এই ব্লগে পোস্ট করা নেই।
এই ব্লগে আমি কোন গল্প বা অন্য কিছু পোস্ট করিনি।
শুধু কবিতা পোস্ট করেছি।
আপনার অনেক কষ্ট হলো আমার পুরো ব্লগ ঘুরতে।
আসলে আপনি অনেক ভাল মানুষ।
২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১১
বৃতি বলেছেন: বসন্তের প্রকৃতিকে উপভোগ করছেন, কবিতায় তা ষ্পষ্ট ব্যাপারটা খুব সুন্দর।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
বিজন রয় বলেছেন: অনেক দিন পর! আপনাকে দেখে ভাল লাগছে।
আপনি তো অনেক ভাল লেখক। আমি ধন্য আপনার প্রশাংসা পেয়ে।
বসন্তপ্রকৃতির সব রঙ আপনার উপরেও ভর করুক।
আপনি ভাল থাকুন অফুরন্ত।
২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
অশোকে , কিংশুকে ফাগুনের বিস্ময়কর রঙ লাগিয়েছেন কবিতায় অকারণের সুখে ।
অকারণ কেন ? তা বলে দিয়েছেন "চাঁদগাজী" ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩
বিজন রয় বলেছেন: তবুও অকারণ, মেটে যদি মনের আশ। তবুও ভুলে পাই যদি সুখ কল্পলোকে, দোষ কি তাতে, ক্ষতি কি তাতে!
আমার পাওয়ার মাঝে নেই যে কিছু, আমার দেখার মাঝে নেই যে কিছু, তবুও তো মন পেতে চায়, তবুও তো মন দেখতে চায়।
পুরো ব্যাপারটিই আসলে মনোরম বিস্ময়ের!!
ভাল লাগল আপনার উপস্থিতি প্রিয়জন।
শুভকামনা সবসময়ের।
২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১
টুনটুনি০৪ বলেছেন: কবিতাটি ভালো লেগেছে । আপনাকে বসন্ত-এর সুভেচ্ছা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: কেউ অনাবরত দুঃখের কথা বললেও তা বসন্ত হয়ে ওঠে।
তার এমনই গুণ।
ভাল লাগল আপনার উপস্থিতি।
শুভকামনা।
২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
শামীম সরদার নিশু বলেছেন: আপনার ফাগুনবার্তা মুগ্ধ করেছে আমায়,
তাই তো মনের গভীর থেকে ভালবাসা জানাই।
গ্রাফিক্স নির্মিত ছবিটি অনেক সুন্দর লাগলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫
বিজন রয় বলেছেন: ছোট্ট একটি ফাগুনবার্তা!!
অাপনাকে মুগ্ধ করেছে জেনে ভাল লাগল।
আসলে এ যোগত্য আমার নয়, অবশ্যই ফাগুনের।
অনেক ধন্যবাদ আন্তরিক মন্তব্যের জন্য।
২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫
শামীম সরদার নিশু বলেছেন: নিরস্তর স্বাগতম প্রিয়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭
বিজন রয় বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ।
এভাবেই সাথে থাকুন।
শুভকামনা।
২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬
ডঃ এম এ আলী বলেছেন: মনে করেছি নতুন কিছু আছে, দেখলাম ঠিকই বলেছেন উত্তরেতে বিশ্রামেই আছেন , সেখানে রেখে এসেছি আপনার জন্য কাঠের তৈরী একটি বিশ্রামাগার ।
ভাল থাকার শুভ কামনা রইল
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: তাহলে আপাতত বিশ্রামেই থাকি।
আপনার যাত্রার শেষে এসে দেখা হবে আবার।
ততক্ষণ ভাল থাকুন।
৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩২
জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
বিজনদা দেখেন দেখেন কে জানি আমার আসল নিক শাহাদাৎ হোসেইন (সত্যের ছায়া) হ্যাক করে উল্টাপাল্টা পোস্ট/,মন্তব্য করছে। এরউপর নতুন কারা জানি শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া), শাহাদাৎ হোসেইন (সত্যের ছায়.) নামে বদনামি নিক করে উল্টাপাল্টা মন্তব্য করছে পোস্টে পোস্টে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯
বিজন রয় বলেছেন: ভয় নেই। আমার কাছে কোন লাভ হবে না।
৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: আপনার লেখা পড়বার পর, আমার লেখা এই ব্লগে পোস্ট করতেই সংকোচ হচ্ছে। অদ্ভুত ভালো লিখেন আপনি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: কি যে বলেন! আপনার লেখাও ভাল হয়।
আমাকে এত বড় করে দেখার কিছু নেই।
আপনার আন্তরিকতা হৃদয় স্পর্শ করল।
সবসময় ভাল থাকুন।
৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লেগেছে +++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
সবসময়ের জন্য শুভকামনা শাহরিয়ার।
৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫
ভবঘুরে যাত্রি বলেছেন: ভাললাগলো কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫
বিজন রয় বলেছেন: আপনার ভাললাগায় কৃতজ্ঞ। আমার সৌভাগ্য।
আপনার ওখানে কিছু আগে একটি অসাধারণ কবিতা পড়ে এসেছি।
আপনি অনেক ভাল লেখেন।
ভাল থাকেন যাত্রি।
৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
ভবঘুরে যাত্রি বলেছেন: আপনার উত্তর টা পেয়ে মনে হচ্ছে আমার কবিতা সার্থক
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: আপনাকে ধন্যবাদ আবার আসার জন্য।
আমি আসলে কবিতার মানুষ। তাই যে কবিতাটি ভাল লাগে সেটা নিয়ে কথা না বলে পারি না।
ব্লগে সত্যিকারের কথা বলার লোক খুবই কম।
যাহোক আপনার জন্য শুভকামনা রইল।
ভাল থাকুন সবসময়।
৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
বিজন রয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আবারো শুভকামনা।
৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
সাবরিনা নেওয়াজ বলেছেন: ফাল্গুনের দিনগুলোতে আমার ঘরের ছোট জানালার সামনে আমি রোজ বসি। ফাল্গুনের আগমনী সময়টা আমাকে খুব ভাবায়, বাইরে বিস্তৃত প্রকৃতির রূপবদল। আমি ফাগুনকে তার যথার্থ সৌন্দর্যের ভাষায় সাজাতে পারি নি কখনো। আপনি অবলীলায় পেরেছেন। দারুণভাবে পেরেছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
বিজন রয় বলেছেন: সৌন্দর্যের লীলাভূমিতে দাঁড়িয়ে প্রকৃতির রূপাবলীর প্রতিটি দৃশ্য অবলোকন করতে পারা, সৌন্দর্যের বেলাভূমিতে দাঁড়িয়ে ফাগুনের প্রতিটি প্রহরের অবয়বে নিজেকে সম্পৃক্ত করতে পারা, সৌন্দর্যের সূবর্ণভূমিতে দাঁড়িয়ে বাসন্তীরঙের প্রতিটি কণায় হৃদয়কে সিক্ত করতে পারা এক বিস্ময়কর ব্যাপার বলে আমার কাছে মনে হয়। সেই দৃষ্টিকোন থেকে আমার এই সামান্য কবিতাখানি।
আমার কবিতার মূল সুরটি যে আপনি অত্যন্ত আন্তরিকতার সাথে হৃদয়ঙ্গম করেছেন সেটা আমার অনেক পাওয়া।
অনেক ভাললাগার একটি মন্তব্য পেলাম আপনার নিকট থেকে। যা অনেক দিন পাইনি।
আপনি ভাল থাকুন সবসময়।
৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
প্রথমকথা বলেছেন:
হিমার্ত প্রহরের অবসন্নতার সুযোগে
বিরাণভূমির অাবরণধূলি কিভাবে
লাবণ্যময় হয়ে ওঠে!
সত্যি তাই। ভাললাগা জানবেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০
বিজন রয় বলেছেন: শীতের হিমেল হাওয়া চলে যাওয়ার কালেই তো বসন্ত উঁকি দিতে শুরু করে। তখন হিম হিম ভাবটা তো একটু কাবু হয়েই পড়ে।
আর বসন্ত কিংবা ফাগুনের বাতাসে প্রকৃতির সবকিছু কেমন আড়মোড়া ভেঙে উদ্বেল হয়ে ওঠে।
স্নিগ্ধ, সুন্দর আর স্পর্শময়।
অনেক অনেক ধন্যবাদ প্রথমকথা।
ভাল থাকা হোক সবসময়।
৩৮| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬
নিয়াজ সুমন বলেছেন: ভাললাগায় আপনার জন্য এক কাপ সতেজ চা..
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:০৭
বিজন রয় বলেছেন: আরে আপনি এলেন!!
সবুজ চা' দিয়ে ফাগুন আহ্বান।
চলবে, চলবে।
আপনার ময়মনসিংহগীতিকা থেকে অনেক কিছু জানতে পারছি।
ধন্যবাদ রইল।
৩৯| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
গ্রামের কিশোরীদের চোখে মুখে ফাগুনে রহস্যময় দীপ্তি ফুটে উঠে, প্রকৃতি, প্রকৃতিই সব।
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:২৩
বিজন রয় বলেছেন: কবিরা ছাড়া কি প্রকৃতি আর কেউ দেখতে পায় না। তাহলে কিশোরীরাও কবি।
৪০| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
শ্রাবণধারা বলেছেন: চমৎকার কবিতা । বসন্ত বেচেঁ থাক বাংলাদেশের নদী, জলে, ফুলে, বৃক্ষে, আম্রমুকুলে, ম্যানগ্রোভ জঙ্গলে আর মানুষের ভালোবাসাতেও।
ফাল্গুনের শুভেচ্ছা ।
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:২৪
বিজন রয় বলেছেন: বাহ! এক লাইনেই সব বলে দিলেন! সুন্দর।
আপনার উপস্থিতি অনেক উৎসাহের।
আপনি ব্লগে নিয়মিত হন।
৪১| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৩২
সিফটিপিন বলেছেন: ফাগুন মাসটা খুব একটা ভালা পায়না, শীত আমার কাছে প্রিয়।
তয় কবতে খানা ভালা লাগছে
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: তাহলে আপনার জন্য ১২ মাসই শীত থাকুক। কিন্তু বাংলাদেশে তো সম্ভব নয়।
ধন্যবাদ, শুভকামনা রইল।
৪২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
নাগরিক কবি বলেছেন: ছোট সুন্দরর
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: সুন্দরের মাঝে সব ভালরা বেঁচে থাকুক, ফাগুন কিংবা বসন্তে।
অনেক ধন্যবাদ নাগরিক কবি।
ভাল থাকুন।
৪৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
গেম চেঞ্জার বলেছেন: কবিমনে ফাগুণের দখিনা হাওয়া দোলা দিয়ে গেছে মনে হচ্ছে!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: আরে আপনি!! আপনাদের মতো স্বনামধন্য ব্লগারদের নাগাল পাওয়া ভার।
শুধু কাবমন কেন আমি মনে করি সব ভাল মানুষের মনে ফাগুন খেলা করে।
তেমন আপনিও একজন।
ভাল লাগল আপনাকে পেয়ে।
অনেক শুভকামনা।
৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫২
রাজসোহান বলেছেন: হিমার্ত প্রহরের অবসন্নতার সুযোগে
বিরাণভূমির অাবরণধূলি কিভাবে
লাবণ্যময় হয়ে ওঠে!
বেশী জোশ হইছে।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০০
বিজন রয় বলেছেন: ওইটুকু আপনার কবিতার বিপরীত।
আপনার কবিতা বিষণ্ন যদি থাকে এখানে আছে লাবণ্য।
ধন্যবাদ রাজসোহান সাহেব।
ব্লগে নিয়মিত থাকুন।
৪৫| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯
এনায়েত হোসাইন বলেছেন: সুন্দর কল্পনা।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০২
বিজন রয় বলেছেন: এই সুন্দরের মাঝে আপনিও আমন্ত্রিত। আমার এখানে এই যে আপনার স্মৃতিচিহ্ণ রেখে যাওয়া এটাও একটি সুন্দর আর ভাললাগা।
অসীম ধন্যবাদ।
সবসময় ভাল থাকবেন।
৪৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৪
পথে-ঘাটে বলেছেন: মন্তব্য করতে গিয়ে মনে হল, আবার পড়তে হবে। আবার পড়লাম। পড়ে মনে হল, এত বুঝাবুঝির দরকার নাই। ভাল লাগছে সেটাই বলে যায়।
কবিতাটি প্রায় অর্ধ মাস আগের। নতুন লেখা কই?
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: আমি বরাবরই কম পোস্ট দিয়ে থাকি। লেখা চুরি হয়ে যায়।
কবিতায় আপনার এভাবে আপ্লুত হওয়া আমার ভাল লেগেছে।
আপনি আমার দারুন সহচর হবেন বলে মনে হচ্ছে।
দেখা হবে পথে-ঘাটে।
৪৭| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:০৩
rakhal rajib বলেছেন: ফাগুনগন্ধে কিভাবে অকৃত্রিম শব্দদল হয়ে ওঠে
স্নিগ্ধদৃপ্ত বাক্যজাল! কিভাবে
সৌন্দর্যের হোমসত্বা প্রজ্বলিত হয়
অলৌকিক, অদৃশ্য অবয়বে,
বিস্ময়কর!!--- সুন্দর; সুন্দর;
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১১
বিজন রয় বলেছেন: সুন্দরে সুন্দরে অনেক সুন্দর পেয়ে গেলাম। আমার ব্লগবাড়ি সুন্দরে আর সৌন্দর্যে ভরপুর হয়ে উঠল।
অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।
৪৮| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
আবিদা সিদ্দিকী বলেছেন: ১৮ তারিখ আমার জন্মদিন ছিল। এজন্য বেশি ভালো লাগলো। বিজন ভাইয়া, একটা হেল্প করবেন? লেখা পোস্ট করার সময় প্রথম পাতায় পোস্ট যাবে কিনা এরকম একটা প্রশ্ন আসে। কিন্তু কোথায় ক্লিক করতে হবে বুঝতে পারছি না।
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: ও হো হো............... আপনার জন্মদিনেই আমি একটি কবিতা পোস্ট করলাম!! দারুন তো !!
আগে জানলে তো এটি আপনাকে উৎসর্গ করা যেত।
জন্মদিনের অনেক শুভকামনা রইল।
আপনার সমস্যা নিয়ে আপনার ব্লগে উত্তর দিয়ে এসেছি, সমাধান না হলে জানাবেন।
ভাল থাকুন।
৪৯| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৬
নীলপরি বলেছেন: ফাগুনগন্ধে কিভাবে অকৃত্রিম শব্দদল হয়ে ওঠে
স্নিগ্ধদৃপ্ত বাক্যজাল! কিভাবে
সৌন্দর্যের হোমসত্বা প্রজ্বলিত হয়
অলৌকিক, অদৃশ্য অবয়বে,
বিস্ময়কর!!
খুব সুন্দর লাগলো ।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৮
বিজন রয় বলেছেন: আপনার ভিতরেও সৌন্দর্যের হোমসত্বা প্রজ্বলিত হোক অবিরত।
আপনি ভাল থাকেন অবিরাম।
শুভকামনা।
৫০| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৩
খায়রুল আহসান বলেছেন: কিভাবে
সৌন্দর্যের হোমসত্বা প্রজ্বলিত হয়
অলৌকিক, অদৃশ্য অবয়বে,
বিস্ময়কর!! -- এ সৌন্দর্য শিখা যারা দেখতে পায়, উপভোগ করে, তারা সবাই কবিতা লিখতে পারেনা। আপনি খুব সুন্দরভাবে পেরেছেন। অভিনন্দন, বসন্ত বন্দনায় এমন একটা অপরূপ কাব্য রচনার জন্য।
চমৎকার শিরোনামে বাসন্তী আমেজে একটা চমৎকার কবিতা। + +
১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
অাপনাকে বাসন্তী শুভেচ্ছ রইল।
৫১| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: ফাগুন নিয়ে চমৎকার কল্পনা। ধন্যবাদ
১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
বিজন রয় বলেছেন:
ফাগুনরৌদ্রে বসন্ত বিমুগ্ধ হয়ে উঠলে
আমরা বলতে পারি রক্তকল্লোল।
শুভকামনা।
৫২| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৯
জুন বলেছেন: অলৌকিক, অদৃশ্য অবয়বে,
বিস্ময়কর এক বসন্তের কবিতা বিজন রয় ।
মুগ্ধ পাঠ ।
+
১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮
বিজন রয় বলেছেন: আরে জুন আপা!!
অনেক দিন পর এলেন। অবশ্য আমি পোস্ট দিয়ে থাকি অনেক দিন পর পর।
আপনার উপস্থিতি সবসময়ের জন্য প্রেরণার।
ভাল থাকুন সবসময়।
৫৩| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাপনি এমন কেন ভাই
কতদিন কোন খোজ খবর নাই
কোথা থেকে মাঝে মাঝে এসে
ভুস করে ওঠেন ভেসে!!!
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: হা হা হা হা .......
কোথাও যাইনি তো......... আছি এখানেই।
ব্যস্ততায় কথা বলা হয় না, এই টুকু।
মন পড়ে থাকে এই ব্লগে।
অনেক অনেক শুভকামনা।
৫৪| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০
সাব্বির নুসরাত খান বলেছেন: ফাগুনরৌদ তো আপনার এই খানেই চলছে
ভালো লাগা
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩
বিজন রয় বলেছেন: ফাগুন তো চলেই গেল। রেখে গেল কি? গ্রীষ্মের তাপদাহ!!
আপনাকে প্রথম দেখলাম আমার এখানে।
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল।
আবার কথা হবে।
৫৫| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
ফাগুন কি এখনো আছে?
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫২
বিজন রয় বলেছেন: এখন চৈত্র এবং বৃষ্টি।
৫৬| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
সাব্বির নুসরাত খান বলেছেন: ফাগুনরৌদ বোলতে বুঝাতে চেয়েছিলুম এই যে কতশত মন্তব্য দিয়ে আলোকিত এই পোস্ট টি
ফাগুনরৌদ কোন অংশে কম নয়। আমি বল্গে নতুন
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫২
বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ।
৫৭| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৮
অভিজিৎ সমদ্দার বলেছেন: কবিতা, ভালো লাগল।
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।
৫৮| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: দাদা ফাগুনতো শেষ, চৈত্র সংক্রান্তি কিংবা বৈশাখীর
আয়োজন দেখতে চাই দাদার কলমে ।
আমার দক্ষীনের যাত্রা হয়েছে শুরু
সুদুর নিউজিলান্ড পানে ।
শুভেচ্ছা রইল ।
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩
বিজন রয় বলেছেন: ব্যস্ততা আর ব্যস্ততা।
সময়ের সাথে পেরে উঠছে না।
ভাল থাকুন প্রিয়।
৫৯| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৯
শুভ্র বকুল বলেছেন: সাধারন..............................................
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।
৬০| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২
সালমা অক্তার বলেছেন: খুবই সুন্দর লিখেছেন
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫
বিজন রয় বলেছেন: নতুন দেখছি আপনাকে।
আমার এখানে আসার জন্য ধন্যবাদ রইল।
৬১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন দাদা
ভাল লাগা রইল অনেক
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২০
বিজন রয় বলেছেন: পিছনে এসে কথা বলার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।
৬২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২০
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
শুভেচ্ছা।
৬৩| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:০৮
শাহারিয়ার ইমন বলেছেন: মনমুগ্ধোকর ++++
৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৩৪
বিজন রয় বলেছেন: পুরোনো কবিতাগুলো পড়ার জন্য ধন্যবাদ ইমন।
এভাবেই সাথে থাকুন।
ভাল থাকুন।
৬৪| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৩৭
শাহারিয়ার ইমন বলেছেন: অবশ্যই দাদা ,ভাল থাকুন আপনিও
৩১ শে মে, ২০১৭ দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: তাই হোক।
শুভকামনা রইল।
৬৫| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতাটি আজ আবার পড়ে গেলাম দাদা। কি অসাধারণ লেখা ছিল কবিতাটি!! বারবার পড়েও আবার পড়তে মনচায়।।
গ্রেট ভাই।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪১
বিজন রয় বলেছেন: মনে করে আবার আসার জন্য অনেক ধন্যবাদ নয়ন।
আপনাদের এমন আন্তরিকভাবে বলা আমার জন্য অনেক পাওয়া।
অনেক অনেক শুভকামনা।
৬৬| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৮
ধ্রুবক আলো বলেছেন:
ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।
২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৪
বিজন রয় বলেছেন: হা হা হা ...........
অনেক অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩
শিখা রহমান বলেছেন: "ফাগুনগন্ধে কিভাবে অকৃত্রিম শব্দদল হয়ে ওঠে
স্নিগ্ধদৃপ্ত বাক্যজাল!" কিভাবে? সেটাতো আপনার জানার কথা তাই না!!! কোন এক কবিমনের ছোঁয়ায়। ফাল্গুনী শুভেচ্ছা থাকলো।