|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
শ্যামল কান্তি শিক্ষক হতে পারেনি (?!)
অমল কান্তি রৌদ্র হয়েছিল।
  
 
অতঃপর দেখলাম
মানুষ আজও জানল না মানুষ হতে।
ক্রমশঃ উন্মুক্ত হতে থাকা পাপবোধের কূ-দৃশ্যে
অভিশপ্ত সভ্যতা গায়ের জামা ছিঁড়ে ফেলে,
কোন লজ্জ্বা নেই।
শাসকেরা কুচকাওয়াজের কৌতুক করে
মানবতা কিনে দাও
মানবতা হ্ত্যা করো।
ক্ষতিকর ও একগুঁয়ে মানুষগুলো জানেনা
ভণ্ড শাসকের অযাচিত হাসির শব্দ বেশি, বাজে বেশি।
অতঃপর অনুধাবন করলাম,
আমরা মানুষরা এখনো মানুষ হতে পারিনি।
অনিবার্য সত্যভাবে,
শ্যামল কান্তি শিক্ষক হতে পারেনি (?!)
শ্যামল কান্তি মানুষ হতে পেরেছেন।
ঠিক অমল কান্তি রৌদ্র হতে পেরেছিল।
 ১০৭ টি
    	১০৭ টি    	 +১৯/-০
    	+১৯/-০  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৪
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৪
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ শূন্যনীড়।
ভাল থাকেন সর্বদা।
২|  ০৭ ই জুন, ২০১৭  বিকাল ৪:০২
০৭ ই জুন, ২০১৭  বিকাল ৪:০২
ওমেরা বলেছেন: কি জানি বাংলাদেশের আইন আদালত সত্য মিথ্যা কিছু বুঝি না তবে এটা ঠিক আমরা মানুষেরা এখনো মানুষ হতে পারি নাই ।
ধন্যবাদ ।
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৬
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৬
বিজন রয় বলেছেন: যেহেতু সেই আইন আদালত সেই মানুষই পরিচালনা করে।
এটাতেই বোঝা যায় তা কেমন।
অনেক শুভকামনা।
৩|  ০৭ ই জুন, ২০১৭  বিকাল ৪:০৭
০৭ ই জুন, ২০১৭  বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন: 
পরিবারে পরিবারে, মানুসে মানুষে, ধর্মে ধর্মে প্রতিযোগীতার সৃস্টি হয়েছে বাংলাদেশে; কারণ, এগুলো কোনভাবেই স্হিতিশীল হতে পারছে না বর্তমান অস্হিতিশীল পরিবেশে।
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৯
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৯
বিজন রয় বলেছেন: মানুষ ধর্মের নামে অত অমানুষ হয় কিভাবে?
৪|  ০৭ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:১৩
০৭ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:১৩
দীপঙ্কর বেরা বলেছেন: লেখার মধ্যে একটা গভীরতা আছে।
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩০
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩০
বিজন রয় বলেছেন: এখানে সবাই সেটা বুঝবে না। অনেকে বুঝলেও প্রকাশ করবে না।
সেই জন্যই তো মানুষের কথা বলেছি।
আপনি বুঝেছেন, সেজন্য ধন্যবাদ।
৫|  ০৭ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:০৯
০৭ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:০৯
সুমন কর বলেছেন: অতঃপর অনুধাবন করলাম,
আমরা মানুষরা এখনো মানুষ হতে পারিনি। 
+।
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩০
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩০
বিজন রয় বলেছেন: আমরা মানুষরা এখনো মানুষ হতে পারিনি। 
বাংলাদেশে সেটা আর সম্ভব নয়।
৬|  ০৭ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪০
০৭ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪০
ধ্রুবক আলো বলেছেন: সুমন কর বলেছেন: অতঃপর অনুধাবন করলাম,
আমরা মানুষরা এখনো মানুষ হতে পারিনি। 
একমত হলাম 
+++
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩১
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩১
বিজন রয় বলেছেন: অন্যের সাথে একমত হওয়া একটি দুরূহ ব্যাপার!!
আমি আপনার সাথে সেটা করতে পেরে খুশি।
ভাল থাকুন।
৭|  ০৭ ই জুন, ২০১৭  রাত ১১:৩২
০৭ ই জুন, ২০১৭  রাত ১১:৩২
প্রশ্নবোধক (?) বলেছেন: শ্যামল কান্তি সম্পর্কে বিস্তারিত জানা দরকার।
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩২
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩২
বিজন রয় বলেছেন: আপনি জানেন না এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
৮|  ০৮ ই জুন, ২০১৭  সকাল ১০:৪০
০৮ ই জুন, ২০১৭  সকাল ১০:৪০
জুন বলেছেন: +
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩২
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩২
বিজন রয় বলেছেন: জুন আপা, কিছু বললেন না যে!!
৯|  ০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:০৩
০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:০৩
পার্থিব লালসা বলেছেন: অতঃপর দেখলাম
মানুষ আজও জানল না মানুষ হতে। 
অবাক করা দুটি লাইন যার বিশ্লেষণ করে যুগ যুগঙ
শেষ করা যাবেনা
 +++
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩৩
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: আপনার তাৎপর্যপূর্ণ এবং প্রেরণাদায়ক মন্তব্য অনেক ভাল লাগল।
অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।
১০|  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১:৩১
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
কবি ক্রান্তিকালের বেদনাকে ধারণ করেছেন...
ভালো লাগলো... যেমন কোন কোন সময় বেদনা ভালো লাগে!
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১:৪৬
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১:৪৬
বিজন রয় বলেছেন: কবির বেদনা তো শাসকেরা বুঝবে না।
দেশের যে কাল চলছে, সেটা ক্রান্তি হোক আর কর্কট হোক সবই ভ্রান্তি।
কোন আশা দেখি না।
অনেকদিন পর।
অনেক শুভকামনা রইল।
১১|  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১:৩৯
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১:৩৯
আরইউ বলেছেন: 
শ্যামল কান্তি দৃশ্যত রাজনৈতিক অথবা কোন এক ব্যাক্তি বা গোষ্ঠির আক্রোশের বলী বলেই মনে হয়। 
"... অমল কান্তি রৌদ্র হতে পেরেছিল।" ধন্যবাদ, অনেকদিন পর আমার খুব প্রিয় একটা কবিতা মনে করিয়ে দেয়ার জন্য। 
ভালো থাকুন বিজন।
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ২:০২
০৮ ই জুন, ২০১৭  দুপুর ২:০২
বিজন রয় বলেছেন: শ্যামল কান্তি দৃশ্যত রাজনৈতিক অথবা কোন এক ব্যাক্তি বা গোষ্ঠির আক্রোশের বলী বলেই মনে হয়। 
মনে হয় না, আসলেই তাই।
রাষ্ট্রযন্ত্রের কিছু অমানুষ নারায়নগঞ্জে বাস করে তা তো আমরা জানি।
এখন ওই শিক্ষকের কথা ভেবে শিউরে উঠি বারবার।
"অমল কান্তি রৌদ্র হতে চেয়েছিল"......... এটা যে একটি কবিতা, ব্লগে তা অনেকেই জানেন না।
আপনাকে ধন্যবাদ উপযুক্ত কথা বলার জন্য।
ভাল থাকবেন।
১২|  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ২:০৭
০৮ ই জুন, ২০১৭  দুপুর ২:০৭
আখেনাটেন বলেছেন: শাসকেরা কুচকাওয়াজের কৌতুক করে
মানবতা কিনে দাও
মানবতা হ্ত্যা করো।-- পেশিশক্তিকে দমন করতে না পারলে বা করার ইচ্ছেটুকু না থাকলে এইরকম শ্যামলকান্তিরা মার খেতেই থাকবে। আর মানবতার বুনোহাঁস বিষক্রিয়ায়  ডানা ঝাপটাতে ঝাপটাতে যণ্ত্রণাকাতর দিনযাপন করবে। আর অামরা অসহায় জনগণ তা দেখে কেউ হাসব আর কেউ কাঁদব।
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ২:১৭
০৮ ই জুন, ২০১৭  দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: শাসক কিংবা রাষ্ট্রযন্ত্রই যদি পেশিশক্তি দেখায় তো সাংঘাতিক, মর্মান্তিক। যা ফলাফল আপনার মন্তব্যই বলে দিয়েছে।
আমরা কোন দিন একটি সুশাসক পাব কিনা জানিনা।
হয়তো শুধুই আমার কবিতা লিখতে হবে!!!
কাঁদতে হবে।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৩|  ০৮ ই জুন, ২০১৭  রাত ১০:১৮
০৮ ই জুন, ২০১৭  রাত ১০:১৮
জুন বলেছেন: বলতে গেলে অনেক কথা বলতে হয় বিজন রয় । তবে না বলাই ভালো মনে হলো । 
  ১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০১
১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০১
বিজন রয় বলেছেন: জুন আপা, কথা না বললে তো যারা অকথা, কূকথা বলে তারা জিতে যাবে।
তাই কথা বলুন, জীবনটা তো খুব ছোট।
আমাদের ভাল কথাগুলো বলতেই হবে।
অনেক অনেক ধন্যবাদ আবার আসার জন্য।
১৪|  ০৮ ই জুন, ২০১৭  রাত ১০:২১
০৮ ই জুন, ২০১৭  রাত ১০:২১
আরইউ বলেছেন: অমল কান্তি রৌদ্র হওয়ার কবিতা পাঠক না জানার কারণ সম্ভবত পাঠক কবিতা পড়েন না। জানিনা, হয়ত!
  ১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০৭
১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০৭
বিজন রয় বলেছেন: পাঠক কবিতা না পড়লেও ধর্ম পড়ে।
তাই তারা কবিতা না জানলেও ধর্ম জানে।
তবে ধর্মের আসল রূপ কজন সঠিক জানে সেটাই প্রশ্ন।
ধন্যবাদ।
১৫|  ০৮ ই জুন, ২০১৭  রাত ১০:৪৪
০৮ ই জুন, ২০১৭  রাত ১০:৪৪
কুঁড়ের_বাদশা বলেছেন: 
অনিবার্য সত্যভাবে,
শ্যামল কান্তি শিক্ষক হতে পারেনি (?!) 
শ্যামল কান্তির কি কথায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা তো কিছু লিখলেন না ? আইনের বাহিরে কেউ কাউকে সাজা দিতে পারে না, সেটাও আবার বেআইনি । এ ক্ষেত্রে অবশ্যই দুজনেরই সাজা হওয়া উচিৎ। আর আমরা মানুষ কবে ছিলাম ? যে দেশে ইন্ডিয়ার হাতি বঙ্গবাহাদুরের জন্য টিভিতে লাইভ টকশো হয় । এ বিষয়টা বড় হাস্যকর লাগে কতটা নিবোধ আমরা।
  ১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০৯
১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০৯
বিজন রয় বলেছেন: শ্যামল কান্তি এমন কিছু বলে নাই বা করে নাই। সে তো কাউকে খুন করে নাই।
এ বিষয়টা বড় হাস্যকর লাগে কতটা নিবোধ আমরা।........... আমাদের আসল মানসিকতা আপনি নিজেই অনুধাবন করেছেন, তাই আমার আর কিছু বলার নেই।
ধন্যবাদ আর শুভকামনা।
১৬|  ১০ ই জুন, ২০১৭  সকাল ১১:২৫
১০ ই জুন, ২০১৭  সকাল ১১:২৫
নীলপরি বলেছেন: বাহ , ভালো লাগলো । ++
  ১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০৯
১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ নীলপরি।
১৭|  ১০ ই জুন, ২০১৭  সকাল ১১:৩২
১০ ই জুন, ২০১৭  সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আমিও পুলিশ হতে পারিনি । 
  ১০ ই জুন, ২০১৭  দুপুর ২:১০
১০ ই জুন, ২০১৭  দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: পুলিশ না হয়ে ভাল করেছেন। তাহলে এতদিন ঘুষের রাজা হতেন।
তারচেয়ে ব্লগার হয়েছেন এটাই ভাল।
১৮|  ১০ ই জুন, ২০১৭  বিকাল ৪:১১
১০ ই জুন, ২০১৭  বিকাল ৪:১১
কবীর বলেছেন: 
 সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না..............
 
  ১০ ই জুন, ২০১৭  বিকাল ৪:১৪
১০ ই জুন, ২০১৭  বিকাল ৪:১৪
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এই ছবিটি দেওয়ার জন্য।
গুগলে অবশ্য অনেক পাওয়া যাবে।
সত্য যে বড় নিষ্ঠুর...............
১৯|  ১০ ই জুন, ২০১৭  বিকাল ৪:১৩
১০ ই জুন, ২০১৭  বিকাল ৪:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন , অনেক অর্থবোধক কবিতা । প্রতি ছত্রে রয়েছে এক একটি পরিস্কার ঈঙ্গীত । 
আচ্ছা  দাদা, কবিরা শাসক হলে কেমন হয় !!  আমরা দেখেছি  শাসক কবি  হলে কবিতা
পায় ভাল গতি  যেমনটি দেখেছি হুমোর বেলায় ।  তা্ই মনে হয় ক্ষমতার সাথে কবিত্বের  
একটা ভাল যোগসুত্র আছে !!!  এখন তাই একটি  দাবী  রাখা যায়, মানবতাবাদী কবি সব 
হও এক সাথি , ধর  আকরে ক্ষমতার গদি , শ্যমলকান্তি আর  অমলকান্তিরা  মিলে মিশে হয়ে
 যাবে একাকার, মানবতা পাবে গতি । 
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য ।
শুভেচ্ছা রইল
  ১১ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩১
১১ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩১
বিজন রয় বলেছেন: কবি ও শাসক!
নাহ কবি ও শাসক এক হতে পারে না। পৃথিবীতে তেমন উদাহরণ নেই।
কবি যদি শাসক হতেন তো সেদেশের মানুষ সব নরম কোমল আর নিরব হয়ে যেতেন, মানুষ আর মানুষ থাকত না। সবাই কবি হয়ে যেতেন।
কিন্তু সবাইকে তো কবি হলে চলবে না। কবিরা তো দেশ চালায় না, কবিরা মানুষকে পথ দেখায়, মানুষকে মানুষ রাখে।
অবশ্য সেই রকম একটি স্বপ্ন দেখা যেতে পারে যে দেশে কবির মনের মতো শাসকের মনও নরম হবে, কোমল হবে।
হা হা হা .........
আপনার মতো অত ভাল মন্তব্য আমি করতে পারি না।
ভাল থাকুন, শুভকামনা।
২০|  ১০ ই জুন, ২০১৭  বিকাল ৪:৫১
১০ ই জুন, ২০১৭  বিকাল ৪:৫১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মানুষ সে’দিন মানুষ হবে যে’দিন (জাতি, ধর্ম, দল, ক্ষমতা, অবস্থান এগুলো মানুষের সামনে টেনে না এনে)  মানুষকে, ‘ মানুষ’ বলে মুল্যায়ন করবে।
মানুষ আছে। তবে অমানুষের ভীড়ে তাঁদের খুঁজে পাওয়া দুরহ।
শুভকামনা জানবেন ভাই।
  ১১ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৪
১১ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৪
বিজন রয় বলেছেন: মানুষ সে’দিন মানুষ হবে যে’দিন (জাতি, ধর্ম, দল, ক্ষমতা, অবস্থান এগুলো মানুষের সামনে টেনে না এনে) মানুষকে, ‘ মানুষ’ বলে মুল্যায়ন করবে।
যিনি এমন উপলব্ধি করতে পারেন তার মন অবশ্যই অনেক উদার আর নিরপেক্ষ। আপনি অবশ্যই তেমন হৃদয়ের অধিকারী।
আপনি অবশ্যই সেই দুরূহ মানুষদের একজন।
বাংলাদেশে আপনার মতো মানুষের অবশ্যই দরকার।
না হলে বাংলাদেশ শেষ হয়ে যাবে।
অনেক অনেক ধন্যবাদ।
২১|  ১১ ই জুন, ২০১৭  সকাল ১১:০১
১১ ই জুন, ২০১৭  সকাল ১১:০১
প্রথমকথা বলেছেন: 
খুব সুন্দর লেখা।   
"অতঃপর অনুধাবন করলাম,
আমরা মানুষরা এখনো মানুষ হতে পারিনি"।
  ১১ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৪
১১ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
২২|  ১১ ই জুন, ২০১৭  সকাল ১১:৫১
১১ ই জুন, ২০১৭  সকাল ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
অতঃপর অনুধাবন করলাম,
আমরা মানুষরা এখনো মানুষ হতে পারিনি।
অনিবার্য সত্যভাবে,
শ্যামল কান্তি শিক্ষক হতে পারেনি (?!)
শ্যামল কান্তি মানুষ হতে পেরেছেন।
ঠিক অমল কান্তি রৌদ্র হতে পেরেছিল।
অসাধারণ উপলব্ধি। অনবদ্য প্রকাশ।
শুভেচ্ছা।
  ১১ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৭
১১ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৭
বিজন রয় বলেছেন: আপনার নিকট হতে এমন প্রশাংসা পাওয়া আমার জন্যের গর্বের।
আপনি এভাবে কবিতাটিকে নিয়েছেন বলে সত্যি আমি ধন্য।
মাঝে মাঝে মনে হয় আমার লেখা কবিতা হয় তো!!
কিন্তু আপনার মতো কেউ যখন এভাবে বলে যায় তখন সাহস পাই।
অনেক অনেক শুভকামনা।
২৩|  ১১ ই জুন, ২০১৭  বিকাল ৪:২৯
১১ ই জুন, ২০১৭  বিকাল ৪:২৯
শায়মা বলেছেন: খুব সুন্দর ভাইয়া!!!!!  
 
এক্সসেলেন্টো!!!!!!!
অনেক ভালো লাগা!
  ১২ ই জুন, ২০১৭  দুপুর ২:৪০
১২ ই জুন, ২০১৭  দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: !!!!!!! ????!!!!!!!
আমি পাইলাম! তাকে আমি পাইলাম।
অনেক কথার পরে তাকে আমি পেলাম।
শেষ পর্যন্ত আপনাকে পাওয়া গেল!!
এভাবেই সাথীদের সহচর্যে ছড়িয়ে থাকেন।
খারাপ যা কিছু দূর হবে, ভাল যা কিছু সাথে থাকবে।
অনেক ধন্যবাদ শায়মা আপা।
২৪|  ১২ ই জুন, ২০১৭  দুপুর ২:১৪
১২ ই জুন, ২০১৭  দুপুর ২:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: 
কবি বিজন রয়
জনেতে বিজন রয়, বনেতে যে নয়
কাকলী কেমন তুমি? কি চাও হেথায়?
এ কবি এমন নয়। কবির ভাবনা
সুতীব্র গতিতে ছুটে অন্যায় তাড়নে।
কাকলী নারীর প্রেম নিশির শিশির
ঝরেই হারিয়ে যায় মাটির অতলে,
এ কবি বিজন রয় আসক্ত না এতে,
মানব প্রেমেতে পাবে কবির হৃদয়!
একান্ত চাওকি তাঁকে? কাকলি তা’বলি-
খুঁজবে কল্যাণ কর কাজের নিলয়
সেথায় আসবে কবি, ঝুটবে কপালে
তখন সান্যিধ্য সুখ।দেখবে কি আহা
দোলায় দোলায় দোলে আনন্দ চন্দ্রিমা,
এভাবে কখনো প্রেম আগায় সম্মুখে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
  ১২ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩০
১২ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩০
বিজন রয় বলেছেন: হাঁ ঈশ্বর শেষ পর্যন্ত আমাকেও!!
অনেক নতজানু হলাম, গুঁটিসুটি স্থির! মৃত্তিকার কাছাকাছি পৌঁছে দিলেন আমাকে, এখন আমি সম্প্রীতির জলে সবার হৃদয় ভিজিয়ে দিতে পারি। আমি এক অর্ধকবি, অসম্ভবের দরজা খুলে বসে আছি, সেই স্বপ্নলোকের শুভবার্তা নিয়ে........... আজ যে সত্যিই আমি এক পূর্ণকবির ভালবাসায় অস্তিত্বময় হয়ে উঠলাম!!!
কে বলেছে বন্ধু আমাকে এত সুখ দিতে?
কে বলেছে বন্ধু আমায় এত প্রীতি ঢালতে!!
আজ আমার ভিতরে কোন বিপন্নতা নেই, আমার হৃদয়ে কোন নিঃস্বতা নেই, কোন দুঃস্বপ্ন নেই, আমার অন্তর্গত নিঃশ্বাসে কেবল 
হৃদ্যতার ফল্গুধারা। আজ আমার সব অশ্রু দিকবদলের প্রীতিকুসুম, আজ আমার সব অহমিকা বন্ধত্বের উষ্ণতা, আজ আমার সব দীর্ঘশ্বাস প্রিয়তার মাধুর্য!!
আমাকে নিয়ে লিখলেন দেখে তাৎক্ষনিকভাবে আমার মনের কিছু উপলব্ধি বা অনুভূতি প্রকাশ করলাম।
আপনার বা আপনাদের ভাল লাগবে কিনা জানিনা।
২৫|  ১২ ই জুন, ২০১৭  দুপুর ২:১৭
১২ ই জুন, ২০১৭  দুপুর ২:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনাকে নিয়ে একটা সনেট অবশেষে লিখেই ফেল্লাম। আপনার অনুমতি সাপেক্ষে পোষ্ট করার ইচ্ছা রাখি।
  ১২ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৬
১২ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৬
বিজন রয় বলেছেন: আমি ঠিক জানিনা। আমি যেমন নরম হয়ে যাচ্ছি তেমন ভাললাগায় ভরে উঠছি।
আপনি তো অনেক ভাল এবং বড় কবি বা ব্লগারদের নিয়ে সনেট লিখে পোস্ট করেছেন, তাদের দলে কি আমাকে মানাবে!!
তাই আমি বিনয়ের সাথে বলছি, সেটা আপনার উপরেই ন্যস্ত থাকল।
আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি।
তাই বলি, আপনার দেয়া  এই অর্ঘ্য, এই অলংকার, এই মনিমালিকা আমি মাথায় তুলে রাখবো।
যদিও এটার যোগ্য আমি নই।
আপনি ভাল থাকুন, সবসময় এই শুভকামনা।
২৬|  ১২ ই জুন, ২০১৭  বিকাল ৪:৫৯
১২ ই জুন, ২০১৭  বিকাল ৪:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনাকে নিয়ে লেখা সনেটটি পোষ্ট করেছি। এখন প্রথমে আপনার মন্তব্য পেলে দারুণ খুশী হব।
  ১৩ ই জুন, ২০১৭  সকাল ৯:১৫
১৩ ই জুন, ২০১৭  সকাল ৯:১৫
বিজন রয় বলেছেন: আমার দূর্ভাগ্য আমি প্রথম মন্তব্য করতে পারিনি!
আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল।
২৭|  ১৪ ই জুন, ২০১৭  রাত ১২:০৩
১৪ ই জুন, ২০১৭  রাত ১২:০৩
প্রামানিক বলেছেন: সুন্দর প্রতিবাদী কবিতা। ধন্যবাদ
  ১৪ ই জুন, ২০১৭  দুপুর ২:১৭
১৪ ই জুন, ২০১৭  দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ছড়ার যাদুকর।
শুভকামনা ছন্দের রাজা।
২৮|  ১৪ ই জুন, ২০১৭  রাত ২:০৮
১৪ ই জুন, ২০১৭  রাত ২:০৮
ডঃ এম এ আলী বলেছেন: 
কি যে  বলেন দাদা ,শাসক আর কবিকে এত সহজেই ভুলে গেলেন 
একসময় খববের পাতা খুললেই দেখা যেত  সর্বত্র  শাসকের কবিতা!!!
নীচে শুধু তোমারই জন্য হোমোর  লেখা কবিতা 
  
 
শুধু তোমারই জন্যে
- হোসেন মোহাম্মদ এরশাদ 
ভোরের পাখিটির মতন
কে যেন ডেকে ওঠে বুকের ভেতর
উড়ে যায় দুরে স্বপ্নে কোথাও
কার ছায়া ভাসে দুচোখে এমন
কাজলের রেখাটিও যেমন
আবছা হলেও থেকে যায় চোখের পাতায়
স্মৃতির ঢাকনা খুলি অপেক্ষায় থাকি তোমার জন্য।
প্রাতে, দিনান্তে, কিংবা নিশিথে
মনের মাঝে আঁকা তোমার ছবি দেখি
ভাবি অবিরাম, তোমারে ভালবেসে যা পেয়েছি
তার প্রতিদান কি দিতে পারি?
তার চেয়ে ভালো, এসো নিরজনে
হাতে হাত রাখি চলি আনমনে
যেতে যেতে বিথীকায় দেখি সহসা
তোমার আমার প্রেমের ফুল ফুটে আছে সাঁঝের বেলা
সে ফুল পরাবো আমি তোমার কবরীতে
এই সে উপহার শুধু তোমারই জন্যে।
  ১৪ ই জুন, ২০১৭  দুপুর ২:২১
১৪ ই জুন, ২০১৭  দুপুর ২:২১
বিজন রয় বলেছেন: এই লম্ফটকে আমার ব্লগে আনলেন!!!১
হা হা হা .........
সেই জন্যই তো বললাম শাসক শোষক হতে পারে আর পারে অকবি হতে।
আর একজন শাসক অথবা অকবিই পারে প্রকৃত কবিকে অপমান করতে।
ধ্বিক্কার জানাই এই অশুভ আত্মাকে।
২৯|  ১৪ ই জুন, ২০১৭  সকাল ১১:১৬
১৪ ই জুন, ২০১৭  সকাল ১১:১৬
শায়মা বলেছেন: লেখক বলেছেন: !!!!!!! ????!!!!!!!
আমি পাইলাম! তাকে আমি পাইলাম।
অনেক কথার পরে তাকে আমি পেলাম।
শেষ পর্যন্ত আপনাকে পাওয়া গেল!!
এভাবেই সাথীদের সহচর্যে ছড়িয়ে থাকেন।
খারাপ যা কিছু দূর হবে, ভাল যা কিছু সাথে থাকবে।
অনেক ধন্যবাদ শায়মা আপা।
 
ওকে ওকে তোমার কথা মনে রাখবার চেরেষ্টা করিবো তবে ইদানিং ইমোশাল সেফ জোন নিয়ে চিন্তায় আছি। 
  ১৪ ই জুন, ২০১৭  দুপুর ২:২২
১৪ ই জুন, ২০১৭  দুপুর ২:২২
বিজন রয় বলেছেন: আপনি আমাকে কোনদিন ভুলতে পারবেন না।
কারন সামনের দিনগুলোতে আরো চমক অপেক্ষা করছে।
৩০|  ১৫ ই জুন, ২০১৭  দুপুর ১:০০
১৫ ই জুন, ২০১৭  দুপুর ১:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই শক্তিশালী প্রতিবাদ কাব্যিক ভাষায়। +++++
  ১৫ ই জুন, ২০১৭  দুপুর ২:৩৮
১৫ ই জুন, ২০১৭  দুপুর ২:৩৮
বিজন রয় বলেছেন: আমার প্রতিবাদের ভাষা অনুধাবন করতে পারার জন্য ধন্যবাদ নয়ন।
সবসময় আমার সাথে থাকার জন্য আমি গর্বিত।
৩১|  ১৫ ই জুন, ২০১৭  রাত ১১:৫০
১৫ ই জুন, ২০১৭  রাত ১১:৫০
ডঃ এম এ আলী বলেছেন: 
 মঝা করে দেখতে চেয়েছিলাম দাদা কেমন রাগতে পারে হোমু আর তার কবিতা দেখে !!!
 লম্পট শাসক ভন্ড কবি হলে কেমন দেখায় তা বুঝানোর জন্য দিয়েছিলাম এটাকে,
এখন অমর দাবী রেখে গেলাম  কবিতা ছবিতা সমেত ২৮ নং মস্তব্যটি মুছে দিতে, 
অথবা এই ভন্ড অকবিকে ধিক্কার জনানো পর্ব চলতে থাকুক অবিরাম গতিতে !!!!
  ১৯ শে জুন, ২০১৭  বিকাল ৩:৩৬
১৯ শে জুন, ২০১৭  বিকাল ৩:৩৬
বিজন রয় বলেছেন: হা হা হা ............. হা হা হা ............. হা হা হা ........... খুব হাসলাম!!!
এখন অমর দাবী রেখে গেলাম কবিতা ছবিতা সমেত ২৮ নং মস্তব্যটি মুছে দিতে, 
না এটা হবে না।
৩২|  ১৬ ই জুন, ২০১৭  ভোর ৫:৩৫
১৬ ই জুন, ২০১৭  ভোর ৫:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: ব্যপার কি দাদা, রাত বারটার আগেই ঘুমাতে গেলেন   
 
আর এদিকে  আমি বসে বসে ভাবছি আপনার কবিতার কথাগুলি 
ক্ষতিকর ও একগুঁয়ে মানুষগুলো জানেনা
ভন্ড শাসকের অযাচিত হাসির শব্দ বেশি, বাঁজে বেশি। 
  ১৯ শে জুন, ২০১৭  বিকাল ৩:৩৮
১৯ শে জুন, ২০১৭  বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: 
ক্ষতিকর ও একগুঁয়ে মানুষগুলো জানেনা
ভন্ড শাসকের অযাচিত হাসির শব্দ বেশি, বাঁজে বেশি।
ঠিক বলেছি না???
আপনি ঠিকই ধরতে পেরেছেন!
৩৩|  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০৫
১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০৫
পার্থিব লালসা বলেছেন: কবিতায় +++++++
  ১৯ শে জুন, ২০১৭  বিকাল ৩:৩৮
১৯ শে জুন, ২০১৭  বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
৩৪|  ১৯ শে জুন, ২০১৭  সকাল ১০:৫৫
১৯ শে জুন, ২০১৭  সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে দাদা
ভাল লাগল অনেক 
  ১৯ শে জুন, ২০১৭  বিকাল ৩:৪০
১৯ শে জুন, ২০১৭  বিকাল ৩:৪০
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্য।
আপনার সহচর্য অনুপ্রেরণার।
ভাল থাকুন।
৩৫|  ১৯ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:০০
১৯ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:০০
অর্ক বলেছেন: চমৎকার লিখেছেন। সত্যি কতোটা অসুস্থ সমাজ এরকম একটি ঘটনা ঘটানে যেতে পারে! 
ওই ঘটনার ওপর সেসময় ছোট্ট একটা লেখা লিখেছিলাম। পরবর্তীতে অহেতুক তর্ক বিতর্কে মাথা গুলিয়ে উঠেছিল। এখনও সাহস পাই না, এমন কিছু নিয়ে লেখার। না অন্য কিছু নয়, অনেক সহ ব্লগারের আক্রমণ নানাভাবে।   
অসাধারণ!
  ১৯ শে জুন, ২০১৭  রাত ৮:৩৩
১৯ শে জুন, ২০১৭  রাত ৮:৩৩
বিজন রয় বলেছেন: আপনার পোস্টি পড়ে মন্তব্য করে এলাম। অনেক কথা বলতে হয়। কিন্তু বললাম না।
তবে নখদন্তহীন অনেক ব্লগার এখানে পাবেন, তাদের আক্রমনের ভয়ে প্রতিবাদ বা লেখা বন্ধ করলে তো হবে না।
আর আমার প্রতিবাদ এই কবিতা।
আপনার মন্তব্যে অনেকখানি এগিয়ে গেলাম।
ধন্যবাদ অর্ক।
৩৬|  ১৯ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৯
১৯ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্ষতিকর ও একগুঁয়ে মানুষগুলো জানেনা
ভন্ড শাসকের অযাচিত হাসির শব্দ বেশি, বাঁজে বেশি।
অতঃপর অনুধাবন করলাম,
আমরা মানুষরা এখনো মানুষ হতে পারিনি।  চমৎকার !!!
  ১৯ শে জুন, ২০১৭  রাত ৮:৩৫
১৯ শে জুন, ২০১৭  রাত ৮:৩৫
বিজন রয় বলেছেন: এই যে! গিয়াস ভাই।
মুখখানা যেমন মায়াভরা ব্যবহারও তেমন অমায়িক।
কবিতার মর্মমূলে যেতে পেরেছেন।
অনেক শুভকামনা রইল।
৩৭|  ২০ শে জুন, ২০১৭  রাত ৩:১৪
২০ শে জুন, ২০১৭  রাত ৩:১৪
ডঃ এম এ আলী বলেছেন: মানুষ হওয়ার কামনা নিয়ে কবিতাটি আরেকবার পাঠ করে গেলাম   
 
আরো একটি কারণ আছে , সেটি হলো এই ভাবগাম্ভির্যময় কবতাটির
উপর  অনেক মুল্যবান মন্তব্য দেখা যায় যা থেকে অনেক কিছু 
শিখার আছে ।
  ২০ শে জুন, ২০১৭  দুপুর ২:৫১
২০ শে জুন, ২০১৭  দুপুর ২:৫১
বিজন রয় বলেছেন: হ্যাঁ, লেখার সাথে সাথে ভাল মন্তব্য আর প্রতিউত্তরও কিন্তু সমান গুরুত্বপূর্ণ।
আমি আশাকরি সামনের দিনগুলোতে আমার এখানে ভাল ভাল লেখা পোস্ট করবো, এবং ভাল ভাল আলোচনায়, মন্তব্যে, প্রতিউত্তরে আমার ব্লগবাড়ি মুখর হয়ে উঠবে।
আপনি অপেক্ষায় থাকেন।
৩৮|  ২০ শে জুন, ২০১৭  দুপুর ১:৪৮
২০ শে জুন, ২০১৭  দুপুর ১:৪৮
জোকস বলেছেন: গৃহশিক্ষকঃআমার সঙ্গে সঙ্গে বল, লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে।
ছাত্রঃ স্যার, এই কথাটা ঠিক না।
শিক্ষকঃ কেনো?
ছাত্রঃ কারন, আপনি তো অনেক লেখাপড়া করেছেন! তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন?................
  ২০ শে জুন, ২০১৭  দুপুর ২:৫৩
২০ শে জুন, ২০১৭  দুপুর ২:৫৩
বিজন রয় বলেছেন: হা হা হা হা .............
আপনার ওখানে করা আমার মন্তব্য এবং আপনার করা তার প্রতিউত্তর এখানে রেখে দিলাম।
কাজে লাগবে আমার।
১. ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৬ ১
 বিজন রয় বলেছেন: হা হা হা হা 
+++++
২০ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৭ ০
 লেখক বলেছেন: 
শিক্ষকঃ বলোতো বিজন রয় মশা কয় প্রকার? 
বিজন রয়ঃ মশা আট প্রকার। … 
শিক্ষকঃ মশা আবার আট প্রকার হয় কিভাবে ?
বিজন রয়ঃ ১. যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে।
২. যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে।
৩. যে মশা নাকের ভেতর ঢুকে কামড়ায় তাকে নমরুদী মশাবলে।
৪. যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগসন্ধানী মশা বলে।
৫. যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে।
৬. যে মশাকে থাপ্পর দিলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে।
৭. যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে।
৮. যে মশা মশারির ভেতর ঢুকে কামড়ায় তাকে মূর্খমশা বলে। 
(আপনার নাম নেওয়াতে দুঃখিত)
শুভকামনা রইল।
৩৯|  ২১ শে জুন, ২০১৭  বিকাল ৪:০০
২১ শে জুন, ২০১৭  বিকাল ৪:০০
খেয়ালি দুপুর বলেছেন: ভীষণভাবে ভাবায় এমন একটি চমৎকার কবিতা। আমাদের মূল্যবোধ, মানবতা জাগ্রত হোক। শুভকামনা জানবেন।
  ২১ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৪
২১ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৪
বিজন রয় বলেছেন: আমি আপনাকে চিনতে ভুল করিনি! আমার ভাল লাগছে।
আমাদের দেশের মানুষের মূল্যবোধের স্তরটা কোথায় সেটা চিন্তা করলে আমি শিউরে উঠি।
আমি জানিনা কবে আমরা নৈতিকভাবে শিক্ষিত হবো।
তবু চেষ্টা করে যেতে হবে ভাল মানুষ হওয়ার।
অনেক অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য।
৪০|  ২১ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:১৩
২১ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
শ্যামল কান্তি শিক্ষক হতে পারেনি (?!)
শ্যামল কান্তি মানুষ হতে পেরেছেন।
ঠিক অমল কান্তি রৌদ্র হতে পেরেছিল।
তবুও মানুসের মূল্যবোধ স্রোতে হারিয়ে যাচ্ছে। শেষের এই লাইন কটিতে মুগ্ধ হয়ে রইলাম্।
  ২১ শে জুন, ২০১৭  রাত ৮:৫৩
২১ শে জুন, ২০১৭  রাত ৮:৫৩
বিজন রয় বলেছেন: আপনাকে মুগ্ধ করতে পেরে আমি গর্বিত।
আমার সাথে থাকুন, তাহলে আমি কবিতা লিখতে উৎসাহ পাব।
অনেক অনেক শুভকামনা রইল।
৪১|  ২১ শে জুন, ২০১৭  রাত ৯:৪৯
২১ শে জুন, ২০১৭  রাত ৯:৪৯
গেম চেঞ্জার বলেছেন: যাক, প্রতিবাদ করেছেন আপনি!
  ২১ শে জুন, ২০১৭  রাত ১০:০০
২১ শে জুন, ২০১৭  রাত ১০:০০
বিজন রয় বলেছেন: হা হা হা হা ..............
কেন আমাকে কি কখনো প্রতিবাদ করতে দেখেননি?
কে যেন একদিন এই ব্লগে বলেছিলেন আমার কাছে সব ব্লগার সমান।
৪২|  ২১ শে জুন, ২০১৭  রাত ১০:০৩
২১ শে জুন, ২০১৭  রাত ১০:০৩
গেম চেঞ্জার বলেছেন: আমি মিন করেছি, ব্লগে এই ব্যাপারে তেমন কথা ওঠতে দেখিনি, যাও হয়েছে স্রোতের তরীতে ভেসে যাওয়া কিছু! আপনারটা ভাল আছে।
  ২১ শে জুন, ২০১৭  রাত ১০:৪৭
২১ শে জুন, ২০১৭  রাত ১০:৪৭
বিজন রয় বলেছেন: ও আচ্ছা, আমি অন্য কথা ভেবেছিলাম।
বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ।
তবে হ্যাঁ, আজকাল প্রতিবাদ করার মানুষ কমে যাচ্ছে।
৪৩|  ২৩ শে জুন, ২০১৭  রাত ৩:৩৪
২৩ শে জুন, ২০১৭  রাত ৩:৩৪
কাছের-মানুষ বলেছেন: কবিতায় বাস্তবতার চিত্র সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন। কিছুই বলার নেই ।
কবিতায় ভাললাগা রইল ।
 
  ২৩ শে জুন, ২০১৭  দুপুর ২:৪৮
২৩ শে জুন, ২০১৭  দুপুর ২:৪৮
বিজন রয় বলেছেন: কিছু না বলেও তো অকে কিছু বলে দিলেন।
এটাই বা কম কি সে!!
অনেক ধন্যবাদ।
কাছের মানুষ কাছে থাকুন।
৪৪|  ২৩ শে জুন, ২০১৭  দুপুর ১:৪৫
২৩ শে জুন, ২০১৭  দুপুর ১:৪৫
আমিই মিসির আলী বলেছেন: শ্যামল কান্তি মানুষও হতে পারে নাই।
  ২৩ শে জুন, ২০১৭  দুপুর ২:৫০
২৩ শে জুন, ২০১৭  দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: হা হা হা হা ................আমি জানি আপনি কেন ও কথা বলেছেন।
উপরে ৪৩ জন মন্তব্যকারী আপনার মতো বলেনি।
আমি বলি আপনি মানুষ থাকলেই চলবে।
৪৫|  ২৪ শে জুন, ২০১৭  রাত ৮:১৯
২৪ শে জুন, ২০১৭  রাত ৮:১৯
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  , 
  
 
  ২৪ শে জুন, ২০১৭  রাত ৮:২৪
২৪ শে জুন, ২০১৭  রাত ৮:২৪
বিজন রয় বলেছেন: আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা।
ভাল থাকুন।
৪৬|  ২৫ শে জুন, ২০১৭  বিকাল ৩:১৫
২৫ শে জুন, ২০১৭  বিকাল ৩:১৫
কবীর বলেছেন: 
  ২৫ শে জুন, ২০১৭  বিকাল ৪:৫১
২৫ শে জুন, ২০১৭  বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: আন্তরিক ভ্রাতিত্ব থেকে ঈদের শুভকামনা রইল।
ঈদ মোবারক।
৪৭|  ২৫ শে জুন, ২০১৭  বিকাল ৪:২১
২৫ শে জুন, ২০১৭  বিকাল ৪:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:  
   
ঈদ আনন্দে ভরে থাকুক সবার প্রাণে। আপনাকেও ঈদ মোবারক দাদা
  ২৫ শে জুন, ২০১৭  বিকাল ৪:৫২
২৫ শে জুন, ২০১৭  বিকাল ৪:৫২
বিজন রয় বলেছেন: আন্তরিক ভ্রাতৃত্ব থেকে ঈদের শুভকামনা রইল।
ঈদ মোবারক।
৪৮|  ২৫ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:১৭
২৫ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:১৭
ডঃ এম এ আলী বলেছেন: দাদা ও পরিবারের সকলের জন্য
রইল ঈদ মোবারক
 
  ২৫ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:২০
২৫ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:২০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রিয় ডঃ।
আপনার জন্যই অনেক অনেক শুভকামনা।
৪৯|  ২৫ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৩০
২৫ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৩০
চাঁদগাজী বলেছেন: 
ঈদের শুভেচ্ছা নেবেন।
  ২৫ শে জুন, ২০১৭  রাত ৯:০৪
২৫ শে জুন, ২০১৭  রাত ৯:০৪
বিজন রয় বলেছেন: ধার্মিক হলেন যে বড়!
ভাল খুব ভাল।
আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল।
৫০|  ২৬ শে জুন, ২০১৭  রাত ১২:০০
২৬ শে জুন, ২০১৭  রাত ১২:০০
জোকস বলেছেন: "ঈদ মোবারক"
  ২৬ শে জুন, ২০১৭  রাত ১২:১৪
২৬ শে জুন, ২০১৭  রাত ১২:১৪
বিজন রয় বলেছেন: আপনাকেও পবিত্র ঈদের শুভেচ্ছা।
ভাল থাকুন।
৫১|  ০৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:১০
০৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:১০
রওশন_মনি বলেছেন: অসাধারণ লেখা। আমারও খুব কষ্ট, ' মানুষ কেন মানুষ হয়না?'
  ০৮ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:২৮
০৮ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:২৮
বিজন রয় বলেছেন: মানুষ কেন মানুষ হয়না?'
হা হা .............. আমার মনে হয় ওটা প্রকৃতির নিয়ম।
অনেক অনেক শুভকামনা আপা।
ভাল থাকুন সবসময়।
৫২|  ০৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৪৯
০৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৪৯
টারজান০০০০৭ বলেছেন: শ্যামল কান্তি এমন কিছু বলে নাই বা করে নাই। সে তো কাউকে খুন করে নাই। 
জী , কথা সময়ে খুন করার চেয়েও বেশি আঘাত দিতে পারে ! অন্যান্য ধর্মাবলম্বীর চেয়ে  মুসলিমরা ধর্মের ব্যাপারে বেশি  স্পর্শকাতর।মুসলমান দেশে  বাস করিয়া এই কথাটা মনে রাখা উচিত ছিল ! তিনি উহা মনে রাখেন নাই ! একজন শিক্ষক হইয়া তাহার কি এমন মন্তব্য করা শোভনীয় ছিল ?
 আমি রাজনীতি করিনা, তারপরও বলিব ,যে সাংসদ তাহাকে বাঁচাইয়াছিলেন ,  আজ তাহাকেই ভিলেন বানানো হইতেছে ! খাপো মিডিয়া সব পারে ! ওসমান পরিবারের বিরুদ্ধে সব অস্ত্রই কাজে লাগাইতেছে ! শ্যামল কান্তির ঘুষের মামলার কথাতো বলিলেন না ! শ্যামল কান্তি কতটুকু মানুষ হইতে পারিয়াছেন  তাহা তাহার মন্তব্য হইতেই জানা গিয়াছে, ঘুষের মামলার রায় পাইলে আরো জানা যাইবে ! নাকি মিডিয়া ও ব্লগাররা তাহাকে আগেই বেকসুর খালাস দিয়া দিবে ?  
  ০৮ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৩০
০৮ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৩০
বিজন রয় বলেছেন: আপনাকে অন্ধকারে রাখা হয়েছে।
আলোতে আসুন।
৫৩|  ৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:৪৬
৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:৪৬
আলপনা তালুকদার বলেছেন: ভাল লাগলো প্রতিবাদ। ভণ্ড আর বাজে বানান দুটো ঠিক করলে ভাল হয়।
  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৪৮
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৪৮
বিজন রয় বলেছেন: ঠিক করে দিয়েছি। কিভাবে হলো কি জানি।
এই জন্য আপনাকে আমার এখানে আসতে বলেছি।
নিজের ভুলগুলো দেখতে পারি তাহলে।
আসবেন বার বার।
৫৪|  ১০ ই এপ্রিল, ২০২৪  সকাল ১০:২৯
১০ ই এপ্রিল, ২০২৪  সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: প্রায় আট বছর আগের কবিতা। সেই তুলনায়, এখন বোধকরি মানুষ আরও বেশি দ্রুতবেগে ধাবমান, অমানুষ হবার প্রতিযোগিতায়। 
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৭  বিকাল ৪:০২
০৭ ই জুন, ২০১৭  বিকাল ৪:০২
শূন্যনীড় বলেছেন: ভালো বলেছেন দাদা। কবিতায় +++++++