|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
সম্পর্কে সীমারেখা থাকতে নেই-
নিঃসঙ্কোচ ভেঙে হৃদয়ের
যে শুদ্ধতম স্পন্দনে লজ্জ্বিত হওয়া যায়
দ্বৈত অবয়বে,
আত্মমগ্ন স্নায়ুবিক অস্তিত্বে,-
ওটাই অনন্তরঙ্গ অভিব্যক্তি
ওটাই প্রিয় হয়ে ওঠার পূর্বশর্ত।
স্পর্শে দ্বিধা থাকতে নেই-
প্রিয়তার সংসর্গে 
হতবিহ্বল হতে পারা
সম্মোহিত হতে পারা
আশ্চর্য অনুভবে অতলস্পর্শী হতে পারা,-
ওটাই প্রেমঘোরের কুহেলিকা
ওটাই প্রিয়ময়তার পূর্বশর্ত।
সঙ্গমে বিভেদরেখা থাকতে নেই-
যে সৌন্দর্যে উষ্ণ হওয়া যায় অন্তরীক্ষে
আপন আলোর দীপাবলিতে
ঠিক জন্মলগ্নের মতো,-
এটাই নিষ্পাপ সভ্যতা,
এটাই সত্ত্বার গভীরে ফোঁটার পূর্বশর্ত।
এই চিত্রপট ঈশ্বরের আঁকা
এই চিত্রপট হৃদয়ে মায়ার স্ফুরণ কিংবা প্রণয়ের অপেক্ষামান সুঘ্রাণ।
 ১৯০ টি
    	১৯০ টি    	 +৩১/-০
    	+৩১/-০  ১২ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:৫৯
১২ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:৫৯
বিজন রয় বলেছেন: আপা, সম্পর্কের সীমারেখা, স্পর্শের দ্বিধা আর সঙ্গমের বিভেদ এসব নিয়ে কিছু বললে আমি নতুন কিছু জানতে পারতাম, আমার কবিতা হয়তো আরো একটু পূর্ণতা পেত।
আমি বলতে চাই জন্মলগ্নের মতো সবকিছু নিষ্পাপ থাকুক।
দেরিতে উত্তর করার জন্য দুঃখিত আপা।
শুভকামনা রইল।
২|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৪৯
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৪৯
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: কবিতা ভাল লাগল
ভাল থাকুন অনেক অনেক
  ১২ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:৫৯
১২ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:৫৯
বিজন রয় বলেছেন: কোন দ্বিধা নেই? কোন সংকোচ নেই? কোন বিভেদ নেই?
না থাকলে ভাল, তাহলে কোন শর্ত নেই।
ধন্যবাদ।
৩|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:০৫
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:০৫
ক্লে ডল বলেছেন: একি প্রেমযোগ্য হওয়ার শর্তারোপ করে দিলেন! দারুণ!!
  ১২ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:১৬
১২ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:১৬
বিজন রয় বলেছেন: হা হা হা ..... কবি কি আপনার মনে কথা বলে দিলেন?
না না, এগুলো তো কোন শর্ত নয়, হৃদয়ের কোমল আস্তরণ।
ছুঁয়ে ফেলুন।
শুভকামনা ক্লে পুতুল।
৪|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪৬
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪৬
কানিজ রিনা বলেছেন: অনেক অনেক দামী কবিতা অসাধারন ভাষার
মিশ্রন। সততায় প্রেম নিবেদন বিশ্বাসে আনে
সদা আন্তরিকতা প্রেমও মুকুল ফলায় যতনে
স্পর্শে পদ্যগকুল। বিশেষ ধন্যবাদ।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:১২
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:১২
বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্য!
প্রেমের মুকুল কোন স্পর্শে প্রস্ফুটিত হয় সেই আন্তরিকতা বা অন্তরঙ্গতার কথা বলতে চেয়েছি।
আপনিও সেই ব্শ্বিাসের কথা বলেছেন। যা সৎ এবং নিষ্পাপ।
আমার কবিতা ধন্য।
৫|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪৭
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪৭
করুণাধারা বলেছেন: আশাকরি শর্তগুলো প্রেমিকদের উপকারে আসবে।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৪২
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৪২
বিজন রয় বলেছেন: হা হা হা .......
এগুলো তো কোন শর্ত নয়।
হৃদয়ের সবচেয়ে কোমল স্থানের অনুভব।
তবে উপকারে সবারই আসবে।
৬|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:১২
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:১২
অপর্ণা সেন বলেছেন: আমি নতুন মানুষ।
মন্তব্য খুব একটা করি না।
তবে কবিতা ভালো লেগেছে।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:০৬
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:০৬
বিজন রয় বলেছেন: নতুন সেটা কোন সমস্যা নেই।
আমরা এখানে সবাইকে আপন করতে চাই।
আমার কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।
সাথে থাকুন।
৭|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:১৬
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশ্চর্য অনুভবে অতলস্পর্শী হতে পারা,-
ওটাই প্রেমঘোরের কুহেলিকা
ওটাই প্রিয়ময়তার পূর্বশর্ত। অসাধারণ কাব্যমালা।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২২
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২২
বিজন রয় বলেছেন: আচ্ছা, গিয়াস ভাই, যারা ইতিমধ্যে প্রেম করে ফেলেছেন, তাদের কি হবে?
তবে আপনি কিন্তু সবকিছুরই যোগ্য।
হা হা হা 
শুভকামনা রইল।
৮|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২১
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২১
রাতু০১ বলেছেন: যে সৌন্দর্যে উষ্ণ হওয়া যায় অন্তরীক্ষে
আপন আলোর দীপাবলিতে
ঠিক জন্মলগ্নের মতো,-
এটাই নিষ্পাপ সভ্যতা,
এটাই সত্ত্বার গভীরে ফোঁটার পূর্বশর্ত।
অসাধারণ।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৫
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৫
বিজন রয় বলেছেন: যে সৌন্দর্যে উষ্ণ হওয়া যায় অন্তরীক্ষে আপন আলোর দীপাবলিতে............. আপনার জীবনে ওইরকম কিছু ঘটুক।
আর না ঘটলে তো তা অস্পর্শই থেকে যাবে।
অনেক ধন্যবাদ রাতু।
৯|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৪৮
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ। চালিয়ে যান।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৬
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৬
বিজন রয় বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
এভাবেই সাথে থাকুন।
আবার কথা হবে।
১০|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫০
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫০
ধ্রুবক আলো বলেছেন: অসাধারন কাব্য।++++ 
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৬
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৬
বিজন রয় বলেছেন: খুশি হলাম।
১১|  ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫১
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫১
ধ্রুবক আলো বলেছেন: সম্পর্কে সীমারেখা থাকতে নেই- 
সম্পর্কের যে ভালোবাসা তার কোনও সীমাবদ্ধতা থাকতে নেই।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৯
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৯
বিজন রয় বলেছেন: ভালবাসায় কোন শর্ত বা সীমারেখা থাকলে তো সেটা কৃত্রিম হয়ে গেল। তাই ভালবাসার উপলব্ধি সবসময় নির্ভেজাল হওয়া কাম্য।
অনেক ধন্যবাদ আলো।
১২|  ১০ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:৪০
১০ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার সীমাবদ্ধতা থাকতে নেই।
অনেক অনেক ভালো লাগা রইল কবিতায়, সহমত
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩০
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩০
বিজন রয় বলেছেন: যা কিছু হৃদয়ের একবারেই অতল থেকে উৎসারিত হয়, তার দাম কি?
অকৃত্রিম।
ধন্যবাদ নয়ন।
১৩|  ১০ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
১০ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
চাঁদগাজী বলেছেন: 
আচ্ছা, আচ্ছা; সুগন্ধ যেদিন ফুরিয়ে যাবে, তখনো প্রেম টিকে থাকবে তো?
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩২
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩২
বিজন রয় বলেছেন: হা হা হা .........
প্রেম এই কবিতার মতো খাঁটি হলে তার সুগন্ধ কখনোই ফুরাবে না।
আপনি মনে হয় সে সুঘ্রাণ পেয়েছেন।
১৪|  ১০ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৯
১০ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা! প্রেম কোথায় তোমার আবাস
পাইনা কেন সুবাস ?
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩৩
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩৩
বিজন রয় বলেছেন: প্রেমের আবাস কোথায় তা জানা থাকলে তো প্রেম উধাও হয়ে যেত।
তবে কবিরা জানে প্রেম কি!
শুভকামনা মাইদুল সরকার।
১৫|  ১০ ই আগস্ট, ২০১৭  রাত ৮:০১
১০ ই আগস্ট, ২০১৭  রাত ৮:০১
কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +
শুভ কামনা !
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩৪
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার।
আমার সাথে, আমার কবিতার সাথে এই যে থাকেন সবসময়, এটা আমার গর্ব।
ভাল থাকেন।
১৬|  ১০ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৫৩
১০ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৫৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রিয়া কিংবা প্রিয় এর সাথে সব ব্যবধান মুছে যাউক।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৫৭
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৫৭
বিজন রয় বলেছেন: সেই ব্যবধান মুছে ফেলার জন্য কি করা বা ভাবা দরকার কবিতায় সেটাই বলতে চেয়েছি। আপনি ঠিক ধরেছেন।
অনেক ধন্যবাদ ছায়া।
১৭|  ১০ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৪৫
১০ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: আসলে ভালোবাসা'রই কোন সীমা রেখা নেই !!
কবিতা ভালো লাগল।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:১৮
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:১৮
বিজন রয় বলেছেন: আপনি কোন সীমায় অবস্থান করছেন সুমনদা!!!!
ধন্যবাদ পড়ার জন্য।
১৮|  ১০ ই আগস্ট, ২০১৭  রাত ১০:০৭
১০ ই আগস্ট, ২০১৭  রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  , 
প্রিয়ময়তার কিছুতেই সীমারেখা থাকতে নেই । সেটাই সকল নিষ্কলুষ সভ্যতার পূর্বশর্ত । 
কিন্তু এসব বোঝার মতো মানুষ থাকা চাই যে ! 
সুঘ্রানময় কবিতা ।
  ১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:৪৫
১২ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:৪৫
বিজন রয় বলেছেন: কিন্তু এসব বোঝার মতো মানুষ থাকা চাই যে ! 
অত সহজে পাবেন না।
শুধু কবিতা লিখে আর পড়ে সান্ত্বনা খোঁজা।
আমাদের অন্তরের ঠিক সেই নিবিড় আর নিষ্পাপ জায়গাটি কোথায়?
১৯|  ১০ ই আগস্ট, ২০১৭  রাত ১১:৩৭
১০ ই আগস্ট, ২০১৭  রাত ১১:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: এত সুন্দর কথামালায় রচিত ছন্দময় কবিতাটিকে 
প্রিয়তে নিয়ে গেলাম । পড়তে হবে বার বার 
অনেক অনেক অভিনন্দন রইল ।
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:০৫
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: কবিতা লিখে তাহলে আজকাল অভিনন্দন পাওয়া যায়, আহ! কি দারুন!
আপনি আজকাল খুবই ব্যস্ত।
তাই কথা বলেন না।
ভাল।
২০|  ১০ ই আগস্ট, ২০১৭  রাত ১১:৫২
১০ ই আগস্ট, ২০১৭  রাত ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:০৫
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: ব্যস্ত নাকি খুব?
২১|  ১১ ই আগস্ট, ২০১৭  রাত ১২:০১
১১ ই আগস্ট, ২০১৭  রাত ১২:০১
ওমেরা বলেছেন: সবাই কবিতার খুব প্রসংশা করেছে, আসলেই কবিতাটা অসাধারন সুন্দর হয়েছে ।আসলেই সম্পর্ক এই রকম ই হওয়া উচিত ´।ধন্যবাদ ভাইয়া ।
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:২৮
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:২৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ওমেরা।
কবিতায় যদি প্রেমিকাদের মনের কথা বলতে পারি তো কবিতাটি স্বার্থক।
কবিতাটি নিয়ে আপনার মূল্যায়ন মনে থাকবে।
২২|  ১১ ই আগস্ট, ২০১৭  রাত ১২:২৮
১১ ই আগস্ট, ২০১৭  রাত ১২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: পবিত্রতায় কোন কিছু সাজানোতে সঙ্কোচহীন, অপ্রতিরোধ্য সৌন্দর্য্য প্রদর্শনই পারে অসাধারণ কিছু সৃষ্টি করতে ।
কবিতা ভাল লেগেছে, শব্দ চয়ণ চমৎকার ।
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:২৭
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: পবিত্রতায় কোন কিছু সাজানোতে সঙ্কোচহীন, অপ্রতিরোধ্য সৌন্দর্য্য প্রদর্শনই পারে অসাধারণ কিছু সৃষ্টি করতে ।
আপনার এই কথার পরে আমার আর কোন কথা চলে না।
চুপ!!
২৩|  ১১ ই আগস্ট, ২০১৭  সকাল ৭:২৯
১১ ই আগস্ট, ২০১৭  সকাল ৭:২৯
রাবেয়া রাহীম বলেছেন: একাগ্রতায় একনিষ্ঠতায় বিলীণ হওয়ার কবিতা আসাধারণ লাগলো । এমন একটি কবিতার জন্য   পিপাসারত ছিল মন।
অনেক ধন্যবাদ কবি,
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:২৮
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:২৮
বিজন রয় বলেছেন: আপা, মন্তব্য দিয়ে আমাকে বিগলিত আর আপ্লুত করে দিলেন।
এই রকম কথা শোনার জন্যই তো কবিতা লিখি।
অনেক অনেক শুভকামনা।
২৪|  ১১ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:২৪
১১ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:২৪
শায়মা বলেছেন: প্রেমযোগ্যা হবার এত শর্ত!!!!!!!!
ঝগড়া লেগে যাবে তো! 
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:২৯
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:২৯
বিজন রয় বলেছেন: কেন আপনি কি প্রেমযোগ্যা নন?
২৫|  ১১ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:২৯
১১ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:২৯
আলো_ছায়া বলেছেন: লাইনগুলো সুন্দর লেগেছে।
ধন্যবাদ।
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৩০
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
কিন্তু আপনি পোস্ট দিচ্ছেন না কেন?
পোস্ট দিন, আমরা সেখানে কথা বলি।
২৬|  ১১ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:৪৭
১১ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:৪৭
রানার ব্লগ বলেছেন: লাইক দিয়ে গেলাম !!!
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৩১
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৩১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা।
২৭|  ১১ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:১৭
১১ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:১৭
উম্মে সায়মা বলেছেন: ওটাই অনন্তরঙ্গ অভিব্যক্তি
ওটাই প্রিয় হয়ে ওঠার পূর্বশর্ত।
বেশ লাগলো বিজনদা। শুভ কামনা
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৭
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৭
বিজন রয় বলেছেন: মানুষের সাথে অন্তরঙ্গ হয়ে ওঠা সহজ নয়। ক্রমাগত সততায় নিজেকে নিয়োজিত রাখাও সহজ নয়।
ভাল লাগল আপনাকে আমার এখানে দেখে।
২৮|  ১১ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:৫৩
১১ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:৫৩
জাহিদ অনিক বলেছেন: সঙ্গমে বিভেদরেখা থাকতে নেই-
যে সৌন্দর্যে উষ্ণ হওয়া যায় অন্তরীক্ষে
আপন আলোর দীপাবলিতে
ঠিক জন্মলগ্নের মতো,-
এটাই নিষ্পাপ সভ্যতা,
এটাই সত্ত্বার গভীরে ফোঁটার পূর্বশর্ত।  
সুন্দর লিখেছেন কবি
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৭
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৭
বিজন রয় বলেছেন: আপনার উপস্থিতিতি খুশি হলাম।
ভাল থাকুন।
২৯|  ১১ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩৫
১১ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩৫
নাগরিক কবি বলেছেন: বাহ!!!!!! সুন্দর সুন্দর ও সুন্দর
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৮
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি।
শুভকামনা।
৩০|  ১১ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:১৯
১১ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:১৯
প্রামানিক বলেছেন: অসাধারণ কাব্য কথামালা। ধন্যবাদ
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৮
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: কিভাবে অসাধারণ??
৩১|  ১১ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
১১ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
সনেট কবি বলেছেন: কবি বিজন রয় নিজের কবিতা পড়ে অবশেষে নিজেই অজ্ঞান হয়ে গেছে। মন্তব্যের উত্তর কি সে কারণেই নে? তবে কবিতা দারুণ হয়েছে
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩০
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩০
বিজন রয় বলেছেন: একটু ঝামেলায় পড়েছিলাম, এই জন্য দ্রুত উত্তর করতে পারিনি।
সেজন্য ৩৩ নম্বর মন্তব্যে দুঃখপ্রকাশ করেছি।
আশাকরি সহজভাবে নিবেন।
ধন্যবাদ।
৩২|  ১১ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৬
১১ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৬
জেন রসি বলেছেন: 
এত সব শর্ত না মানলে প্রেম করা যাবেনা? কবিতা না ফতোয়া?  
  
কবিতায় প্লাস।   
 
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩১
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: শর্ত শুধু এই যে, প্রেম করার আগে ঠিকমতো প্রেমযোগ্যা হতে হবে।
ধন্যবাদ রসি।
৩৩|  ১১ ই আগস্ট, ২০১৭  রাত ৮:২০
১১ ই আগস্ট, ২০১৭  রাত ৮:২০
বিজন রয় বলেছেন: আমি ভীষণভাবে দু:খিত উত্তর করতে না পারার জন্য।
প্রিয় ব্লগবন্ধুদেরকে ধৈর্য্য ধারনের অনুরোধ রইল।
আশাকরি আগামীকাল শনিবার থেকে উত্তর করতে পারবো।
ধন্যবাদ সকলকে।
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩২
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: আজ শনিবার থেকে উত্তর করতে পারছি।
সকলকে ধন্যবাদ।
৩৪|  ১২ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:০৪
১২ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:০৪
বিলিয়ার রহমান বলেছেন: বাহ!!! বেশ তো!!!
দারুন!!
+++
  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩২
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিলিয়ার।
ব্লগে নিয়মিত থাকুন।
৩৫|  ১২ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৫
১২ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৫
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন বিজন ভাইয়া। আজ শনিবার, আশা করি প্রতিউত্তরের জন্য ধৈর্য্য ধরতে হবেনা।
আশা করি ভালো আছেন।
শুভকামনা রইল।
  ১২ ই আগস্ট, ২০১৭  রাত ৮:২৬
১২ ই আগস্ট, ২০১৭  রাত ৮:২৬
বিজন রয় বলেছেন: এইতো উত্তর করছি মৌমুমু।  আজ শনিবার।
আমি তো ভাল আছি।
কবিতার কথা কিছু বললেন না!!
৩৬|  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৪৪
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
আহা... কী এক শিরোনাম দিলেন, কবি, যে না এড়িয়ে যাওয়া কঠিন... 
প্রেম রসিকা হবো কেমনে... আমি প্রেম রসিকা হবো কেমনে............!
কবিতার শর্তাবলীতে একমত হলে ভালো নাকি দ্বিমত হলে সুবিধা... ঠাহর করতে পারছি না  
  ১২ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৩৪
১২ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৩৪
বিজন রয় বলেছেন: আহা... কী এক শিরোনাম দিলেন, কবি, যে না এড়িয়ে যাওয়া কঠিন.
হা হা হা ...................
বুঝতে পারছি আপনি প্রেমযোগ্য হয়েছেন।
একমত-দ্বিমতের দরকার নেই তো।
শুধু প্রেম চলুক।
আপনাকে ধন্যবাদ মইনুল ভাই।
৩৭|  ১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৪৯
১২ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:৪৯
অর্ক বলেছেন: সত্যি অপূর্ব, আশ্চর্য সুন্দর একটি কবিতা! অনেক শুভেচ্ছা রইলো কবি। আন্তরিকতা শুভকামনা।
  ১২ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৩৬
১২ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৩৬
বিজন রয় বলেছেন: যদি সত্যি ভাল লাগে তো কবিতা সফল।
সাথে থাকুন এভাবেই অর্ক।
৩৮|  ১২ ই আগস্ট, ২০১৭  রাত ৯:২২
১২ ই আগস্ট, ২০১৭  রাত ৯:২২
মৌমুমু বলেছেন: আপনার লিখার প্রশংসাতো প্রথম লাইনেই করেছি।
খুব সুন্দর লিখেছেন প্রতিটা লাইন। খুব আবেগ দিয়ে লিখা!
প্রতিটা প্যারার প্রথম লাইনগুলোই যথেষ্ট পুরো কবিতাটা ভালো লাগার জন্য!!
 সম্পর্কে সীমারেখা থাকতে নেই-
স্পর্শে দ্বিধা থাকতে নেই-
সঙ্গমে বিভেদরেখা থাকতে নেই-
চমৎকার!!
  ১৩ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:৩৫
১৩ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:৩৫
বিজন রয় বলেছেন: কিভাবে সম্ভব সেটা, সেটাই শুধু ভাবছি।
কিভাবে সম্ভব হৃদয়ের সবচেয়ে নিষ্পাপ স্পন্দন একটি সবচেয়ে সুন্দর বৃন্তে প্রতিস্থাপন করা।
প্রেমিক-প্রেমিকা পারবে কিনা জানিনা, তবে কবিকে অবশ্যই পারতে হবে।
সাথে সাথে আপনাদেরকেও পারতে হবে।
অনেক অনেক ধন্যবাদ আবার আসার জন্য।
৩৯|  ১৩ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:১২
১৩ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:১২
কেন্দ্রবিমুখ সঞ্জয় বলেছেন: অনেক ভালো লিখছেন
  ১৩ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:১৩
১৩ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:১৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ সঞ্জয়।
অনেক অনেক শুভকামনা রইল।
৪০|  ১৩ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:৩১
১৩ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:৩১
নিয়াজ সুমন বলেছেন: বলেছেন বেশ, ভালোলাগা থাকলো তাই অশেষ!
  ১৩ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:১৯
১৩ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সুমন।
আপনার জন্য শুভকামনা।
৪১|  ১৩ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৫৫
১৩ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৫৫
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: সুন্দর কবিতা।
  ১৩ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:০০
১৩ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:০০
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার নিকটি খুব সুন্দর হয়েছে।
আমাদের সাথে থাকুন।
শুভকামনা রইল।
৪২|  ১৩ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:০২
১৩ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:০২
পলষ্টার বলেছেন: কবিতার ভাবটা চমৎকার। খুব সুন্দর কবিতা।
  ১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:০৭
১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:০৭
বিজন রয় বলেছেন: কবিতার ভাবটি ধরতে পেরেছেন জেনে খুশি হলাম।
আসলে ভাবটি তেমন কঠিন কিছু নয়।
আমরা সবাই কমবেশি অনুভব করি।
ভাল লাগল আপনার পদচিহ্ণ।
৪৩|  ১৩ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৪
১৩ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৪
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বিজন দা, খুব চমৎকার অর্থবোধক একটি কবিতা লিখেছেন। আসলে সম্পর্কগুলো এমনই হওয়া উচিৎ।
  ১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:১০
১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:১০
বিজন রয় বলেছেন: সেই অর্থের পিছনে কেবল ছুটেই মরছি। ধরতে পারিনি কিছুই।
অন্তরাত্মার যেসব অনুভবগুলো শুধু নির্মল হতে শেখায় তার অবস্থান দুরূহ।
৪৪|  ১৩ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
১৩ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বিজন রয় বলেছেন: না, গতকাল মন্তব্য করেছিলাম।
উন্মে সায়মার ওখানেও দেখলাম আমার মন্তব্যটি নেই।
কি জানি কি হলো!!!!
যাহোক, সমস্যা নেই।  
কিছু মনে করবেননা বিজন দা। মৌমুমু আপুর ব্লগ থেকে আপনার মন্তব্যটি নিয়ে এলাম। একই অভিযোগ আপনি আমাকেও জানিয়েছিলেন। আমি কিন্তু সেদিন বিব্রত হয়েছিলাম এই ভেবে যে, আমি কেন আপনার কমেন্ট ডিলেট করতে যাব? যা’হোক, সচারাচর যখন এমন ঘটছে, আপনার সিষ্টেমটা একটু চেক করে দেখুন না। ইনবক্সের ব্যবস্থা থাকলে বিষয়টা আপনাকে ইনবক্সে জানাতাম। এই মন্তব্যটি পাঠ করার পর আপনি ডিলেট করে দিতে পারেন। তবু কিছু মনে করবেননা প্লিজ!
  ১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:১৬
১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:১৬
বিজন রয় বলেছেন: হা ঈশ্বর!
অভিযোগ আর কিছু মনে করার কথা বলার প্রয়োজন ছিল না।
আমি তো কোন অভিযোগ করতে যাইনি কোথাও।
আমার মন্তব্যগুলো সেদিন তাদের ওখানে দেখতে পাইনি, তার আমার বিনয়ী জিজ্ঞাসা ছিল, বলতে পারেন আমার নিজে নিজেকেই প্রশ্ন। আমি তো নিজেই বুঝতে পারছিলাম  হয়তো সেদিন আমার নিজের কোন টেকনিক্যাল সমস্যা হতে পারে।
আর আপনাদের বিব্রত হওয়ারও কোন দরকার নেই।
আমি কিছুই মনে করিনি, ওরকম তো হতেই পারে। আমার মন্তব্য কেউ ডিলিট করকে সেটা আমি কখনো ভাবি না।
আশাকরি বোঝাতে পেরেছি।
অনেক অনেক শুভকামনা মিন্টু।
৪৫|  ১৩ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১০
১৩ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১০
সামু পাগলা০০৭ বলেছেন: এক্সিলেন্ট! খুব খুব ভালো লাগল! বেশ কবার পড়লাম!  
  ১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:২৪
১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:২৪
বিজন রয় বলেছেন: আপনি আমার এখানে!!
আমি খুব অবাক হলাম! আগে কোনদিন তো দেখিনি!
আপনি ব্লগের অত্যন্ত জনপ্রিয়, সেই জনপ্রিয়তার স্রোতে আমি আপনার চোখে কোনদিন পড়িনি! তাই খুব অবাক লাগছে আপনাকে আমার এখানে দেখে!
তাই ভাবছি আজ সূর্য কোন দিক থেকে উঠল!! আমি ধন্য হলাম। আমিও অবশ্য আপনার ওখানে আগের মতো এখন যেতে পারিনি।
আামর এই কবিতাটি আপনি পড়েছেন এবং প্রশাংসা করেছেন।
এটা্ও আমার অনেক পাওনা!
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনাকে সামু পাগলা ভাই।
৪৬|  ১৩ ই আগস্ট, ২০১৭  রাত ১০:১২
১৩ ই আগস্ট, ২০১৭  রাত ১০:১২
কথাকথিকেথিকথন বলেছেন: 
এ কি কথা ! ১৯৫২ কিন্তু সার্বজনীন !
  ১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:২৭
১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: দিলেন তো ইতিহাসে ডুবিয়ে!! কোন কথা বলতে তো চাইনি।
তারচেয়ে আপনাদের অমৃতবচন বড়ই মধুর।
৪৭|  ১৪ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২২
১৪ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:২২
নক্ষত্র নীড় বলেছেন: দারুণ!
  ১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:২৫
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:২৫
বিজন রয় বলেছেন: এটাও সম্ভব?
৪৮|  ১৪ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৩
১৪ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৩
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার ব্লগে আমি আগেও এসেছি। আপনার কঠিন কঠিন কবিতাগুলো বোকামতী বুঝতে পারেনি, তাই চলে গিয়েছে। তখন আমি কবিতার চেয়ে গল্প পড়তে বেশি পছন্দ করতাম। আজকাল ব্লগে এত কবিতা আসে যে পড়তে পড়তে আমারো ভালো লাগে। অনেকেরই কবিতা মন দিয়ে পড়ি। আপনার এই কবিতাটি তো অসাধারণ! সত্যিই!
আপনি ব্লগের অত্যন্ত জনপ্রিয়, সেই জনপ্রিয়তার স্রোতে আমি আপনার চোখে কোনদিন পড়িনি! তাই খুব অবাক লাগছে আপনাকে আমার এখানে দেখে! 
ধুর কি বলেন? আপনি ব্লগের অন্যতম বিখ্যাত কবিদের একজন। আমার মতো কবিতা কম পড়া মানুষও আপনাকে চেনে তাই। অবাক হবার কিছুই নেই। এতদিন না আসার এবং এখন আসার কারণ তো ব্যাখ্যা করলামই।
হুমম আপনি আমার ব্লগে আসতেন বেশ একটা টাইমে। আবারো দেখতে পারব আশা করি। 
সামু পাগলা ভাই? রিয়েলি? রিয়েলি? হাহাহা! আমি মেয়ে! অনেকদিন আমার ব্লগে না যাবার কুফল দেখলেন! আমি যে মেয়ে সেটিও ভুলে বসে আছেন! হাহা জাস্ট কিডিং।
আমার সকল শুভেচ্ছা রইল। এমন কবিতা আরো লিখতে থাকুন।
শুভেচ্ছা!
  ১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৩৫
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৩৫
বিজন রয় বলেছেন: আজকাল কবিতা পড়ছেন জেনে ভাল লাগল। আশাকরি এটা অব্যাহত থাকবে।
হা হা হা .... আমার কবিতা কঠিন না, একটু মন দিয়ে পড়লেই দেখবেন পরিস্কার হয়ে যাবে।
আমি তো ব্লগে বেশিদিন নই। খুব বেশি পোস্টও করিনি। এটাতেই যদি আপনাদের নজরে পড়ে থাকি, তাহলে সেটা আমার সৌভাগ্য বলতে পারি। এজন্য আপনাকে বা আপনাদেরকে আমার বিনয়ী, বিনম্র ভালবাসা ও শ্রদ্ধা।
হা হা হা ..........
আপনি মেয়ে না ছেলে ওটা ভেবে তো "ভাই" বলিনি।
অনেক সময় কথায় কথায় আমরা ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু, বা ভাই বোনকে অথবা  হঠাৎ করে কাউকে ভাই বলে থাকি, ওটা ছিল সেভাবেই বলা।
উত্তর করতে দেরী হয়ে গেল। আপনার ব্লগে যাওয়ার চেষ্টা করবো ।
অমায়িক ব্যবহার আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৪৯|  ১৬ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৪
১৬ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: অফিসের কাজের প্রচণ্ড চাপ । কাজ এগুচ্ছে না ।
  ১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৩৬
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৩৬
বিজন রয় বলেছেন: চাকরি ছেড়ে দিন।
কবি বা লেখকদের চাকরি করা ঠিক নয়।
৫০|  ১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:০৪
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:০৪
লেখোয়াড়. বলেছেন: হৃদয়ের গভীর থেকে উৎসারিত।
++++
  ১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:১৭
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:১৭
বিজন রয় বলেছেন: আপনি একবারেই অনিয়মিত।
ব্যাপারটি ব্লগের জন্য ভাল নয়।
৫১|  ২০ শে আগস্ট, ২০১৭  রাত ৯:২৯
২০ শে আগস্ট, ২০১৭  রাত ৯:২৯
ডঃ এম এ আলী বলেছেন: আবারো অভিনন্দন জানিয়ে গেলাম ।
 তবে কারণটা বললাম না । 
শুনতে হলে প্রেমের শর্ত  শিথিল করতে হবে ।
  ২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:২৫
২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:২৫
বিজন রয় বলেছেন: কারণটা বলে দিয়ে যান।
আমাকে তো রহস্যে ফেলে দিলেন!
দেখি আপনার শর্ত কি কি!!!
৫২|  ২১ শে আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪০
২১ শে আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪০
নীলপরি বলেছেন: প্রেমযোগ্যা হওয়ার পূর্বে - - 
ঠিকই । সবই  শর্তাধীন । ++++++
  ২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:২৬
২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:২৬
বিজন রয় বলেছেন: যদি এসব শর্তে আপনি না জাড়াতে চান তো আপনি ভা্ল প্রেমিকা নন।
ধন্যবাদ পরি।
৫৩|  ২৫ শে আগস্ট, ২০১৭  সকাল ৮:৩৭
২৫ শে আগস্ট, ২০১৭  সকাল ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: প্রতিটি স্তবকের কথা আলাদা আলাদা করে ভাল লাগলো।  
এই চিত্রপট ঈশ্বরের আঁকা
এই চিত্রপট হৃদয়ে মায়ার স্ফুরণ কিংবা প্রণয়ের অপেক্ষামান সুঘ্রাণ। -- কবিতার সমাপ্তিটা সুন্দর টেনেছেন। 
কবিতায় ভাল লাগা + +
  ২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৩৪
২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৩৪
বিজন রয় বলেছেন: প্রতিটি লেখা অন্তরদৃষ্টি দিয়ে এভাবে যে অবলোকন করেন এটাই আমার সবচেয়ে ভাল লাগে। এটাতে লেখার পরিমাপটি দেখা যায় যেমন, সাথে সাথে লেখকের মানসিক সীমানা প্রসারিত হয়।
ব্লগে আপনার মতো এভাবে কথা বলে না কেউ।
অবশ্য দু একজন যে নেই তা নয়।
তবে আপনি স্পেশাল।
কবিতার সমাপ্তি হয়েছে যে সুঘ্রাণে আপনাকে সেই সুঘ্রাণে সুরোভিত করলাম।
গ্রহণ করুন।
৫৪|  ২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:০১
২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:০১
ফয়সাল রকি বলেছেন: আগে যখন প্রেম ট্রেম করতাম তখন কবিতা বোঝার চেষ্টা করতাম। এখন মোটেও বুঝি না। তবে ভালই মনে হলো। +++
  ২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪২
২৬ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: তবে কি এখন প্রেম করেন না? তবে কি আপনার মনে এখন কোন প্রেম নেই?
তবে কি আপনি নিঃস্ব!!!!
প্রেম ছাড়া জীবন অচল।
কবিতা ছাড়াও তাই।
৫৫|  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:০৫
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:০৫
ফয়সাল রকি বলেছেন: প্রেম আছে কি না বুঝি না তো! তবে বিয়ের আগে নিশ্চিত প্রেম ছিল... আর এখন ছা'পোষা গতানুগতিক জীবন চালিয়ে যাচ্ছি মাত্র....
  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১২
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১২
বিজন রয় বলেছেন: বুঝেছি, আপনি একঘেয়েমিতে ভুগছেন।
কেন আমাদের ভাবি কি এখন আর প্রেমযোগ্যা নন?
শুনুন, ভাবির সাথে নতুন করে প্রেম করা শুরু করুন।
অথবা অন্য কারো সাথে!!!!!  তবে খবরদার ভাবি যেন জানতে না পারেন!!!!
থুক্কু!!!!!
রকি ভাই, আমার কবিতাটি কি ভাবিকে একবার পড়াবেন??
৫৬|  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:০৮
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:০৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার সমাপ্তি হয়েছে যে সুঘ্রাণে আপনাকে সেই সুঘ্রাণে সুরোভিত করলাম।
গ্রহণ করুন - মুগ্ধচিত্তে গ্রহণ করলাম। 
ধন্যবাদ ও শুভেচ্ছা...
  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১৯
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১৯
বিজন রয় বলেছেন: আবার আপনাকে পেলাম!
আমার এখানে করা আপনার সব মন্তব্যের উত্তর করেছি আজকে।
আশাকরি দেখে থাকবেন।
আমাদের হৃদয়ের সুবৃত্তিগুলো যদি এভাবেই একে অন্যকে বিলিয়ে দিতে পারি, বিনিময় করতে পারি তো অবশ্যই আমরা একটি ফুলের বাগান পেতে পারি। আর সেই বাগানের নিষ্পাপ ফুল হবো আমরাই, আপনি, আমি, আমরা।
আবারো অনেক অনেক শুভকামনা।
৫৭|  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১১
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১১
উদাস মাঝি বলেছেন: কবিতা ভাল লাগসে   
 
ভাই আপনি জলে ডুবেছেন ,আই মিন প্রেমে পরেছেন ?  
  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:২৪
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:২৪
বিজন রয় বলেছেন: যার মাঝে প্রেম নাই সে মানুষ নয়।
মানুষ বুঝতে শেখার পর হতে প্রেমেই থাকে।
আর কবিরা থাকে আরো দুধাপ এগিয়ে।
হা হা হা ..............
কবিতা ভাল লাগল জেনে প্রীত হলাম।
অনেক ধন্যবাদ মাঝি।
৫৮|  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১৯
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১৯
ফয়সাল রকি বলেছেন: আপনি যে নতুন করে প্রেম করার সুপরামর্শ (ভাবী ব্যতিত অন্য কারো সাথে) দিলেন, তাতে এই কবিতা ভাবীকে পড়ানো যাবে কিন্তু মন্তব্য পড়ানো যাবে বলে তো মনে হয় না ..   
 
তবে আপনার ভাবী এখনো প্রেমযোগ্যা... চিন্তার কিছু নাই, প্রেম নিশ্চই আবার আসবে... হে হে হে।
  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:৩০
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:৩০
বিজন রয় বলেছেন: হা হা হা ...........
আরে ধুরররররর, কি যে বলেন, আমি বললাম আর ভাবি তাই বিশ্বাস করবেন নাকি!
শুনুন মেয়েদের বিশ্বাস অতো ঠুনকো নয়।
অধিকাংশ স্বামীই কিন্তু সারাদিন বৌ-এর কাছে থাকে না, ছুটির দিন ব্যতীত।
যদি তাদের বিশ্বাস এতই কাঁচা হতো তো ঘরে ঘরে ছাড়াছাড়ির জোয়ার হতো।
তাই হোক, তাই হোক, আপনার প্রতিটি মুহূর্ত ভাবির সাথে নিটোল প্রেমময় হয়ে উঠুক।
আপনাদের দুজনকেই অফুরন্ত শুভকামনা।
৫৯|  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:৪৯
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:৪৯
আখেনাটেন বলেছেন: স্পর্শে দ্বিধা থাকতে নেই-
প্রিয়তার সংসর্গে 
হতবিহ্বল হতে পারা
সম্মোহিত হতে পারা
আশ্চর্য অনুভবে অতলস্পর্শী হতে পারা,-
ওটাই প্রেমঘোরের কুহেলিকা
ওটাই প্রিয়ময়তার পূর্বশর্ত। -- এ শর্ত পূরণ একবারে নাকি বারবারে করতে হয় প্রেমময় জীবন উপভোগ করতে। 
কবিতায় ভালোলাগা।
  ২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:৫৫
২৬ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: হা হা হা ...... এখানেই তো কবি সরব!!
প্রেমে কোন শর্ত নেই, তবে প্রেম করতে পারার শর্ত আছে।
সেটা হলো..... দ্বিধাহীন, সংকোচহীন, নিষ্পাপ।
আপনার বেলায় কোনটা??
৬০|  ২৬ শে আগস্ট, ২০১৭  রাত ১০:৩০
২৬ শে আগস্ট, ২০১৭  রাত ১০:৩০
উদাস মাঝি বলেছেন: ভাই কি শাদি করছেন নি ?
  ২৭ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২৪
২৭ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২৪
বিজন রয় বলেছেন: আপনি করছেন নি?
৬১|  ২৬ শে আগস্ট, ২০১৭  রাত ১০:৪২
২৬ শে আগস্ট, ২০১৭  রাত ১০:৪২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: এই চিত্রপট ঈশ্বরের আঁকা
এই চিত্রপট হৃদয়ে মায়ার স্ফুরণ কিংবা প্রণয়ের অপেক্ষামান সুঘ্রাণ।
আহা.....
  ২৭ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২৬
২৭ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২৬
বিজন রয় বলেছেন: অনেক দিন পর এলেন।
আপনার প্রায় ভুলেই গিয়েছি, অথচ ব্লগে নিয়মিত।
যাক, আবার শুরু করা যাক।
কবিতার সুঘ্রাণ পেয়েছেন তাহলে!!!
৬২|  ২৭ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৩৩
২৭ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৩৩
কালো আগন্তুক বলেছেন: এত কমেন্টের ভীড়ে আমার কমেন্টটা হারিয়ে যাবে......লেখকের চোখে পড়বে না- এমনটা ভেবে কমেন্ট করতে ভয় হয়। 
চমৎকার লিখেছেন। আপনার কবিতাগুলো খুবই ইন্টারেস্টিং।
  ২৭ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৭
২৭ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৭
বিজন রয় বলেছেন: হা হা হা হা .............
আন্তরিক বলেই এভাবে বলতে পেরেছেন। আমার ভাল লেগেছে।
তবে লেখকের কিন্তু  দুটি নয় তিনটি চোখ থাকতে হয়। যেটাকে আমরা বলি তৃতীয় নয়ন।
সেই তৃতীয় নয়নে যে সবাই নয়নীভূত হয়।
আপনিও হবেন।
তাই নিদ্বিধায় আমার এখানে মন্তব্য করবেন।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৬৩|  ২৮ শে আগস্ট, ২০১৭  ভোর ৬:৪২
২৮ শে আগস্ট, ২০১৭  ভোর ৬:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা +
  ২৮ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩১
২৮ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩১
বিজন রয় বলেছেন: আরে আপনি!!
খুব ভাল লাগল আপনাকে দেখে।
সুখে থাকেন, ভাল থাকেন।
৬৪|  ২৮ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:৩০
২৮ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:৩০
জলপাতা বলেছেন: খুব দারুন লিখেন আপনি।বোধের গভীরতা থেকে উঠে আসা সব অনুভূতি গুলো যেন জোনাক হয়ে জ্বলছে। শুভ কামনা
  ২৮ শে আগস্ট, ২০১৭  রাত ১১:০০
২৮ শে আগস্ট, ২০১৭  রাত ১১:০০
বিজন রয় বলেছেন: কি সুন্দর বললেন!!
সেই বোধের গভীরে আপনারও যে বসবাস তা আপনার কথাতেই স্পষ্ট।
এমন কথা শুনতে পেলে মনটা অনেক ভাল হয়ে যায়।
অনেক শুভকামনা।
ভাল থাকুন সতত।
৬৫|  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ৯:০১
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ৯:০১
আজীব ০০৭ বলেছেন: ভালোবাসা'রই কোন সীমা রেখা নেই
  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ৯:৫৩
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: আজ সকালে আপনার সাথে কথা বলা দিয়েই শুরু।
কিন্তু ভালবাসায় প্রবেশের আগে সে আপনার ভাবনাটি কি হবে সেটাই এই কবিতা।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৬৬|  ৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১২:১৭
৩০ শে আগস্ট, ২০১৭  রাত ১২:১৭
অন্তরন্তর বলেছেন: প্রিয়তে নেবার মত কবিতা। স্রষ্টা পৃথিবীতে পাঠিয়েছেন শর্ত দিয়ে। আর প্রেমে শর্ত থাকবেই, কি বলেন? 
 খুব সুন্দর একটা কবিতা উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন নিরন্তর।
  ৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১১
৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:১১
বিজন রয় বলেছেন: আপনি কোথায় থাকেন বলুন তো! ব্লগে একটু নিয়মিত হতে সমস্যা কি আপনার??
আপনার ব্লগেও কোন পোস্ট নেই, সব ড্রাফ্ট করের রেখেছেন।
তাহলে কথা বলি কিভাবে আপনার সাথে?
অনেক দিন পর এসে আপনার অভাবটি আরো তীব্র করে দিলেন।
বুঝতে পারছেন কে বলতে চাচ্ছি!!!???
আপনাকে ব্লগে সবসময় চাই।
৬৭|  ৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:১৩
৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই এর  ছড়ার পোষ্টে  গুরুত্বপুর্ণ  একটি ভ্রম সংশোধনের সুযোগ করে দেয়ার জন্য ।
শুভেচ্ছা রইল ।
  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৮
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: হা হা হা...........
ওটা আর এমন কি ছিল! জাস্ট মজা করা।
ভ্রম সংশোধনের কোন বিষয় নয়।
ধন্যবাদ আমার এখানে এসে সেটা আবার বলে যাওয়ার জন্য।
৬৮|  ৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:১৩
৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:১৩
অন্তরন্তর বলেছেন: ব্লগে আসা হয় খুব কম। চেষ্টা করব এখন থেকে কিছুটা নিয়মিত হতে।
 বাংলাদেশ অজি দের ক্রিকেটে আজ হারানোতে মনটা খুব ভাল ছিল। কিন্তু একটু পরেই মন বিষণ্ণ হয়ে গেল জাব্বার ভাইয়ের মৃত্যু খবরে। উনার সাথে এত স্মৃতি আমার আছে তাই বেশি কষ্ট পাচ্ছি। সেই ছোটবেলায় উনার সাথে ২১শে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো গাইতে গাইতে যাওয়া, এটা চোখে ভাসছে এখন। আল্লাহ্ পাক উঁনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৪১
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৪১
বিজন রয় বলেছেন: বাংলাদেশের এক গর্বিত সন্তান চলে গেলেন।
গতকাল শহীদ মিনার গিয়েছিলাম ইনাকে শেষ শ্রদ্ধা জানাতে।
আপনাকে বলি, আপনি নতুন পোস্ট দিন।
আপনার ওখানেও কথা চলুক।
আবার এসে কথা বলার জন্য জন্য ধন্যবাদ।
৬৯|  ৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:৩৪
৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:৩৪
আলপনা তালুকদার বলেছেন: বড়ই সৌন্দর্য!!!!! অতি সুখাদ্য!!!!! ( আমারগুলা অখাদ্য,....)।
  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:১০
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:১০
বিজন রয় বলেছেন: সেদিন অনেকগুলো মন্তব্য করেছেন।
আজ দেখলাম আর উত্তর করলাম।
এক সাথে অনেক মন্তব্য করেছেন বলে তাড়াহুড়ো হয়েছে।
সে হোক আপনাকে তো পাওয়া হলো।
এভাবেই সাথে থাকবেন।
রাজশাহীতে কোন একটি কবিতা উৎসবে এবার যাওয়া হতে পারে।
৭০|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:১২
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:১২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । প্রেম যোগ্য কি ভাবে হওয়া যায় । 
একা একা কি প্রেম হয়না ?
  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩০
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩০
বিজন রয় বলেছেন: যখন কোন সম্পর্কে হৃদ্যতার সুঘ্রাণ পাবেন কিংবা যে প্রেমে কোন সীমারেখা থাকবে না, যে স্পর্শে কোন দ্বিধাবোধ নেই। যখন কারো ঘৃণার উত্তরে বলতে পারবেন "ভালবাসি।"
একা একা প্রেম শুধু কবিদের জন্য।
হা হা হা ...................
৭১|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪১
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪১
ডঃ এম এ আলী বলেছেন: বিধাতা প্রথমে একা ছিলেন । 
একা প্রেম হয়না বলে  দুহো সৃস্টি করলেন 
এখন এই প্রেম কত যে শর্তের জালে আবদ্ধ
কত যে এর সংজ্ঞা কত যে এর বর্ণনা তা ভাবতে
গেলে শুধু অবাকই হতে হয় ।   
  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:২০
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:২০
বিজন রয় বলেছেন: আপনার প্রেমের খবর কি?
আপনি তো গবেষক।
৭২|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৮:৫৭
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৮:৫৭
ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক।
  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:২১
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:২১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ধ্রুবক।
সুখে থাকেন।
৭৩|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৪০
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৪০
ডঃ এম এ আলী বলেছেন: ঈদ শুভেচ্ছা রইল । 
আমার প্রেমের খবর খুব খারাপ
যা ভাল দেখি তারই প্রেমে মঝে যাই
সেখানে হাবু ডুবু খেয়ে শেষে কুল 
কিনারা কিছুই না পাই ।
  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৪৩
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৪৩
বিজন রয় বলেছেন: হবে হবে।
৬০ বছরেও হতে পারে।
ওই পোষ্টিতে যান। আপনার ওখানে বলে এসেছি।
৭৪|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৪৭
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: 
বয়স হলেই লোকে হয়না বুড়ো
এইতো প্রেমের আসল শুরু ।
দেখলাম ভাল বলেছেন ।
  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৫৩
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৫৩
বিজন রয় বলেছেন: হা হা হা ............
প্রেমের কোন বয়স নেই।
তবে তা নিষ্পাপ হতে হবে।
৭৫|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:০৮
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:০৮
ইরিবাসের রাত বলেছেন: স্পর্শে দ্বিধা থাকতে নেই-
প্রিয়তার সংসর্গে 
হতবিহ্বল হতে পারা
সম্মোহিত হতে পারা
আশ্চর্য অনুভবে অতলস্পর্শী হতে পারা,-
ওটাই প্রেমঘোরের কুহেলিকা
ওটাই প্রিয়ময়তার পূর্বশর্ত।[/sb
ভাল্লাগল খুব দাদা। স্পর্শে ভালবাসা বিনিময় বড় রহস্যময় রকমের সুন্দর, সে সৌন্দর্য খুঁজে পেলাম আপনার কবিতায়।
  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:১২
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:১২
বিজন রয় বলেছেন: যে সৌন্দর্যের কথা বলেছেন সেখানেই যেন আমরা থাকতে পারি সবসময়।
অনেক অনেক শুভকামনা।
৭৬|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৩৪
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৩৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সবটুকু বুঝতে পারলাম না। তাই অনুভূতিও জানাতে পারছি না।  
  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪০
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪০
বিজন রয় বলেছেন: অনেক সময় কিছু না বলেও, কোন অনুভূতি প্রকাশ না করেও অনেক কিছু বলা হয়ে যায়, দেখানো হয়ে যায়।  এই এখন আপনি যেমনটি করলেন! আপনার সেই অনুভূতি অবশ্যই আমাকে স্পর্শ করেছে।
আসলে অন্তর থেকে কিছু ঘটলে তা এমনিতেই সুন্দর হয়ে ওঠে।
অনেক ভাল লাগল আপনাকে আমার এখানে পেয়ে।
সাথে থাকুন।
শুভকামনা সবসময়ের।
৭৭|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪৬
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, কি বলেন! আমি এমন কি আর ব্লগার! সামুতে তো অনেক ভাল ভাল কবি আছে। তাদের পেয়ে না আপনার ভাল লাগার কথা। আপনারা যেই কবিতা লিখেন সেটা লিখতে-বুঝতে আমার কত শব্দ জানা লাগবে! আমি তো সহজ সরল শব্দ দিয়ে কবিতা বানাই ভাল লাগে বলে।
  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫১
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫১
বিজন রয় বলেছেন: হা হা হা .......
আপনিসহ সব সহব্লগার আমার কাছে সন্মানের।
আর যারা কবিতা পছন্দ করে তাদের পেলে অনেক বেশি ভাললাগে।
আপনার কবিতাও পড়বো।
আবার আসার জন্য আবারো ধন্যবাদ।
৭৮|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫৮
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনে এত ধন্যবাদ দিয়েন না। বাংগালিরা এত ধন্যবাদ দেয় না। বিদেশিরা কথায় কথায় থ্যাংকু থ্যাংকু করে।  আমরা তো মুখের এক্সপ্রেশন, চোখ, অন্তর এগুলার সাহায্যেই ধন্যবাদ দেই। বেশি ধন্যবাদ দিলে সেটা আবার কৃত্রিম হয়ে যায়। কোন কিছু মিন করে বললাম না এগুলা। ভুল বুঝবেন না।  
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:০১
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:০১
বিজন রয় বলেছেন: এখানে তো মুখের এক্সপ্রেশন, চোখ, অন্তর  এগুলো দেখানো যায় না!!
তবে আন্তরিক হতে তো দোষ নেই।
যে যেমন ভাবে গ্রহণ করে।
আবারো ধন্যবাদ।
হা হা হা ............
৭৯|  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:০৫
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জানি মুখের এক্সপ্রেশন দেখানো যায়না কথাটা বলবেন। যাই হোক, আপনাকেও ধন্যবাদ। হে হে। আজকে সামুতে একটা রাফ রাইড গেল। কেও ইসলামকে নিয়ে বাজে কথা বলে। দেখলে খুব খারাপ লাগে। আবার অনেকে হিন্দুদের ইচ্ছামত গালি দেয়। এটা একভাবে আমার ধর্মকেই ছোট করে। কি বলব। সামুর এমন পরিবেশ আশা করি নাই কখনো।
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:০৮
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:০৮
বিজন রয় বলেছেন: কিন্তু আমি তো বাজে কথা বা গালাগালি কোনটার মধ্যে নেই।
অথচ আজকে আমি সেটার স্বীকার!
মানুষের পরিচয় অনেক সময় অর্থহীন হয় তার নিজের কারণে।
শুভকামনা রইল।
৮০|  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:১৯
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:১৯
মো: নিজাম গাজী বলেছেন: অনেক সুন্দর লেখনী। শুভকামনা রইল প্রিয় লেখক।
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৪২
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৪২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবি।
আমি আপনার নিয়মিত পাঠক।
শুভেচ্ছা।
৮১|  ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:৪৬
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: এই চিত্রপট ঈশ্বরের আঁকা
এই চিত্রপট হৃদয়ে মায়ার স্ফুরণ কিংবা প্রণয়ের অপেক্ষামান সুঘ্রাণ 
দারুন কথা মালা রয় !! 
কবিতার সুঘ্রানে মোহিত হৃদয় ; ভালো থাকার শুভ কামনা !
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৯:৪০
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: মনিরা আপা, দেরিতে হলেও আপনাকে পেলাম।
এটাই তো হৃদয়ের অকৃত্রিম কন্ধন।
আপনাদের সান্নিধ্যেই আমার ব্লগিং।
অনেক অনেক শুভকামনা রইল।
৮২|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:১৭
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:১৭
এই আমি রবীন বলেছেন: চমত্কার উপলব্দি।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:২৯
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:২৯
বিজন রয় বলেছেন: আরে আপনি!! কেমন আছেন?
নিয়মিত হন ব্লগে।
আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ।
৮৩|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৫১
১২ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৫১
ওমেরা বলেছেন: বিজন ভাইয়া, আপনি কোথায়, কেমন আছেন ? আপনাকে দেখি সবাইকে ব্লগে এ্যাকটিভ থাকতে বলেন কিন্ত কিছুদিন যাবত আপনাকেই অনিয়তিত দেখছি । কোন সমস্যা নাকি ব্যস্ততা ?
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩১
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ওমেরা।
আসলে কদিন খুব ব্যস্ততা গেল।
কক্সবাজার গিয়েছিলাম, রোহিঙ্গাদের অবস্থা দেখতে।
ভাষায় বর্ণনা করা কঠিন!!
৮৪|  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ২:১৪
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ২:১৪
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল। শুভকামনা রইল
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৩
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি, প্রিয় লেখক।
আমাকে মনে রাখার জন্য অশেষ কৃতজ্ঞ।
আপনাকে ব্লগে নিয়মিত চাই।
৮৫|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:০৯
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:০৯
অন্তরন্তর বলেছেন: গালিগালাজ করা ব্লগারদের জন্য সামু ছেড়ে থাকা ঠিক না, এরা সমাজের কলঙ্ক, এদের আসলেই কোন ধর্ম নেই যেহেতু কোন ধর্ম এটা সাপোর্ট করে না। এরা মুসলিম শুধু নামে। তাই রাগ বা অভিমান ভুলে আবার ব্লগিং করুন। শুভ কামনা।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৮
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৮
বিজন রয় বলেছেন: হা হা হা ............ কি বলেন আপনি!! সামু ছেড়ে চলে যাবো!! মোটেও না।
না না, কোন অভিমান, রাগ নয়। আমি অতসহজে হাল চেড়ে দিতে রাজি নই।
আমি বা আমরা আসলে কক্সবাজার গিয়েছিলাম, রোহিঙ্গাদের অবস্থা দেখতে।
ভীষণ খারাপ অবস্থা!!!!
আপনাকে অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য।
কথা হবে।
৮৬|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:১৩
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:১৩
অর্ক বলেছেন: ?
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৮
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৮
বিজন রয় বলেছেন: !
  ০১ লা জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৬
০১ লা জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৬
বিজন রয় বলেছেন: .
৮৭|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:০৮
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:০৮
শাহেদ খান বলেছেন: ভাল লাগলো, প্রণয়ের অলিখিত সংবিধান!
লেখায় অনেক শুভেচ্ছা!
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৯
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৯
বিজন রয় বলেছেন: পুরানোকে নতুন করে পেলাম।
আশাকরি এখন থেকে আবার নিয়মিত পাবো।
প্রণয়ের অলিখিত সংবিধান!
আমি মুগ্ধ।
৮৮|  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১১:৫৭
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১১:৫৭
নীল-দর্পণ বলেছেন: ভাললাগা রেখে গেলাম
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৪০
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৪০
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা।
এভাবেই সাথে থাকুন।
কৃতজ্ঞ।
৮৯|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২২
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২২
সজিব। বলেছেন: আমি বলি মুগ্ধতাদের দেখা যায়। এইমাত্র আমি দেখলাম আপনার কবিতা পড়ার পর @বিজন দা
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৩২
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৩২
বিজন রয় বলেছেন: হা হা হা ....
আপনার মন্তব্যের স্টাইলটা ভাল লাগল।
তবে আপনারও মুগ্ধতা দেখার মন আছে নিশ্চয়ই।
অনেক অনেক ধন্যবাদ।
৯০|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:০৬
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:০৬
সজিব। বলেছেন: ধন্যবাদ বিজন দা। জ্বি, মন তো অবশ্যই আছে। তবে আমি মুগ্ধ হতে বেশি ভালোবাসি। কি করবো বলুন
আপনারা লিখেন এত্ত সুন্দর করে। মুগ্ধতারা এমনিই ছুটে আসে আমার কাছে । 
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০৫
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০৫
বিজন রয় বলেছেন: দুঃখিত।
এই মন্তব্যটি দেখতে পাইনি।
ধন্যবাদ ও শুভকামনা।
৯১|  ০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১০:৩৪
০৮ ই আগস্ট, ২০১৮  রাত ১০:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: প্রনয়ের সুঘ্রান..... শব্দটাতে মাথা জ্যাম হলো
  ০৯ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৫৯
০৯ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৫৯
বিজন রয় বলেছেন: আসলে তো তাই!!
তাহলে কবিতা আপনার ভাল লাগে??
৯২|  ১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:২৯
১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:২৯
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই সবাই আমারে কবিতাবিরোধী ভাবে কেন, এইটাই বুঝলাম না। এইটা দুঃখজনক। কে যেনো বলেছিলো যে কবিতা ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে। আর আমি যখন সময় পাই কাহলিল জিব্রান থেকে শুরু করে আধুনিক এমন কেউ নেই যে শুনি না। মাঝে মাঝে র্যাপে ডুবে যাই, কারন ওটাও তো সাবলীল ছন্দের কাব্য।
সেন্টি খাইলাম
  ১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫২
১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫২
বিজন রয় বলেছেন: যারা আপনাকে কবিতাবিরোধী ভাবে তারা পাগল, অবুঝ, গাঁড়ল, গন্ডমুর্খ, জ্ঞানপাপী। তারা আপনার সম্পর্কে কিছুই বোঝেনা। তারা আসলে মানুষ সম্পর্কেই কিছু বোঝেনা। এই বাংলাদেশে এখনো ৯৯.৯৯% তাদের দলে। সেজন্য ১৭ কোটি মানুষের দেশে একজন লেখকের ১০০ বই্ও বিক্রি হয় না।
আসলে বাংলাদেশীরা এখনো অনেক অনেক পিছিয়ে, সেটা আপনিও জানেন।
তাই বলি, ওসব ফালতু লোকের কথায় কান দিবেন না।
আমি জানি বা উপলব্ধি করতে পারি আপনি কবিতা অনেক ভালবাসেন বা পছন্দ করেন।
তা না হলে আমার সাথে আপনার পরিচয় হতো না, এত কথাও হতো না।
হুমমমম।
৯৩|  ১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৫০
১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: গাছের সাথে বন্ধুত্ব করতে হবে।। তবেই পৃথিবী সুন্দর হবে।
  ২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৬
২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৬
বিজন রয় বলেছেন: ভুল করে এখানে মন্তব্য করলেন নাকি?
এ্ই পোস্টের সাথে মন্তব্যের তো কোন মিল নাই।
হয়তো অন্য কারো পোস্টে এই মন্তব্যটি করতে চেয়েছিলেন।
ব্যাপার না।
৯৪|  ২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৪
২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৪
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগা জানবেন
  ২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫৩
২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকমনা।
ভাল থাকুন, কবিতা পড়ুন।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৪৩
১০ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কত সুন্দর কবিতা
ভাল লাগল দাদা
মুগ্ধতা রইল লেখায়
ভাল থাকুন