নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসতে চাইনি, কাঁদতে চেয়েছি
যুদ্ধ চাইনি, বিপ্লব চেয়েছি
বিসর্জন চাইনি, পূর্ণতা চেয়েছি।
সূর্য আলোকিত হওয়ার আগেই
রক্তপাত দেখে মুখ ফিরিয়ে নিয়ে
যেসব 'নিবোর্ধ হৃদয়েরা'
নষ্টনীড়ে স্বপ্ন ফেরি করে,
দগ্ধতার কোন অভিমাত্রায়?
সঙ্গমে জন্মবৃত্তান্তের স্বাক্ষর রেখে
প্রিয়তমার উদরে কবি হতে চেয়েছিলাম?
মনে করেছিলাম নাভিমূল সংসর্গে ব্রাত্য হবো না!
মনে করেছিলাম অস্ফুট শৃংগারে অন্তর জ্বলে না!
মনে করেছিলাম ঘৃতকাষ্ঠের অঙ্গারে সমাধি হবো!
মনে করেছিলাম.............
অশ্রু
যুদ্ধ
বিসর্জন রেখে,
ভালবাসা, বিপ্লব ও পূর্ণতা চেয়ে কবি হবো,
কবিতা না চেয়ে, কবি হতে চয়েছিলাম
ভুল করেছিলাম, ভুলের রঙ ছিল ভ্রান্তিবিলাস।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১
বিজন রয় বলেছেন: ব্যস্ততার জন্য মন্তব্যের শেষে দাড়ি দিতেও ভুলে গিয়েছেন আপা!
এটাও একটি ভ্রান্তিবিলাস।
হা হা হা ....
প্রথম মন্তব্যে সুখি হলাম আপা।
ধন্যবাদ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
এখন কবিদের যুগ! কথায় কথা বাড়ছে, অনেক ফুল আসছে, ফল ধরছে না
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১
বিজন রয় বলেছেন: হা হা হা ..........
ভ্রান্তিবিলাসে পড়লেন নাকি?
কবিতার দোষ কি?
কাকও তো কা কা কা করে!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২
বিজন রয় বলেছেন: তা এই কাবতাটি নিয়ে তো কিছু বললেন না!
নাকি এটা.......??
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২
কাছের-মানুষ বলেছেন: চমৎকার কবিতায় মুগ্ধ হলাম।
বিশেষভাবে প্রথম তিন লাইন পড়ে দারুন লাগিল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: মানুষ তো দুঃখকে ভয় পায়, কষ্টকে এড়িয়ে চলতে চায়।
সেটাই তাদের বড় ভুল।
আমার মনে হয় সুখ চাওয়ার আগে দুঃখ চাওয়া জরুরী।
ধন্যবাদ কাছের-মানুষ,
কাছে থাকুন।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
ভাইরাস-69 বলেছেন:
যুদ্ধ কর,প্রেম কর না। কারন যুদ্ধ করলে হয় তুমি বাঁচবে না হয় তুমি মরবে।
কিন্তু প্রেম করলে তুমি না পারবে বাঁচতে না পারবে মরতে।-----হিটলার।
কবিতা আর দেবতা দুটিই সুন্দরের প্রকাশ কিন্তু বিরহের কবিতাগুলো হল কবির একান্ত হৃদয়ের কথা।
জীবনের সবচেয়ে করুণ পাতটি হল প্রিয়ার কাছে কোন একটা বিরহী চিঠি বা কবিতা লেখা।
কবিতা পড়ে ভালো লাগা রেখে গেলাম।
শুভ কামনা রইল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১
বিজন রয় বলেছেন: আপনাকে আমার এখানে প্রথম দেখলাম।
আপনি তো শুধু আমার এই কবিতাটি পড়েননি।
অনেক তাৎপর্যপূর্ণ কিছু কথাও বলে গেলেন।
আজকাল ব্লগে ভাল কথা বলার লোকের খুব অভাব।
আশাকরি আপনাকে সবসময় পাবো।
কবি, কবিতা, দেবত্ব, আর বিরহ নিয়ে আপনার উপলব্ধি মনে থাকবে।
অনেক অনেক শুভকামনা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩
বিজন রয় বলেছেন: আপনি তো ব্লগে ৩ মাসেরও বেশি।
কিন্তু কোন পোস্ট দেননি কেন?
পোস্ট করুন।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০
নীলপরি বলেছেন: ভ্রান্তিবিলাস - এর পরিনাম মারাত্মক । তবুও ঘটে যায় । ++++
শুভকামনা ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
বিজন রয় বলেছেন: মানুষ ভুল করে, বারবারই করে।
তবুও ভুল করে।
কিন্তু মানুষ কিছু করার আগেই শুধু চায়।
যেমন ভালবাসা, বিপ্লব কিংবা পূর্ণতা।
এই কবিতায় শুধু একটু নমূনা তুলেছি।
হা হা হা .....
ধন্যবাদ নীলপরি।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
ভাইরাস-69 বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ,
আসলে আমি ব্লগিং করার তেমন একটা সময় পাই না, সময় পেলে মাঝে মাঝে ব্লগে ডুকি।
কোন গল্প বা কবিতা ভাল লাগলে সেগুলো পড়ার চেষ্টা করি এবং মন্তব্য করারও।
আমি কোন পোষ্ট লিখি না, কারণ লিখলে তার মন্তব্য ও তার প্রতিউত্তর সময় মত না দিলে বিষয়টা কেমন দেখায় না।
যাহোক, সমস্যা নেই। ব্লগে অনেক আপনারা অনেক ভাল লিখেন। আপনাদের লেখা সময় পেলেই পড়ব।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২০
বিজন রয় বলেছেন: আপনি বড় মনের মানুষ। তাই ওরকম পারেন।
তাহলে মাঝে মাঝে আপনাকে পাচ্ছি এটা ধরে নিলাম।
মানুসের সাথে সম্পর্ক রাখাটি জরুরী।
ভাল থাকুন সবসময়।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
কবিতার সাথে থাকুন।
আমার সাথে সাথে থাকুন।
শুভকামনা।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৭
ওমেরা বলেছেন: মানুষ ভুল করে, তবে ভুল থেকে যে শিক্ষা নেয় সে হয় খাঁটি । ভুল থেকে শিক্ষা না নিলে তার পরিনাম মারাত্বক।
মানুষ চায়, চাওয়ার অনুপাতে কাজ করে যে সে হয় সফল, আর কাজ না করেই চায় সে বোকা —— ধন্যবাদ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪
বিজন রয় বলেছেন: মানুষ চায়, চাওয়ার অনুপাতে কাজ করে যে সে হয় সফল, আর কাজ না করেই চায় সে বোকা ——
ঠিক ধরেছেন ওমেরা, মানুষ কাজ করার আগেই বেশি ফল চায়।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
উদাস করে দিলেন কবি! প্লাস+++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪
বিজন রয় বলেছেন: হা হা হা ..... কবিদের উদাস হতে নেই, উদাস হোক মানুষ।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৪
শাহ আজিজ বলেছেন: আমি বিজনের লেখা কবিতা আগে পড়িনি । এক নিদারুন ভ্রান্তির শিকার হওয়া কবির আর্ত চিৎকারে ঘুম ভেঙ্গে আমিও বিপ্লবী হয়ে উঠি । ভাল্লাগছে বিজন ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬
বিজন রয় বলেছেন: আমার কবিতায় আপনাকে পেয়ে ভাল লাগল।
আপনি, ঢাকাবাসী, খায়রুল আহসান আপনার অত্যন্ত শ্রদ্ধেও।
কবিতার মূল্যায়ন আমার মনে থাকবে।
ভাল থাকুন।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২১
রাবেয়া রাহীম বলেছেন: ও চোখ দুটি আজ কেন এতোটা ফোলা আর অমন লাল ?
কেউ কি নেই সাথে হাতটি ধরবার অথবা নেই কি পাশে কাঁধে মাথাটি রাখবার !
লাগছে কি খুব একা আজ এই গোধূলিতে?
সঙ্গ পাবার আশায় ও মন নিজেকে নিঃসঙ্গ ভেবে কি কেঁদেছো গতরাতে খুব?
পুরোটাই কি তবে ভুলের রঙে ভ্রান্তি বিলাস? নাকি প্রেমের পাতা ফাঁদ !!
কবিতা পড়ে আর কিছুই বলতে পারলাম না শুধু কিছু অভিব্যাক্তি বের হয়ে এলো ।
বরাবরের মত্ন অসাধারণ আবেগ ফুটিয়ে তুএছেন কবিতায় ।
অনেক অনেক ভাল লাগা কবিতায়
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯
বিজন রয় বলেছেন: আপা, আমার উত্তর করতে দেরি হয়ে গেল!
তবে আপনার মন্তব্য আগেই দেখেছিলাম, কবিতার পড়ে আপনার যে প্রতিক্রিয়া, যে আবেগ দেখলাম তা আমার সারা জীবন মনে থাকবে। অামিও অনেক অনেক আপ্লুত আপনার এই কথাগুলোতে।
আসলেই কবিতা অনেক শক্তিশালী বিষয়, তা আপনার কথাতেই বোঝা যায়।
সবসময়ের শুভকামনা আপা।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৫
জুন বলেছেন: ভুল যদি হয় না হয় এমন হোকনা ভুল
বিজন রয় আপনার কবিতাটি পড়ে অনেক আগে শোনা যতদুর মনে হয় মাহামুদুন্নবী গাওয়া উপরের গানের চরণটি মনে পরলো । খুব ভালোলাগা কবিতায় অনেক ভালোলাগা রইলো ।
+
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২
বিজন রয় বলেছেন: জুন আপা!
কবিতার মায়া আর শক্তি অপরিসীম।
এখানে আপনার মতো বোদ্ধাজন আসবেই, আর আমি ভাল লাগায় ভরে উঠবো।
আর এভাবেই সৃষ্টি হোক মানব মনের আকুলতা।
ভাল থাকুন আপা।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: লিখে যান।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২
বিজন রয় বলেছেন: না লিখে উপায় নেই।
সাথে থাকুন।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
এ বিশ্বে কোন কিছুই পূর্ণ নয় একাকী একাকী । ফুল ফোটাও অপূর্ণ যদি না তাতে ভ্রমর এসে বসে । সঙ্গমে জন্মবৃত্তান্তের স্বাক্ষর রাখে যে শুক্রকীট সে স্বাক্ষর পরিষ্ফুট হয়না যদি না একখানা কাগজের বুক পাতা থাকে । পূর্নিমায় যেমন পুরুষের শুক্রকীট বৃদ্ধি পায় তেমনি কবিতার পূর্নিমাও কবিকীট বৃদ্ধি পায় ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
বিজন রয় বলেছেন: পূর্নিমায় যেমন পুরুষের শুক্রকীট বৃদ্ধি পায় তেমনি কবিতার পূর্নিমাও কবিকীট বৃদ্ধি পায় ।
আমি আর কি বলতে পারি!!!
আার আর কি বলা উচিত??
তবে লেখক বা কবি সম্পূর্ণ একক বা একাকী।
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
************* পূর্নিমায়ও ( শেষের লাইনে )
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
বিজন রয় বলেছেন: হুম, সবাই বুঝবে।
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
মোস্তফা সোহেল বলেছেন: ভ্রান্তিবিলাস ভাল না খারাপ বিজন দা?
কবিতা ভাল লেগেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬
বিজন রয় বলেছেন: শুধু ভ্রান্তিবিলাস না সববিলাসই ভাল আবার সববিলাই খারাপ।
বিলাসটাকে কে কিভাবে গ্রহণ করছে বা ব্যবহার করছে তার উপর নির্ভর করে।
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪
আটলান্টিক বলেছেন: ভ্রান্তিবিলাস একটা সুন্দর নাম।এই নামে একটা বই লিখে ফেলেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: বড় বই লেখার সময় পাই না।
তবে মাথায় আছে যে একদিন না একদিন বই লিখতে হবেই।
ভালবাসা নিবেন।
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভ্রান্তি, বিভ্রান্তি জীবনকে করে দেয় এলোমেলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: আর কবিতা জীবনে ঠিক রাখে।
তাই বেশি বেশি কবিতা পড়ুন।
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭
ধ্রুবক আলো বলেছেন: মানব জীবনটাই ভুলের সমারহ।
কবিতায় +।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৮
বিজন রয় বলেছেন: হা হা হা ......
আসলে মানুষের নির্ভুলটা কি, সেটাই তো খুঁজে পেলাম না।
২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা। আপনার লেখায় আকর্ষণ আছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
কবিতার আকর্ষন আপনার ভিতর বিদ্যমান থাকুক।
শুভকামনা রইল।
২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভ্রান্তি নয় কিছূই!
মহাকালে আগম-নিগম সৃষ্টি বিকাশ যে অদৃশ্য টানে নিত্য সক্রিয় সবইতো তারই লীলা!
আমার কি সাধ্য ভালবাসী? যদিনা প্রেমাবেগ না আসে
ভ্রমরের কি সাধ্য ফুলে যায়-যদি তৃষ্না ন জাগে
চাতকের কি সাধ্য তৃষ্ণা মেটায় যদি বর্ষা না হয়
মহাবিলাসীর বিলাস লীলা তুমি, আমি, সে -কেবলই অনুষঙ্গ মাত্র
জুনাপুর কথাতেই বলি - ভুল যদি হয় না হয় এমন হোকনা ভুল
+++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: বিজ্ঞ লোকের বিজ্ঞ সংলাপ।
আমার কবিতার চেয়ে আপনাদের মন্তব্যগুলো অনেক ভাল হয়।
আমি মাঝে মাঝে চমকে উঠি।
অসাধারণ!!
২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: কবিতা না চেয়ে, কবি হতে চয়েছিলাম
ভুল করেছিলাম, ভুলের রঙ ছিল ভ্রান্তিবিলাস।
অসাধারণ ভ্রান্তিবিলাস!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: মানুষ যত ভুল করে তত ভাল হয়।
তারপর ভুল জিনিষটা কমতে থাকে।
অনেক ধন্যবাদ নাজমুল।
২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩
কানিজ ফাতেমা বলেছেন: কিছু কিছু ভ্রান্তি না থাকলে তো না মানুষী হয়ে যাবে না ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: আসলেই আপা, মানুষ একবারেই শুদ্ধ নয়।
সঠিক উপলব্ধি।
আপা, ভাল থাকুন।
২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭
শিখা রহমান বলেছেন: "কবিতা না চেয়ে, কবি হতে চয়েছিলাম
ভুল করেছিলাম, ভুলের রঙ ছিল ভ্রান্তিবিলাস।" কিভাবে আমার কথাগুলো লিখলেন বলুনতো?
একরাশ ভালোলাগা!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫
বিজন রয় বলেছেন: কবিতার মাধ্যমে আপনার কথাগুলো বলতে পারা আমার জন্য দারুন একটি বিষয়।
আসলে কবি না কবিতা শক্তিশালী তা বোঝা বড় মুশকিল!
ধন্যবাদ, আর একরাশ শুভেচ্ছা।
২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪
পার্থ তালুকদার বলেছেন: চমৎকার লিখেছেন !!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা।
সাথে থাকুন।
২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫
আরাফআহনাফ বলেছেন: ভালোবাসা, বিপ্লব আর পূর্ণতা একসাথে চাওয়া মানেইতো ভ্রান্তবিলাস।
এতো কিছু চেয়েও আপনি তারপরও কবি - আপনার দ্রোহের সুন্দর প্রকাশে ধন্যবাদ জানবেন কবি! !
আরো অারো লিখনু - ভালো থাকুন সবসময়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭
বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্য।
সবকিছু বোধহয় শুধু কবিরাই চাইতে পারে!
কারণ কবিদের ভিতরে কোন কিছুই নির্দিষ্ট নয়।
অনেক ভাল লেগেছে।
শুভকামনা।
২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।
ধন্যবাদ ভাই বিজন রয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭
বিজন রয় বলেছেন: আপনাকে পেয়ে ভাল লাগল।
সবসময় ভাল থাকুন, এই শুভকামনা।
২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনিও তো দেখছি ভাই সুন্দর কবিতা লেখেন।আপনার কবিতা পাঠে মুগ্ধ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার এখানে আসার জন্য।
আমি আসলে অনেক কম পোস্ট দিই, তাই অনেকের চোখে পড়ি না।
আশাকরি সামনের দিনগুলোতেও আপনাকে পাবো।
শুভকামনা রইল।
২৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩
সুমন কর বলেছেন: যাক, ভুল করে হলেও সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন। ভালো লাগা রইলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯
বিজন রয় বলেছেন: তবে আপনি ভুল করে আমার এখানে কথা বলেননি!
হা হা হা .....
সুমনদা, শুভকামনা রইল।
৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩০
অর্ক বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০
বিজন রয় বলেছেন: আপনি তো এত কম কথা বলার লোক নন!
ব্যস্ত ছিলেন বুঝি।
৩১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভ্রান্তিবিলাসে কাব্য বাঙময়।
ভাল থাকুন বিজন রয়।
জয় হোক, জয়............
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: আরে আপনি!!
আপনার লেখাগুলো অনেক যুক্তিপূর্ণ হয়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা।
৩২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন:
কবি হওয়ার চেয়ে স্বয়ং কবিতা হয়ে যাওয়া মন্দ নয় !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: কবি স্বয়ংক্রিয় আর কবিতা জীবন্ত!
এবার বলুন কি হবেন?
৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬
প্রথমকথা বলেছেন: এক কথায় অসাধারণ কবিতা। অল্পতে খুব সুন্দর উপস্থাপন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
বিজন রয় বলেছেন: আপনাকে আজকাল খুব কম দেখা যায়।
নিয়মিত থাকুন।
শুভকামনা রইল।
৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
শামচুল হক বলেছেন: দারুণ লাগল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
আরো কবিতা পড়বেন?
৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা খুব সুন্দর হয়েছে
তবে ভ্রান্তি জীবনেও ঘুচবেনা
এক ভ্রান্তির অবসান হলে
দ্বিতীয় ভ্রান্তিপাশে পতিত
হওয়ার জন্য মানব চিত্ত
ব্যকুল হয়ে উঠে ।
এদিকে পহেলা ফাল্গুন এসে গেল
আজ বসন্তের প্রথম দিন
ফুল ফুটেছে ,পাখীও গাইছে
বসন্তের এই মাতাল সমীরণে ।
- পল্লী কবি জসিম উদ্দিন
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
বিজন রয় বলেছেন:
পোস্টমাস্টার হলেন নাকি?
তাহলে রবিবাবু রাগ করবেন।
বাসন্তী শুভেচ্ছা রইল।
৩৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৩
অন্তরন্তর বলেছেন: আমি সব চাই সুপ্রিয়। আমার চাওয়ার শেষ নেই। কবিতার রেশ রয়ে যায়, বয়ে যায় মনে আনন্দ। এখানেই কবির সার্থকতা।
অ। ট ঃ সময়ে কুলিয়ে উঠতে পারছি না । এখন সিলেট আছি। ইনশাল্লাহ কয়েক দিনের মাঝে যোগাযোগ হবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩
বিজন রয় বলেছেন: হা হা হা .....
ধন্যবাদ।
আপনার সময় অনেক বড় হবে আশা করছি।
৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
প্রামানিক বলেছেন: এক কথায় অসাধারণ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮
বিজন রয় বলেছেন: এক কথায় ধন্যবাদ।
আজকাল আপনি অনেক বেশি ব্যস্ত!!
৩৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
সজিব। বলেছেন: আরো কবিতা পড়বো। ক্ষুধার্ত মন আরো কবিতা চাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
বিজন রয় বলেছেন: যাক একজন কবিতার মানুষ পাওয়া গেল।
কবিতা আরো আসবে, আসবেই।
শুভকামনা রইল।
৩৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
সজিব। বলেছেন: অপেক্ষায় রইলাম
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
বিজন রয় বলেছেন: দেখুন তবে নতুন পোস্ট দিয়েছি, পড়ুন।
৪০| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৯
খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।
"কবিতা না চেয়ে, কবি হতে চয়েছিলাম
ভুল করেছিলাম, ভুলের রঙ ছিল ভ্রান্তিবিলাস।" বড্ডো চমৎকার!
কবিতায় ভাল লাগা + +
এখন কবিদের যুগ! কথায় কথা বাড়ছে, অনেক ফুল আসছে, ফল ধরছে না - ব্লগার চাঁদগাজী এ কথাটা দারুণ বলেছেন!
১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৪০
বিজন রয় বলেছেন: হা হা হা....
শেষ লাইন চাঁদগাজী সাহেব খারাপ বলেননি।
উনি জ্ঞানী মানুষ।
আপনার সাথে থাকা সবসময় আমাকে পথ দেখায়।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ হয়েছে দাদা