|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
সর্বাধিক সুখগ্রাহী জীবনেরা ভাবছে
প্রতিনিয়ত সুন্দরের দিকে যাচ্ছে।
কোন অনুতাপ নেই পুরনো ভুলের!
প্রার্থনা করেনি বিদায় দৃশ্যে
হৃৎপিন্ড সাথে যাবে কি না,
প্রতীক্ষা করেনি পরস্পরের অাস্থার প্রতিদানে
জীবনের চিহ্ন থাকবে কিনা,
প্রতিশ্রুতি দেয়নি রেখে যাওয়া স্মৃতিতে
কোন অস্তিত্ব সৌরভ ছড়াবে কিনা।
কোন অন্তর্বোধ নেই দুঃখগ্রস্ত হওয়ার!
তবে?
কিছুদূর অপেক্ষা করছে আগামী মৃত্যু
ওখানে রচিত হবে অসমাপ্ত বিদায় দৃশ্য।
 ৬৭ টি
    	৬৭ টি    	 +১৯/-০
    	+১৯/-০  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৪০
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: সত্যিই তাই।
আমাদের জীবনের সুন্দর আর করুণ পরিণতি হলো মৃত্যু।
আমাদের উচিত সে মৃত্যুকে অর্থবহ করে তোলা।
অনেক ধন্যবাদ মাস্টার প্রথম মন্তব্য করার জন্য।
২|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:১২
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:১২
কবীর বলেছেন: মরণকামড় সবার কপালে লেখা আছে।।  
  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৩
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৩
বিজন রয় বলেছেন: কেমন আছেন শাহরিয়ার।
আমাদের উচিৎ এই কামড়ের জন্য তৈরী থাকা, কিন্তু আমরা ভীষণ ভীতু।
শুভকামনা রইল।
৩|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২০
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২০
ওমেরা বলেছেন: মৃত্যু যে কোন সময়ই আসতে পারে তার জন্য সব সময় প্রস্তুত থাকা উচিত । কবিতা ভাল লাগল ।
কিন্ত মৃত্যুর কথা মনে হলেই  ভয় লাগে ।
  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৪
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৪
বিজন রয় বলেছেন: কেমন আছেন ওমেরা।
মৃত্যুকে ভয় পাওয়া ঠিক না।
কিন্তু কোন মানুষ বা জীব তা পারে না।
এই জন্যই মানুষ এত হাহাকার করে জীবনের জন্য।
আপনি দেশে এসছিলেন অথচ ?!
৪|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৮
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৮
কবীর বলেছেন: মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে  
কবি গুরু রবি ঠাকুর খুব সম্ভবত এটা ২২-২৩ বছরে লিখেছিলেন; সে বয়সে তার কীসের মৃত্য ভয় ছিল!! 
এমনি যে স্বর্গে যেতে চায় সেও মরতে চায় না.... কিন্তু চিরন্তন সত্য এই যে প্রতিটি মানুষকে মরতে হবে......
কবিতা ভালো লিখেছেন।
আমি ভাল আছি !!!
আপনি কেমন আছেন দাদা??
  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৩৯
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৩৯
বিজন রয় বলেছেন: আমি তো ভাল আছি। অনেক ভাল।
কবিরা মরলেও যা, না মরলেও তাই।
তাই কবিদের কাছে মৃত্যু একটি কবিতা মাত্র!
হা হা হা .............
আমি একদম সাদাসিদা।
৫|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৩২
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৩২
বিজন রয় বলেছেন: আমি তো ভাল আছি। অনেক ভাল।
কবিরা মরলেও যা, না মরলেও তাই।
তাই কবিদের কাছে মৃত্যু একটি কবিতা মাত্র!
হা হা হা .............
আমি একদম সাদাসিদা।
  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪০
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪০
বিজন রয় বলেছেন: অফসসসসসসসসস
ভুল করলাম।
৬|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৯
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৯
কবীর বলেছেন: ২১ মার্চ বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা রইল। 
আপনার উপলব্ধি সঠিক ! কবিরা বাঁচে মানুষের হৃদয়ে। সাধারণ মানুষ শুধু নিজেকে জানে ।যতটা সে পৃথিবীকে জানে ,তার মধ্যে দিয়েই সে নিজেকে জানে এবং পৃথিবীকেও সে জানে নিজেরেই মাধ্যমে।
  ৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:১৬
৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:১৬
বিজন রয় বলেছেন: দেরি করে উত্তর করলে উত্তরের আর কি মহিমা থাকে!
তবুও কর্তব্য করতেই হয়।
মানুষ আর কবির পার্থক্য করেছেন ভাল ভাবেই।
৭|  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৩
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! কতদিন পরে আপনার কবিতা পড়লাম তাও আবার মরণ মিয়ারে নিয়া। ওহ ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। 
  ৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:১৬
৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:১৬
বিজন রয় বলেছেন: হা হা হা .....
আমি ব্লগে নিয়মিত হতে পারছি না।
৮|  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৩
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৩
নীলপরি বলেছেন: কবিতার লাইন গুলো মন ছুঁয়ে গেলো ।
  ৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:১৭
৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:১৭
বিজন রয় বলেছেন: মন ছুঁলেই কবিতারা হেসে ওঠে।
৯|  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:০৮
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
দশে সাত দিলাম।
  ৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:১৮
৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:১৮
বিজন রয় বলেছেন: দশে সাত. মোটে!!
না অত চাই না।
১০|  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:১৮
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:১৮
*** হিমুরাইজ *** বলেছেন: কবিতা ভাল লাগল।
  ৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:২০
৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:২০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
১১|  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:৪২
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: দারুন কবিতা বিজনদা।
  ৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:২১
৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:২১
বিজন রয় বলেছেন: শুভকামনা রইল সোহেল।
ভাল থাকেন।
১২|  ২১ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:২২
২১ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:২২
অর্ক বলেছেন: বেশ লাগলো লেখাটি। শুভেচ্ছা।
  ৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:২২
৩০ শে এপ্রিল, ২০১৮  রাত ১১:২২
বিজন রয় বলেছেন: আপনাদের ভাল লাগাতেই আমার পথ চলা।
সাথে থাকুন, ভাল থাকুন।
১৩|  ২১ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:২৫
২১ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:২৫
আখেনাটেন বলেছেন: কিছুদূর অপেক্ষা করছে আগামী মৃত্যু
ওখানে রচিত হবে অসমাপ্ত বিদায় দৃশ্য। -- এই ভাবনা মানুষের মনে উদয় হলে ভ্রষ্ট পথে চলা কঠিন। কিন্তু দুঃখ এখানেই আমরা এই জিনিস বিপদে না পড়লে ভাবি না। 
চমৎকার কবিতার উপহার দেওয়ার জন্য অশেষ শুভেচ্ছা কবি বিজন রয়।
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০১
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০১
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্য অনেক ভাল হয়।
অনেক গভর বোধ থেকে আপনি কথা বলেন।
ভাল লাগে।
১৪|  ২১ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
২১ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: রেখে যাওয়া স্মৃতিতে 
কোন অস্তিত্ব সৌরভ ছড়াবে কিনা!
আহা যদি ভাবতো সবাই, কত সুন্দর হতো এ ভুবন!
ভাললাগা অনেক অনেক
+++
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০২
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০২
বিজন রয় বলেছেন: মানুষ তো যেমন ভাল তেমন খারাপ, তবে খারাপের সংখ্যা ৯৯%!
তাই ওসব তাদের ভাবনার সময় কই?
তবে কবিরা ভাবে!
১৫|  ২১ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
২১ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
তারেক ফাহিম বলেছেন: ভা্লো লাগা
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৩
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকেন ফাহিম।
১৬|  ২১ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৫
২১ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৫
সৈয়দ ইসলাম বলেছেন: 
মৃত্যুকে ভয় পাই না বলে নিজে নিজেকে বাতাস দেয়ার ইচ্ছে নাই, তবে মৃত্যুকে ভয় না করার চেষ্টা করে যাচ্ছি। 
ধন্যবাদ। 
কবিতা ভাল লেগেছে।
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৬
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৬
বিজন রয় বলেছেন: হা হা হা ... সুন্দর।
মৃত্যু যেহেতু অবধারিত তার ভয় পাওয়ার দরকার নেই।
১৭|  ২১ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
২১ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চিরন্তন সত্য। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? ভাল লাগল।
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৭
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৭
বিজন রয় বলেছেন: প্রত্যেক মৃত্যুই অসমাপ্ত। কারণ কেহই মৃত্যু চায় না।
১৮|  ২১ শে মার্চ, ২০১৮  রাত ৮:২৭
২১ শে মার্চ, ২০১৮  রাত ৮:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শেষ দৃশ্যটা কঠিন, তবে এটা বাস্তবতা।।
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৯
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: যেহেতু জীবনেও চাওয়ার শেষ নেই তাই মৃত্যু প্রশ্নচিহ্ন রেখে যায়।
কেউ তা ভাবে না।
১৯|  ২১ শে মার্চ, ২০১৮  রাত ৮:৪৩
২১ শে মার্চ, ২০১৮  রাত ৮:৪৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৯
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আলো।
২০|  ২১ শে মার্চ, ২০১৮  রাত ৮:৫৫
২১ শে মার্চ, ২০১৮  রাত ৮:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার জীবনবোধ কবিতায় চীরন্তন একটি সত্যকে মেনে নেওয়া। কবিতাটি অনেক ভাল লেগেছে কবি।
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১০
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১০
বিজন রয় বলেছেন: যা মেনে নেওয়া হয় সেটাই দূর্নিবার।
ধন্যবাদ সুজন।
২১|  ২১ শে মার্চ, ২০১৮  রাত ৯:২০
২১ শে মার্চ, ২০১৮  রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  , 
মৃত্যু কি কখনো অসমাপ্ত বিদায়ের দৃশ্য হয় ? সে তো সমাপ্তির ।
বিশ্ব কবি দিবসের ভালোবাসা । 
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১২
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১২
বিজন রয় বলেছেন: মৃত্যু কি কখনো অসমাপ্ত বিদায়ের দৃশ্য হয় ? সে তো সমাপ্তির ।
ভুল বলেছেন।
প্রত্যেক মৃত্যুই অসমাপ্তির।
কারণ অনেক.............
২২|  ২১ শে মার্চ, ২০১৮  রাত ১১:১৭
২১ শে মার্চ, ২০১৮  রাত ১১:১৭
সুমন কর বলেছেন: মাঝে মাঝে ভাবি, ইচ্ছে মৃত্যু হলে মন্দ হতো না !! ভালো লেগেছে। 
+।
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৩
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৩
বিজন রয় বলেছেন: ২/৩ দিন আগে অস্ট্রেলিয়ার একজন স্বেচ্ছামৃত্যু গ্রহণ করেছেন। বয়স হয়েছিল ১০২ বছর।
২৩|  ২২ শে মার্চ, ২০১৮  ভোর ৪:৫১
২২ শে মার্চ, ২০১৮  ভোর ৪:৫১
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা, তাও  আবার এই বিশ্ব কবিতা দিবসে ।  আজকের এই দিনের সাথে কবি কিংবা কবিতার কি সম্পর্ক তা শুধু জাতি সংঘই জানে । তবে  এই দিনের সাথে কবি ও কবিতার নাম খুঁজলে  আজকের দিনে লেখা কবি ও কবিতাগুলির মত আরো অনেক কবি ও কবিতার কথাই উঠে আসতে পারে । একটি কথা সত্য , কবিতা, পাঠের পরে তা সমাপ্তিতেই চলে যায় , অসমাপ্ত কবিতা কেও কখনো পড়ে শেষ করতে কি পারে , কিংবা কেও কি অসমাপ্ত কবিতা পড়ে কখনো , মাঝে মাঝে মনে হয় এসব কবিতার  কি আদৌ কোন  মানে হয় । তবু এর মাঝেই পরে থাকি, যেখানেই পাই  কবিতার খাতা  খুলে বসি, একে নিয়ে কথা কই, কবিতা সমাপ্ত কি অসমাপ্ত আমাকে তা কি দিতে পারে, কি পারেনা  তা নিয়ে ভাবিনা কখনই । অনেক সময় অসমাপ্ত বিদায় ক্ষন ব্যথিত করে,  তাইতো পৃথিবীর  মাঝে সমস্ত জীবন এত ঘুরে ঘুরে, ফিরে আসি কবিতার ঘরে। সেখানে ভাল কোন কবিতার সনে কখনো কখনো  দেখাশুনা হয়?  অনেক সময় কিছু কবিতায়  ফিরে পাই চেনা স্বর , অসমাপ্ত সময়ে অনেক সময় ভাবি  ছুঁয়েও দেখবনা সেসব কবিতা তবু দেখা হয় মন প্রাণ খুলে, বিশেষ করে  প্রিয় দাদার অসমাপ্ত বিদায় দৃশ্যের উপর  লেখা কবিতা হলে তো কথাই নেই, যে কবিতার কথাগুলো কবিবরের মত আমাকেও কুরে কুরে মারে । অসমাপ্ত বিদায় ক্ষনের  দৃশ্যের কবিতা  দেখে মনে পরে যায়  শ্রদ্ধেয় সন্তোষ গুপ্তের  কবিতার কথা, যা ষাটের  দশকের আন্দোলনের দিনগুলোয়  আমাদের মুখে মুখে  ছিল :
 ‘মৃত্যুর জানাজা মোরা কিছুতেই করিব না পাঠ -
কবরের ঘুম ভাঙে জীবনের দাবি আজ এতই বিরাট ।’
আমাদের প্রাত্যহিক জীবনের নানান  চাপে এমনিতেই অসমাপ্ত দৃশ্যের  শেষ নেই। সমাপ্তির অভাবে মানব জীবনের কি করুন পরিনতিই না হতে পারে। ভিটামিন ডির অভাবে যেমন শরীরকে নানা দিক দিয়ে কাবু করে ফেলতে পারে,  অসময়ে মৃত্যুও ঘটাতে পারে,  তেমনি কাব্য পাঠ অসমাপ্ত রাখলে মানুষের সৃজনশীল মননশীলতাকে অসময়ে অসমাপ্তির  বিদায় ঘন্টা বাজিয়ে দিতে পারে। এখানেও দেখি  
কিছুদূর অপেক্ষা করছে আগামী মৃত্যু
ওখানে রচিত হবে অসমাপ্ত বিদায় দৃশ্য।
তাই অগতির গতি কবিতা পাঠেই দিলাম মন, বিদায় বেলায়  নিয়ে গেলাম ভাল লাগার অনুক্ষন।
ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য । 
শুভেচ্ছা রইল 
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৩
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৩
বিজন রয় বলেছেন: সুন্দর, সুন্দর।
কথা না বাড়াই।
২৪|  ২২ শে মার্চ, ২০১৮  ভোর ৬:৩৪
২২ শে মার্চ, ২০১৮  ভোর ৬:৩৪
চাঁদগাজী বলেছেন: 
যারা জীবনেও জীবনের স্বাদ পায়নি, তাদের মৃত্যু হওয়া অন্যায়
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৮
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৮
বিজন রয় বলেছেন: জীবনের স্বাদ সবাই পায় না।
আসলে জীবনের স্বাদটা কি?
২৫|  ২২ শে মার্চ, ২০১৮  দুপুর ১:১১
২২ শে মার্চ, ২০১৮  দুপুর ১:১১
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: জিবন মৃত্যুর বাস্তব সংজ্ঞাগুলোই বোধহয় ভুল! কয়েকটা বছর বেঁচে থাকা, দেহের নড়াচড়া.. জিবন নয়। ঐ বছরগুলিতে ফেলে আশা স্মৃতী, কর্ম আর মানুষের মনে তার কয়েকটা দাগ! এটাই জিবন। তাই মৃত্যু হলেও দাগগুলো রয়ে যায়। সত্যিই মৃত্যু এক অসমাপ্ত সমাপ্তি। কবিতা তাৎপর্যময়। ভালো লাগলো। 
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৯
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৯
বিজন রয় বলেছেন: ভাল মন্তব্য করেছেন, কিন্ত বানান ভুল করেছেন।
ধন্যবাদ আর শুভকামনা।
২৬|  ২২ শে মার্চ, ২০১৮  দুপুর ২:৩৩
২২ শে মার্চ, ২০১৮  দুপুর ২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: আবেশিত হলাম!
সুন্দর!
+++
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৯
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:১৯
বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
আমার মতোই অনিয়মিত!
২৭|  ২২ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৩
২২ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৩
মলাসইলমুইনা বলেছেন: সুন্দর!
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:২৫
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:২৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
২৮|  ২৬ শে মার্চ, ২০১৮  রাত ৯:৩০
২৬ শে মার্চ, ২০১৮  রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: কিছুদূর অপেক্ষা করছে আগামী মৃত্যু
ওখানে রচিত হবে অসমাপ্ত বিদায় দৃশ্য। - কথাগুলো নাড়া দিয়ে গেল! 
কেমন আছেন, কবি? আশাকরি কুশলেই আছেন। ভাল থাকুন, শুভকামনা...
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:২৮
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:২৮
বিজন রয় বলেছেন: অনেক আগের মন্তব্য, এখন প্রতিউত্তর করলে কি আর তেমন আবহ হবে!!
শুধু বলি প্রত্যেক মৃত্যুই অসমাপ্ত।
২৯|  ০৪ ঠা এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
০৪ ঠা এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো কবিতা পড়লে মন ভালো হয়ে যায়।
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩১
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
চেষ্টা করেছিলাম............
৩০|  ১৬ ই এপ্রিল, ২০১৮  রাত ১২:১৯
১৬ ই এপ্রিল, ২০১৮  রাত ১২:১৯
শাহারিয়ার ইমন বলেছেন: একদিন তো মরতেই হবে
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩১
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: মরা অত সহজ নয়।
তবে অবধারিত।
৩১|  ১৭ ই এপ্রিল, ২০১৮  সকাল ১১:২৫
১৭ ই এপ্রিল, ২০১৮  সকাল ১১:২৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাবের দারুণ প্রকাশ
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩২
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩২
বিজন রয় বলেছেন: সাথে থাকুন।
৩২|  ১৮ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৯
১৮ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন: 
আপনি কেমন আছেন?
  ১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩৪
১৯ শে মে, ২০১৮  দুপুর ১:৩৪
বিজন রয় বলেছেন: ভাল আছি।
কিন্তু আপনার মতো ব্লগে সময় দেওয়ার মতো সময় পাচ্ছি না।
৩৩|  ১৬ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:০১
১৬ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:০১
উদাসী স্বপ্ন বলেছেন: তাহলে এখানে ভালোবাসা মায়া মমতার মূল্য এতটুকুই?
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:১৭
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:১৭
বিজন রয় বলেছেন: না, অনেক।
৩৪|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৭
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৩৭
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৩৭
ব্লগ মাস্টার বলেছেন: কিছুদূর অপেক্ষা করছে আগামী মৃত্যু
ওখানে রচিত হবে অসমাপ্ত বিদায় দৃশ্য।
সত্য কইছি মরনের কথা শুনলে ভয় লাগে কিনতু মরতে হবে ।