|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি আদিকাল থেকেই ব্রাজিলের সাপোর্টার। তবে আমার মতে এবারের হট ফেবারিট দল হলোঃ
০১. জার্মানি,  ০২. ব্রাজিল,  ০৩. স্পেন,  ০৪. ফ্রান্স,  ও  ০৫. আর্জেন্টিনা ( মেসির একটি বিশ্বকাপ পাওয়া দরকার )
স্বাগতম রাশিয়াঃ
  
 
  
 
  
 
 
 লুঝনিকি স্টেডিয়ামের দিন ও রাতের কিছু দৃশ্য, যেখানে ফাইনালসহ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট আসন-৮১,০০০।
আপনার দল জিতসে তো??
ছবি: প্রথম আলো।
 ৯২ টি
    	৯২ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৯ ই জুন, ২০১৮  সকাল ৯:৫১
০৯ ই জুন, ২০১৮  সকাল ৯:৫১
বিজন রয় বলেছেন: "মাছি"....... হা হা হগা......
দিলেন তো?
এইবার তারা আপনার উপর হামলে পড়বে, এখন?
২|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:১৫
০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:১৫
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ব্রাজিলের  
  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:২৮
০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:২৮
বিজন রয় বলেছেন: কোন কথা নেই চলে আসুন।
তবে সমস্যা আছে, ব্রাজিলের কোন নেতা নেই।
৩|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:১৯
০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:১৯
পদ্মপুকুর বলেছেন: আমি ভাই মাছির দলে। যখন থেকে ফুটবল বুঝি, তখন থেকেই মাছির দল হারে। তারপরও মাছির দলেই।
(আমিও মনে করি মেসির একটা বিশ্বকাপ পাওয়া দরকার)
  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:২৯
০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:২৯
বিজন রয় বলেছেন: মেসির জন্য শুভকামনা রইল।
আর বিশ্বকাপ তার জন্য ট্রাজেডি হয়েই থাকুক।
প্রথিবীতে অনেকেই ট্রাজেডিক হিরো আছেন!!
৪|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:২৩
০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:২৩
সিগন্যাস বলেছেন:  জার্মানি
  জার্মানি
  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:৩০
০৯ ই জুন, ২০১৮  সকাল ১০:৩০
বিজন রয় বলেছেন: ফাইনালে দেখা হবে।
২-০।
৫|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:০৪
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:০৪
মোস্তফা সোহেল বলেছেন: কোন দল করমু না, আমি যে দল করি সেই দলই হাইরা যায়।
এইবার বুঝে নেন আমি কোন দল 
  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:২৬
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:২৬
বিজন রয় বলেছেন: বুঝেছি আপনি হারুপার্টি, মানে হারুদল।
ব্যাপার না, আমরা ৫ বার আছি, ৬ বার তে চাই।
তাই আমাদের সাথে নাম লেখান।
৬|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:০৭
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:০৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: 
  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:২৭
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:২৭
বিজন রয় বলেছেন: দেশ আপনার বাংলাদেশ, অার মনে মনে ব্রাজিল!!
ব্যাপার না, মন যেখানে টানে সেখানে তো যেতেই হবে।
ভালবাসার আর এক নাম অবাধ্যতা!
হা হা হা ....
৭|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:১১
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:১১
ঋতো আহমেদ বলেছেন: অনুক্রমটা যথাযথ হয়েছে। ব্রাজিল সমসময়ই আমার প্রিয় দল। এছাড়া, ইরান, জাপান, কলম্বিয়া, মেক্সিকো দলের খেলাও ভালো লাগে। আর জার্মানি দল তো সবদিক দিয়ে সব চেয়ে ভাল।
এবারের খেলার সময়ও মিলেছে। সবগুলো খেলাই দেখা যাবে। ফুটবল বিশ্বকাপ সবার জন্য আনন্দের ও উল্লাসের হয়ে উঠুক।
  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:২৯
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:২৯
বিজন রয় বলেছেন: ওহ! ওদের সাথে বাংলাদেশ যদি থাকতে পারত!!! যেমন ক্রিকেটে থাকে।
জানিনা কবে সেদিন আসবে।
ধন্যবাদ ।
৮|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:১৩
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:১৩
রুপম হাছান বলেছেন: জাতীয় রাজনীতিতে যেমনি ‘বাল’ আর ‘বিএনপি’ তেমনি ফুটবল জগতেও ‘পেলে’ আর ‘ম্যারো’র সমর্থকের অভাব নেই। 
যদিও বিনোদনের মাধ্যম গুলোকে কখনোই রাজনীতির আবরণে ঢেকে দিতে নেই তাহলে নিজস্ব স্বাধীন স্বত্তাটা নিজ থেকে হারিয়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই নিজস্ব ফিলিংসবোধ থেকে আমি ব্রাজিল সমর্থন করি। বলা যায় যখন থেকে খেলাটা খুব ভালোভাবে বুঝি অর্থাৎ ৯৪ সাল থেকে খুব আবেগ দিয়ে ব্রাজিল সমর্থন করে আসছি।  দেখা যাক রাশিয়া ২০১৮ বিশ্বকাপটি কার দিকে উঁকি দেয়?
  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:৩০
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:৩০
বিজন রয় বলেছেন: তাইতো বলি, কোথায় যেন আপনার সাথে আমার মিলে যায়।
তাহলে এই আনন্দের আর একজন ভাগিদার পেলাম।
জয়তু।
৯|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:৪৫
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লেখক বলেছেন: দেশ আপনার বাংলাদেশ, অার মনে মনে ব্রাজিল!!
ব্যাপার না, মন যেখানে টানে সেখানে তো যেতেই হবে।
ভালবাসার আর এক নাম অবাধ্যতা!
হা হা হা ....
জন্মভূমির সাথে এগুলোর কোন সম্পর্ক নেই।   এগুলো সাময়িক আনন্দ, সময়ের সাথে এগুলো বিলীন হয়ে যায়।
  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৩
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: জন্মভূমির সাথে এগুলোর কোন সম্পর্ক নেই। এগুলো সাময়িক আনন্দ, সময়ের সাথে এগুলো বিলীন হয়ে যায়।
ঠিক ঠিক ঠিক, একদম খাঁটি কথা।
১০|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:৪৬
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: 
  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৫
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৫
বিজন রয় বলেছেন: এবার ব্রাজিল সাপোর্টারদের উৎসাহ একটু বেশিই দেখতে পাচ্ছি।
বিশ্বকাপে কিন্তু হট ফেবারিটদের ভরাডুবিও দেকতে পাওয়া যায়!
হা হা হা 
তবুও চলবে.................
১১|  ০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:৫০
০৯ ই জুন, ২০১৮  সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৬
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৬
বিজন রয় বলেছেন: পোস্ট সংক্রান্ত মন্তব্য করুন।
১২|  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৮
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ১০ নং মন্তব্যের যাঁতাকলের ডিজাইনটা আমি করেছি। এগুলো এডিটিং করা যায়। দয়া করে কেউ উগ্র সাপোর্টার ভাববেন না।
  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:২২
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:২২
বিজন রয় বলেছেন: আরে না না, আমরা সবাই আনন্দ করবো, মজা করবো।
আপনি তো তাহলে মস্তবড় ডিজাইনার!!
১৩|  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:২৭
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:  
 
আর্জেন্টাইন সাপোর্টারসদের বেখুশি করলে আল্লাহ মাইন করবেন। তাদের মুখে হাসি ফুটানোরর জন্য এইটা। তবে ফাইনালে আমরাই হাসবো।
  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:৩২
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১২:৩২
বিজন রয় বলেছেন: হা হা হা .....
মনরক্ষা করলেন!!
আসলে তাদের কি আর কোন ুকছুতে মন ভরবে?
ভরবে না।
১৪|  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১:৫২
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১:৫২
জুন বলেছেন: আমি প্রথমে ব্রাজিল তারপর জার্মান তারপর ইতালী তারপর স্পেনের সাপোর্টার বিজন রয়। এর অর্থ আমার দলের হাতে যেন কাপ অবশ্যই ওঠে  
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:০৬
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:০৬
বিজন রয় বলেছেন: জুন আপা,
তাহলে এই তিন দেশের মধ্য থেকে মনে হয় কেউ জিতবে।
আর ইটালী তো এবার নেই।
১৫|  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৫
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৫
জোকস বলেছেন: 
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:০৭
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:০৭
বিজন রয় বলেছেন: বুঝতে পেরেছি আপনার ভিউ।
আমার সমমনা।
হা হা হা কিন্তু আমি ভরসা পাই না।
১৬|  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ২:১৭
০৯ ই জুন, ২০১৮  দুপুর ২:১৭
নীল_কণ্ঠ বলেছেন: "অবশ্যই ব্রাজিল" 
হাফপ্যান্ট পরা থেকে শুরু, এখনো সাপোর্ট করছি গুরু!
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:০৯
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:০৯
বিজন রয় বলেছেন: তার মানে জন্ম থেকেই হাসছেন, কেননা যারা ব্রাজিল করে তারা অনেক সুখ পেয়ে থাকে।
আপনার মনোবাসনা পূর্ণ হোক।
১৭|  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ২:২৬
০৯ ই জুন, ২০১৮  দুপুর ২:২৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:  
 
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:১০
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: হা হা হা .........
শেষ পর্যন্ত গরুর পিঠে!!!
অঅর কত দেখবো বাপু।
১৮|  ০৯ ই জুন, ২০১৮  বিকাল ৪:০৪
০৯ ই জুন, ২০১৮  বিকাল ৪:০৪
চাঁদগাজী বলেছেন: 
কোন দলের সাপোর্টার নই।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:১১
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:১১
বিজন রয় বলেছেন: তাহলে কোন খেলা দেখার দরকার নেই।
ওও হো আপনি তো ....... ইয়ের সমর্থক।
১৯|  ০৯ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৪
০৯ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর্জেন্টিনা। তবে মেসি বেস্ট প্লেয়ার হলেই চলবে। আর্জেন্টিনা কাপ জিতুক আর না জিতুক! গত ৭ টি বিশ্বকাপে হারতে দেখেছি। আমায় আর হারার ভয় দেখিয়ে কোন লাভ নেই...
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:১৪
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:১৪
বিজন রয় বলেছেন: তার মানে আপনি পাথর হয়েছেন, এবার তাহলে অন্য কোন দলের পতাকাতলে আসুন।
অবশ্য মেসির একটি বিশ্বকাপ পাওয়া দরকার, কারণ সে ফুটবলের একজন বড় দূত।
২০|  ০৯ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
০৯ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
অর্ক বলেছেন: আমিও আর্জেন্টিনা। ট্রফি জিতুক বা প্রথম রাউন্ড থেকেই ঝরে যাক- কিচ্ছু এসে যায় না। নির্ভেজাল পরিচ্ছন্ন খেলা মানেই আর্জেন্টিনা- সেটা ফুটবলই হোক, কিংবা হকি, টেনিস, রাগবি, বাস্কেটবল। মনে হচ্ছে, ইউরোপ’রই কোনও দল আবার চ্যাম্পিয়ন হবে। সবমিলিয়ে ভালো উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছি।
"Go Argentina Go..."
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:১৭
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: আমার ক্ষেত্রে মন যাকে সায় দেয় তাকেই সমর্থন করি। জোর করে তো আর অন্যকে সমর্থন দেয়া যায় না।
আপনার দলের জন শুভকামনা রইল, সেই সাথে মেসির জন্য।
এবং অবশ্যই ব্রাজিল ও নেইমারের জন্য।
২১|  ০৯ ই জুন, ২০১৮  রাত ৯:৪৩
০৯ ই জুন, ২০১৮  রাত ৯:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: এখন আর্জেন্টাইন সাপোর্টার বেশি খুঁজে পাবেন না খালি প্রথম রাউন্ড পার হতে দেন দেখবেন আর্জেন্টিনার সাপোর্টার কিভাবে গর্ত থেকে বেরিয়ে আসবে। আমি আপনার দলে আছি দাদা ব্রাজিল। আমি চাই ব্রাজিল কাপ জিতুক আর মেসি ট্রাজিক হিরো হিসাবে চির স্বরণীয় হয়ে থাকুক।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২২
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২২
বিজন রয় বলেছেন: হা হা হা .... এভাবে খোঁচা দিলেন তো!
তবে এবার ব্রাজিল খুব ভাল নাও খেলতে পারে, কারণ তারা দল হিসেবে এখনো গুছিয়ে উঠতে পারেনি। আরো সময় নিয়ে তাদের একসাথে থাকার দরকার ছিল, যেমন ছিল ১৯৯৪ সালে।
আর আর্জেন্টিনা হঠাৎ করে ফ্লুক করতেও পারে।
তবে এই দুই দল নিয়ে শুধু পড়ে থাকলে হবে না।
২২|  ০৯ ই জুন, ২০১৮  রাত ১০:২৫
০৯ ই জুন, ২০১৮  রাত ১০:২৫
ওমেরা বলেছেন: খেলা ধুলা নিয়ে চিন্তা করি না, তবে সুইডেন যেহেতু খেলবে বুঝতেই পারছেন আমি কোন দল।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৪
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: ধুররররর! সুইডেন!!
কোনদিন ফাইনাল জিতেছে? একবার শুধু উঠেছিল।
২৩|  ১০ ই জুন, ২০১৮  রাত ১২:১৯
১০ ই জুন, ২০১৮  রাত ১২:১৯
কুঁড়ের_বাদশা বলেছেন: 
আমি নোয়াখাইল্লা দলের সার্পোটার।  
  
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৪
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: বুঝছি, বরিশাল যাওয়া লাগবে।
২৪|  ১০ ই জুন, ২০১৮  রাত ১২:২৫
১০ ই জুন, ২০১৮  রাত ১২:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় দাদা। আমিও ছোট্ট থেকে ব্রাজিলের সাপোর্টার। এবার বিশ্বকাপে দেখা যাক  শেষ পর্যন্ত ফল কি হয়।  
শুভেচ্ছা নিয়েন প্রিয় বিজনদা।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৬
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৬
বিজন রয় বলেছেন: আমি চাই ব্রাজিলের সাথে সাথে রাশিয়াও ভাল খেলুক।
কারণ তারা স্বাগতিক দেশ।
শুভেচ্ছ রইল।
২৫|  ১০ ই জুন, ২০১৮  ভোর ৫:৪৬
১০ ই জুন, ২০১৮  ভোর ৫:৪৬
চাঁদগাজী বলেছেন: 
নেইমার আহত হওয়ার সম্ভাবনা ৬০ ভাগ।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৮
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৮
বিজন রয় বলেছেন: খারাপ বলেননি।
ওকে খেলানো ঠিক না।
তাতে ওর পুরো  ক্যারিয়ার নষ্ট হতে পারে।
আপনি আর্জেন্টিনার সমর্থক।
২৬|  ১০ ই জুন, ২০১৮  সকাল ৭:২২
১০ ই জুন, ২০১৮  সকাল ৭:২২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
বিশ্বকাপে খেলোয়াররা বেশী নার্ভাস থাকে । তাদের পারফরমেন্স বেশীর ভাগ ক্ষেত্রেই ভালো হয় না।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৯
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:২৯
বিজন রয় বলেছেন: তা তো বুঝলাম, কিন্তু আপনি কি মালয়েশিয়ার সমর্থক???
২৭|  ১০ ই জুন, ২০১৮  সকাল ৮:০৯
১০ ই জুন, ২০১৮  সকাল ৮:০৯
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: জার্মান ফুটবলের ভক্ত,তারা প্রথম থেকে শেষ পর্যন্ত একই তালে খেলে যায়,প্রচন্ড লড়াকু,অদম্য,হার না মানার মনমানসিকতা,মাঝ মাঠের কতৃত্ব সব কিছুই অন্য সবার চেয়ে আলাদা।মেক্সিকো,স্পেন এই দুই দলের খেলার ধাঁচের কোন পার্থক্য খুজে পাই না,তাই মেক্সিকোর সাফল্য না পাওয়াতে কস্টই লাগে।ইতালি,হল্যান্ডের খেলাও ভালো লাগত,তবে তাদের খেলা এখন গতানূতিক হয়ে গেছে।এছাড়াও এশিয়ার দেশগুলোর উপর একটা সহানুভুতিতো আছেই।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৩৩
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৩৩
বিজন রয় বলেছেন: ভাল বিশ্লেষণ। আমি আমার মনকে অনেকবার প্রশ্ন করে দেখেছি যে আমি কোন দলের সমর্থক।
উত্তর পেয়েছি, ব্রাজিল আর জার্মানি!
আমার এই দুদল মিলে ৯ বার জয়ী।
মানে প্রায় অর্ধেক %!!!
ধন্যবাদ।
২৮|  ১০ ই জুন, ২০১৮  সকাল ৯:০৫
১০ ই জুন, ২০১৮  সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পোস্ট সংক্রান্ত মন্তব্য করুন। 
ব্রাজিলের পতাকা উড়িয়ে লাভ কি?
পুরো আকাশটাই তো আর্জেন্টিনা!
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৩৫
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৩৫
বিজন রয় বলেছেন: হা হা হা... এবার ঠিক মন্তব্য।
পরিসংখ্যান দিয়ে বিচার করুন। ওসব অকাশ-ফাকাশ বাদ দিন।
ব্রাজিল  : আর্জেন্টিনা
০৫ : ০২
বুঝলেন??
২৯|  ১০ ই জুন, ২০১৮  সকাল ১০:৪৬
১০ ই জুন, ২০১৮  সকাল ১০:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই যে অবুঝ মনে কালৌ মানিক পেলে .. বসে গেল
আর যাবার জায়গা কই  
 
আর ঈশ্বরের হাত দিয়ে বল জালে ঢকানো দলে!! কস্মিনকালেও নাইক্যা   
 
চলুক সামুতে বিশ্বকাপ 
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৪০
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: তাহলে তো ৫+৫ এ ১০ হলো।
মানে আপনিও ব্রাজিল আমিও।
এবার ব্রাজিলের সমর্থক বেশি।
ধন্যবাদ।
৩০|  ১০ ই জুন, ২০১৮  সকাল ১১:০২
১০ ই জুন, ২০১৮  সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ব্রাজিল এবং ব্রাজিল।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৪২
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৪২
বিজন রয় বলেছেন: স্বাগতম, সুস্বাগতম।
জয়হোক, জয়হোক।
৩১|  ১০ ই জুন, ২০১৮  সকাল ১১:৫৩
১০ ই জুন, ২০১৮  সকাল ১১:৫৩
হাসান রাজু বলেছেন: এখনকার ব্রাজিল সমর্থকদের বেশির ভাগই এককালের আর্জেন্টিনা সমর্থক । আরও নতুন যারা, তারা ট্রফি সংখ্যা দেখে ব্রাজিল সমর্থক । আর সবচেয়ে সরস যুক্তি হল, ব্রাজিল ছন্দময় ফুটবল খেলে তাদের খেলা দেখে ভাল লাগে । হা হা হা ....... সেটা কিঞ্চিত দেখা গেছে ১৯৯৪ সালের বিশ্বকাপে। তারপর তারা ওই পথে আর হাঁটে না । সত্যি বলতে ফুটবল এখন অংক কষে খেলা হয় । সে অংকে সবচেয়ে পরিক্ষিত " ভালো " হল গোল কম দাও কিন্তু গোল খাওয়া যাবেনা । অর্থাৎ রক্ষণাত্মক । ব্রাজিলসহ বাকি বিশ্ব তা ই খেলে এখন । 'ছন্দময় ফুটবল' ইতিহাস।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৪৭
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৪৭
বিজন রয় বলেছেন: হা হা হা ..... আপনি যা বলতে চেয়েছেন তা পারেন নি।
১৯৮৬ এর আগে এদেশে আর্জেন্টিনার সমর্থক খুঁজে পাওয়া যেত না।
কেন ১৯৯৮ সালে জাগালোর দল সুন্দর ফুটবল খেলেনি??
আরো আছে।
থাক সেসব।
৩২|  ১০ ই জুন, ২০১৮  দুপুর ১২:৪০
১০ ই জুন, ২০১৮  দুপুর ১২:৪০
কবীর বলেছেন: 
ভাবছি কোন দলের সমর্থক হবো কিন্তু ভেবে কুল কিনারা পাচ্ছি না।  
 
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৪৯
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৪৯
বিজন রয় বলেছেন: ব্রাজিল, ব্রাজিল।
আচ্ছা কোন দলকে সমর্থন করার দরকার নেই।
একখান কবিতা লিখুন।
৩৩|  ১০ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৬
১০ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৬
গরল বলেছেন: যাদের খেলা পছন্দ হবে তাদের সাপোর্ট করব তবে গতবার জার্মানি সাপোর্টার ছিলাম।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৫০
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: এবারও জার্মানিতে থাকেন, জিতলেও জিততে পারে। ওরা অনেক ভাল দল।
৩৪|  ১১ ই জুন, ২০১৮  রাত ১২:০৪
১১ ই জুন, ২০১৮  রাত ১২:০৪
শামচুল হক বলেছেন: আমি কারও সাপোর্টার না কারণ হুদাহুদি টেনশন বাড়ে।
কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় পেলে পড়ার জন্য অনুরোধ রইল।
  ১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৫২
১১ ই জুন, ২০১৮  দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: কন কি আপনার কি টেনশন বেশি নাকি?
আরে মুনষের আবার টেনশন কি!!!
যাবো কানাডার জঙ্গলে আবশ্যই যাবো।
৩৫|  ১১ ই জুন, ২০১৮  বিকাল ৩:৪৬
১১ ই জুন, ২০১৮  বিকাল ৩:৪৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: খেলাটা খুব কম বুঝি, তাই ফেভারিট কোন দল নেই। দলে দলে সাপোর্টের কোন্দলেও আমি নেই   ।   যখন খেলা দেখি, যে দলের খেলা ভাল লাগে সে দলকেই সাপোর্ট করি। কখনো আবার দুর্বল দলের প্রতি মায়া হয়। তাকেই সাপোর্ট করতে থাকি। সাপোর্টার হিসেবে এটা বাজে নীতি হলেও আমি তাইই করি। কোন ধরাবাঁধায় থাকি না
 ।   যখন খেলা দেখি, যে দলের খেলা ভাল লাগে সে দলকেই সাপোর্ট করি। কখনো আবার দুর্বল দলের প্রতি মায়া হয়। তাকেই সাপোর্ট করতে থাকি। সাপোর্টার হিসেবে এটা বাজে নীতি হলেও আমি তাইই করি। কোন ধরাবাঁধায় থাকি না 
দৃষ্টি নন্দন ছবিগুলো দেখে মন জুড়িয়ে যায়। 
শুভেচ্ছা প্রিয় বিজন রয় ভাই।
  ১১ ই জুন, ২০১৮  বিকাল ৩:৫১
১১ ই জুন, ২০১৮  বিকাল ৩:৫১
বিজন রয় বলেছেন: সাধারণত উদার মনের মানুষেরা এভাবেই চিন্তা করেন। তাদের মন পরিস্কার। তারা ভালকে ভাল বলেন আর খারাপকে ভাল করার চেষ্টা করেন। আগেই বলেছি আপনি তাদেরই দলের।
এই জন্য আপনাকে এত ভাল লাগে।
দিন দিন আপনি আমার প্রিয়ভাজন হয়ে উঠছেন।
শুভকামনা রইল।
৩৬|  ১৫ ই জুন, ২০১৮  বিকাল ৫:৫৮
১৫ ই জুন, ২০১৮  বিকাল ৫:৫৮
অন্তরন্তর বলেছেন: আমি না হয় সরকারী দলেই থাকি।
  ঈদ মোবারক।
  ৩০ শে জুন, ২০১৮  সকাল ১০:৩৫
৩০ শে জুন, ২০১৮  সকাল ১০:৩৫
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
যোগাযোগ রাখেন।
৩৭|  ১৭ ই জুন, ২০১৮  দুপুর ১২:২১
১৭ ই জুন, ২০১৮  দুপুর ১২:২১
বৃষ্টি বিন্দু বলেছেন: বিজন রয়,
আপনাকে জানাই ঈদুল ফিতর এর অনেক অনেক শুভেচ্ছা।
 ঈদ মোবারক। 
  ৩০ শে জুন, ২০১৮  সকাল ১০:৩৫
৩০ শে জুন, ২০১৮  সকাল ১০:৩৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
৩৮|  ২১ শে জুন, ২০১৮  বিকাল ৪:১০
২১ শে জুন, ২০১৮  বিকাল ৪:১০
ন্যায়দন্ড বলেছেন: আমি ন্যায়ের দল।
  ৩০ শে জুন, ২০১৮  সকাল ১০:৩৫
৩০ শে জুন, ২০১৮  সকাল ১০:৩৫
বিজন রয় বলেছেন: অত সহজ নয়।
৩৯|  ২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৯
২৯ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইতালির সাপোর্টার  কষ্টের কথা কি আর বলবো। তবু এবার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল করছি।
 কষ্টের কথা কি আর বলবো। তবু এবার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল করছি।
  ৩০ শে জুন, ২০১৮  সকাল ১০:৩৬
৩০ শে জুন, ২০১৮  সকাল ১০:৩৬
বিজন রয় বলেছেন: পর্তুগাল ভাল দল।
সাফল্য কামনা করি।
৪০|  ০৩ রা জুলাই, ২০১৮  রাত ৩:০১
০৩ রা জুলাই, ২০১৮  রাত ৩:০১
ডঃ এম এ আলী বলেছেন: খেলায় জয় পরাজয়টা বড় কথা নয় অংশ গ্রহনটাই বড় কথা । খেলা তো খেলাই , তাই একে বলা হয় খেলা । একে করতে নেই হেলা ফেলা ।  বাংলাদেশও  বিশ্ব কাপে অংশ গ্রহন করেছে সেটা প্রাথমিক পর্ব হলেও বিশ্ব কাপের অংশ, ।  তাই আমি বাংলা দেশের সাপোর্টার , এবার চুড়ান্ত পর্বে খেলতে ব্যর্থ হলেও একদিন আমরা বিশ্বকাপের চুড়ান্ত পর্যায়ে খেলব । সে দিন বেশী দুরে নয় । ছেলেরা না পারলেও বাংলার কলসিন্দুরে মেয়দের মত বাঘীনিরা একদিন সেখানে পৌঁছে যাবে তাতে কোন সন্দেহ নেই , তাঁরা  এর প্রমান   দিয়ে চলছে । আমরা আশাবাদী । বাংলার জয় একদিন হবেই । যাহোক এবারের বিশ্বকাপে   রাশীয়া বিজয়ী হলে ভাল লাগবে ,তারা আমাদের দেশের স্বাধিনতার প্রথম স্বীকৃতি দাতা দেশ । তাদের প্রতি আমার বেশ শ্রদ্ধা বোধ আছে । তবে যে  দলই তাদের যোগ্যতা ও সামর্থ অনুযায়ী  খেলে বিজয় ছিনিয়ে নিতে পারবে  তাদের প্রতি অগ্রীম অভিনন্দন থাকল । আপনার পছন্দের দেশটির কথা জেনে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৩
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: ধনবাদ ডঃ।
৪১|  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৬
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৬
খায়রুল আহসান বলেছেন: আমার দল ইতোমধ্যে বিদায় নিয়েছে। আমি এখন ক্রোয়েশিয়ার সমর্থক!  
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৪
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৪
বিজন রয় বলেছেন: সব খেলা শেষ!!
এখন সামনে তাকাই।
৪২|  ১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার হটফেভারিটের মধ্যে একজন তো কাপ পেয়েছে.. এটাই সান্তনা। আমার তো ধারে কাছে কেউ পাইলো না। ভাবতেছি এবার ফ্রান্সেই ঘুরতে যাবো। আর্জেন্টিনার আজন্ম প্রেমিক হয়ে এই বিশ্বকাপে পর্তুগালের সাপোর্ট দিয়ে ফাইনালে নতুন দেশ হিসেবে ক্রোয়েশিয়ার পক্ষ নিয়ে রাত ফ্রান্সের বিজয়োতসোবে ফ্রেঞ্চদের সাথে কনসার্ট দেখলাম তখন নিজেকে বড্ড হতভাগা মনে হলো
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৫
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৫
বিজন রয় বলেছেন: সব খেলা শেষ!!
এখন সামনে তাকাই।
৪৩|  ১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
জুন বলেছেন: আমার প্রিয় দলগুলোর মধ্যে ফ্রান্সের কথা কি কৈছিলাম বিজন রয়   
  
যদি না বলে থাকি তবে এখন বৈলা গেলাম ফ্রান্সও আমার প্রিয় দল   
 
  
 
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৫
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৫
বিজন রয় বলেছেন: সব খেলা শেষ!!
এখন সামনে তাকাই।
৪৪|  ১৮ ই জুলাই, ২০১৮  রাত ১১:২৮
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১১:২৮
অন্তরন্তর বলেছেন: বিশ্বকাপ ফুটবল শেষ। আমিতো বলেছিলাম আমি সরকারি দলে। হাঃ হাঃ। আমি ভাল আছি। আপনি কেমন আছেন?
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৫
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৫
বিজন রয় বলেছেন: সব খেলা শেষ!!
এখন সামনে তাকাই।
৪৫|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ১২:০৩
১৯ শে জুলাই, ২০১৮  রাত ১২:০৩
উদাসী স্বপ্ন বলেছেন: ৩০ তারিখের পর কোনো খবর নাই। কাহিনী কি ভাই? সব ঠিক আছে? আমার ফেসবুক আইডি রিপোর্ট খেয়ে শেষ। নতুন খুলি নাই। নাইলে সরাসরি সেখানেই জিজ্ঞেস করতাম। সব কি ঠিক?
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৬
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৬
বিজন রয় বলেছেন: আমি খুব ভাল নেই।
৪৬|  ২২ শে জুলাই, ২০১৮  রাত ১০:২৬
২২ শে জুলাই, ২০১৮  রাত ১০:২৬
উদাসী স্বপ্ন বলেছেন: আপনের খবর কি? আপনে কই?
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৭
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৫৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ খোঁজ নেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৮  সকাল ৯:৪৯
০৯ ই জুন, ২০১৮  সকাল ৯:৪৯
সনেট কবি বলেছেন: এটা ছবির কবিতা। ঐ আপনার মত আমিও চাই মাছির হাতে একটা বিশ্বকাপ উঠুক। তবে জার্মান দল আমার ভাল লাগে।