নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের সেই বিখ্যাত কবিতাটি.......
প্রেমযোগ্যা হওয়ার পূর্বে
প্রেমযোগ্য হওয়ার পরে
এখন, তুমি সত্ত্বার গভীরে মূর্ত হতে পারো শর্তহীন......
আকস্মিক নয়, পাঁজড়ের সুঘ্রাণ পেতে
হৃদয়বৃতিগুলো বয়োঃপ্রাপ্ত হলো যে.....!!
এবার,
মেঘালয়ের পাদদেশে
দ্বৈত অবয়বে জলছাপ এঁকে
হৃদয়ের দাবী রাখতে পারো
ধূসর অস্তরাগে,
অন্তবিহীন সুখবিলাসে
মায়াময় অস্তিত্বের নিবিড় সীমারেখায়।
কিংবা,
গারো পাহাড়ের নীলিমায়
নিরুদ্দেশ মেঘমল্লারে
মৌনতা ভেঙে শিস্ দিতে পারো
মাতাল অনুরাগে,
বাঁধনহীন উল্লাসে
প্রীতিময় প্রণয়ের নিগুঢ় দিগন্তরেখায়।
নতুবা,
শিলং-এর পাইন বনে বনে
দৃষ্টির অন্তরালে
পথ ভুলে আনমনা হতে পারো
সুখসৃষ্টির বৈরাগে,
বিরামহীন বিমুগ্ধতায়
প্রেমময় আলিঙ্গনের বিহ্বল সঙ্গমরেখায়।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩
বিজন রয় বলেছেন: আপনি বোধহয় কবিতার সুরে কথা বলতে ভালবাসেন। ব্যাপারটি অামার ভাললাগে। অনেক আগে একজন বোন ব্লগার ছিলেন এই ব্লগে, তিনিও এভাবে বলতেন।
প্রেমে কিন্তু শুধু চোরাবালি নেই!!
২| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫
সামিয়া আক্তার শেহা বলেছেন: পড়ে ভাল লাগল।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫
বিজন রয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
তবে আরো কথা শুনতে পারলে ভাল হতো....
শুভকামনা রইল।
৩| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
কর্পূর ধূপের মত কবিতা! মোহময়!
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
বিজন রয় বলেছেন: মোহময়!! তবে নেই কোন ভয়, সংশয়।
ধন্যবাদ ডানা।
৪| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮
জাহিদ অনিক বলেছেন:
প্রেমে পড়ো পড়ো কাল যতটা আবেগঘন; প্রেমে পড়ে গেলে বোধহয় কিছুটা ঘাটতি পড়ে।
শিলং এর পাইন বনে দৃষ্টির বৈরাগ্যতা কেন দেখা দেয়?
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: হা হা হা ........ বৈরাগ্য!!
প্রেমঘোরে ডুবে গেলে তো ওরকম হতেই পারে।
আপনার মতো যদি লিখতে পারতাম জাহিদ!!
শুভকামনা।
৫| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১
বিজন রয় বলেছেন: বেঁচে থাকুন অামার সাথে, কবিতার সাথে।
আপনার অার খবর কি?
৬| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮
সাদাফ কামরুল হাসান বলেছেন: প্রেম মানেই বিশ্বাস, প্রেম মানেই ভালোবাসা।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: সেই বিশ্বাস দৃঢ় হোক।
ভালবাসা পবিত্র থাকুক।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
৭| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: না পড়ে থাকা যায় না,
কবিতারা এমই উচ্চতায় গেছে আপনার লেখায়।ভাল থাকবেন।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যে অামার চোখে জল এলো, সত্যি বলছি জয়!
সময়ের অভাবে আমি ঠিকমতো ব্লগে আসতে পারি না।
যে অল্প সময় আসি তার মাঝে আপনাদের এমনসব কথা মন অনেক ভাল করে দেয়। আমার সততা বেড়ে যায় অনেকখানি।
এভাবেই সাথে থাকুন।
শুভকামনা সবসময়ের।
৮| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭
রাকু হাসান বলেছেন:
বেশ ভাল কবিতা ,প্রকৃতি+প্রেম ,সবমিলিয়ে দারুণ লাগলো ।
কিংবা গারো পাহাড়ের নীলিমায় ...... প্যারা টা ভাল লাগছে বেশি । ...প্লাস মার্ক
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩
বিজন রয় বলেছেন: চেষ্টা করেছি কিছু অনুভূতি প্রকাশ করতে যা সার্বজনীন, চিরকালীন।
অাপনার মন্তব্য পেয়ে মনে হচ্ছে কিছুটা এগোতে পেরেছি।
এমন ভালবাসায় আপনিও ভাসুন।
ভাল থাকুন সবসময়।
৯| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: আাহা! দারুণ দাদা। আমি এখন সুখ সাগরে পাড়ি দিলাম। হয়তো সে শিলং এর পাইনবনে অথবা দার্জিলিং হিমালয়ে । ++
কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
শুভকামনা প্রিয়দাদাকে।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: যে অাবেগে আপনি বিমোহিত হলেন সেটা অনুভব করে আমি অনেক অনুপ্রাণিত হলাম। আপনাদের মতো এমন আত্মীয় পেলে আমি অনেক দূর যেতে পারবো।
চিরদিনেরই ভালবাসা।
১০| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২
বিজন রয় বলেছেন: হুম।
১১| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেসব জায়গা এ কবিতার বর্ণনায় উঠে এসেছে, ওখানে যাওয়ার অভিজ্ঞতা আছে বলে অনেক খানিই মনে হলো চোখে দেখলাম।
'হৃদয়বৃতি' কথাটা ভালো লেগেছে।
পুরো কবিতাটাই সুন্দর।
০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
বিজন রয় বলেছেন: ভাল লাগল অাপনাকে পেয়ে।
আপনার জীবনের অভিজ্ঞতা এই কবিতায় আছে জেনে অন্যরকম ভালবোধ করছি।
আপনার পর্যবেক্ষণ অনেক অর্থবহ আমার কবিতার জন্য।
শুভকামনা সতত।
১২| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
করুণাধারা বলেছেন: মুগ্ধতা!!!
আগেরবারের চেয়ে এবারের কবিতা ভালো হয়েছে বেশি। ++++
০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১
বিজন রয় বলেছেন: কবিতা তো আপনাদের জন্যই।
যদি একটু ভাল লাগে তো কবির চোখে জল আসে খুব সহজেই।
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
১৩| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
শ্রাবণ আহমেদ বলেছেন: অসাধারণ লিখেছেন দাদা।
০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
বিজন রয় বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম শ্রাবণ।
কবিতা আপনার ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
ভাল থাকেন এই শুভকামনা রইল।
১৪| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
ল বলেছেন: কি দারুন কবিতা লিখলেন কবি?
পাঠে অপার মুগ্ধতা রেখে গেলাম
০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২
বিজন রয় বলেছেন: আন্তরিক মন্তব্য, খুব ভাল লাগল।
এই সুন্দর সন্ধ্যায় আপনার অদেখা সঙ্গ আমার কবিতাকে অনেক বেশি উজ্বল করে তুলল।
আপনি অনেক ভাল থাকুন।
১৫| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
ইন্টারেষ্টিং, আপনি তো কালীদাসের কল্পনার রমনী সৃষ্টি করেছেন হৃদয়ে
০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
বিজন রয় বলেছেন: সে কি! আপনি আমাকে ভূত বানাবেন নাকি?
না না আমি জীবিত।
কোথায় কালী আর কোথায় আমি, কি যে বলেন!
১৬| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
মনে হয় আচ্ছন্নতার ভেতর থেকে আপনি নিজেকে মননশীল পৃথিবীতে টেনে তুলতে চেষ্টা করছেন।
স্যুররিয়ালিস্টিক বা পরাবাস্তববাদী কবিতা হয়তো আপনার জীবনে একটি বিশাল ছায়া ফেলে রেখেছে। যার ছায়া এখানে খেলা করছে।
শব্দপ্রয়োগ, ধ্বনি, এবং চিত্রকল্প তৈরিতে সৃজনশীলতার পরিচয় আছে।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬
বিজন রয় বলেছেন: জীবনে পথ চলতে মাঝে মাঝে কিছু কথা পাওয়া যায় বা কিছু আচরণ যা শুধু হৃদয়ে গেঁথে যায়, যার অনুভব অতলস্পর্শী!!
আপনি আজ তাই সব দিয়ে গেলেন!!
আপনার এই মন্তব্য শুধু মনে রাখার, শুধু উজ্জ্বল হওয়ার।
অনেক ভালবাসা রইল।
১৭| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬
রেইড ইন স্কাই বলেছেন: অনেক সুন্দর লাগল।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯
বিজন রয় বলেছেন: সুন্দর লাগার মানে হলো আমি আপনার কাছে বাঁধা পড়ে গেলাম।
সেটাই হোক তবে।
১৮| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬
চাঙ্কু বলেছেন: কত প্রেমরে!!
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০
বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?
অনেক দিন পর পেলাম অাপনাকে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
১৯| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫২
সুমন কর বলেছেন: সুন্দর এবং +।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: সাথে আছেন জেনে ভাল লাগল।
২০| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম।
ভালো থাকুন।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: (--------)
২১| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪
চঞ্চল হরিণী বলেছেন: অশান্তির মধ্যে একটুখানি শান্তির পরশ যেন পেলাম আপনার কবিতাটা পড়ে। প্রেমের সাথে শিলং এর পাইন বনে হারিয়ে যেতে ইচ্ছে করছে আমার এখন। কবিকে প্রেমময় শুভকামনা।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪
বিজন রয় বলেছেন: অশান্তির মধ্যে একটুখানি শান্তির পরশ যেন পেলাম আপনার কবিতাটা পড়ে।
কবিতার ও হৃদয়ের স্বীকৃতি পেলাম।
আপনাকে শান্তিময় ভালবাসা।
২২| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩১
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আপনার লেখায় এলাম, আশা করছি ভালো আছেন!
বেশ সুরভীত লেখা।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭
বিজন রয় বলেছেন: আমি আছি এক প্রকার। তবে খুব ব্যস্ত, ব্লগে আগের মতো আসতে পারি না!
অাপনাকে পেয়ে ভাল লাগল মনিরা আপা।
ভাল থাকুন।
২৩| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩০
আরণ্যক রাখাল বলেছেন: জানি না কী বুঝলাম। এটাই সমস্যা, কবিরা তাদের রুপক আর কল্পনার মাঝে এমন অর্থ লুকিয়ে রাখেন, তা আমাদের, সাধারণ পাঠকের ধরাছোঁয়ার উপরে থেকে যায়। হয়তো নিয়মিত কবিতাপাঠ না করলে তা বোঝার সক্ষমতাও অর্জন করা যায় না।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
বিজন রয় বলেছেন: সম্ভবত আপনি না বুঝেই অনেক কিছু বুঝেছেন। নাহলে এত কথা কেউ বলতে পারে?
তবে কবিতা নিয়মিত পড়া শুরু করেন।
আপনার মন্তব্য আমার জন্য সবসময়ের অনু্প্রেরণা আরণ্যক।
২৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
প্রেম সেতো সোনার হরিণ
তারে কে পেয়েছে খূঁজি
তারই পরশে সোনা হল যারা
তাদেরই মোরা বুঝি
প্রেম নামে দেহাত্বতায় যত সূখ
দেহাতীত প্রেম তারো চেয়ে বেশি; খোঁজেনা কোন দুর্মুখ
+++
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫
বিজন রয় বলেছেন: দেহাতীত প্রেম তারো চেয়ে বেশি; খোঁজেনা কোন দুর্মুখ
আমিও তাই মনে করি।
কবিতায় ডুবে গেলেন তাহলে................
২৫| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৪
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল আর ছবিতে মুগ্ধতা ।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪০
বিজন রয় বলেছেন: এই কবিতার সীমানায় আপনাকে পাওয়া গেল তাহলে!
অনেক দিন পর।
আমিও নিয়মিত নই।
শুভকামনা রইল।
২৬| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২
বাকপ্রবাস বলেছেন: সুমিষ্ট তুলতুলে যেন। খুব সুন্দর
০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
বিজন রয় বলেছেন: যেন মসৃন পরশ বুলিয়ে দিলেন।
আস্তরিক ধন্যবাদ।
২৭| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
সাইন বোর্ড বলেছেন: উত্তাল সময়ের মধ্যেও অাপনি প্রেমের কবিতা লিখেছেন, অামি অাবার পারিনা । শুভ কামনা ।
০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
বিজন রয় বলেছেন: কি বলেন!!!
উত্তাল সময় নিয়ে আমিও তো কবিতা লিখেছি।
এই পোস্টির আগের পোস্টি পড়ে দেখুন না!!!
ধন্যবাদ দিলাম।
২৮| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪
বিদেশে কামলা খাটি বলেছেন:
সাধু, সাধু, সাধু।
অসাধারণ কবিতা।
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার পর অাপনার উৎসাহ চোখে পড়ার মতো।
অনেক ধন্যবাদ।
আপনি কি বিদেশে থাকেন?
২৯| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩২
উদাসী স্বপ্ন বলেছেন: শিলং এ পাইনের বন??? লোভ হচ্ছে দেখতে যাবার
০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২১
বিজন রয় বলেছেন: আসেন একবার দেশে, নিয়ে যাবো।
৩০| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০২
বিজন রয় বলেছেন: আপনাকে অনেক দিন পর পেলাম।
ভাল থাকবেন।
৩১| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২১
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রেমযোগ্য হওয়ার পূর্বের ঘটনা কী ছিলো !
কবিতা প্রকৃতির সাথে মেলবন্ধন করেছে যেখানে প্রেম একটি গভীর অনুরাগ পেয়েছে ।
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫
বিজন রয় বলেছেন: আরে আপনি!!
কোথায় যে থাকেন আজকাল!!
প্রেমযোগ্য হওয়ার পূর্বের ঘটনা কী ছিলো ! ????
এই পোস্টের ছবির নীচে একটু খেয়াল করুন।
৩২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯
উম্মে সায়মা বলেছেন: দারুন শব্দের খেলায় ভালো লাগা বিজনদা।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: কবিতা আপনার ভাল লাগাতে খুশি হলাম।
সাথে থাকুন।
৩৩| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: ভালো কথা আপনার এই সুররিয়ালিস্টিক কবিতার বই কবে আলোর মুখ দেখবে?
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: এই সব কবিতা নিয়ে বই বের করলে কেউ কিনবে, পড়বে?
শুধু শুধু আমার কিছু টাকা গচ্ছা যাবে ছাপানো বাবদ।
৩৪| ১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৬
উদাসী স্বপ্ন বলেছেন: মিয়া, মাঝে মধ্যে ইনবক্সে মানুষজনের কবিতার স্নাপশট পাই। এর চে বস্তির গালিতে অনেক বেশী ছন্দ থাকে। ব্রাত্য রাইসুর কালা কাউয়া কবিতাটা পড়েন নাই? ঐ ছাল যদি কবিতার বই আকারে বাইর হয় সেই হিসাবে তো আপনার কবিতা অনেক উন্নত মানের
১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২
বিজন রয় বলেছেন: হা হা হা হা, তাহলে তো চেষ্টা করতেই হয়।
৩৫| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ ছাড়া কিছুই না।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২
বিজন রয় বলেছেন: বিনীত ধন্যবাদ।
কবিতায় আপনার আগমন সৌরভ ছড়ালো।
শুভকামনা রইল।
৩৬| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি তো আসেপাশেই থাকি।
মন্তব্য করা হয় না। ভালো থাকবেন।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭
বিজন রয় বলেছেন: আবারো আসার জন্য ধন্যবাদ।
এভাবেই পাশে থাকুন।
৩৭| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০
কাইকর বলেছেন: শব্দের ছড়াছড়ি
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪
বিজন রয় বলেছেন: পড়ার কড়াকড়ি।
কাইকর!!
৩৮| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৬
উদাসী স্বপ্ন বলেছেন: চেস্টা না, অবশ্যই লেখবেন। আসলে বাংলা ব্লগ গুলোর কাছে আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। একটা সময় আমাদের সাহিত্যিক চর্চার বড় অভাব ছিলো। সবাই সাহিত্যিক বললেই ইমদাদুল হুমায়ুন দেখাতো। এখন বই মেলায় দেখা যায় কত রকমের বাহারী লেখক এবং কিছু কিছু লেখক সত্যি অসাধারন লেখেন।
খোজ নিলে দেখা যায় তাদের কেউ কেউ আমাদের স হব্লগার ছিলেন। ব্যাক্তি জীবনে যাই হোউক লেখালেখির মাধ্যমে একটা সময়কে তুলে ধরা চাট্টিখানি কথা না। আপনার কবিতার হাত ভালো। ভেবে দেখতে পারেন
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
তবে আমি কিন্তু ব্লগ বিষয়টি জন্ম হওয়ার আগে থেকেই লিখি, ব্লগের কারণে কিন্তু আমি লিখিনা।
তবে এই বাংলা ব্লগ অনেক লেখক সৃষ্টি করেছে। ব্লগ না হলে এমনটি হতো না। এটা নিয়ে একটি পোস্ট দেওয়ার ইচ্ছা আছে, বা আপনিও দিতে পারেন।
আর আমি কোনদিন বই প্রকাশ করবো কিনা এখনো জানিনা।
আপনাকে একটি অনুরোধ করছি.....
আমার সাথে যোগাযোগ রাখবেন সবসময়, হয়তো একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে!!
শুভকামনা।
৩৯| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
বর্ণা বলেছেন: বাহ বেশ ভালো
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
৪০| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মোহগ্রস্ত!!!!
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭
বিজন রয় বলেছেন: হা হা হা ...... হবে সম্ভবত!
এত পিছনে এসে কথা বললেন, এটার পরে তো আমার আরো পোস্ট আছে।
যাক, আপনি নিয়মিত হলে আমার খুব ভাল লাগবে।
আপনাকে অনেক মিস করি।
৪১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নিয়মিত হতে মন চায় কিন্তু আগের মতো আর ভাল লাগে না।
তবে চেষ্টা থাকবে নিয়মিত হবার। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকেই
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪
বিজন রয় বলেছেন: তাই অাসুন। অন্তত মাঝে মাঝে হলেও আসুন।
মানুষের সাথে যোগাযোগ থাকাটা জরুরী।
মাঝে মাঝে কথা বলতে পারলে ভাল লাগবে।
অনেক শুভকামনা থাকল।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
স্রাঞ্জি সে বলেছেন:
আহা সুখ
নহে দুঃখ
প্রেমের চোরাবালিতে দে ডুব।