|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
কিছু সহৃদয় সংবাদ দিয়ে সংবেদনশীল হয়ে 
কেউ কি কবির কাছে জানতে চেয়েছিল 
সত্ত্বার গভীরে হৃদয়ের লেনদেন কি!!
বুকের আশ্চর্য শূন্যস্থানে নিবিড় সম্মোহনে 
বিলীন হতে হতে জেনেছি
অভিসার কূহেলিকা, প্রণয় অতলস্পর্শী।
প্রিয়ময়তার নিগুঢ় আত্মসুখে 
দ্বিখন্ডিত হতে হতে বুঝেছি
কামনা অবাধ্য, লজ্জ্বা স্নায়ুবিক।
হৃদয়ের শুদ্ধতম স্পর্শের দ্বৈত অবয়বে
হতবিহ্বল হতে হতে অনুভব করেছি
অভিমান ঐন্দ্রজালিক, অনুরাগ অনাদিকালের।
প্রেমাশক্ত আচ্ছন্নতায় শারীরিক আনন্দমেলায়
বিভোর হতে হতে উপলব্ধি করেছি
সঙ্গমস্বাদ ক্ষণিকের, আসক্তি আমরণ।
প্রগাঢ় বন্ধনে অন্তরের সবশেষ অন্ত্যমিলে
সিক্ত হতে হতে জেনেছি
"বনলতা সেন" মানে প্রিয়তমার উদরে কবি হতে চাওয়া।
 ১৩৬ টি
    	১৩৬ টি    	 +২৭/-০
    	+২৭/-০  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৯
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৯
বিজন রয় বলেছেন: আসক্তি তো ঘোর লাগিয়ে দেয়। তবুও আমরা আসক্তিতে ডুবতে চাই।
সেটাই সৌন্দর্য।
২|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৮
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল । 
  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৪১
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৪১
বিজন রয় বলেছেন: কিন্তু আপনি কোন দলের?
ধন্যবাদ ও শুভকামনা।
৩|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৬
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!  এমন বনলতা সেনই পৃথিবীটাকে আমাদের কাছে এত মোহময় করে তুলেছে । 
অন্তরের শুভেচ্ছা প্রিয়দাদাকে।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৫
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৫
বিজন রয় বলেছেন: তারপর আবার শুরু পথ চলার।
তারপর আবার শুরু প্রথম থেকে।
আমার ব্লগবাড়ি আপনার স্পর্শে প্রাণ পায় সবসময়।
৪|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:১১
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আজকাল, বনলতা সেন খুব আধুনিক হয়ে গেছে। সে, স্মার্টফোনে ধুমাইয়া সেল্ফি তোলে। ফেসবুকে  লাইভে এসে নানা রঙে, কত ডঙ্গে কত কথা বলেরে...। কবি কি এমন বনলতা সেন কে চেয়েছিলে?  নাকি বনলতা আগের মত আছে? জানতে খুব ইচ্ছে করে।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৮
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৮
বিজন রয় বলেছেন: আপনার সব প্রশ্নের উত্তর তো কবিতার মধ্যেই দেওয়া আছে।
শুধু বলি সময়ের সাথে কে কিভাবে সম্মোহিত হয় সেটাই বড় কথা।
৫|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২২
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২২
সামিয়া আক্তার শেহা বলেছেন: কবিতাটি পড়ে ভাল লাগল।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৫
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
আরো কথা শুনতে চাই।
৬|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৫
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৫
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়, 
অভিমান ঐন্দ্রজালিক নয়, ক্ষনেকের । অনুরাগ অনাদিকালের নয় , প্রেমের শুরু মাত্র ।  
আর হৃদয়ের লেনদেন ? ওটা বাকীতে টক-ঝাল ফুঁচকা খাওয়া । 
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০০
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০০
বিজন রয় বলেছেন: হা হা হা হা ...... সবারই কবি হওয়ার অধিকার আছে। কিন্তু সবাই বনলতা সেন হতে পারে না। তাই একটু উল্টিয়ে-পাল্টিয়ে দেখলুম।
স্পর্শ আর অনুভব কাগজে লিখে আর কতটুকু প্রকাশ করা যায় বলুন!!
৭|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৮
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:  
   
অনেক ভালো লেগেছে। 
শুভেচ্ছা নিন।
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০২
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০২
বিজন রয় বলেছেন: আপনার অভিসার আর অনুভব সম্পর্কে জানতে চাই।
এমনভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমি তো অবাক!
৮|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৪
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: দাদা, 
প্রতিমন্তব্যে আবার আসা। 
আপনারা কবি মানুষ । অসাধারণ আপনাদের অভিব্যক্তির প্রকাশ। শ্রদ্ধেয় জী এসভায়ের কমেন্টি যেন আমার মনেরই কথা, লাইক দিয়েছি । অথচ অমন সুন্দর কথা বলায় আমি যে অক্ষম।   
আবারও শুভেচ্ছা প্রিয়দাদাকে।
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১০
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১০
বিজন রয় বলেছেন: যে মন্তব্যের মাধ্যমে এমন অভিব্যক্তি প্রকাশ করতে পারে সে নিজেই তো কবি।
বলি, অন্তর পরিস্কার থাকলে কবি হওয়া লাগে না।
মানুষ থাকলেই যথেষ্ট।
আবারো শুভকামনা।
৯|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০১
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: অতলস্পর্শী প্রণয়ের আসক্তি থেকে বেরিয়ে আসা কঠিন। কেউকেউ হাবুডুবু খেতে খেতে মরার মতো বেঁচে থাকে।
কবিতায় কবির অনুধাবন কিংবা অভিজ্ঞতার সাথে নিজের অভিজ্ঞতার বা ভাবনার সাদৃশ্য পেয়ে ভালো লাগছে। শুভকামনা...
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৩
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: কবিতাটি মন দিয়ে পড়েছেন সেজন্য অত গভীরে যেতে পেরেছেন।
সেজন্য কবিতায় আপনার নিজেকে খুঁজে পেয়েছেন।
আমি খুব সুখী হলাম।
১০|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০২
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০২
ক্লে ডল বলেছেন: এসব প্রশ্নোত্তর অনাদিকাল থেকেই অসংজ্ঞায়িত। 
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৫
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৫
বিজন রয় বলেছেন: আপনি!
ভাল আছেন নিশ্চয়ই।
এই জন্যই তো অসংজ্ঞায়িত বলেছি শিরোণামে।
সময় বদলায় উত্তর বদলায় না।
ভাল থাকেন ডল।
১১|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৩
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: যুগ যুগ ধরে কবিদের আরাধ্য প্রেম বনলতা সেন।
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৬
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৬
বিজন রয় বলেছেন: এই জন্যই তো বলেছি ..... 'বনলতা সেন' মানে প্রিয়তমার উদরে কবি হতে চাওয়া।
আপনার কি মনে হয়, সবাই কি বনলতা সেন হতে পারে?
১২|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩১
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
না না সবাই যেমন জীবননান্দ দাশ হতে পারেনা
তেমনি সবাই বনলতা সেন ও হতে পারেনা।
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৫
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৫
বিজন রয় বলেছেন: কে বলেছে?  যার যায়গায় সে তার মতো।
বনলতা প্রতীকী।
আবার আসার জন্য ধন্যবাদ।
১৩|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৪
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: 
শেষ লাইনে মুগ্ধতা.....
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৭
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৭
বিজন রয় বলেছেন: শেষ লাইনটা তো আমরো ভাল লাগল। কিভাবে যে লিখলাম!
আসলে ওটা অনেক আগেই লিখেছিলাম।
আপনার মুগ্ধতা ছড়িয়ে গেল আমার সারা ব্লগবাড়ি।
শুভকামনা।
১৪|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫৪
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: 
আপনার ব্যবচ্ছেদ বড়ই গভীর! পুরো কবিতায় আচ্ছন্ন হয়েছি আর শেষ লাইনে খুঁজে পেয়েছি কবি বিজন রায়কে! 
সরাসরি প্রিয়তে যাচ্ছে.... আমিও একটা লেখব এ কাব্যের অনুভবে...
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১২
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১২
বিজন রয় বলেছেন: বুঝেছি পুরো কবিতাটি আবার পড়ে আবার এলেন আমাকে কাঁদাতে!
এমনভাবে বললে সত্যি চোখের কোন চিক চিক করে ওঠে।
সেদিনও আমাকে এমন করেছিলেন।
বড্ড ঋণী হয়ে পড়ছি আপনার কাছে।
তবে কবিতার মান ধরে রাখতে হবে সেটা বুঝতে পারছি।
তা না হলে আপনাদের নজর এড়িয়ে যাবে।
সাথে থাকুন তাহলে অনেক নতুন নতুন সৃষ্টি হবে।
১৫|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
মিথী_মারজান বলেছেন: বনলতা সেন মানে সৌন্দর্য আক্ষেপের এক অনন্য সত্ত্বা, যে সত্ত্বাকে কোন নারী ইচ্ছা করলেই তার মাঝে ধারণ করতে পারবেনা, আর যে সৌন্দর্য খুঁজে পেলেও কোন ছেলেই তা ধারণ করে সুখী হতে পারবেনা।
কবিতার প্রতিটা সংজ্ঞাই দারুণ সুন্দর! 
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২৩
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২৩
বিজন রয় বলেছেন: সৌন্দর্য আক্ষেপের এক অনন্য সত্ত্বা,............. এই কবিতার জন্য এত তাৎপর্যময় শব্দমালা পেলাম!
অনন্য মন্তব্য!
তার মানে আমরা শুধু সৌন্দর্যের পূজারী, সৌন্দর্যের ধারক হতে পারিনি।
আসলে কোন নারী কি বনলতা হতে চেষ্টা করে?
আবার যে সত্ত্বা, সৌন্দর্য শুধু আকর্ষণ করে তার ধারন করে নষ্ট করার বা দরকার কি।
কবিতার সংজ্ঞায় নতুন কিছু পেলেন তাহলে?
আপনার ওখানে আমার অনেকদিন যাওয়া হয়নি।
শুভকামনা মিথী_মারজান।
১৬|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৫৫
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৫৫
মিথী_মারজান বলেছেন: বনলতা হতে চেষ্টা করে বৈ কি!
নারীরা সাধনা করে বনলতা হবার।
আবার পুরুষেরও চির আকাঙ্খা বনলতাকে একান্ত করে পাবার।
তবে নারীরা প্রিয়জনের আত্মার মাঝে অমরত্ব চায়।আর,সেখানে বেশীরভাগ পুরুষ সৌন্দর্যে বিলীন হয়ে পরে আর আত্মার খোঁজ করার প্রয়োজন মনে করেনা।
এর এখান থেকেই বনলতার নিজস্ব সত্ত্বাটি দুজনের কাছেই অধরা থেকে যায়।
কবিতার সংজ্ঞায় অবশযই নতুনত্ব আছে তবে একটা জায়গায় আমার একটু মিলেনি।
(ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরছি)।
সব আসক্তি কি আমরণের হয়?
কবিতারটির পয়েন্ট অফ ভিউতে আপনি অবশ্যই সঠিক।
তবে অনেক আসক্তি আমি জীবনে বদলে যেতে দেখেছি।
  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:৫২
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: ওহো, আপনি আবার এলেন এবং আবার আমাকে মুগ্ধ করলেন!
মানুষ হলো লোভী, এরা পাতেরটাও খেতে চায়, তলারটাও খেতে চায়, শেষে কোনটাই পায় না। ভোগবাদী মানুষের আত্মার খোঁজ নেওয়ার সময় কোথায়, এই জন্যই তো আমি.... অভিসার-প্রণয়, কামনা-লজ্জ্বা, অভিমান-অনুরাগ, সঙ্গম-অাসক্তি পাশাপাশি বসিয়ে দেখিয়ে দিতে চেয়েছি, কোনটা ভোগের আর কোনটা ধারনের। আমরা জানি মানুষ এগুলোকে কিভাবে হৃদয়ে ধারন করে ও ভোগ করে।
যেমন আপনিই বলেছেন মানুষ সৌন্দর্যে বিলীন হতে যেয়ে সৌন্দর্যকে খেয়ে ফেলে বা হত্যা করে। সেখানে আত্মার অমরত্ব হবে কি করে!! সেজন্য কেউ প্রেমিক হতে পারে না, আর বনলতারা বঞ্চিত হয়।
দারুন!!
না, যদি আসক্তিকে আলাদাভাবে ভাবি তাহলে আমরণের নয় অবশ্যই, কিন্তু এখানে আমি সঙ্গমের সাথে তুলনা করার চেষ্টা করেছি, যেটা আপনি নিজেই ধরতে পেরেছেন, আমি বলতে চেয়েছি সঙ্গমের সুখ যদি এইমাত্র শেষ হয়ে যায়, তো আসক্তি শেষ হবে আর কিছু দেরীতে। সঙ্গম যদি সুখের হয় তো আসক্তি সৌন্দর্যের। 
তবে শুধু আসক্তি অবশ্যই বদলে যেতে পারে, আসক্তি (মানুষ) যখন অসুস্থ হয়ে পড়ে।
আপনার বিনয়ীভাবটি আমার ভাল লেগেছে।
ব্লগে অনেকদিন এত কথা কারো সাথে বলা হয়নি, যে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আবারো অনেক অনেক শুভকামনা রইল।
১৭|  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:১১
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:১১
জাহিদ অনিক বলেছেন: 
বাহ ! 
পুরো কবিতাটাই বেশ সুন্দর। তবে শেষ লাইনটা সত্যিই চমৎকার  ! দুর্দান্ত ! 
যারা কবি নন তাদেরকেও ভাবাবে এই লাইনটা। 
ভ্রমরের ডানার কবিতার অপেক্ষায় আছি। 
শুভেচ্ছা বিজন দা
  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:২২
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:২২
বিজন রয় বলেছেন: জাহিদ উত্তর খুঁজছি কিন্তু প্রশ্ন ?
সেজন্য লিখে দিলাম এমন কবিতা।
বনলতাদের পাশে দাঁড়াতে হবে তো!!
শুভেচ্ছা ।
১৮|  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:০৬
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:১৫
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:১৫
বিজন রয় বলেছেন: ওয়েলকাম পোয়েট।
আরো কিছু শুনতে চাই।
১৯|  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩৭
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪৪
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪৪
বিজন রয় বলেছেন: রাগের জোটে মোটামোটি।
মোটামোটি আবার কি?
মোটামুটি হবে।
২০|  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক ভালোলেগেছে!! 
মিথী আর আপনার মন্তব্য উত্তর প্রতিউত্তর ভালোলাগায় রংধনু 
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:১১
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:১১
বিজন রয় বলেছেন: আপনিও একজন আবিলতাময় কবি। আপনার কবিতা আমাকে অনেক আকর্ষণ করে।
আপনার এই ভাললেগেছে  বলাটা তেমনই সুন্দর।
মিথীর সাথে তো অনেক কথা হলো, আসলে প্রশ্ন করলেই তো উত্তর আসে।
ভাললাগল মনিরা আপা।
শুভকামনা।
২১|  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
আখেনাটেন বলেছেন: হৃদয়ের শুদ্ধতম স্পর্শের দ্বৈত অবয়বে
হতবিহ্বল হতে হতে অনুভব করেছি
অভিমান ঐন্দ্রজালিক, অনুরাগ অনাদিকালের। -- এ জন্যই আপনি কবি। এই ধরণের ক্লাসিক লাইন যাঁর লেখনিতে বের হয় তিনি কবি না হলে কবি কে তাহলে? 
আপনার পড়া অন্যসব কবিতার মধ্যে এটি অন্যরকম মনে হল। মনে হয় সময় নিয়ে বেশ চিন্তা-ভাবনা করে লিখেছেন। এটি যে কোনো বিচারেই ভালো কবিতা। 
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৮
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৮
বিজন রয় বলেছেন: অনেক বেশি বললেন! তবে ক্লাসিক শব্দটি মনে ধরেছে।
না অনেক সময় নিয়ে লিখিনি। যেদিন পোস্ট দিয়েছি তার আগে রাতে লিখেছি।
অনেক ধন্যবাদ আন্তরিক কথা-বার্তার জন্য।
২২|  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
সুমন কর বলেছেন: হুম, অনেক সুন্দর হয়েছে। ১০ম +।
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৮
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৮
বিজন রয় বলেছেন: সুমনদা।
++++++++++=১০
২৩|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৩১
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানবেন কথামালায়। 
কবিরা নাকি সত্য বলে না, কিন্তু আমার তো এখানে সবই সত্য মনে হলো। 
কবিদের সমালোচকরা দেখে যাক, কবিরা সত্যই লিখেন।
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৯
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৯
বিজন রয় বলেছেন: হা হা হা ....
কবিরা সবসময় সত্যই বলে।
কবির কল্পনাও সত্যি।
সাহসী করে গেলেন।
২৪|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১০:২৬
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১০:২৬
ল বলেছেন: অনুরাগ অনাদিকালের
কবিতায় ভালোলাগা
নাঈম জাহাঙ্গীর নয়ন@কবিরা নাকি সত্য বলে না, এটা একটা গুজব
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১০
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১০
বিজন রয় বলেছেন: অনুরাগ থাকা মানে ভালবাসা থাকা।
আর গুজবে কান দিতে নেই
হা হা হা 
শুভকামনা।
২৫|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:২৯
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:২৯
আরণ্যক রাখাল বলেছেন: প্রেমাশক্ত আচ্ছন্নতায় শারীরিক আনন্দমেলায়
বিভোর হতে হতে উপলব্ধি করেছি
সঙ্গমস্বাদ ক্ষণিকের, আসক্তি আমর 
অসাধারণ!
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১১
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১১
বিজন রয় বলেছেন: আপনাকে ভাবাতে পেরে স্বার্থক।
সাথে থাকুন।
২৬|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:৫৬
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:৫৬
অক্পটে বলেছেন: কি এক মোহনীয় মোক্ষম সময়ে তার হাতে রচিত হয়েছিল বনলতা সেন। আজো পুরনো হয়নি হাজার বছরেও নতুন করেই দোলা দেবে লাখো অন্তর জুড়ে, কবিতাটি প্রকৃতির সাথে অমোঘ হয়ে গেছে। 
আপনার কবিতািটি দারুণ সুখপাঠ্য এবং সাবলীল। পাঠে মুগ্ধতা।
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১৬
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১৬
বিজন রয় বলেছেন: রহস্যময় সৃষ্টি বনলতা সেন।
আমরা কেবল তার কাছে মাথা নোয়াতে পারি।
অনেক ধন্যবাদ আমকে উৎসাহ দেওয়ার জন্য।
২৭|  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৪
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৪
রাফা বলেছেন: যদিও কবিতায় মন্তব্য করার মত জ্ঞান আমার নেই ।তবুও যদি বলি কামনা স্নায়ুবিক ও লজ্জাই অবাধ্য না পাওয়ার চেষ্টাকেও ব্যর্থ করে দেয় অনেক সময়।
এখন বনলতাদের দেখিনা ,চারিদিকে সবাই অজন্তা ,ইলোরা হতে চায়।
ধন্যবাদ,বি.রয়।
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১৮
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১৮
বিজন রয় বলেছেন: কিন্তু অজন্তা, ইলোরাদের ভীড়ে বনলতাদের হারিয়ে যেতে দিলে হবে না।
তাইতো কবিতায় তাকে স্মরণ।
অল্প কথায় অনেক বলেছেন।
আপনাকে পেয়ে ভাল লাগল।
২৮|  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৩
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৩
কাওসার চৌধুরী বলেছেন: 
কবিতায় মুগ্ধতা আছে; আছে প্রাণের উচ্ছাস। কবিতায় ভাল লাগা রইলো, দাদা..
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১৯
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:১৯
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
সামনের দিনগুলোতে পাশে পাবো এই আশারাখি।
শুভকামনা।
২৯|  ১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩০
১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩০
রাকু হাসান বলেছেন: কবিতাটি পড়লাম ++ । মন্তব্যগুলোও ,সেখানে একজন আমি যেমন টা ভাবছি তেমন অনেকটা বললো । 
জুনায়েদ বি রাহমান বলেছেন: অতলস্পর্শী প্রণয়ের আসক্তি থেকে বেরিয়ে আসা কঠিন। কেউকেউ হাবুডুবু খেতে খেতে মরার মতো বেঁচে থাকে।
কবিতায় কবির অনুধাবন কিংবা অভিজ্ঞতার সাথে নিজের অভিজ্ঞতার বা ভাবনার সাদৃশ্য পেয়ে ভালো লাগছে। শুভকামনা...
সুস্থ থাকুন ভাইয়া ।
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২১
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২১
বিজন রয় বলেছেন: আপনিও!! মানে আপনার সাথেও মিলে গেল কবিতার মর্মকথা।
তাহলে বলতে পারি কবিতাটি সার্বজনীন হতেও পারে।
ভাল থাকুন।
৩০|  ১৫ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
১৫ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
রেজওয়ান তানিম  বলেছেন: শেষের দিকটা ভাল লেগেছে। 
কিছু মনে না করলে একটা কথা বলি, স্বাভাবিক ভাবেই বাংলা একটা বিশেষণ বহুল ভাষা। কবিতাতেও তাই এর আধিক্য দেয়া যায়। তবে অনেক সময় সেটা মাত্রা অতিক্রম করে কবিতার বক্তব্যকে দুর্বল করে ফেলে। এই দিকটা আমাদের সবারই একটু খেয়াল রাখা দরকার হয়ত। 
শুভেচ্ছা..
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২৭
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২৭
বিজন রয় বলেছেন: এটাকে বিশেষণময় কবিতা না মনে করলে দ্বিধায় পড়তে হবে। 
আমার কাছে কবিতার কোন গ্রামার নেই, কারণ আমি কবিতার মানুষ নই।
তবে আপনি কবিতার চর্চা করেন বলেই বিষয়টি চোখে পড়েছে।
এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলার জন্যই আপনাকে ব্লগে নিয়মিত দরকার।
শুভকামনা রইল।
৩১|  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৪৫
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভবের অতল গহীনে গিয়ে কুড়িয়ে আনা মুক্তো মানিক!
বাহ!
অনন্য
অনবদ্য!
জীবনকে অমন করে আর কে অনুভব করতে পেরেছে? কবি ছাড়া 
+++++++++++
  ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১১
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১১
বিজন রয় বলেছেন: আপনার কথাগুলোও অতণস্পর্শী, হৃদয়ছোঁয়া।
এক কবিই তো দেখতে পায় অন্য কবির মন।
যথার্ত  মন্তব্য।
++++
৩২|  ১৬ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০০
১৬ ই আগস্ট, ২০১৮  রাত ১২:০০
মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও এক্সেলেন্ট।
  ১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৫
১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ মায়াবী শব্দের জাদুকর।
আপনার লেখাগুলোও আমার প্রাণ ছুঁয়ে যায়।
৩৩|  ১৬ ই আগস্ট, ২০১৮  রাত ৩:৫৭
১৬ ই আগস্ট, ২০১৮  রাত ৩:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: আসক্তি কি আমরণ বিরাজ করে? এটা কি ঘোর কেটে যায় ভোর হয়ে গেলে টাইপ কিছু না? আমার যত আসক্তি ছিলো সবই তো কেটে গেলো। এক আসক্তি কেটে গেলে নতুন আসক্তিতে পেয়ে বসে। এরকমই কি হয় না সবার ক্ষেত্রে?
  ১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:১৮
১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:১৮
বিজন রয় বলেছেন: এক আসক্তি কেটে গেলে নতুন আসক্তিতে পেয়ে বসে। ........... বলি, আসক্তি কেটে গেলে আবার আসে কিভাবে? আসক্তি কম-বেশি হতে পারে, কিন্তু শেষ হয় না কখনো। এইজন্য বার বার আসে। আসক্তি বদল হতে পারে।
এই আসক্তি কিন্তু নেশা নয়। এই আসক্তি অবিমিশ্রভাবে মনোবৃতি।
হ্যাঁ, সবার ক্ষেত্রেই।
৩৪|  ১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৫২
১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৫২
স্বপ্ন কুহক বলেছেন: কবি মনের আবেগকে সাধুবাদ জানাই । শব্দের  মাধুর্য  আর ভাষার গভীরতায় কবিতাটি নিঃসন্দেহে কালজয়ী কবিতার  পর্যায়ে বলা যায় । 
কবিতার আলোকে নিজের কিছু কথা বলার লোভ সামলাতে পারছিনা । 
বনলতাকে আলোকোজ্জ্বল পৃথিবীতে প্রকাশ্যে পাওয়ার সুযোগ নেই। বনলতার কথা কাউকে বলারও উপায় নেই। বনলতাকে নীরবে নিভৃতে স্মরণ করতে হয় অপরাধবোধ নিয়ে।  অন্ধকারাচ্ছন্ন আসক্তিতে থাকে কেবল না পাওয়ার যন্ত্রণা । তাই হয়ত  বনলতা সেন থাকে শুধুই কবির কল্পনায় । অতলস্পর্শী প্রণয়ের আসক্তি  ধুসর কুয়াশায় ঢাকা পড়ে যায়।   
হৃদয়ের শুদ্ধতম স্পর্শের দ্বৈত অবয়বে
হতবিহ্বল হতে হতে অনুভব করেছি
অভিমান ঐন্দ্রজালিক, অনুরাগ অনাদিকালের। 
---ভালোবাসা দূরে থাকলেই ভালোবেসে বড় সুখ! কাছে আসার পরে বাস্তবতার যাঁতাকলে  অভিমান আর অনুরাগ শবদেহ বহন শেষে ক্লান্ত কোলাহলের মতন নেতিয়ে যায় । 
প্রেমাশক্ত আচ্ছন্নতায় শারীরিক আনন্দমেলায়
বিভোর হতে হতে উপলব্ধি করেছি
সঙ্গমস্বাদ ক্ষণিকের, আসক্তি আমরণ ---- 
ক্ষণিকের জীবনে সবটাই  ক্ষণিকের । "আমরণ"  ভেবে আনন্দ পাই আর  কিছু নয় ।    
খুব ভাল  থাকবেন । অসাধারণ একটি কবিতার জন্য কৃতজ্ঞতা জানাই ।  এ কবিতায় আপনার বিশুদ্ধ মনের  প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে ।
  ১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪০
১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪০
বিজন রয় বলেছেন: আপনি কে বলুন তো!
আপনার ব্লগে যেয়ে দেখলাম আপনার এই নিক একবছরের একটু বেশি, কোন পোস্ট নেই, তাই কোন মন্তব্য পাননি, মন্তব্য করেছেন অল্প কিছু, কে আপনি! যে অামাকে এত আচ্ছন্ন করে গেলেন, এত বিমোহিত করলেন, কবিতার কাব্যঘ্রান যে এত স্পর্শীয়, তার স্বাদ বিলিয়ে গেলেন!!
বলেবেন আপনি কে? যে এমনভাবে কথা বলতে পারে তাকে দেখতে না পাই তার সম্পর্কে জানতে তো পারি!
সকাল থেকে কেবল আপনার বলা এই কথাগুলো পড়ছি আর পড়ছি।
আসক্তিকে অন্ধকারচ্ছন্ন বললেন কেন? আসক্তি বদলে যায় বলে?
প্রণয় যদি অতলস্পর্শী হয় তো ধূসর কুয়াশায় ঢাকা পড়ে কি করে?
কবির কল্পনায় বনলতা অপ্রকাশ্য, কিন্তু মানুষের কল্পনায়?
আসলে মৃত সৌন্দর্যের জন্য বনলতা সেন নয়।
ক্ষণিকের জীবনে সবটাই ক্ষণিকের । "আমরণ" ভেবে আনন্দ পাই আর কিছু নয় । ......... এত সঠিক কথা অনেকদিন শুনিনি।
অন্তত মরণ পর্যন্ত সেটা তো ভাবা যেতে পারে, আর এভাবে ভাবলে জীবনের মানে কঠিন হয়ে দাঁড়ায়। কিন্ত জীবনটাই আসলে আমাদের কাছে নিরুত্তর। যেমন নিরুত্তর বনলতা সেন।
তবুও আমরা উত্তর খোঁজার চেষ্টা করি।
আপনি যেভাবে কথা বলেছেন কার প্রতিউত্তর সঠিকভাবে করতে পারলাম না ব্যস্ততার জন্য।
যদি সুযোগ দেন তো পরবর্তীতে আপনার সাথে অনেক কথা হতে পারে। আপনি নিশ্চয়ই অনেক মেধার অধিকারী কেউ, অনেক উদার আর প্রস্ফুটিত কেউ, যে অনায়াসে অন্যের অনুভবে দোলা দিয়ে যেতে পারে।
আমার এই কবিতাকে এবং আমাকে যে উঁচু আসনে আপনি বসিয়ে দিলেন, আমি বাকরুদ্ধ, আমি নরম আর কোমল হয়েছি অনেকখানি। আমার এই কবিতার মাধ্যমে আপনি আমাকে, আমার বিশুদ্ধতাকে খুঁজে পেয়েছেন, আসলে আপনি আমার বুকের সেই আশ্চর্য শূন্যস্থানে স্পর্শ করেছেন।
অনেক ভাল থাকুন আর এমন কবিতার জন্য অপেক্ষা করুন।
৩৫|  ১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৬
১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৬
নীলপরি বলেছেন: 'বনলতা সেন' মানে প্রিয়তমার উদরে কবি হতে চাওয়া।[/sb 
অসাধারণ লাইন । যদিও পুরো কবিতাটাই ভালো লাগলো । ++++
  ১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৫
১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: কেউ বনলতা সেন হতে চায়, কেউ কবি হতে চায়।
কিন্তু কবি আর বনলতা কি কখনো মুখোমুখি  হয়?
অনেক ধন্যবাদ নীলপরি।
৩৬|  ১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৩১
১৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক সুন্দর। এমন কবিতা পড়তে সবসময়ই ভালো লাগবে।
  ১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৭
১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৭
বিজন রয় বলেছেন: আপনার একটি মন্তব্যের অনেক দাম আমার কাছে।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা সতত।
৩৭|  ১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৯
১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ কামনা.....
  ১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৮
১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৮
বিজন রয় বলেছেন: পড়েছেন এবং মুগ্ধ হয়েছেন।
আমার আশিষ্।
ভাল থাকুন বন্ধু।
৩৮|  ১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:৫৬
১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: দারুন কবিতা বিজন দা!!!
  ১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৯
১৬ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: সুরের মাঝে দিলে তুমি আর এক নতুন সুর।
সাথে থাকুন সোহেল।
ভাল থাকুন।
৩৯|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ২:৩২
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ২:৩২
কুঁড়ের_বাদশা বলেছেন: কবির একান্ত অনুভব থেকে লেখা , তবে সব সময় কামনা থেকেই হয় প্রেমের জন্ম 
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৮
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৮
বিজন রয় বলেছেন: কবির এই একান্ত অনুভব কি অন্যদেরও নয়?
না, কামনা থেকে প্রেমের জন্ম হয় না।
কামনা থেকে জন্ম হয় ভোগের।
আপনাকে ধন্যবাদ বাদশা।
৪০|  ১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৩০
১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৩০
স্বপ্ন কুহক বলেছেন: আসক্তিকে অন্ধকারচ্ছন্ন বললেন কেন? আসক্তি বদলে যায় বলে?
প্রণয় যদি অতলস্পর্শী হয় তো ধূসর কুয়াশায় ঢাকা পড়ে কি করে?
কবির কল্পনায় বনলতা অপ্রকাশ্য, কিন্তু মানুষের কল্পনায়?
   আসক্তি বদলে যায় বৈকি ! একে  অপরের প্রতি গভীর  আসক্তি  নিয়ে দুটি প্রাণ কাছে আসে । অতলস্পর্শী  প্রেমে স্বপ্ন সাজায় ।  লোভী, ভোগবাদী পরিবর্তনশীল মানবজীবনের সব কিছুই একসময় বদলে যায়।
যতটা আসক্তি  ততটাই অভক্তি । তাই হয়ত বনলতাদের সাথে দু’দণ্ড সময় কাটালেও শেষ পর্যন্ত  পুরুষ লাবণ্যপ্রভাদের (স্ত্রীদের) কাছেই ফিরে যায় ।  অভিসার-প্রণয়, কামনা-লজ্জ্বা, অভিমান-অনুরাগ, সঙ্গম-অাসক্তি  পুরুষ ধারন করতে পারেনা , ভোগ  করে থাকে মাত্র ।  তাই আসক্তি একসময় গভীর অন্ধকারে নিমজ্জিত হয়।  তাই গভীর আসক্তি মানবের জন্য নয় । অধরা অদেখা ঈশ্বরের জন্য আসক্তি থাকতে পারে । নিজের ভেতরে নিজের  গভীরে ডুব দিয়ে অধরা ঈশ্বর কে  জাগাতে হয়  
অধরা ঈশ্বরের জন্য যে প্রেম  সেই প্রেম একমাত্র  অতলস্পরশী হতে পারে। গভীর প্রণয়  মানবের জন্য নয় । হৃদয়ের অতলে যাকে ঠাই দিবেন  কিছুদিন পর বুঝতে পারবেন সে আপনার অনুভূতির সাথে খেলছে । সে একসময়  নিয়ন্ত্রকের ভূমিকায় চলে যাবে । এই প্রেমে অতলস্পর্শ  কোথায় --- কবি? মানুষ বড়ই লোভী প্রাণী।   আরাধ্য দেব বা দেবী  সামনে আসার পর তার মর্যাদা মানুষ দিতে জানেনা।  তাই সব কিছুই তখন বিবর্ণ ধূসর !    
 
একজন কবি  অপ্রকাশ্য বনলতার ছবি আকেন নিখুঁত ভাবে কিন্তু মানবের  কল্পনায় এমন মানবী প্রকাশিত হওয়া বড়ই যাতনার যে --কবি ।  মানুষ  তার আরাধ্যর সাথে  দেখা করতে , মিলিত হতে  মুখোমুখি বসে গল্প  করতে চায়।  বনলতা সেন যে সামাজিক নিষিদ্ধ প্রেম ।  নিষিদ্ধ প্রেমের  আনন্দ ও বেদনার অপূর্ণ প্রাপ্তিই তো  বনলতা সেন  !!  
কিন্ত জীবনটাই আসলে আমাদের কাছে নিরুত্তর। ---দারুণ বলেছেন ।   
আমি এই ব্লগেরই  একজন । আপনি আমাকে চিনেন, জানেনও অল্প। 
এমন আরও অসাধারণ সৃষ্টির অপেক্ষায় রইলাম । অনেক অনেক শুভ কামনা রইল কবি। 
  ১৮ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩৩
১৮ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন: ভাবছি, আপনাকে নিয়ে কথা বলবো, না কবিতা নিয়ে কথা বলবো, না বনলতা সেন নিয়ে কথা বলবো! খুব ভাল লাগল এবং বিস্মিত হলাম আপনার চিন্তার গভীরতা, আপনার বোধের প্রসারতা, আপনার দৃষ্টিভঙ্গির সুক্ষতা দেখে। আপনি আসলেই  প্রকৃতজন।
বনলতা সেন আর তাকে নিয়ে যে চতুর্মুখী ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, এটাতে স্বয়ং জীবনানন্দ খুশি হতেন।
হৃদয়ের সব  সুখবলয় কিংবা দুঃখভার সহ্য করার মতো যোগ্যতা বা ক্ষমতা মানুষের আছে কিনা........
"তোমরা কি ভালবেসছে কেউ
কিংবা ভালবেসে হারিয়েছ কিছু,
যেখানে হৃদয় ছিল নদীর হৃদয়
সেইখানে প্রেম ছিল মানব-মানবীর"
এমনভাবে কি কেউ ভাবতে পারে, নিশ্চয়ই না।
এখানেই ঈশ্বর আর মানুষের পার্থক্য।
মানুষের জীবন কোনভাবেই সমতল নয়, কোনভাবেই কোনকিছুতেই সুনিশ্চিত নয়।
সঙ্গম-অাসক্তি পুরুষ ধারন করতে পারেনা , ভোগ করে থাকে মাত্র ।........... আপনার কথা শুনে আমার মনে হলো কেন যে পুরুষ হলাম!!
আরাধ্য দেব বা দেবী সামনে আসার পর তার মর্যাদা মানুষ দিতে জানেনা।................ তবুও তো মানুষ স্বপ্ন দেখে, আশা করে, ভালবাসে। যত যাতনাই হোক মানুষ তা করেই। তাই বনলতা সেন এক অশ্রুাকাব্য, এক দীর্ঘঃশ্বাস!
আপনার এই মন্তব্যে সবকিছু এত সুন্দরভাবে বলেছেন যে, সেসব আমি আর ভাঙতে চাচ্ছি না। অনেক কথা এসে ভীড় করছে মনের ভিতর। থাক ওভাবেই।
আপনাকে আরো জানতে চাই।
আপনি ব্লগার তা বলার কি আছে, হা হাহ হা হা ........., আপনি আরো কি কি সেটা জানতে চাই।
৪১|  ১৮ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:১৬
১৮ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:১৬
চাঁদগাজী বলেছেন: 
কবিতায় অদ্ভুত কিছু অনুভবতা আছে!
"বনলতা সেন" মানে প্রিয়তমার হৃদয়ে রাজকবির আসনে সমাসীন হওয়ার আশা পোষণ করা
  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৫
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৫
বিজন রয় বলেছেন: কবিতায় অদ্ভুত কিছু অনুভবতা আছে!............... কি সে অনুভব তা তো বললেন না!
তাহলে জানতে পারতাম আপনার বুড়ো মনের উপলব্ধি।
৪২|  ১৮ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪২
১৮ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'উদরে' শব্দটা ভালো লাগে নি।
শুভেচ্ছা কবি।
  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৭
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৭
বিজন রয় বলেছেন:  'উদরে' ...... শব্দটি বিশেষ অর্থ বোঝাতে  ব্যবহার করেছি। মানে হজম হয়ে যাবে আর কি!!
ধন্যবাদ প্রিয় লেখক।
৪৩|  ১৮ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৭
১৮ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৭
অয়ি বলেছেন: 
        কবিতার শব্দগুলো সুন্দর । মনে হয়েছে প্রেমকে অপার্থিব রূপে দেখানো হয়েছে ।
  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৯
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৯
বিজন রয় বলেছেন: প্রেমের আবার অপার্থিব রূপ কি? মানুষ কি বিমূর্ত!!
৪৪|  ১৮ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৫
১৮ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন:  বনলতা সেন মানে প্রিয়তমার উদরে কবি হতে চাওয়া------
সুকঠিন!!!
  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৮
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৮
বিজন রয় বলেছেন: তাহলে আজ থেকে আপনিও কবি হলেন প্রিয়তমার উদরে, নাকি হৃদয়ে?
আসলে কোন কবিই ব্যর্থ হতে পায় না।
অনেক অনেক শুভকামনা সেতু ভাই।
৪৫|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫০
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫০
নজসু বলেছেন: এমন কবিতা পাঠ করতে আমার বেশ লাগে। ভালো থাকবেন কবি।
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৮
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৮
বিজন রয় বলেছেন: তাহলে তো এমন কবিতা আরো লিখতে হবে।
ভাললাগার জন্য আমি কৃতজ্ঞ।
ভাল থাকুন নজসু।
৪৬|  ২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫০
২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫০
মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: দারুন
  ২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫২
২০ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
ভাল থাকুন, কবিতা পড়ুন।
৪৭|  ২১ শে আগস্ট, ২০১৮  রাত ১:২৫
২১ শে আগস্ট, ২০১৮  রাত ১:২৫
অন্তরন্তর বলেছেন: কবি না হলে কবিতা উপলব্ধি করা যায় না কিন্তু আমার মনে হয় উপভোগ করা যায়। আমি তাই আপনার কবিতা উপভোগ করলাম। আপনার কবিতা, কবিতার সব মন্তব্য ও প্রতিউত্তর খুব ভাল লাগল। আসলে এত সুন্দর মন্তব্য এবং তার প্রতিউত্তর পড়ে বুঝতে পারলাম আমার মন্তব্য করার যোগ্যতা হয়নি। মন্তব্য করারও যোগ্যতা থাকতে হয় সুপ্রিয়।
ঈদ মুবারক কবি। ভাল থাকা হউক সর্বদা।
  ২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৫
২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৫
বিজন রয় বলেছেন: আপনি আসেন বলে চারিদিকে সুবাতাস বয়ে যায়, আপনি আসেন বলেই কবিতারা হেসে ওঠে।
আপনার কথা আর অভিব্যক্তি কতটা আন্তরিক হয় তা আপনি বুঝতে পারেন!
কিছুদিন হলো কয়েকটি শব্দ শিখেছি, আমার কবিতায়ও তা ব্যবহার করি, "হৃদয়ের শুদ্ধতম স্থানে"। আপনার সব কিছু আমার হৃদয়ের সেই শুদ্ধতম স্থানে। বুঝতে পেরেছেন?
পোস্টের লেখা, মন্তব্য, প্রতিউত্তর এসব খুঁটিয়ে খুটিয়ে পড়া আপনার অনেক বড় গুণ ও যোগ্যতা। সবাই তা পারে না, করেও না। আপনি এজন্য আমার কাছে আলাদা একজন। আপনি অনেক আগে থেকেই আমার পোস্টে কথা বলেন, কত আগে থেকে তা বলতে পারেন? হা হা হা ..........
আপনি আমার ব্লগে আসলে আমার মন ভাল হয়ে যায়।
কেন তা বলবো একদিন, যেদিন ব্লগ নিয়ে আমার স্মৃতি কথা লিখবো।
আপনার সাথে নিয়মিত যোগাযোগ করা হয়ে উঠছে না, আরো কিছু দিন লাগবে, আমার সবকিছু গুছিয়ে উঠতে। আশাকরি সামনের দিনগুলোতে অনেক বেশি কথা হবে।
সবসময়ের শুভকামনা।
৪৮|  ২১ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩০
২১ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩০
খায়রুল আহসান বলেছেন: অসংজ্ঞায়িত প্রশ্নোত্তরগুলো সুবিবেচিত, সুচিন্তিত। প্রতিটি স্তবকের শেষে যেসব উত্তর পেলাম, সেগুলোর সাথে দ্বিমত করার অবকাশ নেই, যেমনঃ
অভিসার কুহেলিকা, প্রণয় অতলস্পর্শী 
কামনা অবাধ্য, লজ্জা সান্যবিক
অভিমান ঐন্দ্রজালিক, অনুরাগ অনাদিকালের 
সঙ্গমস্বাদ ক্ষণিকের, আসক্তি আমরণ
বনলতা সেন মানে প্রেমিকার উদরে কবি হতে চাওয়া 
চিন্তার চমৎকার রসদ যুগিয়েছে আপনার এ কবিতা। প্লাস + +
  ২২ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৩২
২২ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: নিষ্কৃতি নেই, আমাদের কারো পরিত্রাণ নেই এইসব মানবীয় অনুভূতির হাত থেকে। মানুষ হিসেবে জন্ম নিলে, মানুষ হিসেবে পরিচয় দিতে গেলে আপনার - আমার ভিতর ওইসব আসক্তি, লজ্জা, প্রণয় থাকতে হবে। কিন্তু যখনই এগুলো অবাধ্য, ক্ষণিকের, ভোগের হয়ে যায়, তখন এগুলো বিবর্ণ হয়ে যায়, আর তখনই আর কোন প্রশ্নের উত্তর মেলেনা, বনলতাকে আর ছোঁয়া হয় না, বনলতা থেকে যায় অনাবিস্কৃত সভ্যতা, দূরাশার চোরাবালি।
আমার এই কবিতায় আপনার শতঃস্ফুর্ত সমর্থন পেয়ে আমি গর্ববোধ করছি। আমি আসলে অনেক সময় ছেলেখেলার ছলে কবিতা লিখে ফেলি, কিন্তু আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আর বার্তায় সেই কবিতা অনেক অর্থবহ হয়ে ওঠে।
আমি অবাক হই শুধু!
৪৯|  ২১ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৪৬
২১ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: দুটি অসাধারণ মন্তব্যের জন্য (৩৪ এবং ৪০ নম্বর) স্বপ্ন কুহক কে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে ৩৪ নং মন্তব্যটি আমার কাছে খুবই ভাল লেগেছে। বনলতাকে আলোকোজ্জ্বল পৃথিবীতে প্রকাশ্যে পাওয়ার সুযোগ নেই। বনলতার কথা কাউকে বলারও উপায় নেই। বনলতাকে নীরবে নিভৃতে স্মরণ করতে হয় অপরাধবোধ নিয়ে। অন্ধকারাচ্ছন্ন আসক্তিতে থাকে কেবল না পাওয়ার যন্ত্রণা। তাই হয়ত বনলতা সেন থাকে শুধুই কবির কল্পনায় - এই  কথাগুলোকে আমার কাছে অসাধারণ পর্যবেক্ষণ বলে মনে হয়েছে। +
মিথী_মারজান এর মন্তব্যগুলোও ভাল লেগেছে। +
  ২২ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫২
২২ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫২
বিজন রয় বলেছেন: আপনার এই যে মন্তব্য, প্রতিমন্তব্যসমুহ অতিসুক্ষভাবে ও মনদিয়ে পর্যবেক্ষণ করা এটা একটি অনেক বড় বিষয়। এজন্য আপনি একজন পরিপূর্ণ ব্লগার তথা মানুষ। শর্টকাট ওয়েতে যে জীবনে ভাল কিছু পাওয়া যায়না, আপনি তার উজ্জ্বল দৃষ্টান্ত।
আপনাকে যখন ভাবি তখন সব সুকুমার বৃতিগুলো আমাকে ঘিরে ধরে।
মিথী_মারজান  ও স্বপ্ন কুহক দুজনের কাছেই আমি ঋণী, উনাদের ওই অনন্য মন্তব্যসমুহের জন্য। উনাদের ওইসব মূল্যবান উপলব্ধি, অনুভব আর আন্তরিক পর্যবেক্ষণ আমার এই কবিতাটিকে অন্য মাত্রা দিয়েছে।
আর ভ্রমরের ডানা'র কথা আর কি বলবো, আপনি তো নিজেই তার সেই পোস্টে যেয়ে কথা বলেছেন।
আসলে আপনারা একেকজন সব অসাধারণ মানুষ, আপনাদের সান্নিধ্যে আমিও মানুষ হওয়ার চেষ্টা করছি।
আপনার জন্য সবসময়ের শুভকামনা।
৫০|  ২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:০৬
২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:০৬
বর্ণা বলেছেন: ভাল লাগলো
  ২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:১১
২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:১১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
ভাল থাকুন সবসময়।
৫১|  ২৩ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৩২
২৩ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৩২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
মানুষ কখনো বুড়ো হয় না। বুড়ো হয় তার মন। 
মনকে চির তরুণ রাখতে হবে। 
বনলতা সেন এই বাংলার যু্বকদের শ্বাশত এক  নায়িকা। 
এক দিন সবাই তার প্রেমে মজে। 
কবিতা উত্তম হইয়াছে।  
  ২৫ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৭
২৫ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৭
বিজন রয় বলেছেন: আমাদের বুড়ো হলে চলবে না।
তবে বনলতার প্রেমে অনেকেই মজে কিন্তু বনলতাকে পায় না।
আপনাকে পেয়ে ভাল লাগল।
৫২|  ২৩ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৯
২৩ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৯
ঋতো আহমেদ বলেছেন: বিজন দা,, কবিতাটি অসাধারন হয়েছে এটা বলার অপেক্ষা রাখেনা।  বাংলা কবিতার জগতে 'বনলতা সেন' সম্ভবত জীবনানন্দের চাইতে বেশি জনপ্রিয়।  
ছবিটা অদ্ভুত।  পরাবাস্তব টাইপের। 
৩০ নং মন্তব্য পড়ে মনে পড়লো এক বই-এ পড়েছিলাম, একবার এক কাব্য সভায় কবি নজরুল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল, ''কবি জীবনানন্দ দাশ বলেছেন উপমা-ই হচ্ছে কবিতা।  আপনি কি মনে করেন?'' উত্তরে নজরুল খুব করে হেসে কৌতুক করে বলেছিলেন, ''মা-তে এখন আর চলছে না, তোমাদের উপমা'র প্রয়োজন।''
ভালো থকবেন।  ঈদের শুভেচ্ছা।
  ২৫ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০০
২৫ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০০
বিজন রয় বলেছেন: আমারো তো নজরুলের মতো হাসি পেল।
আসলে যার চিন্তার প্রসার যতটুকু তার প্রকাশ ততটুকু।
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত।
শুভকামনা রইল।
৫৩|  ২৪ শে আগস্ট, ২০১৮  ভোর ৪:৪৭
২৪ শে আগস্ট, ২০১৮  ভোর ৪:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: নতুন কোবতে কই ভাইসু?
  ২৫ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০১
২৫ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০১
বিজন রয় বলেছেন: কবিতা নয়, অন্য একটি মজার পোস্ট দিয়েছি। আপনি সেখানে যেয়ে কথা বলুন।
আর নতুন কবিতা আসবে কিছুদিন পর।
ধন্যবাদ সুপ্রিয় উদাসী।
৫৪|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ৭:১৬
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ৭:১৬
স্বপ্ন কুহক বলেছেন: অনুভবে বনলতা সেন ও কয়েকটি অসংজ্ঞায়িত প্রশ্নোত্তর ... 
আপনার  কবিতাটি ভীষণ ভাল লেগেছিল তাই এর আলোকে আমি কিছু একটা লেখার ধৃষ্টতা দেখিয়েছি ।  আমার লেখাটী পড়ে আপনার  মনে যা  কিছু ভাবনারা খেলা করবে যদি জানান অনেক বেশী খুশী হবো ।
  ২৬ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১৩
২৬ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: হ্যাঁ, দেখেছি এবং পড়েছিও। অবশ্যই কথা বলবো ওখানে সে কথা বলেও এসেছি।
অনেক অনেক কৃতজ্ঞতা।
৫৫|  ২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৫৪
২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৫৪
শিখা রহমান বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা!! কবিতাটা এক ধরনের ঘোর তৈরী করে। কবিতার অর্থ যখন খুঁজতে ইচ্ছা করে না, কেবল শব্দে মাতাল হয়ে থাকতে ইচ্ছা করে, তখনই মনে হয় কবিতা ঠিক ঠিক 'কবিতা' হয়ে ওঠে।
শুভকামনা কবি। ভালো থাকবেন কবিতাদের নিয়ে।
  ২৮ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:০৬
২৮ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:০৬
বিজন রয় বলেছেন: বাহ! সুন্দর করে কবিতার একটি নতুন সংজ্ঞা দিলেন! 
আপনার ভাবনার গভীরতা অনেক।
শুভকামনা রইল।
৫৬|  ২৮ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৭
২৮ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৭
অব্যক্ত কাব্য বলেছেন: অনেক ভালো হয়েছে। আপনি যে স্বভাবজাত কবি। ঐন্দ্রজালিক, বেধে নিলেন। আর কোনটিই অদেখা থাকবেনা।
  ২৮ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১০
২৮ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: আপনাকে পেয়ে ভাল লাগল।
আমার এই কবিতার উপর ব্লগার ভ্রমরের ডানা ও স্বপ্ন কূহক দুটি কবিতা লিখে আমাকে উৎসর্গ করে পোস্ট দিয়েছেন। সে দুটি কবিতাও পড়ে নিয়েন।
আমার ব্লগে আমার প্রিয় পোস্ট অপশানে সংযুক্ত আছে, তাদের পোস্টে সেখান থেকেও যেতে পারেন।
আপনি যে স্বভাবজাত কবি। ঐন্দ্রজালিক, বেধে নিলেন। আর কোনটিই অদেখা থাকবেনা।.............. এভাবেই সাথে থাকুন।
অনন্ত শুভকামনা।
৫৭|  ২৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৮
২৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৮
কবীর বলেছেন: বনলতাকে নিয়ে এতোকিছু হয়ে গেলে কিছুই টের পেলাম না !!  এ কবিতা অনুভবে আজকেও এক জন লিখছে দেখলাম  আপনিও অনেক ভালো লিখেছেন !!
 আপনিও অনেক ভালো লিখেছেন !!
  ২৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৫
২৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৫
বিজন রয় বলেছেন: আমি তো আমার খেয়ালবসে লিখেছিলাম। এখন দেখছি এটা অনেক মূল্যবান।
ভ্রমরের ডানা
স্বপ্ন কূহক
অব্যক্ত কাব্য
এই তিন জন এটার উপর লিখেছেন।
আমি অভিভূত!
আপনাকেও ধন্যবাদ।
৫৮|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১২
১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১২
মেহেদী হাসান হাসিব বলেছেন: অসাধারণ!
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
৫৯|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০১
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি আপনার কবিতার ভক্ত সেই অনেক আগে থেকেই। সাম্প্রতিক সময়ে তো অনেকেই কবিতা লিখছে। আপনার চোখে সেরা ১০/১২ দের নিয়ে একটা পোষ্ট দেন না। আমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিন। তাহলে বাকিরাও একটা স্ট্যান্ডার্ড বুঝতে পারবে।  
 
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২০
বিজন রয় বলেছেন: আমি বললেই কি সেই স্ট্যান্ডার্ড অধিকাংশের মন মতো হবে? সে হোক বা না হোক, আপনি যে আমার উপর বিশ্বাস রেখেছেন এটাই আমার জন্য অনেক বড় পাওনা।
আসলে আমিও অনেকবার ভেবেছি, এমনকি একটি ড্রাফটও করেছিলাম ২০১৭ সালে যেটি এখনো ড্রাফটে আছে, কিন্তু  ওই সময়ে কোন একটি ঝামেলায় আর পোস্ট দেওয়া হয়নি, আর আমিও ওই মানসিকতা থেকে সরে আসি। তারপরও ভেবেছি। আর আজকে আপনি সেই ভাবনাটিকে আরো উস্কে দিলেন।
কিন্তু আমার সমস্যা হলো আমার ব্যস্ততা হঠাৎ বড়ে যায়, অথবা অন্য কোন ঝামেলা চলে আসে জীবনে, আবার কখনো আলসেমি কাজ করে।
তবে আপনার কথা শুনে এবার মনে হচ্ছে অন্য সব কিছুতে তুচ্ছ করে আমাকে সেই কাজ করতেই হবে, যদি ব্লগে প্রতিদিন একবার আসতে পারি তো মনে হয় সম্ভব।
আগে আরজুপনি এটা করতেন, তারপর দিশেহারা রাজপুত্র, আর গেমু তো সবমিলিয়ে পোস্ট দিতেন। দিশেহারা রাজপুত্র সবশেষে যে সংকলনটি করেছিলেন ওটাতে আমারও অংশগ্রহণ ছিল।
আমি জানিনা পারবো কি না।
আমাকে এভাবে বললেন, আমি কি বলবো, আমি বাকরূদ্ধ!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৬০|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:১৮
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি যে আমার অনুরোধটি বিবেচনায় নিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞ। আপনি অবশ্যই আপনার সময় ও সুযোগ বুঝে যদি এই কাজটি করতে পারেন, তাহলে আমরা সবাই কৃতজ্ঞ থাকব। এখানে যারা কবিতা লিখেন, আমি অনেকের কবিতাই পছন্দ করি। তবে আমার এই সব পছন্দের কবিদের মধ্যে আপনি অন্যতম। 
অনেক সময় ব্যস্ততার কারনে আপনি সহ অনেকের পোষ্টেই মন্তব্য করতে পারি না। আশা করি আপনারা সকলেই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।  শুভেচ্ছা রইল।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৫২
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: আমি চেষ্টা করবো। 
তবে এ মাস তো  চলেই গেল প্রায়, তাই যদি মাস ধরে করতে হয় তো আমাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ অক্টোবর মাস ধরে আগাতে হবে এবং নভেম্বরে আমি হয়তো পোস্ট দিতে পারবো!!
তবে সপ্তাহ (৭) দিন বা অর্ধমাস ( ১৫) দিন অনুযায়ীও করা যেতে পারে।
দেখা যাক কি হয়।
আপনাদের সহযোগিতা কাম্য।
আবারো ধন্যবাদ কাভা।
৬১|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
নজসু বলেছেন: হ্যাঁ কবি, প্রেমাসক্ত শব্দের গাঁথুনির কবিতার অপেক্ষায় রয়েছি। 
  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৫৯
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৫৯
বিজন রয় বলেছেন: অপেক্ষায় থাকুন। অপেক্ষায় পেক্ষা মেলে। অর্থাৎ সবুরে মেওয়া ফলে।
মনে করে এখানে কথা বলার জন্য ধন্যবাদ।
অনেক অনেক কামনা রইল সুজন-নজসু।
৬২|  ১৮ ই অক্টোবর, ২০১৮  রাত ২:৫৩
১৮ ই অক্টোবর, ২০১৮  রাত ২:৫৩
অজানা তীর্থ বলেছেন: কবিতার প্রতিটা পরতে পরতে এক অন্যরকম আভাস। বাস্তবতার এক অনন্য রূপ। এই রূপ হেরিতে পারেনা সবাই। অনেক ভালো লাগলো। প্রিয়তে রাখলাম আর শুভকামনা রইলো।
  ২০ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:১৪
২০ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:১৪
বিজন রয় বলেছেন: পুরানো লেখায় এলেন!
ভাল লাগল।
আমার এই কবিতাটি জন্য ব্লগে আরো তিনটি কবিতার জন্ম হয়েছে।
ব্লগার ভ্রমরের ডানা, স্বপ্নকুহক ও অব্যক্ত কাব্য তিনটি কবিতা লিখেছেন আমার এই কবিতা তাদের ভাল লেগেছে বলে।
আপনাকে অনেক অনেক শুভকামনা।
৬৩|  ২৫ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
২৫ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর ।
  ২৮ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৫
২৮ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৫
বিজন রয় বলেছেন: এত পিছনে এসে কবিতা পড়েছেন!!
অনেক ধন্যবাদ রইল সেজন্য।
৬৪|  ২৫ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
২৫ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
সেজুতি_শিপু বলেছেন: স্নায়ুবিক? না স্নায়বিক?
  ২৮ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৬
২৮ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৬
বিজন রয় বলেছেন: আমি তো স্নায়ুবিক-ই লিখেছি!
স্নায়বিক হবে না।
শুভকামনা রইল।
৬৫|  ৩০ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৮:১১
৩০ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৮:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার.......
মুগ্ধতার ছোঁয়া.....
  ০২ রা জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১৩
০২ রা জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১৩
বিজন রয় বলেছেন: খুঁজে খুঁজে অনেক পিছনে এসে কথা বলে গেলেন!
খুব ভাল লাগল।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।
৬৬|  ০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:২৫
০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভাবনীয় !
  ০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৪০
০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: আপনি এত পিছনে এলেন!! আমি অবাক হলাম।
এই কবিতাটি লেখার পর ব্লগার ভ্রমরের ডানা, স্বপ্ন কুহক আর অব্যক্ত কাব্য তিনজনই একটি করে কবিতা লিখেছিলেন।
আমার প্রিয় তালিকায় সেগুলো আছে পড়ে দেখতে পারেন, নয়তো তাদের ব্লগে যেয়ে পড়তে পারেন।
সেদিন ফেসবুকে দেখলাম অব্যক্ত কাব্যের কবিতাটি এক অনুষ্ঠানে একটি বোন আবৃত্তি করলো।
গর্বে আমার বুক ভরে উঠল।
অসাধারণ!!
৬৭|  ০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৭
০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগে অনেক কবিতা পড়লেও মন্তব্য করা হয়ে উঠেনি সময়ের কারণে।  আর আমার আরেকটা অক্ষমতা হচ্ছে বিশ্লেষণ করতে না পাড়া।  মানে , মন্তব্য গুলো দারুন , চমৎকারের মধ্যে সীমাবদ্ধ থাকে।    
আমি উনাদের কবিতা গুলো পড়বো কিংবা পড়ছি হয়তো।
  ০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৩
০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: ব্যাপার না। লেখায় উপস্থিত হওয়াটাও একটা বড় ব্যাপার।
সম্ভবত ওনাদের কবিতাগুলো পড়ে থাকবেন, এখানে উপরের দিকে আপনার মন্তব্য আছে।
কবে কবিতাগুলো বার বার পড়ার মতো।
আবার আসার জন্য ধন্যবাদ।
৬৮|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩২
০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩২
অব্যক্ত কাব্য বলেছেন: কবি,
মিস করি কবিতাটিকে
  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩৯
০৯ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩৯
বিজন রয় বলেছেন: হা হা হা .... আপনিও এখানে এলেন!!
আসলে বিষয়টি দারুন আকর্ষণীয় ও উদ্দীপনাময়।
অনেক অনেক শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৪
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৪
বাকপ্রবাস বলেছেন: +++++++++++++++++++++++++ আসক্তি আমরণ........