নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে নোংরা ০৭ (সাতটি) জিনিস!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২


০১. স্মার্টফোন
ফোন, বিশেষ করে স্মার্টফোন ছাড়া এখন জীবনই যেন অচল৷ বিজ্ঞানীরা বলছেন, ব্যবহৃত স্মার্টফোন টয়লেটের চেয়েও নোংরা৷ কখনো কখনো নাকি টয়লেটের চেয়ে অন্তত দশগুণ ব্যাকটিরিয়া থাকে স্মার্টফোনে৷ হাফিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনেও বলা হয়েছে এই কথা৷ সুতরাং সবারই উচিত মোবাইলে অ্যান্টিব্যাকটিরিয়াল কোটিং ব্যবহার করা কিংবা প্রতিদিন অন্তত একবার ‘অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস’ দিয়ে মোবাইলটি পরিষ্কার করা৷


০২. ইয়ারফোন
ইয়ারফোন বা ইয়ারবাডসের ব্যবহারও দিনদিন বাড়ছে৷ কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের বড় একটা অংশই কানে এ ধরনের যন্ত্র লাগিয়ে গান শুনতে ভালোবাসে৷ অনেকে ফোনে কথাও বলে ইয়ারফোন কানে গুঁজে৷ এই বস্তুটিতেও কিন্তু ব্যাকটিরিয়া গিজগিজ করে৷ সুতরাং তা নিয়মিত পরিষ্কার করা অত্যাবশ্যক৷ পুরোনো টুথব্রাশ দিয়ে প্রথমে বাইরের ধুলা বিদায় করে তারপর গরম পানিতে ভিজানো নরম কাপড় দিয়ে মুছে নিলেই এটি বেশ পরিষ্কার হয়ে যায়৷


০৩. কম্পিউটার কি-বোর্ড এবং মাউস
কাজ থামিয়ে এক্ষুনি আপনার কম্পিউটারের কি-বোর্ড আর মাউসটা একটু দেখুন৷ দু’টোতেই কত ময়লা জমেছে, তা খালিচোখেই বুঝতে পারছেন তো? বিজ্ঞানীরা বলছেন, টয়লেটের চেয়ে পাঁচগুণ ব্যাকটিরিয়া থাকে কি-বোর্ড এবং মাউসে৷ তাই ভ্যাকুয়াম ক্লিনারের পাইপের সামনের অংশটি খুলে পাইপটি ওপরে ধরে এগুলোর ভেতরের ধুলা পরিষ্কার করা যেতে পারে৷ তারপর অবশ্যই অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস দিয়ে কি-বোর্ড আর মাউস মুছে নেয়া উচিত৷


০৪. গাড়ির স্টিয়ারিং
গাড়ির স্টিয়ারিংও প্রতিদিনই পরিষ্কার করা উচিত, কেননা, এটাও ব্যাকটিরিয়ার আদর্শ ‘বিচরণভূমি’৷


০৫. টুথব্রাশ
টুথব্রাশ দাঁত পরিষ্কার করে, কিন্তু টুথব্রাশ পরিষ্কার করে কে? আসলে খুব কম মানুষই টুথব্রাশ পরিষ্কার করে৷ অথচ টয়লেট থেকে জীবাণু সহজেই এতে আশ্রয় নিতে পারে বলে এটা পরিষ্কার রাখা আরো বেশি দরকার৷


০৬. শপিং ব্যাগ
বারবার ব্যবহার করা যায় এমন শপিং ব্যাগগুলোও পরিষ্কার না করলে সেই ব্যাগে যখন যা কিনে আনবেন, তা-ই জীবাণুযুক্ত হবে৷ সুতরাং শপিং ব্যাগও নিয়মিত পরিষ্কার করুন৷



০৭. টাকা
টাকার চেয়ে দরকারি অথচ বিপজ্জনক জিনিস পৃথিবীতে বোধহয় দ্বিতীয়টি নেই৷ বিপজ্জনক, কারণ, টাকা খুব দ্রুত হাতে হাতে বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবেশে ঘুরে বেড়ায়৷ কিন্তু টাকা তো পরিষ্কার করা যাবে না, তাই পরামর্শ- টাকা ধরার পরই হাত ধুয়ে ফেলুন এবং নিজের ডেবিটটি কার্ড ব্যবহার করে টাকার স্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন৷



সংগৃহীত।
মূল - আশীষ চক্রবর্ত্তী



মন্তব্য ১১৩ টি রেটিং +২২/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
আপনার সনেট মিস করেছি কিছুদিন।
আবার মনে কিছুটা সময় ব্লগে দিতে পারবো।

দোয়া করবেন।
ভাল থাকুন।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: চিন্তার বিষয় স্মার্ট ফোন টয়লেটের চেয়ে নোংরা, হুম এগুলোকে পরিস্কার রাখা উচিত। লাইক দিলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

বিজন রয় বলেছেন: আমরা মানুষরা কি কম নোংরা!!

চারিদিকে দেখুন তো!

সচেতন হওয়া জরুরী সর্বক্ষেত্রে।

ধন্যবাদ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

মাহমুদুর রহমান বলেছেন: তারপরও আমরা ব্যাবহার করি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: মানুষ যেখানে বসে সেখানেই হাগে বলে একটা কথা আছে....... হা হা হা হা .....

ধন্যবাদ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: ভাল পোষ্ট।
আমাদের সচেতন হতে হবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেক দিন আপনার সাথে কথা হয় না।

সাথে থাকুন।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


"টাকা" অপরিস্কার, অন্যগুলো নিয়ে সন্দেহ আছে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: কোন কিছু অতি ব্যবহার করলে তা নোংরা হতে বাধ্য।

তো জিনিষের দোষ দিয়ে কি হবে।

পরিস্কার রাখলেই তো হয়।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

মিথী_মারজান বলেছেন: সুন্দর পোস্ট।
তবে কতটুকু যে মেনে চলবো সেটা হল কথা!
স্মার্টফোনেরটা জেনে তো রীতিমত ভয় পেলাম।
এতবছরে কোনদিনও এন্টিব্যাক্টেরিয়াল ওয়াইপ্স দিয়ে ক্লিন করিনি।:|

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: আমাদের ওগুলো পরিস্কার করার অত সময় কোথায়!!

তাছাড়া জাতে আমরা বাঙাল।
খাবার খেয়ে আমরা ঠিকমতো মুখটাই পরিস্কার করিনা, আর স্মার্টফোন!

কেমন আছেন?
শুভকামনা রইল।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

লাবণ্য ২ বলেছেন: উপকারী পোষ্ট।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: আশাকরি এখন থেকে ওগুলো পরিস্কার রাখবেন।

সুস্থ থাকুন, ভাল থাকুন।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: আমার কাছে সবচাইতে নোংরা লাগে টাকা :(( আর আমাদের দেশের টাকা গুলোর যে চেহারা :|| কিন্তু পোস্টে টাকার ছবি না দিয়ে ডলার কেন :P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

বিজন রয় বলেছেন: আপনার কাছে টাকা যদি সবচেয়ে নোংরা হয় তো টাকার আশা করবেন না।

হা হা হা হা .........

ডলার দিলাম কেন?
কারণ মূল লেখায় ডলারই আছে।

কথা ফুটছে??

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:


ঠিকাছে পোস্টে প্লেস....... =p~


২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

বিজন রয় বলেছেন: তো টুথব্রাশ টয়লেটে রাখবেন না।
আর ফোন ব্যবহার করবেন না।

হা হা হা হা .......

ভাল লাগল।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

নজসু বলেছেন: মজারু।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

বিজন রয় বলেছেন: নোংরাকে এড়িয়ে চলতে চলতে হবে।

ধন্যবাদ নজসু।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অয়েল থুরি ওয়েলকাম ব্যাক বিজনদা'

পাক্কা একমাস পর হাজির হলেন!!
হারিয়েছিলেন কোথায়???

এলেনতো এলেন ভাইরাস ব্যাক্টেরিয়া সব নিয়ে :P
হা হা হা
সত্যি জীবনের কি ট্যাজিডি- সবচে দরকারী জিনিষ গুলো সবচে আক্রান্তের ঝুকি বহন করে!
আরো আরো কত ক্ষতি তা জানলে মানুষ ছুড়ে ফেল দিত স্মার্ট ফোন!
আর চিঠি লিখে কবুতরের পায়ে বেঁধে গাইত-
কবুতর যা যা যা . . . .

:-/ =p~ =p~ =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

বিজন রয় বলেছেন: হা হা হা ...... আপনি সেই আগের মতোই প্রাণময় আছেন। আমি এটা খুব পছন্দ করি।

আমি দুবার অসুস্থ হয়েছি জ্বরে আক্রান্ত হয়ে, এখনো পুরো সুস্থ নই।
ব্লগ ছেড়ে থাকা কষ্টকর।

আপনার মন্তব্য সবসময় গুরুত্বপূর্ণ।
এভাবেই সাথে থাকুন।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

মোস্তফা সোহেল বলেছেন: বিজন দা অনেক দিন আপনার কবিতা পড়া হয় না!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

বিজন রয় বলেছেন: কবিতা অবশ্যই পোস্ট দিব।
ওটাই তো আমার কাজ।

একটু ধৈর্য ধরুন।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পরে দাদা আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। সুন্দর সচেতন মূলক পোস্ট ।


শুভকামনা আপনাকে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বিজন রয় বলেছেন: অসুস্থতা আর ব্যস্ততার জন্য পোস্ট দিতে পারিনি।
তবে ব্লগে আসতাম প্রতিদিন একবার হলেও।

অনেক শুভকামনা।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

আরোগ্য বলেছেন: আসলে ফোনের ব্যাপারে আমিও উদাসীন। ভালো পোস্ট। আশা সময় করে একবার আমরা ব্লগে ঘুরে আসবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বিজন রয় বলেছেন: অবশ্যই যাবো আপনার ব্লগে।
আমি খানিকটা অসুস্থ, আপনার ব্লগে যেয়ে যদি একটু আরোগ্য'লাভ করতে পারি!!

আপনার নিকটি সুন্দর হয়েছে।

ভাল থাকুন।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

অন্তরন্তর বলেছেন: মোবাইল ফোন সবসময় পরিষ্কার করার চেষ্টা করি। সচেনতামূলক পোস্টটির জন্য ধন্যবাদ সুপ্রিয়। তাড়াতাড়ি সুস্থ হন এই কামনা রইল। শুভ কামনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

বিজন রয় বলেছেন: আপনি আমাকে মনে রাখেন এটা সবসময় আামকে পুলকিত করে! । আমার প্রাত্যহিক ভাবনায় আপনিও জেগে থাকেন, তার কারণ আপনাকে একদিন অবশ্যই বলবো।

আমি খুব বেশি পোস্ট করি না, কিন্তু মনে করে আপনি ঠিকই আমার পোস্টে চলে আসেন, এই হৃদ্যতার প্রকাশ আমার গর্ব।

আপনার মন যেহেতু পরিস্কার তাই আপনার কাছে সবকিছু পরিস্কার।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মিথী_মারজান বলেছেন: ভাল আছি বিজন দা।
অনেকটা অভ্যেস হয়ে গেছে নোংরা ঘেটে বেঁচে থেকে।:p
হা হা।
বাঙাল বলে এভাবে অভিমান করবেন না তো!
কি সুন্দর ফরমালিন খেয়ে খেয়ে এখনো বেশ ভালো আছি আমরা।
অবাঙালি বা বিদেশিদের দ্যাখেন না!
দেশে এলে পেট খারাপের যন্ত্রনায় ঘর থেকেই বেরই হতে পারেনা একেকজন। :p
(স্যরি, স্যরি, বেশি রাগ করে বসবেন না আবার! মজা করে বললাম) :)

আশাকরি আপনিও ভালো আছেন।
কিছুটা ব্যস্ততা আর মাঝে মাঝে কেন যেন এমনিতেই ব্লগে লগইন করতে ভালোলাগেনা।
ভালোলাগে আপনাকে নিয়মিত দেখে।
সবাইকে খুব আন্তরিকভাবে উৎসাহ দেন আপনি।
শুভ কামনা নিরন্তর।:)


২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

বিজন রয় বলেছেন: হা হা হা ..... না না, কোন অভিমান নয়। জন্মসূত্রে আমি যা পেয়েছি সেটা তো আমার গর্ব। তবে জীবন যাপনে উৎকর্ষতার অভ্যাস রাখা জরুরী।

অনেক ভেজাল খেয়ে খেয়ে মনে হয় অসুস্থ হয়ে পড়ছি।

কিছুটা ব্যস্ততা আর মাঝে মাঝে কেন যেন এমনিতেই ব্লগে লগইন করতে ভালোলাগেনা।

হা হা হা ....... আমারো মাঝে মাঝে অমন হয়, আগে হতো না, অনেক আগে যখন ব্লগিং করতাম।
তবে ওই ভাবনার কাছে পরাজিত হওয়া যাবে না।

আসলে ব্লগিংএ দেওয়া সময়টাকে অর্থপূর্ণ করে তুলতে হবে।

আবারো ধন্যবাদ মিথী।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গা ঘিন ঘিন করছে। চারদিক থেকে ক্ষুদে শত্রুরা আমাদেরকে ঘিরে রেখেছে, আর আমরা হলাম ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। পরামর্শ মোতাবেক সব সময় কী আর সাফ সুতরো থাকা যায়? তবু চেষ্টা করবো।

ধন্যবাদ ভাই বিজন রয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: মুরুব্বী! আপনাকে পেয়ে ভাল লাগল।

হা হা হা ..... নিধিরাম সর্দার হওয়ার দরকার নেই, আমার মনে হয় মন পরিস্কার থাকলেই অনেক কিছু সম্ভব।

আসলে সচেতন থাকাটাই আসল।

অনেক অনেক শুভকামনা।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

ন্যায়দন্ড বলেছেন: আরো একটি জিনিষ খারাপ আছে, তবে সেটা জিনিষ নয় প্রাণী, সেটা হলো মানুষ
মানুষ খুব খারাপ।

পোস্টের উপস্থাপনা ভাল ।

আপনি কি কবি না ফিচারিস্ট?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

বিজন রয় বলেছেন: মানুষ যেমন ভাল তেমন খারাপ।

আমার পোস্ট সমূহ পড়লেই আপনি বুঝতে পারবেন আমি কি!!

আপনি ন্যায়দন্ড!!

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



সব চেয়ে নোংরা মানুষের মন ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

বিজন রয় বলেছেন: আবার মানুষের মনই সবচেয়ে ভাল, তাহলে কোন দিকে যাই।

এই ভাল, এই মন্দ।

ধন্যবাদ গুরু।


২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: কবিতা কই?

আগেই এগুলো সম্পর্কে জেনেছিলাম। টুথব্রাশ টয়লেটে রাখি না.....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

বিজন রয় বলেছেন: কবিতা আসবে সুমনদা।

আমি তো ব্রাশ রাখি অন্য রুমে।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মনিরা সুলতানা বলেছেন: সত্যিই তাই, নিত্য দিনের ব্যবহারে এরা হয়ে উঠে জীবানুর কারখানা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

বিজন রয় বলেছেন: মনিরা আপা, আমরা শুধু ব্যবহার করতে পারি কিন্তু পরিস্কার করতে পারি না।
সমস্যা এখানেই।

ভাল থাকুন মনিরা আপা।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪

নতুন নকিব বলেছেন:



সুন্দর।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

বিজন রয় বলেছেন: পরিস্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

অনেক ধন্যবাদ আপনাকে।

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

রাকু হাসান বলেছেন: সবগুলো ঠিক বলেছেন । মেনে চলার চেষ্টা করি । তবু পেরে উঠা হয় না । সচেতনতা মূলক পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ও আশীষ ভাই কে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

বিজন রয় বলেছেন: এই যে পেরে ওঠা হয় না, এখানেই আমাদের ব্যর্থতা।
আমরা কেন বলি না, আমাদের পারতেই হবে।

অনেক ধন্যবাদ রাকু হাসান।

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

ওমেরা বলেছেন: আমি অনেক পরিস্কার পরিচ্ছন্ন । ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

বিজন রয় বলেছেন: তা আপনার কাজকর্ম দেখলেই বোঝা যায়।
তবে নিজে না বলাই ভাল।

ওমেরা ওমরাও করতে গেল।

২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

জুন বলেছেন: আমাদের দেশে টাকাটা ধরতে বড্ড ঘেন্না হয় বিজন রয়। বাকি সব তো আপনার আওতায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: বাকি সব তো আপনার আওতায়।

কিন্তু আমরা পালন করি ক'জন আপা?

সমস্যা তো সেখানেই।

জুন আপা অনেক ধন্যবাদ।

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ঘটনা সত্য!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

বিজন রয় বলেছেন: আপনি ব্লগে নিয়মিত? মনে হয় না, অথচ একসময় আপনি কতইনা নিয়মিত ছিলেন!

যাহোক পরিস্কার থাকুন।

অনেক ধন্যবাদ ফ্লাইং।

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬

পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর বিষয়। টাকা ছুলে হাত ধুয়ে ফেলি । অন্যগুলি নিয়ে ভাবিনা। সব বিষয় নিয়ে ভাবলে শুচিবায়ুতে আক্রান্ত হবো। শরীরে অলরেডি এন্টিবডি তৈরী হয়ে আছে। হা হা হা। =p~

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

বিজন রয় বলেছেন: সব বিষয় নিয়ে ভাবলে শুচিবায়ুতে আক্রান্ত হবো।

হা হা হা ....... আপনি দেখি আমার মতোই।

অত ভাবলে তো জীবন চালানো কঠিন হয়ে যাবে।

আপনাকে পেলাম শেষ পর্যন্ত!

আর কি পাবো আপনাকে??

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ডিজিটাল মানি চালু করা দরকার।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: মালয়েশিয়ায় কি ডিজিটাল মানি আছে?

হা হা হা ...... কেমন আছেন?

পরিস্কার থাকুন, পরিস্কার রাখুন।

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

আরজু পনি বলেছেন: শিরোনাম দেখে খুব অস্বস্তি নিয়ে পোস্টে ঢুকেছিলাম। সত্যিকথা বলতে আপনার মতো এমন বিশেষ একজন শুভাকাঙ্ক্ষীর পোস্ট বলেই পড়তে এসেছি। নইলে শিরোনাম দেখে হয়তো আসার সম্ভাবনা কম ছিল। তবে পড়ার পর বুঝতে পারছি সত্যিই খুব দরকারী একটা পোস্ট দিয়েছেন।
জানা বিষয় কিন্তু সচেতন থাকি না এটাই সত্যি।
তবে এখন থেকে আলাদা করে মনে করে সচেতন থাকবো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১

বিজন রয় বলেছেন: আমার সৌভাগ্য তাহলে!!

আমরা মানুষরা কত বিচিত্র! যা ব্যবহার করি তা পরিস্কার করি না!

সত্যিকথা বলতে আপনার মতো এমন বিশেষ একজন শুভাকাঙ্ক্ষীর পোস্ট বলেই পড়তে এসেছি।

হা হা হা ....... অনেক অনেক ধন্যবাদ।

আপনি নিয়মিত হন।

৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও মানুষ এগুলো ব্যবহারে সচেতন নয়।

+++++++++++++++++++++++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: মানুষ নিজেই তো খুব নোংরা, তো সচেতন হবে কি করে!

ওখানেই তো মানুষের পরাজয়।

ধন্যবাদ মাইদুল।

৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন?
অনেক দিন আপনার সাথে কথা হয় না।

সাথে থাকুন।


আমি ভাল আছি। দিনকাল মোটামোটি যাচ্ছে। পড়ছি, লিখছি। মুভি দেখছি। নানান বিষয় নিয়ে ভাবছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

বিজন রয় বলেছেন: পড়ছি, লিখছি। মুভি দেখছি। নানান বিষয় নিয়ে ভাবছি

............ এত সময় পান কখন?
চাকরি করেন না?

৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

এ.এস বাশার বলেছেন: সচেতনতাই মুখ্য বিষয়....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

বিজন রয় বলেছেন: আপনাকে পেয়ে ভাল লাগল।
অনেক দিন পর পোস্ট দিয়েই আপনাকে পেলাম।

তারমানে আপনি সচেতন।

শুভকামনা রইল।

৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

তারেক ফাহিম বলেছেন: বিজনদা অনেক দিন পর পেলাম।

কেমন আছেন?

দৈনন্দিন জীবনে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃততে ব্যাক্টেরেয়িা বহন করে।

সচেতনমুলক পোষ্ট।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: হ্যাঁ বেশ কিছুদিন পর!

কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন? তো অনেক ভাল লাগে!

এখন বেশ ভাল আছি?

দৈনন্দিন জীবনে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃততে ব্যাক্টেরেয়িা বহন করে।

তবুও চেষ্টা করতে হবে ভাল থাকার!!

৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

মেহেদী হাসান হাসিব বলেছেন: এত ব্যাক্টেরিয়া!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

বিজন রয় বলেছেন: তাইতো জানলাম!

তবে অনেক ব্যাক্টেরিয়া আছে যা মানুষের উপকার করে।

আমারদের আরো সাবধান হতে হবে।

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
দৈনন্দিন জীবনে এই নোংরা জিনিষগুলোর ব্যবহার না করে চলেই না !! :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

বিজন রয় বলেছেন: তাইতো ভাবি!!

একসময় তো ওগুলো ছিলই না।

হা হা হা ..... সময় যখন যেমন।

শুভকামনা শাহরিয়ার!

৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

সজল_ বলেছেন: সবচেয়ে পরিষ্কার জিনিস কোনগুলি ? :-B

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

বিজন রয় বলেছেন: ভাল প্রশ্ন করেছেন।

সবচেয়ে পরিষ্কার জিনিস কোনগুলি সেটা নিয়ে একটি পোস্ট দিতে হবে।

ধন্যবাদ সজল।

৩৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: খুবই মূল্যবান পোষ্ট। ধন্যবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম।
আপনাকে ব্লগে আরো বেশি দেখতে চাই।

ভাল থাকুন ।

৩৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

ভুয়া মফিজ বলেছেন: পরামর্শগুলো খুবই উত্তম।
এছাড়া, টয়লেট ফ্ল্যাশ করার হ্যান্ডেলটাও টিস্যু দিয়ে ধরা উচিত। আর পাবলিক টয়লেট হলে তো কোন কথাই নাই।

সবা্র সচেতন হওয়া দরকার!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

বিজন রয় বলেছেন: উত্তম পরামর্শ।

কিন্তু কাজের বেলায় ঠন ঠন।

আসলে জীবনচর্চায় এগুলো অভ্যাস করতে হবে।

অনেক ধন্যবাদ মফিজ।

৩৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

সামিয়া আক্তার শেহা বলেছেন: খুবই ভাল লিখেছেন।
নতুন অনেক কিছু জানলাম।
আপনার জন্য শুভ কামনা রইল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

বিজন রয় বলেছেন: জানলেন ভাল, এখন পালন করুন, অন্যকে উৎসাহ দিন।

মানুষের, আপনার জীবন সুন্দর হোক।

সামিয়া আক্তার শেহা আমার এখানে প্রথম আসার জন্য ধন্যবাদ।

৪০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে মুল লেখকের নাম সংযুক্ত করে দেয়ায়। আমাদের কিছু ব্লগার আছেন যারা গৎবাঁধা মন্তব্য করে অভ্যস্ত। যেমন সনেট কবি। পোষ্ট উল্লেখ্য করে দেয়ার পরও যখন কেউ বলেন, ভালো লিখেছেন, তখন বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় নেই যে পোষ্টটি তারা আদৌ পড়েছেন কিনা?

আবারও ধন্যবাদ চমৎকার এই আর্টিকেলটি সামহোয়্যারইন ব্লগে শেয়ার করার জন্য।
লেখাটি যেখানে মুলত প্রথম প্রকাশিত হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: হা হা হা ..... ঠিক ধরেছেন।

পোষ্ট উল্লেখ্য করে দেয়ার পরও যখন কেউ বলেন, ভালো লিখেছেন, তখন বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় নেই যে পোষ্টটি তারা আদৌ পড়েছেন কিনা? ............. একদম ঠিক।

তবে এখানে একটি বিষয় কাজ করে, প্রথম মন্তব্য করার জন্য অনেকেই ওরকম করে থাকেন। তাই কিছু বলি না, আবার নিরুৎসাহিত না হন।

যাই হোক............
আমি কিন্তু চেষ্টা করেছিলাম লিংকটি দেওয়ার জন্য, কিন্তু কোন কারনে হয়নি। আমি বোধহয় এব্যাপারে কিছুটা অজ্ঞও। কারো নিকট থেকে ভাল করে জেনে নিতে হবে।

আপনাকে ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।

৪১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার পোস্ট!
তবুও আমরা সচেতন হই কি?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

বিজন রয় বলেছেন: না আমরা সচেতন হইনা। এটাই আমাদের সমস্যা। এটা আমাদের জীবনচর্চায় নেই।
এই পোস্টকে যেভাবে মূল্য দিলেন তাতে আমি অনেক খুশি।

ভাল থাকেন।

৪২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোস্ট করেছেন ভাই, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সচেতন হওয়া গেল,

ভালো লাগলো ভাই আপনার সতর্কসংকেত

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

বিজন রয় বলেছেন: আপনি একজন প্রাণভরপুর মানুষ। আপনার সাহসও অনেক বেশি। ভয়ডরহীন!

এই পোস্টি যে আপনার নজর কেড়েছে সেজন্য ভাল লাগল।

আমিও তো এগুলো জানতাম না।

মূল পোস্ট চোখে পড়াতে এখানে শেয়ার করলাম।

ধন্যবাদ নয়ন।

৪৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

ভাই আমি টুথব্রাশ ব্যবহার করিনা, টয়লেট এ কেমনি রাখব। =p~


ফোন ব্যবহার না করলে সামু চালাম কেমনে....


বিজনদা ভাল আছেন???

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

বিজন রয় বলেছেন: টুথব্রাশ ব্যবহার করেন না, তাহলে কি আপনার দাঁত নেই!!!
থাকলে কি ব্যবহার করেন, জানতে চাই।

আর ফোনট ব্যবহার করবেন ভাল কথা, কিন্তু ওটা তো পানিতে ধুঁতে হবে!!
ফোন কোম্পানিগুলো কেন যে ওয়াটার প্রুফ ফোন বের করছে না!!!

এখন বেশ ভাল আছি, তবে বিকেলের দিকে মাথা ব্যথা করে।
আস্তে আস্তে কমছে।

অনেক ধন্যবাদ আপনার সহৃদয়ের জন্য।

৪৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন:

সুন্দর পোস্ট। আমার ব্লগ বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: আমার এখানে প্রথম আসলেন বোধহয়।
অনেক ধন্যবাদ।

অবশ্যই যাবো আপনার ওখানে।
শুভকামনা রইল।

৪৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হৃদয় কাড়া প্রতিমন্তব্য করলেন ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা।

আসলে ভাই আপনাদের মাঝে আসার পর সত্য বলতে তেমন ভয় করেনা, আমার এই সাহস আপনাদের কাছ থেকেই পাওয়া আর কিঞ্চিৎ দেশপ্রেম।

বেঁচে থাকা আর মরে যাওয়া আমার জন্য সমান, এই দুনিয়া খুবই খারাপ মানুষে ভরপুর, যা কিছু ভালো মানুষ আছে তারা কোণঠাসা। আমি মৃত্যুকে ভয় করিনা কারণ সেটা অবশ্যই আমার কাছে আসবে, আমি ভয় পাই আমাকে কেউ ছিঃ ছিঃ না দিক।

দোয়া করবেন ভাই
শুভকামনা আপনার জন্য সবসময়

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

বিজন রয় বলেছেন: ব্লগ কিংবা ফেসবুক সব জায়গাতেই আপনার সরব উপস্থিতি। সবখানেই আপনি সপ্রতীভ। সেই জন্যই ওকথা বলেছি।

আমি মৃত্যুকে ভয় করিনা কারণ সেটা অবশ্যই আমার কাছে আসবে, আমি ভয় পাই আমাকে কেউ ছিঃ ছিঃ না দিক।

অনেক ভাল বলেছেন।
এভাবে ভাবতে পারাটা অনেক বড় ব্যাপার!

অনেক অনেক শুভকামনা।

৪৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

নষ্টজীবন® বলেছেন: খুব ভালো পরামর্শ, বাস্তবিকই

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: তাহলে নিজের জীবনে প্রয়োগ করার অনুরোধ করছি।
আমাদের সবাইকে এব্যাপারে সচেতন হতে হবে।

অনেক ধন্যবাদ নষ্টজীবন।

৪৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

আতোয়ার রহমান বাংলা বলেছেন: যেগুলোর প্রয়োজন বেশি সেগুলোই দেখি বেশি বিপদজনক ....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: তাইতো জানলাম। আর আপনাদের মাঝে শেয়ার করলাম।
আমার নিজের মোবাইল সেটটি কখনো পরিস্কার করা হয়নি।

কিন্তু বিষয়টি জানার পর পরিস্কার করছি।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

সনেট কবি বলেছেন: কয়েক বার পড়ার পর বুঝলুম, পোষ্ট খুব চমৎকার!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: ওহ! গুরুজন, আপনিই তো এই পোস্টের প্রথম মন্তব্যকারী!

তবে আবার পড়ে যে আবার মন্তব্য করলেন সেটাই বড় কথা।

আর পোস্টি কিন্তু আপনার ভাল লেগেছে।

আর পোস্টি কিন্তু আমার লেখা নয়, আমি শুধু শেয়ার করেছি।

অনেক অনেক শুভকামনা রইল।

৪৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: আবার, আবার, বারবার।

আপনার সাথে আমার ভাবের আদান-প্রদান একটু অন্যরকম। অনেক সন্মানের।

আপনি তা নিশ্চয়ই বুঝতে পারেন।

এটা এভাবেই বজায় থাকুক।

ভাল থাকুন, বেঁচে থাকুন।

৫০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: টাকা সাত নম্বরে কেন? ওটা তো ১ নম্বর হওয়ার কথা।

গান আছে না

রাজশ্রী তোমার জন্য মুদ্রস্ফিতি সোমালিয়ায়...... B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: টাকাই ১ নম্বর। কিন্তু এখন তো আর এডিট করতে পারবো না।

রাজশ্রী তোমার জন্য মুদ্রস্ফিতি সোমালিয়ায়...... গানটি শুনতে চাই।

লিংক দিন।

৫১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

বলেছেন: কেমন আছেন কবি?
অনেক দিন পর ব্লগে আসলেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

বিজন রয় বলেছেন: অাসলে অনেক দিন পর নয়। অসুস্থতা আর ব্যস্ততার মাঝেও ব্লগে আসতাম, তবে লগইন কম এবং পোস্ট দিইনি এই যা।
খুব ভাল লাগল আপনার আন্তরিক উপস্থিতি।

এমনিভাবে ভালবাসা যে পাই!

শুভকামনা।

৫২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

সৈয়দ ইসলাম বলেছেন:






কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে মুল লেখকের নাম সংযুক্ত করে দেয়ায়। আমাদের কিছু ব্লগার আছেন যারা গৎবাঁধা মন্তব্য করে অভ্যস্ত। যেমন সনেট কবি। পোষ্ট উল্লেখ্য করে দেয়ার পরও যখন কেউ বলেন, ভালো লিখেছেন, তখন বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় নেই যে পোষ্টটি তারা আদৌ পড়েছেন কিনা? 



হ্যা হ্যা হ্যা হ্যা... =p~




অনেক শেষে আসলাম। যাক, শেষে আসায় কাল্পনিক ভাইয়ের এই মন্তব্যটি পড়তে পাড়লাম! সেটাই অনেক।




স্মার্টফোন দিয়েই কিন্তু আপনার পোস্টটি পড়ছি।

আমরা চতুর্দিক থেকে এসবে ডুবে আছি ভায়ো! ;)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

বিজন রয় বলেছেন: হা হা হা ..... ফোনের ছবিটাও দিয়ে দিলেন!

তারমানে কি এই পোস্ট আপনার নজর কেড়েছে।

আর হ্যাঁ, দেরি করে আসলে কোন সমস্যা নেই, আমি বরং ভেবে-চিন্তে উত্তর করতে পারি।

মন্তব্যে সুন্দর উপস্থাপনা ভাল লেগেছে।
ভাল থাকুন সবসময়।

৫৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

সূর্যালোক । বলেছেন: হেল্পফুল একটি পোস্ট ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

বিজন রয় বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

আশাকরি এই পোস্ট অনেকের কাজে লাগবে।

শুভকামনা রইল।

৫৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

শায়মা বলেছেন: এত কষ্ট জীবন নষ্ট!

এখন তো তাইলে টাকাও ধুতে হবে দেখছি আমার সূচীবায়ু নানুর মত ! :(

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

বিজন রয় বলেছেন: হঠাৎ কোথা হতে উদয় হলেন ভোজবাজির মতো?
ব্লগে তো আপনাকে আজকাল দেখাই যায় না।

কোন লাভ নেই, আপনার হাতের চুরিতেও ময়লা থাকে।

আপনার নানু টাকা ধোয়?
সে টাকা কি সোনার?

৫৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

বাকপ্রবাস বলেছেন: তুলনায় দেখলাম টয়লেটই সেরা =p~

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: আমার এক দাদা আছে, তিনি হাগু-মুতুর গল্প করতে খুব মজা পান, তার কথা মনে করি দিলেন।
আপনিও কি তাই?

হা হা হা ..... তাহলে পরিস্কার থাকার উপায় কি?

৫৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

প্রথমকথা বলেছেন: জীবন বাচানুর জন্য দরকারি পোষ্ট, খুবেই গুরত্বপূর্ণ ।

৫৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমি আপনার প্রতিটি পয়েন্টের সাথে একমত। খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। আমার মতে টাকাই সবচেয়ে নিকৃষ্ট ও নোংরা জিনিস।

৫৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: সবচে' প্রয়োজনীয় সাতটি জিনিসের মধ্যে একমাত্র ইয়ারফোন ছাড়া সবগুলোই নিত্য প্রয়োজনীয়। অবশ্য এই এক্ষণে ইয়ারফোনটা কানে লাগিয়েই আমি রবীন্দ্র সঙ্গীত শুনছি আর কী-বোর্ড এবং মাউস চেপে আপনার পোস্টে মন্তব্য করছি। অর্থাৎ সাতটির মধ্যে দুটি নোংরা জিনিস এ মুহূর্তেই ব্যবহার করছি! :)
টুথব্রাশ যদিও আমি একটা কেইসে আবদ্ধ করে রাখি, তবুও আজ থেকে তা ওয়াশরুমের বাইরে কোথাও রাখবো। এটাই আপাততঃ আপনার এ পোস্ট থেকে আজ আমার লাভ হলো।
সবাই যেমনটি বলেছেন, আমিও তাই বলি, এটা একটা উপকারী পোস্ট আপনি সংগ্রহ করে এখানে শেয়ার করেছেন, ব্লগারদের মঙ্গলার্থে। এজন্য অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.