নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনালিসা-০১
অনুভূতির পরিবর্তন হলে রঙের কোন পরিবর্তন হয় না
কিন্তু রঙের পরিবর্তন হলে অনুভূতির পরিবর্তন হয়।
বনলতা-০১
মানুষগুলো যখন খুব জীবন্তু হয়ে ওঠে
অপেক্ষা আর উপেক্ষায়
হৃদয়ের তখন আত্মবেদনায় সুখ খোঁজা চাই-ই!
মোনালিসা-০২
মানুষ অজানার যাত্রী এক দহন রাত্রি ফেলে
মানুষ অকালের ভ্রম এক দিকশূন্য আঁধার মেলে।
বনলতা-০২
মানুষের সব অস্তিত্ত্বের গন্তব্য এক স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
মানুষের সর্বশেষ ইতিহাস মানুষের বয়সের সমান।
এখন বলুন তো কে??
ছবি-গুগল।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭
বিজন রয় বলেছেন: জানিনা। সবই গুগল থেকে পাওয়া।
আপনার মতামত চাই?
২| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪
বাকপ্রবাস বলেছেন: সব মিলে মানুষ হয়ে উঠে এক ধোঁয়াসা যেন। গন্তব্য এর সমাপ্তি স্বপ্নভঙ্গ তার শের পরিণতি।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: অনেক গভীর মন্তব্য। ঠিক আমার চিন্তার সাথে মিলে গেল।
আপনি অনেক মেধাবী।
৩| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! দাদা বেশ ভালো তুল্যমূল্য আলোচনার ক্ষেত্র দেখালেন। তবে দুটিই দুই আঙ্গিকে শ্রেষ্ঠ।
শুভকামনা আপনাকে ।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬
বিজন রয় বলেছেন: সেরা উত্তর দিয়েছেন...........দুটিই দুই আঙ্গিকে শ্রেষ্ঠ।
আমার আর কিছু বলার নেই।
৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১
সাাজ্জাাদ বলেছেন: রঙ পরিবর্তন হলে অনুভূতির পরিবর্তন হয়,
কিন্তু অনুভূতির পরিবর্তন হলে রঙের পরিবর্তন হয় না।
দাদা, লাইন গুলো পরিচিত পরিচিত লাগছে ।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: লাইনগুলো তো আপনার অথবা সাজ্জাদ সংগ্রহ এর একটি পোস্টে বলেছিলাম।
সেটাই এখানে আবার বলে দিলাম।
সেজন্য পরিচিত লাগছে।
অনেক ধন্যবাদ।
৫| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩
সাইন বোর্ড বলেছেন: মোনালিসা ছবিতে দৃশ্যমান, অার বনলতা কবির কল্পনায় ।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: দৃশ্যমান আর কল্পনা, এখানে তো অনেক পার্থক্য। কিন্তু অনুভবে সম্ভবত এক।
উত্তর পেয়েছি।
ভাল থাকুন নিরন্তর।
৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬
সৈয়দ ইসলাম বলেছেন:
আমাদের বনলতা কল্পনায় রাণী। এই বনলতা বাস করে প্রত্যেক প্রেমিকের মনে।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: বনলতার প্রেমিক হওয়া কিন্তু চাট্টিখানি কথা নয়।
তবে কল্পনার বনলতা অধরা!!
ধন্যবাদ সৈয়দ ভাই।
৭| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯
রাকু হাসান বলেছেন: আমার তো বনলতা কে ভালো লাগছে । উত্তর দিতে পারছি না । কঠিন প্রশ্ন । শিল্পের অনেক কিছু বুঝিও না
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
বিজন রয় বলেছেন: আসলে শিল্পের কোন শেষ নেই, তার তার কোন উত্তর নেই।
তাই মোনালিসা বা বনলতারও কোন উত্তর নেই।
৮| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১
মোছাব্বিরুল হক বলেছেন: বনলতা নামটা শুনা মাত্রই হৃদয়ে কেমন যেন একটা দোলা অনুভব করি। যা মোনালিসা নামের ক্ষেত্রে হয়না।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯
বিজন রয় বলেছেন: বনলতা নামটা শুনা মাত্রই হৃদয়ে কেমন যেন একটা দোলা অনুভব করি। যা মোনালিসা নামের ক্ষেত্রে হয়না
...... হা হা হা...... এই জন্যই তো বনলতা আমাদের এত আপন, এত কাছের।
ঠিক বলেছেন।
৯| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯
বাকপ্রবাস বলেছেন: মোনালিসা তুলিতে
বনলতা কবিতায়
যে যার মহিমায়
কেন মিছে তুলনায়।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০
বিজন রয় বলেছেন: ছন্দে ছন্দে মোক্ষম উত্তরটাই দিলেন! আসলে এই শিল্পের কোন তুলনা করা ঠিক না।
১০| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: অবসরে দেখুন আকাশ । অথবা পড়ুন নজরুল, রবীন্দ্রনাথ । বউ এবং বই কখনো দিবেন না বাদ । তাহলে সব বরবাদ ।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
বিজন রয় বলেছেন: আপনার যত জ্ঞানের কথা!
চেষ্টা তো করি, কিন্তু আপনার মতো সময় পাই না।
১১| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
বিশ্বকে জীবিত রেখেছেন বনলতা ও মোনালিসারা, ওঁদের কারো সাথে কাথে তুলনা হয় না, ওঁরাই বিশ্বের প্রাণ
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: সুন্দর উত্তর।
আপনার মন সবাই বুঝতে পারে না।
১২| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
উদাসী স্বপ্ন বলেছেন: আমার মনে হয় বনলতা মোনালিসা একটু রূপক। সত্যিকারের প্রেমিক পুরুষের শ্বাশত কল্পনার কামনার আকুতির সামগ্রীক রূপ এরা বহন করে। আমরা তাদের দেখিনি কিন্তু যখনি কারো প্রেমে পড়ি তখন আমরা তাকে বনলতা বা মোনালিসার উপমা দিয়ে বর্ননা করি।
ৃথিবীতে জীবনের এই উৎসব শুধু এদের জনই
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪
বিজন রয় বলেছেন: অনেক উপযুক্ত উত্তর।
অনেক ভেবে বলেছেন।
ঠিক ঠিক।
দার্শনিক।
১৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:০১
অচেনা হৃদি বলেছেন: মোনালিসার ছবি দেখি আর ভাবতে থাকি, কেউ যদি আমার একটা ছবি আঁকতো, যেটা মোনালিসার মত বিখ্যাত হবে?
আমিও মোনালিসা নই,
আর এই যুগের আঁকিয়েরা কেউ ভিঞ্চি নয়।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫
বিজন রয় বলেছেন: আপনি মোনালিসার চেয়ে অনেক বড়।
কারণ মোনালিসা জড় আর আপনি জীব।
হা হা হা ..... আসলে কেউ কারো মতো নয়।
১৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:১১
সাগর শরীফ বলেছেন: কনফিউজিং কোয়েশ্চেন !
উত্তর দিতে হিমশিম খেতে হবে যে কাউকেই।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬
বিজন রয় বলেছেন: আসলে এটির কোন উত্তর নেই, শিল্পের কোন উত্তর নেই।
তবে বিষয়টি আপনার দৃষ্টি কেড়েছে সেটাই অনেক।
অনেক অনেক শুভকামনা।
১৫| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সমানে সমান।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬
বিজন রয় বলেছেন: কেহ কারে নাহি ছাড়ে....
হা হা হা .... আপনার দৃষ্টিগোচর হলো তাহলে!!
ধন্যবাদ।
১৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২
মিথী_মারজান বলেছেন: আমার কাছে বনলতা বেশি রহস্যময়ী আর সুন্দর।
মোনালিসা অবশ্যই খুব সুন্দর একটি শিল্পচিত্র, তবে মোনালিসা সৌন্দর্য আমাদের কাছে স্পষ্ট।
আমরা মোনালিসার চেহারা চিনি, মোনালিসাকে একটি নির্দিষ্ট অবয়বেই সবসময় ভাবি।
আর বনলতাকে প্রত্যেকে নিজের মত করে অবয়ব দেয়।
নিজের ভালোলাগা দিয়ে বনলতাকে সাজায়।
কবির বর্ণনা অনুযায়ী সাজানো হলেও সেখানে একেকজনের নিজস্ব কল্পনা শেয়ারের যথেষ্ট সুযোগ আছে।
বনলতা সৌন্দর্য চিন্তার খোরাক যোগায়।
মোনালিসা আমাদের মুগ্ধ করে, আমরা মোনালিসার রহস্য নিয়ে বিশ্লেষণ করি কিন্তু বনলতা মনের মধ্যে আকাঙ্খা জাগায়।
সৌন্দর্য ভাবনার একধরনের শূন্যতা আর রহস্য সৃষ্টি করে মনে।
এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বিজন দা।
আগে ভাগেই স্বীকার করে নিচ্ছি এই দুই শিল্পকে বোঝার মত বা বর্ণনা করার মত যোগ্যতা আমার অবশ্যই নেই।
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৫
বিজন রয় বলেছেন: কোন কিছু লেখার চেয়ে আপনার কোনকিছুর উপরে বিশ্লেষণ করার ক্ষমতা মনে হয় অনেক বেশি।
বনলতাকে নিয়ে আমার সেই কবিতায় অনেক দামী দামী কথা বলেছিলেন, আজ এখনেও বললেন।
আর বনলতা আপনার হৃদয়ে গভীরভাবে আসন নিয়ে আছে তা সহজেই অনুমেয়।
এখানেও আমি অবাক হয়ে আপনার কথাগুলো পড়লাম।
অনেক অনেক সুন্দর।
ভবিষ্যতে আরো কতা শুনতে চাই এভাবে।
শুভকামনা।
১৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬
সায়ন্তন রফিক বলেছেন: কোনো যুক্তি মানে না মন
বনলতা বনলতা বনলতা চিরন্তন।
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: বুঝেছি, বনলতা আমাদের ঘরের মানুষ কিনা!!
ধন্যবাদ রফিক।
১৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বনলতা কবি হৃদয়ে আলোড়ন তোলা এক চরিত্র,আর মোনালিসা নিজেই এক কবিতা।
তবে আমাদের কাছে বনলতাকে যেরকম আপন মনে হয়, মোনালিসাকে তেমন মনে হয়না।
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭
বিজন রয় বলেছেন: তবে আমাদের কাছে বনলতাকে যেরকম আপন মনে হয়, মোনালিসাকে তেমন মনে হয়না।
কারণ বনলতা আমাদের নিজস্ব সত্ত্বা।
আপনার দৃষ্টি বুঝে নিলাম।
১৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯
নজসু বলেছেন: বনলতাকে খুব কাছের মনে হয়।
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৮
বিজন রয় বলেছেন: কারণ বনলতাই আামদের হৃদয়ে বেশি জায়গা দখল করে আছে আপন হয়ে।
অনেক ধন্যবাদ নজসু।
২০| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বনলতা সেন।
১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমিও এটাই বলতাম।
কারণ সেই-ই আমাদের আপন।
মনের কথাটি বলার জন্য অনেক ধন্যবাদ।
২১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার কোনটা ফেভারিট?
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২
বিজন রয় বলেছেন: মনের কাছে প্রশ্ন করলাম আমার ফেভারিট কে? উত্তর পেলাম বনলতা। কিন্তু উত্তরটি সঠিক নয়।
বুঝছেন?
২২| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: হয়
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: কি বুঝাইলেন স্যার?
এট্টু খুইল্লা কবেন?
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: বনলতার ফটুক কার আকা?