|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ভূমিকা - ব্লগে অনেক দিন কবিতা সংকল পোস্ট আসনে না। অনেক আগে  সব বিষয়ের পোস্ট নিয়ে আরজু পনি এবং পরবর্তীতে দিশেহারা রাজপুত্র কবিতা নিয়ে সংকলন নিয়ে পোস্ট করতেন। আর গেম চেঞ্জার  তো সবকিছু নিয়ে মেগা সংকলন পোস্ট করতেন। সুমন কর এই পোস্টে মন্তব্যে বলেছেন তিনিও সংকলন পোস্ট দিতেন। তবে অনেক দিন হলো এটা কেউ করছেন না, কিন্তু আমি এটা অনুভব করতাম সবসময়। তাই অতি সম্প্রতি আমাদের প্রিয় কাল্পনিক_ভালোবাসা অনুরোধ আমার সে অনুভবকে নতুন করে ভাবতে বাধিত করল।
তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যেহেতু এটি এধরনের আমার প্রথম পোস্ট তাই ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি।
আমি প্রতি সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক এটা করতে চাই এবং সেখান থেকে সেরা কবিতাগুলো নির্বাচন করতে চাই। মাসের ভিতরে যে তিনটি কবিতা সেরা হবে সেই তিনটি কবিতার লেখককে ( ব্লগারকে ) পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের বিষয় বিস্তারিত পরে জানাবো।
তাই ভাল ভাল কবিতা লিখুন ও পোস্ট করুন।
এই সপ্তাহের ( সেপ্টেম্বর-২৪-৩০, ২০১৮ ) সেরা ১০টি কবিতা----
সাজ্জাদ সংগ্রহ -যতখানি অনুবাদ করেছো- তারচেয়ে বেশি প্রশ্রয় দেবোনা
মাহবুবুল আজাদ - জীবন জল ছবি হয়ে মিশে থাকে অবশেষের দেয়াল জুড়ে
সেলিম আনোয়ার - আমাদের উড়ে চলা অপ্রতিরোধ্য -সীমাহীন
ঋতো আহমেদ - মন্বন্তর
রোদেলা - গোধুলির নিমগ্নতা
শুভবাদী রোদ - তিলত্রয়ীর উপাখ্যান
মিথী_মারজান - অকুণ্ঠ আব্দার
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - ক্ষণজন্মা
 কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ - ধ্বংসের শহরে
আবু রায়হান ইফাত -একটু খানি অভিমান আর দূরত্ব বেড়ে যাওয়া সম্পর্কটি
......        .........       .......       .......       .......       .......       .......       .......       .......
এই সপ্তাহের সব কবিতা। ( কিছু বাদ পড়ে যেতে পারে )
সাজ্জাদ সংগ্রহ -যতখানি অনুবাদ করেছো- তারচেয়ে বেশি প্রশ্রয় দেবোনা
সনেট কবি - আল-বাকী
আহমেদ জী এস - তুই ফেলে এসেছিস কারে ......
মাহবুবুল আজাদ - জীবন জল ছবি হয়ে মিশে থাকে অবশেষের দেয়াল জুড়ে
সেলিম আনোয়ার - আমাদের উড়ে চলা অপ্রতিরোধ্য -সীমাহীন
মুহাম্মাদ খাইরুল ইসলাম - কোলাহল ভুলে যাও
সনজিত -ঘোর
এস.এম এরফান - অবশেষে ভালবাসার ফেরা
জাহিদ অনিক -নারী
টুটুল - পরিবর্তন
নতুন বালক - বিষন্ন সুন্দর
হাবিবুর অন্তনীল - প্রজন্ম
ঋতো আহমেদ - মন্বন্তর
সুদীপ কুমার - ফিরে এসো
রোদেলা - গোধুলির নিমগ্নতা
রোদেলা - নিজস্ব কারা বাস //
মাহমুদ আল ইমরোজ - কবিতাঃ................নষ্ট কলম
শাহেদ শাহরিয়ার জয় - সুখের সাতকাহন!
নয়ন বিন বাহার - না-বোধক!
নীলপরি - তোমার স্টেশনের নাম জানা নেই
শাহারিয়ার ইমন - আসক্তি
সাইন বোর্ড - এতটা শক্ত নয়
শুভবাদী রোদ - তিলত্রয়ীর উপাখ্যান
স্বপ্নবাজ সৌরভ - অনিশ্চয়তা!
বাকপ্রবাস - পঞ্চ ইন্দ্রিয়
মিথী_মারজান - অকুণ্ঠ আব্দার
বেওয়ারিশ পাণ্ডুলিপি - তিন টুকরো কবিতা
রকিব লিখন - অমৃত ঘ্রাণ
মোহাম্মদ বাসার - কবিতা
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - ক্ষণজন্মা
নীলপরি - অনুপ্রবেশকারী নাকি আমার প্রেমিক?
স্বপ্ন সতীর্থ -এই আমিটা
জসীম অসীম - কবিতা: সবিতারা ঢাকা ছেড়ে যাওয়ায় বজ্রসহ বৃষ্টি হবে আজ
এ.এস বাশার - হয়তো বা প্রলাপ
মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ - ধ্বংসের শহরে
আবু রায়হান ইফাত -একটু খানি অভিমান আর দূরত্ব বেড়ে যাওয়া সম্পর্কটি
 সাাজ্জাাদ- আমি ও আমার......
রাকু হাসান - ।।বোনু।।কবিতা।।--ভাই বোনের পবিত্র বন্ধনের কবিতা । আামার বোন ব্লগার চঞ্চল হরিণী আপুর স্বরণে লেখা ।  
এস এম ইসমাঈল - ক্যামনে পরাণে বাঁচি?
সাহিদুর রহমান তুর্য - --------হিংস্র মানব------
সাহিদুর রহমান তুর্য - সৌন্দর্য কিসে?
সাহিদুর রহমান তুর্য- 'মরুছায়া মরুমন'
উপসংহার- সবার সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে।
 ১১১ টি
    	১১১ টি    	 +১৭/-০
    	+১৭/-০  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৭
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৭
বিজন রয় বলেছেন: আপনি অনেক কিছু লেখেন, কিন্তু কোন কবিতা লেখেন না, তাই এবার মাঝে মাঝে কবিতা পোস্ট করবেন অনুরোধ রাখছি।
আমার অনুরোধ রাখবেন?
২|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৪
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৪
সনেট কবি বলেছেন: নিঃসন্দেহে একটি চমৎকার কাজ!
  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৯
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৯
বিজন রয় বলেছেন: যেহেতু আপনি একজন সাবলিল কবি তাই আপনাকে পাশে পাবো নিশ্চয়ই।
কাজটি সময়সাপেক্ষ, কিন্তু প্রতিদিন কিছু কিছু করে রাখলে সহজ হবে বলে আশা রাখি।
অনেক ধন্যবাদ সনেটজী।
৩|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১২
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১২
সাাজ্জাাদ বলেছেন: আমি ও আমার......
  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২১
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২১
বিজন রয় বলেছেন: কবিতাটি আমি পড়েছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য নিতে পারিনি।
এখন উপরে জুড়ে দিলাম।
অনেক অনেক শুভকামনা।
৪|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৯
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৯
মিথী_মারজান বলেছেন: ওরে বাবা!
দারুণ পরিশ্রমী এবং নিঃসন্দেহে চমৎকার একটা উদ্যোগ।
এখানকার কতগুলো কবিতা পড়েছি আসলেই খুব সুন্দর সেগুলো। 
বাকীগুলো একসাথে পেয়ে পড়ার জন্য আরো সুবিধা হলো।
আর সেসবের সাথে নিজের নাম দেখে বিস্মিত এবং অবশ্যই অনুপ্রাণিত হলাম।
এমন সব উৎসাহে লেখার মান আরো বাড়বে, একধরণের দায়িত্ববোধ কাজ করবে লেখার সময়।  
বিনীতভাবে বলছি, ছোট্ট একটা সংশোধন আছে, আমার লেখার শিরোনামটা অখন্ড না হয়ে অকুণ্ঠ আব্দার হবে।
ভুলটা অবশ্যই আপনার নয় কারণ প্রথমে অখন্ড আব্দার লেখার একদিন পর আমি নিজেই শিরোনামটা পরিবর্তন করেছিলাম।
ধন্যবাদ এবং সাধুবাদ দুটোই আপনার জন্য বিজন দা।
  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৬
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: আপনার কবিতাটির শিরোণাম ঠিক করে দিলাম।
আসলে কবিতা নিয়ে আলোচনা হওয়া উচিৎ।
জীবন যাপনে কবিতার চর্চা হওয়া দরকার।
আমার কাছে কবিতা হলো নিজেকে পবিত্র বা শুদ্ধ রাখার একটি বড় মাধ্যম।
তাই মনে করি সকলের মনে কবিতার উপস্থিতি জরুরী।
অনন্ত শুভকামনা মিথী।
৫|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৩
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!  সুন্দর প্রচেষ্টা দাদা।  ++
আপনাকে দেখে খুশি হলাম যে এখন তাহলে ঠিক আছেন।
শুভেচ্ছা নিয়েন।
  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৯
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৯
বিজন রয় বলেছেন: আমি সুস্থ হচ্ছি আস্তে আস্তে, আসলে সময় লাগবে আরো কিছু দিন।
আপনিও একজন প্রাণ চঞ্চল মানুষ দেখতে পাচ্ছি।
সাথে থাকুন।
৬|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১১
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দারুন একটা কাজ এবং ব্যাপারটা যে কত পরিশ্রমের তা হয়ত অনেকেই বুঝবেন না। আমি আশা করি যাদের নাম এখানে আছে তারা সকলে উৎসাহিত হবেন এবং যাদের নাম এখানে নেই তারা আরো ভালো লেখার চেষ্ঠা করবেন। 
বিজন দা, আপনাকে আবারো শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই।
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:০৫
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: সাদামাটা শুরুটা তো করলাম। আমি জানিনা কতদূর যেতে পারবো। যদি অব্যাহত রাখতে পারি এবং আপনাদের সহযোগিতা পাই নিশ্চয়ই আরো বৈচিত্র সহকারে পোস্ট দেওয়ার আশা রাখি।
আপনার সাপোর্টটা কিন্তু অবশ্যই 'বিশেষ কিছু'।
আমি আসলে ব্লগের কারিগরী অনেক কিছু জানিনা, সেজন্য এরকম পোস্ট দিতে পারতাম না।
আরজু পনির নিকট থেকে জেনে নিয়েছি কিছু।
আপনিসহ আপনার সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
শুভকামনা অফুরন্ত।
৭|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৮
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৮
কাওসার চৌধুরী বলেছেন: 
খুব ভাল একটি উদ্যোগ। অনেক পরিশ্রম করে কবিতাগুলো নির্বাচন করেছেন। এজন্য ধন্যবাদ দাদা। ব্লগের কবিরা আপনার পোস্ট পড়ে আরো উৎসাহ পাবেন। ভাল থাকুন সব সময়।
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১০
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১০
বিজন রয় বলেছেন: একজন কাওসার চৌধুরী আর একজন পদাতিক চৌধুরি...... দুজনকে আজ এক করে ফেললাম!!!
তারপর হুশ এলো, আরে আমি করছি কি!
ব্লগের কবিদের কিছু ঋণ যদি শোধ করতে পারি, সেই ভাবনা থেকে এই প্রচেষ্টা।
যদিও ভাবনাটি অনেক দিনের।
কৃতজ্ঞ আপনার প্রতি।
৮|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:০১
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:০১
ফেনা বলেছেন: অনেক ঠিন কাজ। সাথে আছি,
শুভ কামনা রইল।
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১২
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১২
বিজন রয় বলেছেন: আপনার কবিতাও আজকে পড়েছি। কবিতা লেখা অব্যাহত রাখেন।
কিছু না হোক কবিতা মন ভাল রাখে।
ধন্যবাদ ফেনা।
৯|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১৫
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১৫
রাকু হাসান বলেছেন: 
এ সপ্তাহে আমিও একটি লিখছিলাম ।  আপনি খুব ভালো কাজ করেছেন । বেশ কিছু কবিতা আগেই পড়া হয়েছে । বাকিগুলো আপনার সুবাধে পড়তে সহজ হবে । কৃতজ্ঞতা । এতে করে সবাই চাইবে ভালো কবিতা পোস্ট করতে । শুভকামনা ও ভালোবাসা জানবেন  ভাইয়া ।
 আপনি খুব ভালো কাজ করেছেন । বেশ কিছু কবিতা আগেই পড়া হয়েছে । বাকিগুলো আপনার সুবাধে পড়তে সহজ হবে । কৃতজ্ঞতা । এতে করে সবাই চাইবে ভালো কবিতা পোস্ট করতে । শুভকামনা ও ভালোবাসা জানবেন  ভাইয়া ।  
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১৩
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১৩
বিজন রয় বলেছেন: আপনার কবিতাটিও পড়েছিলাম, কিন্তু কোন ফাকে বাদ পড়ে গিয়েছিল, আমি প্রথম করছি তো!
যাক এখন উপরে জুড়ে দিলাম।
লিখুন অনেক কবিতা।
১০|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১৭
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১৭
জুন বলেছেন: ১টি ভালো কাজ করেছেন বিজন রয় । শুভকামনা রইলো
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১৪
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১৪
বিজন রয় বলেছেন: জুন আপা, আপনি অনেক দিন কবিতা লেখেন না।
সামনের দিনগুলোতে কিছু কবিতা পাবো তে??
১১|  ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫৯
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫৯
বাকপ্রবাস বলেছেন: অনেক পরিশ্রম সাধনা আর ত্যাগ স্বীকারের কাজ। স্যালুট জানায় এমন একটা মহৎ কাজে হাত দেবার জন্য
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১৫
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১৫
বিজন রয় বলেছেন: আপনার ঈন্দ্রিয়গুলো খুব প্রখর।
আপনি ব্লগের অন্যতম ছড়াকার বা কবিতাকার।
সাথে থাকুন।
১২|  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:২১
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:২১
চিটাগং এক্সপ্রেস বলেছেন: চমৎকার কাজ করছেন ।  ২০২১ সাল থেকে আপনার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। 
আপাতত ২ টা বই দিতে পারি
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪১
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪১
বিজন রয় বলেছেন: এই কাজের সাথে আপনার থাকাকে আরও চমৎকৃত করলো।
২০২১ সাল কেন? এত দেরি?  চিন্তায় ফেলে দিলেন!!
খুলে বলবেন কি?
আর বই দুটা দিয়ে দিন।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সারথী।
১৩|  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:২২
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:২২
ওমেরা বলেছেন: খুব ভাল উদ্দ্যোগ। ধন্যবাদ।
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪৩
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪৩
বিজন রয় বলেছেন: শুধু ভাল উদ্দ্যোগ বলে চলে গেলে হবে না ওমেরা।
কবিতা কই?
আপনি কিন্তু আজকাল কবিতা পোস্ট করেনই না, কেন?
কবিতা লিখুন মাঝে মাঝে।
১৪|  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০১
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট। আপনার পরিশ্রম স্বার্থকতা লাভ করুক। কবিতা আমার খুব প্রিয় একটা বিষয়। এধরনের পোস্ট আমাদের উৎসাহিত করবে।
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৫
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৫
বিজন রয় বলেছেন: আপনি তো অনেক পুরানো ব্লগার। ব্লগে শত শত কবিতা পোস্ট করেছেন।
কবিতা নিয়ে আপনার উৎসাহ চোখে পড়ার মতো।
আপনার কি মনে আছে আপরজু পনি  এবসময় এরকম পোস্ট দিতেন?
সাথে থাকুন কবি।
১৫|  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:২৩
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:২৩
নীল আকাশ বলেছেন: আপনি কি কখনো আমার ব্লগে আমার কবিতা পড়েছেন? মনে হয় না! ভালো, ভালোই লিষ্ট করেছেন!
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৫
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৫
বিজন রয় বলেছেন: আপনার কবিতা বা অন্য লেখা পড়েছি তো!  হয়তো আপনার ওখানে মন্তব্য করা হয় নি। তাতে কি, আজ না হয় কাল হবে! আপনি ভাল লেখেন তা ইতিমধ্যে জেনেছি।
আর এই পোস্টে আপনার কবিতা আনা হয়নি তার কারণ এই পোস্টে কবিতা নেওয়া হয়েছে ২৪ সেপ্টেম্বরের পর থেকে, এবং এটা আমি এই প্রথম শুরু করলাম। আর আপনি শেষ কবিতা পোস্ট করেছেন ২০ সেপ্টেম্বর। পরের সপ্তাহে আপনি কবিতা পোস্ট করলে অবশ্যই পরের সংকলনে আপনার কবিতা আসবে।
তাই বিনীত অনুরোধ মন খারাপ না করে সাথে থাকুন।
ভাল কবিতা পোস্ট করুন এবং সেরা হন।
অনেক অনেক শুভকামনা।
১৬|  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪২
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪২
সৈয়দ ইসলাম বলেছেন: 
এই ধরণের কাজ ব্যাপক পরিশ্রমের। আপনার এ পরিশ্রমের সার্থকতা কামনা করি। 
  
  
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৮
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৮
বিজন রয় বলেছেন: হুমমম, অনেক সময় দিতে হয়। কিন্তু মন যখন স্থির করেই ফেলেছি তখন তো করতেই হবে।
আপনিও কবিতা পোস্ট করুন ।
দেখি আপনার পুরস্কার কে নেয়, যদিও শুধুমাত্র পুরস্কারের জন্য রিখতে বলছি না।
হা হা হা ........ ভাল থাকা হোক।
১৭|  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৫
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৫
সাইন বোর্ড বলেছেন: অসাধারন প্রয়াস, শুভ কামনা রইল অাপনার জন্য ।
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪০
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪০
বিজন রয় বলেছেন: আপনার ভাল লেগেছে, আপনি পুলকিত হয়েছেন, এটাই আমার স্বার্থকতা।
আমি শুধু আমার কাজ করবো আর আপনারা থাকবেন আমার সাথে, এটাই আমার আশা।
অনেক ধন্যবাদ।
১৮|  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪০
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪০
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল উদ্যোগ বিজন দা।
এবার থেকে আমিও কবিতা লিখতে চেষ্টা করব।
  ০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৪
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৪
বিজন রয় বলেছেন: আপনি এতদিন কোথায় ছিলেন বলুন তো!
অনেক খুঁজেছি আপনাকে।
যদিও আমি মাঝে ক'দিন অনিয়মিত ছিলাম।
তাই লিখুন, কবিতা লিখুন, মনটা নিষ্পাপ থাকুক।
১৯|  ০২ রা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
০২ রা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
নীলপরি বলেছেন: দারুণ প্রচেষ্টা । 
শুভকামনা
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৭
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৭
বিজন রয় বলেছেন: আপনি তো অনেক ভাল লেখেন। তবে শিরোণামের দিকে একটু খেয়াল রাখবেন।
অনেক ধন্যবাদ নীলপরি।
২০|  ০২ রা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
০২ রা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
আখেনাটেন বলেছেন: কবি ও কবিতা নিয়ে চমৎকার উদ্যোগ নিয়েছেন বিজন দা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আপনার এই সকল সংকলনে আমার মতো নাদানের স্থান হবে না। অামি যে মহাকবি হরিদাস হতে পারলুম না গো।    
 
আপনার এই পরিশ্রমী কাজের জন্য শত গোলাপের শুভেচ্ছা রইল।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১১
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১১
বিজন রয় বলেছেন: ব্লগে যে ক'জন সুক্ষ মেরিট থেকে মন্তব্য করে থাকেন আপনি তার মধ্যে অন্যতম। আপনার মন্তব্য সবসময় অর্থপূর্ণ হয় এবং বিভিন্ন দিকনির্দেশনা দেয়।
কিন্তু এবার আপনাকে কবিতা লিখতেই হবে যে!!!!!!!!
অার আলসেমী নয়।
সেই শত গোলাপের মাঝে আপনিও প্রস্ফুটিত থাকেন অহরহ।
২১|  ০২ রা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
০২ রা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
চাঁদগাজী বলেছেন: 
ভাল প্রচেষ্টা:
সেরাগুলো পুরস্কার পাবেন, পাঠকও পাবেন; সাধারণগুলোর জন্য পাঠক আনতে, পাঠকদের জন্য পুরস্কার ঘোষণা করতে হবে, মনে হয়!
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৪
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: পাঠকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে। তবে তাদের জন্য ১০টি প্রশ্ন দিতে হবে, যে ভাল উত্তর করবে সে পুরস্কার পাবে।
আপনাকে একটি অনুরোধ............. এবার অন্তত একটি কবিতা লিখুন।
২২|  ০২ রা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
০২ রা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৫
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৫
বিজন রয় বলেছেন: সাথে থাকুন আর কবিতা লেখা শুরু করুন।
দেশে আসবেন কবে?
২৩|  ০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৪
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৪
সুমন কর বলেছেন: চমৎকার কাজ। সামুতে আমি কয়েকটি সংকলন করেছিলাম, এরপর........
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৭
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৭
বিজন রয় বলেছেন: আপনিও করতেন!!  আমার চোখে পড়েছে কিনা মনে করতে পারছি না।
এসব ব্যাপারে আপনার পরামর্শ জরুরী।
ধন্যবাদ সুমনদা।
২৪|  ০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:২২
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপ্নার চেষ্টা লেখকদের উৎসাহ জোগাবে।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২১
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২১
বিজন রয় বলেছেন: যদি তাই হয় তো আমিও উৎসাহ পাবো।
তবে আপনাদের কিন্তু দায় আছে, দায়িত্ব আছে।
২৫|  ০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:৩০
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:৩০
সৈকত জোহা বলেছেন: হয়ত কোন দিন এইসব সংকলিত কবিতা বই আকারে বের হবে ।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২২
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২২
বিজন রয় বলেছেন: আপনার এই কথাটি যেন সত্যি হয় একদিন।
তাহলে সব কবিতা লেখকরা অনেক সুখ পাবে।
২৬|  ০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৯:০৩
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৯:০৩
প্রামানিক বলেছেন: একে তো পরিশ্রমের কাজ তারোপর কাজটাও ভালো, কি বলে যে ধন্যবাদ দেই ভাষাই খুঁজে পাই না।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৫
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৫
বিজন রয় বলেছেন: প্রামানিক ভাই অনেক উৎসাহ দিলেন। আপনি মানুষটা অনেক ভাল।
আপনার ছড়াগুলি হয় অসাধারণ। আপনি নিজেও তা জানেননা।
ব্লগে আপনাকে একটু বেশি চাই।
২৭|  ০২ রা অক্টোবর, ২০১৮  রাত ১০:৩৪
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ১০:৩৪
অন্তরন্তর বলেছেন: বেশ কয়েকজন সংকলন পোস্ট আগে করতেন। এটা আসলে খুব দরকার ছিল কিন্তু তার বিরোধিতা করেও কিছু ব্লগার পোস্ট দিতেন আগে। আপনি আবার সেই কাজটি শুরু করলে আসলেই খুব ভাল হয়। একটি পোস্টে এক মাসের বা পাক্ষিক সবগুলো পোস্ট তা গল্প বা কবিতা যাই হউক না কেন পাওয়া গেলে তা আমার মত অনেকের উপকার হয়। পরিশ্রমী পোস্টটি দেবার জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। শুভ কামনা।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৯
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৯
বিজন রয় বলেছেন: আপনি!
আপনিই আমার প্রথম!
কতদিন করতে পারবো তা জানিনা। শুধু সময়ের হাতে নির্ভর করছে। আমার খুব আগ্রহ আছে এটা চালিয়ে যেতে।
তবে কেউ বিরাধিতা করে আমাকে টলাতে পারবে না।
অনেক ধন্যবাদ সুপ্রিয়।
২৮|  ০২ রা অক্টোবর, ২০১৮  রাত ১১:১১
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ১১:১১
সুদীপ কুমার বলেছেন: আসলেই পরিশ্রমের কাজ।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩০
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩০
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। আমি আপনার কবিতার অনেক বড় ভক্ত কিন্তু। আমাকে বঞ্চিত করবেন না।
অনেক শুভকামনা।
২৯|  ০২ রা অক্টোবর, ২০১৮  রাত ১১:৪৫
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ১১:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন, শুভকামনা ও এমন পরিশ্রমী কাজে শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো আমার। 
সুন্দর উদ্যোগ, স্বাগত
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:৫৮
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: অভিনন্দন, শুভকামনা ও এমন পরিশ্রমী কাজে শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো আমার................. এসব তো হলো, কিন্তু কবিতা লেখা থামালে হবে না কিন্তু।
আজ সকালেই একটি কবিতা পোস্ট করেছেন, নিয়ে নিয়েছি।
এভাবেই সাথে থাকুন।
৩০|  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ১২:১৫
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ১২:১৫
উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগে ট্যাগিং অপশনটা গ্লোবালি ফের চালু করলে এটা সবার জন্য সহজ হতো। এখন যে পন্থা সেটা অনেক কস্টকর ও সময় সাপেক্ষ
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:০০
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:০০
বিজন রয় বলেছেন: ব্লগে ট্যাগিং অপশনটা ........... এটা আবার কি? আমার মনে পড়ছে না।
একটু খুলে বলুন, বুঝিয়ে বলুন, উদাহরণ দিয়ে বলুন।
দেখি কষ্ট না অকষ্ট!!!!!!!!
৩১|  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ১২:৪৬
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ১২:৪৬
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আপনার কবিতা বা অন্য লেখা পড়েছি তো! হয়তো আপনার ওখানে মন্তব্য করা হয় নি। তাতে কি, আজ না হয় কাল হবে! আপনি ভাল লেখেন তা ইতিমধ্যে জেনেছি।
আর এই পোস্টে আপনার কবিতা আনা হয়নি তার কারণ এই পোস্টে কবিতা নেওয়া হয়েছে ২৪ সেপ্টেম্বরের পর থেকে, এবং এটা আমি এই প্রথম শুরু করলাম। আর আপনি শেষ কবিতা পোস্ট করেছেন ২০ সেপ্টেম্বর। পরের সপ্তাহে আপনি কবিতা পোস্ট করলে অবশ্যই পরের সংকলনে আপনার কবিতা আসবে।
তাই বিনীত অনুরোধ মন খারাপ না করে সাথে থাকুন।
ভাল কবিতা পোস্ট করুন এবং সেরা হন।
অনেক অনেক শুভকামনা
যা বলেছেন তা আমার জন্য যথেস্ট। আপনার এই লিস্টের জন্য একটা কবিতা অবশ্যই লিখতে হবে দেখছি যদিও আমি গল্পে ভালো মজা পেয়েছি।    
দারুন চেস্টা, চালিয়ে যান, সাথে আছি। 
আরজু আপু আমাকেও এরকম একটা শুরু করতে বলেছে। দেখি সময় বের করতে পারি নাকি?
শুভ রাত্রি।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:০৪
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:০৪
বিজন রয় বলেছেন: আপনার এই লিস্টের জন্য একটা কবিতা অবশ্যই লিখতে হবে দেখছি যদিও আমি গল্পে ভালো মজা পেয়েছি।
কবিতা, গল্প দুটোই লিখুন।
স্রাঞ্জি সে তো গল্প সংকলন শুরু করেছেন।
আর কবিতায় তো আমি আছি। 
আরজু আপু আমাকেও এরকম একটা শুরু করতে বলেছে।............... তাহলে আর দেরি কেন?
আপনি শুরু করলে আমি মুক্ত।
আবারো ধন্যবাদ রইল নীলআকা৩৯।
৩২|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৩৬
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৩৬
অব্যক্ত কাব্য বলেছেন: খুবই ভালো উদ্যোগ, সময় করে কবিতাগুলো পড়ে নিবো
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:০৮
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:০৮
বিজন রয় বলেছেন: আপনার সঙ্গে কিন্ত আমার অনেক কথা রয়েছে। ব্লগে অনিয়মিত হবেন না যেন, প্লিজ।
আমি মাঝে খানিকটা অসুস্থ হয়েছিলাম সেজন্য ব্লগে আসতে পারিনি ঠিকমতো।
সাথে থাকুন।
৩৩|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩৩
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩৩
নতুন নকিব বলেছেন: 
সুন্দর প্রচেষ্টা। আন্তরিক অভিনন্দন। +++
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১০
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: ওহ! দয়ালু মানুষ আপনিও এলেন! অনেক ভাল লাগল।
উইঘুর নিয়ে আপনার পোস্টি দেখেছি।
পৃথিবীতে কারো সুখ, কারো দুখ, এমন যে কেন হয়?
অনেক ধন্যবাদ।
৩৪|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৮
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৮
এস এম ইসমাঈল বলেছেন: দারুন ভালো উদ্যোগ। যদিও খুব কষ্ট সাধ্য কাজ। সময় পেলে আমার ব্লগে একবার ঢু মেরে আসবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১২
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: অবশ্যই যাবো আপনার ব্লগে।
কবিতা লিখুন বেশি বেশি।
আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।
৩৫|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ১০:০০
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ১০:০০
আরজু পনি  বলেছেন: প্রথমত আপনার সংকলন পোস্টে এসেছিলাম মজা করে বলতে যে, এখন থেকে কবিতা সংকলনে নিজেকে রাখার জন্যে নিয়মিত কবিতা লেখার চর্চা করতে হবে।
কিন্তু পোস্টের শুরুতেই নিজের নাম দেখে একটু ধাক্কা খেয়েছি।
খুশি হয়েছি সে কথা অস্বীকার করবো না। কিন্তু আমিতো শুধু কবিতা সংকলন করেছি বলে মনে পড়ে না 
আমি ব্লগার ফিউশন ফাইভ ও দূর্যোধনের পর 'আশা জাগানিয়া' সংকলন করতাম অনেক বিষয় নিয়ে। তারপর থেকে আরো অনেকেই সংকলনে গিয়ে এসেছেন। হয়েছে সংকলনের বিষয়ভিত্তিক ভাগ। ব্যাপারটা ভালো।
আপনার কবিতা সংকলনে কবিতা সম্পৃক্ত আরো কিছু বিষয়ও রাখতে পারেন চাইলে।
মানে সবধরণের কবিতা...ছড়া সহ। কারো কোন কবিতার বই সে মাসে ব্লগে শেয়ার করলে সেটার প্রচ্ছদ সহ ছোট রিভিউ।
এছাড়া কবিতা নিয়ে আলোচান টাইপের পোস্টও সংকলনে স্থান দিতে পারেন। এতে পোস্টে বৈচিত্র আসবে।
অবশ্য পুরো ব্যাপারটাই আপনার সিদ্ধান্ত।
আমি শুধু পাঠক হিসেবে আমার মতামত জানালাম।
বিশেষ ধন্যবাদ জানবেন।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:২৫
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:২৫
বিজন রয় বলেছেন: কিন্তু আমিতো শুধু কবিতা সংকলন করেছি বলে মনে পড়ে না   ওহ হো, আমি কিন্তু আপনার মতো অত পরিপক্ক নই, আর এটা আমার প্রথম সংকলন পোস্ট। এখন দেখুন ঠিক করে দিয়েছি, ওখানে বলে দিয়েছি সব বিষয়ের পোস্ট নিয়ে আপনি সংকলন পোস্ট করতেন।
এ ব্যাপারে আপনার কাছে অনেক পরামর্শ চাইতাম, যদিও এখানে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, সবই আমি কৃতজ্ঞচিত্তে গ্রহণ করছি, আর দূর থেকে আপনাকে প্রণাম করছি।
ভবিষ্যতে আপনার সহযোগিতা অবশ্যই আমার সহায়ক হবে।
অনেক অনেক শুভকামনা।
৩৬|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৭
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  ,
সন্দেহ নেই পরিশ্রম ও ধৈর্য্যের কাজ । ধন্যবাদ জানাতেই হয় । 
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:২৮
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:২৮
বিজন রয় বলেছেন: আপনার নিকট থেকে অনেক ভাল কবিতা আসবে আশা করছি।
কারণ এই ব্লগের অন্যতম প্রধান কণ্ঠস্বর আপনি।
ব্লগে আর একটু সময় বেশি দিন।
গুরুকে শুভেচ্ছা ও শুভকামনা।
৩৭|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৯
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৯
এস এম ইসমাঈল বলেছেন: ক্যামনে পরাণে বাঁচি?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :  
প্রাণ সখা! দাও না দেখা
ক্যামনে পরাণে বাঁচি?
তোমার বিহনে হৃদয় গগনে 
হতাশার মেঘ জমে রাশি রাশি।
কাটেনা নিশি
রাত জাগা পাখী; 
স্বপ্ন ভঙ্গের বেদনায়
অশ্রু সজল দু’টি আঁখি।।
এসো জাগরণে, নিশার স্বপনে,
ভাবাবেগের দুরন্ত শিহরণে
প্রেম জাগানিয়া স্মৃতির রোমন্থনে
এসো তুমি বার বার, সুন্দর হে!
এসো তুমি বার বার
মোর জীবন-মরণে,
স্বপনে-জাগরণে
সুখ স্মৃতির অবগুন্ঠনে,
রাশি রাশি প্রেম 
আর ভালোবাসা নিয়ে।
এটা কি আপনার সংকলনে
একটুখানি জায়গা  পেতে পারেনা?
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:২৯
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:২৯
বিজন রয় বলেছেন: অবশ্যই, অবশ্যই।
দেখুন উপরে জুড়ে দিয়েছি।
আরো কবিতা লিখুন।
শুভকামনা।
৩৮|  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৮
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
দারুণ। অসাধ্য সাধন।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩১
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩১
বিজন রয় বলেছেন: মাইদুল ভাল আছেন আশা করি।
আপনাকে আরো বেশি ব্লগে দেখতে চাই।
কবিতা লিখুন আর ভাল থাকুন।
৩৯|  ০৩ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫১
০৩ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 
অনেক পরিশ্রমী পোস্ট। প্রতিটা কবিতা পড়ে টপ টেন নির্বাচন চাট্টিখানি কথা নয়।
সব মিলিয়ে  এ এক বিশাল কর্মযজ্ঞ ! 
আশা করছি এতে কবিরা উৎসাহিত হবেন। কাব্যের মান উন্নয়ন করে প্রত্যেকে চাইবেন সেরা দশে স্থান করে নিতে। 
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫০
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত আপনাকে পাওয়া গেল।
আপনারা পুরানোরা, সিনিয়ররা এলে আমরা অনেক সাহস পাই, উৎসাহ পাই।
প্রতিটা কবিতা পড়ে টপ টেন নির্বাচন চাট্টিখানি কথা নয়।............ এই কাজটিই আমাকে করতে হবে।
তবে আরো চিন্তা ভাবনা আছে, আরো কিছুদিন আগ্রসর হই, তারপর দেখি কি হয়।
লিটন ভাই সাথে থাকুন।
৪০|  ০৩ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৯
০৩ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক পরিশ্রমের কাজ করেছেন বটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি করার জন্য, এতে করে সকলের কবিতা পড়া আরো সহজ হয়ে যাবে। সকলেই চায় ভালো লেখকগণের লেখা পড়তে। 
শুভ কামনা রইলো।
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৩
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: আসলে এই কাজটি আমার অনেক আগেই করা উচিৎ ছিল, বিশেষ করে আগে যারা করতেন তারা যখন বন্ধ করে দিয়েছিলেন তারপর থেকেই, কিন্তু সময়ের বড়ই অভাব!
তারপরও শুরু তো করলাম।
অনেক ধন্যবাদ প্রভা, কবিতা লিখুন, ভাল থাকুন।
৪১|  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৯:৪৮
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৯:৪৮
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অনেক বড়ো রকমের কাজ। বড়ো মনের পরিচায়ক। দোয়া....।
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৪
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৪
বিজন রয় বলেছেন: আপনার দোয়া যেন আমার উপর বর্ষিত হয় সেই আশা করি।
মন দিয়ে, অন্তর দিয়ে একটি কাজ করতে পারলে কোন কষ্টই কোন বাঁধা হবে না আশা করি।
অনেক অনেক শুভকামনা।
৪২|  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ১০:০৭
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ১০:০৭
শিখা রহমান বলেছেন: বাহ!! বিজন আপনি অনেক পরিশ্রমের তবে সুন্দর আর কাঙ্ক্ষিত একটি কাজ করেছেন। যে কবিতাগুলো পড়িনি খুঁজে পড়ে নেবো। সব কবিদের শুভকামনা আর আপনাকেও।
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৬
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: আপনাকে খুঁজছিলাম, পেয়ে গেলাম।
আপনার কবিতা কিংবা গল্প দুটোই দামী।
লিখুন।
সাথে থা্কার জন্য কৃতজ্ঞ।
৪৩|  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ১১:২১
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ১১:২১
জাহিদ অনিক বলেছেন: দুর্দান্ত বিজন দা
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৮
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৮
বিজন রয় বলেছেন: এবার আপনার দুর্দান্ত কবিতাগুলো পোস্ট করুন।
তারপর কথা হবে।
আপনাকে নিয়ে আমার অনেক আশা জাহিদ, আপনার ভিতরে অনেক কিছু বাস করে..........
বুঝতে পারছেন আমাকে?
৪৪|  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  রাত ১:৪৭
০৪ ঠা অক্টোবর, ২০১৮  রাত ১:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিঃসন্দেহে খুবই চমৎকার কাজ!
পরিশ্রমের মাধ্যমে অর্জন কখোনই বৃথা যায় না ।
................................................................................................
 
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৯
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৯
বিজন রয় বলেছেন: অনেক সন্মান দিলেন, হয়তো তার যোগ্য হয়ে উঠিনি, তবুও আপনার এই দান আমাকে পথ দেখাবে।
অনেক অনেক ধন্যবাদ।
৪৫|  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৩২
০৪ ঠা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৩২
স্রাঞ্জি সে বলেছেন: 
কবিতা সঙ্কলন অনেক কঠিন কাজ... তার মধ্যে সেরা কবিতা গুলো বাছা। এই তো আরো নিষ্ঠতার সাথে করতে হয়।যা অসাধ্য সাধন। আর এই কাজটি আপনি করতেছেন। যোগ্য হাতেই ঝাণ্ডা উঠেছে।আশা করি বিফল যাবে না।
শুভকামনা বিজন'দা.....
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৮
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৮
বিজন রয় বলেছেন: আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব!! আপনি গল্পের সংকলন করেছেন দেখে আমি সত্যি ভারমুক্ত। আমি যখন এই কবিতার সংকলন পোস্ট দিলাম তারপর থেকেই মাথার মধ্যে ঘুরপাক, তাহলে গল্পের সংকলন কে করবে, আমি কি পারবো, আমি কি সময় পাবো!!
যাক।
আমার যদি কোন কাজে লাগে অবশ্যই বলবেন। আপনার পরিশ্রমে নিজেকে দেখতে পেলে ধন্য মনে করবো।
আর আমি কিন্তু কারিগরী ব্যাপার কম বুঝি, এতদিন সংকলন না করা তার একটি কারন।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৪৬|  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪৭
০৪ ঠা অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪৭
সাহিদুর রহমান তুর্য বলেছেন: আমার কবিতা কই??  
   
   
   
  
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১০
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১০
বিজন রয় বলেছেন: আপনি কি প্রথম পাতায় অনুমোদন পেয়েছেন? সম্ভবত না। সেজন্য আপনার কবিতাগুলো চোখে পড়েনি আমার।
৪৭|  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪৭
০৪ ঠা অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪৭
সাহিদুর রহমান তুর্য বলেছেন: আমার কবিতা কই??  
   
   
   
  
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১১
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১১
বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো দেখেছি।
ভাল লেগেছে, এখানে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি।
প্রথম পাতায় অনুমোদন পেলে জানাবেন।
সাথে থাকুন তুর্য।
শুভকামনা।
৪৮|  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩৩
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩৩
সৈকত জোহা বলেছেন: সেরা তিন কবিকে পুরস্কার হিসেবে ব্লগারদের বই উপহার দিতে পারেন।
  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৩
০৪ ঠা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৩
বিজন রয় বলেছেন: হ্যাঁ, এভাবেই আপনাদের সুপরামর্শ চাচ্ছি।
অবশ্যই বই পুরস্কার হতে পারে, এবং সেটাই সবচেয়ে সেরা পুরস্কার হওয়া উচিত।
আরো মতামত দেন।
অনেক ধন্যবাদ  প্রিয় জোহা।
৪৯|  ০৪ ঠা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪৩
০৪ ঠা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪৩
ঋতো আহমেদ বলেছেন: পেশাগত ব্যস্ততার কারনে বেশিক্ষণ চোখ রাখতে পারিনা সামুতে। আপনার এই উদ্দোগ কবিদের উৎসাহিত করবে।
সবগুলো পড়তে পারিনি। সেরা দশ থেকে দুটি কবিতা খুবই ভালো লেগেছে আমার। মনে হয়েছে সেরাদের সেরা।
১। ক্ষণজন্মা ২। তিলত্রয়ীর উপাখ্যান
শুভ কামনা বিজনদা।
  ০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১১
০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১১
বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত এলেন তাহলে।
সেরা দশ নিয়ে আপনিই প্রথম কথা বললেন। 
আপনারা যারা কবিতা লেখেন তাদের একজায়গায় দেখতে চাই।
সাথে থাকুন।
৫০|  ০৫ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৩৮
০৫ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৩৮
নজসু বলেছেন: সংগ্রহে রাখার মতো একটি সুন্দর পোষ্ট।
  ০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১২
০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১২
বিজন রয় বলেছেন: তাই হোক। সংগ্রহে থাকুক।
আর কবিতা বা গল্প লিখুন।
শুভকামনা।
৫১|  ০৫ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
০৫ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগে হ্যাশট্যাগ অপশনটা অনেক আগে ছিলো। সে অনুযায়ী ডানে একটা ঘরও ছিলো। সেখানে মানুষ তাদের সিরিজের লেখা নির্দিষ্ট টাইটেলে রাখতে পারতো। এটা অনেক দিন ধরে নেই।
আমরা তখন তেমন সিরিয়াস ছিলাম না, কিন্তু অনেকেই এটার ব্যাবহার করতো। লোকাল প্রোফাইল হওয়াতে সেটার প্রয়োজন অনুভব করতাম না। কিন্তু টুইটার হ্যাসট্যাগের যুগে এটা এখন সময়ের দাবী। সামুর ডেভেলপাররা এটা নিয়ে ভাবতে পারে। তবে এটার অপশন গ্লোবাল
  ০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৫
০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৫
বিজন রয় বলেছেন: টুইটার হ্যাসট্যাগের যুগে এটা এখন সময়ের দাবী। সামুর ডেভেলপাররা এটা নিয়ে ভাবতে পারে। তবে এটার অপশন গ্লোবাল
দেখুন, সামুর মডারেটরদের আপনার এই চাহিদাটা চোখে পড়ে কিনা।
আচ্ছা, আপনি কি একটি কবিতা লিখবেন?
৫২|  ০৫ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:০৩
০৫ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:০৩
অব্যক্ত কাব্য বলেছেন: কবি, আপনার সাথে যোগাযোগের জন্য মুখিয়ে আছি।
কথা হবে সময়ের সাথে।
ভালো থাকবেন কবি। আপনার সুস্থতা কামনা করি
  ০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৬
০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৬
বিজন রয় বলেছেন: বলুন তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করি?
ফেসবুক, ইমেইল, অন্য কিছু?
অনেব ভাল লাগল, অনেক।
ব্লগ ছেড়ে যাবেন না কিন্ত!!
৫৩|  ০৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
০৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
ডঃ এম এ আলী বলেছেন: একটা উত্তম কাজ হয়েছে । 
আমি খুবই অসুস্থ । ব্লগে নিয়মিত বিচরণ করতে পারছিনা । 
একটু সুস্থ বোধ করলে সবগুলি কবিতা পাঠ করব । 
অবশ্য এর কয়েকটি ইতোমধ্যে পাঠ করেছি । 
আমার জন্য আর্শিবাদ চাই ।
শুভেচ্ছা রইল
  ০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৭
০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১৭
বিজন রয় বলেছেন: আপনার জন্য আমার আশীর্বাদ সবসময়ের জন্য। অবশ্যই আপনি সুস্থ হবেন দ্রুত।
আপনার সম্পর্কে আরো জানতে চাই।
বলুন........
৫৪|  ০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:২৬
০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ ! খুবই চমৎকার পোস্ট । একদিকে কবিতা প্রেমীরা সব কবিতা একইসাথে পাবে সাথে লেখক লেখিকারা পাবে উৎসাহ   
 
আমারও তাহলে এবার চমৎকার একটি কবিতা লিখতে হবে কারন আমিও যে বিজন রয় ভাইয়ার এই পোষ্টে নিজের লেখা একটি কবিতা দেখতে চাই   
 
কিন্তু আমিযে পারিনা   যা মনে আসে তাই লিখি
 যা মনে আসে তাই লিখি   অত ভাবতে যে ভালো লাগেনা
 অত ভাবতে যে ভালো লাগেনা  
  ০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৮
০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৮
বিজন রয় বলেছেন: আমি মনে করি কোন কিছু যদি মন থেকে লেখা হয়, তাহলে সে লেখা ভাল হতে পারে।
আপনি লিখুন, কবিতা, গল্প যেটাই মনে আসে।
লেখাটা যদি একবার নেশা হয়ে যায় তো আর কোন কথা নেই।
তো আর দেরি কেন.............?
৫৫|  ২১ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৫
২১ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাব্বাহ আপনি পারেন ও বটে , এ যে কি কষ্ট আর ধৈর্য নিয়ে করা লাগে যে করে সে টের পায়। 
আপনার প্রচেষ্টা সফল হোক, 
আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় ব্লগার। 
আমি দেখিই নি যে আমার কবিতাও সেরা ১০ এ। ব্যাপক ভাল লাগা   ।
 ।
  ২১ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৫
২১ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৫
বিজন রয় বলেছেন: বাহ! এতদিন পর জানলেন!
হ্যাঁ তো হবেই, কবিতার মানুষ আজকাল কবিতা ছেড়ে অন্যকিছু নিয়ে পড়েে আছে!!!!!!!
বলি ওসব বাদ দিয়ে কবিতায় আসুন, কবিতায় থাকুন।
হা হা হা ..........
আমার  কোন কষ্ট হচ্ছে না!!!!
আপনার সুন্দর শিরোণামের কবিতা চাই।
৫৬|  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:০৫
২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:০৫
শেরজা তপন বলেছেন: অবশ্যই ভাল উদ্যোগ- কিন্তু;
কিছু কবিদের নিয়ে এমনিতেই ব্লগারেরা ভীষন বেকায়দায় আছে- প্রতিদিন অন্তত একখানা কবিতা উপহার দিয়ে তারা আমাদের চরম কৃতার্থ করেন। গদ্য লেখকদের আফসোসের অন্ত নেই; অনেক খেটেখুটে একটা লেখা দেবার পরে কবিদের কবিতার ভারে সেটা অতি অল্প সময়ে ব্লগের তলানীতে গিয়ে ঠেকে!
অল্প কিছু কবি বাদে বেশীরভাগ কবিই কোনরূপ উৎসাহ উদ্দীপনা ও মন্তব্য ছাড়াই প্রতিদিন সুর্যোদয়ের পরেই একটা করে কবিতা প্রসব করেন কোন প্রসব বেদনা ছাড়াই সেখানে আপনার এমন সেরা কবিতা ও সংক্লোনের ঘোষনায় তারা তো আদাজল খেয়ে নামবে!
আমার কথায় নিশ্চিতভাবে কবিকুল নাখোশ হবেন। দেখুন একজন গদ্য লেখকের দু'চার পাতার লেখায় বাক্য বিন্যাস, বানান, ব্যাকারণগত ভুল থাকলে সেটা তেমন দৃষ্টিকটু লাগে না কিন্তু একজন কবির আট দশ লাইনের লেখায় এসব ভুল চোখে লাগে।
কাব্য একটা ভাবের বিষয় একটা আবেগের বিষয়, কাব্যের গভীরে ডুব দিয়ে মণি মানিক্য খুঁজে আনতে হয়।  যখন কেউ আপনার কবিতা পড়বে তখন সেটা তাঁর ভাবনার জগতে ছাপ ফেলতে বাধ্য হবে। শুধু মনে যা চাইল দশ বিশ লাইন ফড় ফড় করে লিখে ফেললেই হল না।  দ্বিতীয়বার ভাবনা নাই -কোন এডিট নাই, প্রতিদিন একটা কবিতা না লিখলে যেন আমার কবিত্ব প্রতিভা হুমকির মুখে পড়ে যাবে।
আজকে সবগুলো অনলাইন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে অচ্ছ্যুৎ ও ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে এইসকল কবিরা। কেউ নতুন একটা সাইট খুললেই একদল কবি গিয়ে হাজির হয়ে নিত্যদিন কবিতা প্রসব করতে শূরু করে। কেউ পড়ুক না পড়ুক - কেউ কিছু মনে করল কি না করল তাতে তাদের কিছু আসে যায় না। তারা আবার বেশীরভাগই নাক উঁচু - গদ্য লেখকদের পাত্তা দেয় না। এদের নিয়ে সেইসব সোশ্যাল মিডিয়ার মডারেটরেরা ভীষন বিপদে আছে।
আমাকে বিরোধীপক্ষ ভাববেন না। আপনি যখন ভাল কবিতার একটা লিষ্ট করবেন সেইরূপ বানান, ব্যাকারণ ও কবিতার মান নিরূপন করে খারাপ কবিতারও একটা তালিকা করার অনুরোধ রইল।  এসব অবশ্যই কাউকে নিরুৎসাহিত করার জন্য নয়- আমরা চাই মন ও মগজকে আলোড়িত করে এমন মানসম্পন্ন কবিতা। 
আমার কথায় কেউ মনে কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাল থাকবেন বিজন দা।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০২
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: খুব পরিশ্রমের কাজ করেছেন।