নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

কবির মৃত্যু নেই---গেওর্গে আব্বাস এবং মুনিরা চৌধুরী---অন্তিম আলোরেখায় উজ্জ্বল ধ্রুবতারা--- কবিতা ও গল্প সংকলন, নভেম্বর তৃতীয় সপ্তাহ, ২০১৮

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০


শোকযাত্রার মিছিল দীর্ঘতর হচ্ছে, আমরা ডুবে যাচ্ছি হারানো বেদনার অসীম গভীরে। ব্লগে আমরা কেউ কাউকে তেমন জানিনা, চিনিনা, তবুও লেখার মাধ্যমে, মন্তব্য-প্রতিমন্তব্যের মাধ্যমে হয়ে উঠি একে অন্যের অনেক কাছের, অনেক আপন। তাইকি কোন ব্লগারবন্ধু চিরতরে পরপারে পাড়ি দিলে আমাদের মনের কোনে হাহাকার করে ওঠে!! কেন তাদের জন্য হৃদয়ে এত স্পর্শ অনুভব করি!! কেন এমন হয়? "জীবন এত ছোট কেনে"?

হ্যাঁ, এ সপ্তাহে আমরা হারিয়েছি দু-দুজন ব্লগবন্ধুকে!! কবি দেলওয়ার হোসেন মঞ্জু (গেওর্গে আব্বাস) এবং কবি মুনিরা চৌধুরী। ওনাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এই পোস্ট ওনাদেরকেই উৎসর্গ করা হলো।

কোন লেখা না দিয়ে ওনাদের ব্লগঠিকানাই তুলে ধরলাম। লেখা পড়লেই বোঝা যাবে ওনাদের লেখা অনেক অন্যরকম উঁচুমানের!!

এক ফ্রেমে কবি মুনিরা চৌধুরী ও কবি দেলওয়ার হোসেন মঞ্জু (গেওর্গে আব্বাস)

কবি দেলওয়ার হোসেন মঞ্জু (গেওর্গে আব্বাস),
অথবা
দেলওয়ার হোসেন মঞ্জু
এবং
কবি মুনিরা চৌধুরী

ওনাদের ব্লগবাড়ি ঘুরে আসলে, ওনাদের কবিতা পড়লে ওনাদের প্রতি, ওনাদের সৃষ্টির প্রতি সঠিক মূল্যায়ন হবে।

ওনাদের নিয়ে যে পোস্টগুলো এসেছেঃ
সুলতানা শিরীন সাজি - ওপারে শান্তিতে থাকেন প্রিয় কবি দেলওয়ার হোসেন মঞ্জু (গেওর্গে আব্বাস)
সুলতানা শিরীন সাজি - কবিদের অভিমান ,সমুদ্র জানেনা!
নির্ঝর নৈঃশব্দ্য - আমি ও গেওর্গে আব্বাস-১
লাবণ্য প্রভা গল্পকার - বিনম্র শ্রদ্ধা কবি দেলোয়ার হোসেন মঞ্জু ।
ল - কবি মুনিরার অকাল প্রয়াণ
নীলসাধু - কবির মৃত্যু নেই! তারা রয়ে যান আমাদেরই কাছে

আরো স্মরণ করছি..... ব্লগারইমতিয়াজ ১৩ এর পোস্টে..... . না ফেরার দেশে চলে যাওয়া ব্লগার বন্ধুরা .......... .....


প্রিয় বন্ধুরা, আমার কবিতা সংকল পোস্টের পাশাপাশি ব্লগার স্রাঞ্জি সে গল্প সংকলন পোস্ট করছিলেন, কিন্তু তার ব্লগ থেকে যতদুর জানতে পেরেছি তার কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছে সেজন্য গল্প সংকলন পোস্ট আপাতত তার পক্ষে সম্ভব কিনা জানিনা। তাই তিনি বা অন্য কেউ যতদিন গল্প সংকলন পোস্ট না করছেন ততদিন আমি চেষ্টা করবো। তবে কতদিন ধরে চালাতে পারবো জানিনা।

তাই এই পোস্ট সপ্তাহের কবিতা ও গল্প একসাথে নিয়েই সংকলন করে পোস্ট দেওয়া হলো।

সপ্তাহের প্রথম কবিতা-সনজিত - দুঃখ ভুলে যাওয়া দিনে একদিন
সপ্তাহের শেষ কবিতা-সনেট কবি - কলাগাছ ও তুফান



সেরা - ২০ঃ
সাইয়িদ রফিকুল হক - ভোরের আলোয় ভরে আছে দেশ
আর কে মুন্না - কবিতা __ অল্প
জাহিদ অনিক - প্রতীক্ষা
সাইন বোর্ড - হেলমেট
ইরাবতী (ভূতের পেত্নী) - একদিন স্মৃতি হবো
উম্মে সায়মা - মেঘ-বাদলের গল্প (ছবিতা আর কবিতা ব্লগ)
সনজিত - কোকিল বসন্ত
ল - কবিতা আমার
জিএম হারুন -অর -রশিদ - কবি’র আত্মহত্যা
শাহরিয়ার কবীর - জীবন
আব্দুল্লাহ্ আল মামুন - মতলবি মতবাদ
সেলিম আনোয়ার - পানকৌড়ির চোখে রামধনু সরোবর
আবু হাসান লাবলু - সোনালী বসন্ত
সেলিনা জাহান প্রিয়া - পাগল কবি ।।
রাজসোহান - তখনো একুশ আমার
শরীফ আজাদ - সভ্যতা
কথাকথিকেথিকথন - কয়েদখানা বাজেয়াপ্ত।
সুলতানা শিরীন সাজি - কবিদের অভিমান ,সমুদ্র জানেনা!
প্রামানিক - গণতন্ত্রের উল্টো কথা
লাবণ্য প্রভা গল্পকার - হেমন্তপালক কিংবা কুয়াশাকথন



সব কবিতারাঃ

ভালবাসার সাতকাহনঃ
আবু রায়হান ইফাত - - আমি মাতাল হতে চাই তোমায় ভালোবেসে
আবু রায়হান ইফাত - - তুমি জানতে চেয়েছিলে
নিত্যন চক্রবর্তী। - দেবী ।
রানার ব্লগ - প্রতীক্ষার দিবারাত্রি
শরীফ আজাদ - শর্ত
শরীফ আজাদ - নির্বাণ
আমিই রানা - মোর প্রেয়সী হবে
এম এস মিজানুর রহমান - আমি অপেক্ষায় ছিলাম
জায়েদ হোসাইন লাকী - নারীপাঠ
জায়েদ হোসাইন লাকী - তোমার প্রতি অনুগত থাকতে চাই
ন্যািন্স েদওয়ান - নারী ও রাক্ষসী
ন্যািন্স েদওয়ান - অসমাপ্ত ভালোবাসা
ন্যািন্স েদওয়ান - তোমার জন্মদিন
ন্যািন্স েদওয়ান - বেশ দূরে
মোহাম্মদ বাসার - কবিতা
অলিউর রহমান খান - চোখের জলে
সনজিত - আশার আঁধারে
সনজিত - অবসর
সনজিত - আমি এতটা অবুঝ
সনজিত - শবযাত্রা রাতদিন
লিসানুল হাঁসান - রিডিং রুম
সেলিম আনোয়ার - পানকৌড়ির চোখে রামধনু সরোবর
আবু হাসান লাবলু - সোনালী বসন্ত
মোহাম্মদ বাসার - অজ্ঞাত পুরুষ
জাহিদ অনিক - বেঁচে থাকার চুক্তিপত্র
রাজসোহান - তখনো একুশ আমার
মো: নিজাম গাজী - পরাজিত ভালবাসা
JN Hridoy - কবিতাঃ আখিঁ
মীর সাজ্জাদ - ওগো প্রিয়া
মি. বিকেল - তুমি থাকলে হয়তো এমন হত
নীলসাধু - তোমার বুকের মইধ্যে হলুদ পাতা
কাজী ফাতেমা ছবি - ভালবাসার কাব্য-৫
ইমন তোফাজ্জল - তোমার নাচ
আব্দুল্লাহ্ আল মামুন - মৃত সব প্রেম
Biniamin Piash - ভালোবাসা মানে...
তুহিন সরকার - প্রতীক্ষা!
ইরাবতী (ভূতের পেত্নী) - হবি??
তাহমিদ রহমান - এপিটাফ, ভালোবাসার
আরিফুল হক৩৫ - সংসার

জীবন সমুদ্রপারেঃ
ফেনা - প্রাণের বিনিময়ে প্রাণ (১০০ তম পোষ্ট)
বাগান বিলাস - প্রলাপ ও সংলাপ
সাইন বোর্ড - হেলমেট
ক্যাক্টাস -শহর বাড়ি
আর কে মুন্না - সঞ্চয়
সাইয়িদ রফিকুল হক - চিরঅন্ধ
সাইয়িদ রফিকুল হক - কীসের এত ভাবনা?
নূর ইমাম শেখ বাবু - স্মৃতি
শাহরিয়ার কবীর - জীবন
সেলিনা জাহান প্রিয়া - পাগল কবি ।।
জিএম হারুন -অর -রশিদ - ভালোবেসে কেউ মরে না ———————
মোহাম্মদ সাজ্জাদ হোসেন - স্বপ্নরা বেঁচে থাকে
শরীফ আজাদ - সভ্যতা
বিদ্রোহী ভৃগু - একনু ভাব, দুয়নু প্রেম তৃষা
হাবিব স্যার - কানপচা কুকুর
হাবিব স্যার - আমড়ার গুণ
জুনায়েদ বি রাহমান - ক বি তা : (জলমন্ত্র; দোয়ার-তাসবিহ)
জুনায়েদ বি রাহমান - ক বি তাঃ (পোস্টমর্টেম, স্মৃতিরোমন্থন)
মোঃ মাইদুল সরকার - সেই স্মৃতি
মজনু শাহ - ভুতুড়ে মাঠে
ক্যাবলা কান্ত - একদিন আমি বৃদ্ধ হবো!
ন্যািন্স েদওয়ান - আজব চিড়িয়াখানা
আব্দুল্লাহ্ আল মামুন - ভালোবাসাময় সকালে
মীর সাজ্জাদ - মোদের পৃথিবী মোদের পণ
রুবে৭১ - আশায়.......
কথাকথিকেথিকথন - কয়েদখানা বাজেয়াপ্ত।
কসমিক রোহান - অবিস্মরণ
আবরার আহমেদ ফাহিম - ঘুমন্ত শহরের ব্যার্থ প্রার্থনা
হোসেন মৌলুদ তেজো - তাড়না
সাইয়িদ রফিকুল হক - আজকে বিরাট খুশির ঈদ

আমার আমি-আমাদের আমরাঃ
শাহারিয়ার ইমন - নৈশ-বাণী
আর কে মুন্না - কবিতা __ অল্প
ক্যাবলা কান্ত - "ভুল"
মোঃ এনামুল হক রাকিব - হতে চাইতাম
অব্যক্ত কাব্য - ভুল
নাসরিন চৌধুরী - আমার বড্ড ঘুম পাচ্ছে!
জুনায়েদ বি রাহমান - কবিতাঃ কাপুরুষ প্রেমিক
আবু ছােলহ - দু'টি কবিতা: ঋণ এবং ঋণ নেই
আবু ছােলহ - অর্ধ যুগের জোছনা ভেজা হাওয়ায়,
সাইয়িদ রফিকুল হক - আমার অনেক বন্ধু ছিল—১
রুবে৭১ - শূন্যতা
রুবে৭১ - বোঝেনা সে......
রানার ব্লগ - অনিশ্চিতের পথ যাত্রি আমি
রিয়াজ মাহমুদ শামীম - ক্ষ্যাপা! Zarieht

প্রকৃতির রঙঃ
সনজিত - দুঃখ ভুলে যাওয়া দিনে একদিন
সনজিত - কোকিল বসন্ত
লক্ষণ ভান্ডারী - বাংলার মাটি বাংলার জল
লক্ষণ ভান্ডারী - আমার গাঁয়ে আছে ছায়া
মীর সাজ্জাদ - শীতের শুভেচ্ছা ও দাওয়াত
খেয়া ঘাট - ঝরা পত্র
আশিক ফয়সাল - একি ঋতু!
সাইন বোর্ড - বর্ষা মঙ্গল
নিত্যন চক্রবর্তী। - কাল ভোর হবে।
মোঃ খুরশীদ আলম - সাজাবো তোমায় হরেক রংয়ে

স্বদেশ ও রাজনীতিঃ
কিরমানী লিটন -পান্জেরী- আর কতদূর...?
সাইয়িদ রফিকুল হক - ভোরের আলোয় ভরে আছে দেশ
সাইয়িদ রফিকুল হক - ভোটের মিলনমেলা
সাইয়িদ রফিকুল হক - ঈমানচোরার গল্প
সাইয়িদ রফিকুল হক - প্রকৃতির বিচার
সাইয়িদ রফিকুল হক - গণতন্ত্র মানে কী?
জয়দেব মা্ন্না - এরাই নাকি আপন
আব্দুল্লাহ্ আল মামুন - মতলবি মতবাদ
আব্দুল্লাহ্ আল মামুন - শুভ সকাল বাংলাদেশ
ফরিদ আহমদ চৌধুরী - ভোটের হাওয়ায়
মোঃ মঈনুদ্দিন - এ দেশ আমার; শুধুই আমার, আর কারো নয়
প্রামানিক - গণতন্ত্রের উল্টো কথা
কি করি আজ ভেবে না পাই - প্রামানিক, গুরু তোমায় ছড়াঞ্জলি (গণতন্ত্রের উল্টো কথা)
JN Hridoy - কবিতাঃ বিলুপ্ত দেশপ্রেম
যুক্তি না নিলে যুক্তি দাও - কি করি আজ ভেবে না পাই, প্রামানিক গুরু তোমাদেরকে ছড়াঞ্জলি (গণতন্ত্রের সর্টকার্ট তরিকা ধনী হওয়ার সহজ উপায়)

কবি ও কবিতাঃ
ল - কবিতা আমার
জিএম হারুন -অর -রশিদ - কবি’র আত্মহত্যা
মীর সাজ্জাদ - কবিতা লেখার রোগ
সুলতানা শিরীন সাজি - কবিদের অভিমান ,সমুদ্র জানেনা!

গদ্যময়তাঃ
জায়েদ হোসাইন লাকী - আত্মহত্যার আগে আমি যা লিখে রেখে গিয়েছিলাম
বিক্রমাদিত্য মুশফিক - বাধ্যতা!
মাহবুবুল আজাদ - মৌলিন রুজ স্মৃতির বৃষ্টিরাত
লাবণ্য প্রভা গল্পকার - হেমন্তপালক কিংবা কুয়াশাকথন
কিরমানী লিটন - হায় স্মৃতী- ভুলে যাওয়া রোদ ....

সনেটীয়ঃ
সনেট কবি - ব্লগার রানার ব্লগ
সনেট কবি - ব্লগার কিরমানী লিটন
সনেট কবি - ব্লগার কাতিআশা
সনেট কবি - আমাদের তন্ত্র-মন্ত্র
সনেট কবি - কবি শাহরিয়ার কবীরের ভাবনার রূপায়ন
সনেট কবি - আহমেদ জী এসের কবিতা
সনেট কবি - গন্তব্য
সনেট কবি - জলপাই
সনেট কবি - কলাগাছ ও তুফান
হাবিব স্যার - প্রিয় “সনেট কবির” প্রতি কৃতজ্ঞতা
হাবিব স্যার - সুখ
হাবিব স্যার - নীতিহীনের নেতৃত্ব!
হাবিব স্যার - ঘরে ঘরে দূর্গ চাই
হাবিব স্যার - ডুমুরের শপথ
হাবিব স্যার - সুখ আসবেই
মাহমুদুর রহমান - কবিতাঃ- প্রিয় সনেট কবি জনাব ফরিদ আহমদ চৌধুরী।
নতুন নকিব - পন

ইংরেজী কবিতাঃ
নিস্তব্ধ নিরয় - Will you be the one!

অনুবাদঃ
আফরোজা সোমা - রুমির কবিতা, আমার অনুবাদ-১৪
আফরোজা সোমা - রুমির কবিতা, আমার অনুবাদ-১৫


ছড়াছড়িঃ
লক্ষণ ভান্ডারী - অজয় নদী
লক্ষণ ভান্ডারী - মন্দিরে কাঁদে তোদের দেবতা
লক্ষণ ভান্ডারী - সমাজের অবিচার
নূর ইমাম শেখ বাবু - টান
নূর ইমাম শেখ বাবু - এই জীবন
নূর ইমাম শেখ বাবু - মাশরাফির মাঠ
নূর ইমাম শেখ বাবু - তুমি নামের চালিকা শক্তি
নূর ইমাম শেখ বাবু - চাঁদের দেশে
নূর ইমাম শেখ বাবু - সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি
নূর ইমাম শেখ বাবু - একলা জীবন
নূর ইমাম শেখ বাবু - দীর্ঘশ্বাস
নূর ইমাম শেখ বাবু - রাষ্ট্র নায়ক
এমএইচ রনি১৯৭১ - কামলাদের ছড়া
রা্‌ব্‌বানী - অনুকাব্য
আব্দুল্লহ আল মামুন - গুপ্ত কথা
রুবে৭১ - যদি আমি মরি
রুবে৭১ - হাজার দুয়ার
রুবে৭১ - তোমার জন্য
রুবে৭১ - মাওলানা ভাসানী
রুবে৭১ - বিশ্বাসঘাতক
রুবে৭১ - পথ শিশু
রুবে৭১ - ক্ষ্যাপা
রুবে৭১ - ভেজালে ভেজাল
মীর সাজ্জাদ - শিশুকাল
মীর সাজ্জাদ - কর্মই যখন জীবন
বাকপ্রবাস - খেলা
Sami Al Shakib - "কিছু বেঁচে রোক"
মোঃ খুরশীদ আলম - অপেক্ষা
আরোহী আশা - মাছরাঙ্গা
আরোহী আশা - মুরগী ছানা
সালাউদ্দিন শাহরিয়া - শীতকাল
সালাউদ্দিন শাহরিয়া - শীতরাত
জুনায়েদ বি রাহমান - একটি শীতকালীন ছড়া



গল্পসমগ্রঃ
শিখা রহমান - ছায়াময় অতীত
toysarwar - ছোট গল্প - তরফদার সাহেবের স্বীকারোক্তি
ফোয়ারা - যাপিত জীবনের অল্প গল্প
স্বাধীন আকন্দ - স্নিগ্ধা (অণুগল্প)
সাইয়িদ রফিকুল হক - ছোটগল্প: জীবনের প্রশ্নোত্তর মেলে না
সেলিনা জাহান প্রিয়া - ছোট গল্পঃ- অরণ্যে বর্ষার ফুল ।
জাহিদুল হক সুবন - গল্প: সাত রঙ্গা রং ধনু
রিম সাবরিনা জাহান সরকার - হঠাৎ স্বর্ণকেশী!-দশ
ইরাবতী (ভূতের পেত্নী) - পিশাচ সংসার ( পর্ব ৩ )
ইরাবতী (ভূতের পেত্নী) - পিশাচ সংসার ( পর্ব ৪ )
ইরাবতী (ভূতের পেত্নী) - পিশাচ সংসার ( পর্ব ৫ )
ইরাবতী (ভূতের পেত্নী) - পিশাচ সংসার ( শেষ পর্ব )
ইরাবতী (ভূতের পেত্নী) - সে
ইব্‌রাহীম আই কে - নীলু নামের মেয়েটি। ছোট গল্প।
মৌরি হক দোলা - ভ্রান্ত-সুর
কাইকর - সত্যিকারের নায়ক হইবার চাই! ( ছোট গল্প)
কাইকর - মা হইবার স্বপ্ন! (অনুগল্প)
ফাহমিদা বারী - তখনো সন্ধ্যা নামেনি.।
Biniamin Piash - গল্পঃ বাসর বিভ্রাট
কি করি আজ ভেবে না পাই - তিনটি রাজদরবারি রূপকথা
অপু দ্যা গ্রেট - ব্যাচেলর্স সমিতিঃ এক ভাঙ্গা সমিতির গল্প (মহাপুরুষ সিরিজ)
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা - কাঠুরে ও জলপরি(আধুনিক ভার্সন)
নজসু - দৈনিক প্রথম আলো তে পুরস্কার বিজয়ী আমার লেখা একটি গল্প
তারেক ফাহিম - মাকড়সার ফাঁদ
আবু রায়হান ইফাত - ছোট গল্প - জীবনচক্র
আবু হাসান লাবলু - শিরীষের বনে
মোরতাজা - অণুগল্প।। আবিদুর নিজেকে প্রশ্ন করলো? কি হিংসে হয়!
ক্যাবলা কান্ত - "_অনুগল্প_"
ক্যাবলা কান্ত - "__অনুগল্প__"
JN Hridoy - গল্পঃ অবোধ-অসহায়ত্ব
JN Hridoy - ছোটগল্পঃ মুক্তিযোদ্ধারা ও একটি ট্রেনভ্রমণ।
ফাহিম আল মামুন - অনিশ্চিত পদধূলি- বটবৃক্ষের ছায়ায়
নূর ই জান্নাত দ্বিতীয়া - কিছুটা ভৌতিক
সৈয়দ তাজুল ইসলাম - প্রাপ্তি
সৈয়দ তাজুল ইসলাম - প্রাপ্তি
সজিব আহমেদ আরিয়ান - অন্তরালে অন্যকিছু!
দিকশূন্যপুরের অভিযাত্রী - কঠিন কষ্ট
খাঁজা বাবা - গল্পঃ কাঁচা মিঠে সংসার
অনির্ণেয় অন্তরক - কলি: একটি বেঁচে যাওয়ার গল্প।
ল - নিন্দার- নরকে
অগ্নি সারথি -কেমন আছো সামহোয়ার ইন!
মাহমুদুর রহমান - চিরকুটে লিখা ছিল।
বঘ - বিচার (একটি মিনি গল্প)
সৃষ্টিশীল আলিম - রম্যগল্প : রসিকচান
সুহান সুহান - একটি কল্প কাহিনী


বই ও লেখালেখিঃ
ইব্‌রাহীম আই কে - অণুগল্পের ভিতর বাহিরঃ কি কেন ও কিভাবে???
অর্ক বিন মুজিব - অবদমিত অভিমান ঃ বইয়ের কথা
দিশেহারা রাজপুত্র - 'ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল'— আমার প্রথম কবিতার বই এবং কিছু আলাপ


ফিরে দেখা নভেম্বরঃ
নভেম্বর প্রথম সপ্তাহ - সংলাপে হয় না ---- কবিতায় হবে, ..... কবিতা সংকলন ..... নভেম্বর ২০১৮, প্রথম সপ্তাহ!
নভেম্বর দ্বিতীয় সপ্তাহ - উৎসর্গ......হুমায়ুন আহমেদ, যার সৃষ্টিই আমাদের দৃষ্টি......কবিতা সংকলন নভেম্বর দ্বিতীয় সপ্তাহ, ২০১৮!


সবাই ভাল থাকুন, শুভকামনা।



মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

নজসু বলেছেন: শুভেচ্ছা। :)

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

বিজন রয় বলেছেন: কবিতার ভুবনে আপনাকে স্বাগতম। উষ্ণ অভিবাদন গ্রহণ করুন। সাথে সাথে গল্পে গল্পে সময় পার করুন।

যদিও পোস্ট পোস্ট না ফেরার দেশে চলে যাওয়া দু'জন বন্ধুকে উৎসর্গ করা হয়েছে।
তাই মনটা খারাপ হয়ে যাবে, তবুও তাদের সৃষ্টিকে আগলে রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা নজসু।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ওয়াও.....

কবিদের জন্য শ্রদ্ধা।


তা শিক্ষকদের শিক্ষক একখানা বিশাল পোস্ট দিয়েই দিলেন :D

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

বিজন রয় বলেছেন: গতকাল বিকালে ও রাত্রে খুব ব্যস্তছিলাম বাইরের কাজে, তাই আপনার পোস্টে যাওয়া হয়নি।
এখন আপনার কথা শুনে আপনার ওখানে যেয়ে কথা বলে আসলাম।

এখানে শুধু কবিতা নেই কিন্তু গল্পও আছে।
তাই কবিদের সাথে সাথে গল্পকারদেরকেও শ্রদ্ধা অর্পন করতে হবে।

অনেক ভাল লাগল।
শুভকামনা।

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরিশ্রমী পোস্ট
অনেক শুভকামনা দাদা
ভালো থাকুন ।

ভাবছি এখন থেকে নিয়মিত হবো । যাই হাবিজাবি লিখি না কেনো। মানুষ পড়ুক না পড়ুক। ব্লগের সাথে থাকবো ইনশাআল্লাহ।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

বিজন রয় বলেছেন: আপা অনেক দিন পর আপনাকে পেলাম।
আপনার কবিতা মিস করি।

যদি নিয়মিত হন তো আমাদের খুব ভাল লাগবে, আর আপনার দারুনসব কবিতা দিয়ে মন ভরাবো।
তাই হোক কিছুটা হলেও ব্লগের সাথে থাকুন।

ভাল থাকুন।

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০

নতুন নকিব বলেছেন:



শিরোনামটাও সুন্দর!

কবির মৃত্যু নেই---গেওর্গে আব্বাস এবং মুনিরা চৌধুরী---অন্তিম আলোরেখায় উজ্জ্বল ধ্রুবতারা--- কবিতা ও গল্প সংকলন, নভেম্বর তৃতীয় সপ্তাহ, ২০১৮

তারপরে প্রাককথনটুকু? তাও কিন্তু হৃদয়ছোঁয়া!

শোকযাত্রার মিছিল দীর্ঘতর হচ্ছে, আমরা ডুবে যাচ্ছি হারানো বেদনার অসীম গভীরে। ব্লগে আমরা কেউ কাউকে তেমন জানিনা, চিনিনা, তবুও লেখার মাধ্যমে, মন্তব্য-প্রতিমন্তব্যের মাধ্যমে হয়ে উঠি একে অন্যের অনেক কাছের, অনেক আপন। তাইকি কোন ব্লগারবন্ধু চিরতরে পরপারে পাড়ি দিলে আমাদের মনের কোনে হাহাকার করে ওঠে!! কেন তাদের জন্য হৃদয়ে এত স্পর্শ অনুভব করি!! কেন এমন হয়? "জীবন এত ছোট কেনে"?

হ্যাঁ, এ সপ্তাহে আমরা হারিয়েছি দু-দুজন ব্লগবন্ধুকে!! কবি দেলওয়ার হোসেন মঞ্জু (গেওর্গে আব্বাস) এবং কবি মুনিরা চৌধুরী। ওনাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এই পোস্ট ওনাদেরকেই উৎসর্গ করা হলো।

কোন লেখা না দিয়ে ওনাদের ব্লগঠিকানাই তুলে ধরলাম। লেখা পড়লেই বোঝা যাবে ওনাদের লেখা অনেক অন্যরকম উঁচুমানের!!


এরপরে সম্বোধন পর্ব? তাও কি হৃদয় হরন করা নয়?

প্রিয় বন্ধুরা, আমার কবিতা সংকল পোস্টের পাশাপাশি ব্লগার স্রাঞ্জি সে গল্প সংকলন পোস্ট করছিলেন, কিন্তু তার ব্লগ থেকে যতদুর জানতে পেরেছি তার কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছে সেজন্য গল্প সংকলন পোস্ট আপাতত তার পক্ষে সম্ভব কিনা জানিনা। তাই তিনি বা অন্য কেউ যতদিন গল্প সংকলন পোস্ট না করছেন ততদিন আমি চেষ্টা করবো। তবে কতদিন ধরে চালাতে পারবো জানিনা।

বাদবাকি উপশিরোনামগুলোও যথারীতি আগের মতই সুন্দর-

সেরা - ২০ঃ
সব কবিতারাঃ
ভালবাসার সাতকাহনঃ
জীবন সমুদ্রপারেঃ
আমার আমি-আমাদের আমরাঃ
প্রকৃতির রঙঃ
স্বদেশ ও রাজনীতিঃ
কবি ও কবিতাঃ
সনেটীয়ঃ
ইংরেজী কবিতাঃ
অনুবাদঃ
ছড়াছড়িঃ
গল্পসমগ্রঃ
বই ও লেখালেখিঃ
ফিরে দেখা নভেম্বরঃ

শুভকামনা অনিশেষ।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: চমৎকার। এই মন্তব্য করতেও যে আপনার অনেক সময় লেগেছে!!

হৃদয়ে হৃদয়ে এই যে পরিপূর্ণতার স্বাক্ষর রেখে যাওয়া এটাতেই মানুষকে বাঁচিয়ে রাখে মানুষের মাঝে।
আপনার সহৃদয় উপস্থিতি আর সৌজন্যমূলক কথাবার্তা সবসময় আমাকে শান্তি দেয়, সুখি করে।

পোস্টের সমগ্র চিত্র তুলে ধরে এই সম্পূর্ণ মন্তব্য করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ।
অনেক অনেক শুভকামনা।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবির মৃত্যু নেই-


সামুবাসী দুই কবির অকাল মৃত্যুতে সবাই শোকাহত!! ওনারা বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে।

গেওর্গে আব্বাস এবং মুনিরা চৌধুরী ওনাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।


০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: দেরিতে উত্তর করছি।

সৃষ্টি অমর তাই কবিও অমর, কেননা কবিরা সৃষ্টি করে।

ধন্যবাদ শাহরিয়ার।

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবি মুনিরা চৌধুরীর কিছু লেখা ফেইসবুকে পড়েছি। ব্লগে উনি ছিলেন জানতাম না।
দুজনকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

অনেক পরিশ্রমী পোস্ট। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন দাদা।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: কবিরা বেঁচে থাকুক সবার হৃদয়ে তাদের কবিতার মধ্য দিয়ে।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

ফেনা বলেছেন: দুজনকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।

ধন্যবাদ ও শুভকামনা।

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: বরাবরই আপনার এই সাপ্তাহিক সংকলনটির জন্য অপেক্ষায় থাকি- অনেক শ্রমসাধ্য রিভিউ...। ভালোবাসা আর শুভকামনা, আপনার শুভ ইচ্ছারা বেঁচে থাকুক- ক্লান্তিহীন ...।

সামুবাসী দুই কবির অকাল মৃত্যুতে সবাই শোকাহত!! তাদের জন্য ভালোবাসা, শ্রদ্ধায়- ভক্তিতে ..।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: দেরিতে উত্তর করার জন্য দুঃখিত!

আমি একটু কষ্ট করছি ঠিক, কিন্তু ব্লগের জন্য তো ভাল হচ্ছে।
আর আপনি এই যে বললেন 'অপেক্ষা'য় থাকেন, এটাই তো আমার সবচেয়ে বড় পাওনা।

অনেক অনেক শুভকামনা।

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

হাবিব বলেছেন: আপনি যেমন সপ্তাহ শেষ হতেই কাব্য সংকলন দেন
তেমনি করে কোম্পানী যদি মাস শেষ হলেই বেতনটা দিত................. B-) ;)

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: হা হা হা ....... এই জন্যই তো মালিক আর শ্রকিদের মধ্যে অনেক পার্থক্য।

কবিরাও তো এক রকমের শ্রমিক।

ধন্যবাদ বুদ্ধিদীপ্ত কথার জন্য।

১০| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

করুণাধারা বলেছেন: এবারের সংকলন অন্যবারের চেয়ে আলাদা, শুরুতেই দুজন প্রয়াত কবির উল্লেখে মন বিষণ্ন হয়ে গেল। এক ফ্রেমে দুজনকে পেলাম আপনার এই পোষ্টের মাধ্যমে, দুজনের লেখার লিংক গুলোও পেলাম যেটা আগে আমি খুঁজে পাইনি।

প্রয়াত এই দুজন কবিকে নিয়ে অনেকগুলো পোস্ট এসেছে, এই পোস্টটাই আমার সবচেয়ে ভালো লাগলো।

আপনার সংকলন বরাবরের মতই কষ্টসাধ্য কাজ- অসংখ্য ধন্যবাদ জানাই এটা করার জন্য।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: ওই দুজনের লেখা অনেক ভাল, অনেক।

কিভাবে যে কি হয়ে গেল!!

আপনার মন্তব্যে আমি বরাবরই একটি দর্শন, একটি দিকনির্দেশনা, একটি অর্থ খুঁজে পাই।

শুভকামনা রইল।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: অনেক পরিশ্রমের কাজ করেছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: আপনি কিন্তু কবিতা লিখছেন না!!!

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

আরোগ্য বলেছেন: প্রথমেই উনাদের পরপারের মঙ্গল কামনা করছি।

আবারও অভিনন্দন বিজনদা ও অন্যান্য সেরাদের।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: অভিনন্দন সাদরে গৃহীত হলো।

আপনার কবিতা কই?

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪৭

বলেছেন: আরেকটি হৃদয়স্পন্দন কেড়ে নেয়া সংকলন।

শিরোনাম টাচ করে কোমল হৃদয়।
সবাই কেন চলে যায় ---
কাউকে চিমি না তবুও এত কষ্ট, এত হারানোর ব্যাথা।


আপনার কর্মই আপনার সফলতা।

ভালোবাসা প্রিয় দাদা,

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: আপনার আন্তরিকতা ভাল লাগছে।

কবিতার প্রতি আপনার টান আর ঝোঁক চেখে পড়ার মতো।

পোস্টি আপনার এত ভাল লেগেছে জেনে খুশি হলাম।

ভাল থাকেন।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

মীর সাজ্জাদ বলেছেন: নতুনত্বের ঘ্রাণ পাচ্ছি, শুভ কামনা আপনার জন্য।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

বিজন রয় বলেছেন: প্রত্যেক পোস্টে কিছু না কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি।

বিষয়টি আপনার চেখে পড়েছে।

শুভকামনা।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন পরিশ্রমী আয়োজন। আপনার পরিশ্রম স্বার্থকতা লাভ করুক। এবার দেখি আমার কবিতাও আছে!!!!

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

বিজন রয় বলেছেন: প্রত্যেকবারই আপনার কবিতা থাকে।

আপনি না দেখেন?

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগার প্রতি সপ্তাহ এক পৃষ্ঠায় নিয়ে আসেন।

শুধুই মুগ্ধ হুই।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

বিজন রয় বলেছেন: তাহলে এই সংকলনগুলো ভাললাগার একপৃষ্টা হয়ে থাকুক।

আপনাকে অনাবিল শুভেচ্ছ।

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

আলোরিকা বলেছেন: ওনাদের লেখা আগে কখনও পড়িনি , চিনিও না তারপরও কষ্ট লাগছে । নিঃসন্দেহে অনেক প্রতিভাবান ছিলেন । ভাল থাকুন , নির্বাণ লাভ করুন । ভালবাসা ও শ্রদ্ধা :(

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: আপনি অনেক দিন পরে এলেন!
আপনাকে আগের মতো পাওয়া যায় না।
একটু নিয়মিত হন।

শুভকামনা রইল।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

কথাকথিকেথিকথন বলেছেন:





ক্ষণজন্মা কবির সংখ্যা বাড়ছে । হৃদয় ভারী হচ্ছে ।
আয়োজন বরাবরের মত চমৎকার ।

সকল কবিরা ভাল থাকুক ।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: কবিদের জন্য আকাশে কি আলাদা জায়গা আছে!!
থাকলে হয়তো দেখা হবে।

ধন্যবাদ 'বড়' কবি!

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক পরিশ্রমের কাজ। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। সব সময় ভাল থাকবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

আপনার সবসময় পাশে পাচ্ছি এটা ভাল ব্যাপার।

এভাবেই থাকুন।

২০| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

শিখা রহমান বলেছেন: বিজন বরাবরের মতোই সুন্দর একটা সংকলন। গত কিছুদিন ব্যস্ততা ছিলো। সংকলন পেয়ে ভালো লাগছে। না পড়া কবিতা আর গল্পগুলো সময় করে পড়ে নেবো। উৎসর্গ যাথাযথ হয়েছে। ওনাদের ব্লগের লিঙ্ক দিয়ে ভালো করেছেন। ওনাদের লেখার সাথে পরিচয় ছিলো না, করে নেবো।

ভালো আছেন আশা করি। আপনি গল্পের ভারও নিয়ে নিয়েছেন দেখি। বার বার হয়তো একই কথা বলে বিরক্ত করছ...তবু না বলে উপায় কি!! আপনি আসলেই আশ্চর্য সুন্দর একজন মানুষ।

ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়। শুভকামনা নিরন্তর!!

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: হ্যাঁ, গল্পের ভারও নিয়ে নিলাম। যতদিন অন্য কেহ এই না নিচ্ছেন ততদিন এই ভার যেন বইতে পারি।

আপনি প্রতিনিয়ত আপনার আপন হয়ে উঠছেন কিন্তু!!

২১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

ধ্রুবশূন্য বলেছেন: খুবই ভালো লাগলো, সুন্দর হয়েছে ব্লগ টি,

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

কবিতা লিখুন।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো হয়েছে।

শুভেচ্ছা ও শুভকামনা।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: আপনাকেও শুভকামনা সবসময়ের।

আপনার নিয়মিত হওয়াটা আমার কবিতা সংকলনকে অনেক সমৃদ্ধ করছে।

ভাল থাকুন।

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: কবির মৃত্যু নেই---গেওর্গে আব্বাস এবং মুনিরা চৌধুরী---অন্তিম আলোরেখায় উজ্জ্বল ধ্রুবতারা--- কবিতা ও গল্প সংকলন, নভেম্বর তৃতীয় সপ্তাহ, ২০১৮ - আপনার এই পোস্ট, পোস্টের কথা, বেশ কিছু প্রতিমন্তব্যের কথা... এ সবই আপনার হৃদয়ের বিশালত্বের স্বাক্ষর। আপনার এ শ্রদ্ধাঞ্জলি আমার হৃদয়-মন ছুঁয়ে গেছে। কবিতা সংকলনমূলক আপনার সব পোস্টই খুব ভাল হচ্ছে, তবে এ পোস্টের জন্য মেনী মেনী স্পেশাল থ্যাঙ্কস!
একই ফ্রেমে দু'জন প্রয়াত কবির ছবি দেখে চশমা মুছতে হয়েছে! ভালবাসার কবিদ্বয় স্রষ্টার নিবিড় ভালবাসার আচ্ছাদনে ঢাকা থাক লোকান্তরে!
আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে আর খাট করবো না। আপনি বিশাল।
ভাল থাকুন, শুভকামনা...

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

বিজন রয় বলেছেন: আপনার এই মন্তব্য যেদিন করেছিলেন সেদিনই দেখেছিলাম, কিন্তু নানা কারনে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আশাকরি তাতে কিছু করেননি।

কবি গেওর্গে আব্বাসের কবিতার সঙ্গে আমার পরিচয় অনেকদিনের আর মুনিরা চৌধুরীর কবিতার সাথে খুব বেশি দিনের পরিচয় ছিল না। সে যাই হোক, ব্লগের কেহ ওভাবে অসময়ে চলে গেলে মনটা খুব ভারী হয়ে যায়, মনটা ছ্যাৎ করে ওঠে কেন জানিনা, অথচ কেউ কাউকে সরাসরি চিনিনা। ভালবাসা, শ্রদ্ধা বোধহয় এমনই, যার কোন উত্তর নেই।

এই পোস্টের প্রথম ছবিটা দিয়েছি এই জন্য যে, চলে যাওয়া কবিদ্বয় উপর থেকে হাত দিয়ে আমাদের ডাকছেন, আমরাও নিচে থেকে হাত বাড়িয়েছি। আসলে আমাদের সবাইকে তো একদিন চলে যেতে হবে সেই অজানা শূন্যে।

পুরো পোস্ট জুড়ে জোড়া হাতের ছবি দিয়েছি যেন আমরা সবাই পরস্পরের হাত ধরে চলি, এগিয়ে যাই ইত্যাদি।

এই পোস্টে তাদের ছবি দেখে যে আপনার হৃদয় বিগলিত হয়েছে, এটা সেই ভালবাসার অকৃত্রিম প্রকাশ।
এভাবেই তো আমাদের বেঁচে থাকা উচিৎ।

আমাকে বিশাল বললেন, আমার হৃদয়কে বিশাল বলেলেন, আমি আর কি বলবো।
আমি আপনাকে অবনত মস্তকে প্রণাম জানাচ্ছি।

অনেক অনেক ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.