|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
'অরিত্রী' অনিবার্যভাবে বাংলাদেশের হৃদয় হয়ে ওঠা একটি অসমাপ্ত বিদায় দৃশ্য, একটি শূন্যস্পর্শ, একটি দিকশূন্যপারের অশ্রু বিসর্জন।
অরিত্রীকে নিয়ে ব্লগে ব্লগারদের প্রতিক্রিয়া প্রবলভাবে চোখে পড়ার মতো। এই প্রতিক্রিয়া থেকে আমি বুঝে নিয়েছি যে, বাংলাদেশের অধিকাংশ মানুষ সঠিক বোধসম্পন্ন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে এবং ন্যায়ের পক্ষে জেগে উঠতে পারে এবং এই জন্য আমি এখনো স্বপ্ন দেখি এইসব বিবেকবান মানুষের দ্বারা বাংলাদেশ একদিন সব অশুভকে অতিক্রম করে মাথা তুলে দাঁড়াবেই।
আর এই স্বপ্ন হৃদয়ে ধারন করে এই পোস্ট সকল ব্লগারের পক্ষ থেকে অরিত্রীকে উৎসর্গ করা হলো, এবং এই সংকলনের নাম দেওয়া হলো  "অরিত্রী সংকলন"।
অরিত্রীকে নিয়ে গত এক সপ্তাহে ব্লগে অনেক লেখা এসেছে, আমার চোখে যেগুলো পড়েছে সবগুলো এই পোস্টে সন্নিবেশিত করলাম। এইসব লেখার মধ্যদিয়ে আমাদের সবার হৃদয়ের কথা ফুটে উঠেছেঃ
হাসান মাহবুব - অরিত্রীকে হত্যা করা হয়েছে, আমাকেও হত্যা করার চেষ্টা করা হয়েছিলো
র ম পারভেজ - অভিজাত বিদ্যালয়ের অমানবিক আচরণে নিভে গেলো একটি জীবন-প্রদীপ
পান্হপাদপ - ভিকারুন্নিসা নুন স্কুল কাউকে তোয়াক্কা করে না তাদের সেচ্ছাচারী আচরণের কাছে জিম্মি শিক্ষার্থী ও অভিভাবকগণ
সামিয়া - অরিত্রির অকাল মৃত্যুর দায় আমাদেরই
কাল্পনিক_ভালোবাসা - এ কেমন ধরনের শিক্ষক, এ কেমন শিক্ষা ব্যবস্থা? আর কত অরিত্রীকে এইভাবে খুনের শিকার হতে হবে?
ঈপ্সিতা চৌধুরী - আত্মহত্যা করার মত অনেক ঘটনা জীবনে ঘটেছে--কিন্তু করিনি... আমি/ আমরা না এত ইমোশনাল ছিলাম না--- !!
ঠ্যঠা মফিজ - দেশের মিডিয়া আর অরিত্রিরা
সনেট কবি - অরিত্রী অধিকারী ও আমাদের সমাজ
নতুন নকিব - না ফেরার দেশে চলে যাওয়া অরিত্রী; দু:খকাতর বর্নমালার লুকানো কিছু কান্না।
নতুন নকিব - অরিত্রীর আত্মহত্যা: শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন এবং অরিত্রী আত্মহননে এত দিন যারা একতরফা অরিত্রী এবং তার বাবা মাকে দোষারোপ করে আসছিলেন তাদের নিকট বিনীত কিছু জিজ্ঞাসা
স্বপ্নবাজ সৌরভ - কোৎ করে গিলে নে .....
ঢাবিয়ান - অধ্যক্ষ নাজনীন ফেরদৌসী কি জানেন বয়ঃসন্ধিকাল কাকে বলে?
ঢাবিয়ান - শিক্ষিকা হাসনা হেনাকে কোন অপরাধের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করেছে পুলিশ?
ঢাবিয়ান - ভিকারুন্নেসা স্কুলে চলমান আন্দোলনের কিছু আপডেট
মিঃ আতিক - ভিকারুন্নিসা স্কুল, স্কুলের চেয়ে বেশী কিছু
জায়েদ হোসাইন লাকী - আমি বিচার চাই।
উড়োজাহাজ - প্রসংঙ্গ- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১৫ বয়সী ছাত্রীর আত্মহত্যা
রাজীব নুর - সামুর ব্লগাররা যা-যা ভাবছেন অরিত্রির ঘটনা নিয়ে
সাহাবুব আলম - অরিত্রী অধিকারী আত্মহত্যা দায়ি কে
দি ফ্লাইং ডাচম্যান - অরিত্রীদের বাঁচতে দিন!
মাশফিক হোসেন - প্রসঙ্গঃ শিক্ষার্থী আত্মহত্যা আর মূল কারণ
অশান্ত পৃথিবী - একটি সুইসাইড নোট
সেলিম আনোয়ার - আজ আমি ভাবছি অরিত্রীদের কথা
অনল চৌধুরী - শিক্ষক নামধারী এইসব নরপিশাচদের ফাসী দিতে হবে
বিচার মানি তালগাছ আমার - অরিত্রি আত্মহত্যা : শিক্ষক vs অভিভাবক...
মঞ্জুর চৌধুরী - অরিত্রি হত্যা
মঞ্জুর চৌধুরী - একদিকে শিক্ষক গ্রেফতার, অন্যদিকে নকলের হালালিকরণ।
চোরাবালি- অরিত্রীর ‘হত্যাকারী’ কে?
আফরোজ ন্যান্সি - অন্য জগৎ এ ভালো থাকুক অরিত্রীরা
র ম পারভেজ - অরিত্রি আত্মহত্যার ন্যায়বিচারের জন্য মানববন্ধন
জহিরুল ইসলাম সেতু - হিংস্র শ্বাপদদের নখর কেবল শাণিত হয় প্রভাবশালীদের প্রশ্রয়েঃ অরিত্রীরা মরে যুগে যুগে
মুহাম্মদ সুমন মাহমুদ - এখানে ক্ষমার বদলে আসে মৃত্যু
আলমগীর কাইজার - অরিত্রীর আত্মহত্যা ও কিছু কথা
অপু দ্যা গ্রেট - বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্বপ্ন ভঙ্গের কারখানা এবং মৃত্যুর মিছিল
মো: আব্দুল মোমেন - নতুন ইস্যু শিক্ষক!
আখ্যাত - ডাস্টবিনে ছুড়ে ফেলো যত বিধি বন্ধন
সিদ্দিকী শিপলু - স্কুল-জেলখানা
সাখাওয়াত হোসেন বাবন - আজ যে অর্থলোভী একটা শ্রেনী তৈরি হয়েছে তার জন্য ও কিন্তু আমরাই দায়ী।
নূর ইমাম শেখ বাবু - ফিরে আয় অরিত্রি
মেহরাব হাসান খান - অরিত্রী আত্মহত্যাঃ আসুন স্রোতে গা ভাসিয়ে দেই!
আহমদ জসিম - অরিত্রি অধিকারীর আত্মহত্যা যার যা দায়
উম্মু আবদুল্লাহ - অরিত্রী কথন
করুণাধারা - এই মৃত্যুর জন্য দায়ী কে? সিস্টেম, শিক্ষক, নাকি ব্যাড প্যারেন্টিং!
সুব্রত দত্ত - শিক্ষক হিসেবে দায়ভার নিচ্ছি কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে তো!!??
গুলশান কিবরীয়া - ভুল শুধরে দেয়াটা স্কুলের দায়িত্ব, তাদের বাতিল করে দেয়াটা নয়।
ঋণাত্মক শূণ্য - আসল হত্যাকারী পালিয়ে গেলো, সবাই অন্যের দিকে হাত উঠালো!
এম এল গনি - উন্নতদেশের আদলে টিচিং লাইসেন্স চালু করুন =
তাশমিন নূর - অনুগদ্যঃ অরিত্রীর জন্য
মামুন অর রশীদ মামুন - অতি অভিমানী মেয়েটির আত্মহ্ত্যা এবং আমাদের শিক্ষাব্যবস্থার .........................।
...নিপুণ কথন... অরিত্রির খোলাচিঠি
রাফা - আমরাই হত্যা করছি আমাদের অরিত্রিদের।
শ।মসীর - সাময়িক উন্মাদনার এক দেশ আমাদের !!!
মোঃ পলাশ খান - আজ শিক্ষা প্রতিষ্ঠান কেন একটি আতঙ্কের নাম বাচ্চাদের কাছে!!!
মোঃ গালিব মেহেদী খাঁন - আবেগ নয়, বিচার বুদ্ধি দিয়ে বিষয়টা বিবেচনা করুন
সিদ্দিকী শিপলু - কয়টা কোশ্চেন
সিদ্দিকী শিপলু - ভালো স্কুল
সিদ্দিকী শিপলু - নিয়ম মানায় হাজতবাস
সাইন বোর্ড - ফিরে দেখা অরিত্রিকে
মোশারফ হোসেন ০০৭ - একদিন আমিও পা মাড়াবো আত্মহত্যার চৌকাঠে
গোলাম রাব্বানী (মুক্তির সৈনিক) - অরিত্রীর আত্মহত্যা এবং শিক্ষিকা গ্রেপ্তার !!!
Monthu - আজকের আধুনিক সমাজ, বাবা মা সন্তানের মানসিক ক্ষমতা দেখে না। তারা মান সম্মান বাচাতে, একটা সুপার কম্পিউটার চায়,। আলট্রা মেমরি যুক্ত সুপার কম্পিউটার
সৈয়দ মেহেদী হাসান - শিক্ষার্থীদের লাঞ্ছনায় এবার শিক্ষক আত্মহত্যা করলে কি করবেন?
মামুন অর রশীদ মামুন - অরিত্রীর আত্মহনন: শিক্ষকেরাই দোষী?
নীলসাধু - view this link
অগ্নি সারথি - অরিত্রীর আত্মহননের দায় শুধুই কি স্কুলের! রাষ্ট্র, সমাজ কিংবা পরিবার কি তবে দায়মুক্ত!
অপ্সরা - অরিত্রী তুমি ভালো থেকো আর ভেবে দেখো না ফেরার দেশ থেকে কিছু কিছু কথা...- বিল্ডিং প্যারেন্টস টিচার পার্টনারশীপ
Monthu - অরিত্রীরা মরে গিয়ে বেচে গেছে, আমরা জেলখানায় আটকে গেছি, এই সমাজ একটা জেলখানা,
..................................................................................
 
এবার আসি গত সপ্তাহের কবিতা ও গল্পে...................
সপ্তাহের প্রথম কবিতা -জাহিদ অনিক - বিনিদ্র বিচরণ
সপ্তাহের শেষ কবিতা -তানারিসুমি - তুচ্ছ
সপ্তাহের প্রথম গল্প - খায়রুল আহসান - ব্যতিক্রমী ঘুষ
সপ্তাহের শেষ গল্প - জমীরউদ্দীন মোল্লা - বুমেরাং।। শেষ পর্ব
..........................................................................
বিজয়ের মাস চলছে, গত সপ্তাহে ব্লগে আসা মুক্তিযুদ্ধে  নিয়ে বিজয়ের কবিতাঃ
নাঈম জাহাঙ্গীর নয়ন - |
সুদীপ কুমার - বিজয়
রাজীব নুর - বিজয় দিবস
HannanMag - ডিসেম্বর ১৯৭১
সনজিত - বিজয় বাঙালির একমাত্র যুবক
.............................................................................
  
 সেরা ২৫ঃ
জাহিদ অনিক - হায় কবিতা, শব্দে নাহি কুলায়
জাহিদ অনিক - অসমাপ্ত ক্যানভাস
নূর ইমাম শেখ বাবু - কবি যদি মরে যায়
নাঈম জাহাঙ্গীর নয়ন - |
জিএম হারুন -অর -রশিদ - প্রেমের কবিতাটিতে বানান ভুল ছিলো
কিরমানী লিটন - সুজাত আলী সুজা, বাঁকা - নয় সোঁজা....
আফরোজা সোমা - সমাজকর্মীর সাথে একজন বারবণিতার অন্তরঙ্গ আলাপের পর
ল - চিল্কাপাড়ের বৃত্তান্ত
ক্লে ডল - পেট নামক অন্ধকার গহ্বরে দু'মুঠো অন্নের অলো
হাবিব স্যার - আমি যখন বাবা হবো
জসীম অসীম - কবিতা: স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন
শিখা রহমান - ততোদিনে...
সনেট কবি - অরিত্রী অধিকারী ও আমাদের সমাজ
স্বপ্নবাজ সৌরভ - কোৎ করে গিলে নে .....
সেলিম আনোয়ার - আজ আমি ভাবছি অরিত্রীদের কথা
উম্মে সায়মা - ঈর্ষান্বিতা
মিথী_মারজান - বিদায়ী নৈশভোজ
আব্দুল্লাহ্ আল মামুন - অল্পনা ২২/৯/২০০৯
বিদ্রোহী ভৃগু - স্বাধীনতা, অধরা স্বপ্ন এক
মাহবুবুর রহমান টুনু - মৃত মলাট
আর্কিওপটেরিক্স - আমার কাছে কবিতা
সৈয়দ মেহেদী হাসান - কবিতাধর্ম-১
সৌমিক দে - ডিম
সাইন বোর্ড - ফিরে দেখা অরিত্রিকে
মোশারফ হোসেন ০০৭ - একদিন আমিও পা মাড়াবো আত্মহত্যার চৌকাঠে
নতুন নকিব - একটি সুন্দর কবিতা
.......................................................................
  
 
এবার সব কবিতা আর গল্প, সব...সব.....
০১.১২.২০১৮
কবিতাঃ
জাহিদ অনিক - বিনিদ্র বিচরণ
জাহিদ অনিক - হায় কবিতা, শব্দে নাহি কুলায়
মুহাম্মাদ খাইরুল ইসলাম - তোমার প্রতিক্ষায় ...
ইমরান আল হাদী - বাউল ৫
নূর ইমাম শেখ বাবু - কবি যদি মরে যায়
নূর ইমাম শেখ বাবু - কবিতার জন্য
মাকার মাহিতা - কোথা সে মুসলমান?
আলমগীর কাইজার - শেষ কখনো শেষ হয় না
মুচি - স্বর্গের অপ্সরী তুমি
রসায়ন -  কাব্য পোস্ট
৪৫ - বাতাসে তোমার ঘেরাণ
সাইন বোর্ড - করাত-কাটা
ফজল - রঙের মেলায় দেখেছি তোমাকে
নাঈম জাহাঙ্গীর নয়ন - |
আলমগীর কাইজার - তুমি আর আমি
কথার ফুলঝুরি! - তুমিময়
গল্পঃ
খায়রুল আহসান - ব্যতিক্রমী ঘুষ
ফয়সাল সোহাগ - নবনী ০৩
সাইয়িদ রফিকুল হক - ছোটগল্প: বন্ধুর হাত ধরে
আলমগীর জনি - গল্প: ভালোবাসার বক্স
০২.১২.২০১৮
কবিতাঃ
সুদীপ কুমার - বিজয়
সুদীপ কুমার - নেতা
জিএম হারুন -অর -রশিদ - প্রেমের কবিতাটিতে বানান ভুল ছিলো
নিত্যন চক্রবর্তী। - মলাট।
হাবিব স্যার - ভ্রু-কুঞ্চনকারী
নতুন নকিব - রম্য-ছড়া : মদন ব্যাটা
ইমরান আল হাদী - বাউল ৬
সাইয়িদ রফিকুল হক - মানুষগুলো উঠুক জেগে
তাহমিদ তাজ ওয়ার - রক্তাক্ত পৃথিবী
সামছুল আলম কচি - ফুল রূপ
৪৫ - তবু বলতাম, কথা বলবো।
ফেনা - তোমার আমার প্রেম আলাপন
কিরমানী লিটন - সুজাত আলী সুজা, বাঁকা - নয় সোঁজা....
HannanMag - ডিসেম্বর ১৯৭১
মনিরুজ্জামান/জীবন - সম্পর্ক
মীর সাজ্জাদ - খোদার মহীমা ২
আফরোজা সোমা - কলহাস্য বসন্তের দেশ
নীলসাধু - কূর্চি_রূপকথা
Sami Al Shakib - কবিতা- একটি শৈশবের অপমৃত্যু
নূর ইমাম শেখ বাবু - কার মনে কি আছে
সেলিম আনোয়ার - কবিতা তুমি লিখতে পারো এমন একেলা শীতের রাতে
গল্পঃ
পদাতিক চৌধুরি - চিল্কাপারের বৃত্তান্ত
একজন গাঙ্গচিল - ছোটদাদী !!
জমীরউদ্দীন মোল্লা - বুমেরাং।। পর্ব-১
তারেক ফাহিম - মাকড়সার ফাঁদ শেষ পর্ব
০৩.১২.২০১৮
কবিতাঃ
নাজমুল হক সাগর - তৃপ্তির বাহিরে
ল - চিল্কাপাড়ের বৃত্তান্ত
আলমগীর কাইজার - কবিতা - ছেড়া অতীত
ডাঃ আকন্দ - ইয়েমেন যুদ্ধ
সনজিত - হৃদয় পোড়া গন্ধ নিতে
সাইন বোর্ড - নদী পার
সাইন বোর্ড - অজুহাত
মোহাম্মদ বাসার - মানুষের প্রেমে
মোস্তফা সোহেল - *** ভালবাসা ভ্রান্তি ***
আব্দুল্লহ আল মামুন - কবিতা: চোর বনাম সাধু
ক্লে ডল - পেট নামক অন্ধকার গহ্বরে দু'মুঠো অন্নের অলো
মীর সাজ্জাদ - হোক লেখালেখি
মীর সাজ্জাদ - হোক লেখালেখি
দিপু দিপু - রাজকন্যা- ৩
নাঈম জাহাঙ্গীর নয়ন - রাখবে এই বিশ্বাস
মি রুমি - অভিমান কাব্য
হাবিব স্যার - আমি যখন বাবা হবো
ন্যািন্স েদওয়ান - "কতটা ভালবাসি তোমাকে"
যবড়জং - সে
ফয়সাল সোহাগ - তোমার হাতেই বোনা আমার সকল বেলা
নূর ইমাম শেখ বাবু - বেদনার ক্ষণে
সম্প্রীতি - শোন ননীর পুতুল
সেলিম আনোয়ার - ওগো মোর চাতকী থাকলে তুমি পাশে
নজসু - ইহা একটি অরাজনৈতিক স্বাপ্নিক ছড়াঃ হাসিনা আর খালেদা ভাবে নয় আলাদা
গল্পঃ
মোঃ খুরশীদ আলম - ভাঙ্গন
ল - নিন্দার- নরকে -- পর্ব ৩/১
সুলতানা শিরীন সাজি - "নেইলপলিশ জীবন"
জমীরউদ্দীন মোল্লা - বুমেরাং।। পর্ব-২
০৪.১২.২০১৮
কবিতাঃ
সুদীপ কুমার - পার্থক্য
চিত্রাভ - চুড়ুইভাতি
জিএম হারুন -অর -রশিদ - একজন নারী আমাকে বলেছিলো
৪৫ - বিপরীত বিপ্রতীপ
মোঃ খুরশীদ আলম - তোমায় কভু দুষবো না
আফরোজা সোমা - সমাজকর্মীর সাথে একজন বারবণিতার অন্তরঙ্গ আলাপের পর
Srabon Ahmed - পদ্মাপাড়ের মেয়েটি
জসীম অসীম - কবিতা: স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন
দিপু দিপু - পার্থক্য নেই
সনজিত - বিজয় বাঙালির একমাত্র যুবক
শিখা রহমান - ততোদিনে...
সামিউল ইসলাম বাবু - আলো নেই
মনিরুজ্জামান/জীবন - পৌত্তলিকা
আব্দুল্লাহ্ আল মামুন - আমাকে চিনতে পেরেছ?
হাবিব স্যার - তোমারই জন্য....
আলমগীর কাইজার - কবিতা - চলো স্বপ্নকে করি অনুসরণ
সনেট কবি - অরিত্রী অধিকারী ও আমাদের সমাজ
স্বপ্নবাজ সৌরভ - কোৎ করে গিলে নে .....
সেলিম আনোয়ার - অভিমান ভেঙে এসোগো আমার বাহুডোরে.!!!
রূপক বিধৌত সাধু - যারা আত্মহত্যা করে আমি তাদেরকে ঈর্ষা করি
জাহিদ অনিক - অসমাপ্ত ক্যানভাস
সাইয়িদ রফিকুল হক - ভুল কোরো না কেউ
নূর মোহাম্মদ নূরু - তালকানা ছাগল (ছড়া)
উম্মে সায়মা - ঈর্ষান্বিতা
সনেট কবি - এলোমেলো ভাবনা (সনেট)-১
আলমগীর কাইজার - কবিতা - যদি তুমি
নূর ইমাম শেখ বাবু - অনন্ত কাল
মিথী_মারজান - বিদায়ী নৈশভোজ
টুটুল - নিঃশব্দ নিশাচর
Sami Al Shakib - রম্যছড়া: খাজনার বাজনা
আব্দুল্লাহ্ আল মামুন - অল্পনা ২২/৯/২০০৯
গল্পঃ
................ নাই!!!!!!
০৫.১২.২০১৮
কবিতাঃ
মীর সাজ্জাদ - নিরন্তর প্রাচীর
নাঈম জাহাঙ্গীর নয়ন - অনুকাব্য -তিনটি
সেলিম আনোয়ার - আজ আমি ভাবছি অরিত্রীদের কথা
হিমু দা গ্রেট - সে_এবং
মোঃ খুরশীদ আলম - শূন্যতা
আব্দুল্লাহ্ আল মামুন - তুমি আর আমি
হাবিব স্যার - একসাথে পথ চলার ৫ম বর্ষে আমরা
মোঃ মাইদুল সরকার - আধুনিক কবিতা মানেই দুর্বোধ্য শব্দের বুনন নয়।
বিদ্রোহী ভৃগু - স্বাধীনতা, অধরা স্বপ্ন এক
আফরোজা সোমা - মাছি
কাজী ফাতেমা ছবি - = বিজন দা'র জন্মদিনে=
সনেট কবি - আমরা স্বাধীন
মুহাম্মদ সুমন মাহমুদ - একটি বোন
ওমেরা - ——- এক জনমের চোখের জলে ——-
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু - ইস
খোকন১২ - তোমার মাঝে আমি
নয়ন বিন বাহার - সব কিছু বিক্রি হয়ে যায়
ক্যাবলা কান্ত - স্বাধীনতা
রাজীব নুর - হায়রে মানুষ....
কুঁড়ের_বাদশা - রম্যঃ........
রানার ব্লগ - জানাল ও আমি
সাইন বোর্ড - তেরে কাটা তে
মুহাম্মদ সুমন মাহমুদ - পুতুল বিয়ে
মীর সাজ্জাদ - অজানা অসুখ
রেদোয়ান মাসুদ - কষ্টগুলো আমারি থাক
এলোমেলো ভাবনা (সনেট)-২- এলোমেলো ভাবনা (সনেট)-২
গল্পঃ
ঠ্যঠা মফিজ - জাপানের সম্রাট নিন্তকু
মুমিত প্রত্যয় - পামেলা
নান্দনিক নন্দিনী - মেডিকেল লিভে, ঝাপসা হয়ে আসা মুখ কিংবা শাদী মে জরুর আনা…
জমীরউদ্দীন মোল্লা - বুমেরাং।। পর্ব-৩
০৬.১২.২০১৮
কবিতাঃ
চিত্রাভ - ভেবে দেখ
মোহাম্মদ সাজ্জাদ হোসেন - চাঁদ নদী সাগর
আফরোজা সোমা - জংশন
Srabon Ahmed - অচেনা মেয়েটি
কিরমানী লিটন - এই সাকিন- এই নিবাস...
সেলিম আনোয়ার - এক সাগর বুঝো—এতোটুকু বুঝো না
মাহবুবুর রহমান টুনু - মৃত মলাট
আসাদুজ্জামান জুয়েল - ভাব
গুলশান কিবরীয়া - সমুদ্র যেন নির্বাক কবিতা
ল - শিরোনামহীন
নূর ইমাম শেখ বাবু - স্বপ্ন ভঙ্গ
সনেট কবি - ভোট
আর্কিওপটেরিক্স - আমার কাছে কবিতা
কৃষ্ণ কমল দাস - ( ------------------------------)
সৈয়দ মেহেদী হাসান - কবিতাধর্ম-১
সৌমিক দে - ডিম
সাইন বোর্ড - ফিরে দেখা অরিত্রিকে
নাসিম আহমদ লস্কর - তুমি যদি নির্বাসিত হও
গল্পঃ
নীল আকাশ - গল্প - ভদ্রতা!
জসীম অসীম - মুক্তিযুদ্ধের গল্প: রক্ষা করবেন আল্লাহ-ঈশ্বর-ভগবান
জমীরউদ্দীন মোল্লা - বুমেরাং।। পর্ব-৪
মুমিত প্রত্যয় - ম্যাজেন্টা রঙের পরিচয়
শেরিফ আল সায়ার - প্রেম কাহিনি
০৭.১২.২০১৮
কবিতাঃ
শরীফ বিন ঈসমাইল - হয়তো দেখা হবে অথবা হয়ত না.....!
মোশারফ হোসেন ০০৭ - একদিন আমিও পা মাড়াবো আত্মহত্যার চৌকাঠে
নিউটনিয়ান - চাপ
সনেট কবি - সামুর কবিদের প্রতি নিবেদন
নতুন নকিব - একটি সুন্দর কবিতা
নীলপরি - মন-পর্দার জলছবি
কিরমানী লিটন - ইতি...
সনেট কবি - বেগম সুরভী নুর
মীর সাজ্জাদ - আমার কষ্ট আমার সুখ
আব্দুল্লাহ্ আল মামুন - আমার সেইদিনের ডাইরি, কিছু কথা,
যুক্তি না নিলে যুক্তি দাও - মেস জীবন (উৎসর্গঃ হাবিব স্যার)
মুক্তাদীর রহমান - উনত্রিশ
জিএম হারুন -অর -রশিদ - সর্বনাশ-একটি প্রথম প্রেমের গল্প
তানারিসুমি - তুচ্ছ
গল্পঃ
গেছো দাদা - গল্প--ফোন নম্বর
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা - দুটি অণুগল্প
সেলিনা জাহান প্রিয়া - ছোট গল্প ঃ- অজানা অথিতি
দিব্যেন্দু দ্বীপ - ছোটগল্প: দারিদ্র্য এবং বন্ধুত্ব
হাবিব স্যার - গল্প: ভদ্রতা- (২য় পর্ব)
সাইয়িদ রফিকুল হক - গল্প: বেকসুরের কসুর
ফাহমিদা বারী - ওমের খোঁজে
জাহিদ হাসান - রম্যগল্প: বলবান জামাতা এবং দূর্বল আমি !
অপু তানভীর - গল্পঃ ফেরৎ পাখি
জমীরউদ্দীন মোল্লা - বুমেরাং।। শেষ পর্ব
 
অনুবাদঃ
ঋতো আহমেদ - কহলীল জিব্রান-এর তিনটি কবিতা
আরোহী আশা - অনুবাদ কবিতা: আম্মু
বই ও লেখালেখিঃ
আসিফ আযহার -  মানবসভ্যতার ইতিহাস: আদি হতে অন্ত
অগ্নি সারথি - নজরবন্দীঃ শুধু প্যারা-সাইকোলজিক্যাল থ্রিলার নয় বরং অবশ্যই একটা নলেজ প্রোডাক্ট!
মনিরা সুলতানা - আমার কাছে চমৎকার একটা কবিতা পাঠের অনুভূতি অমরাবতী সম আনন্দের!
রেদোয়ান মাসুদ - কী ফুল পছন্দ তোমার?
  
ফিরে দেখা নভেম্বর, ২০১৮
প্রথম সপ্তাহ - সংলাপে হয় না ---- কবিতায় হবে, ..... কবিতা সংকলন ..... নভেম্বর ২০১৮, প্রথম সপ্তাহ!
দ্বিতীয় সপ্তাহ - উৎসর্গ......হুমায়ুন আহমেদ, যার সৃষ্টিই আমাদের দৃষ্টি......কবিতা সংকলন নভেম্বর দ্বিতীয় সপ্তাহ, ২০১৮!
তৃতীয় সপ্তাহ - কবির মৃত্যু নেই---গেওর্গে আব্বাস এবং মুনিরা চৌধুরী---অন্তিম আলোরেখায় উজ্জ্বল ধ্রুবতারা--- কবিতা ও গল্প সংকলন, নভেম্বর তৃতীয় সপ্তাহ, ২০১৮
চতুর্থ বা শেষ সপ্তাহ - শুরু হলো বিজয়ের মাস-মুক্তির মাস.....'কবিতা ও গল্প' সংকলন ...... নভেম্বর শেষ সপ্তাহ-২০১৮..... সেরা সব কবিতারা! 
সকলকে শুভেচ্ছা ও শুভকামনা।
...
 ৭৬ টি
    	৭৬ টি    	 +২৫/-০
    	+২৫/-০  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: এই পোস্টে প্রথম দেখা আপনার সাথে! এটা দারুন ব্যাপার!
একজন "সনেক কবি'কে" সকালীয় শুভেচ্ছা রইল।
ভাল থাকুন।
২|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:২৫
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ।। অরিত্রীময় ব্লগে স্বাগতম
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৯
বিজন রয় বলেছেন: মন ভাল করার আর কোন উপায় পাইনি, তাই ব্লগে এভাবে পোস্ট করে মনের ব্যর্থ সান্ত্বনা খোঁজা আর কি।
আপনার এই সান্ত্বনায় যোগ হলেন আমার ব্যথা একটু দূর হলো।
শুভেচ্ছা।
৩|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩২
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩২
হাবিব  বলেছেন: কিছুই বলার নাই...................। 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫০
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: অধিক শোকে মানুষ মুক হয়ে যায়!!
এটি একটি শোকের পোস্ট তা বলতে পারছি।
৪|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৫
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ বেশ চমকিয় পোস্ট বন্দি করে রাখলাম। 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫২
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫২
বিজন রয় বলেছেন: আমাদের উচিত সতর্ক থাকা, যেন আর কোন ঘরে আর অরিত্রীর মতো না হয়।
প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ মামা।
শুভকামনা।
৫|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৭
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৭
হাবিব বলেছেন: ৪/১২/২০১৮ গল্প ........নাই????
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৪
বিজন রয় বলেছেন: না, ওই দিন আর রাতের ২৪ ঘন্টায় কোন গল্প আসেনি, আমিও অবাক হয়েছি।
ইদানিং গল্প খুব কম আসছে।
ভাবছি আমি আবার গল্প লেখা শুরু করবো কিনা!!!
৬|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৯
হাবিব  বলেছেন: 
আগের চেয়ে বিজনদার কষ্ট কম হয়েছে.......। 
একটু ফাঁকিবাজি করছেন.........।
তবুও ১০/১০ .......।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৭
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: অারে নাহ! এবার আরো বেশি কষ্ট হয়েছে।
ভিন্ন চেহারা দিতে গিয়ে এবার তারিখ অনুযায়ী দিয়েছি।
ভাবছি ডিসেম্বরের প্রত্যেকটি সংকলন এভাবে করবো।
কিছু বলার নাই বলে তিন তিনবার মন্তব্য!!!
ভাল, খুব ভাল।
হা হা হা ......
৭|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
ঢাবিয়ান বলেছেন: এক কথায় দারুন একটি কাজ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৯
বিজন রয় বলেছেন: আপনার উপস্থিতি এই পোস্টকে আরো মহিমান্বিত করলো।
অরিত্রীকে আপনার পোস্টগুলো সেটা প্রমাণ করে।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৮|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় দাদা  ,
 অসম্ভব সুন্দর এবং পরিশ্রমী পোস্ট । তবে  আমি থেকেও নেই।  
  
  
শুভকামনা ও ভালোবাসা জানবেন। 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০১
বিজন রয় বলেছেন: আপনার ওই পোস্ট তো আমি দেখেছি! তবে সবটা পড়িনি। আমি মনে করলাম আপনার নিজের ভ্রমনকথা। সেজন্য দেব দেব করেও এই পোস্টে সংযুক্ত করিনি।
একটু পরে করে দিব।
খুশি তো??
৯|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৩
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: বরাবরের মত অসাধারণ একটি কাজ! + +
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: আর কারো ঘরে যেন অরিত্রী না হয়। এব্যাপারে সচেতন হতে হবে।
সমাজটাকে আমাদেরকেই বদলাতে হবে।
আমার আগের পোস্টে করা আপনার মন্তব্যের উত্তর এখনো করতে পারিনি।
কিছু মনে করবেন না, সময়ের খুব অভাব আমার। উত্তর করবো নিশ্চয়ই।
শুভকামনা রইল সবসময়ের।
১০|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:১১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:১১
নজসু বলেছেন: 
এক ঘন্টা পর পোষ্টটা আমার নজরে আসলো? 
আমি অপেক্ষায় ছিলাম। 
সবাইকে শুভেচ্ছা ও সবার জন্য শুভকামনা রইল। 
বন্ধু স্রাঞ্জি সে কে মিস করছি। 
গল্প সংকলেনর কাজটা সেও খুব পরিশ্রম নিয়ে করতো। 
পরিশ্রমী এই কাজের জন্য আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। 
কৃতজ্ঞতা।  
ডিসেম্বরের ৩ তারিখ সকাল ১০:১০ মিনিটে আমি একটি ছড়া প্রকাশ করেছিলাম। 
এই দিনের কবিতা দেখলাম।  ছড়ার কোন তালিকা দেখলাম না।  আগে তো ছড়ার একটা তালিকা ছিল। 
ওই ক্যাটাগরি বাদ হয়েছে কিনা আমি জানিনা। 
যাই হোক সবাইকে  শুভ ব্লগিং।    
 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৭
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৭
বিজন রয় বলেছেন: এই পোস্টের জন্য আপনি অপেক্ষায় ছিলেন জেনে ভাল লাগল।
 স্রাঞ্জি সে'কে আমিও মিস করছি। সে যে সমস্যায় আছে সেটা নিয়ে আমি চিন্তিত।
সে ব্লগে সময় দিতে পারছে না আর গল্প সংকলনও আসছে না, তাই সে যতদিন ওটা না করতে পারছে, আমি ততদিন চেষ্টা করবো।
এ কথা আমি তার ব্লগে যেয়ে বলেও এসেছি, আপনিও তো গল্প সংকলন করতে পারেন।
আপনি বা  স্রাঞ্জি সে বা অন্য কেউ গল্প সংকলন পোস্টের দায়িত্ব নিলেই আমি গল্প সংকলন করা বাদ দিতে পারি, তাহলে আমার অনেক সময় বেঁচে যাবে।
আবারো দুঃখিত, আমি আপনার ওই পোস্ট দেখেছিলাম, কিন্ত মনে হয়নি যে নিচের দিকে ছড়াটি আছে, এবার থেকে আপনার যে পোস্ট আসুক না কেন ভিতরে যেয়েই নিশ্চিত হবো সেটা কি ধরনের লেখা, তাহলে আর ভুল হবে না আমার।
বারবার আপনার সাথে এমন হলো!!!!
না ছড়ার জন্য আলাদা কিছু নয়, বা বাদও দিইনি, আপনার বলার সাথে সাথে এখানে ০৩.১২.১৮তো সংযুক্ত করে দিয়েছি।
এবার খুশি তো??
১১|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২৪
কথার ফুলঝুরি! বলেছেন: এবার না হয় বাহবা নাই দিলাম   শুধু একটা প্রশ্ন । আপনি একদম সব লেখা কিভাবে পান ভাইয়া ? আই মিন, আপনি তো নিশ্চয় সারাক্ষণই ব্লগে চোখ রাখেন না যে কখন কি কবিতা বা গল্প আসলো তাহলে কিভাবে কি
 শুধু একটা প্রশ্ন । আপনি একদম সব লেখা কিভাবে পান ভাইয়া ? আই মিন, আপনি তো নিশ্চয় সারাক্ষণই ব্লগে চোখ রাখেন না যে কখন কি কবিতা বা গল্প আসলো তাহলে কিভাবে কি   তবে যাই হোক, বিশাল পরিশ্রমের কাজ, বিশেষ করে লেখার লিঙ্ক গুলো অ্যাড করা । আপনি তো ধৈর্যের মহান প্রতীক
 তবে যাই হোক, বিশাল পরিশ্রমের কাজ, বিশেষ করে লেখার লিঙ্ক গুলো অ্যাড করা । আপনি তো ধৈর্যের মহান প্রতীক  
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৪
বিজন রয় বলেছেন: আপনার 'তুমিময়' কবিতাটি ভাল হয়েছে।  আপনি কয়েকদিন ব্লগে কম আসছেন!!
আসলে আমার মনে একটি উৎসাহ কাজ করে এ ব্যাপারে। তার মনের চাওয়া পূরণ করছি। যা করতে ভাললাগে সেটা করলে আসলেই ভাল থাকা যায়।
আমার সময় খুব কম, তবু চেষ্টা করি সকালে কিছুটা আর সন্ধ্যায় কিছুটা সময় ব্লগের পাতায় চোখ বোলাতে। এর মাঝেই লেখার লিংকগুলো আপডেট করি।
আমাকে ধৈর্যের মহান প্রতীক বললেন, অনেক ধন্যবাদ।
দোয়া করবেন যেন দিন দিন আমার ধৈর্য আরো বৃদ্ধি পায়।
অনেক শুভকামনা রইল।
১২|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২৫
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথামেই ভূমিকায় অভিনন্দন।
দু একন সত্যের বিপরীত থাকলে্ও মূলধারা সবসময়ই সথ্যের পক্ষে থাকে। 
এটাই আশার কথা।
তারিখ ধরে ধরে সংকলন! উরব্বাস অনেক কষ্টের কাজ!
নিয়মিত করছেন। সাধুবাদ।
+++++++++++
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৭
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: তবে মাঝে মাঝে প্রথা ভাঙা ভাল না হলে পরিবর্তন আসবে কি করে, নতুন আসবে কি করে।
অার সত্যের বিপরীতে বেশিদিন থাকা যায় না, থাকলে পরাজয় অবশ্যম্ভাবী।
বিচক্ষণ মন্তব্য।
ধন্যবাদ সিনিয়র।
শুভকামনা।
১৩|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৪০
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক অনেক আয়াসসাধ্য আপনার এই ব্যতিক্রমী উদ্যোগকে কী বলে প্রশংসিত করব ভেবে পাচ্ছি না। শুধু বলব- অসাধারণ প্রচেষ্টা! প্লিজ, কিপ ইট আপ।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৫
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৫
বিজন রয় বলেছেন: সম্রাট, আমি চেষ্টা করছি, সামনে করবোও। তবে সবকিছু নির্ভর করছে আামর সময়ের উপর,  ইদানিং একটু সময় পাচ্ছি তাই করতে পারছি, আবার দেখা গেল বা এমনও হতে যে কয়েকমাস ব্লগে আসতে পারবো না, তখন আর এটা করা হয়ে উঠবে না!!
অাপনার কথাগুলো খুব, খুব উৎসাহব্যঞ্জক!
মনে থাকবে।
অনেক ধন্যবাদ।
১৪|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:১৩
০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:১৩
অপু দ্যা গ্রেট বলেছেন: 
নিজের নাম দেখে একটু চমকে গিয়েছি । দাদা আমাকে মনে করেছে । ভাল লাগল । 
তবে আপনি ব্যস্ততার মাঝেও সময় বের করে এত কষ্ট করেছেন এটার জন্য আপনাকে কি বলব বুঝতে পারি না । এত সংকলন করা মুখের কথা নয় । 
শুভ কামনা রইল দাদা । ভাল থাকবেন সব সময় ।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:০১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: আপনাকে ভুলি কি করে!! নামেই তো আপনি গ্রেট!
আপনার মুভি রিভিউগুলো আামর ভাল লাগে।
যদিও আমি মুভি এখন আর তেমন দেখি না, তবু আপনার ওখান থেকে অনেক কিছু জানতে পারি।
এভাবে আন্তরিকতায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা।
১৫|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:২২
০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:২২
নতুন নকিব বলেছেন: 
সরাসরি প্রিয়তে পোস্ট।
পোস্টটি সাজিয়েছেনও অনেক সুন্দর করে। সেরা ২৫ এর পাশাপাশি তারিখওয়ারি গল্প কবিতাগুলো ভিন্ন মাত্রা দিয়েছে এবারের সংকলনে। বিগত সপ্তাহজুড়ে দুর্ভাগ্যজনকভাবে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়া অরিত্রী ছিল আলোচনার পাদপীঠে। ব্লগে এবং অন্যান্য মিডিয়ায়। অরিত্রীকে নিয়ে আপনার উপস্থাপনাসহ পুরো সপ্তাহ যেভাবে তুলে এনেছেন-
'অরিত্রী' অনিবার্যভাবে বাংলাদেশের হৃদয় হয়ে ওঠা একটি অসমাপ্ত বিদায় দৃশ্য, একটি শূন্যস্পর্শ, একটি দিকশূন্যপারের অশ্রু বিসর্জন।
অরিত্রীকে নিয়ে ব্লগে ব্লগারদের প্রতিক্রিয়া প্রবলভাবে চোখে পড়ার মতো। এই প্রতিক্রিয়া থেকে আমি বুঝে নিয়েছি যে, বাংলাদেশের অধিকাংশ মানুষ সঠিক বোধসম্পন্ন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে এবং ন্যায়ের পক্ষে জেগে উঠতে পারে এবং এই জন্য আমি এখনো স্বপ্ন দেখি এইসব বিবেকবান মানুষের দ্বারা বাংলাদেশ একদিন সব অশুভকে অতিক্রম করে মাথা তুলে দাঁড়াবেই।
আর এই স্বপ্ন হৃদয়ে ধারন করে এই পোস্ট সকল ব্লগারের পক্ষ থেকে অরিত্রীকে উৎসর্গ করা হলো, এবং এই সংকলনের নাম দেওয়া হলো "অরিত্রী সংকলন"।
অরিত্রীকে নিয়ে গত এক সপ্তাহে ব্লগে অনেক লেখা এসেছে, আমার চোখে যেগুলো পড়েছে সবগুলো এই পোস্টে সন্নিবেশিত করলাম। এইসব লেখার মধ্যদিয়ে আমাদের সবার হৃদয়ের কথা ফুটে উঠেছেঃ
এবার আসি গত সপ্তাহের কবিতা ও গল্পে...................
সপ্তাহের প্রথম কবিতা
সপ্তাহের শেষ কবিতা 
সপ্তাহের প্রথম গল্প
সপ্তাহের শেষ গল্প
বিজয়ের মাস চলছে, গত সপ্তাহে ব্লগে আসা মুক্তিযুদ্ধে নিয়ে বিজয়ের কবিতাঃ
সেরা ২৫ঃ
এবার সব কবিতা আর গল্প, সব...সব.....
০১.১২.২০১৮
কবিতাঃ
গল্পঃ
০২.১২.২০১৮
কবিতাঃ
গল্পঃ
০৩.১২.২০১৮
কবিতাঃ
গল্পঃ
০৪.১২.২০১৮
কবিতাঃ
গল্পঃ
০৫.১২.২০১৮
কবিতাঃ
গল্পঃ
০৬.১২.২০১৮
কবিতাঃ
গল্পঃ
০৭.১২.২০১৮
কবিতাঃ
গল্পঃ
অনুবাদঃ
বই ও লেখালেখিঃ
ফিরে দেখা নভেম্বর, ২০১৮
বরাবরের মত মুগ্ধতায় আচ্ছন্ন করা অনন্য একটি সংকলন। সংকলনগুলো করতে আপনার যে কি পরিমান শ্রম দিতে হয় তা ভেবেই আশ্চর্য্য হই। 
আপনার সাথে কন্ঠ মেলাচ্ছি- যাদের লেখায় সমৃদ্ধ এই সংকলন সকলকে শুভেচ্ছা ও শুভকামনা। আপনার প্রতি কৃতজ্ঞতা অনি:শেষ।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:১৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:১৪
বিজন রয় বলেছেন: আমার এই সংকলন পোস্ট সমুহে আপনার মন্তব্য করার ধরনটাই ব্যতিক্রম এবং নজরকাড়া।
যেন পুরো পোস্টটাই আপনার মন্তব্যে উঠে আসে।
অরিত্রীকে নিয়ে ব্লগে যেভাবে প্রতিক্রিয়া হয়েছে সেটাতে আমি যেমন অবাক হয়েছি তেমন মুগ্ধও হয়েছি। আসলে মানুষের নিকট থেকে এমনসব কিছু দেখতে পেলে আবার স্বপ্ন দেখতে ইচ্ছা জাগে।
তাই অরিত্রীকে নিয়ে পোস্টে কিছু না বলে থাকতে পারিনি এবং সেটা না করলেই বরং অন্যায় হতো।
আমি আগেও বলেছি আপনাদের আন্তরিকতা ও হৃদ্যতায় এই সংকলন পোস্ট তৈরী করার কষ্ট আমার জল হয়ে যায়।
এটা দারুন।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা, মন ভরিয়ে দেওয়া মন্তব্যের জন্য।
১৬|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪১
কাল্পনিক_জীবন বলেছেন: শুনলে কথা এমন ঘটনা
দুচোখে পানি মানেনা
আহারে ব্যচারী
অল্প কালে
পড়িল স্বপ্নপুরী ঢুলে
আর যেন না হয় এমন ঘটনা
করি অরিত্রির আত্মার মুক্তি কামনা।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:১৬
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:১৬
বিজন রয় বলেছেন: স্বাগতম।
আপনি কে বলুন তো!! নতুন এস একবারে নতুন ঢংয়ে কথা বলছেন!!!
আর যেন না হয় এমন ঘটনা
করি অরিত্রির আত্মার মুক্তি কামনা।
অবশ্যই আমরা সকলেই এই কামনাই করছি।
আপনাকে ধন্যবাদ আমারে এখানে প্রথম আসার জন্য।
১৭|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন সংকলন। অরিত্রী সব কিছু ছাপিয়ে উঠেছে যেন....কেন যে এমন হয় কেন যে এসব ঘটে। আপনার পরিশ্রম স্বার্থক হোক। ভাল থাকবেন ।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:১৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:১৯
বিজন রয় বলেছেন: অরিত্রী সব কিছু ছাপিয়ে উঠেছে যেন................. সেজন্যই তো এই পোস্ট তাকে উৎসর্গ করা।
কেন যে এমন হয় কেন যে এসব ঘটে................. এই প্রশ্নের উত্তর আমাদের কারো জানা নেই।
আপনার পরিশ্রম স্বার্থক হোক........................... দোয়া করবেন।
শুভকামনা রইল।
১৮|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: এটা সামুর রেকর্ড। 
এত লেখা এর আগে কাউকে নিয়ে হয়নি। 
নাকি হয়েছে?
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২২
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২২
বিজন রয় বলেছেন: এটা সামুর রেকর্ড তা বলা যায়!
২০১৩তে শাহবাগ আন্দোলন নিয়ে অনেক লেখা আসতো সামুতে, আপনার মনে আছে নিশ্চয়ই।
ব্লগার আসিফ মহিউদ্দীনকে নিয়ে অনেক পোস্ট এসেছিল।
আর কোন ঘটনা বা ব্যক্তি নিয়ে এত পোস্ট সামুতে আসেনি।
ধন্যবাদ ।
১৯|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ একখানা কাজ !
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৩
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৩
বিজন রয় বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমার ভাল লাগল।
আপনি তো ভাল কবিতা লিখতে পারেন জানলাম।
আরো অনেক কবিতা পোস্ট করুন ব্লগে।
শুভকামনা রইল।
ভাল থাকুন।
২০|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৩
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আমারটাও আছে নাকি ! 
এইমাত্র দেখলাম। 
আসলে ভাবিনি আমার কবিতা এখানে স্থান পাবে। 
আমি তো সাধারণত কবিতা লিখি না....
তবে চেষ্টা করবো লিখতে 
ভালো থাকবেন 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১৪
বিজন রয় বলেছেন: আপনারটা আছে এবং সেরা ২৫এ আছে।
যদি ওই মানের কবিতা ভিতর থেকে বের করে আনতে পারেন তো সেটা অবশ্যই ভাল হবে।
কবিতা লেখার চেষ্টা করবেন বললেন, এটা যেন সত্যি হয়।
সপ্তাহে অনন্ত একটি কবিতা লিখে এই ব্লগে পোস্ট করার অনুরোধ রইল।
আবারো আসার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
২১|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:২১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:২১
আরোগ্য বলেছেন: সকলকে অভিনন্দন। বিজনদা গত পোস্টের মন্তব্যের উত্তর বাকি আছে।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩২
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: হ্যাঁ, আমার মনে আছে। আর উত্তর করছি না বলে বিব্রতবোধ করছি।
আজ রাতে না হয় কালকে ওগুলোর উত্তর করবো।
কিছু মনে করবেন না।
প্লিজ......
২২|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:২৮
০৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:২৮
উম্মে সায়মা বলেছেন: ওরে বাবা এ তো বিশাল ব্যাপার স্যাপার বিজনদা। বেশ কষ্টসাধ্য কাজ করেছেন। ভালো লাগল।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০১
বিজন রয় বলেছেন: আমি সংকলন পোস্ট দেওয়া শুরু করার পর থেকে আমার ব্লগে তো আসেননি, সেজন্য এতদিন আপনার চোখে পড়েনি। আজ আসলেন অনেক দিন পর, আমার সৌভাগ্য।
হ্যাঁ আমি কষ্ট করছি ঠিক, কিন্তু আপনারা নিয়মিত ব্লগে আসুন, লেখা পোস্ট করুন।
হোক তা কবিতা বা গল্প বা অন্য কিছু।
প্রত্যেক সপ্তাহে আপনার একটি কবিতা অন্তত পাবো এই আশা করছি।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
২৩|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১১:২১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১১:২১
কথাকথিকেথিকথন বলেছেন: 
আমরা চাই না কোন অরিত্রি হারিয়ে যাক অবেলায়। 
সংকলণ এভাবে চলুক।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৭
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৭
বিজন রয় বলেছেন: কে তা চায় বলুন, কেউ না।
আমাদের জীবন-যাপনে আমূল পরিবর্তন আনতে হবে, তা না হলে কেবল দুঃখই পেতে হবে।
সংকলন তো চলবে, কিন্তু আপনার কবিতা কই?
আশাকরি এসপ্তাহে বিজয়ের উপর একটি কবিতা আপনার নিকট থেকে পাবো।
ভাল লাগল আপনার উপস্থিতি।
২৪|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১১:৪০
০৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১১:৪০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ! প্রিয়তে রাখলাম আর্কাইভের কাজ করবে। ধন্যবাদ বিজন দা সুন্দর উপস্থাপনের জন্য।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪০
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: প্রিয়তে নিতে দেখে ভাল লাগল।
আমি তো আমার মতো চেষ্টা করে যাচ্ছি, এ সাথে আপনার মতামত পেলে সংকলন পোস্ট আরো সমৃদ্ধ করতে পারবো।
তাই সুযোগ পেলে এখানে আরো কথা বলবেন আশাকরি।
অনেক ধন্যবাদ মঈনুদ্দিন।
২৫|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৭:৫২
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৭:৫২
ল বলেছেন: প্রিয় দাদা,
প্রতিটি সংকলনের উৎসর্গ টা আসলেই মনে দাগ কাঠে +++
এত সময় ও সাধনা করে সুন্দর সংকলন কারার জন্যে নিরন্তর শুভেচ্ছা।          
পোস্টটি সরাসরি প্রিয়তে নিলাম। 
মুগ্ধ।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৪
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৪
বিজন রয় বলেছেন: আপনার কথা বলার আন্তরিকতাটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, তাই বারবার মুগ্ধ হই।
কিছু মানুষ আছে তাদের কথা শুধু শুনে যেতে ইচ্ছে করে, আপনি, মনেহয় তেমনই।
সবসময় আমার পাশে থাকছেন, এটা আমার অনেক বড় পাওয়া।
আমিও আপনার সুন্দর লেখাগুলোর অপেক্ষায় থাকি।
শুভকামনা নিরন্তর।
২৬|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:২১
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:২১
শিখা রহমান বলেছেন: শুভ সকাল বিজন। সঙ্কলন বারাবরের মতোই সুন্দর আর উৎসর্গ যথাযথ হয়েছে। 
আমার কবিতা সেরাতে রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আর অন্যান্য খবর জানতে চেয়েছিলেন। ব্যস্ততা আর বাস্তবতা, আর সময়ের অভাব...আর কি খবর থাকতে পারেন বলুন এই আটপৌরে প্রবাসী জীবনে?
ভালো থাকুন সবসময়, কবিতায় আর ভালোবাসায়।  শুভকামনা অফুরন্ত!!
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৯
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৯
বিজন রয় বলেছেন: শুভ সকাল-দুপুর!!
এখন যখন কথা বলছি তখন এখানে না সকাল, না দুপুর, তাই একসাথে সকাল-দুপুর বললাম।
আপনি কবিতা লিখলে দেখি সেটা সেরাতেই যায়!
আচ্ছা, আপনার কবিতার ব্যাপারে তাহলে আমাকে আরো কঠিন হতে হবে.... হা হা হা .....
এখান থেকে আর ৫ বছর পরে লেখক হিসেবে আপনাকে কোথায় দেখতে চাই শুনবেন......?
তাই তাড়াহুড়া না করার জন্য অনুরোধ করছি। লেখার সাথে থাকুন।
দেশ ছেড়ে বিদেশে কিভাবে?
আমার পক্ষে সম্ভব নয়।
২৭|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:৩৯
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এবারের আয়োজন ও ব্যাপ্তি এবং সাজানোর ঢং সব সংকলন কে যেন ছাড়িয়ে গেল।
+++++++++
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৫
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: হ্যাঁ, এবার অরিত্রীর ব্যাপারটি এসে সংকলন অন্যরকম হয়েছে। প্রথমে ওটা মাথায় ছিল না, পরে দেখি অরিত্রীকে নিয়ে অনেক অনেক পোস্ট আসছে, তো নিয়ে নিলাম সব এই সংকলনে।
আর কবিতার শ্রেণীবিভাগ না করে সরাসরি তারিখ অনুয়ায়ী রাখার চেষ্টা করেছি।
তাই অন্য চেহারা হয়েছে।
এসব ছাড়া আপনার আর কোন চিন্তা মাথায় আসলে আমাকে জানাতে ভুলবেন না!!
ধন্যবাদ মাইদুল।
২৮|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:৫১
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:৫১
আলমগীর কাইজার বলেছেন: বেশ সুন্দর সংকলন। একনজরে সবকিছু।
শুভকামনা রইলো দাদা।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৭
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: সম্ভবত আপনি প্রথম এলেন আমার এখানে।
আপনার কবিতাগুলো আমার নজরে আছে।
লিখুন ভাল ভাল কবিতা বা গল্প।
আর কোন পরামর্শ থাকলে আমাকে জানাবেন।
শুভকামনা রইল।
২৯|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৯
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৯
তারেক ফাহিম বলেছেন: অবশ্যই অনেক পরিশ্রমি পোষ্ট।
সংকলন ভালো হয়েছে।
পুরো পোষ্টজুড়ে অরত্রি।
অরত্রিকে নিয়ে এত এত পোষ্ট দেখে ভালোলাগছে।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০১
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০১
বিজন রয় বলেছেন: বেশ কয়েকদিন পর আপনাকে পেলাম। ভাল আছেন নিশ্চয়ই।
অরিত্রীকে নিয়ে এত পোস্ট এসেছে যে আমিও অবাক হয়েছি।
এবং মানুষের এই সচেতনতাটা আমাকে অনেক অভিজ্ঞ করেছে।
মানুষের সবসময় ভাল কাজ করাই উচিৎ।
আপনাকে ধন্যবাদ আর শুভকামনা।
৩০|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০১
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০১
জাহিদ হাসান বলেছেন: অনেক পরিশ্রম করেছেন। ধন্যবাদ এত সুন্দর সংকলনের জন্য।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার এই পরিশ্রমের সাথে তাকার জন্য।
কোন পরামর্শ থাকলে অবশ্যই দিবেন।
আর ভাল ভাল গল্প, কবিতা পোস্ট করুন।
শুভকামনা রইল।
৩১|  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:০৯
০৯ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:০৯
কিরমানী লিটন বলেছেন: অরিত্রির বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে আপনার এই কষ্টসাধ্য সংকলনটির জন্য হৃদয়ের সব ভালোবাসা। অসীম ধৈর্যের দীর্ঘ পথ পারি দিয়েছেন- সত্যিই...। আপনার এই ধৈর্য আর ক্লান্তিহীন চেষ্টারা বেঁচে থাকুক নীরোগ দেহে। ভালোবাসা আর শুভকামনা জানবেন। অভিবাদন প্রিয় বিজন রয় দাদাভাই...
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:১৯
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:১৯
বিজন রয় বলেছেন: একটি হৃদয়হরণ করা মন্তব্য।
এরকম কথা শুনতে পেলে যেকোন সময়ই মন ভাল হতে বাধ্য।
আপনার লেখাগুলো যেমন চমৎকার আপনার কথাবলা আর নিজেকে উপস্থাপন করাও তেমন চমৎকার।
আমি চিরদিন আপনাকে এভাবেই পাশে চাই।
অনেক শুভকামনা আর ভালবাসা রইল।
৩২|  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৫
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৫
পবিত্র হোসাইন বলেছেন: আর যে কত দেখতে হবে ? কবে অবসান হবে এসবের? কবে আমরা পাবো সুন্দর পৃথিবী ?
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৭
১৩ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৭
বিজন রয় বলেছেন: এই দেশে সুন্দর পৃথিবী আসতে এখনো অনেক অনেক দেরি।
আমাদের শুধু চেষ্টা করে যেতে হবে।
আমার এখানে প্রথমবার আসার জন্য ধন্যবাদ পবিত্র হোসাইন।
শুভকামনা রইল।
৩৩|  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪২
১৩ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪২
ডঃ এম এ আলী বলেছেন: অনেক পরিশ্রমী পোষ্ট , একসাথে অনেক তথ্য পাওয়া যায় লিংক সহ, আমাদের অনেকের জন্য এটা বেশ উপকারী , মিস  হওয়া  অনেক লেখা সহজেই দেখার সুযোগ পাওয়া যায়   । প্রকাশিত বই পুস্তকের শেষে থাকা একটি ইনডেক্স বা নির্ঘন্টের মত এটাও সামুতে থাকা বিশেষ কোন বিষয়ের উপর লেখাকে খুঁজে পেতে সহায়তা করে দারুনভাবে ।  মনে হচ্ছে এ কাজে বেশ খানিকটা মুল্যবান সময় দিতে হচ্ছে আপনাকে । এ প্রসঙ্গে একটি ঐতিহাসিক ঘটনার কথা মনে পড়ে যায় । আমাদের জাতীয় কবি নজরুল তাঁর বিখ্যাত বিদ্রোহী কবিতাটি লিখে সেটির এক ফর্দ হাতে করে নিয়ে বিশ্ব কবি রবিন্দ্রনাথের বাড়ীর সামনে গিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে  চিল্লায়ে বলতে ছিলেন  গুরু এসেছি তোমায় খুন করতে । নজরুলের কণ্ঠ শুনে কবি গুরু সস্নেহে নজরুল ইসলামকে বাড়ীর ভিতরে ডেকে নিয়ে কাছে বসিয়ে সে কবিতাখানি শুনে বলেছিলেন ঠিকই তুমি একদিন আমাকে কবিতার জগতে খুন  করবে । 
তবে  কবিগুরু এটাও তাকে  বলেছিলেন যে কোদাল দিয়ে মুছ চেছোনা , কবিতা লেখার মত যে ক্ষুরদার অশ্র তোমার তোনে আছে তা দিয়ে সুকোমল গভীর অর্থবোধক ও কালজয়ী কাব্যিক সুকুমার কবিতা লিখ  ( সুত্র :  কবি মাইনুদ্ধিন রচিত গ্রন্থ যুগশ্রেস্ঠ নজরুল ) । নজরুল কবিগুরুর কথা মেনে নিয়ে তাঁর কবিতা ও লেখার ধারায় এনেছিলেন অনেক গুনগত পরিবর্তন যা তাকে আমাদের জাতীয় কবির মর্যাদায় করেছে আসীন । তেমনিভাবে আপনার মত শক্তিমান কবির কাছ হতে আমি দেখতে চাই শুধু কবিতা আর কবিতা । সামুর খাতায় পাতায় থাকা লেখাগুলির ইনডেক্স রচনার ভার বওয়া বেশ শক্ত কাজ হলেও এটার ভার অনেকেই বইতে পারবেন সহজেই,  কিন্তু  আপনার  মত হৃদয়গ্রাহী ও মনোমুগ্ধকর কবিতা লেখার ক্ষমতা খুব কমই আছে  সামু তথা আমাদের বাংলা সাহিত্য জগতে । তাই কামনা করি বর্তমান পোষ্টে লেখার মত পরিশ্রমী লেখাগুলির সাথে সাথে আপনার ক্ষুরদার কবিতা লেখার অশ্রটিও চলুক সমান তালে । 
অনেক অনেক শুভ কামনা রইল  ।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৩
১৩ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৩
বিজন রয় বলেছেন: আপ্লুত হলাম, আবেগায়িত হলাম, খুন হলাম।
তবে আমার সংকলন পোস্ট তৈরী করতে যে সময় ও পরিশ্রম ব্যয় হয় তার চেয়ে বেশি কষ্ট হয়েছে বোধহয় আপনার এই মন্তব্যটা করতে!!
আমাদের সাহিত্যের প্রধান দুই দিকপালের উদাহরণ টেনে যে পথ আমাকে দেখিয়ে দিলেন তাতে এবার বোধহয় আমাকে নতুন কবিতা লিখতেই হবে। হ্যাঁ, অবশ্যই আমি কবিতা লিখবো ও পোস্ট করবো, আমি একটু সময় নিচ্ছি, সামনে নতুন বছর আসছে, নতুনভাবে জীবনের পরিকল্পনা ঠিক করতে হবে যে!
তারমানে এই ব্লগে কতটুকু সময় দিব, বা জীবনের অন্যান্য কাজে কতটুকু সময় দিব এটা নতুনভাবে সাজাতে হবে।
আর আপনাকে বলে রাখি, সংকলন পোস্ট করতে আমার খুব বেশি সময় ব্যয় করতে হয় না। কিভাবে এটা করছি, তা অন্য কোনদিন আপনাকে বলবো, আমি অন্যভাবে হয়তো কিছু সময় নষ্ট করতাম, এখন সেটা না করে এই সংকলন পোস্টে ব্যয় করছি। দেখি কতদিন চালিয়ে যেতে পারি! হয়তো এমন সময় আসবে যে, এটা করার মতো আর সময় পাবো না।
কিন্তু আপনার মত হৃদয়গ্রাহী ও মনোমুগ্ধকর কবিতা লেখার ক্ষমতা খুব কমই আছে সামু তথা আমাদের বাংলা সাহিত্য জগতে 
আমাকে যতবড় বলে গেলেন, আসলে আমি কখনো নিজেকে তেমন ভাবি না।
তবে কথাটি আমার মনে থাকবে, এবং সেদিকেই নিজেকে ধাবিত রাখবো এটা আশারাখি।
অনেক দিন পর এসে আমাকে স্তম্ভিত করে গেলেন!!
৩৪|  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫০
১৩ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫০
ডঃ এম এ আলী বলেছেন: অপ্রাপ্ত বয়সে শেষ হয়ে যাওয়া অরিত্রীর বিদেহী আত্মার প্রতি রইল আশির্বাদ । সমাজের সকলের মধ্যে সচেতনতা আসুক এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি রোধে এ কামনাই রইল ।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৬
১৩ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: কি যে মর্মান্তিক ঘটনা!! তা কি করে বোঝাবো আপনাকে!!
ব্যাপারটি আমার জন্য আরো হৃদয়বিদারক।
এটাও অন্যকোন সময় আপনাকে বলবো।
শুধু বলি বাংলাদেশ থেকে এইসব যেন একদিন দূর হয়ে যায়।
আপনাকে কি বলি,
অনেক অনেক শুভকামনা রইল আমার হৃদয়ের।
৩৫|  ১৫ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১০:২১
১৫ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১০:২১
নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুম নামের নিকৃিষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী আসন্ন সংসদ নির্বাচনে বগুরা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবে, যেই সংসদ নির্বাচণে অংশ নেবেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যেই সংসদ নির্বাচনে অংশ নেবেন বর্তমান সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ। কিন্তু হিরু আলুম কে ? কি তার পরিচয় - দেশে তার গ্রামে মেম্বার নির্বাচন করার যোগ্যতা সে রাখে না। চেয়ারম্যান নির্বাচন করতে চাইলে ভর বাজারে বিচার ডেকে হিরু আলুমকে কানে ধরে উঠ বস করানো হবে। সেই ব্যাক্তি নর্দমার কীট নোংরা অশালীন ভিডিওকারী ও ই্উটিউবে নোংরা অশালীন ভিডিও প্রচারকারী কিভাবে বাংলাদেশে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে - তার বিরুদ্ধে আপনারা কেউ লিখেন না, আবার আপনারা সবাই ব্লগ লিখেন ! কিসের ব্লগ লিখেন বলতে পারেন ? দেশের প্রতি কি দায়িত্ব নিয়ে লিখেন যে একটা নোংরা নর্দমার কীট অশালীন ভিডিওকারীর বিরুদ্ধে লিখছেন না। আপনাদের কাছে দেশ কি আশা করে? আপনারা ব্লগে বড় বড় কলাম লিখেন এই নর্দমার কীট সম্পর্কে কেনো লিখছেন না । কি লাভ এই বড় বড় কলাম লিখে যদি আপনার-আপনাদের লিখা দেশের সমাজের পরিবেশের উপকারে না আসে। 
নিজের বিবেককে প্রশ্ন করুন হিরু আলুম নামক নিকৃষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে? পবিত্র সংসদ ভবন যেখানে দেশের আইন বিচার ব্যাবস্থা সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় সেখানে হিরু আলুম নামক নিকৃষ্ট আলুমের কাজ কি? 
হিরু আলুম বাংলাদেশ ইন্টারনেট  সমাজে নোংরা অশালীন ভিডিও প্রকাশ করে সমাজ ধ্বংসের অন্যতম কারণ।  সে কিভাবে দেশের সর্বোচ্চ পবিত্র স্থানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে ? আপনারা কেউ কিছু বলুন ? কেউতো কিছু লিখুন - এই নোংরা কীট সমাজ ছিড়ে খাবলে খাবে । সমাজ পরিবেশ দেশ রক্ষা করুন। আপনারা দেশের কাছে দায়বদ্ধ - নিজেকে কি বলে সান্তনা দেবেন ? 
  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৭
২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৭
বিজন রয় বলেছেন: তাই??
৩৬|  ১৬ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
১৬ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
প্রোলার্ড বলেছেন: রূঢ় বাস্তবতার কষাঘাতে এরকম মানসিকভাবে ভেতরে ভেতরে অনেক ছেলেই মরে যায়। কিন্তু আত্মহত্যা করতে পারে না, কারণ তার আছে পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধতা।
জীবনযুদ্ধে এরকম লাখো লাখো ছেলে পাওয়া যাবে। 
অরিত্রীর সবচেয়ে বড় পরিচয় - সে একজন মেয়ে (এবং দেখতে সুন্দরী)।  সাইবার জগতে একটা মেয়ে সামান্য হাঁচি দিলেই লাখ লাখ গুণ গ্রাহী তার কল্যাণ কামনায় নেমে পড়ে। একজন ছেলের পা ভেঙ্গে গেলে সেটা নিয়ে মষ্করা করে। 
আত্মহত্যা কোন ক্রেডিটের বিষয় না। প্রতিকূল পরিবেশ ফেস করতে না পারলে , সেখান থেকে উঠে না দাঁড়াতে পারলে / সেটার চেষ্টা না করে আত্মহত্যার মত পলায়নপর কাজ করলে কিসের মানুষ?
  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৮
২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৮
বিজন রয় বলেছেন: ওহ! আচ্ছা!
তাহলে আপনি মহাপুরুষ।
৩৭|  ১৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৪
১৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এমন মহৎ উদ্দেশ্য সকল লেখকের জন্য অনেক উৎসাহের অনেক প্রেরণাদায়ক, সেজন্য মন থেকে কৃতজ্ঞতার প্রকাশ করি। 
শুভকামনা আপনার জন্য সবসময় দাদা, সুস্থ সুন্দর ও সুখসমৃদ্ধি ঘিরে থাকুক আপনার সময়গুলো। 
আমার কবিতার নামে কেবল "|" একটা দাড়ি দেখা যাচ্ছে কেন সেটা বুঝতে পারিনি দাদা।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৯
২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৯
বিজন রয় বলেছেন: ওটা তো লিংক দেওয়া সঠিক হয়নি। ঠিক করে দিব।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনিও ভাল থাকুন সবসময়।
৩৮|  ২৮ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২০
২৮ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:২০
নিউজপ্রিন্ট বলেছেন: ও আচ্ছা আপনি তাহলে রাস্তার হকারের খুঁজলির ডিব্বা !
৩৯|  ১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৯
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৯
মুক্তা নীল বলেছেন: দাদা, এতো সুন্দর করে একটা লিখা লিখেগেছেন অরিএী কে নিয়ে, সেজন্য আপনাকে আমার তরফ প্রানঢালা 
শুভেচ্ছা ও অভিনন্দন রইল। অপরাধী  মনে হচ্ছে নিজেকে এই পোস্ট কেন আমি খেয়াল করলাম না। 
যাই হোক, দাদা পোস্টে ভালোলাগা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:২৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:২৪
সনেট কবি বলেছেন: চমৎকার পোষ্ট