নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কতকাল রাত্রির সংলাপে জড়তা নেমে আসবে
আর কতকাল চাঁদের ধূসরতা ছুঁয়ে থাকবে আত্মপরিচয়হীন
আর কতকাল থাকবে প্রতি-উত্তরহীন অন্ধকার ধোঁয়াশায় বিলীন,
জোছনাবাদী পিপীলিকার মতো মৃতদের স্মরণসভার পাণ্ডুলিপি লিখে রাখো শুধু-
অনুতাপ করে পরিশুদ্ধ হতে হতে পরবর্তী গল্পটা আরো জটিল হলো কি – না-
মহাকালের শূন্যস্থানে,
শুধু শর্তহীন জিতে যাওয়ায় কোন মাধূর্য নেই
মৃতদের নোটবুকে চোখ মেলে দেখ
ভালবাসায় কষ্টের শর্ত ছাড়া কেহই পরিত্রাণ পায়নি…… কেহই জেতেনি কখনো….
প্রতিটি জয়দৃশ্যের অন্তরালে লেখা আছে সহস্র কষ্টের অশ্রুলিপি।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: আপনি না তিস্তাপাড়ে ছিলেন!
অনেক দিন পর কবিতা পোস্ট দিলাম।
আমি তো কবিতা লিখতে ভুলে যাচ্ছি।
অনেক ধন্যবাদ অজস্র কবিতার কবি।
২| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আমি চলে এসেছি অতি দ্রততায়.....কেন জানি না। হয়তো অফিস আছে তাই
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩
বিজন রয় বলেছেন: ও আচ্ছা!
অফিস আমাদের সুন্দর সময়গুলো কেড়ে নেয়।
না হলে আমরা আরো কিছু সৃষ্টি করতে পারতাম!
আবারো ধন্যবাদ আপনাকে কবি।
৩| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: আমার হাতে কবিতা আসে না!
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৪
বিজন রয় বলেছেন: কিছু দিন আগে তো আপনি কয়েকটি কবিতা পোস্ট করেছেন।
তাহলে?
আবার শুরু করুন।
কবিতা লেখা হলো সবচেয়ে সহজ কাজ, মাঝে মাঝে একটি শব্দের জন্য সারারাত জাগতে হয়!!
৪| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনকে শুধুমাত্র শব্দ বললে অন্যায় হবে৷ এই জীবন নামক শব্দেই মানুষের আনাগোনা, পথচলা। নাটকের বিহাইন্ড দ্যা সিনের মতো জীবনের সব ঘটনারই প্রেক্ষিত আছে। যা হতে পারে অনাবিল আনন্দের কিংবা শ্মশানের নিস্তব্ধ নিরবতার। তবুও জীবন বয়ে চলে শৈশব থেকে বার্ধক্যে। মৃত্যুর মিছিলে যোগদান করাই বোধহয় তার অন্তিম কর্তব্য !
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: খুব মনোযোগ দিয়ে মন্তব্য করেছেন।
বেঁচে থাকার মানেটাই হলো শব্দের গভীরতা।
আর মানুষের সর্বশেষ অন্ত্যমিল মৃত্যুতে।
অনেক ভাল মন্তব্য করেছেন।
অনেক ধন্যবাদ রইল।
৫| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯
কাওসার চৌধুরী বলেছেন:
"শুধু শর্তহীন জিতে যাওয়ায় কোন মাধুর্য নেই"
চমৎকার উপলব্ধি। কেমন আছেন হে, প্রিয় কবি?
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৯
বিজন রয় বলেছেন: কিন্তু মানুষ খুব সহজেই জিততে চায়, খুব অল্পতেই পেতে চায়।
এখানেই তো মানুষ হেরে যায়।
ভাল লাগল।
শুভকামনা।
৬| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ অসম্ভব সুন্দর কবিতা
ভালো লাগা রইলো দাদা ++
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপা।
ব্লগে বোন ব্লগাররা হারিয়ে যাচ্ছেন, সেখানে আপনার উপস্থিতি অনেক বড় ব্যাপার!
যদিও ব্লগটি এখনো স্বাভাবিক নয়।
ভাল থাকুন।
৭| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
ইসিয়াক বলেছেন: ++++্
অনেক ভালো লাগলো।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।
আপনার উপস্থিতি ভাল লাগল।
শুভকামনা।
৮| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন:
বাস্তবতা যখন হৃদয়ের সঙ্গে একাত্ম হয়ে কাব্যে রূপান্তরিত হয় তখন সেটা আর শুধু অভিব্যক্তি আকারে থাকে না। কাব্যটি তখন প্রাণ পেয়ে জীবন্ত হয়ে ওঠে। লাল কার্পেটে মধুর কামব্যাক দাদা।
কবিতা ষষ্ঠ লাইক।
শুভেচ্ছা নিয়েন।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: আপনার কথাগুলো এক একটি বাণী মনে হলো। সহৃদয়ে তুলে রাখলাম।
এ জন্য আপনার কথা সবসময় শুনতে ইচ্ছে করে।
ধন্যবাদ ও শুভকামনা।
৯| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪১
সুমন কর বলেছেন: সুন্দর। ভালো লাগা রইলো।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: সুমনদা ভাল আছেন নিশ্চয়ই।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
১০| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লিখেছেন কবিতা
জয়ের জন্য অনেকেরই ঝরেনা
কোন কষ্টের অশ্রুলিপি
পরিবার তন্ত্রই দিয়ে দেয়
অতি সহজ জয়ের ধারা ।
তবে জয়ের জন্য তাদের
কষ্টের কোন অশ্রুলিপি না ঝড়লেও
জয়ের পরে তাদের কপোল বেয়ে
বিগলিত ধারায় অশ্রুলিপি ঝরে
এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে
আমাদের চারিধারে ।
শুভেচ্ছা রইল
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: কবিতার আকারে কবিতার মূল কথা বলে গেলেন।
মানুষের জীবনের রূপ কি তার খবর রাখা খুবই মুশকিল।
মানুষ সহজেই সব পেতে চায়।
১১| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
সম্পর্কহীন, বিবিধ ভাবনার বাক্য পাশাপাশি রেখে পদ্য রচনা করেছেন; নাকি মুলে, সবকিছু নিয়ে, একক কিছু প্রকাশিত হয়েছে পদ্যে?
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫১
বিজন রয় বলেছেন: ওস্তাদজী, কবিতাটি কি আবার পড়বেন?
১২| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪০
আখেনাটেন বলেছেন: প্রতিটি জয়দৃশ্যের অন্তরালে লেখা আছে সহস্র কষ্টের অশ্রুলিপি। -- তাইতো, কিছু অর্জন করতে গেলে তো কিছু ত্যাগ স্বীকার করতেই হবে।
চমৎকার প্রকাশ কবি।
*পিপীলিকা < পিপিলিকা; পাণ্ডুলিপি < পান্ডুলিপি।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: বানানের জন্য দুঃখিত। বলে দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক দিন না লেখার ফল।
আজকাল সব ভুল হয়ে যায়।
শুভকামনা প্রিয় আখে!
১৩| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪১
নজসু বলেছেন:
আপনাকে মিস করছিলাম।
আপনাকে আর আপনার কবিতা পেয়ে মনটা ভালো হয়ে গেলো।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৪
বিজন রয় বলেছেন: ওহ! আপনি আমাকে মনে রেখেছেন?
সুন্দর।
আপনার মনটা ভাল হয়েছে জেনে আমি অনেক খুশি।
শুভকামনা রইল।
১৪| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩১
নূর আলম হিরণ বলেছেন: শব্দ গুলোকে খুব সুন্দর করে সাজিয়েছেন।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ হিরণ।
কবিতার শব্দগুলো আপনাকে টেনেছে জেনে ভাল লাগল।
ভাল থাকুন সবসময়।
১৫| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের লাইনটি মন ছুয়ে গেল।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: আমার সৌভাগ্য!
তবে আপনি ব্লগ ছেড়ে যাবেন না!
১৬| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিছু দিন আগে তো আপনি কয়েকটি কবিতা পোস্ট করেছেন।
তাহলে?
আবার শুরু করুন।
কবিতা লেখা হলো সবচেয়ে সহজ কাজ, মাঝে মাঝে একটি শব্দের জন্য সারারাত জাগতে হয়!!
চেষ্টা করবো।
০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
বিজন রয় বলেছেন: তা কবিতা লিখেছেন? পোস্ট দিয়েছেন?
সময়ের অভাবে আপনার ওখানে যেতে পারিনি।
১৭| ২৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
তারেক ফাহিম বলেছেন: ত্যাগে অর্জিত সব কিছুই দীর্ঘস্থায়ী।
কবিতায় মন ছুয়ে গেল।
০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০০
বিজন রয় বলেছেন: উত্তর করতে দেরি হলো ফাহিম।
কবিতায় মন ছুঁয়েছে জেনে খুশি হলাম।
শুভকামনা রইল।
১৮| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৮
জাহিদ অনিক বলেছেন:
সুপ্রভাত বিজন দা
০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ জাহিদ। আপনার কি কোন কবিতার বই বের হবে এবার?
১৯| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
অন্তরা রহমান বলেছেন: দারুন লিখেছেন...
০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৩
বিজন রয় বলেছেন: দারুন! বাহ! সুন্দর! খুব ভাল! .... এসব কথা না বলাই ভাল।
ধন্যবাদ ও শুভকামনা।
২০| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:৫৯
সোনালী ডানার চিল বলেছেন: ছোট সমাচারেই অসীম ব্যপ্তি-
কবিতা এমনই হওয়া উচিত।
০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৫
বিজন রয় বলেছেন: অনেক দিন পর এলেন!
চার কথাতেই গভীর মন্তব্য করেছেন।
ভাল থাকবেন প্রিয় চিল।
২১| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ৩:০২
জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ জাহিদ। আপনার কি কোন কবিতার বই বের হবে এবার? মনে হয় না, আপাতত কোনো সম্ভাবনা ও শঙ্কা কিছুই নেই।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
বিজন রয় বলেছেন: আপনার বইয়ের ব্যাপারে ভাবছি।
সম্ভবনা সামনে চলতে পথ দেখায়।
২২| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৫
অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার
লাইক দিয়ে গেলাম
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: আপনাকে আমার প্রয়োজন। ফেবুতে কথা বলেন প্লিজ।
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: প্রতিটি জয়দৃশ্যের অন্তরালে লেখা আছে সহস্র কষ্টের অশ্রুলিপি - কি গভীর একটি ভাবনা! সুখপাঠ্য কবিতা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: পিছনে এসে কথা বলে যাওয়া আপনার এই দৃশ্যটি আমার খুব ভাল লাগে।
আপনার জন্য ব্লগে অনেক প্রেরণা পাই।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+