নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

অপ্রাপ্তির সংলাপ

৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩১



কোন বিপন্নতা?
কোন দুষ্প্রাপ্যতা?
কোন বিহ্বলতা?
তবে?

আজ রাত্রির গল্প আমাকে একাই লিখতে হবে?
দীর্ঘ অপ্রাপ্তির কোন সুনিদিষ্ট গন্তব্য আছে?
যাকে পড়ি অজস্র শব্দে শব্দে তাকে অসমাপ্ত পাঠ বলতে পারছি না!!
আচ্ছা, শব্দের শিল্পমূল্য কি?
হ্যাঁ, শব্দের শিল্পমূল্য মৌন থাকা, চুপ থাকা, নিরব থাকা!!

যখন আরও নিমগ্ন হয়ে উঠি
যখন আরও উদ্বেল হয়ে উঠি
যখন অনেক উৎক্ষিপ্ত হয়ে উঠি
কেন তখন একইরূপে উচ্চকিত হতে পারে না!!
অন্য কোন অভিন্ন ভাষায়, অভিন্ন শব্দবোধে!!

আমার ভাল থাকতে চাওয়াটাই আজন্ম অপরাধ।

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫১

ইসিয়াক বলেছেন: আচ্ছা শব্দের শিল্প মূল্য কী ?
সুন্দর। চমৎকার।

৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৪

বিজন রয় বলেছেন: উত্তরে আপনি কিছু বলুন ইসিয়াক ভাই। প্রশ্ন তো আপনাদেরকেই করেছি!

২| ৩১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

করুণাধারা বলেছেন: দারুন প্রত‍্যাবর্তন!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

বিজন রয় বলেছেন: ভাল আছেন আশা করি। ব্যস্ততার জন্য উত্তর করতে পারিনি।

অনেক অনেক শুভকামনা।

৩| ৩১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: "আমার ভালো থাকতে চাওয়াটাই আজন্ম অপরাধ।"
বিপন্নতা, দুষ্প্রাপ্যতা, বিহ্বলতার অবসান ঘটুক।
অপ্রাপ্তির গন্তব্য পাক।
আজ গঙ্গা জলে গঙ্গা পূজা সারলাম।
শব্দরা ভাষা পাক আপন ছন্দে।
শুভেচ্ছা নিয়েন দাদা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

বিজন রয় বলেছেন: আজ গঙ্গা জলে গঙ্গা পূজা সারলাম..... আর আমি পবিত্র হলাম।
আর কিছু চাই না।

অনেক ভাল লাগল।

৪| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর পোষ্ট দিলেন।

আপনার কবিতা পড়ে এখন আমারই একটা কবিতা পড়ে এখন আমার একটা কবিতা লিখতে ইচ্ছা হচ্ছে। কিন্তু আমি কবিতা লিখতে জানি না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: কবিতা সংকলন পোস্ট আবার শুরু করছি, আশাকরি আর আলসেমি না করে কবিতাও লিখবেন।

বুঝেছেন?

৫| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২৫

ইমরান আল হাদী বলেছেন: শব্দের শিল্পমূল্য মৌনতা, নিরবতা
এরচে বেশি কি আর হতে পারে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

বিজন রয় বলেছেন: ঠিক ধরেছেন প্রিয় ইমরান।
আপনার কথা অনেক মনে পড়ে।

ভাল থাকুন।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৩

আরোগ্য বলেছেন: আমার ভালো থাকতে চাওয়াটাই আজন্ম অপরাধ।

অমূল্য লাইন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: ওহ! আপনি ভাল আছেন!

অনেক মিস করতাম আপনাদের।

সাথে থাকুন।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

জাহিদ অনিক বলেছেন:


হ্যা বোধয়, ভালো থাকতে চাওয়াটাই অপরাধ। ভালো থাকা যায় না কোনোভাবেই, কোনো না কোনোভাবে খারাপ থাকা এসে বসে যায় ঘরের মধ্যে।

আবার এও ভাবি, যখন কি অপ্রাপ্তি ঘটে- তখনো তো আসলে একটা 'অপ্রাপ্তি' পাই।
আপনার কবিতাতেই এতকিছু ভাবতে পারলাম। অন্যদের কবিতায় ভাবতে পারি না হয়ত! আপনি চান ভাবাতে---------

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

বিজন রয় বলেছেন: জাহিদ অমূল্য মন্তব্য। আর কিছু বলবো না।

ভাল থাকার শুভকামনা সবসময়ের।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এতো চমৎকার শব্দমালা চোখ এড়িয়ে গেলো ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: আরে না, আমি ব্লগে কম আসি তাই আপনার চোখে পড়েনি।

ধন্যবাদ ও শুভকামনা।

৯| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:০৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কবিতা ভাল লেগেছে। শব্দের শিল্পমূল্য কী? বোধহয় ঠিকই বলেছেন। নীরবতা, মৌনতা এর বাইরে কিছু খুঁজে পাচ্ছি না। ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.