নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা ব্লগটি বন্ধ করে দিল, আর আমাদের সব বন্ধ হয়ে গেল! আমরা যারা ব্লগে আসতে পারিনি বা এখনো যারা পারছেন না তাদের জন্য বিষয়টি অনেক যন্ত্রণার। যেহেতু ব্লগে অনেকেই আসতে পারছেন না তাই কবিতা সংকলন পোস্ট দিতে চাইনি, কিন্ত আজ মত পরিবর্তন করে সিদ্ধান্ত নিলাম আবার শুরু করি, অন্তত যারা ব্লগে আসতে পারছেন তাদের জন্যই শুরু হোক!
আপনার কি বলেন?
আশাকরি পূর্বের মতোই সাথে থাকবেন।
আচ্ছা, আসুন আগের পোস্টগুলো দেখে নেওয়া যাক।
০১. ''বাংলা আমার আমি বাংলার"...... কবিতা সংকলন জানুয়ারি ২য় পাক্ষিক-২০১৯
০২. "অনাগত কাব্যের অসম্পূর্ণ কচড়া"... বছরের প্রথম কবিতা সংকলন-২০১৯!!
০৩. এলোমেলো ডিসেম্বর ২০১৮ এর শেষ পনের দিন, কবিতা ও গল্প এবং নতুন বছরের শুভেচ্ছা!
০৪. সব কবিতা ও গল্প এবং নতুন সেরা, ডিসেম্বর ২য় সপ্তাহ, ২০১৮
০৫. একটি.... "অরিত্রী সংকলন"....কবিতা ও গল্প,.... ডিসেম্বর প্রথম সপ্তাহ, ২০১৮
০৬. শুরু হলো বিজয়ের মাস-মুক্তির মাস.....'কবিতা ও গল্প' সংকলন ...... নভেম্বর শেষ সপ্তাহ-২০১৮..... সেরা সব কবিতারা!
০৭. কবির মৃত্যু নেই---গেওর্গে আব্বাস এবং মুনিরা চৌধুরী---অন্তিম আলোরেখায় উজ্জ্বল ধ্রুবতারা--- কবিতা ও গল্প সংকলন, নভেম্বর তৃতীয় সপ্তাহ, ২০১৮
০৮. উৎসর্গ......হুমায়ুন আহমেদ, যার সৃষ্টিই আমাদের দৃষ্টি......কবিতা সংকলন নভেম্বর দ্বিতীয় সপ্তাহ, ২০১৮!
০৯. সংলাপে হয় না ---- কবিতায় হবে, ..... কবিতা সংকলন ..... নভেম্বর ২০১৮, প্রথম সপ্তাহ!
১০. ....হৈমন্তিকা' .... কবিতা সংকলন.... শেষ সপ্তাহ (২২-৩১), অক্টোবর-২০১৮....
১১. .... যে বিদায় শূন্যে বিদীর্ণ করে দেয় .... কবিতা সংকলন অক্টোবর-১৮, - ৩য় সপ্তাহ, .... উৎসর্গ অাইয়ুব বাচ্চু ....
১২.শারদীয় কবিতা সংকলন-অক্টোবর ২০১৮ দ্বিতীয় সপ্তাহ (০৮-১৪) ও সেরা ২১!
১৩. অক্টোবর প্রথম সপ্তাহ ( ০১-০৭ )-২০১৮ এর কাব্য-পরাগ ও ১০ সেরা কবিতা!
১৪. সেপ্টেম্বর-২০১৮ এর শেষ সপ্তাহের ( ২৪-৩০ ) কবিতাসমগ্র ও ১০টি সেরা কবিতা।
.
.
সবাইকে শুভকামনা।
ভাল থাকুন সবসময়।
...
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯
বিজন রয় বলেছেন: সামু থেকে সামুর বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আপডেট পোস্ট আশা জরুরি।
আমরা রিকোয়েস্ট করতে পারি।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সন্দেহাতীতভাবে প্রশংসনীয় উদ্যোগ। আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। আপনি নিকট অতীতে ব্লগে অনেক সময় ও শ্রম দিয়েছেন । আপনার পোস্ট গুলো সে কথাই বলছে। ক্যারী অন ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯
বিজন রয় বলেছেন: যেহেতু ব্লগ বন্ধ হয়েছিল, আর লগইন হতে পারতাম না তাই সংকলন পোস্ট কন্টিনিউ করা সম্ভব হয়নি।
দেখি আবার করা যায় কি না।
ধন্যবাদ কবি।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮
খায়রুল আহসান বলেছেন: অবশ্যই তৈরী আছি!
শ্রমসাধ্য এ কাজে পুনঃপ্রত্যাবর্তনে অভিনন্দন! এ পোস্টগুলো ব্লগের আর্কাইভ হিসেবে কাজ করবে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
বিজন রয় বলেছেন: অনেক অনেক আশার সঞ্চার হলো মনে।
আশাকরি আবার শুরু করতে পারবো।
অনেক অনেক শুভকামনা।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার উদ্যোগ !
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
বিজন রয় বলেছেন: হারিয়ে যাবেন না তো!!
কবিতা লিখুন, সাথে থাকুন।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এর শেষ কোথায়? সকাল থেকে চেষ্টা করছি ঢুকতে পারিনি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪
বিজন রয় বলেছেন: খুব যন্ত্রণার ব্যাপার!
সামু লেটেস্ট কিছু জানাচ্ছে না।
তবুও আমাদের হাল ছেড়ে দিলে হবে না।
সাথে থাকুন স্বপ্নবাজ।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: হারিয়ে যাব কেন???
সাথেই আছি ☺
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২
বিজন রয় বলেছেন: কয়েকদিন আগে তো তাই বললেন। হারিয়ে গেলে বলে যাবেন আশা করি।
আপাতত থাকছেন এটাতেই আশ্বস্ত হলাম।
ভাল থাকুন।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ওটা ফেসবুকের কথা বলেছিলাম। ব্লগের সাথে আছি, থাকবো
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
বিজন রয় বলেছেন: ও আচ্ছা। আপনার সাথে কথা আছে, ওখানে বলবো।
আবারো ধন্যবাদ।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিজন ভাই, আপনাকে ধন্যবাদ এই উদ্যোগ নেয়ার জন্য। সামহোয়্যারইন ব্লগে গুনী কবিদের মধ্যে আপনি অন্যতম এবং আমার ব্যক্তিগত পছন্দের। আমি চাই আপনার এই সংকলন পোস্ট বা সেরা কবিতার পোস্ট নতুনদের জন্য একটি মানদন্ড তৈরী করুক। গড়পড়তার সংকলনের চাইলে আমাদের বেশি প্রয়োজন ভালো কবিতাগুলোর একটি সংকলন। এই ক্ষেত্রে সেরা ১০ না হোক, সেরা ২০টি কবিতা নিয়ে যাত্রা শুরু হতে পারে।
দ্বিতীয়ত, ব্লগ পুনরায় বাংলাদেশে চালু করে দেয়ার ব্যাপারে আমাদের চেষ্টা অব্যহত আছে। কিন্তু আপনারা সকলেই জানেন, শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের কারনে এই ব্লগটি বন্ধ করে দেয়া হয়েছে। সুতরাং যতদিন পর্যন্ত এই বিভাগের দায়িত্বে মোস্তফা জব্বার সাহেব আছেন ততদিন আপনাদেরকে কোন আশার খবর শুনাতে পারব বলে মনে হয় না।
যাইহোক, আপনাকে আবারো ধন্যবাদ এই উদ্যোগ নেয়ার জন্য।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
বিজন রয় বলেছেন: যেহেতু ব্লগটিতে ওরা বন্ধ করে দিল এবং আমি এখানে লগইন হতে পারিনি, তাই কবিতা সংকলন পোস্ট কন্টিনিউ করতে পারিনি। এখন একটি উপায়ে লগইন হতে পারি, তবে ব্লগারদের উপস্থিতি কম দেখে কবিতা সংকলন পোস্ট দিতে ইচ্ছে করেনি, কিন্ত গতকাল মনে হলো আবার শুরু করা যাক, তা ব্লগারদের উপস্থিতির হার যা হোক না কেন।
সেজন্য আপনারদের মতামত চাইলাম।
আপনাদের সাড়া পেয়ে মনে হলো এটা করা যেতে পারে।
আর ব্লগ পুনরায় চালুর ব্যাপারে অনেকেই আসলে অাপডেট জানতে চেয়েছিল, আমিও।
আপনি এখানে যা বলে গেলেন, তা থেকে আমরা ধারনা নিতে পারলাম সহজেই।
আমাদের আসলে লড়াই চালিয়ে যেতে হবে ধৈর্য সহকারে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সামু থেকে সামুর বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আপডেট পোস্ট আশা জরুরি।
আমরা রিকোয়েস্ট করতে পারি।
আমার প্রশ্নের উত্তর কাল্পনিক_ভালোবাসা দিয়ে দিয়েছেন।
ইনশাল্লাহ সামু মুক্ত হবে। সেই অপেক্ষায় আমি আমরা আছি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: কাল্পনিক_ভালোবাসা আপনার আশা পূরণ করেছেন।
এবার নিশ্চয়ই আশ্বস্ত হয়েছেন।
ধন্যবাদ।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৪
নীল আকাশ বলেছেন: আপনার জন্য তাহলে আগামী মাসে একটা কবিতা লিখতেই হয়!
ফিরে আসার জন্য ধন্যবাদ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: অবশ্যই কবিতা লিখুন।
শুধু আমার জন্য নয়, আপনার জন্য, ব্লগের জন্য, ব্লগারদের জন্য, সুন্দর একটি ভবিষ্যতের জন্য।
সাথে থাকুন।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৮
মানতাশা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++
আপনার সহিত আছি।আমি কিছু লিখব না বলিয়া পণ করিয়াছি।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মানতাশা।
কবে অবশ্যই কবিতা লিখবেন সে অনুরোধ রাখছি।
ভাল থাকুন সবসময়।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৮
নতুন নকিব বলেছেন:
কবিতা লেখা তো একরকম ভুলেই গিয়েছিলাম। আপনি এসে আবার চেতন ফিরিয়ে দিলেন, দাদা! এখনতো দেখছি, কবিতা না লিখে আর পারা যাবে না!
শুভকামনা দাদা। আপনার সংকলন পোস্টগুলোয় বরাবরই ভিন্নতা থাকে। এগিয়ে যান।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: ভাল আছেন আশাকরি।
কবিতা লেখা ভুলে গেলে হবে না নকিব ভাই।
মানুষের হৃদয়ে কবিতা আছে বলেই মানুষ কোমল হয়, দয়ালু হয়।
অন্য লেখার পাশাপিাশ অবশ্যই কবিতা লিখুন আর ব্লগে পোস্ট করুন।
আমাদের বঞ্চিত না করার অনুরোধ রইল।
ধন্যবাদ অনেক।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর উদ্যোগ
সঙ্গে আছি দাদা
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২০
বিজন রয় বলেছেন: সে কি আর করতে আপা! আপনি আসলে সবসময় আছেন সবখানে।
আপনার স্বতঃস্ফুর্ততা আমাকে জাগিয়ে রাখতে সাহায্য করে।
যদিও একটি বড় কষ্টকাল অতিক্রান্ত করছি।
সাথে থাকুন এভাবেই।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর আপনাকে স্বাভাবিক ছন্দে ফিরতে দেখে পেলাম। কবিদের জন্য শুভেচ্ছা অফুরান; ধন্যবাদ আপনাকে।
কবিদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।
তবে আমাদের মধ্যে গদ্যকারদের জন্য জানিনা কেউ উদ্যোগী হয়ে এগিয়ে আসবেন কিনা। সেক্ষেত্রে,
আমি(আমরা) রবো নিষ্ফলে হতাশার দলে। হাহা হা.....
শুভেচ্ছা নিয়েন দাদা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
বিজন রয় বলেছেন: আমার সেইসব পোস্টের মাধ্যমে আপনার শুভেচ্ছা অবশ্যই পৌঁছে যাবে কবিসহ সকলের কাছে।
যদিও আমি একটি নিদারুন কষ্টময় সময় পার করছি তবু এখন না পারি অদূর সময়ে গল্পটাকেও আমি নেওয়ার চেষ্টা করবো যদি অন্য কেহ না করে। আগে আমি ২/১ করেছিও যখন স্রাঞ্জি সে অনিয়মিত হয়ে পড়েছিল।
দেখা যাক সময় কিভাবে আমাকে সহায়তা করে।
খুব ভাললাগা আর ধন্যবাদ আপনাকে।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
কথার ফুলঝুরি! বলেছেন: আমিতো কবিতা লেখা ভুলেই গিয়েছি তার উপর এখন সময়ও পাইনা কিছু লেখা ড্রাফটে আছে তবে সময়ের অভাবে শেষ করা হচ্ছেনা।
তবে আপনার পোস্ট দেখে মনে হচ্ছে এবার কিছু একটা লিখতেই হয় এবং যা তা লেখা না, একটু ভালো লেখ্ যদি সেরা দশে জায়গা পেয়ে যাই
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬
বিজন রয় বলেছেন: আপনি ভাল আছেন নিশ্চয়ই।
হ্যাঁ, আর সময় নষ্ট না করেন। ভাল কবিতাগুলো পর্যায়ক্রমে পোস্ট দিতে থাকুন।
আর এটা কি কথ!! কবিতা লেখা ভুলে গেলে চলবে না।
কথার ফুলঝুরি ফুটতে থাকুক।
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! এতদিনে কবি এলেন!!!!
বিধ্বস্ত বিপন্ন সময়ে
কষ্ট আর যাতনার বিষে নীল সময়
মাৎসানায় দু:সময়
টুটি চেপে ধরা নগ্ন স্বৈরিনী ছোবল
রক্তাক্ত মানচিত্রে কাতরায় স্মৃতি একাত্তর!
মুক্তি আর মুক্তিযুদ্ধ
অস্তিত্বের আরেক নাম।
শুভ উদ্যোগে সাধুবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৭
বিজন রয় বলেছেন: বাহ! কবিতায় মন্তব্য করে আমার অনেক কষ্টের ভিতর অনেক সুখ এনে দিলেন!
তাও আবার দেশত্ববোধে ভরা এক হৃদয় আন্দোলিত কবিতা!
দেশ আর মুক্তিযুদ্ধ এর চেয়ে তো আর বড় কিছু হতে পারে না।
ভাল লেগেছে গুরু।
আপনাকে অনেক অনেক শুভকামনা।
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬
করুণাধারা বলেছেন: আপনি তাহলে ব্লগে নিয়মিত হবেন!! এটা খুশির খবর। কিন্তু নিজেও কিছু কবিতা লিখুন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: মনে রেখেছেন!! বাহ!
ব্লগে তো নিয়মিত হতে চাই সবসময়। কিন্ত এতদিন লগইন হতে পারিনি যে!
অনেক চেষ্টা করে একটি উপায় বের করে তবে লগইন হতে পারছি।
হা হা ..... এই পোস্টের আগেই তো দুটি কবিতা পোস্ট করেছি, পড়বেন নিশ্চয়ই।
আশাকরি ভাল আছেন।
ভাল থাকুন এই কামনা সবসময়।
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: এটি অবশ্যই একটি শুভ উদ্যোগ!
আপনাকে নিয়মিত ব্লগে পাবো ভেবেই আমি আনন্দিত।
আমিও নিয়মিত পাঠক হতে চেষ্টা করছি। আমার বাকি জীবন যেন সামুতেই কাটে। এটাই আমার কামনা। সামুর মুক্তি চাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৮
বিজন রয় বলেছেন: আপনাকে নিয়মিত ব্লগে পাবো ভেবেই আমি আনন্দিত। ........ কি যে ভাল লাগল!
আপনার ওখানে আমার করা মন্তব্যের প্রতিউত্তর আর এখানে করা আপনার মন্তব্য দুটিতেই আমার মন অনেক ভাল হয়ে গেল।
হৃদয়ের জন্য হৃদয়ের অভাব বড়ই সুন্দর।
খুব করে ধন্যবাদ আর শুভকামনা।
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৮
জাহিদ অনিক বলেছেন:
ইয়েস স্যার !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২২
বিজন রয় বলেছেন: পরিবর্তন হতে হতে সব নতুনেরা পুরাতন হয়ে যাচ্ছে, আমরা আর বসে থাকতে পারি না।
জোনাকির আলো হয়ে আকাশের দুঃখ ঘোঁচাতে আবার নক্ষত্র হয়ে উঠতে হবে।
বুঝতে পেরেছেন জাহিদ?
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:০২
ল বলেছেন: ওয়েলকাম ব্যাক কবি।।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৬
বিজন রয় বলেছেন: আপনারা আমাকে কবি বলেন কেন?
আমি কখনোই কবিদের দলে নিজেকে ভাবিনা।
আমাকে বলতে পারেন কবিতার ক্ষতচিহ্ন বা কবিতার কিয়দংশ।
শুভকামনা প্রিয় 'ল'।
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
জাহিদ অনিক বলেছেন: বুঝতে পেরেছেন জাহিদ? এবসুলেটলি !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১২
বিজন রয় বলেছেন: বাহ! অনেক ধন্যবাদ জাহিদ।
২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
শেহজাদী১৯ বলেছেন: চমৎকার উদ্যোগ। গল্প সংকলনও কেউ করুক।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: আপনাকে নতুন দেখছি। আগে কখনো কথা হয়েছে কিনা মনে নেই।
অন্য কেহ না করলে গল্প সংকলন হয়তো আগামীতে আমাকে করতে হবে।
আপনাকে ধন্যবাদ আর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: ৬/৭ মাস হয়ে গেল আজও সামু স্বাভাবিক ভাবে চালাতে পারি না !!!
ভিপিএন দিয়ে সামু চালানো অনেক যন্ত্রনার।
সামু থেকেও আমাদের কিছু জানাচ্ছেন না- তারা কি করছে, আর কত দিন সময় লাগবে!!