নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

"শিউলি ফোঁটা সুরের মূর্ছনায় হৃদয়ে কবিতার দাগ" কবিতা সংকলন - সেপ্টেম্বর-২৪-৩০, ২০১৯!

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৮


কবিতা সংকলন পোস্ট আবার শুরু করলাম! ব্লগের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার জন্য ব্লগে ঢুকতে পারতাম না, সেজন্য এতদিন কবিতা সংকলন পোস্টের ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। আপনারা সাথে থাকলে আশাকরি আবারো এই সংকলন পোস্ট চালিয়ে যেতে পারবো অনেক ব্যস্ততার মাঝেও।

ব্লগ এখনো ব্লক থাকার কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ব্লগে আসতে পারছেন না। তাই অন্যান্য বিষয় নিয়ে পোস্টের মতই কবিতা পোস্ট অনেক কম হচ্ছে। সমস্যা নেই, আমরা যারা কবিতা পোস্ট দিতে পারছি তাদের কবিতা নিয়েই আমরা চলেতে থাকি। আশাকরি দ্রুত সময়ের মধ্যেই ব্লগের সমস্যা দুর হবে এবং আমরা স্বরূপে ফিরবো।



একটি স্পেশাল পোস্ট দিয়েই এই সংকলন শুরু হোকঃ
আহমেদ জী এস - আজি এ শারদ প্রাতে.........




সপ্তাহের সুন্দর কবিতাগুলো: ( সেরা ১১ )
০১. জাহিদ অনিক - এসো জল! শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ!
০২. সোনালী ডানার চিল - খোয়াবনামা অথবা প্রতিবিপ্লবের স্বপ্ন
০৩. তরুণ কুমার জানা - ইতি ভবঘুরে...
০৪. স্বপ্নবাজ সৌরভ - কি ভাবছেন কমরেড? - জেলখানার কবি নাজিম হিকমাতের প্রতি
০৫. ঠাকুরমাহমুদ - সময়
০৬. খায়রুল আহসান - অনিঃশেষ মুক্তি
০৭. আহমেদ জী এস - আজি এ শারদ প্রাতে.........
০৮.স্বপ্নবাজ সৌরভ - অকাল প্রয়াত কাব্য
০৯. গোধুলী বেলা - ভ্রান্তি বিলাস
১০. কবি হাফেজ আহমেদ - ফসলি হতে ফসিল
১১. তন্দ্রাকুমারী - আমি তোমার কেউ না





প্রতিদিনের কবিতাসমূহঃ
২৪.০৯.২০১৯
জাহিদ অনিক - এসো জল! শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ!
রুদ্র আতিক - নষ্ট নৈবেদ্য
সেলিম আনোয়ার - আহবান
আব্দুল্লাহ্ আল মামুন - এই শান্ত শহর
মোঃ এনামুল হক রাকিব - খোলা দরজা
স্বপ্নবাজ সৌরভ - তবুও
সোনালী ডানার চিল - খোয়াবনামা অথবা প্রতিবিপ্লবের স্বপ্ন
তরুণ কুমার জানা - ইতি ভবঘুরে...
স্বর্ণবন্ধন - “টেবিলের ভ্যান গখ”
গোধুলী বেলা - ভ্রান্তি বিলাস

২৫.০৯.২০১৯
ইসিয়াক - মা-ছন্দ কবিতা
ইসিয়াক - অহংকার
মাকার মাহিতা - -:জয় গুরু:-
আব্দুল্লাহ্ আল মামুন - প্রেম আর চুম্বন
কবি হাফেজ আহমেদ - নিষিদ্ধ ক্যামিকেল
কবি হাফেজ আহমেদ - ফসলি হতে ফসিল
শাহিন বিন রফিক - চল পাল্টাই।
সেলিম আনোয়ার - কবিতা লিখার প্রহর
সেলিম আনোয়ার - আয় ঘুম এই দু'চোখ জুড়ে
স্বপ্নবাজ সৌরভ - কি ভাবছেন কমরেড? - জেলখানার কবি নাজিম হিকমাতের প্রতি
আরাফআহনাফ - সন্ধ্যা নামেনি এখনো
সালাউদ্দিন শাহরিয়া - উলঙ্গ সমাজ
কথার ফুলঝুরি! - আমার ভালোবাসার কাব্য কথা

২৬.০৯.২০১৯
ইসিয়াক - গ্রাম্য জীবন
সেলিম আনোয়ার - এসো হে! ক বি তা!!!
আব্দুল্লাহ্ আল মামুন - তোমায় দেখেছি
সায়ন্তন রফিক - বানরবচন
শ্রাবণ আহমেদ - কবিতা
তুহিন সরকার - তুমি....
তন্দ্রাকুমারী - আমি তোমার কেউ না

২৭.০৯.২০১৯
জাহিদ অনিক -দুপুরের সন্ধ্যা
হাফিজ বিন শামসী - জি-কে-শা
ইসিয়াক - মধুরিমা , তুমি কেমন আছো ?

২৮.০৯.২০১৯
আরিয়ান আরাফ - প্রশ্ন
শাহিন বিন রফিক - সময়ের ডাকে
দীপঙ্কর বেরা - আজকাল বড় হতে পারে সবাই
মোহাম্মদ বাসার - কবিতা
মোহাম্মদ বাসার - সেই মানুষটি
ইসিয়াক - উদক সমীপে
আব্দুল্লাহ্ আল মামুন - প্রেমে আমার বিশ্বাস নেই
মেঘলামানুষ - এই তো চলছে।

২৯.০৯.২০১৯
নাম্ব পেডেস্ট্রিয়ান - বেকার যুবক
রাজীব নুর - চক্র
ইসিয়াক - ছন্দ কবিতা-৭
ঠাকুরমাহমুদ - সময়
নতুন নকিব - ছড়া- সালাম
শ্রাবণ আহমেদ - গীতিকবিতা
স্বপ্নবাজ সৌরভ - পথ ও পথিক
সাহিনুর - পরাধীন
মোঃ নাহিদ ভূইয়া - জীবনের প্রথম লেখা কবিতার গুলোর মধ্যে একটি!

৩০.০৯.২০১৯
ল - সারাবেলা তোমাকে
শ্রাবণ আহমেদ - গীতিকবিতা
খায়রুল আহসান - অনিঃশেষ মুক্তি
শেখ জামাল ১২ - অনুকাব্য
শেখ জামাল ১২ - ছোটদের জোটন গুলো
স্বপ্নবাজ সৌরভ - অকাল প্রয়াত কাব্য
মেঘলামানুষ - আহারে জীবন




বিশেষ মন্তব্যঃ

অক্টোবর ২০১৯ থেকে ১৫ দিন পর পর এই সংকলন পোস্ট দেওয়া হবে।
শুভকামনা সকলকে।

মন্তব্য ৬২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৯

নতুন নকিব বলেছেন:



দাদা, আবার শুরু করেছেন দেখে ভালো লাগছে। অনেক অভিনন্দন। শুভ হোক আপনার পদচারণা।

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: যদিও খুব ব্যস্ত থাকতে হয়, তবুও এর মাঝেই আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে পারলে আমার ভাল লাগে। তাই কবিতার মধ্য দিয়েই আপনার মাঝে থাকতে চাই।

অনুরোধ করবো, অন্যান্য লেখার সাথে সাথে কবিতাও পোস্ট করুন মাঝে মাঝে।

প্রথমেই বিনয়ী আপনাকে পেয়ে খুব ভাল লাগল।
ভাল থাকুন।

২| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫২

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ, অনেক দিন পর কবিতা সংকোলন দেখে ভাললাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০০

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।

আপনাদের জন্যই এই পোস্ট।
তাই কিছু কবিতা পোস্ট করবেন আশাকরি।

শুভকামনা রইল।

৩| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১০

আরোগ্য বলেছেন: অভিনন্দন সকলকে ধন্যবাদ বিজনদাকে।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪

বিজন রয় বলেছেন: বাহ! বেশ তো।
একটি কো-ইনসিডেন্ট হলো!
একই সাথে আমি মন্তব্য করলাম আপনার ওখানে আর আপনি করলেন আমার এখানে।

আপনার নতুন কবিতা কই?

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৩

আরোগ্য বলেছেন: বেশ মজার বিষয় বিজনদা। হা হা হা। যাক এতোদিনে কারও সাথে এমন একটা ঘটনা হলো।

কবিতা লিখতে বেশ খাটুনি তার উপর আবার সেরা লিষ্টে আসার প্রতিযোগিতা। এবার তো সময় লাগবে।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: ওহ! আপনি আবার এলেন! দরুন ব্যাপার!
আর কো-ইনসিডেন্ট এই বিষয়টি আমার খুব ভাল লেগেছে।
হৃদয়ের লেনদেনে এসব খুব বড় ভূমিকা রাখে। পারস্পারিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়।
সুন্দর।

হ্যাঁ, ভাল কিছু পেতে হলে তো একটু বেশি পরিশ্রম করতেই হবে।
তাই ভেবেচিন্তে অনেক ভাল ভাল কবিতা লিখুন।

ভাল থাকুন।
খুব করে শুভবার্তা রইল।

৫| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর কবিতার কবিদেরকে অভিনন্দন! ধন্যবাদ প্রিয় বিজন দাদা।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৬

বিজন রয় বলেছেন: আসলে আলাদা করে দেখার কিছু নেই। যারা কিছু না কিছু লিখছেন আমি মনে করি তারা সুন্দর কাজটিই করছেন।
সবার মাঝে এটা অব্যাহত থাকুক।

আপনার ধন্যবাদ।
আর নতুন কবিতা চাই।

৬| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি এই কষ্টসাধ্য কাজটা করেন প্রচন্ড ভালোবাসা নিয়ে। সেই ভালোবাসার দাম সাধারণ একটা কমেন্টে পূরণ হবার নয়। আপনাকে অভিবাদন প্রিয়। ভালো থাকবেন।

সামুতে পোস্ট দিতে পারছি না।

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: আসলেই ভালবাসা থেকে।

আমি কবিতা ভালবাসি, কবিদের ভালবাসি, এই ব্লগকে ভালবাসি।
এই ভালবাসা থেকেই আমার এই প্রচেষ্টা।

আপনারা আমার সাথে থাকেন বলেই আমার ভালবাসা বেঁচে থাকে।

অনেক শুভকামনা।

৭| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৬

ইসিয়াক বলেছেন: অভিনন্দন ।
শুভকামনা রইলো।
ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: ধন্যবাদ অফুরান্ত কবিতার কবি।

আপনার কবিতা পোস্টের জন্য ব্লগটা অনেক মুখরিত থাকে।
এটা অব্যাহত রাখুন।

ভাল থাকুন।

৮| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রয়াস। অনেক দিনপর আবার এরকম একটি কাজের সাধুবাদ জানাচ্ছি। মুগ্ধতায় একরাশ শিউলী ফুলের শুভেচ্ছা আপনাকে।

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: ওহ! আপনাকেও পাওয়া গেল।

হ্যাঁ, আবার শুরু করলাম। আপনাদেরকে ভালবাসি যে বড্ড।

অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও।
সাথে থাকুন।

৯| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সময় কবিতাটি আমার লিখা কবি সেলিম আনোয়ার ভাইকে উৎসর্গ করে। আর আয় ঘুম এই দু'চোখ জুড়ে কবিতাটি সেলিম আনোয়ার ভাই আমাকে উৎসর্গ করেন। আমি কৃতজ্ঞ দুটি কবিতা আপনার পছন্দের ডায়েরীতে স্থান পেয়েছে। ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: আপনার 'সময়' কবিতাটি অনেক ভাল হয়েছে।
পরবর্তীতে যেটি লিখবেন এটাকেও ছাড়িয়ে যাবেন আশাকরি।

সাথে থেকে উৎসাহ দিলে আমার ভাল লাগবে।
ধন্যবাদ ঠাকুরমশাই।

১০| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি একটাও পোস্ট করি নি
মনে নাই

সুন্দর পোস্ট দাদা
ধন্যবাদ আপনাকে

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: আপা, আপনার শেষ কবিতা পোস্ট ছিল ২৩ সেপ্টেম্বর, আমি নিয়েছি ২৪ তারিখ থেকে।
আর এই ৭দিন আপনি কবিতা পোস্ট করেননি!

শুধু ফেসবুক নিয়ে মেতে আছ্নে।
এবার এখানে কিছু পোস্ট করুন।

শুভকামনা।

১১| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


অনেক কবিতা পড়তে হবে, দেখছি

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪

বিজন রয় বলেছেন: অনেক কবিতা পড়লে খুশিই হবো। কোন সমস্যা তো দেখি না। বরং কবিতা পড়লে মন অনেক ভাল থাকবে।

আপনি তো কেবল আছেন রাজনীতি নিয়ে!

১২| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: সাধু উদ্যোগ।
ধন্যবাদ দাদা আপনাকে।
এই সংকলন গুলো দেখে মনে হয় সামু ব্লগ আবার সরগম হতে চলেছে।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৭

বিজন রয় বলেছেন: সরগরম আর হচ্ছে কই, কবিতা অনেক কম আসছে, আর গল্প তো মোটে হাতে গোনা কয়েকটি।
শত শত ব্লগার এখনো সামুতে ঢুকতে পারছে না!

আমাদের থামলে হবে না, সামুকে উদ্ধার করতেই হবে।

ধন্যবাদ, পাশে থাকুন।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: প্রচুর পরিশ্রম করেছেন পোষ্ট টি তৈরি করতে।

এবং খুব সম্মানিত বোধ করছি এখানে আমার একটি কবিতা দেখে।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪০

বিজন রয় বলেছেন: প্রকৃতপক্ষে আপনি আমার চেয়ে অনেক পরিশ্রম করেন। কখনো পরীবাগের ওভারব্রীজ পার হন, কখনো মালিবাগ রেল লাইন ধরে হাঁটেন, তাছাড়াও সামুতে অনেক সময় ব্যয় করেন।

ভাল, ভাল.........!!

১৪| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: বিজন রয়,




উদ্যোগটাকে ঝিমিয়ে পড়তে দেবেন না।

শারদ রাতের শিউলি শুভেচ্ছা আপনাকেও।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৩

বিজন রয় বলেছেন: আপনার অসাধারণ লেখাটি এই পোস্টের শ্রীবৃদ্ধি করেছে বহুগুণ।

এখনো মনে হয়নি ঝিমিয়ে পড়তে দিব, তবে সামনের দিনগুলোতে সময় আমাকে কি করবে জানিনা।
আর আপনাদেরও দায়িত্ব আছে, অনেক অনেক কবিতা পোস্ট করার।

সাথে থাকুন।
ভাল থাকুন।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৭

বলেছেন: একরাশ ভালোবাসা ...........

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৭

বিজন রয় বলেছেন: আপনার ভালবাসায় আপ্লুত হলাম।
আশাকরি অনেক কবিতা লিখেও আমাকে আপ্লুত করবেন।

শুধু আপনাদের জন্যই এই সংকলন পোস্ট।

শুভেচ্ছা।

১৬| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ২:২১

ডঃ এম এ আলী বলেছেন: বেশ সমৃদ্ধ সংকলন, এক টানা পাঠ করলেও লিংক ধরে ধরে এগিয়ে গেলে
পোষ্ট পাঠ শেষ করতে কয়েক দিন লেগে যাবে, যদিউ অনেক কবিতাই যথাসময়ে হয়েছে দেখা ।
তবে বিভিন্ন মন্তব্যের ঘরে অনেকের যে শত শত মৌলিক কবিতা আছে সে গুলির কি হবে !!
হোক না তা খুবই ছোট, তার পরেও গুণে মানে দেখা যায় সে গুলিও কিন্তু কম কিছু নয় ।
কবির নামহীন কবিতা হিসাবে কি তা বিবেচনার দাবী রাখেনা একটুও!!!
নাকি শুধু গুণ দিয়ে কাম কি, হোক কবির সাথে কবিতার নাম দিয়ে পরিচয় :) :)
(আবার যেন ভুল বুঝবেন না, সংকলনে ঠাই পাওয়া সব কবিতাই গুণে মানে অনন্য )
দাদা, জানি তোমাদের কবিতার সভায় আমার এ গান বড়ো বেমানান হবে,
নাম হারা ফুল প্রাসাদ কাননে বল ঠাঁই পেয়েছে কবে।
মন্তব্যের ঘরে যারা কবির কবিতার পিঠে সুন্দর একটি কবিতা রচে যান তাঁদেরকে না হয় বলা যেতে পারে তাঁদের রচিত কবিতার একটি শিরোনাম দিয়ে যেতে, রচয়িতার নামতো মন্তব্যকারীর নামের সাথেই থাকে । সাগর সেচে মুক্তা কুরানোর দায় যখন নিয়েছেন তখন এটাইবা বাদ যাবে কেনগো দাদা :) । নাকি কবিতার গুণ যাই হোক না কেন বিবেচনার জন্য কবিতাটি প্রথম পাতায় আসতেই হবে। তবে তাই হোক, তাঁরা থেকে যাক সকলের অগোচরে। প্রাপ্তির শুণ্যতাই বড় প্রাপ্তি সেটাই বা কম কিসে ।

যাহোক ধন্যবাদ, আপনার এই মহতি উদ্যোগ চালু থাকুক এ কামনা রইল, অদেখা কবিতাগুলি দেখার সুবর্ণ সুযোগ ঘটে ।
এই সংকলনে ঠাই পাওয়া প্রিয় গুণী কবিকুলের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী ও তাঁদের কর্মের প্রতি রইল প্রসংসার ফুলেল অর্ঘ্য।

দাদার প্রতি রইল নিরন্তন শুভেচ্ছা

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

বিজন রয় বলেছেন: হা হা হা ....... কি করি বলুন তো এখন!!
এমনিতেই খুব মানসিক কষ্টের ভিতর দিয়ে সময় পার করছি, তার উপর আপনার এই দাবী বা আবদার! আমাকে কাঁদিয়ে ছাড়লেন এই বেলা!

আপনার চাওয়া বা দাবীকে অবহেলা করা বা ফিরিয়ে দেওয়ার কোন ইচ্ছা আমার নেই, বিভিন্ন মন্তব্যের ঘরে মৌলিক কবিতাগুলো আমিও মন দিয়ে পড়ি এবং সেগুলো সংকলন পোস্টে কিভাবে দেওয়া যায় সেটা আগেও ভেবেছি, কিন্তু কি করে দিব বলুন, কোন উপায় যে এখনো করতে পারিনি!!

সংকলন পোস্টে কবিতাগুলো তো লিংক দিয়ে আনা হয়, কিন্ত ওই কবিতাগুলো কিভাকে দিব, ওগুলো দিতে হলে তো পুরা কবিতাই দিতে হবে। সেটা দিলে কি পোস্ট ভাল হবে, হয়তো হবে!

আচ্ছা, ভবিষ্যতে চেষ্টা করে দেখা যেতে পারে। আপনার কথা রাখতে হলে আমাকে আরো একটু কষ্ট করতে হবে। যেগুলো আমার চোখে পড়বে আমি সংকলন পোস্টে দেওয়ার চেষ্টা করবো।

খুশিতো এবার??

আপনি দেশে আসবেন কবে??

১৭| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ২:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! আবারো শুরু করেছেন।
ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৭

বিজন রয় বলেছেন: হ্যাঁ আবার শুরু হলো।
এবার কবিতা পোস্ট দেওয়া শুরু করুন।

ভাল আছেন নিশ্চয়ই।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৬

অপু তানভীর বলেছেন: অনেক দিন পরে আবার সংকলন পোস্ট দেখলাম সামুতে ।
সংকলন পোস্ট অনেকটা নিজের খেয়ে বনের গরু তাড়ানোর মত ব্যাপার । তার উপর অনেকের মত রক্ষা করা যায় না । একটা সময় লম্বা সময়ে এই কাজ করেছি ।
আপনার পথ চলা আরও লম্বা হোক !

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৯

বিজন রয় বলেছেন: আপনি!!!! কি সৌভাগ্য আমার!
প্রায় ৫ বছর হতে যাওয়া আমার ব্লগিং জীবনে আপনাকে আমার এখানে এই প্রথম কথা বলতে দেখলাম!!
আপনার মতো একজন চৌকষ গল্পকার ও সেলিব্রেটি ব্লগার ভাইকে পেয়ে সত্যিই আমি অনেক অনেক খুশি।

সামু ব্লক করে দেওয়ার আগে থেকেই আমি সংকলন পোস্ট দেওয়া শুরু করেছিলাম, কিন্তু ব্লকের জন্য সামুতে লগইন হতে পারতাম না তাই ধারাবাহিকতা রাখতে পারিনি। সুযোগ পেয়ে এখন আবার শুরু করলাম।

দেখা যাক কতদিন বা কত লম্বা করতে পারি।

আপনাকে আরো পাবো আশাকরি।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

১৯| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: এই যাহ :|| এটা কোন কথা হল যে ৯ আর ১০ এর ঘরটা খালি :((
তবে বহুদিন পর সব লেখা একসাথে পেয়ে অনেক ভালো লাগছে 8-| তাঁর জন্য বিজন রয় ভাইয়াকে অনেক ধন্যবাদ ।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২২

বিজন রয় বলেছেন: ৯ আর ১০ ঘরটা খালি আছে। আপনাদের যদি কোন কবিতা সম্পর্কে সাজেশান থাকে তা বললে আমি পূরণ করে দিব। অনেক ভাল কবিতার মাঝে অল্পকিছু ভাল কবিতা বাছাই করা খুব কঠিন কাজ।

আামাকে সাহায্য করলে আমার উপকারই হবে।

আপনাকে শুভেচ্ছা।

২০| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:

সামহোয়্যারইন ব্লগ আগের মতো আবার প্রাণ চাঞ্চল্য ফিরে পাক, মুক্ত হোক আকাশের মতো, উৎসাহ সহ আপনার সার্বিক সহযোগিতায় আমাকে সব সময় পাবেন। ধন্যবাদ বিজয় রয় ভাই, ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৬

বিজন রয় বলেছেন: সামহোয়্যারইন ব্লগ আগের মতো আবার প্রাণ চাঞ্চল্য ফিরে পাক, মুক্ত হোক আকাশের মতো.............. আমিও তো তাই চাই। সেজন্য তো ব্লগে সময় দেওয়ার চেষ্টা করি।

আর সংকলন পোস্টের মাধ্যমে আপনাদেরকে এক জায়গায় আনার চেষ্টা করি।

আপনার এই সাহস দেওয়া আর সহযোগিতা আমার অনেক সাহায্য করবে।

ছবিটি আমার মনে ভরিয়ে দিল, আমার মন বড় করে দিল।
অনেক অনেক ভালবাসা আপনাকে।

২১| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০

নীল আকাশ বলেছেন: দারুন কাজ করেছেন। এটা আমার খুব পছন্দের একটা পোস্ট।
স্রাঞ্জী ভাইকেও অনুরোধ করছি কবিতার মতো আবার গল্পের সংকোলন
চালু করুক।
ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:২২

বিজন রয় বলেছেন: স্রাঞ্জিকে পাচ্ছি না। তাকে বলতে চেয়েছি গল্প সংকলন করতে।

আপনি কবিতা লিখছেন তো?
আমি অপেক্ষায় আছি।

২২| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ আবার শুরু হলো।
এবার কবিতা পোস্ট দেওয়া শুরু করুন।

ভাল আছেন নিশ্চয়ই।
-

হ্যা, ভালো আছি।
কবিতা লিখছি না অনেকদিন, দুএকটা প্লট, দুএকটা লাইন মাঝেমধ্যে ভেতরে উকিজুকি মারলেও সাজিয়ে-গুছিয়ে লিখা হয়ে ওঠেনি। এবার আর মিস করতে চাইনা।

০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: আবারো আসার জন্য ধন্যবাদ।

আমার মন খারাপ করে দিলেন!
এই যে অনেক দিন কবিতা লিখছেন না, লাইন বা প্লট মনে আসলেও সাজিয়ে-গুছিয়ে লিখছেন না এজন্য।
আর আলসেমী না করেন, প্লিজ, লিখুন। ভাল হোক মন্দ হোক লিখুন। নিজের জন্য হলেও লিখুন।

বোঝাতে পারলাম?

অনেক অনেক ভাল থাকুন।

২৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘূণে পোকা যে পোস্ট করেছে সেটা তার লেখা না দাদা :(

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫২

বিজন রয় বলেছেন: জবাব দিয়ে এসেছিলাম।

ধন্যবাদ আপা।

২৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৮

জাহিদ অনিক বলেছেন: বাহ ! বিজন দা খুব খুব ভালো লাগার মত পোষ্ট !
দেরী করে এলেও এলাম!

শুভেচ্ছা রইলো শারদীয়ার

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: দেরিতে কি যায় আসে। শেষ পর্যন্ত থাকাটাই আসল কথা।

আপনারা কি সুন্দর সুন্দর কবিতা লেখেন, আমি ভেবে পাই না।
মনে হয় আমিও যদি অমন পারতাম!!

শুভেচ্ছা শুভ শারদীয়ার আপনাকেও।

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ ভোর ৪:০৪

সোনালী ডানার চিল বলেছেন: দারুন পোষ্ট
অনেকের কবিতার সাথে পরিচিত হচ্ছি
আপনার জন্য শুভকামনা-

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৯

বিজন রয় বলেছেন: আসলে ব্লগে অনেকেই আছেন যারা অনেক ভাল কবিতা লেখেন।
কিন্তু আমরা মন দিয়ে খেয়াল করিনা সেজন্য চোখ এড়িয়ে যায়।

আপনি অনেক পুরানো এই ব্লগে, আশাকরি আপনার কবিতা নিয়মিত পাবো।

শুভকামনা।

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: নোটিফিকেশন পেয়ে আবারো আসলাম। কিছু কবিতাও পড়লাম।

বিজন দা, ৯, ১০ শের জন্য আমার ভালোলাগা কিছু কবিতার নাম দিচ্ছি, লিংক আপনার পোস্ট পাবেন-
' তন্দ্রাকুমারী- আমি তোমার কেউ না'
'গুধূলি বেলা- ভ্রান্তি বিলাশ'
কবি হাফেজ আহমেদ- ফসলি হতে ফসিল

কবিতাগুলো চেখে দেখতে পারেন।

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব!! এভাবে আমাকে সাহায্য করলে আমার মাথা থেকে ভার নেমে যায় অনেক।
আপনার কথা মতো ওই তিনটি কবিতা যোগ করে সেরা ১১ করে দিয়েছি।

সত্যি আমার সাথে এভাবেই থাকুন।
অনেক ধন্যবাদ।

২৭| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শারদীয় শুভেচ্ছা :)


অবশেষে পেলাম তাহাকে !

ভালো লাগা.. ভালো লাগা ... অনিঃশেষ !

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৯

বিজন রয় বলেছেন: শারদীয় শুভেচ্ছা আপনাকেও!

অবশেষে কাহাকে পেলেন?

আপনি কে বলুন তো?
খুব চেনা মনে হয়!

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট । সুন্দর+

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রিয়।

শুধুমাত্র ভাল থাকুন সবসময়।

২৯| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

অব্যক্ত কাব্য বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় সংকলক কবিকে এবং যাদের কবিতা কবিতা সংযুক্ত হয়েছে সকলকে জানাই শুভেচ্ছা

১৩ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

বিজন রয় বলেছেন: ওহ! আপনাকে পাওয়া গেল। ভুলে বা ছেড়ে যাবেন না আশাকরি।

খুব ব্যস্ততা যাচ্ছে আমার, সামনের দিনগুলোতে অনেক কথা হবে।

ভাল থাকুন প্রিয় কাব্য।
শুভকামনা।

৩০| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

রাকু হাসান বলেছেন:

দারুণ কাজ । আপনার অনুপস্থিতে এই কাজটি ভীষণরকম মিস করেছি । ভালো আছেন তো ?

১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭

বিজন রয় বলেছেন: আমি ভাল আছি।
আপনাকে দেখে ভাল লাগল।
আশাকরি আগের মতোই পাশে পাবো।

অনেক অনেক শুভকামনা।

৩১| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৬

অব্যক্ত কাব্য বলেছেন: প্রিয় কবি,
ফেবুতে যুক্ত করে নিন,
Engr NM Shamim

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার ওখানেও দেখেছিলাম, সময়ের অভাবে করতে পারিনি।
এখন করছি।

অনেক ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.