নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতবছর প্রায় একই সময়ের কাছাকাছি ব্লগার গেওর্গে আব্বাস ও মুনিরা চৌধুরী অকাল প্রয়াত হয়েছিলেন এবং মেধাবী ছাত্রী অরিত্রী অধিকারীকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল, সে ঘটনায় দেশ উত্তাল হয়েছিল, প্রতিবাদের ঝড় উঠেছিল দেশব্যাপী। ঠিক একবছর পর ব্লগার কুহক মাহমুদ আামদের ছেড়ে পরপারে পাড়ি জমালেন, আর এদিকে মধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে মেরে ফেলা হলো, আবারো দেশ উত্তাল হলো, প্রতিবাদের ঝড় বয়ে গেল!!
গতপরশু সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিনকে এমন পৈশাচিক আর নির্মমভাবে হত্যা করা হয়েছে যা কোন সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না!!
সময় যত যাচ্ছে এরকম অকল্পনীয়, না মেনে নেওয়ার মতো ঘটনাগুলো ঘটছে, কোথায় যাচ্ছি আমরা, কোথায় নিয়ে যাচ্ছি আমাদের সমাজকে! কেন মানুষগুলো অমানুষের মতো কাজ করছে!
আমরা কিছু প্রতিবাদ করছি, তারপর আবার ঘটছে। তাহলে নিশ্চয়ই আমাদের সে প্রতিবাদ যথেষ্ট নয়। তাহলে একজন সচেতন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কি আর কতটুকু?
এই পোস্ট আবরার ফাহাদকে উৎসর্গ করা হয়েছে, তাকে স্মরণ করে ও তাকে হত্যার প্রতিবাদে ব্লগে যত পোস্ট এসেছে সেগুলো তুলে দিলাম সবার আগেঃ
আল-শাহ্রিয়ার - দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে লেখার অপরাধে খুন হলেন বুয়েট শিক্ষার্থী!
আল-শাহ্রিয়ার - পুলিশ দিয়ে আবরারের ছোট ভাইকে মারধর হত্যাকারীদের গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে কি?
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন - আমার একটা প্রশ্ন!
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন - মৃত্যুতে জন্ম
নতুন - আর কত ঘটনার পরে ছাত্র রাজনীতি বন্ধ করবে বাংলাদেশ?
শাহিন-৯৯ - রাখ তোর উন্নয়ন
দপ্তরবিহীন মন্ত্রী - হায়রে করুণ বাস্তবতা...
বর্ষন হোমস - আবরার..............
ঠাকুরমাহমুদ - ছাত্র রাজনীতি বন্ধ করা হবে না। - একটি কাউন্টার পোষ্ট
সামিউল ইসলাম বাবু - ভারতের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই কি সে শিবির??? তবেকি শিবিরই একমাত্র দেশপ্রেমিক
গোলাম রাব্বানী (মুক্তির সৈনিক) - আবরারের সেই পোস্ট এবং আমাদের অধিকার
শ্রাবণ আহমেদ - বেজন্মা তুই
মোস্তফা কামাল পলাশ - আবরারের খুনিরা খুব বেশি চিন্তা করিস না!!!! ইতিহাস তোদের পক্ষেই আছে
আবু রায়হান ইফাত - আববার হত্যা প্রসঙ্গ - এমন স্বাধীনতাই কি বঙ্গবন্ধু চেয়েছিল.?
রাকু হাসান - মুক্তির নাভিশ্বাস
শ্রুভ্র শেখ - আবরার
কিবরিয়া জাহিদ মামুন - পাজরের পাখি
ভুয়া মফিজ - ছাত্র রাজনীতি: সরকার এবং জনগনের ভাবনার ভিন্নতা
কি করি আজ ভেবে না পাই - আবরার বোকাটা !
ইসিয়াক - আমি অভিশাপ দিচ্ছি.......
ইসিয়াক - আমাদের সন্তানরা কেন এত অমানবিক হয়ে উঠলো ? একটি প্রশ্ন ।
আখ্যাত - দেবতার বেদীমূলে পাঠা বলী দান
অনুভব সাহা - আবরারের ফেসবুক পেজ থেকে যা বুঝলাম
ঢাবিয়ান - প্রশ্নবিদ্ধ বুয়েট প্রসাশন !!!
সত্যপথিক শাইয়্যান - মাননীয় প্রধানমন্ত্রী সমিপে একটি পিটিশনঃ ১০ বছরের জন্যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হোক
রাজীব নুর - আবরার হত্যা নিয়ে দেশের সাধারন মানুষ যা ভাবছেন
শাহিন-৯৯ - আসুন আওয়াজ তুলি-গনতন্ত্র চাই।
স্বপ্নবাজ তরী - আবরার হত্যাকান্ডঃ এদের কাছ থেকে, দেশ মুক্তি পাবে কবে
এম. বোরহান উদ্দিন রতন - বুয়েটের ছাত্র আবরারের নৃশংস হত্যার নেপথ্যে ইসকন।
ল -শ্লোগানের জয়গান,সংকল্পে শূন্য
মাহমুদুর রহমান - হে বারী!
মাহমুদুর রহমান - খন্ড খন্ড ভাবনারাশি_ ৮
সোহানী - এক বুক কস্ট নিয়ে বেচেঁ আছি...
আমি তুমি আমরা - আজব এক ভিসি দেখলাম মাইরি ...
হাফিজ বিন শামসী - পিতার কাঁধে পুত্রের লাশ।
অলিউর রহমান খান - কবিতা: আবরার
মুহাম্মদ সুমন মাহমুদ - স্যালুট আবরার! তুমিই প্রকৃত মানুষ, তুমিই প্রকৃত বীর
সাইন বোর্ড - আবরার ফাহাদ কি ভারত বিরোধী আন্দোলনের প্রথম শহীদ ?
জাতির বোঝা - হত্যাকারীদের ক্রসফায়ার চাই।
বিচার মানি তালগাছ আমার - ছাত্র রাজনীতি বন্ধের জোরালো দাবী(পড়ুন উপলক্ষ), কিন্তু মিঁও মিঁও গ্রুপ সক্রিয়...
করুণাধারা - হায় বুয়েট!
আরোগ্য - অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকালের অন্তে।।। - আবরার ফাহাদ
সুমন আরাব - লাশের সংখ্যা আর কত.....???
hopeful imran - ভারত বিরোধী আন্দলোন এর প্রথম শহীদ
জুনায়েদ বি রাহমান - আবরার
ইসমাঈল আযহার - আবরার হত্যাকাণ্ড: কারণ রেখে অকারণের দিকে বইছে সব, কেন অবাক নয় বুয়েটের শিক্ষার্থীরা? শিবির হিসেবে ভারতবিরোধী পোস্ট প্রমাণ
মোহাম্মদ রাহীম উদ্দিন - আবরার হত্যাকান্ড- একটি মতবাদ ও কলরব
আখেনাটেন - একটি সফর, কিছু চুক্তি, একটি স্টেটাস ও একটি আত্মার চিরতরে প্রস্থান!!!
জানা - সম্মিলিত বিলাপ মাত্র
সৈয়দ তাজুল ইসলাম - আমাদের চাওয়া কি মৃত্যুর পূনরাবৃত্তি নাকি পূনরাবৃত্তির মৃত্যু ? (আমাদের করণীয়)
ঠাকুরমাহমুদ - দিন দিন বাংলাদেশের ৩৬৫ দিনই কলঙ্কময় দিবস হয়ে যাবে
নূর আলম হিরণ - শেখ হাসিনা সরকারকে ছাত্রলীগ বিব্রত করে দিচ্ছে!
অন্তর্জাল পরিব্রাজক - বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পথে একধাপ এগোল বাংলাদেশ।
স্বামী বিশুদ্ধানন্দ - শুধু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাতেই যেন শেষ না হয় জাতিকে হিংস্রতা থেকে উত্তরণের প্রচেষ্টার
তন্ময় সাগর - আবরার হত্যার দায় সকলেরঃ পরিবর্তন দরকার।
রোহান খান - তারা ক্রিমিনাল ছিলেন না, আমাদের রাজনৈতিক ব্যবস্থা তাঁদের ক্রিমিনাল বানিয়েছে।
ঢাবিয়ান - উপরের অর্ডার আসলে তা মানা ছাড়া উপায় নাই: অমিত সাহা
শিখা রহমান - কোন কোন মৃত্যু...
সায়ন্তন রফিক - আবরারের দুঃখিনী মা
ওমেরা - *** বেদনাদায়ক দুটি মৃত্যু ***
ভুয়া মফিজ - কোথাও কেউ নেই
হিমন - দুঃখভারাক্রান্ত বেশ্যাদের সাথে আসুন ডুয়েল খেলি
দুটি বিশেষ পোস্টঃ
নতুন নকিব - প্রিয় সামু ব্লগ মুক্ত হবে
ইসিয়াক - প্রিয় কবি হেলাল হাফিজ
......................................................
সেরা-২০
০১. ইসিয়াক - "বাবা "
০২. কবি হাফেজ আহমেদ - সাদা মনের প্রেম
০৩. ডঃ এম এ আলী - ক্যসিনোর মায়া কান্না!!- সন্ধা তুমি পাহরায় থেকো যাইওনা এখনি
০৪.প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন - শব্দহীন আত্মচিৎকার
০৫. সোনালী ডানার চিল - মঞ্জু সমীপে
০৬. বিদ্রোহী ভৃগু - দিলোনা এক ঘড়া জল, ছলে নিয়ে গেল ফেনীর জল
০৭.সেলিম আনোয়ার - প্রিয়তমা, অসীম আকাশ আর . পাবে না!!
০৮. শ্রাবণ আহমেদ - বেজন্মা তুই
০৯. কিবরিয়া জাহিদ মামুন - পাজরের পাখি
১০. পাজী-পোলা - বুকের রক্তে বিদ্রহী কবিতা লিখবো
১১. সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - একটা বিশুদ্ধ বাগানের বাসনা
১২. তন্দ্রাকুমারী - আত্মপ্রতিকৃতি
১৩. সাইন বোর্ড - আরো একটি বার্তা
১৪. অব্যক্ত কাব্য - বিবিধ জিজ্ঞাসা
১৫. শিখা রহমান - কোন কোন মৃত্যু...
১৬. নতুন নকিব - কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...
১৭.কাজী ফাতেমা ছবি - =মহান আল্লাহ সব কিছু দেখেন=
১৮.জুনায়েদ বি রাহমান - অপদেবতার পাপে বেহুলাও জলে ভাসে!
১৯.
২০.
আমার দৃষ্টিতে সেরাগুলো দিলাম, সেরা ২০ হতে বাকিগুলো আপনারা পুরণ করে দিন!
সব কবিতার সমাহারঃ
০১.১০.২০১৯
ইসিয়াক - "বাবা "
নীলকান্ত দা - বন্দনা
স্বপ্নবাজ সৌরভ - হারায়ে খুঁজিয়াছি
শ্রাবণ আহমেদ - বৃষ্টি
কবি হাফেজ আহমেদ - সাদা মনের প্রেম
কাজী ফাতেমা ছবি - ভালোবাসাকে ভালোবাসতে দাও....
০২.১০.২০১৯
মুহাম্মদ সুমন মাহমুদ - সোনা বউ
স্বপ্নবাজ সৌরভ - ধাতব ঘর্ষণে ফুলিঙ্গের ছটা
ইসিয়াক - তোমার চোখ.......।
সেলিম আনোয়ার - বাংলার অপরূপ রূপ
নতুন নকিব - প্রিয় সামু ব্লগ মুক্ত হবে
আঘাত প্রাপ্ত একজন - ছ্যাঁচড়া ছড়া
০৩.১০.১৯
মেঘলামানুষ - অভিমান
অজানা তীর্থ - পাহাড়ি
অজানা তীর্থ - আলু সিদ্ধ
ডঃ এম এ আলী - ক্যসিনোর মায়া কান্না!!- সন্ধা তুমি পাহরায় থেকো যাইওনা এখনি
মুহাম্মদ সুমন মাহমুদ - জান্নাতের আলো
সেলিম আনোয়ার - কক্ষপথে
সোনালী ডানার চিল - নিরীক্ষা-৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন - শব্দহীন আত্মচিৎকার
০৪.১০.১৯
অজানা তীর্থ - আমাদের প্রথম প্রেমে
অজানা তীর্থ - জীবন গাঁথা
শাইয়্যানের টিউশন (Shaiyan's Tuition) - শুক্রবারের খিচুড়ি
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - রাক্ষস
ইসিয়াক - আবাহন
সোনালী ডানার চিল - মঞ্জু সমীপে
জুনায়েদ বি রাহমান - আমাবস্যার নিস্তব্ধতায় তোলো বাঁধ ভাঙ্গার আওয়াজ।
০৫.১০.২০১৯
মোহাম্মদ বাসার - কবিতা
কাজী ফয়সাল হোসেন - বেনামি চিঠি
বিদ্রোহী ভৃগু - দিলোনা এক ঘড়া জল, ছলে নিয়ে গেল ফেনীর জল
আঘাত প্রাপ্ত একজন - এ্যাতো দেখি তবু দেখিনা
ইসিয়াক - রূপ পরী
০৬.১০.২০১৯
জাহিদ অনিক - ব্যবচ্ছেদ
জুনায়েদ বি রাহমান - স্বপ্নিল সংবাদসমূহে সাজবে সংবাদপাঠকের সকাল
মোঃ মাইদুল সরকার - পূজা ও বেহুলা-লখিন্দর
সেলিম আনোয়ার - যেন এক চিরন্তন সম্পূরক কাব্য
শ্রাবণ আহমেদ - ছলনাময়ী
সেলিম আনোয়ার - আরও দিও
বিদ্রোহী ভৃগু - মানবিক দানবিক
০৭.১০.২০১৯
জুনায়েদ বি রাহমান - এই চোখে তুমি নেই
সেলিম আনোয়ার - প্রিয়তমা, অসীম আকাশ আর . পাবে না!!
সেলিম আনোয়ার - বিসর্জন
আরোগ্য - অনন্তকাল
সোনালী ডানার চিল - পাতাবাহার সময় পাল্লা দেয় গিরগিটির ব্যবহৃত সব রঙের বালতিতে
ইসিয়াক - রূপসী
গোধুলী বেলা - আরেকবার যুদ্ধ করতে চাই
শাহিন-৯৯ - রাখ তোর উন্নয়ন
ইসমাঈল আযহার - বিরহ (অখাদ্য কবিতা)
০৮.১০.২০১৯
শ্রাবণ আহমেদ - বেজন্মা তুই
রাকু হাসান - মুক্তির নাভিশ্বাস
শ্রুভ্র শেখ - আবরার
কিবরিয়া জাহিদ মামুন - পাজরের পাখি
কি করি আজ ভেবে না পাই - আবরার বোকাটা !
ইসিয়াক - আমি অভিশাপ দিচ্ছি.......
ইসিয়াক - বক ধার্মিক
আখ্যাত - দেবতার বেদীমূলে পাঠা বলী দান
জুনায়েদ বি রাহমান - অপদেবতার পাপে বেহুলাও জলে ভাসে!
রূপক বিধৌত সাধু - অজস্র মৃত্যুরে লঙ্ঘি
মাহমুদুর রহমান - হে বারী!
০৯.১০.২০১৯
অলিউর রহমান খান - কবিতা: আবরার
নীলকান্ত দা - মদিররাত্রি
কাজী ফাতেমা ছবি - ইচ্ছেগুলো ডানা মেলে.....
সেলিম আনোয়ার - তুমি শুধু— আমাদের; মানবের
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন - মৃত্যুতে জন্ম
১০.১০.২০১৯
রিম সাবরিনা জাহান সরকার - ধ্যাৎ স্বাধীনতা
জুনায়েদ বি রাহমান - আবরার
শ্রাবণ আহমেদ - ঘাতক ঠোঁটে জয়ের হাসি
ফয়াদ খান - "লীগার কাহন"
সেলিম আনোয়ার - . তোমায় আমি যে বড্ড ভালবাসি
ইসিয়াক - পাগল
পাজী-পোলা - বুকের রক্তে বিদ্রহী কবিতা লিখবো
মাকার মাহিতা - বাংলা মাকে বাচাও
সোনালী ডানার চিল - পরিণতি জানে না অপরিণত পরিযায়ী
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - একটা বিশুদ্ধ বাগানের বাসনা
ল - চিরচেনা ছোবলে !
তন্দ্রাকুমারী - আত্মপ্রতিকৃতি
১১.১০.২০১৯
জুনায়েদ বি রাহমান - মুখোশ
Masterda - দেখ তো তোমায় চেনো কি না...
আরিয়ান আরাফ - টিপিক্যাল মধ্যবিত্ত মন
সাইন বোর্ড - আরো একটি বার্তা
মোঃ নাহিদ ভূইয়া - নিষ্ঠুর বন্ধুত্ব
১২.১০.২০১৯
মি. বিকেল - বয়েস যখন আঠারো
হোয়ারইজসাগর - না ফেরার গান!
অব্যক্ত কাব্য - বিবিধ জিজ্ঞাসা
সাইন বোর্ড - বন্ধু আমার
জিএম হারুন -অর -রশিদ- একদিন মরে যাবো না ঘুমোতে ঘুমোতে
সালাউদ্দিন শাহরিয়া - হারিয়ে যাওয়া সুখ
কবি হাফেজ আহমেদ - প্রিয় বাবা
ইসিয়াক - মানুষের মতো বাঁচতে চাই
১৩.১০.২০১৯
অনন্ত গৌরব - এই শহর
অনন্ত গৌরব - অভ্যাস
সাইন বোর্ড - ব্যবসায়ী হওয়া
সাইন বোর্ড - দাম্পত্য
ইসিয়াক - অবলম্বন
আব্দুল মান্নান মল্লিক - দিন যায় দিন আসে
আরোগ্য - সত্যবচন!!!
ঠাকুরমাহমুদ - শান্তি
১৪.১০.২০১৯
শিখা রহমান - কোন কোন মৃত্যু...
নতুন নকিব - কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...
সায়ন্তন রফিক - আবরারের দুঃখিনী মা
শ্রাবণ আহমেদ - বড় প্রবৃত্তি ছিলো মনে
ইসিয়াক - মগ্নতা
সাইন বোর্ড - কচ্ছপপাঠ
আলী আল মাসুদ - অভিশপ্ত নগরী
সালাউদ্দিন শাহরিয়া - ভুলে গেছি তোরে
মাহমুদুর রহমান - রুদ্ধ মুখ আভি খোল!
রাজীব নুর - ঝিঁঝিঁ পোকার ডাক
১৫.১০.২০১৯
শ্রাবণ আহমেদ - রূপসী কন্যা
সেলিম আনোয়ার - ভালোবাসিতে লজ্জা পেতে নাই ...
সাইন বোর্ড - লোকটি কি বেকার ছিল ?
কাজী ফাতেমা ছবি - =মহান আল্লাহ সব কিছু দেখেন=
জুনায়েদ বি রাহমান - টুকরো কথার কাব্য (৫)
পরিশেষঃ
গত পাক্ষিক বা সপ্তাহের চেয়ে এই পাক্ষিকে কবিতা বেশি পোস্ট হয়েছে। অনেক দিন যারা পোস্ট করেননি এমন অনেকেই এখন কবিতা পোস্ট করছেন। এটা কবিতা ও ব্লগের জন্য শুভলক্ষণ। তবে গল্প খুব কম। গল্পকারদের বলি, গল্প লিখুন, পোস্ট করুন।
লিখুন আর কোমল থাকুন, একদিন কোমল আর নরম হৃদয়ের মানুষে দেশ সম্পূর্ণ হবে সবসময় এই আশাই করি, লেখালেখিই আমাদের সেই পথ দেখাতে পারে। তাহলে দেশে কোন অপকর্ম থাকবে না।
শুভকামনা।
.........
১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৫
বিজন রয় বলেছেন: একটু ব্যস্ত ছিলাম তাই উত্তর করতে পারছিলাম না।
অনেক ভাল লাগল প্রথমেই আপনার মতো মেধাবী ব্লগারকে পেয়ে।
আপনার পরের মন্তব্যে কথা বলছি.......
২| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্যালুট দাদা
শুভকামনা ভালোবাসা আর শুভেচ্ছা
১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪
বিজন রয় বলেছেন: আপা, আপনাকে দেখে ভাল লাগল।
পোস্ট সম্পর্কে আপনার বিচক্ষণ ধারনা পেলে আরো ভাল লাগবে।
ভাল থাকুন।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৪
ভুয়া মফিজ বলেছেন: বিজনদা, ভালোভাবে বিস্তারিত পড়লাম। অত্যন্ত পরিশ্রমী পোষ্ট সন্দেহ নাই, এমন পোষ্টে কিছু বিচ্যুতি থাকাটা খুবই স্বাভাবিক। কয়েকটা পোষ্ট দেখলাম, যেগুলো এই পোস্ট আবরার ফাহাদকে উৎসর্গ করা হয়েছে, তাকে স্মরণ করে ও তাকে হত্যার প্রতিবাদে ব্লগে যত পোস্ট এসেছে সেগুলো তুলে দিলাম সবার আগে এই লাইনের সাথে ঠিক যায় না। অন্য বিষয়বস্তু নিয়ে লেখা পোষ্টও চলে এসেছে। আবার, আমার সর্বশেষ পোষ্ট, যেখানে আপনার কমেন্টও আছে, সেটা আসেনি।
তারপরেও আপনি যে স্ব-উদ্যোগী হয়ে এতোটা কষ্ট করেছেন, সেজন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্লগে আবরারের স্মৃতি আপনার এই সংকলনের মাধ্যমেই বেচে থাকবে।
আবরারকে মহান সৃষ্টিকর্তা উপযুক্ত প্রতিদান দিন, এটাই কামনা করছি।
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০২
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মনদিয়ে পড়ে আবার কথা বলার জন্য।
আমার অনেক ভাল লাগল যে পোস্ট সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। এই ধরনের পোস্ট নিয়ে আমি আসলে অনেক দ্বিধা আর সংকোচে থাকি। আমার বুদ্ধিতে কুলায় না অনেক সময়।
আমাকে এভাবে সাহায্য করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞ।
আপনার শেষ পোস্টি যুক্ত করে দিয়েছি, আর অন্য বিষয় নিয়ে যে পোস্টের ব্যাপারে বলেছেন সেখানেে এডিট করার চেষ্টা করেছি। তারপরে যদি অসামঞ্জস্য লাগে তো আমাকে সরাসরি বলুন, আমি এডিট করে দিব।
এভাবেই সাথে থাকুন।
শুভকামনা।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৫
মা.হাসান বলেছেন: ভালো, কাজের পোস্ট, অনেক কষ্ট করে করা। মফিজ ভাই যেমন বলেছেন, দু-একটা হয়তো বাদ পড়ে যেতে পারে।
১২ তারিখে একটা পোস্ট এসেছে, নির্বাচিত পাতায় স্থান পেয়েছে, আমার কাছে ভালো লেগেছে, মডারেটর কাল্পনিক ভালোবাসা ভাই ও পোস্ট টির প্রশংসা করেছেন- বার্লিন থেকে ব্লগার জাহিদ কবির হীমেল লিখেছেন-- দুঃখভারাক্রান্ত বেশ্যাদের সাথে আসুন ডুয়েল খেলি । পড়ে দেখার অনুরোধ থাকলো, ভালো লাগলে অ্যাড করতে পারেন।
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭
বিজন রয় বলেছেন: দুঃখভারাক্রান্ত বেশ্যাদের সাথে আসুন ডুয়েল খেলি .......... ওই অসাধারণ পোস্টি পড়েছিলাম, কিন্ত অন্যমনস্কতার জন্য বাদ পড়েছিল। আপনি মনে করিয়ে দেওয়াতে এখনই যুক্ত করে দিয়েছি।
আমি এডিট করেছি তারপরও আর কোন কোন পোস্ট এই পোস্টের সাথে মানানসই হয়নি এব্যাপারে আমাকে আর একটু সাহায্য করুন প্লিজ, তাহলে আমার কাজ আরো সহজ হবে।
এভাবে আমাকে সচেতন করলে আমি সবসময় উপকৃত হবো।
অনেক ধন্যবাদ আর শুভকামনা, মা. হাসান।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫০
ভুয়া মফিজ বলেছেন: @মা.হাসান, ব্লগার জাহিদ কবির হীমেলের দুঃখভারাক্রান্ত বেশ্যাদের সাথে আসুন ডুয়েল খেলি । পড়লাম। দারুন বুদ্ধিদীপ্ত একটা লেখা। আপনাকে ধন্যবাদ নজরে আনার জন্যে।
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৯
বিজন রয় বলেছেন: ওই দারুন লেখাটি যুক্ত করে দিয়েছি।
আপনাকে ও মা. হাসানকে আবারো ধন্যবাদ।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪
নীল আকাশ বলেছেন: খুব ভালো পোস্ট। কেন যেন এদানিং কবিতা লিখতেই ইচ্ছে করে না।
ফাহাদকে নিয়ে একটা পোস্ট লিখছিলাম এখনও শেষ হয়নি।
ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: ফাহাদকে নিয়ে লেখাটি শেষ করুন জলদি।
আর গল্পের পাশাপাশি কবিতাও লিখুন।
আপনি কি গল্প সংকলন পোস্ট করতে পারেন না?, যদি সময় পান!
ভাল থাকুন নীল।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১১
ভুয়া মফিজ বলেছেন: এই ধরনের পোস্ট নিয়ে আমি আসলে অনেক দ্বিধা আর সংকোচে থাকি। এটা আপনার বিনয়। আপনি এতো কষ্ট করে যে কাজ করছেন তাতে দ্বিধা আর সংকোচে থাকার কোনই কারন নেই। বাইরে থেকে কিছু বলা অনেক সহজ, কিন্তু ভলান্টারিলি এমন একটা কাজ করা খুবই কঠিন।
কিপ ইট আপ!!!
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭
বিজন রয় বলেছেন: ওয়াও! ধন্যবাদ, ধন্যবাদ আর ধন্যবাদ!!
অনেক আগে অনেকেই সংকলন পোস্ট দিতেন আপনার মনে আছে নিশ্চয়ই। তারপর অনেক দিন বন্ধ ছিল, যারা দিতেন তারা হয়তো ব্যস্ত হয়ে পড়েছিলেন, আর নতুন কেহ এগিয়ে আসেননি।
আমি মনে মনে ভাবতাম বিষয়টি, ভাবতাম আমিও তো দিতে পারি, কিন্তু আমার সময় খুব কম।
গতবছর একদিন কাল্পনিক_ভালোবাসা এটা নিয়ে আমাকে বললেন, আমি সাহস করে দিয়ে ফেললাম! কিন্তু সরকার বাহাদুর ব্লগ ব্লক করলে আমি আর পারিনি। তারপর যখন আবার লগইন হতে পারলাম, আবার শুরু করলাম। কিন্তু এখনও হাজার হাজার ব্লগার ব্লগে লগইন হতে পারছেন না!
সত্যি বলতে এই কাজটি করতে আমি দ্বিধা, সংকোচ আর ভয়ে থাকি।
মনে হয় আমি আমার পছন্দ 'চালিয়ে' দিচ্ছি না তো!
তবে আপনাদের সমর্থন আর অনুপ্রেরণা আমাকে অনেক উৎসাহ দেয়, সাহস পাই।
আমি খুব নগন্য জ্ঞানের অধিকারী হিসেবে বলতে চাই আমার ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।
অনেক অনেক ভাল থাকুন এই শুভকামনা সবসময়ের।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: এই পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। অনেক পরিশ্রম করতে হয়। আজকাল পরিশ্রমের কাজ কেউ করতে চায় না। কিন্তু আপনি সেই কাজটাই করেছেন।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫১
বিজন রয় বলেছেন: এরকম পোস্ট তৈরী করতে অনেক সময় লাগে ও পরিশ্রম করতে হয়, তো আপনি করুন না। আমি হেলপ করবো।
করবেন?
আপনার হাতে তো অনেক সময়।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আবরার প্রতিবাদের ভাষা হোক বাংলার জাগরণ হোক বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ।
পরিশ্রমী পোস্ট। কবিদের জন্য প্রেরণাদায়ক আর কবিতা প্রেমিদের জন্য চমৎকার উপহার।
সুন্দর। +
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: আপনার অনুপ্রেরণা সবসময় আমাকে পথ চলতে সাহায্য করে।
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১০| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিজন রয় ভাই,
আপনি লক্ষ্য করে থাকবেন আমার কোনো লেখায় আমি বুয়েট ছাত্রের নাম উল্লেখ্য করিনি, ছবিও ব্যাবহার করিনি, নাম ছবি মনে হওয়ার সাথে সাথে মনে হতো তার সাথে কি পাশবিক অত্যাচার হয়েছে। আজো তার নাম উল্লেখ্য করছি না। তার আত্মার মাগফেরাত কামনা করছি। এ জীবনে সে শান্তি পায়নি, দোয়া করছি পরকালে যেনো তার শান্তি হয়।
আপনার লেখা শ্রম ও সময়ের মূল্য অনেক। আপনার কাছে আমি ঋণী। কৃতজ্ঞতা স্বরুপ আপনার জন্য সামান্য ছবি এডিট করে তৈরি করেছি । শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০০
বিজন রয় বলেছেন: আপনার এই মন্তব্যে আমি অনেক কথা বলতে চেয়েছিলাম। কিন্ত সময়মতো উত্তর করতে পারিনি।
আপনার এই মন্তব্যটি আমার জন্য বিশেষ কিছু।
যে আন্তরিকতা দিয়ে এই মন্তব্যটি করেছেন সেটা এই পোস্টের চেয়ে অনেক বড়।
মানুষের মনে স্থান পেতে এই ধরনোর উপলক্ষ্য তৈরী করতে হয়।
আপনি করেছেন।
অনেক দিন ভাল ভাবে বেঁচে থাকুন।
১১| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২১
ইসিয়াক বলেছেন: প্রিয় বিজনদা ব্যস্ততার জন্য দেরীতে মন্তব্যে এলাম ।
এখনো বিশ্বাস করতে পারছিনা যে এ পক্ষের সেরা বিশ এ আমার "বাবা" কবিতাটি আছে ।
এটা আমার কাজের স্বীকৃতি ও বটে। মন্তব্য লেখার সময় আমি আবারো দেখে নিলাম , সত্যি সত্যি কিনা!!
আসলে আমি ভাবতেই পারছি না ......যা হোক এই কবিতাটির সমস্ত ক্রেডিট আমার প্রিয় ভাইয়া ,ব্লগার কবি রহমান লতিফের ।
তিনি আমাকে 'বাবা' নিয়ে একটি কবিতা লিখতে বলেছিলেন আমি চেষ্টা করেছি।লতিফ ভাই ও বিজনদা আপনি আমাকে আরেকবার কৃতজ্ঞতার বাঁধনে আবদ্ধ করলেন।দুজনের জন্য শুভকামনা ও দোয়া রইলো।
ধন্যবাদ
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪
বিজন রয় বলেছেন: আপনাকে আর রহমান লতিফকে অনেক ধন্যবাদ।
আশাকরি সামনের দিনগুলো আরো ভাল কবিতা পাবো আপনার নিকট থেকে।
আমার বোধে যতটা কুলায় আমি সততার সাথে চেষ্টা করি ভাল কবিতাগুলো তুলে ধরতে।
এ ব্যাপারে আপনিও আমাকে পরামর্শ দিতে পারেন।
অনেক ধন্যবাদ।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৯
হাফিজ বিন শামসী বলেছেন: দাদা, আপনি ব্লগকে যে কত ভালোবাসেন। ব্লগ যে আপনার কত আপন আপনার এই শ্রমলব্ধ পোস্টই তার প্রমাণ। ভালো থাকুন সবাইকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৬
বিজন রয় বলেছেন: আমি সবসময় সে চেস্টাই করি। সত্যিই, ব্লগ ও আপনারদের ( ব্লগার ) অনেক অনেক ভালবাসি।
এভাবে সাথে থাকলে আমার অনেক ভাল লাগবে।
শুভকামনা।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭
নীল আকাশ বলেছেন: আমার ভার্সিটি নিয়ে পোস্ট দেবার জন্য আবারও ধন্যবাদ দিতে এসেছি।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৭
বিজন রয় বলেছেন: হা হা হা ..... দেরিতে উত্তর দিলাম।
অনেক অনেক শুভকামনা।
১৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
বহু বহু দিন পর মায়ের হাতের বিরিয়ানির খুশবুর মতোই
খুশবু ছড়িয়ে গেল
উৎসর্গে ভালবাসা একরাশ
আবার জমবে মেলা বটতলা হাটতলা গানের মতোই
আবার জমে উঠুক সামু সামুরিয়ানদের পদচারনায়
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: ব্লগ মুক্ত হয়েছে, আসুন আগের মতো ধুমছে ব্লগিং করি।
অনেক ধন্যবাদ গুরু।
১৫| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিশ্রমী পোস্ট। ধন্যবাদ নিন কবি।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৯
বিজন রয় বলেছেন: আপনার নিকট থেকে কবিতা চাই।
শুভকামান প্রিয় লিটন ভাই।
১৬| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
রাকু হাসান বলেছেন:
ধন্যবাদ ভাই।পোস্টের সাথেই আছি। একটু পেছনে ফিরে কিছু তেতো অতীত মনে করিয়ে দিলেন । ঠিক আমাদের প্রতিবাদ যথেষ্ট নয় । শুভকামনায় ।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৮
বিজন রয় বলেছেন: পোস্টিতে মন দিয়েছেন। এটা ভাল লাগল।
আপনি আর কবিতা পোস্ট দিবেন না?
১৭| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলোতে চোখ বুলালাম।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৯
বিজন রয় বলেছেন: চোখ বুলিয়ে কি পেলেন?
১৮| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৬
আরোগ্য বলেছেন: বিজনদা পোস্টটি প্রিয়তে না রেখে পারলাম না। প্রিয় আরোগ্যসহ সবাইকে অভিনন্দন। ধন্যবাদ বিজনদা।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪০
বিজন রয় বলেছেন: অশেষ কৃতজ্ঞ।
সাথে থাকুন আর বেশি বেশি কবিতা লিখুন।
১৯| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৯
আরোগ্য বলেছেন: যারা চলে গেছে তারা বহুকাল অম্লান হয়ে থাকবে আমাদের স্মৃতিতে। পোস্টের নামটাই প্রিয়তে রাখতে প্রেরণা দিলো।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: ওহ! আরোগ্য, আমি অনেক অনেক খুশি আপনাকে এভাবে পেয়ে।
ভাল মানুষগুলো সবার স্মৃতিতে বেঁচে থাকুন এটা আমারও চাওয়া।
অনেক শুভকামনা।
২০| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১
ঢাবিয়ান বলেছেন: পোস্টে +++++++++++++
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫১
বিজন রয় বলেছেন: অনেকগুলো প্লাস দিয়ে আমাকে ধন্য করলেন।
এটা এই পোস্টের স্বীকৃতি।
অনেক ধন্যবাদ প্রিয় ঢাবিয়ান।
২১| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪০
সাইন বোর্ড বলেছেন: বরাবরই আপনার এ আয়োজনকে আমি সাধুবাদ জানায়, পোষ্টটি আসার পরই আমি দেখেছিলাম, মন্তব্যে আরেকবার জানান দিয়ে গেলাম । আপনার এ প্রয়াস অব্যাহত থাকুক...
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৭
বিজন রয় বলেছেন: আপনার উৎসাহ আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে।
তবে মাঝে মাঝে পোস্ট নিয়ে মতামত জানালে আরো উপকৃত হবো।
ধন্যবাদ।
২২| ১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক পরিশ্রমী পোস্ট বিজনদা ! আশা করি পোস্টগুলোর উদ্দেশ্য বৃথা যাবে না এবং সরকার দলমতের উর্ধে থেকে আবরার হত্যার ন্যায়বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করবে | প্রকৃত অপরাধীদের তাদের কৃতকর্মের জন্য প্রয়োজনে ক্যাপিটাল পানিশমেন্ট প্রদান করা হবে |
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৯
বিজন রয় বলেছেন: দাদা আপনাকে মনে হয় প্রথম পেলাম আমার এখানে।
আপনার মন্তব্যটি অনেক গুরুত্ববহ।
আবার আসবেন।
২৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৯
নতুন নকিব বলেছেন:
নানাবিধ ব্যস্ততার কারণে মন্তব্য প্রতিমন্তব্য কোনোটাতেই এখন আর নিয়মিত হতে পারি না, দাদা। ব্লগে না আসায় আপনার এই পোস্টও চোখের আড়ালেই ছিল। মাত্র দেখলাম। দারুন এককথায়। অশেষ কৃতজ্ঞতা অনেক কষ্ট করে এই সংকলনটি করেছেন দেখে। আল্লাহ পাকের কাছে বিনীত প্রার্থনা, আপনার সার্বিক সুস্থতা এবং সর্বাঙ্গিন কল্যানের জন্য।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যে সত্যিই মনটা অনেক পবিত্র হয়ে ওঠে।
আপনিও অনেক অনেক ভাল থাকুন।
২৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার এই কাজ বেশ পরিশ্রমী। এবং আমার মতো সৌখিন কাব্য লেখকদের জন্য অনুপ্রেরণাদায়ক।
আপনার শ্রম বিয়োগ সার্থক হোক, এ প্রয়াস অব্যাহত থাকুক।
অনেক কবিতাই পড়া হয়নি, পড়লে শূন্য ঘর পূরণের চেষ্টা করবো।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৩
বিজন রয় বলেছেন: আপনি অনেক ভাল কবিতা লিখতে পারেন।
আমি আপনার অনেক দিনের ভক্ত, আপনার সব কবিতা মন দিয়ে পড়ি।
আরো লিখুন। আর এইভাবে সাথে থাকুন।
শুভকামনা।
২৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
অসুস্থতাহেতু ব্লগে বেশীক্ষন সময় দিতে পারছিনা বলে মুল্যবান এ পোষ্টটি দেখা হয়ে উঠেনি ।
এখনো কষ্ট করে লিখছি । প্রিয়তে নিয়ে গেলাম । বেশি সময় নিয়ে এখন দেখতে পারিনি ।
তালিকায় নামটি উঠেছে দেখে ভাল লাগল যদিউ সেখানে আমারটি থাকার মত নয় ।
কবিতা কাকে বলে, কবিতা কেমন হতে হয় তা জানতে বড় ইচ্ছা জাগে যদিউ জানি
সেটা খুবই কঠীন একটি কাজ। তারপরেও এই অসুস্থতার অবকাশে বাংলা আদি
কবিতা জগত হতেই কিছু পড়াশুনা করছি যদি যৎসামান্য কিছু জানা যায় ।
শুভেচ্ছা রইল ।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১
বিজন রয় বলেছেন: দুঃখিত, সময় মতো আপনার এই মন্তব্যে উত্তর করতে না পারার জন্য।
আপনার মন্তব্য সবসময় আমার জন্য আশীর্বাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৩
ভুয়া মফিজ বলেছেন: দারুন একটা কাজ করেছেন বিজন দা, হ্যাটস অফ!!!