নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ( সামু ) মুক্ত হলো, এখন আমরা কি করতে পারি?

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৬


সবার উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে সামুকে আমরা কত ভালবাসি! সামুর এই নবজন্মে সবার মাঝে খুশির জোয়ার বয়ে যাচ্ছে অবিরাম ধারায়।
তো এই শুভলগ্নে, এই মুক্তির মুক্ত দিনে আমরা কি করতে পারি.......??

০১. অবিরাম কবিতা পোস্ট দিতে পারি।
০২. অনেক গল্প পোস্ট দিতে পারি।
০৩. সমসাময়িক বিষয়সহ অন্যান্য পোস্ট দিতে পারি।
০৪. বিতর্কিত বা ক্যাঁচাল পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি।
০৫. ক্যাঁচাল করা থেকে বিরত থাকতে পারি।
০৬. ব্লগে একে অন্যের প্রতি সর্বোচ্চ সন্মান প্রদর্শন করতে পারি।
০৭. পুরানো ব্লগারদের ফিরিয়ে আনতে চেষ্টা করতে পারি।
০৮. ব্লগ যাতে আগের মতো মুখর ও উজ্জীবিত হয় সে চেষ্টা করতে পারি।
.............
০৯. মুক্তি উপলক্ষে মিলনমেলা করতে পারি.......স্বপ্নবাজ সৌরভ

১০. সকলে সকলের প্রতি সন্মান দেখিয়ে ব্লগে বেশি বেশি পোষ্ট ও কমেন্ট করতে পারি ও অন্যকে উৎসহ দিতে পারি..... খোলা মনের কথা।
.............
কাজী ফাতেমা ছবি বলেছেন: .........
১১। কড়া মন্তব্য মিষ্টি করেও বলতে পারি। দোষ ধরিয়ে দেয়ার ক্ষেত্রেও সরাসরি কাউকে আঘাত না করতে পারি ।
১২। এক দুই লাইনের পোস্ট দেয়া হতে বিরত থাকতে পারি।
১৩। অশ্লীল অশালীন কবিতা পোস্ট করা হতে বিরত থাকতে পারি।
১৪। ধর্মীয় ব্যাপারে বিশেষ জ্ঞান না থাকলে এমন পোস্টে মাতব্বরি না করতে পারি বা ক্যাচাল না লাগাতে পারি
১৫। পোস্ট দিয়ে উধাও না হতে পারি। অন্যদের পোস্ট পড়ে মন্তব্য করতে পারি। অনেকেই নিজেই পোস্ট দেন আর কারো পোস্টে ঢুকেন না এ অভ্যাস ত্যাগ করতে পারি।
১৬। হাসি আনন্দে সবার সাথে মন্তব্যেও করতে পারি।
১৭। প্রথম পৃষ্ঠায় পর পর দুইটা পোস্ট না করতে পারি
১৮। কারো পোস্ট ভালো না লাগলে এড়িয়ে যেতে পারি
১৯। দেশের আনাচে কানাচের রূপ সৌন্দর্য ছবির মাধ্যমে তুলে ধরতে পারি।
২০। সবার জ্ঞান সমান নয়। তাই কবিতা হিসেবে যারা লিখেন, তাদেরকে কথা দ্বারা অপমানিত করা হতে বিরত থাকতে পারি।
..........
২১. মন্তব্যে ভুল পরিলক্ষিত হলে, ক্যাচাল না করে সঠিকটা উপস্থাপন করতে পারি.......তারেক ফাহিম
..........
রাজীব নুর বলেছেন:
২২. ব্লগে সবাই মিলে মিশে থাকবো।
২৩. দেশের সমস্যা ও সমাধানের কথা লিখব।

..........
রাকু হাসান বলেছেন:

আমিও কিছু যোগ করতে চাই ...এই নব জন্মের আনন্দের সময় ।
২৪। বির্তকীত বিষয়ে দেওয়ার ক্ষেত্রে পক্ষে বিপক্ষে পর্যাপ্ত যুক্তি সংগ্রহ করে পোস্ট করা উচিত।
২৫। যে বিষয়ে আংশিক ধারণা বা জ্ঞান আছে সে সকল বিষয় এড়িয়ে চলতে পারি ।
২৬। পরমত সহিষ্ণুতা বাড়াতে হবে । আমাদের আরও শ্রদ্ধাশীল হতে হবে ।
...........
জুন বলেছেন:
২৭. ভ্রমণ কাহিনী লেখার কথা কেউ ভুলেও উচ্চারণ করে না
সব্বাই খালি গল্প আর কবিতার কথা বলে
..........
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সবই তো চলে এসেছে, আমি আর কি কমু!
পুনশ্চঃ
২৮. মাল্টি নিক খুলে কাইজা করতে পারি
২৯. ছাইয়া নিক খুলে পোস্টাইতে পারি
৩০. ব্লগের নীতিমালা ভেঙে/অর্ধ ভেঙে ব্যান খেতে পারি।
৩১. স্বজনপ্রীতি/বেছে বেছে পরিচিতদের পোস্ট লাইক কমেন্ট করার অভ্যেস পরিহার করতে পারি।(সবার জন্য প্রযোজ্য)
..........
৩২. কি কি করতে পারি ? আগে যা যা করতাম তাই-ই করতে পারি .... রাবেয়া রাহীম
..........
নতুন বলেছেন:
৩৩. ব্লগিং জনপ্রিয় করতে কাজ শুরু করতে পারি সবাই।
৩৪. আপনার পরিচিতদের ব্লগিং করতে আমন্ত্রন জানাতে পারি সবাই।
৩৫. ব্লগের পক্ষ থেকে লেখার প্রতিযোগিতার আয়োজন করে স্কুল, কলেজের সবাইকে অংশগ্রহন করতে উদ্ভুধ্র করতে পারি।
৩৬. আরেকটা জিনিস সবার একটু করে করা উচিত সেটা হলো ব্লগে যেই বিঙ্গাপন গুলি আসে সেটার দুই একটাতে ক্লিক করতে পারি সবাই দিনে দুই এক বার। খুব বেশি করার দরকার নাই , এক একজন সারা দিনে কয়েকটা ক্লিক করলেই হবে।
..........
৩৭. অবশ্যই ক্যাচাল দরকার কারণ ক্যাচাল ছাড়া জীবন পানসে। তবে সেটা হবে কনস্ট্রাকটিভ ক্যাচাল নট ডিস্ট্রাকটিভ ক্যাচাল
আবার জমে উঠুক আগের মতো........সোহানী
..........
শুভ্রনীল শুভ্রা বলেছেন:
৩৮. কোনো পোস্টের আলোচ্য বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা (যদি প্রয়োজন মনে হয় ) করতে পারি। কারো সমালোচনা করতে যেয়ে এমন তীর্যক মন্তব্য যেন না করি যাতে সে ব্লগিং করার আগ্রহ ই হারিয়ে ফেলে।
৩৯. ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকতে পারি।
৪০. শব্দচয়নেই ব্যাপারে আরো বেশি সতর্ক হতে পারি। তাহলে অযথা বিবাদ এড়ানো সম্ভবপর হবে।
..........
নুরুন নাহার লিলিয়ান বলেছেন:
৪১। ব্লগ স্বাভাবিক ভাবে ব্যবহার করা যাচ্ছে অনেকেই জানে না ।তাদের সামাজিক মাধ্যমে জানানো দরকার ।
৪২। মিডিয়ায় একটা ধন্যবাদ প্রকাশ করা উচিত সকল ভুল বুঝাবুঝির অবসানে ব্লগ খুলে দেওয়াতে ।
৪৩ । একটা ভাল মানের মিলনমেলা হতে পারে ।
৪৪ । ব্লগকে আরও আধুনিক করার সকল পদক্ষেপ নেওয়া উচিত
৪৫। যারা ব্লগের পরিবেশ নষ্ট করে তাদের সম্মানের সাথে ভুল বুঝিয়ে দেওয়া অথবা তাদের প্রবেশ বন্ধ করা উচিত
৪৬। সামু ব্লগের উন্নয়নে সবার ভাবা উচিত ।
৪৭। শুধু লিখে যাওয়া নয় । বছর শেষে শেয়ার পাঠক , মন্তব্যকারি , পোষ্ট দাতা , সেরা পোষ্ট সহ অনেক কিছু মুল্যায়ন হতে পারে ।
৪৮। সব জায়গায় মুল্যায়ন বিষয়টা না থাকলে তা স্থবির হয়ে যায় ।
৪৯। ব্লগের পরিবেশ , সবার সাথে সবার সম্পর্ক সুন্দর থাকুক ।
..........
করুণাধারা বলেছেন:
৫০) পোস্ট গঠনমূলক এবং সত্যনিষ্ঠ হওয়া দরকার। অনেক সময় 'কান নিয়েছে চিলে' মার্কা পোস্ট কেউ দিয়ে দিলেন, তারপর আর এর সত্যতা প্রমাণ করতে পারলেন না। এটা যেন সামুতে না হয়।

৫১) বিভিন্ন অনলাইন মাধ্যমে থেকে পাওয়া খবর সূত্র উল্লেখ না করেই সামুতে পোস্ট যেন কেউ না করেন। এমনিতেই, একবার পড়া খবর সামুতে দেখতে বিরক্ত লাগে।

৫২) পোস্ট দিয়ে কেউ কেউ উধাও হয়ে যান; মন্তব্যের উত্তর দেবার কোন দরকার মনে করেন না বরং নতুন আরেকটা পোস্ট দিয়ে বসেন! আবার কেউ কেউ মন্তব্যের উত্তর দেন যদিও, কিন্তু কিছু কিছু মন্তব্য স্কিপ করে তার পরের গুলোর উত্তর দেন। এই জিনিসটার অবসান এখন হওয়া দরকার, একান্তই।
.........

৫৩. আমি মনে করি, ব্লগে আলোচনা-সমালোচনা সব হবে,তবে সুস্থ মানসিকতা নিয়ে!.....শাহরিয়ার কবীর
৫৪. নতুনদেরকে ব্লগিং এ উৎসাহ দিতে পরি। বিঃদ্রঃ আমিও নতুন.....রিসাদ রায়হান

৫৫.

আপনিও এই ব্যাপারে আপনার চিন্তাটি মন্তব্যের ঘরে দিয়ে দিন, আমি পোস্টে আপডেট করে দিব।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।


.....

মন্তব্য ৯৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুক্তি উপলক্ষে মিলনমেলা করতে পারি।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪

বিজন রয় বলেছেন: যোগ করে দিব।
আপনাকে ধন্যবাদ সৌরভ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৬

খোলা মনের কথা বলেছেন: সকলে সকলের প্রতি সন্মান দেখিয়ে ব্লগে বেশি বেশি পোষ্ট ও কমেন্ট করতে পারি ও অন্যকে উৎসহ দিতে পারি। হারানো সন্তান ফিরে পাওয়া দারুণ অনন্দের ব্যাপার.....

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: ওহ! আপনি। ভাল আছেন নিশ্চয়ই।

অনেক সুন্দর বলেছেন, যোগ করে নিচ্ছি।

ভাল থাকুন প্রিয় খোলা মন।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ১১। কড়া মন্তব্য মিষ্টি করেও বলতে পারি। দোষ ধরিয়ে দেয়ার ক্ষেত্রেও সরাসরি কাউকে আঘাত না করতে পারি ।
১২। এক দুই লাইনের পোস্ট দেয়া হতে বিরত থাকতে পারি।
১৩। অশ্লীল অশালীন কবিতা পোস্ট করা হতে বিরত থাকতে পারি।
১৪। ধর্মীয় ব্যাপারে বিশেষ জ্ঞান না থাকলে এমন পোস্টে মাতব্বরি না করতে পারি বা ক্যাচাল না লাগাতে পারি
১৫। পোস্ট দিয়ে উধাও না হতে পারি। অন্যদের পোস্ট পড়ে মন্তব্য করতে পারি। অনেকেই নিজেই পোস্ট দেন আর কারো পোস্টে ঢুকেন না এ অভ্যাস ত্যাগ করতে পারি।
১৬। হাসি আনন্দে সবার সাথে মন্তব্যেও করতে পারি।
১৭। প্রথম পৃষ্ঠায় পর পর দুইটা পোস্ট না করতে পারি
১৮। কারো পোস্ট ভালো না লাগলে এড়িয়ে যেতে পারি
১৯। দেশের আনাচে কানাচের রূপ সৌন্দর্য ছবির মাধ্যমে তুলে ধরতে পারি।
২০। সবার জ্ঞান সমান নয়। তাই কবিতা হিসেবে যারা লিখেন, তাদেরকে কথা দ্বারা অপমানিত করা হতে বিরত থাকতে পারি।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০

বিজন রয় বলেছেন: বাহ! আপা!!
অনেক অনেক পয়েন্টস বলে দিলেন, এখনই এডিট করে নিচ্ছি।
এভাবে যদি আমরা ব্লগিং করতে পারি তো সত্যিই আমাদের এই প্রিয় ব্লগটি অনেক সুন্দর হয়েে উঠবে।

শুভকামনা আপা।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৬

নতুন নকিব বলেছেন:



এই উপলক্ষ্যে একটা চা-চক্র হতেই পারে। আর আপনি চায়ের দাওয়াত দিলে রক্ষা না করে উপায় দেখছি না।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: হ্যাঁ অবশ্যই তা হতে পারে।
তবে আমার চেয়ে সেটা কাল্পনিক_ভালবাসা দিলে সকল কূল রক্ষা হয়।
আশাকরি তিনি বিষয়টি দেখবেন।

আপনাকে আমার চায়ের দাওয়াতে পেলে নিজেকে ভাগ্যবান মনে করবো।
তৈরি থাকুন।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৬

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে ভুল পরিলক্ষিত হলে, ক্যাচাল না করে সঠিকটা উপস্থাপন করতে পারি।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩১

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন তারেক।

আপনার মন্তব্যটি পোস্টে যোগ করে নিচ্ছি।

নিয়মিত হন।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চিন্তাভাবনা করে পরে জানাতে চেষ্টা করব। আপাতত যাঁরা মতামত দিয়েছেন সবার চিন্তার সাথে একমত।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৩

বিজন রয় বলেছেন: হা হা হা ..... তাই হোক, তবে জানাতে ভুলবেন না।

ভাল থাকুন।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫০

তারেক_মাহমুদ বলেছেন: আবারও ব্লগারদের পদচারণায় মুখোরিত সামু পাড়া।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫২

বিজন রয় বলেছেন: তাই হোক, তবে তাই হোক।
আজ মুক্তির আলোয় সবাই আলোকিত হোক।

আপনাকে অনেক ধন্যবাদ তারেক।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭

ইসিয়াক বলেছেন: হা হা হা .....।অতি আনন্দে মাথা গুলিয়ে যাচ্ছে ।
পোষ্ট ভালো লাগলো বিজনদা।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫

বিজন রয় বলেছেন: এই আনন্দে আমিও আপনাদের সাথে আছি। তাই তো এই পোস্ট।

এখন ভাল ভাল লেখা পোস্ট করুন।

শুভকামনা।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯

ঢাবিয়ান বলেছেন: ব্লগে এখন ব্লগারের সংখ্যা অনেক। এর মধ্যে কবি ব্লগারের সংখ্যাটা মনে হয় একটু বেশী। কবিদের প্রতি অনুরোধ প্রথম পাতায় পরপর অসংখ্য কবিতা যেন স্থান না পায়। ভাল তথ্যবহুল পোস্ট তাতে দ্রুত প্রথম পাতা থেকে উধাও হয়ে যাবার সম্ভাবনা থাকে।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৮

বিজন রয় বলেছেন: আশাকরি তারা আপনার এই কথা স্মরণ রাখবেন।

ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতের জন্য।

ভাল থাকুন।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: কথাগুলো তো আমারো মনের কথা। চমৎকার পোষ্ট। ধন্যবাদ

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০২

বিজন রয় বলেছেন: যাক, আপনার মনের কথা হয়েছে।

আর এখন তেকে নিয়মিত চাই আপনাকে ব্লগে।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৭

আরোগ্য বলেছেন: মন্তব্যে উসকানি না দিয়ে উপদেশ দিলে ভালো হবে।

মুক্তি মোবারক বিজনদা।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২২

বিজন রয় বলেছেন: আশাকরি সবাই ভাল কথাই বলবেন। যেটা ব্লগের এবং ব্লগারদের কাজে আসবে।

অনেক অনেক শুভকামনা প্রিয় আরোগ্য।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা বাংলাদেশের একটা আলাদা জেনারেশন, এঁরা অন্য অনেকের চেয়ে আলাদা, এঁদের সবার স্বকীয়তা আছে, সবাই জানেন কি করছেন।

ব্লগারেরা 'রিয়েলটাইম' আধুনিক লেখক, ভাবুক, পর্যবেক্ষক; এখানে পোষ্ট নিয়ে আলোচনা হবে, যুক্তি-তর্ক হবে, তর্ক-বিতর্ক হবে, ভাবনার মুল্যায়ন হবে; পুরাতন, অপ্রয়োজনীয় ভাবনা, ভুল প্রচারণা, জাতির জন্য ক্ষতিকর প্রচারণা ইত্যাদি আপনা থেকেই বিলীন হয়ে যাবে

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০০

বিজন রয় বলেছেন: ব্লগারদের সম্পর্কে আপনার ধারনা সবসময় উঁচু। এটা আমি আগেও দেখেছি।

এই ব্লগের জন্যই বাংলাদেশে একটি জেনারেশন তৈরি হয়েছে যারা ভবিষ্যতে দেশকে সঠিক পথে নিয়ে আসবে।

আর ঠিক বলেছেন....পুরাতন, অপ্রয়োজনীয় ভাবনা, ভুল প্রচারণা, জাতির জন্য ক্ষতিকর প্রচারণা ইত্যাদি আপনা থেকেই বিলীন হয়ে যাবে............ এটা আমিও বিশ্বাস করি।

আপনাকে ধন্যবাদভ

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪০

রাকু হাসান বলেছেন:

সত্যিই আনন্দটা প্রকাশ করার মত না । মনে হচ্ছে আপনার দখলকৃত বাসাটা আবার নিজের করে ফিরে ফেলাম । যেখানে শুধু আমার অবাধ বিচরণ হয় । চাঁদগাজী স্যারের সাথে একমত ।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: প্রিয় জিনিষ বা প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার পর ফিরে পেলে আসলেই কি যে আনন্দ হয়!! সেটা আমরা টের পাচ্ছি।
এটাকে আর হারাতে চাই না।

শুভকামনা রাকু।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: ১। ব্লগে সবাই মিলে মিশে থাকবো।
২। দেশের সমস্যা ও সমাধানের কথা লিখব।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৩

বিজন রয় বলেছেন: যোগ করে দিচ্ছি।

আরো চিন্তা করুন।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭

রাকু হাসান বলেছেন:

আমিও কিছু যোগ করতে চাই ...এই নব জন্মের আনন্দের সময় । :)
১। বির্তকীত বিষয়ে দেওয়ার ক্ষেত্রে পক্ষে বিপক্ষে পর্যাপ্ত যুক্তি সংগ্রহ করে পোস্ট করা উচিত।
২। যে বিষয়ে আংশিক ধারণা বা জ্ঞান আছে সে সকল বিষয় এড়িয়ে চলতে পারি ।
৩। পরমত সহিষ্ণুতা বাড়াতে হবে । আমাদের আরও শ্রদ্ধাশীল হতে হবে ।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: আপনার সুন্দর মতামতগুলো পোস্টে যোগ করে দিলাম।
আশাকরি অনেকেই আপনার এই মূল্যবান কথাগুলো মেনে চলবেন।

আবারো ধন্যবাদ।

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১

আখেনাটেন বলেছেন: ঠিক আছে। সুখী হোক সামু পরিবার.................

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৩

বিজন রয় বলেছেন: সামু পরিবারের সুখের জন্যই তো এত কষ্ট করি।

সাথে থাকুন।
অনেক ধন্যবাদ।

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৩

মা.হাসান বলেছেন: ভাই ব্লগে আসিইতো একটু ক্যাচাল করতে, তাও যদি বারণ করেন তো যাই কই :(

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: হা হা হা ..........
হ্যাঁ ক্যাঁচাল করুন, তবে যেন কারো ক্ষতি না হয়, কেউ মনে ব্যাথা না পায়।

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৫

মা.হাসান বলেছেন: মডারেটরের প্রতি অনুরোধ, ব্লগে সপ্তাহে ছয় দিন কবিতা দিন রাখেন, বাকি একদিন আমাদের মত ক্যাচালবাজদের জন্য, কবিদের ছয় দিন ব্লগে আসবো না, কিন্তু সাত নম্বর দিনে কেউ কবিতা পোস্ট করলে আজীবন ব্যান।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭

বিজন রয় বলেছেন: কবিরা না থাকলে ব্লগ থেকে সব সুন্দর চলে যাবে।
তখন আফসোস হবে।

শুভকামনা রইল।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮

জুন বলেছেন: ভ্রমণ কাহিনী লেখার কথা কেউ ভুলেও উচ্চারণ করে না :(
সব্বাই খালি গল্প আর কবিতার কথা বলে /:)

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৮

বিজন রয় বলেছেন: জুন আপা, আপনার কথা বলেই দিলাম আসল জায়গায়।

এবার আপনি ভ্রমণ কথা লিখুন ইচ্ছা মতোই।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মা। হাসান ভাইয়া আপনি বড্ড বেরসিক মিয়া

দাঁতে দাত পিষতাছি কিন্তু ..... হিংসুটে একটা
বিড়াল মিউ মিউ একটা হুহ

জুনাপি অবশ্যই ভ্রমণ গল্প থাকবে ইনশাআল্লাহ

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: আপা, ম হাসান কবিতা খুব পছন্দ করেন আমি জানি।

২১| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা গল্প গান ভ্রমন ছবি পোস্ট আলোচনা সমালোচনা সব হবে। শুধু সত্যের চর্চা হবে । সত্য সঠি ক পথের সন্ধান দিবে।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০

বিজন রয় বলেছেন: শুধু সত্যের চর্চা হবে । সত্য সঠি ক পথের সন্ধান দিবে।............ ঠিক ঠিক ১০০% ঠিক।

২২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

আমি মনে করি, ব্লগে আলোচনা-সমালোচনা সব হবে,তবে সুস্থ মানসিকতা নিয়ে!

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৯

বিজন রয় বলেছেন: অত্যন্ত মূল্যবান প্রস্তাব। যোগ করে দিয়েছি পোস্টে।

কবিতা লিখুন শিঘ্রই।

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
লিখুন প্রাণ খুলে

দেশকে ভালবেসে
সত্যকে ভালবেসে
বিবেকের টানে
তথ্য আর সত্যের মিলনে

লিখুন কবিতা গল্প প্রবন্ধ
দলান্ধতার যেন না রয় গন্ধ
নির্মোহ সত্যচর্চা
চলুক সামুতে সাচ্চা। :)






২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৪

বিজন রয় বলেছেন: যেমন গুরুজী তেমন তার বাণী!!

সব কাজের কথা বলেছেন ছন্দের মাধ্যমে।

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

মোঃমোজাম হক বলেছেন: যে যাহা পারে তাই লিখবে :)

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৫

বিজন রয় বলেছেন: লিখুন, তবে তা যেন কারো মনঃপীড়ার কারন না হয়।

আপনি নিয়মিত হন।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো উদ্যোগ দাদা। সাধুবাদ জানাই আপনাকে।
তবে কমেন্ট করতে গিয়ে 25 নম্বর সিরিয়ালে নিজেকে এই মজাদার খেলায় অংশ না নিয়ে নিজেকে বরং দর্শকাসনে বসাবো।
সবাই খেলা করুক আমি কেবল শ্রোতা হবো।

শুভকামনা জানবেন।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: হা হা হা ..... তাইতো, সবাই খেললে দেখবে কে!!

আচ্ছা, আপনি আর আমি দেখতে থাকি।

ভাল লাগল আপনার মজাটা।

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সবই তো চলে এসেছে, আমি আর কি কমু!

পুনশ্চঃ
১. মাল্টি নিক খুলে কাইজা করতে পারি
২. ছাইয়া নিক খুলে পোস্টাইতে পারি
৩. ব্লগের নীতিমালা ভেঙে/অর্ধ ভেঙে ব্যান খেতে পারি।
৪. স্বজনপ্রীতি/বেছে বেছে পরিচিতদের পোস্ট লাইক কমেন্ট করার অভ্যেস পরিহার করতে পারি।(সবার জন্য প্রযোজ্য)

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৮

বিজন রয় বলেছেন: হা হা হা ..... সবগুলো যোগ করে দিয়েছি কোন এডিট ছাড়াই।

দেখি পাঠকেরা কি প্রতিক্রিয়া দেখায়।

ভাল থাকুন প্রিয় প্রতিক্রিয়া।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: কবি, আমি কি বলতে পারি বলুন তো.....

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৯

বিজন রয় বলেছেন: আপনার কিছু বলার দরকার নেই, আপনি শুধু কবিতা লিখুন।
আর একটা কথা, হারিয়ে যাবেন না।

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: দেশের বাইরে থাকার কারনে লগইন করতে অসুবিধা হতে না। তবে উপস্থিতির সংখ্যা কম দেখে মন খারাপ লাগত। পোস্টের সংখ্যাও কম ছিলো। আজ সবার উপস্থিতি দেখে ভীষণ ভালো লাগছে এখন ।

কি কি করতে পারি ? আগে যা যা করতাম তাই-ই করতে পারি ।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫২

বিজন রয় বলেছেন: আপা, অনেক দিন পর আপনি আমার এখানে।

আপনার সেই কবিতাটি আমি সুন্দর করে রেখে দিয়েছি।

আগে যা যা করতাম, এখন সেটা করলে হবে না, সেসব আরো ভালভাবে করতে হবে।

ভাল থাকুন আপা।

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৪

সুনীল সমুদ্র বলেছেন: চমৎকার পোস্ট ! সামহয়্যারের এই 'ফেরা' উপলক্ষ্যে আগামী শনিবার (২৬ অক্টোবর, ২০১৯) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে পুরনো দিনের সকল ব্লগারদের একযোগে লগ-ইন করার জন্য আহবান জানাতে পারেন। ... বেশ একটা নস্টালজিয়ায় আক্রান্ত হবার মতো অনুভূতি পাওয়া যাবে ... যদি সত্যি সত্যিই পুরনো অনেকে একসঙ্গে লগ-ইন করে একযোগে ..... ।

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪

বিজন রয় বলেছেন: এটা করতে পারলে আমারও খুব ভাল লাগত।
তবে সামু কর্তৃপক্ষ এ ব্যাপারে এগিয়ে আসবে বলে আমি মনে করি।

আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

নক্ষত্র নীড় বলেছেন: শুভেচ্ছা স্বাগতম !

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬

বিজন রয় বলেছেন: আপনি!! কোথায় থাকেন বলুন তো!!

কবিতা কি লিখছেন?

পোস্ট করুন।

৩১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৬

নতুন বলেছেন: * ব্লগিং জনপ্রিয় করতে কাজ শুরু করতে পারি সবাই।
* আপনার পরিচিতদের ব্লগিং করতে আমন্ত্রন জানাতে পারি সবাই।
* ব্লগের পক্ষ থেকে লেখার প্রতিযোগিতার আয়োজন করে স্কুল, কলেজের সবাইকে অংশগ্রহন করতে উদ্ভুধ্র করতে পারি।
* আরেকটা জিনিস সবার একটু করে করা উচিত সেটা হলো ব্লগে যেই বিঙ্গাপন গুলি আসে সেটার দুই একটাতে ক্লিক করতে পারি সবাই দিনে দুই এক বার। খুব বেশি করার দরকার নাই , এক একজন সারা দিনে কয়েকটা ক্লিক করলেই হবে.... :)

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৭

বিজন রয় বলেছেন: ব্লগে যে কয়জন সবচেয়ে বিচক্ষণ মন্তব্য করেন আপনি তাদের মধ্যে অন্যতম।

এখানেও তার প্রমাণ।

অনেক ভাল পরামর্শ দিলেন, যোগ করে দিয়েছি পোস্টে।

৩২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০০

ডঃ এম এ আলী বলেছেন:



এখন কি করতে হবে তা আপনি সহ বিজ্ঞ ব্লগারগন বলেই দিয়েছেন
আমি অল্প কথায় কিছু কথা যুক্ত করতে চাই সকলে মিলে বলতে চাই-
ওগো সোহাগিনি আদরিনি সামু তোমার লাগি এখন কি করব বল
কোথায় রাখব তোমায় খুঁজে না পাই তেমনতর একটি আশ্রয়স্থল,
তুমি যে বড় আদরের ধন আদরেই রাখব তোমায় পেতেছি এ বক্ষস্থল
সবাই মিলে বলি যেন আস তুমি, বুকে রাখি তুমি থাক মোরা থাকি
তোমার শ্বাসে শ্বাস মিলাব আর আঁখি জলে ফেলব আঁখি জল ,
তোমার বাধ ভাঙ্গার আওয়াজের মিছিলে থেকে বলব সবে চল রে চল
ছলে বলে তোমার আওয়াজ রুখিতে আসলে পাঠাব তাকে রসাতল।

মুল্যবান কথা সমৃদ্ধ পোষ্টটির জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৯

বিজন রয় বলেছেন: প্রিয় ডঃ, আপনি আমার এখানে এলে আমি অভিভূত হয়ে পড়ি!

মন্তব্যে সামুর জন্য যে ভালবাসা দেখালেন তা অমলিন থাকুক।

কথা হবে......

৩৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মনখোলে ব্লগিং করতে পারি!

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০০

বিজন রয় বলেছেন: অবশ্যই এবং তা ভদ্রতার, সন্মানের সীমার মধ্যে থেকে।

ধন্যবাদ প্রিয় ভাই।

৩৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪৮

সোহানী বলেছেন: অবশ্যই ক্যাচাল দরকার কারণ ক্যাচাল ছাড়া জীবন পানসে। তবে সেটা হবে কনস্ট্রাকটিভ ক্যাচাল নট ডিস্ট্রাকটিভ ক্যাচাল

আবার জমে উঠুক আগের মতো।।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১

বিজন রয় বলেছেন: বুঝতে পেরেছি!!

পোস্টে দিয়ে দিয়েছি।

সবাই দেখুক।

৩৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৭

শুভ্রনীল শুভ্রা বলেছেন: ১. কোনো পোস্টের আলোচ্য বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা (যদি প্রয়োজন মনে হয় ) করতে পারি। কারো সমালোচনা করতে যেয়ে এমন তীর্যক মন্তব্য যেন না করি যাতে সে ব্লগিং করার আগ্রহ ই হারিয়ে ফেলে।
২. ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকতে পারি।
৩. শব্দচয়নেই ব্যাপারে আরো বেশি সতর্ক হতে পারি। তাহলে অযথা বিবাদ এড়ানো সম্ভবপর হবে।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৩

বিজন রয় বলেছেন: আপনি গঠনমূলকের কথা বলেছেন।

আপনার কথাগুলোও আসলে গঠনমূলক হয়েছে খুব।

পোস্টে নিয়ে নিয়েছি।

শুভকামনা।

৩৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০২

জাহিদ হাসান বলেছেন: সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল করতে পারি।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৪

বিজন রয় বলেছেন: হা হা হা ...... সরকার বাহাদুর যায়গা দিলে করা যেতে পারে।

ধন্যবাদ জাহিদ হাসান।

৩৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ১। ব্লগ স্বাভাবিক ভাবে ব্যবহার করা যাচ্ছে অনেকেই জানে না ।তাদের সামাজিক মাধ্যমে জানানো দরকার ।
২। মিডিয়ায় একটা ধন্যবাদ প্রকাশ করা উচিত সকল ভুল বুঝাবুঝির অবসানে ব্লগ খুলে দেওয়াতে ।
৩ । একটা ভাল মানের মিলনমেলা হতে পারে ।
৪ । ব্লগকে আরও আধুনিক করার সকল পদক্ষেপ নেওয়া উচিত
৫। যারা ব্লগের পরিবেশ নষ্ট করে তাদের সম্মানের সাথে ভুল বুঝিয়ে দেওয়া অথবা তাদের প্রবেশ বন্ধ করা উচিত
৬। সামু ব্লগের উন্নয়নে সবার ভাবা উচিত ।
৭। শুধু লিখে যাওয়া নয় । বছর শেষে শেয়ার পাঠক , মন্তব্যকারি , পোষ্ট দাতা , সেরা পোষ্ট সহ অনেক কিছু মুল্যায়ন হতে পারে ।
৮। সব জায়গায় মুল্যায়ন বিষয়টা না থাকলে তা স্থবির হয়ে যায় ।
৯। ব্লগের পরিবেশ , সবার সাথে সবার সম্পর্ক সুন্দর থাকুক ।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭

বিজন রয় বলেছেন: আপা, অনেক ধন্যবাদ আমার এখানে এসে কথা বলার জন্য।

৯টি পয়েন্টস বলেছেন, যার সবগুলোই যুক্তিযুক্ত, বিশেষ করে ৭ নম্বর আমার মনে ধরেছে বেশি। এটা আসলে করার সময় এসছে।

সবগুলো পোস্টে যোগ করে দিয়েছি।

শুভকামনা আপা।

৩৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৩

করুণাধারা বলেছেন: ১) বিজন রয় আবার কবিতা লেখা শুরু করতে পারেন।

২) পোস্ট গঠনমূলক এবং সত্যনিষ্ঠ হওয়া দরকার। অনেক সময় 'কান নিয়েছে চিলে' মার্কা পোস্ট কেউ দিয়ে দিলেন, তারপর আর এর সত্যতা প্রমাণ করতে পারলেন না। এটা যেন সামুতে না হয়।

৩) বিভিন্ন অনলাইন মাধ্যমে থেকে পাওয়া খবর সূত্র উল্লেখ না করেই সামুতে পোস্ট যেন কেউ না করেন। এমনিতেই, একবার পড়া খবর সামুতে দেখতে বিরক্ত লাগে।

৪) পোস্ট দিয়ে কেউ কেউ উধাও হয়ে যান; মন্তব্যের উত্তর দেবার কোন দরকার মনে করেন না বরং নতুন আরেকটা পোস্ট দিয়ে বসেন! আবার কেউ কেউ মন্তব্যের উত্তর দেন যদিও, কিন্তু কিছু কিছু মন্তব্য স্কিপ করে তার পরের গুলোর উত্তর দেন। এই জিনিসটার অবসান এখন হওয়া দরকার, একান্তই।

সবার জন্য শুভকামনা।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৯

বিজন রয় বলেছেন: হা হা হা .... আপা, আমি অন্যের কবিতা নিয়ে ব্যস্ত আছি, নিজে কবিতা লিখবো কখন!! তবে আপনি যে আমাকে পিছন থেকে কবিতা লেখার জন্য এভাবে ধাক্কা দেন এটা অত্যন্ত কাজে দেয় আমার।

আপা, আপনার মন্তব্যগুলো পোস্টে নিয়ে নিয়েছি।

আপা, আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন।

৩৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৬

রিসাদ রায়হান বলেছেন: নতুনদেরকে ব্লগিং এ উৎসাহ দিতে পরি। বিঃদ্রঃ আমিও নতুন।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৬

বিজন রয় বলেছেন: নতুনদের আমি সবসময় উৎসাহ দিয়ে থাকি।

আপনি নিয়মিত ব্লগিং করুন, দেখবেন সবারই প্রিয় হয়ে উঠবেন।

অনেক অনেক শুভকামনা।

৪০| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৭

অন্তরন্তর বলেছেন: আপনার কবিতা লিখতে হবে। আবার সংকলন পোস্ট করতে পারেন যদিও এটা খুব কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। সবাইকে উৎসাহ দেবার জন্য ধন্যবাদ। শুভ কামনা সুপ্রিয়।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০০

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।
আপনাকে কত যে খুজতেছি, তা কোথাও পাইনি। গতকাল আমার এখানে ভিজিটিং লিস্টে আপনাকে দেখলাম।
অন্য এক জায়গায় খুঁজলাম কিন্ত পেলাম না। আপনি জানেন না আপনি আমার কতবড় স্মৃতি।
বলবো একদিন।

আপনার সাথে নিয়মিত যোগাযোগ রাখার উপায় বলুন।
খুব ভাল লাগছে আপনাকে দেখে!

হারিয়ে যাবেন না।

৪১| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩২

অন্তরন্তর বলেছেন: আপনার ভালবাসায় খুব আপ্লুত হলাম। আমি আসি ব্লগে মাঝে মাঝে কিন্তু লগ ইন করিনা। আমার সাথে যোগাযোগ করতে চাইলে মেইল করবেন। [email protected]

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৩

বিজন রয় বলেছেন: আপনি আমার একটি বিষয়ে প্রথম। এই জন্য আপনাকে কখনো ভোলা সম্ভব নয়।
জানাব পরে।

আপনাকে সবসময় যাতে সন্মান জানাতে পারি সে পথটুকু খোলা রাখার অনুরোধ রইল।

শুধুই ভাল থাকুন।

৪২| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৭

জাহিদ হাসান বলেছেন: আমার মুখে ঠুলি পরাইছে কেডায় জিজ্ঞাসা করলেন না যে ! :(

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: বলুন কে আপনার মুখে ঠুলি পরিয়েছে?
বলুন।

৪৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

মোঃমোজাম হক বলেছেন: এক পোস্টেই সব জানাগেল।
চমৎকার পোস্ট, ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: আপনি আবার হারিয়ে যাবেন?

৪৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আবার ফিরে এলাম পোস্টে
প্রতি মাসে সেরা ব্লগার নির্বাচিত করা যায় কি ?
যেমন ধরুন সেরা গল্প , সেরা কবিতা , সেরা ছবি ব্লগ , সেরা ফিচার , সেরা লেখা , সর্বাধিক মন্তব্যকারী। ইত্যদি।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: প্রতি মাসে সেরা ব্লগার নির্বাচিত করা যায় কি ?
যেমন ধরুন সেরা গল্প , সেরা কবিতা , সেরা ছবি ব্লগ , সেরা ফিচার , সেরা লেখা , সর্বাধিক মন্তব্যকারী। ইত্যদি।


সামু কর্তৃপক্ষের সে সামর্থ এখনো হয়নি।

৪৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৩

আমি তুমি আমরা বলেছেন: এখন আমাদের গঠনমূলক ব্লগিং করা উচিত। সাথে এই প্লাটফর্ম যাতে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত না হয়-সেদিকে লক্ষ্য রাখতে পারি।

সবচেয়ে বড় কথা- ব্লগ কতৃপক্ষকে ব্লগিং-এর জন্য একটি উন্নত মানের মোবাইল এপ তৈরী করার জন্য উতসাহিত/অনুরোধ করতে পারি।

ব্লগিং ছড়িয়ে পড়ুক সর্বত্র।ধন্যবাদ।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

বিজন রয় বলেছেন: আপনার অতি মূল্যবান কথাগুলো আশাকরি ব্লগকর্তৃপক্ষের দৃষ্টিতে পড়বে।

আপনি ভাল থাকুন।

৪৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: আমার খুব ইচ্ছে করে এখনকার ব্লগারদের ভিড়ে হারিয়ে যাওয়া কিছু ব্লগারদের ( নিজের নামে এবং ছদ্মনামে) আবার এখানে দেখতে।
মনেহয় আবার এ বাড়ি ,ও বাড়ি ঘুরে লেখা পড়ে কমেন্ট করার আনন্দ খুঁজে পাই।
ব্লগের মাধ্যমে নতুন ভালো ভালো লেখকদের কবিদের জন্ম হোক।
ব্লগের প্রতিটা পোস্ট হোক ভালোলাগার। এটা অন্যকোন মাধ্যমের মত শুধু স্ট্যাটাস ভিত্তিক না হোক।
শুভেচ্ছা বিজন। হ্যাপি ব্লগিং।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

বিজন রয় বলেছেন: আপা, অনেক দেরিতে উত্তর করছি।

আসলে আপনি যা বলেছেন তা আমারো কথা।
কিন্তু সময় আর পরিস্থিতি কা করতে দেয় দেয় না।

ভাল থাকুন সাজি আপা।

৪৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




১। ব্লগারদের কাচ্চি ঘুষ দিতে পারি ।
২। ব্লগারদের কে পেইড করতে পারি ;)
৩। সবার লেখা প্রথম পাতায় দিতে পারি ।
৪। মাসের শেষে যে সব চেয়ে কম পোস্ট করবে তাকে গিফট পাঠাতে পারেন ।
৫। চাইলে আমাকে প্রতি সপ্তাহে কাচ্চি খাওয়াতে পারেন ।


আর মনে আসছে না ।

পুরোটাই ফান ।

দাদা ভাল আছেন? অনেক দিন কথা হয় না ।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

বিজন রয় বলেছেন: ভাল আছি বোধহয়!!

আরে সামুতে একটু ফান না করলে কি চলে?

কথা হবে, অনেক কথা হবে।

৪৮| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

কৌটিল্যা বলেছেন: সবকিছুই স্বাভাবিক রাখতে নিজে স্বাভাবিক হতে পারি।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

বিজন রয় বলেছেন: দার্শনিকের মতো বলেছেন।
অনেক ভাল।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.