নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

"মুক্তির আলোয় উদ্ভাসিত প্রিয় সামু" কবিতা সংকলন-অক্টোবর - ১৬-৩১, ২০১৯!!

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০১


অবশেষে সামুর জয় হলো, জয় হলো ব্লগারদের! যারা এই ব্লগাটিকে অনেক ভালবাসে তাদের খুশি, আনন্দ আর উজ্ছ্বাস সত্যি বাঁধ ভাঙা আওয়াজ! যারা সবসময় চেষ্টা করছেন এই ব্লগটিকে মুক্ত করতে তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় সামুর মুক্তিতে অনেকেই তাদের উচ্ছ্বাস জানিয়ে পোস্ট করছেন, সেগুলো আমি এখানে সংকলন করতে চেয়েছিলাম, কিন্ত আমার সে কষ্ট থেকে মুক্তি দিয়েছেন সত্যপথিক শাইয়্যান। উনি সেই পোস্টগুলো নিয়ে একটি সংকলন করেছেন, উনাকে ধন্যবাদ দিয়ে সে পোস্টি এখানে যুক্ত করে দিলামঃ

সত্যপথিক শাইয়্যান - ৫২ নয়, ওঁরা ৫৪-জনঃ সামু'র এই নতুন করে পথচলায় যেসব সাথী ব্লগাররা পোস্ট লিখে অভিনন্দন জানিয়েছেন


কবিতা..............
সামুর মুক্তির সাথে সাথেই কবিতার স্রোত বয়ে যাচ্ছে আবার, এটা দেখতে, পড়তে ভাল লাগছে, যারা এতদিন কবিতা পোস্ট দিতে পারছিলেন না, তারা এখন কবিতা নিয়ে স্বমহিমায় প্রস্ফুটিত।

সেলিম আনোয়ার, ইসিয়াক, সাইনবোর্ড, কাজী ফাতেমা ছবি প্রচুর কবিতা পোস্ট করা অব্যাহত রেখেছেন। সাথে যোগ হয়েছেন সোনালী ডানার চিল, শিখা রহমান, জুনায়েদ বি রাহমান, স্বর্ণবন্ধন, কথাতেথিকথন, সকাল রয়, কবি হাফেজ আহমেদসহ আরো অনেকে। আলাদা করে বললে, সোনালী ডানার চিল, জুনায়েদ বি রাহমান এই পনের দিনে এত ভাল লাগার কয়েকটি কবিতা পোস্ট করেছেন যে শুধুই মুগ্ধ আর বিমোহিত হতে হয়েছে। এটাই তো চাই। সবাই কবি হয়ে উঠুক, সকলকে কবিতাময় শুভেচ্ছা।



দুটি বিশেষ পোস্ট জীবনানন্দ দাশকে নিয়ে.......

নীলসাধু - আমাকে সে নিয়েছিলো ডেকে; বলেছিলো: 'এ নদীর জল তোমার চোখের মত ম্লান বেতফল:
স্বর্ণবন্ধন - সোনালী চিলের পালকেরা ঝরে নির্জনতায়



সেরা -২০ ( সেরা কবিতা বাছাই করা অনেক কঠিন )ঃ
০১. জুনায়েদ বি রাহমান - বিবর্ণ পাণ্ডুলিপি
০২. সোনালী ডানার চিল - চকমকে পাথরে অশ্রু আর স্তব্ধ অন্ধকারে জড়ানো প্রেম
০৩. ইসিয়াক - অভিযোগ
০৪. সেলিম আনোয়ার - নক্ষত্রের আকাশে
০৫. শিখা রহমান - ভালোবাসার অংক
০৬. কাজী ফাতেমা ছবি - মাকে কখনো কষ্ট দিয়ো না........
০৭. সাইন বোর্ড - কোণঠাসা
০৮. মাহমুদুর রহমান - শান্তি চাই!
০৯. অতনু কুমার সেন - তুমিও মানুষ সেও মানুষ
১০. স্বর্ণবন্ধন - কৃষ্ণপক্ষ
১১. মিথী_মারজান - আকাশের ঠিকানায় চিঠি
১২.ভ্রমরের ডানা - ব্যবচ্ছেদ -৩০- উদ্ভট মধ্যাকর্ষন, অতপর......
১৩. অনন্ত আরফাত - নৈনিতালের মেঘ অথবা মানুষের প্রেমিকারা
১৪.অনন্ত আরফাত - দেবকাঞ্চন ফুল অথবা না-মানুষী গল্প
১৫. গোধুলী বেলা - তৃপ্ত আত্মা
১৬. অব্যক্ত কাব্য - মুক্তি ও উচ্ছ্বাস
১৭. শরীফ বিন ঈসমাইল - রেওয়ামিল
১৮. প্রথম বাংলা -ভাগাড়ের শিশু
১৯. সেজুতি_শিপু - সুখের জন্যে
২০. সুমাইয়া মুনিরা - অস্তিত্ব দখলের লড়াই


সব, সব কবিতার ভিড়েঃ
১৬.১০.২০১৯
সাইন বোর্ড - কাঁটা হেরি ক্ষান্ত কেন...
সাইন বোর্ড - চল্লিশ-এর পর
শ্রাবণ আহমেদ - রূপসী কন্যা-পুরোটা
সেলিম আনোয়ার - তোমার ভালোবাসা লয়ে বুকে
ইসিয়াক - প্রাপ্তি- অপ্রাপ্তি খেরো খাতা
ঠাকুরমাহমুদ - মৃত্যুদূতের অপেক্ষা
ইতল বিতল - টে ম্পো

১৭.১০.২০১৯
জুনায়েদ বি রাহমান -মেঘকাব্য
সেলিম আনোয়ার - প্রিয়তমা, তুমিও থেকো মধ্যমণি হয়ে..
ইসিয়াক - এই আমি ও মধুরিমা
কাজী ফাতেমা ছবি - মাকে কখনো কষ্ট দিয়ো না........
সোনালী ডানার চিল - চকমকে পাথরে অশ্রু আর স্তব্ধ অন্ধকারে জড়ানো প্রেম

১৮.১০.২০১৯
রাজীব নুর - ঈশ্বরহীন দশা
ইসিয়াক - অভিযোগ

১৯.১০.২০১৯
সাইন বোর্ড - গোলাম আযম
রানার ব্লগ - হয়তো আবার দেখা হবে
ইসিয়াক - চন্দ্রাবতী
সোনালী ডানার চিল - মানুষযন্ত্রের ব্যবহার

২০.১০.২০১৯
সেলিম আনোয়ার - নক্ষত্রের আকাশে
ইসিয়াক - নীলকণ্ঠ
শিখা রহমান - ভালোবাসার অংক
আব্দুল্লাহ্ আল মামুন - লুকিয়ে আছে

২১.১০.২০১৯
সাইন বোর্ড - কোণঠাসা
প্রত্যাশা- প্রত্যাশা
অদৃশ্য প্রতিভা - ক্রাশ... গোলার্ধের শেষে
স্বর্ণবন্ধন - পাতালের আলোয়
কাজী ফাতেমা ছবি = চুপ থাকি আমি চুপ থাকি... হই না প্রতিবাদী
আব্দুল্লাহ্ আল মামুন - চুপ থাকো
মাহমুদুর রহমান - শান্তি চাই!
অতনু কুমার সেন - তুমিও মানুষ সেও মানুষ

২২.১০.২০১৯
সাইন বোর্ড - সাদা বক
স্বর্ণবন্ধন - মহাজাগতিক সন্ধ্যায়
পদাতিক চৌধুরি - কবিতা -মেলা
ইসিয়াক - মেঘ ছুঁয়েছে মনের কথা আকাশ ছুঁয়েছে মন
আব্দুল মান্নান মল্লিক - হৈমন্তী পার্বণ

২৩.১০.২০১৯
কবি হাফেজ আহমেদ -চাটুকার
স্বর্ণবন্ধন - কৃষ্ণপক্ষ
সাইন বোর্ড - নদী যখন সাগর-পার
সেলিম আনোয়ার - তুমি ‍ছূঁয়ে দিলে ও অন্যান্য
মিথী_মারজান - আকাশের ঠিকানায় চিঠি
আর্কিওপটেরিক্স - Lepidopterist
সেলিম আনোয়ার - অবশেষে মুক্তি
কাজী ফাতেমা ছবি - =প্রিয় বাড়ীটি আজ রাহুমুক্ত=
সাইন বোর্ড - মুক্তির দিনে
ভ্রমরের ডানা - ব্যবচ্ছেদ -৩০- উদ্ভট মধ্যাকর্ষন, অতপর......
ইসিয়াক - খুশির আনন্দমেলা
এফ.কে আশিক - ইদানিং খুব উড়াচ্ছি নিজেকে

২৪.১০.২০১৯
ঠুস করে ব্লগে ঢুকে গেলাম-ঠুস করে ব্লগে ঢুকে গেলাম
নিশাত শাহরিয়ার - বিরামচিহ্ন (কবিতা)
জুলিয়ান সিদ্দিকী - আমরা তো বেশ আছি
সোহানাজোহা - A New Day Has Come সামহোয়্যারইন ব্লগ মুক্ত - মুক্ত আকাশ
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড - মাঝে মাঝে ইচ্ছে হয়
কথাকথিকেথিকথন - মেঘ আঁধারির টিপটাপ বৃষ্টি
সাইন বোর্ড - কার্তিকে
মেরুদণ্ড হীন - বেনামি কবিতা
অনন্ত আরফাত - নৈনিতালের মেঘ অথবা মানুষের প্রেমিকারা
গোধুলী বেলা - তৃপ্ত আত্মা
স্বপ্নবাজ সৌরভ -আজন্ম পাপ
সেলিম আনোয়ার -অবেশেষে লিখে লিখে অসময় হয়ে গেলো পার
ইসিয়াক - অসুস্থ
সকাল রয় - হঠাৎ নীরার জন্য
সুনীল সমুদ্র - তোমার ফিরে আসা ....
পাজী-পোলা - বিচ্ছেদের পর
আশিক মাসুম - প্রিয়তি-২
কৃষ্ণ কমল দাস - সব ভালোবাসা দ্বিগুন করে ফিরিয়ে দেবো।

২৫.১০.২০১৯
নগরবালক - আধুনিক গদ্য কবিতা ০০৯
সেলিম আনোয়ার - জানিয়ে দিলাম এই কবিতা লিখে
জুনায়েদ বি রাহমান - মৃতকাব্যের কথা এবং অন্যান্য
ইসিয়াক - তিমির রাত্রি ব্লাক কফি ও আমি
ইসিয়াক - কবিতা কি এবং কেন ?
জিএম হারুন -অর -রশিদ- তিনজন পরিত্যক্ত পুরুষ
আব্দুল মান্নান মল্লিক - বর্ষে স্নাত হেমন্ত
মেঘলামানুষ - অন্য ছায়া
অব্যক্ত কাব্য - মুক্তি ও উচ্ছ্বাস
সাইন বোর্ড - দ্রষ্টা
মেহরাব হাসান খান - ক্যাকটাস
নম্রতা - * মৃত্যুঞ্জয়ী নও *
জাহিদ অনিক - শুভ সন্ধ্যা মিস, হ্যাপি উইন্টার
কবি হাফেজ আহমেদ - ওত
জাহিদ হাসান - কবিতা: আসুন আপনাকে ঘুরে দেখাই
সাইন বোর্ড - অপেক্ষা...
কিরমানী লিটন - মাদক- তাহার মূলে....

২৬.১০.২০১৯
সেলিম আনোয়ার - মন বসন্ত বাতায়নে
সেলিম আনোয়ার - এই অনাবিল আ্নন্দের রেশ !!!
ঠাকুরমাহমুদ - আমার স্বপ্ন
৪৫ - দিইনি কিছুই-
অনিন্দ্যনীয় অনিন্দ্য - শেষ দেখার বহুদিন
রাবেয়া রাহীম - পূর্নতা শূন্যতায়
সাইন বোর্ড - এই মেঘ এই বৃষ্টি
স্বর্ণবন্ধন - মেঘশিকারী
শ খি আ ঈয়ন - বালের্জীবনামার
ইসিয়াক - বৃষ্টির কাল
ইমরান আল হাদী - সওদা
কিরমানী লিটন - অন্তর্গত- অসুখ.....
জিএম হারুন -অর -রশিদ - ম্যাসেন্জারের সবুজ ফোঁটাটা প্লিজ জ্বালিয়ে রাখুন
কবি হাফেজ আহমেদ - হেমন্তকাল
জুনায়েদ বি রাহমান - বিবর্ণ পাণ্ডুলিপি
জাহিদ জুয়েল - আহত শব্দ
সাইন বোর্ড - অনুপ্রবেশকারী
শরীফ বিন ঈসমাইল - রেওয়ামিল
এস এম আহমেদ মনি - তোমায় ফিরে…

২৭.১০.২০১৯
প্রথম বাংলা -ভাগাড়ের শিশু
ইসিয়াক - জলডুব
ইসিয়াক - অনাথ বালক
শাহাবুিদ্দন শুভ - তুমি ঘুমাও অন্য বুকে
হাসান মাহবুব - কাষ্ঠপ্রজাতন্ত্র
সাইন বোর্ড - রান্নাঘর
ইমরান আল হাদী - নুরুন্নাহার
সোনালী ডানার চিল - বিকল্প দহন অথবা সাহিত্যের রেত:পাত
সেলিম আনোয়ার - কতোজন গেছেন চলে!! ও গর্ভধারিনি মা—
রাইসুল সাগর - যেটুকু সময় তুমি
সাইন বোর্ড - একটু আগুন
নীলসাধু - মনে আছে তোমার!
নির্বাসিত কবি - প্রতিবাদ

২৮.১০.২০১৯
শ্রাবণ আহমেদ - জাগো হে মুসলমান
অনন্ত আরফাত - সপ্তমীর মণ্ডপ
তাহমিদ রহমান - মধ্যরাতের ভালোবাসা ভাবনা
জুনায়েদ বি রাহমান - হৈমন্তীর সাথে চন্দ্রিমার কোনোএক দ্বিতীয় জন্মরাতে
সাইন বোর্ড - পিয়াজ
অন্তহীন অরণ্য - নির্ভীক
সেলিম আনোয়ার - কাঁটার আঘাত আর যেন না লাগে
জিএম হারুন -অর -রশিদ - তুমি ডেকেছিলে একদিন,বিষন্ন বিকেলে
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - অসম্পর্কের প্রেম
ইমরান আল হাদী - বায়ুর বহর
নীল নীর্জন - শীতল রাতের ঠোঁট
নাসরিন চৌধুরী - যে পাখি ঘর বোঝেনা
কাজী ফাতেমা ছবি - নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে লেখা)
ইসিয়াক - হৈমন্তি রঙ
লিসানুল হাঁসান - মানবজীবন না
সাইয়িদ রফিকুল হক - সেই সব সন্ধ্যা
অনন্ত আরফাত - দেবকাঞ্চন ফুল অথবা না-মানুষী গল্প
MAANHAC - ইন শা আল্লাহ্‌

২৯.১০.২০১৯
নীল নীর্জন - ভাড়াটিয়া; মালিকানাহীন
বাহাউদ্দিন আবির - দ্বিধান্বিত হৃদয়
সাইন বোর্ড - রোদ উঠছে...
সাইন বোর্ড - বাগদাদি
সাইন বোর্ড - শিকার
নতুন নকিব - এ ভ্যাজাল রোধে জাগতে হবে আমাদেরই.....
সেলিম আনোয়ার - প্রেম চাই! প্রেম চাই!!
নয়ন বিন বাহার - আমি হতে চেয়েছিলাম
জিএম হারুন -অর -রশিদ - খুন নিয়ে একটি পুলিশী প্রতিবেদন
ক্যাবলা কান্ত - আর্তনাদ
সুমাইয়া মুনিরা - গোধূলি বিকেলের গল্প
এম. এ. হোসাইন - লুকিয়ে রাখা ভালবাসা...........!!!
শ খি আ ঈয়ন - প্রকাশিতব্য গ্রন্থের ছয়টি কবিতা
সাইন বোর্ড - বাগদাদি
শরৎ চৌধুরী - ওরা হাসলো শুধু
প্রফেসর সাহেব - কবিতাঃ সে নো টু ধোকা
ইসিয়াক - শিশুতোষ কবিতা গুচ্ছ
দীপঙ্কর বেরা - সেবক
মুক্তাদীর রহমান - প্রিয়তম প্রিয়

৩০.১০.২০১৯
নিশাত শাহরিয়ার - হেই ফেলিসিয়া!
কিরমানী লিটন - পিঁয়াজ এবং ক্রীতদাসের গল্প....
শানরাইনা - শূন্যতা
শানরাইনা - শিরোনামহীন
বাহাউদ্দিন আবির - শরীরগ্রাসী ভালোবাসা
সেলিম আনোয়ার -ওগো মোর প্রাণ স্পন্দন
তাহমিদ রহমান - ভুল প্রেমের ময়নাতদন্ত
অরুপম - প্রেমিক হতে নেই
সেজুতি_শিপু - সুখের জন্যে
কথাকথিকেথিকথন - তুমি পুরোনো, তুমি এন্টিক.... ।
অসংজ্ঞায়িত নিঝুম - ধর্ম
ডিএম সাজিদ - কবিতা
শিখা রহমান - অঙ্গীকার
সুমাইয়া মুনিরা - আসবে জয় নিশ্চয়!
সুমাইয়া মুনিরা - অস্তিত্ব দখলের লড়াই
শ্রাবণ আহমেদ - অণুকবিতা

৩১.১০.২০১৯
নাসরিন চৌধুরী - নির্লজ্জতা
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন - ন্যায় বিচারক
সৈয়দ তাজুল ইসলাম - জেগে উঠা প্রতিদিনের পবিত্র প্রেমের আসর
শরৎ চৌধুরী - জাজিম
টি ইউ রিয়াদ - অনুকাব্য
কিরমানী লিটন - বেপরোয়া - পাপন....!!!
সেলিম আনোয়ার - নিষ্ঠুর বাস্তব
ইমরান আল হাদী - দুপুর
স্বপ্নবাজ সৌরভ - আমি, আমার বন্ধু আর বাইসাইকেল
জিএম হারুন -অর -রশিদ - সব কবিই একদিন প্রেমিক হতে চেয়েছিলো
সোনালী ডানার চিল - ঘুমানো পুরুষ আলখাল্লা টেনেছে মধ্যম হৃদয়ে
কাজী ফাতেমা ছবি - » বন্ধ করো তোমাদের এ ছলচাতুরী............
ইসিয়াক - ত্রয়ী
গোধুলী বেলা - মমতা
লিসানুল হাঁসান #তোমরা_তাহাকে_ছেড়ে_দাও

পরিশেষঃ
ঢাকার বাইরে থাকায় পোস্ট দিতে দুই দিন দেরি হলো।
সকলকে ধন্যবাদ আর শুভকামনা।

....................

মন্তব্য ৫০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম হইয়া গেলাম
আসতেছি পুরো পোস্ট পড়ে

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: আপা শুভবিকেল!
মন্তব্যে প্রথম হলেন আবার সেরা ২০ এর একজন হলেন!!
বাহ! অনেক সুন্দর।

এভাবে আমাদের কবিতার মোহে মাহিত করে রাখেন।

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

বরাবরের মতো পরিশ্রমী ও প্রেরণা জাগানো পোস্ট ।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: আপনি খুব কম কথা বলেন, হয়তো কবিতায় ডুবে থাকেন তাই সময় পাননা।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরিশ্রমী পোস্ট
অনেক ধন্যবাদ দাদা ভারো থাকুন

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: জ্বী "ভারো' থাকবো।

হা হা হা ...

দেরিতে উত্তর করলাম।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) খুব খুশি লাগে । :) ২০ জনের মাঝে আছি মাশাআল্লাহ।

সুমন কর দাদাকে অনেক মিস করি। উনি এখনো আসেননি ব্লগে!

সবাই আসুক কবিতা নিয়ে

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: সুমনদাকে আসতে বলুন ব্লগে। আমিও মিস করছে ওনাকে।

ওখানে অস্তিত্ত্ব দখলের লড়াই চলছে।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: অনেক পরিশ্রমের কাজ করেছেন।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: পড়েছেন?

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পরিশ্রমী ও প্রেরণা জাগানো পোস্ট । ভালো লাগলো। তবে এই নভেম্বরে আর মাত্র একটা কবিতা পোস্ট করবো। কবিতা এড়িয়ে চলো বেশ কিছু দিন।পংক্তিমালা হাঁসফাঁস করে , শ্বাস কষ্ট হয়।
পোস্টের জন্য ধন্যবাদ। ভালোলাগা জানবেন।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

বিজন রয় বলেছেন: কবিতা না লেখা আজন্ম পাপ, মনে রাখবেন।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

সাইন বোর্ড বলেছেন: কবিতার প্রতি অনন্য ভালবাসা থাকলেই কেবল এ ধরণের কর্ম সম্পাদন করা সম্ভব । আবারও শুভ কামনা ।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

বিজন রয় বলেছেন: আর কবিতার প্রতি ভালবাসা আছে বলেই আপনি অজস্র কবিতা লিখতে পারেন।

অনেক অনেক ভাল থাকুন বিচিত্র কবি।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

সোনালী ডানার চিল বলেছেন: আপনার এই কবিতাপ্রেম কবিতা লেখার দারুন অনুসঙ্গ-
ফিরে এসে আবারও থিতু হয়ে রইলাম!

স্যালুট

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: আপনার কবিতা পড়ি আর অবাক হয়ে যাই।
আপনার অন্তর এক কবিতার আবাস।

শুভকামনা।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

ডঃ এম এ আলী বলেছেন: নেট সমস্যা করছে ।
প্রিয়তে তুলে রাখলাম ।
কষ্টকর মহতি প্রয়াসের জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: আপনার সাথে নিয়মিত কথা বলতে পারছি না, সে জন্য নিজেকে অপরাধী লাগে।
কিছু মনে করবেন না।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




শুভেচ্ছা নিবেন।


২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের কোন জবাব খুঁজে পাই না।
প্রতিনিয়ত আমাকে ঋণী করছেন।

ভাল থাকুন।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

আরোগ্য বলেছেন: অভিনন্দন সকলকে। পরিশ্রমি পোস্টের জন্য অনেক ধন্যবাদ বিজনদা। আশা করি ভালো আছেন? ।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনাদের জন্যই আমার এই শ্রম, আর কিছু নয়।

ভাল থাকুন আরোগ্য।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার কবিতা আপনার ভালো লেগেছে, জেনে আমিও বেশ উচ্ছ্বাসিত। কবিতার প্রতি আপনার এই ভালোবাসা, আমার মতো সৌখিন কবিদের অনুপ্রাণিত করছে। এই প্রয়াস অব্যাহত থাকুক।

অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভকামনা @বিজন'দা

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

বিজন রয় বলেছেন: আশাকরি সামনের দিনগুলোতে 'সৌখিন' শব্দটি ঝেড়ে ফেলবেন।

আপনার কবিতা কতটা ভাল হয় কা তি আপনি অনুধাবন করেন?

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগে শেষের দশদিন অসংখ্য কবিতা পোস্ট হয়েছে। অনেক কবিতাই পড়া হয়ে ওঠেনি। আপনার করা সংকলন এর কল্যাণে মিস করা কবিতাগুলো পড়তে পারবো।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: হ্যাঁ, ব্লগ খুলে দেওয়ার পর অনেক অনেক কবিতা আসছে।

আপনাকে আবারো ধন্যবাদ।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

বলেছেন: সেরাদের ধন্যবাদ।।
আপনাকে জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা।।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: ইদানিং আপনি কবিতা কম লিখছেন!
কোন কারণ?

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



খুব কষ্টসাধ্য একটি কাজ করলেন। ধন্যবাদ আপনাকে। এতে নতুন-পুরাতন কবিরা উৎসাহিত হবেন। ব্লগের সেরা কবিরা আগ্রহ নিয়ে কবিতা লিখবেন। আপনার কবিতাও আমরা নিয়মিত পাবো। এভাবে সংকলন পোস্ট চলুক। সামু নতুন উদ্দিপনায় এগিয়ে যাবে।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: আপনার সবসময় পাশে চাই।
আপনি একজন স্পেশাল মানুষ আামর কাছে।

কেন সেটা বলবো কোন এক দিন।

ততদিন ভাল থাকুন।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৩

নতুন নকিব বলেছেন:



কষ্টসাধ্য পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। বরাবরের মত অনন্য একটি সংকলন এটিও। +++

অনেক ভালো থাকুন। শুভকামনা সবসময়।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: বরাবরের মতো উৎসাহ পেলাম প্রিয় বিনয়ী মানুষটির নিকট থেকে।

আপনি সবসময় ভাল থাকুন।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

নীলসাধু বলেছেন: ব্লগ এবং ব্লগারদের প্রতি আন্তরিকতা
সর্বোপরি লেখালিখি এবং ব্লগের প্রতি অপরিসীম ভালোবাসা না থাকলে কেউ এমন পোষ্ট দিতে পারে না।
খুব ভালো লাগলো।
সৃজনশীলতা চলুক।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

বিজন রয় বলেছেন: আপনার এই মন্তব্যটি আমার কাছে মঙ্গলের দূত!!
আপনার মতো ধন্য ব্যক্তি আমার ব্লগবাড়িতে আসায় আমিও ধন্য হলাম।

কিন্তু উত্তর করতে দেরি হলো।

নীলদা আন্তরিক ধন্যবাদ।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:



চমৎকার সংকলন। ভাললাগা রইলো ।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: আপনাকে খুব কম দেখা যায়।

হয়তো ব্লগের উৎসাহ হারিয়েছেন, অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন।

নিয়মিত হন।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

শিখা রহমান বলেছেন: বিজন আপনি এখনো কবিতা সংকলন প্রকাশ করছেন দেখে মন ভালোলাগায় আপ্লুত হলো। সেরা-২০য়ে আমার কবিতা দেখে আরো ভালোলাগায় ডুবলাম।

অনেক অনেক ধন্যবাদ এই পরিশ্রমী পোস্টের জন্য। সময় করে নতুন কবি ও কবিতাদের পড়ে নেবো।
কবিতাকে ভালোবাসার জন্য অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা।

ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

বিজন রয় বলেছেন: এখনো করছি, পরেও করবো।
আসলে আমি তো বন্ধ করিনি, ব্লগ বন্ধ ছিল তাই।

আপনার কবিতারা বড্ড মাতাল করে দেয়।
ক্ষুধা বাড়িয়ে দেয়।

আপনার জন্য শুভকামনা রইল।

২০| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৫৩

অন্তরন্তর বলেছেন: সুন্দরতম কষ্টকর পোস্টের জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি। কবিতা একসময় খুব পড়া হত, এখন কিছুটা কমে গেছে। তারপরও কবিতা আমার সবচেয়ে প্রিয়। লিখতে যদিও পারিনা কিন্তু পড়তে কোন অসুবিধা নেই কি বলেন? ব্লগে অনেক কবিতা বা লিখা পড়ি কিন্তু মন্তব্য করা হয় কম কারন লগইন করা হয় না। চলুক এই কষ্টসাধ্য কাজ। শুভ কামনা।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: "সুন্দরতম কষ্ট"..... দারুন বলেছেন!!

আসলে সুন্দর কষ্ট করতে তো কষ্ট হয় না।

কথা হবে.......

২১| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবি ও কবিতার এ ধরণের সংকলন নিয়ে এভাবেই এগিয়ে চলুন হে কবিতানুরাগী ব্রতচারী! আপনার শ্রমের বিনিময়ে আমরা, পাঠকেরা সব কবি ও কবিতাকে এভাবেই অনায়াসে নাগালের মধ্যে পেতে চাই।
পোস্টে প্লাস + +।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: আপনার আশীর্বাদে ধন্য হলাম।

আপনার কবিতা খুব একটা পাচ্ছি না আজকাল।

২২| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০২

অব্যক্ত কাব্য বলেছেন: দারুন সংকলন,
প্রিয় কবি,
আপনার সংকলনে সেরা বিশে আছি!
কবিতা প্রেম এখন আরো বেড়ে যাবে!
ভালো থাকবেন সবসময়।
পোস্টে ++

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

বিজন রয় বলেছেন: আপনি অনেক ব্যস্ত মানুষ তারপরও কবিতা লেখেন, এটা অনেক বড় ব্যাপার।
এটা অব্যাহত রাখুন।

অনেক অনেক শুভকামনা।

২৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ১৮-নং লাইকটি আমার, দাদা।। :)

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০০

বিজন রয় বলেছেন: লাইক বা আপনার এই উপস্থিতি অনেক বড় ব্যাপার।
আপনি একজন অতুল উদ্দীপনাময় মানুষ।

আপনি কিন্তু আপনাকে নজরে রাখি।
ভাল থাকুন।

২৪| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

কালো যাদুকর বলেছেন: আপনিতো দেখি বিরাট কবিতার ব্যাপারী। দারুন প্রেরণাদায়ক পোস্ট।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: তাহলে ঝটপট কবিতা লিখে ফেলুন।

বুঝলেন তো যাদুকর।

ভাল থাকুন।

২৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দরতম ও কষ্টসাধ্য কাজটি করেছেন। পাহাড়সম শুভকামনা রইল

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: আপা আপনাকে খুব কম দেখি, আরো নিয়মিত হওয়া যায় না?

অনেক শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.