নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

অভিযোগহীন অস্তিত্ব

৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯



আশাকরি ভাল আছেন সবাই! সময়ের অভাবে কবিতা সংকলন পোস্ট দিতে পারছি না। তাই ছোট এই কবিতাটি পোস্ট করে ব্লগে অস্তিত্বের স্বাক্ষর রেখে গেলাম! সবার জন্য শুভকামনা।

অভিযোগহীন অস্তিত্ব

দেবকাঞ্চন ফুলে বিবর্ণ পাণ্ডুলিপি লেখা যায়?
কোন অভিযোগ নেই,
চকমকে পাথরে অশ্রু আর অন্ধকার জড়ানো প্রেমে,
কোন অভিযোগ নেই।
নক্ষত্রের আকাশে ভালবাসার অংকে কোনঠাসা,
তুমিও মানুষ সেও মানুষ,
কৃষ্ণপক্ষে সুখ-অসুখের ব্যবচ্ছেদ করে
অরুণাচলের মেঘে প্রেমিক সেজে
গোলাপের কাঁটায় লিখেছিলে না-প্রেমিকার গল্প।
অতৃপ্ত আত্মা নিয়ে মুক্তি ও উচ্ছ্বাসের ইতিহাসে সামিল হয়ে
অস্তিত্ব দখলের লড়াইয়ে যোগ-বিয়োগের হিসাবে,
ঈশ্বরহীন এই দশায় আমার কোন অভিযোগ নেই!!

.......
...........

মন্তব্য ৩৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

আখেনাটেন বলেছেন: অভিযোগ না থাকাই ভাল। যত সমস্যা ঐ অভিযোগেই।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৮

বিজন রয় বলেছেন: না, অভিযোগ থাকতে হবে। তা না হলে মানুষ অজীব হয়ে উঠবে।

২| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন। ভাষা সুন্দর।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০১

বিজন রয় বলেছেন: আপনারও কবিতা লেখার কথা ছিল, ভাল কবিতা।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমারও নেই, অভিযোগ।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: অভিযোগ থাকা উচিৎ ছিল।
তাহলে সমাধান হতো।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিযোগ নেই
তাই খেলে যাও যত পার প্রবঞ্চনার খেলা
েএক দিন তোমারও শেষ হবে বেলা।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৩

বিজন রয় বলেছেন: অভিযোগ না করার ক্ষমতা অর্জন করা অনেক কঠিন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

ইসিয়াক বলেছেন: অতি চমৎকার কবিতা।
শুভকামনা রইলো দাদা।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:


অবশেষে আপনার একটি অনবদ্য কবিতা পড়া হলো!
অত:পর আর কোন অভিযোগ নেই-
শুভকামনা একরাশ...

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৬

বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন জানিনা!!

৭| ৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৮

বিজন রয় বলেছেন: শুভকামনা।

৮| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,





দেবকাঞ্চন ফুলে বিবর্ণ পাণ্ডুলিপি লেখা যায়? যায় .. যায় !!! এই যেমন সে ফুলের রঙেই অস্তিত্বের স্বাক্ষর রাখা পাণ্ডুলিপি লিখে গেলেন! ব্লগের আকাশে ভালবাসার অংকে ঠেসে।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৯

বিজন রয় বলেছেন: দারুন!!

৯| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার কবিতা

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১১

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপা।

১০| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩

নতুন বলেছেন: লিটারেচার নিয়া পাশ দিয়াও কবিতা বুঝি কম :)

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১১

বিজন রয় বলেছেন: সেকি! আমি তো ভাবতাম আপনি বিজ্ঞানের ছাত্র!

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২১

অন্তরন্তর বলেছেন: বাহ। অনেকদিন পর সুপ্রিয় মানুষটির কবিতা পেলাম। শুভ কামনা।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন জানাবেন????

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

জাহিদ অনিক বলেছেন: অভিযোগহীন হতে গেলে যাবতীয় অভিযোগ যে অল্প অল্প করে নিয়ে নিতে হয় নিজের কাঁধে।

কবিতা ভালো লেগেছে বিজন দা

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৪

বিজন রয় বলেছেন: অভিযোগ করা আর অভিযোগ বহন করা এর মধ্যে পার্থক্য আছে বোধ হয়।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: দেবকাঞ্চন ফুলে বিবর্ণ পাণ্ডুলিপি কি লেখা যায়?

হলে কি হতো? জানিনা কেন ওভাবে প্রশ্ন ছূড়ে দিলেন ।

কবিতা সুন্দর হয়েছে ।+

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৫

বিজন রয় বলেছেন: এটার উত্তর দিব একদিন আপনাকে।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অতৃপ্ত আত্মা নিয়ে মুক্তি ও উচ্ছ্বাসের ইতিহাসে সামিল হয়ে
অস্তিত্ব দখলের লড়াইয়ে যোগ-বিয়োগের হিসাবে,
ঈশ্বরহীন এই দশায় আমার কোন অভিযোগ নেই

ভাল লেগেছে খুব।
শুভেচ্ছা এবং শুভেচ্ছা প্রিয়ত।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৫

বিজন রয় বলেছেন: আপনি ভাল আছেন তো??

অনেক শুভকামনা।

১৫| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৮

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




এ্যাদ্দিন পরে!
ভালো আছেন তো ?
ভালো থাকুন, নিরাপদে থাকুন।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৬

বিজন রয় বলেছেন: এখনো ভাল আছি।

এতদিন না থেকেও ছিলাম আপনাদের সাথে।

আবার কথা হবে.........!

১৬| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অভিযোগ.. করতাম কবিতা সংকলনের জন্য :P

এই কবিতা পড়ে সেটা করতে পারলাম না...


ভালো থাকুন :)

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: কখনো কখনো অভিযোগ থাকা ভাল।

ভবিষ্যতে সময় পেলে আবার কবিতা সংকলন পোস্ট দিব আশারাখি।

কিন্তু আপনি তো কবিতা লেখেন না!!

১৭| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বর্তমান যে নিষ্ঠুরতম অতীতের চেয়েও ভয়ানক
মুহূর্তের চুমুতে মৃত্যুকে আলিঙ্গন,
সমগ্র পৃথিবী আজ ঘরের ভেতর যেমন করে লুকিয়ে থাকে জেলখানার পলাতক অপরাধী।

লিখবো এক সময়, কবিতা !
আনন্দের কিংবা বেদনার কিংবা........

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: মন্তব্যে প্রথম তিন লাইন তো কবিতাই বলা যায়।

আপনি তো মাঝেসাঝে কবিতা লেখেন।

আশাকরি অরো বেশি লিখবেন। যা খুশি তাই নিয়ে।

আবারো আসার জন্য অশেষ ধন্যবাদ আর্কিও।

১৮| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬

দজিয়েব বলেছেন: ঈশ্বরহীন এই দশায় আমারো কোনো অভিযোগ নেই। ভালো লিখেছেন।

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: "ঈশ্বরহীন দশা".... আসলে মানুষের অকর্মের ফলে ঈশ্বর অনেক দূরে।

আমার এখানে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

১৯| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা চমৎকার! এরকম অস্তিত্ব বাহ্যিক ঝলমলে না হলেও, অন্তঃস্থ দ্যূতিতে ভাস্বর হয়ে থাকে।
দেবকাঞ্চন ফুলে রচিত বিবর্ণ পান্ডুলিপি তে ভাল লাগা রেখে গেলাম। + +

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪

বিজন রয় বলেছেন: অনেক আগে মন্তব্য করেছিলেন, সেই ২০২০ সালে!!

আজ দেখতে পয়ে তার উত্তর করলাম।

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.