নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

পাপবোধ ও পূর্বাভাস

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯


পূর্বাভাস পেলাম………………
ভণিতা ছেড়ে একটি অন্ধ ও বধির গুটিপোকা
এবারের বসন্তে ঈশ্বর হনন করবে না।

নিজের ভিতর ক্রমাগত সংক্রামিত হতে থাকা
ভুলবোধের অর্ধমৃত ছায়া
পুরুষ সভ্যতার অন্ধকারনামায়
নক্ষত্র পোষার আলোতে
আর কোন শোকগাঁথা রচনা করবে না।

পূর্বাভাস পেলাম এবারের বসন্তে
ব্যক্তিগত নিঃসঙ্গতার উর্ধ্বে উঠে কেউ আর
আত্মঘাতী কিংবা পলায়নপর্বের ইতিহাস হবে না।

আমাদের পরিত্যক্ত হৃদয়েরা সকল বিষন্নতা ছেড়ে
বিশ্বাস আর ভালবাসার সংসর্গে শিরোনাম হবে
এবার বসন্তে, পূর্বাভাস পেলাম।

পূর্বাভাস পেলাম ……………….
সংকটাপন্ন ম্লান মুখেরা প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে
পাপবৃত্তান্তের ক্ষতচিহ্নে
প্রায়শ্চিত্তের উপকথা লিখবে সত্যি এবার বসন্তে,
আর দ্বিধাহীন চিত্তে নিশ্চয়ই বুঝে নিবে ”প্রস্তুতি নিয়ে ভালবাসা হয়না”……. হয় না….।

.
.

মন্তব্য ৪২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর তো +
কিছু টাইপো আছে দেখলাম

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।
উত্তর করতে দেরি হলো।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পূর্বাভাস পেলাম আপনি ব্লগে নিয়মিত হতে চেষ্টা করছেন
সময় তবু করে দুর্বৃত্তের মত খেলা........।

++

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৬

বিজন রয় বলেছেন: না তখন নিয়মিত হতে পারিনি, দেখি এখন থেকে পারি কি না।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮

অজ্ঞ বালক বলেছেন: ভালো লাগলো। কিন্তু, ঐ যে। বানান আর বিরামচিহ্ন। একটু দেইখেন প্লিজ। তাইলে কবিতাটাই আরো শুদ্ধ, আকর্ষক হইবো।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: আচ্ছা আপনার কথা মনে থাকবে।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ কবিতা
ফেসবুকে আগেই পড়ছি দাদা

অনেক ভালো লাগা

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: আপনি অনেক ব্যস্ত তা জানি।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগা রইলো দাদা। ;)

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৮

বিজন রয় বলেছেন: দেরিতে শুভেচ্ছা ও শুভকামনা।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

শামছুল ইসলাম বলেছেন: অসাধারণ কাব্যানুভূতি।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৮

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল আছেন নিশ্চয়ই।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগের খেলা।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৯

বিজন রয় বলেছেন: আবেগ না থাকলে কবিতা হতো না।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয়,

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৬

বিজন রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

ফয়সাল রকি বলেছেন: শিরোনামে ভালোলাগার পূর্বাভাস ছিল কী!!

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: একটি সুন্দর পূর্বাভাস মনকে অনেক ভাল করে দিতে পারে।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৮

শরীফ আজিম বলেছেন: গোছানো তথ্যবহুল লেখা!

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪

বৃতি বলেছেন: কি দারুণ পূর্বাভাস!

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: ধন্যবাদ বৃতি।

এই করোনাকালে আপনি সাবধানে থাকুন।

১২| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বৃতি বলেছেন: কি দারুণ পূর্বাভাস!

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: অনেকদিন পর এই কবিতাটা পড়ে আমারও ভাল লাগছে।
নিজের লেখা সেই দৃষ্টিকোন থেকে নয়।

১৩| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অজান্তে গুটিপোকারা অন্যকে পাপে পথে পরিচালিত করে।


১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৬

বিজন রয় বলেছেন: ঠিক তাই। সবাই সেই গুটিপোকাকে চিনতে পারে না।

১৪| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ বলতে ভুলেছিলাম। ধন্যবাদ। আপনার এই কবিতা থেকে আমি চিন্তার খোরাক পেয়েছি।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: আসলে এই কবিতাটি অনেক দিন আগে পোস্ট করা। তাই খুব দ্রুত উত্তর করেছি।
সেজন্য কবিতার বিষয় নিয়ে কিছু বলা হয়ে ওঠেনি।

আপনি সেটা করলেন।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামান।

১৫| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

সর্তক থাকবেন। করনা অকরুণ হয়েছে।

সকলের মঙ্গল হোক।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: দোয়া করবেন আব্দুলহাক ভাই।

সবাই যেন এই বিপদ থেকে মুক্ত হতে পারি এই কামনাই করি।

আবার একটি সুন্দর পৃথিবীতে আমরা নিশ্চিন্তে বাস করতে পারবো এই আশা করি।

কিন্তু যাদের হারিয়ে ফেলছি তাদের জন্য দুঃখবোধ ঘিরে ধরেছে সবসময়।

আবারো শুভকামনা।

১৬| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন দোয়া এবং সর্তকতাই সকলের সম্বল। আমি সকলের জন্য দোয়া করি। বিশেষ করে অনাথ অসহায় এবং গরিবদের জন্য। আমি ভুখ সহ্য করতে পারি না। আমার হাত পা কাঁপতে শুরু করে। ওরা যারা দিনের পর দিনে অনহারে কাটাচ্ছে তাদের কথা স্মরণ হলে আমার অন্তরাত্মা আড়ষ্ট হয়।

প্রভু, সকলের মঙ্গল করো।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯

বিজন রয় বলেছেন: ফিরে ফিরে, বারে বারে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

ভাল থাকুন এই কামনা করি

১৭| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৯

সোনালি কাবিন বলেছেন: সুপার

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনি নতুন ব্লগার, আপনাকে স্বাগতম।

আপনি আপনার ব্লগে লেখা পোস্ট করুন।
তাহলে আমরা আপনার ওখানে মন্তব্য করতে পারবো।

ভাল থাকুন, শুভকামনা রইল।

১৮| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪

দজিয়েব বলেছেন: এক্সেলেন্ট ভাই।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।

অনেক দেরিতে উত্তর!!

১৯| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:২৯

Subdeb ghosh বলেছেন: অসাধারন!

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২১

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ। কেমন আছেন?

দেরিতে উত্তর।

২০| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪১

বিজন রয় বলেছেন: অনেক দিন পর উত্তর করলাম!!

২১| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: পূর্বাভাসগুলো কি সত্য হয়েছিল?
"প্রস্তুতি নিয়ে ভালবাসা হয় না" - তা তো হয়ই না। কবিতার মত ভালবাসাও আকস্মিকভাবেই আসে।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪২

বিজন রয় বলেছেন: কবিতার মত ভালবাসাও আকস্মিকভাবেই আসে ............ একদম ঠিক কথা।

অনেক পিছনে এসে উত্তর করলাম।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.