নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

নিহত সংলাপ-০১-০৫

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪


!!!

০১.
শেষকৃত্যে সম্মতিপ্রত্র প্রদান অনুযোগের শেষ প্রান্ত!

০২.
অবরুদ্ধ নৈবদ্যে শঙ্খচিল হওয়া মনোমালিন্যের রূপক নয়।

০৩.
ব্যথার মানুষে মন পেলে প্রদীপের অন্ধকার নিমজ্জিত করে।

০৪.
অজস্র ধন্যবাদ একটি দাড়ি বা কমায় সমাপ্ত হতে পারে।

০৫.
যেখানে যার প্রয়োজন যে সেখানে যায়, যেখানে যার মন টানে সে সেখানে যায়.... দুটোর মধ্যে পার্থক্য আছে!!

!!!
.
.
.

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি স্কুলের বাচ্চাদের মতো দুর্বোধ্য

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: তাহলে বলতে পারি আমার ভিতর সরলতা আছে, কেননা সব শিশুই নিষ্পাপ!

২| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


স্বর্গে যেতে হলে, শিশুদের মতো 'সরল' হতে হবে।

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: মান্যবর! আপনি স্বর্গে বিশ্বাস করেন নাকি!!

দেখি তারপর কি হয়।

৩| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৯

ঢাবিয়ান বলেছেন: আমাদের ছাত্রবস্থায় একটা শব্দ খুব চালু ছিল ''কঠিন'' ।

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: আচ্ছা, তাহলে কঠিনেরে ভালবাসিলাম"

ধন্যবাদ প্রিয় ঢাবিয়ান।

৪| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ক :) বিতা গুলা সব মাথার উপরে দিয়া গেলো।

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: জগাই মশাই এগুলো তো কবিতা নয়, এগুলো হলো সংলাপ... নিহত সংলাপ!!

৫| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:২৮

জাদিদ বলেছেন: প্রিয় বিজন রয়, আমি আপনার কবিতা ভালোবাসি,
সেটা বহু আগে থেকে।

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: এটা জেনে অনেক ভাল লাগল যে আপনি বহু আগে থেকেই আমার কবিতা ভালবাসেন!
আমি আপ্লুত, আমি গর্বিত। আশারাখি এটা অব্যাহত থাকবে।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রিয় জাদিদ।

৬| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:৫৯

ঢুকিচেপা বলেছেন: দাদা একটু বাংলায় বুঝিয়ে দিতেন।

০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৩

বিজন রয় বলেছেন: হা হা হা ..... আপনার নিক নেমটি এটা বাংলায় সোজা করে লিখুন তো!
তারপর দেখি আমি কি করতে পারি।

৭| ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




জাদিদ ভাই/বিজন ভাই, আপনাদের জন্য বিশেষ একটি সংলাপ।

রেল লাইনে দাড়িয়ে দুরে তাকালে মনে হবে লাইনের দুটি পাত দুরে কোথাও একটি আরেকটির সাথে মিলে গেছে! বাস্তবে এরা একই দুরত্ব রেখে দুর থেকে বহুদুরে চলে গেছে কোথাও এদের মিলন নেই।

- ঠাকুরমাহমুদ
(মোটামোটি বিশাল ইতিহাস আছে এই সংলাপের পেছনে)


০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৫

বিজন রয় বলেছেন: রেল লাইন সমান্তরাল, কখনো মেলেনা, এটা আমরা কমবেশি জানি তো!

কিন্তু আপনার বিশাল ইতিহাস শুনতে চাই।, একটি পোস্ট দিয়ে দিন।

শুভসন্ধ্যা।

৮| ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

বিজন রয় বলেছেন: অতলান্ত?
নই?
বিবরে নিঃসীম?

৯| ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: জগাই মশাই এগুলো তো কবিতা নয়, এগুলো হলো সংলাপ... নিহত সংলাপ!!
আসলে আমার কাছে কঠিন কিছু দেখলেই কবিতা মনে হয়। বিশেষ করে আধুনিক কবিতা।

০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

বিজন রয় বলেছেন: হা হা হা .... এ কেমন কথা. কঠিন কিছু মানে কবিতা!!

আর আধুনিক কবিতা তো মোটেও কঠিন নয়।

আমি আরো অনাবিল হবো বৃষ্টিশেষে মাঠ-প্রান্তরে।

১০| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: বিজন রয়,




সংলাপের চাকায় পিষে নিহত করেই ছাড়লেন দেখছি ................ :(

০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৩২

বিজন রয় বলেছেন: হা হা হা ........ এই জন্যই তো সংলাপের নাম নিহত সংলাপ!

তবে হ্যাঁ, আপনার পিষে ফেলা আমার কম্ম নয়। আর সেটা ভাবাও ঠিক নয়।

শুভসন্ধ্যা আমার শ্রদ্ধেয় ও প্রিয়জন।

১১| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৪৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।  ভালো থাকুন।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৩

বিজন রয় বলেছেন: কেন সুন্দর মনে হলো একটু ব্যাখ্যা করলে পরিস্কার হওয়া যেত।

ধন্যবাদ জানবেন।

১২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ২:৪০

মুক্তা নীল বলেছেন:

বিজন দা,
কতো অজানা কে জানলাম ..…...
প্রত্যেকটি কথায় সুন্দর ++

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৪

বিজন রয় বলেছেন: এগুলো আসলে অজানা নয়। জানা কেছিু বিষয়কে আমি নতুনভাবে বলেছি।

মুক্তা নীল।

১৩| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১২:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অভিজ্ঞতা, অনেক ব্যাথা, অনেক যাতনা আর জীবনের শিক্ষার নির্যাস!

+++

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: অনেক বড় কম্প্লিমেন্ট!

আপনার ভিতর থেকে যা বেরিয়ে আসবে সেটা তো পরিপক্ক হবেই।

ধন্যবাদ গুরু।

১৪| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: ভালো।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: কেন ভাল কেন?

১৫| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: অতলান্ত

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৭

বিজন রয় বলেছেন: গভীর! এক শব্দে কি এটাই বোঝালেন?

১৬| ০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৫:২১

সাইদুর রহমান বলেছেন: বেশ ভালোই।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৮

বিজন রয় বলেছেন: ভালোর কোনো শেষ নেই। সেটা বেশ হোক আর শেষ হোক।

অনেক ধন্যবাদ সাইদুর রহমান।

১৭| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: আসলে মৃত্যু বিষয়টি আবশ্যক। কথা গুলো তাই হিট করে চেতনায় ।

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন। সব কিছুকে এড়ানো গেলেও মৃত্যুকে এড়ানো যায় না।

ধন্যবাদ কবি।

১৮| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ। গভীর!

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৪৫

বিজন রয় বলেছেন: গভীরের পরে আর কিছু আছে কিনা খুঁজে দেখতে হবে, হয়তো মরণোত্তর।

১৯| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: কঠিন সত্য! + +
আপন কাঠিন্যে নিহত হলো যে সংলাপ, তার নাম নিহ্ত সংলাপ।

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৩:২৮

বিজন রয় বলেছেন: ভাল বলেছেন।
অনেক ধন্যবাদ মনে করে আসার জন্য।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.