| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহস্র আঁখির নিযুত পলকের ভীরে
আমার দৃষ্টি জোড়াও চেয়ছিলো সেদিন গঙ্গার তীরে।
সুহাসিনী, মনোহারিণী সেই রূপসিনীর শব যাত্রায়
মুখখানা তার আর একবার দেখার অপেক্ষায়।
গঙ্গার পাড়ে গড়ে ওঠা সেদিনের সেই ভীড়
ঠেলে ঠেলে চলে, করেছিলাম অপেক্ষা অধীর।
ভাবছিলাম, তারে দেখে সূর্য কিরণ মুগ্ধ হয়ে
আজও বুঝি, যাবে মেঘের আড়ালে হারিয়ে
বিশ্বাস ছিল সকল প্রজাপতি, ফড়িংয়েরা
ডানা তুলে করবে শুরু ওড়া
তাহার চুলের গন্ধের ঢেউয়ের পিছু পিছু
কোরাসে তাদের, বেদনার সুরেরা উঠবে উঁচু নিচু।
সকালের শিশিরেরাও হয়তো চালতা ফুল ছেড়ে
দুর্বার ডগায় করে আসবে এই গঙ্গার তীরে।
আসবে হয়তো পদ্ম, কমল, ডালিয়া আর জবা
রূপসিনীর সেই রূপ দেখার সুযোগ হারাতে চায় কেবা।
সুদীর্ঘ অপেক্ষার পর, মুখখানি তাহার
একবারের মতন, সুযোগ হয়েছিল দেখার।
বিশীর্ণ তনুতে তার তখনো লেগেছিল মায়া
হাসিটুকুন খুইয়ে, মুখে ছিল বিষন্নতার ছায়া।
দিঘল কুন্তলে তার, তখনো ছিল রক্তিম পদ্ম ফুল
নেতিয়ে পড়ে তারা, কোমলতা হারিয়েছিল বেমালুম।
তাহার দেহের, সমস্ত সুন্দরেরা টেনে বুঝি ইতি
কালের গহ্বরে হারিয়ে, হয়ে গেছে স্মৃতি।
রূপসিনীর মুখে পরিস্ফূট সেদিনের সেই অভিব্যক্তি
মহাকালের পাতায় যেন কবিতা হয়ে উঠে।
তাচ্ছিল্যের কোরাসে,বেসুরো গলায় বলে যায়
রূপ সে এক ক্ষণপ্রভা, হারায় সময়ের বিশালতায়।
২|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০
কবীর বলেছেন:
কবিতায় ++++
খুব সুন্দর হয়েছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় শাহরিয়ার কবীর
ভালবেসে পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা!![]()
৩|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরেহ! দারুন হয়েছে! মনে হলো কেউ শব্দ দিয়ে মালা গেঁথেছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২
বিলিয়ার রহমান বলেছেন: মোটা ফ্রেমের চশমা
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম!![]()
ভালোথাকুন!![]()
৪|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আবেগ প্রবন।
পড়ে নস্টালিজম হলাম।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
আপনাদের মন্তব্যে বরাবরই অনুপ্রাণিত হই!![]()
৫|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
বিষন্ন বেলায় ঝরে পড়া ফুল, মিশে যাবে প্রকৃতির বুকে
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় চাঁদগাজী!![]()
৬|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৬
খেয়া ঘাট বলেছেন: সুখের মুহুর্ত দ্র্রুত ফুরায়, দুঃখের মুহুর্ত প্রলম্বিত অভিঘাত যাত্রী
সুখ বিজলী ঝলক দিয়ে শেষ হয়, দুঃখ প্রদীপ জ্বলে অনন্ত রাত্রি ।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০০
বিলিয়ার রহমান বলেছেন: খেয়া ঘাট
পাঠ + আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ!![]()
ভালোথাকুন!![]()
৭|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০০
বিলিয়ার রহমান বলেছেন: খেয়া ঘাট
পাঠ + আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ!![]()
ভালোথাকুন!![]()
৮|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫১
ধ্রুবক আলো বলেছেন: রূপ সে এক ক্ষনপ্রভা, হারায় সময়ের বিশালতায়।
++++
ভাই খুব সুন্দর লিখেছেন কবিতা খানি! খুব ভালো লাগলো....
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১
বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো
আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম!![]()
++++ হলাম অনুপ্রাণিত!![]()
ভালোথাকুন!![]()
৯|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩১
মার্কো পোলো বলেছেন:
চমৎকার হয়েছে। লাইক হপে। ![]()
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: মার্কো পোলো ভাইয়ু থ্যাংকু!![]()
১০|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
বেশ টাইপো আছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২১
বিলিয়ার রহমান বলেছেন: সুমনদা টাইপোগুলো ধরিয়ে দিলে খুশি হতাম!![]()
১১|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: রূপ সে এক ক্ষনপ্রভা, হারায় সময়ের বিশালতায়।
বাহ!
দারুন তো ![]()
++++
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনার দারুন লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম!![]()
ভালোথাকুন!![]()
১২|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
সহব্লগার চাঁদগাজী সুন্দর বলেছেন , বিষন্ন বেলায় ঝরে পড়া ফুল, মিশে যাবে প্রকৃতির বুকে...........
আকাশের ক্ষণপ্রভা তারারাও এমনি করে একদিন খসে পড়ে উজ্বলতা হারিয়ে ছাই হয়ে সুদূরে মিলায় ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় আহমেদ জী এস
পাঠ + মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ!![]()
পাশে থাকার জন্য শুভেচ্ছা!![]()
১৩|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লাগল
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: মোস্তফা সোহেল
আপনাদের ফিডব্যাকে অনুপ্রাণিত হই । আরো লেখার ইচ্ছা জাগে!![]()
১৪|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলাগা যত্ন করে ওয়ালেটে রেখে দিলাম কামাল ভাই!![]()
১৫|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
সিগনেচার নসিব বলেছেন: খুব সুন্দর ভাবে সাজিয়েছেন
ভাল লাগা রেখে গেলাম
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: সিগনেচার নসিব
আপনার মন্তব্যে আরো লেখার উৎসাহ পেলাম!![]()
আশারাখি পাশে থাকবেন অবিরত!![]()
ভালোথাকুন!![]()
১৬|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: Fine
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু থ্যাংকু ভাই!![]()
১৭|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪
অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার +++++
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
বিলিয়ার রহমান বলেছেন: অতঃপর হৃদয়
মন্তব্যের জন্য ধন্যবাদ!![]()
প্লাসে অনুপ্রেরণা পেলাম!![]()
ভালোথাকুন!![]()
১৮|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
আমিই মিসির আলী বলেছেন: সুদীর্ঘ অপেক্ষার পর, মুখখানি তাহার
একবারের মতন, সুযোগ হয়েছিল দেখার।
বিশীর্ণ তনুতে তার তখনো লেগেছিল মায়া
হাসিটুকুন খুইয়ে, মুখে ছিল বিষন্নতার ছায়া।
অতিব চমৎকার। ভালো লাগছে।
++ দিয়া গেলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: আমিই মিসির আলী
শুভেচ্ছা জানবেন!![]()
পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!![]()
ভালোথাকুন!![]()
১৯|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
সাদা মনের মানুষ বলেছেন: 
হেনা ভাই আপনার জন্য চা পাঠাইছে
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: হেনা ভাইরে এক ট্রাক ধন্যবাদ!![]()
সাথে রইলো

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার জন্য..
২০|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
ভীনদেশী বলেছেন: তাচ্ছিল্যের কোরাসে,বেসুরো গলায় বলে যায়
রূপ সে এক ক্ষণপ্রভা, হারায় সময়ের বিশালতায়।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!![]()
২১|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
ভীনদেশী বলেছেন: দারুন লিখেছেন । প্রিয়তে রাখলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
বিলিয়ার রহমান বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভীনদেশী !![]()
ভালোথাকুন!![]()
২২|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন।
ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮
বিলিয়ার রহমান বলেছেন: হেনা ভাই আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম!![]()
সুন্দর ও সুস্থ থাকুন!![]()
২৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: রূপ সে এক ক্ষণপ্রভা, হারায় সময়ের বিশালতায় -- এটাই কবিতার সার কথা। কবিতা ভাল লেগেছে।
বানান ভুলঃ আরালে <আড়ালে হবে।
অভিব্যক্তি, যার অর্থ expression, শব্দটাকে বহুবচনে না লিখাই ভাল। শেষের স্তবকে অভিব্যক্তিরা কথাটাকে আমার কাছে একটু শ্রুতিকটু মনে হয়েছে। যদি তা লিখতেই হয়, তবে অভিব্যক্তিগুলো লেখা যায় কিনা ভেবে দেখতে পারেন।
অথবা, শেষ স্তবকের প্রথম দুটো চরণ এভাবেও লেখা যায় কিনা---
রূপসিনীর মুখে পরিস্ফূট সেদিনের সেই অভিব্যক্তি
মহাকালের পাতায় যেন কবিতা হয়ে উঠে।
চাঁদগাজী সাহেবের ৫ নং মন্তব্যটা- বিষন্ন বেলায় ঝরে পড়া ফুল, মিশে যাবে প্রকৃতির বুকে........... চমৎকার হয়েছে!
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: টাইপোটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ!![]()
আপনার পরামর্শ অনুযায়ি সম্পাদনা করেছি!![]()
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!![]()
ভালোথাকুন!![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রতিটি মন্তব্য থেকেই শিখছি!![]()
বলতে পারেন এক প্রকার ঋণি করে যাচ্ছেন!![]()
আগেভাগেই আমার পোস্টে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে ঋণের বোঝা আরো বাড়ানোর দাবি জানাচ্ছি!![]()
২৪|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
জুন বলেছেন: ক্ষণপ্রভা অর্থই তো ক্ষনিকের আলো , সেতো হারাবেই সময়ের বিশালতায় বিলিয়ার রহমান ।
চমৎকার কবিতায় প্লাস রইলো ।
+
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০২
বিলিয়ার রহমান বলেছেন: জুনাপু
তোমার অধিকাংশ মন্তব্যই সুন্দরতম !![]()
তোমার পরামর্শগুলো অনেক কেই আরো নিখুত লিখতে সাহায্য করে!![]()
আশাকরি পাশে থেকে আমায় পরামর্শ দিয়ে যাবে অবিরত!![]()
ভালোথেক!![]()
২৫|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬
খায়রুল আহসান বলেছেন: এ কবিতাটির নামের কাছাকাছি আমার একটা কবিতা আছেঃ কনকপ্রভা
কবিতাটি পড়ার জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে এই কবিতার পাঠকদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
বিলিয়ার রহমান বলেছেন: কবিতাটি পড়েছি!
সুন্দর হয়েছে! একটা মন্তব্যও রেখে এসেছি!![]()
২৬|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
খায়রুল আহসান বলেছেন: সাজেশনটুকু আমলে নেয়ার জন্য এবং তদনুযায়ী সম্পাদনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: আবার মন্তব্য করতে আশায় আপনাকেও ধন্যবাদ!![]()
২৭|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২
ডঃ এম এ আলী বলেছেন:
সহস্র আঁখির নিযুত পলকের ভীরে
আমার দৃষ্টি জোড়াও চেয়ছিলো সেদিন গঙ্গার তীরে।
সুহাসিনী, মনোহারিণী সেই রূপসিনীর শব যাত্রায়
মুখখানা তার আর একবার দেখার অপেক্ষায়।
এরকম মনোমুগ্ধকর কবিতা দেখার
অপেক্ষায় থাকব যুগ যুগ ধরে ।
ঐ সেই কে দেখাতে পারেন
পাঠকে কি বলে । ![]()
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ভাই!![]()
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা!![]()
২৮|
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই!![]()
২৯|
০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
আনিসা নাসরীন বলেছেন: "সুদীর্ঘ অপেক্ষার পর, মুখখানি তাহার
একবারের মতন, সুযোগ হয়েছিল দেখার।
বিশীর্ণ তনুতে তার তখনো লেগেছিল মায়া
হাসিটুকুন খুইয়ে, মুখে ছিল বিষন্নতার ছায়া"
- মন ছুঁয়ে গেলও। অনেক ভালো লেগেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
বিলিয়ার রহমান বলেছেন: আমার ব্লগে আপনায় স্বাগতম!![]()
কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম!![]()
ভালোথাকুন!![]()
৩০|
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
বিলিয়ার রহমান বলেছেন: আমার ব্লগে আপনায় স্বাগতম!![]()
কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম!![]()
ভালোথাকুন!![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪
বিলিয়ার রহমান বলেছেন: টাইপো থাকতে পারে। মার্জনা করে পড়বেন।