নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন... ব্লগ অথরিটি আপনারা কি শুনতে পাচ্ছেন???????

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬



ব্লগ কি???
এই প্রশ্নের উত্তরে প্রায় সময়ই আমরা আমাদের জানা কথাটাই বলি,“ ব্লগ হল একটি অনলাইন জার্নাল বা ডায়েরী যেখানে ডায়রী লেখার মত নিজের ভাবনা, অভিজ্ঞতা অপরের সাথে শেয়ার করা যায়।”

তবে প্রশ্নটা যখন সামহোয়্যার ইন... ব্লগ কি?
তখন এর কোন প্রথাগত উত্তর দিতে আমরা অনেকেই রাজি নই। কারন আমাদের কাছে সামহোয়্যার ইন... ব্লগ হল, “সফেদ মেঘের ভেলায় গড়া ইচ্ছে দেয়াল। ঝাউয়ের শাখার ফাঁক গলে আসা চাঁদের কিরণ। শ্রান্ত দেহ জাগিয়ে তোলা এক তেজি সরাব। প্রথম প্রেমের পত্র লেখার রঙ্গীন ক্যানভাস। আমাদের কাছে সামহোয়্যার ইন... ব্লগ মায়াবতী প্রেয়সী, ভালোবাসার অন্য নাম।”

প্রথম যেদিন এই ব্লগটাতে কেউ আসে সেদিনই বিস্ময়ে অবাক হয়ে যান । ব্লগের পাতা জুড়ে দেখতে পান ভালো ভালো কতসব লেখা। লেখার মাঝে হারিয়ে যেতে যেতে ভালোবেসে ফেলেন এই ব্লগটাকে। নিজের অজান্তেই স্বপ্ন আঁকেন লেখক হবার । এভাবে সামুতে এসে কত আনকোড়া যে শক্তিমান লেখক হয়েছেন আর কতজন যে হবেন সে হয়তো অজানাই থেকে যাবে। তবে যারাই ভালো লেখক/পাঠক হয়েছেন তারা সবাই সামুকে ভালোবেসে ফেলেছেন। করে নিয়েছেন মমতাময়ী মায়ের মতো আপন। আর সামুর বুকে প্রতিদিনই এঁটে যাচ্ছেন এক একটা মন ছুঁয়ে যাওয়া শক্তিমান সব লেখা।

তবে পরিতাপের বিষয় এই যে, সামুর সন্তানদের এইসব লেখাগুলো নিয়মিতই অন্যত্র প্রকাশিত হয়ে আসছে। যার বিন্দুমাত্র কৃতিত্ব না পাচ্ছে সামু না পাচ্ছেন সামুর লেখকরা। ব্যাপারটা ঠিক যেন প্রথম ইংরেজি মহাকাব্য বিউলফের মতো। ১৫শত বছর পরও আজ আমরা বিউলফের কথা জানি কিন্তু লেখকের নামের পরিবর্তে বলি অজ্ঞাত।কাব্যের খবর আমরা ঠিকই পাই তবে কবির খবর অজানাই রয়ে গেছে!!!!!!!!!!!!!!!! যদিও তুলনাটা অসম তবুও বলছি সামুতে যারা মৌলিক লেখা লেখেন তাদের অবস্থাও অনেকটা বিউলফের অজ্ঞাত কবির মত। কারন সামুতে লেখা পোস্ট করার অল্প সময়ের মধ্যেই লেখা থেকে লেখক হারিয়ে যান। লেখাটি হয়ে যায় সংগৃহীত/অজ্ঞাত/অপরিচিত লেখকের লেখা অথবা কপি করে দেয়া পোস্ট দাতার নিজের নামে। এ ব্যাপারটা চলছে, চলছিল, হয়তো চলবে। তবে এতে মৌলিক পোস্ট লেখকের মনের অবস্থা কি হয় তা হয়তো বলাই বাহুল্য।

এই অবস্থার পরিবর্তনের কি কোন উপায় নেই???

এক কথায় বললে বলতে হবে, আছে। তবে তার জন্য সামু এবং ব্লগারদের যৌথ সদিচ্ছা এবং সহযোগিতা প্রয়োজন!

যে কোন ওয়েবসাইট থেকে পোস্ট চুরি হয় সাধারনত প্রথাগত ও অপ্রথাগত এই দুই উপায়ে। এর মধ্যে প্রথাগত উপায়েই( মাউস ও কীবোর্ডের সাহায্যে কপি করা) হয়ে থাকে সিংহভাগ চুরি যা ঠেকানো খুবই সম্ভব কেবল দরকার সামুর একটু সদিচ্ছা । সাধারনত ভিজিটরেরা মাউসের রাইট ক্লিক করে টেক্সট সিলেক্ট, কপি, পেস্ট ইত্যাদি করে থাকে । এছাড়াও কীবোর্ডের কন্ট্রোল কি প্লাস এক্স, সি, ভি ইত্যাদি চেপে টেক্সট কপি, পেস্ট করতে পারেন। তাই সামু যদি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে মাউসের রাইট ক্লিক এবং কী বোর্ডের কন্ট্রোল কী ডিজেবল করে দেয় তবে এই সমস্যার সিংহ ভাগই হয়তো সমাধান হয়ে যাবে। এর জন্য প্রচলিত কিছু প্লাগইন ও সফটওয়ার ও রয়েছে। Jquery এর মধ্যে অন্যতম।

আমি Jquery এর সাইট থেকে কয়েকটা স্ক্রীন শট নিয়ে এসেছি। যারা ডেভলোপার তারা এটা দেখে বুঝতে পারবেন

নিচের প্রোগামের মাধ্যমে কাট, কপি, পেস্ট ডিজাবল করা যায়



এটা দ্বারা বন্ধ করা যাবে মাউসের রাইট ক্লিক


এর পরও কেউ অপ্রথাগত উপায়ে কপি করলে( যাদের সংখ্যা হবে খুবই সীমিত) তাদের ধরার জন্য পোস্টের কমেন্ট বক্সের নিচে জুড়ে দেয়া যেতে পারে গুগল ও ফেসবুক সার্চ বক্স।

পরিশেষ:-
সামুর মৌলিক লেখাগুলো একই সাথে সামু ও তার সন্তানদের( লেখকদের) যৌথ সম্পত্তি। যা বেহায়াদের দ্বারা প্রতিনিয়তই লোপাট হচ্ছে। এ মতাবস্থায় সকল ভুক্তভুগি ব্লগারদের পক্ষ থেকে আমার প্রশ্ন,“ সামু তুমি কি তোমার সন্তানদের জন্য কিছু একটা করবে ???”

মডারেশন আপনারা কি আমাদের এ আর্তি শুনতে পাচ্ছেন???????

মন্তব্য ১১০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার বেশ কজন শক্তিমান প্রিয় লেখক ( বিজন রয়, কি করি আজ ভেবে না পাই সহ অন্যান্যরা) এর লেখা চুরি নিয়ে আরো একটা পোস্ট দিতে চেয়েছিলাম। কিন্তু ভেবে দেখলাম এতে অবস্থার পরিবর্তন হবে না এবং সিদ্ধান্ত নিয়েছিলাম লেখা চুরি নিয়ে আর কোন লেখাই লিখবো না। তবে হেনা ভাই গত রাতে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করতে বলায় এই পোস্টটা দিলাম। এবার দেখি কতৃপক্ষ কি বলে?????

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

নাগরিক কবি বলেছেন: সহমত সহমত সহমত। আমি আপনার সাথে গলা মিলাতে চাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

বিলিয়ার রহমান বলেছেন: নাগরিক কবি

আসেন মডুদের উত্তরের অপেক্ষায় করি!!!!

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

ধ্রুবক আলো বলেছেন: ভালো কথা বলেছেন, সহমত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

বিলিয়ার রহমান বলেছেন: সহমত না হয়ে কি উপায় আছে দাদু ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

নেক্সাস বলেছেন: কপি করা বন্ধ করলে ৮০% লেখা চুরি বন্ধ হয়ে যাবে। যারা চোর তারা টাইপে ভয় পাই। দেখে দেখে লিখবেনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০

বিলিয়ার রহমান বলেছেন: আমিও এই বিশ্বাস রাখি ফরহাদ ভাই!!!

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক সাইটেই কন্টেন্ট প্রােটেকশন আছে। এটা ভাল ।

আর রেফারেন্স বা গবেষনা কাজে কিছু লাগলে ইনবক্সের মাধ্যমে শেয়ার করা যেত পারে। অর্থাৎ লেখকের সম্মতিতে তা লাভ করার অপশন রাখা। ব্যাস ল্যাটা চুকে গেল।

মডারেশন ভেবে দেখবেন কি????

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: সামুতে কন্টেন্ট প্রােটেকশন করা সময়ের দাবি ভাই!!!

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ কবি। অপেক্ষায় রইলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২২

বিলিয়ার রহমান বলেছেন: হু আর্থার কোনাল আমিও!!!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

জেন রসি বলেছেন: এটা খুব চমৎকার সমাধান হতে পারে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আমরা সবাই সেটিইতো চাচ্ছি জিনি ভাই!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অতিগুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এনেছেন। আশা করি সমাধান পাব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আশা করা ছাড়া আমাদের করার খুব বেশি কিছু নেইও ভাই!!

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

শায়মা বলেছেন: সামু যদি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে মাউসের রাইট ক্লিক এবং কী বোর্ডের কন্ট্রোল কী ডিজেবল করে দেয় তবে এই সমস্যার সিংহ ভাগই হয়তো সমাধান হয়ে যাবে হয়ে যাবে। এর জন্য প্রচলিত কিছু প্লাগিং ও সফটওয়ার ও রয়েছে। Jquery এর মধ্যে অন্যতম।


ঠিক এটাই বলছিলাম আমি ভাইয়া!!!!

এ ছাড়া আর নো ওয়ে!!!!!!!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

বিলিয়ার রহমান বলেছেন: আমিতো তোমার ঐ মন্তব্য শুনেই এ পোস্টটা লিখলাম শায়মাপি!!:)

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: হু


চিন্তার বিষয়

দেখা দরকার
,

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৮

বিলিয়ার রহমান বলেছেন: সামুতে কন্টেন্ট প্রােটেকশন করা জরুরী হয়ে গেছে ভাই!!!

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

খোলা মনের কথা বলেছেন: কিছু ব্লগারের লেখা নিয়মিত চুরি হওয়া থেকে শুরু করে ভাল ভাল লেখা চুরি হয়। এটার জন্য পদক্ষেপ নেওয়া যায় কিন্তু তাতে ব্লগারদেরও কিছু সমস্যায় পড়তে হবে। অনেকে বিভিন্ন লেখা কপি করে তার প্রতিত্তর দেন সেই ক্ষেত্রে জটিলতা সৃস্টি হবে। তারপরও বৃহৎ উদ্দেশ্য এটা করলে একটি চমৎকার উদ্দ্যেগ হবে।

সচেতনামুলক পোষ্ট দেখে ভাল লাগলো। ধন্যবাদ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৯

বিলিয়ার রহমান বলেছেন: খোলা মনে মনের কথা বলে যাওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই খোলা মনের কথা !:)

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

জসীম অসীম বলেছেন: ভাই, আমি নভেম্বর ২০১৫ এর পর থেকে কেন কোনো লেখাই পোস্ট করতে পারছি না? এর কোনো সমাধান জানা থাকলে এবং আমাকে কেউ জানালে ধন্য হবো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মডারেশন স্টাটাস কি সেফ দেখাচ্ছে?? সম্ভবত সেফ দেখাচ্ছে না! আর একারনেই আপনার লেখা প্রথম পাতায় যাচ্ছে না!!:)

মডারেশন স্টাটাস সেফ দেখালে মডুদের কাছে মেইল করে বিষয়টা জানাতে পারেন!:)

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

ভাবুক কবি বলেছেন: দিব্যি আপনাদের সাথে একমত পোষন করছি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার নিজের প্রয়োজনে আমার সাথে আইমিন সবার সাথে সহমত পোষণ করতেই তো হবে ভাই!!:):)

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: আমি অনেক আগেই লেখা চুরি বন্ধ করার জন্য কার পোস্টে যেন এই কথাটি বলেছিলাম। বলেছিলাম সামুতে পোস্টগুলো এমনভাবে আসুক যেন কেউ কপি না করতে পারে। কিন্তু কোন সমাধান পাইনি।

লেখা চুরির জন্য এখন আমি আমার ভাল লেখাগুলো ব্লগে পোস্ট করি না, করলেও পুরাটা করি না। অথবা অনেক কম পোস্ট করি।

এখন আসলেই সময় এসেছে সামুর দিক থেকে এই ব্যাপারে একটা কিছু করার।
আপনার সাথে সহমত পোষণ করছি আর সামুর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার এই আন্দোলনে সবাইকে শামিল হওয়ার জন্য আহবান জানাচ্ছি।

ভাষার মাসে এই পোস্টি স্টিকি করা হোক।

ভাষার মাসে এই পোস্টি স্টিকি করা হোক।


বিলিয়ার ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কাছ থেকে ধন্যবাদ পেয়ে ভালোলাগল ভাই।

পোস্টটা স্টিকি হোক না হোক সেটা বড় কথানা বরং মডুরা আমাদের দাবি মেনে নিক!! এতেইতো আমরা সবাই খুশি হব! নাকি ভাই???

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো পরামর্শ। আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার আশা বাস্তবতায় পরিণত হোক সেই কামনা করছি বোন!!:)

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আমার ভালবাসা এবং ভাললাগা এখানে নিবীর ভাবে মিশে আছে। দিনে একবার হলেও দেখা করতে চাই, এই ওয়েব সাইটের সাথে। সবার লেখাই আমি পড়ার চেষ্টা করি কিন্তু সময়ের অভােবে পড়া হয়ে উঠে না।এটা ভাব প্রকাশের একটি মাধ্যম বললে ছোট করে দেখা হবে। এটা একটি সেতু বন্ধন মাত্র। আমার প্রাণ।।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: নিজের মতো করে সামুকে দারুন ভাবে সঙ্গায়িত করেছেন!!:)

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

পলাশমিঞা বলেছেন: ভিতরের লোকরা সব জানে, দেখে, ওরা শুনতে পারে না।
আমরা অন্ধকারে আধারে ঠুকর মেরে বঁড়শিতে লেগেছি।

যাওয়ার একমাত্র জায়গা হলো, দা এবং হাণ্ডি!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আমি জানিনা ভিতরের লোকেরা জেনেও না জানার অভিনয় করছেন কিনা!:)

তবে এই আশা রাখছি যে, তারা আমাদের অনুভূতির মূল্য অবশ্যই দেবেন!

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, সফটওয়ারের সাহায্য নিয়ে লেখা চুরিকে কিছুটা হলেও কঠিন করা সম্ভব; এতে ছোট চোরেরা নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা; তখন তাদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে, কিংবা ফিনিতো, কাপুত!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

বিলিয়ার রহমান বলেছেন: যারা নিজেদের দক্ষতা বাড়িয়ে চুরি চালিয়ে যাবে( যাদের সংখা হবে খুবই অল্প)তাদেরও আমরা খুঁজে পেতে পারব যদি সামু কমেন্ট বক্সের নিচে গুগল ও ফেসবুকের সার্চ বক্স জুড়ে দেয়। তাদের তখন আমরাই ডান্ডা মেরে ঠান্ডা করতে পারব।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পোস্টটি দিয়ে খুব ভালো একটা কাজ করেছেন। সামুর কর্তৃপক্ষকে আমিও অনুরোধ করছি, এই পোস্টের বক্তব্য অনুধাবন করে কিছু একটা করুন।

ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ হেনা ভাই।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আবু হেনা মোঃ আশরাফুল ভাই তো ব্লগে আর পোষ্ট না দেওয়ার ঘোষনাই দিয়ে দিয়েছেন, এই জন্য আমি ওনার সাথে কথা বলা বন্ধ করে দিয়াছি......আশা করছি সামু কর্তৃপক্ষ জাভা স্ক্রিপ্টের মাধ্যমে মাউসের রাইট ক্লিক এবং কী বোর্ডের কন্ট্রোল কী ডিজেবল করে দেওয়ার বিষয়টা ভেবে দেখবে, কিংবা ওটা করার সমস্যা কোন থাকলে সেটাও আমাদের জানাবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আমিও সেই অপেক্ষায় আছি ভাই!

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: বহুদিন পর, সামুতে একটা দারুণ এবং কার্যকরী পোস্ট পেলাম। বাকিটা কর্তৃপক্ষের ইচ্ছার ব্যাপার। আশা করি, বিবেচনা করবে।

নেক্সাস বলেছেন: কপি করা বন্ধ করলে ৮০% লেখা চুরি বন্ধ হয়ে যাবে। যারা চোর তারা টাইপে ভয় পাই। দেখে দেখে লিখবেনা। -- সহমত।

+।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: চোরেরা টাইপ করে লেখা চুরি সম্ভবত করবে না। যদি করেও(যাদের সংখা হবে খুবই অল্প) ওদের আমরা সার্চ করে ধরে ফেলব!!:)

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
সহমত .......সামুর কর্তৃপক্ষকে চোরদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া দরকার । X(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: সামু এমটা করলে সিন্নী দিমু ভাই!!!!!:):):)

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

কিশোর মাহমুদ বলেছেন: ভাই শুধু চোরেরা নয় বিভিন্ন ওয়েব সাইটও এখন সামুর লেখা চুরি করতে উঠেপড়ে লেগেছে।
আমার অনেক লেখা ওয়েব সাইটে পেয়েছি কোন প্রকার কার্টেসি ছাড়াই।
শুধু আমার নয়, সামুর অনেক বড় বট ব্লগারদের লেখাই ওয়েব সাইট কপি করছে।
আপনার সাথে একমত।
সামুর দৃষ্টি আকর্ষণ করছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনি ঠিকই বলেছেন। অনেক ওয়েবসাইটই এটা করে যাচ্ছে!!

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




ঠিক এমনি একটা সম্ভাবনার কথা লিখেছিলুম , এ প্রসঙ্গে করা আপনার প্রথম পোস্টের মন্তব্যে , যে ব্লগ কর্তৃপক্ষই পারেন কপি - পেষ্ট করা আটকাতে । সেখানে শায়মার কথাও উল্লেখ ছিলো ।

আপনি তো পথ বাৎলে দিলেন এখন দেখা যাক, সামু সে পথে হাটে কিনা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০২

বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস ভাইয়া

যাদের কাছ থেকে এই পোস্টটার নির্দেশনা পেয়েছি তাদের মধ্যে আপনি এবং শায়মাপু অন্যতম!:)

এভাবে ছায়ার মত এই অধম অনুজের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা!!:)

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যটা কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত/ স্বরবৃত্ত নাকি অমিত্রাক্ষর !! বলে গেলে ভাল হত কবি!!!!!!!:):):):)

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

নাগরিক কবি বলেছেন: ভাই আপনার পোস্ট নিয়ে সবার আগে মন্তব্য করছি। এখন একটি অপ্রাসঙ্গিক কথা বলব। ক্ষমা সুলভ দৃষ্টি রাখবেন। দয়া করে সাহায্য করবেন। কারন আপনার টেকনোলজি জ্ঞান ভাল। বিকেল ছয়টায় ঘর থেকে বের হলাম। মোবাইল দিয়ে ব্লগে ঢুকে দেখছি খালি মোবাইল ভার্সন দেখায়। আগে পুরোটাই দেখাতো। সাহায্যপ্রার্থী।।।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

বিলিয়ার রহমান বলেছেন: সম্ভবত মোবাইল ফোনের জন্য মোবাইল ভার্সন রিডাইরেক্ট করে দেয়া হয়েছে। এমন হলে মন খারাপ করার কারন নেই। কারন এরূপ হলে আপনিসহ সকল মোবাইল ইউজারের সাথেই হবে। সাধারনত ব্যান্ড উইথ কমাতে প্লাস পেজ লোডে দ্রুততা আনতে এটা করা হয়ে থাকে।


আপনি চাইলে মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনে আসতে পারেন।

এরজন্য আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে about:debug লিখে দেখতে পারেন!!
কাজ না হলে আপনার ডিফল্ট ব্রাউজারের ( ফোনটা অ্যানড্রয়েড হলে) মেনু থেকে ডেস্কটপ ভার্সন সিলেক্ট করুন আশা করি কাজ হবে।আপনার জন্য ব্রাউজারের মেনুর একটা স্কীনশট দিলাম


২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার মনে হয় তেমন একটা সুফল বয়ে আনবে না, কারণ চোরের ও প্রযুক্তিগত বিদ্যা রপ্ত আছে এখন অনেক প্লাগইন পাওয়ার যায় কপি,পেষ্ট এর ওখান থেকে কাজ সেরে নিবে।
তবে হাতুরেদের হয়তো দমানো যেতে পারে মডারশন চিন্তা করে দেখবেন। লিখা চুরির অভ্যাস সেই আদি কাল থেকে আছে অন্যর নাম দিয়ে নিজের নাম জাহির করা মনতাষ্কিক চিন্তা চেতনা দূর করার জন্য সচেতনা মূলক পোষ্ট আরো বাড়াতে হবে। মানুষের বিবেক জাগ্রত হওয়া জন্য চারদিক থেকে প্রতিবাদ জানাতে হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: প্লাগইন ইউজ করে কপি করা চোরদের সংখ্যা খুব বেশি হবে না! তাদের বিরুদ্ধে সম্ভাব্য অ্যাকশনের কথা চাঁদগাজী ভাইয়ের মন্তব্যে বলেছি!:)

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কষ্ট ++++++++++++++



সমাধান দরকার ভাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১০

বিলিয়ার রহমান বলেছেন: চোরেরা দিল ফুঁটা করে দিয়েছে ভাই! নাকি??????????????;)

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বড় রকমের কোন সমস্যা না হলে , সামু বিষয়টি নিয়ে ভাবতে পারে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: সামু যেভাবেই ভাবুক না কেন এই সমস্যার একটা সমাধান চাই!:)

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯

জুন বলেছেন: শায়মার সাথে একমত পোষণ করছি বিলিয়ার রহমান। আপনার মাধ্যমে এ কথা যথাযথ কতৃপক্ষের কাছে পৌছে যাক অতি সত্বর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: কতৃপক্ষ এখনো আমাদের কথা শুনতে পায়নি জুনাপু!!!:):):)

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

শায়মা বলেছেন: ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬ ১
লেখক বলেছেন: আমিতো তোমার ঐ মন্তব্য শুনেই এ পোস্টটা লিখলাম শায়মাপি!!:)

২৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩ ০
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,

ঠিক এমনি একটা সম্ভাবনার কথা লিখেছিলুম , এ প্রসঙ্গে করা আপনার প্রথম পোস্টের মন্তব্যে , যে ব্লগ কর্তৃপক্ষই পারেন কপি - পেষ্ট করা আটকাতে । সেখানে শায়মার কথাও উল্লেখ ছিলো ।

৩০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯ ০
জুন বলেছেন: শায়মার সাথে একমত পোষণ করছি বিলিয়ার রহমান। আপনার মাধ্যমে এ কথা যথাযথ কতৃপক্ষের কাছে পৌছে যাক অতি সত্বর।



দেখছো!!!!!!!!! আমার কত বুদ্ধি!!!!!!!!!!! :) কত সুন্দর বুদ্ধি বাৎলায়ে দিলাম সবাই আমার বুদ্ধিটাকেই ঠিক ঠিক মনে করছে!!!!!!!

তবুও তোমরা বলো আমি নাকি শুধু ঢঙ্গই করি!!!!!!!!!!!:( :( :(




আসলে অনেক আগেই আমি এটা খেয়াল করেছিলাম। অনেক সাইট আছে কপি করার কোনো সুযোগ নেই বলে "নকল করিবেন না" বলে কোনো সতর্কতা বাণীও সেখানে লিখিবার প্রয়োজন পড়ে না। কিন্তু দরজা খোলা রেখে "চোর তুমি এসোনা প্লিজ বাবু সোনা" করে যতই আল্লাদ করো বা লাঠি নিয়ে দৌড়াও কোনোই লাভ হবেনা। একটার পিছে দৌড়াবা আরেকটা ততখনে চুরি করবে । সেইটার পিছে দৌড়াবা আরেকটা আসবে।


এক ও অদ্বিতীয় পন্থা কপি করার হাতটাই ভেঙ্গে দাও .......:)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

বিলিয়ার রহমান বলেছেন: দেখছো!!!!!!!!! আমার কত বুদ্ধি!!!!!!!!!!

সে তো তুমি নিজেই প্রমান করেগেলে !:)


আর ঢং কথাটা আমরা মানে অল্প বুদ্ধি সম্পন্নরা তো ঈর্ষা করে বলি বলে থাকি আপি!!!!!:)

মন্তব্যের শেষ অংশের সাথে একমত না হয়ে পারলাম না!

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চোরেরা চুরি করে ও ধমক দেয়, কিছুই বলতে পারি না, আগেই ব্লক মাইরে কিচ্চা খতম।




ইসসরে শায়মা আপুর মতো যদি আমার বুদ্ধি হইতো !!!
তাই লে সবাই আমারে মনে রাখতো !!!


২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

বিলিয়ার রহমান বলেছেন: একটা কবিতা চোর ব্লগে নিক খুলছে!:)


ভাবছি ওরে নিয়া একটা কমেডি লেখমু!!:):)

৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

আমিই মিসির আলী বলেছেন: হে পরিচালক ব্যক্তিবর্গ ,
কিছু তো বলুন....।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: তেনারা মনে হয় কিছু বলবেন না ভাই!!

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

কালীদাস বলেছেন: শেষ ভরসা আরকি কপিপেস্ট ঠেকানোর। আমার পছন্দ না সলভটা, এখন এমনভাবে গণহারে চুরি চলতে থাকলে উপায় কি? আরেকটা কাজ করা যায়, যেটা আগে অনেকে করেছে; লেখার মাঝখানে দুয়েক জায়গায় সম্পূর্ণ অপ্রাসংগিক একটা লাইন ঢুকিয়ে দেয়া, যেমন "এই লেখাটা আসলে আরেকজনের, আমি চুরি করে কপিপেস্ট ল্যাদিয়েছি"। নিল্লজ্জ অন্ধ কপিপেস্টাররা ধরা খাবে আশা করা যায়।

মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি। সে সাথে ব্লগের নিল্লজ্জ কপিপেস্টারদের ব্যাপারেও। ওয়েবসাইট ৪০৪ এরর, সৌমিক প্রান্ত, কুর্দি আয়লান; এদের প্রত্যেকটা পোস্ট কোন না কোন অনলাইন সাইট থেকে হুবহু মারা। ঠিক এমুহুর্তে নিল্লজ্জ রেফারেন্সবিহীন কপিপেস্টার ওয়েবসাইট ৪০৪ এররের আরেকটা কপিপেস্ট ফার্স্ট পেজে রয়েছে, সম্ভবত আমাকে সে ব্লক করেছে বারবার আমার কমেন্ট মুছার পর। রিপোর্ট করি, কোন কাজ হতে দেখি না :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: লেখা চুরি ঠেকাতে কোন ব্যবস্থা না থাকার চেয়ে এই পন্থাটা নেয়া উত্তম । এভাবে সামু খেকে লেখা চুরি সিংহভাগই কমে যাবে !:)


ওয়েবসাইট ৪০৪ এরর, সৌমিক প্রান্ত, কুর্দি আয়লান সহ যারা সামুতে কপি করে এনে লেখা দেয় এদের ব্যাপারটা সবার মাথায় রাখা উচিৎ। তাদের পোস্ট দেখলে ( যে গুলো কপি করা ) রিপোর্ট করে দেয়াটা মনে হয় একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে!

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০

সচেতনহ্যাপী বলেছেন: আমিও সাথে আছি।। এখন দেখা যাক, কর্তৃপক্ষ কি বলেন।।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

বিলিয়ার রহমান বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই!

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক সাইটেই কন্টেন্ট প্রােটেকশন আছে। এটা ভাল ।

আর রেফারেন্স বা গবেষনা কাজে কিছু লাগলে ইনবক্সের মাধ্যমে শেয়ার করা যেত পারে। অর্থাৎ লেখকের সম্মতিতে তা লাভ করার অপশন রাখা। ব্যাস ল্যাটা চুকে গেল।


সহমত ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: কন্টেন্ট প্রােটেকশন না করলে লেখরা উঃসাহ হারিয়ে ফেলবেন!

৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এনড্রোয়েডে আগের মত ফুল ভার্সন আসছে না। তাই সমস্যা হচ্ছে অনেক। আমার লেখতে সমস্যা হচ্ছে। মোবাইল ভার্সন এসে গেল কেন সেটা খুব চিন্তার বিষয়। কেন যে এমন হচ্ছে!!


২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: ২৬ নম্বর মন্তব্যে করণীয় সম্পর্কে বলেছি!

৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৯

ভবঘুরে যাত্রি বলেছেন: খুবই ভালো বলেছেন :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভবঘুরে যাত্রি !

৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । একটি ভাল প্রস্তাব রেখেছেন ।
কতৃপক্ষ ভেবে দেখলে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিলে
এটা রোধ করা যাবে বলে মনে হয় ।
শুভেচ্ছা রইল ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: আমি আমার মতো করে বলেছি!:)

কর্তৃৃপক্ষ তাদের মতো করে ব্যবস্থা নিতে পারেন! আমাদের দাবিতো কেবল চুরির পথ বন্ধের ব্যবস্থা করা!:)

৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

আমির ইশতিয়াক বলেছেন: আশা করছি সামু কর্তৃপক্ষ জাভা স্ক্রিপ্টের মাধ্যমে মাউসের রাইট ক্লিক এবং কী বোর্ডের কন্ট্রোল কী ডিজেবল করে দেওয়ার ব্যবস্থা করে আমাদেরকে বাঁচাবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

বিলিয়ার রহমান বলেছেন: লেখাচুরি বন্ধ না করলে লেখকরাও তাদের উৎসাহ হাড়িয়ে ফেলে একদিন হারিয়ে যাবে!

৪১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩

আবু ছােলহ বলেছেন:



বি আর ভাই,
অনেক ধন্যবাদ, জরুরী বিষয়ে দৃষ্টি আকর্ষন করায়। কন্টেন্ট প্রােটেকশন থাকলে ভাল হত।

ভাল থাকবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

বিলিয়ার রহমান বলেছেন: আবু ছােলহ

মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই!:)

৪২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: নিজের লেখা চুরি হতে দেখলে কারো আর লেখার ইচ্ছা থাকে না। তাই সামু বিষয়টি ভেবে দেখবে আশা করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: লেখা চুরি ঠেকানো আমাদের প্রাণের দাবি!

৪৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১১

পদ্মপুকুর বলেছেন: আসলে চৌর্যবৃত্তি থেকে রক্ষা পাওয়া কঠিন। সাহিত্যের আদি যুগ থেকেই এটা চলে আসছে।

সম্ভবত আহমদ ছফার একটা লেখায় পড়েছিলাম: একবার বাংলা একাডেমি কি একটা গবেষণা প্রকল্পে নিজের লেখাসহ নতুন লেখকদের আবেদন জানাতে বলা হলে এক নবীন লেখক এমন একজনের লেখা নিজের নামে চলিয়ে দিয়ে সিলেকশন বোর্ডের সামনে উপস্থিত হলেন, যিনি স্বয়ং ওই সিলেকশন কমিটিতে রয়েছেন। বেশ মজার পরিস্থিতি...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: বলেনকি ভাই!!!!!


এতো ভয়ংকর অবস্থা!!!!!!

৪৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০

শামীম সরদার নিশু বলেছেন: সহমত প্রিয় বিলিয়ার রহমান
ব্লগে একটি সুন্দর পরিবেশ গড়তে আমাদের ঐক্যমত খুবই জরুরী।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: আজো কয়েকজন ব্লগারের লেখা চুরির খোঁজ পেলাম!!!:)

জানিনা কতৃপক্ষ বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে না কেন!!!!!!

৪৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

জাহিদ অনিক বলেছেন: প্রস্তাবনা ভালো । এতে করে একটা অসুবিধাও হতে পারে । অনেক সময় কিছু কিছু লেখার কপি করার দরকার হয় । নানা কারনে দরকার হয়।

অনেক ওয়েবসাইটে দেখেছি কপি করার অপশন রাখে না । সিকিউরিটির জন্য ভালো। কিন্তু কথা হল মাঝে রেফারেন্স এর জন্য হলেও করা লাগে । অথবা আমরাই যখন একজনের মন্তব্য ভালো হলে সেটাকে কপি করে বোল্ড করে মন্তব্যের উত্তর দেই সেটা দেখতে বেশ ভালো দেখায় ।
রাইট ক্লিক করে কপি করা বন্ধ করে দিলে আমরাও এই সুবিধাটি হারাবো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: ঘর খোলা রেখে চুরি ঠেকাতে পারবো না ভাই!:) তাই আগে ঘরে তালা দিতে হবে।

এতে আমাদের যে সমস্যা হবে তা মাইনর গোছের। সম্ভবত আমরা মানিয়ে নিতে পারব। শায়মাপি ও ভৃগু ভাই এর মন্তব্য পড়ে দেখতে পারেন!:)

৪৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭

জাহিদ অনিক বলেছেন: আমি কিন্তু আপনার প্রস্তাবটির সাথে একমত !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: এইবার লাইনে আইছেন ভাই!!:)

৪৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

জাহিদ অনিক বলেছেন: হুম । সেটাই । তাদের মন্তব্যও পড়লাম । আমাদের মানিয়ে নিতে হবে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: আমাদের মানিয়ে নেয়ার প্রশ্নটা কিন্তূ এখনো আসেনি !!!!! কতৃপক্ষতো এখন পর্যন্ত কিছু বলেনি না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৪৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

জাহিদ অনিক বলেছেন: আমি ঠিক সামুর মডুদের বুঝি না। এনারা আমাদের দিয়েই ব্লগ চালাচ্ছেন, ব্লগের মালিকানা নিচ্ছেন, ব্লগ থেকে কামাচ্ছেন । কিন্তু কেন এরা আমাদের কথাই আমলে নেয় না !!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: এই মন্তব্যের উত্তরে কিছু কমুনা!!!!:)

লেখা চুরি যে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা বুঝতেতো আর আইনস্টাইন হতে হয় না!!!!!

তারা কি জেনে বুঝেই চুপ করে আছেন???

৪৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭

আরজু পনি বলেছেন:
কপিরাইট আইনে লেখাচোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে কি না ভাবা যেতে পারে।

শুভকামনা রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১

বিলিয়ার রহমান বলেছেন: ঠিক বলেছেন আপি!!


আপনার প্রতিও শুভকামনা!!:)

৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

জাহিদ অনিক বলেছেন: জেনে বুঝেই চুপ করে আছেন কিনা বলতে পারছি না । গতকাল মনে হয় কিছুটা উন্নতি হইছে ব্লগের ।
স্পিড একটু বেড়েছে ।

সিকিউরিটি বেড়েছে । HTTP থেকে HTTPS হয়েছে ।
জেনে বুঝেই চুপ করে আছেন কিনা বলতে পারছি না । গতকাল মনে হয় কিছুটা উন্নতি হইছে ব্লগের ।
স্পিড একটু বেড়েছে ।

সিকিউরিটি বেড়েছে । HTTP থেকে HTTPS হয়েছে ।



গতকাল অব্দি এইরকম ছিল । আজ আর এইরকম নেই । আমি এটা নিয়ে একটা পোষ্ট দিব বলে পরশু স্ক্রিনশট নিয়েছিলাম। আজ দেখি ঠিক হয়ে গেছে !!!

মোবাইল সাইট এসেছে, সেটা অবশ্য ভালো লাগে নি ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: আমি খেয়াল করে দেখিনি!!

আপনি বলাতে লক্ষ্য করলাম!! এখন( এই মন্তব্য লেখার সময়) কিন্তু সিকিউরই আছে!:)

৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চোর ঠেকাবো কেমনে!!!!!
কোনো সমাধান কি হবে না!!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: অবশ্যই হবে!

৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

গেম চেঞ্জার বলেছেন: সামুর মডারেশন না, এটা দেখবে অথরিটি!

অতীতে বিভিন্ন ব্যাপারে ফ্রি পরামর্শ দেওয়া হয়েছিল, যার একটাও বাস্তবায়ন করা হয়েছে বলে জানা নাই। তাই আপনার এ পোস্টে অতোটা আশাবাদী হতে পারলাম না। :| :|

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: তাইলে আমি অথরিটিকে মডারেশন করে দিয়েছি!!!:) এখনি ঠিক করে দিচ্ছি!:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: কাজ কতটা হবে সেতো আমিও জানিনা।

তবে জানাপি তো বলে গেলেন,“আপনাদের সকলের মতামত এবং পরামর্শগুলো আমরা গুরুত্ব ও আন্তরিকতার সাথে বিবেচনায় নিয়েছি।”

দেখি কি হয়!:)

৫৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

জানা বলেছেন:
পোস্ট এবং গুরুত্বপূর্ণ পরামর্শের জন্যে ধন্যবাদ @বিলিয়ার রহমান। অন্যন্য ব্লগার বন্ধুদেরও ধন্যবাদ এই পোস্টে এসে নানান দরকারী পরামর্শ দেবার জন্যে।

কপি-পেস্ট লেখার পাশাপাশি ব্লগারদের লেখা চুরি করে অন্য কোথাও নিজের বা সংগৃহীত বলে চালিয়ে দেবার বিষয়টি দীর্ঘদিন থেকেই হয়ে আসছে। বর্তমানে ফেইসবুকেতো আছেই, অনলাইন পত্রিকা/ম্যাগাজিন/পোর্টাল এমন হাজারো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এবং হয়ে চলেছে যাদের অধিকাংশই এইরকম চৌর্য্যবৃত্তিতে আসক্ত। যেভাবেই হোক তাদের প্ল্যাটফর্মটাকে চোখের সামনে আনা চাই! আমরা আমাদের ব্লগারদের পাঠানো অভিযোগ/অনুযোগের ভিত্তিতে আমাদের আয়ত্ব এবং অধিকারের মধ্যে যতখানি সম্ভব চেষ্টা করে আসছি সেইসব সমাধান করতে। তবে, সামহোয়্যার ইন ব্লগে কপি-পেস্ট অনেকটা রুখে দেয়া গেলেও এখানকার লেখাগুলো চুরি হয়ে যাওয়া রুখতে আমাদের নানান ঝামেলায় পড়তে হচ্ছে। যদিও আমরা এর একটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনাদের সকলের মতামত এবং পরামর্শগুলো আমরা গুরুত্ব ও আন্তরিকতার সাথে বিবেচনায় নিয়েছি। প্রয়োজনে কাউকে যোগাযোগও করা হতে পারে।

আবারও অশেষ ধন্যবাদ দরকারী বিষয়টি আলোচনায় আনার জন্যে।

জয় হোক বাংলার। মাতৃভাষা চর্চা সার্বজনীন ও শক্তিশালী হোক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: লেখা চুরির ব্যাপারটা আপনার দৃষ্টিগোচর হয়েছে দেখে কিছুটা ভরসা পেলাম!:)

সামু থেকে লেখা চুরির রোগটা মহামারির আকার ধারন করেছে! তাই এটাকে রুখে দেয়া সময়ের দাবি হয়ে উঠেছে!আমরা আশা রাখছি এই অসুখ সারাতে আপনারা অতি সত্বরই ইফেক্টিভ এবং কঠোর পদক্ষেপ নেবেন।

পরিশেষে পোস্টে এসে আমাদের এই সমস্যা সমাধানে আপনাদের যে আন্তরিকতা রয়েছে তা জানিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি!:)

ভালোথাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন!:)

৫৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

পলাশমিঞা বলেছেন: ভাইজান গো ভাইজান, চোরদের সাথে আর পারছি না।

আপনি একটা পোস্ট কি দেবেন? চোরদের নাম ধাম এবং ফেইসবুক লিংক দিয়ে। সবাই তাদেরকে দেখতে চায়।

পারলে একটা মামলা করে জিডি নম্বর দিলে আলো ভালো হবে। আমি দেশে হলে মামলা করে নম্বর দিতাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: একজনকেতো ধরাইয়া দিছি!!! তয় আপনারইতো কুনো খবর পাইতেছি না!;)

৫৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

নীলপরি বলেছেন: আপনার সাথে সহমত ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নীলপরি!:)


উত্তর দিতে দেরি করায় দুঃখিত!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.