নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

:):)নাম দেখে যায় না চেনা!! ইহা কেবলই একটা ফান পোস্টঃ সিরিয়াসরা দুরে থাকুন:):)

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১০



নামে কিই বা আসে যায়??
অনেক কিছুই আসে যায়। আর আসে যায় বলেই দুনিয়ার সবাই নাম কামাতে চান। যাতে নাম দেখেই তাকে চেনা যায় আরকি?

তবে আজ আমি সামহোয়ারইন.....ব্লগের এমন কয়েকটা নাম আপনাদের দেখাবো যা দেখে আপনি একবারেই তাদের চিনতে পারবেন না!

সবার প্রথমেই বলি নতুন ভাইয়ের কথা
এই তো সেদিনের কথা, আমি তখন এক মাস, দুই দিন, তিন ঘন্টা ব্লগে কাটিয়ে সিনিয়র ব্লগারের তকমাটা গায়ে এঁটে ভাব নিচ্ছি আরকি!! ঠিক তখনি নতুন নামে একজন আমাকে ভারি একটা মন্তব্য করে গেলেন। আমিও চটে গিয়ে ব্লগিং শেখাচ্ছি এমন ভাব নিয়ে বলতে চাইলাম ব্যাটা নতুন ব্লগে এসেছো অথচ এক মাস, দুই দিন, তিন ঘন্টা ব্লগে কাটানো সিনিয়ারদের সম্মান জানাতেও জানোনা। কিন্তু বলার আগেই কি মনে করে যেন তার টাইম লাইন থেকে ঘুরে আসি এবং লক্ষ্য করি উনি ব্লগে আছেন মাত্র একশ বত্রিশ মাস ধরে এবং তারপরও তিনি নতুন। বলেন আমারও বা কি দোষ!:):)


এবার বলব রেজা ঘটক ভাইয়ের কথা
এই ভদ্র লোককে ব্লগে দেখে কত অবিবাহিত ব্লগার যে খুশিতে গদগদ হয়েছে তাহার ইয়াত্তা নাই! তার ঘটকলিতে নিজের বিয়ের সিকি ছেড়ানোর আশায় কতো ভাবেই যে তাহারা ফটুক তুলেছেন তারও সীমা নাই ! কিন্তুক বিয়ের জন্য ফটক দেয়া তো দুরের কথা তাহার দেখা মেলাই ভার! অগ্যতা সবাই এখন ঘটক পাখি ভাই এর চেম্বারে! ;)

এবার একজন আপির কথায় আসি ওনার নাম জুন
ইংরেজি বছরের ৬ষ্ঠ মাস। আমাদের দেশে যেটা খুব তপ্ত এবং গরম একটা মাস! অথচ ওনার মনটা একবেরেই তপ্ত নয়। এইতো সেদিন আমার একটা ভুলের কথা এমন ভাবে বলে গেলেন যেন ভুলটা ধরিয়ে দিয়ে তিনি অপরাধই করে ফেলেছেন! আরে মোনটা এত ঠান্ডা থাকলে নামটা ডিসেম্বর বা জানুয়ারি দিলেই তো হত।:):) আপনারাই বলেন জুন এই নাম দেখে তার নরম মনের কথা কি বোঝা যায়!!!!

ব্লগে আর এক ভদ্র লোক আছেন নাম হাতুড়ে লেখক
এই নামটা যতবার পড়ি ততবারই আমাদের হাতুড়ে ডাক্তার টাকলু মেয়ার কথা মনে পড়ে। বেটায় ছোট বেলায় আমাকে একটা ইনজেকশন দিছিল! উহ সেকি ব্যাথা!! X( ওই ব্যাথা আমি আজো ভুলতে পারি নাই! সেই থেকে হাতুড়ে নামটা আমার চোখের বিষ এমনকি বাংলাদেশ দলের কোচ হাতুড়ে সিং ও। হাতুড়ে ডাক্তার টাকলু মিয়ার উপর ক্ষোভটা তাই হাতুড়ে লেখকের উপর ঝেড়ে দেওয়ার ইচ্ছাটা আমার বহুত পুরানো। কতদিন ভাবছি আজই তাহার পোস্টে গিয়া কমু ব্যাটা কি লেখোস এইগুলা যেমন নাম তেমন লেখা। :D কিন্তু সে সৌভাগ্য আমার হয়নি। ব্যাটার লেখাগুলো একেবারেই হাতুড়ে লেখক সুলভ নয়। কিন্তু নামটা তবুও হাতুড়ে লেখক!

আর এক জন হলেন সাদা মনের মানুষ আমাদের কামাল ভাই
আপনারাই বলেন মন মানে তো হৃদয় মানে হার্ট নাকি?? আর হার্টেতো রক্তই থাকে তাই না? যেহেতু রক্তের রং লাল তাহলে ঐ ভদ্রলোকের হার্টটাও তো লাল হবে। তাহলে তিনি সাদা মনের মানুষ হবেন কিভাবে উনিতো হবেন লাল মনের মানুষ!!!! ওনার রং বেরংয়ের ছবি গুলোও কিন্তু সেই কথাই বলে। তাহলে বলেন নাম দেখে কি ওনাকে চিনতে পেরেছেন??

এবার বলব একজন রাখালের কথা। ভদ্র লোকের নাম আরণ্যক রাখাল
নামটা যেহেতু রাখাল তাই হাতে একটা বাঁশি তো থাকবেই নাকি?? ওনার নাম দেখে কত নারী ব্লগার বাঁশির সুরে মোহিত হওয়ার স্বপ্ন দেখেছেন আল্লাহ মালুম। তবে বিশস্ত সুত্রে পাওয়া খবর বলছে ওনার ব্লগ বাড়িতে বাঁশিতো দুরের কথা বাঁশের দেখা মেলাই ভার। চিন্তা করেন বাঁশি বাজান না সে আবার রাখাল!:) নাম দেখে কি চিনতে পেরেছেন!:)

ব্লগে কিন্তু একটা বাড়ি আছে নাম মাঝি বাড়ি
মাঝি বাড়ি নামটা দেখে বহুত পোলাপাইন ব্লগে যে ফাল মারছিল সে খবর আপনারা সবাই কম বেশি জানেন। আর উঠবেই বা না কেন?? তাহাদের পছন্দের সখিনা, জরিনাদের কত আগেইতো কথা দিছিল নৌকায় বুড়িগঙ্গা নদী ঘুরাইবো। কিন্তু মাঝির অভাবে এতোদিন সেই সাধ পূরন হয়নাই। তাই ব্লগে মাঝিবাড়ি পাইয়া উহারা বহুত খুশি! কিন্তু বিধি বাম মাঝি বাড়িতে মাঝিতো নাই এমনকি মাঝিদের কোন বউও নাই। কি আর করা!! B:-) পোড়া কপাল জোড়া লাগেনা !:)

এবারে আসি আরেক হারামির কথা তাহার নাম বির( বিলিয়ার রহমান)
আমি ওনাকে যতটুকু চিনি উনি একে বারেই বীর নন। যুদ্ধ তো দুরের কথা ভুত পেত্নি দেখলেই ওনার পোষাক বদলাতে হয়। কিন্তু নিজের নিক দিয়েছে বির। বোঝেন অবস্থা!:)

এবার যে নামটার কথা বলব তাকে নাম দেখেই চিনতে পারবেন! তিনি অন্য কেউ নন তিনি হলেন কালীদাস ভাইয়া

ওনার নাম শুনে আপনাদের কার কথা মনে পড়ল নিশ্চয়ই মহাকবি কালিদাসের কথা নাকি! আমাদের কালীদাস ভাইয়াও কিন্তু কবিতা লেখেন তবে সেগুলোকে ভাইয়া কবিতা বলেন না বলেন কোবতে! চলুন ভাইয়ার কয়েকটা কোবতে পড়ি!!:):):)
(বিদ্র এই কোবতে পড়ে কেউ হাসতে হাসতে মারা গেলে আমি বা কালীদাস ভাইয়া কেউই দায়ী নই!)

কোবতেঃ বাসে একদিন

আজ বাসে অসাধারণ সুন্দরী এক মেয়েকে দেখেছিলাম
আহারে, দুনিয়ার সব কিছু থোরাই কেয়ার করে
মেয়েটা আমার দিকে চেয়ে হাসছিল, যদিও সাথে তার মা ছিল,
একটু পরে মেয়েটার মা
মেয়েটার মুখে নতুন ফিডার দিল! :):):)

আর একটা কোবতে দিলাম! ভাইয়ার অক্ষরবৃত্ত ছন্দে লেখা

ঝাকানাকা চাঁদের আলো,
পেরেয়োসি বলেছে, লাগে ভালো।।
মোবাইলের এই দুইনাম্বার ব্যাটারির আলোতে
হারিয়েছি সিম।।
একটা কেডি কুত্তা
আমার সিম মেরে দিয়েছে আজ।:):)

আরো একটা এটাও নাকি অক্ষরবৃত্ত ছন্দে লেখা

মাঠ গড়িয়ে গড়িয়ে চলে গেল বলের বাইরে
কাদায় পিছল পড়ে গেল টেরাক
রহিমার মা ডাকে "ঐ ঢ্যালার বাপ"
কাউয়া সব শুনে খালি বলে
কা কা, কা কা।।
সেরকম হৈছে না?:):)


এই পোস্টের সকল দায় ভার পাঠকের! পোস্ট পড়ে পোস্ট লেখককে দায়ী করা চলবে না!!!!:):)
টাইপো থাকতে পারে !! দেখেও না দেখার ভান করে পড়ে ফেলবেন!!!;)

মন্তব্য ৮২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২১

শাহরিয়ার কবীর বলেছেন: B-) B-) X((

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: পরথম দুইটার কথা মানলাম!!!

কিন্তুক শেষেরটা কেন দিলেন ভাইজান!!!;)

২| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: বিলিয়ার রহমান ভাই, পোষ্টি পড়ে সেই রকমের মজা পাইলাম।
এবারে আসি আরেক হারামির কথা তাহার নাম বীর( বিলিয়ার রহমান) , আমি হারামির মানে বুঝিয়াছি, হাসির রাজা মিষ্টার রহমান।
কি ভাইয়া ঠিক বলিনি?

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: তাহলে বির হারামিটা হাসির রাজা নাকি!!!!


এই মন্তব্য পড়ার পর গোপাল ভাড় কি মাইন্ড খাইবো না ভাই!!!:):)

৩| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৭

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: লেখকের ফানে চরম হইয়া উদৃত্ত নামজাদারা ব্লগধর্ম ঘট করিলে অবাক হইবো না.....:)

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: ব্লগাররা মজা পাইয়া হয়তো আগামি কোন এক ঈদের পর আন্দোলনে নামতে পারেন!!!:):)

৪| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
এবারে আসি আরেক হারামির কথা তাহার নাম বীর( বিলিয়ার রহমান)


পুরাই বিনুদুন !!! :-B

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!:):)


ভাই মন্তব্যে খুশি হয়ে শুটকি বা ধইন্না দুইটার যে কোন একটা দিতে চাই!! বেছে নেয়ার ভারটা আপনাকেই দিলাম!:)

৫| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা দারুন হয়েছে

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০১

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্য পেয়ে আমিও

বহুত খুশি আপি!:)

৬| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩১

বিজন রয় বলেছেন: হো হো হো হো .... হা হা হা ....

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আস্তে....... আস্তে ভাই

খুব হাসা হেসেছেন ভাই!!!!;)

৭| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

হাতুড়ে লেখক বলেছেন: জুন আপু আর নতুন ভাইয়ার টা মজা পাইছি! ;)

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আমিতো আপনার নিজেরটার কথা শুনতে চাই ভাই!!:):)

৮| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯

আহা রুবন বলেছেন: :) :-B =p~ !:#P




০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

বিলিয়ার রহমান বলেছেন: ভাই শেষের ইমোটার মানে কি?????

৯| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
পরথম দুইটার কথা মানলাম!!!

কিন্তুক শেষেরটা কেন দিলেন ভাইজান!!!


কোন কিছুতে আনন্দ ও নিরানন্দ দুইডাই থাকে, এখানে আনন্দের পরিমান একটু বেশি পেলাম । শুটকি খাইনা ....... ধইন্না দিলে হবে =p~

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২

বিলিয়ার রহমান বলেছেন: ধইন্না পছন্দ!!!ঠিক আছে!!:)

এই লন

১০| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: ওয়েলিং খুভ ভাল হৈসে।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আমি অয়েলিং যে করি না তা সামুর নিয়মিত প্রায় ব্লগারেরাই জানে!:)

আপনাকে একটা প্রশ্ন করি,

আপনি কার গৃহপালিত ভাই??????????

১১| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

ধ্রুবক আলো বলেছেন: বাইচ্চা গেছি লেখার ভেতর আমি নাই, হা হা হা হা....,,,
কিন্তু মজা পাইছি +×+× আমার মন্তব্যে ভেজাল ছিলোনা B-)

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৯

বিলিয়ার রহমান বলেছেন: হায় !!!!!আপনার নামটা যে কেন দিলাম না!!!!!


;)

১২| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

জুন বলেছেন: ব্লগার নতুন আর হাতুড়ে লেখকের টা পড়ে খুব মজা লাগলো বিলিয়ার রহমান । আমিও বুঝি না হাতুড়ে লেখক নিক নিয়ে এত পাকা আর বাঘা সাহিত্যিকের মত কেমন করে লিখে ;)
কালীদাসের কবিতাগুলোও দারুন ।
+

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৯

বিলিয়ার রহমান বলেছেন: নিজেরটার কথাতো কিছুই বললে না আপি!!!!:)

১৩| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নীলপরি বলেছেন: ব্যপক লাগলো । :)

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু থ্যাংকু!!!!!:):):)

১৪| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

সুমন কর বলেছেন: পোস্ট পড়ে মজা পেলাম।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: আমি কিন্তুক আপনার মন্তব্য পড়ে মজা পেলাম সুমন ভাই!:)

১৫| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৭

আমির ইশতিয়াক বলেছেন: আর এক জন হলেন সাদা মনের মানুষ আমাদের কামাল ভাই
আপনারাই বলেন মন মানে তো হৃদয় মানে হার্ট নাকি?? আর হার্টেতো রক্তই থাকে তাই না? যেহেতু রক্তের রং লাল তাহলে ঐ ভদ্রলোকের হার্টটাও তো লাল হবে। তাহলে তিনি সাদা মনের মানুষ হবেন কিভাবে উনিতো হবেন লাল মনের মানুষ!!!! ওনার রং বেরংয়ের ছবি গুলোও কিন্তু সেই কথাই বলে। তাহলে বলেন নাম দেখে কি ওনাকে চিনতে পেরেছেন??
আর কেউ চিনতে না পারলেও আমি কিন্তু ঠিকই ওনাকে চিনতে পেরেছি।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনি ওনাকে চিনতে পেরেছেন!!!:)


তাহলে বলেন আমি ঠিক বলেছি না যে উনি হলেন লাল মনের মানুষ!!!!:):):)

১৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মিঃ বিনের চোখ ও মুখের আদলসম্পন্ন শিশুটিকে দেখে মজা পেলাম।

ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আর কামাল ভাইয়ের নামের কাহানী???

ওটা কেমন লেগেছে শ্রদ্ধেয় হেনা ভাই!:)

১৭| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:২১

জাহিদ হাসান বলেছেন: এইসব লুতুপুতু কবিতা লিখে আপনি আমাদের ব্লগানুভূতিতে আঘাত করতেছেন =p~ =p~

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৭

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টেতো কোন কবিতা নাই ভাই!!


আছে কোবতে!!:)

তাও আবার আমার লেখা নয়। কালীদাস ভাইয়ের লেখা!:)


তবুও ব্লগানুভূতিতে আঘাত পেলে ছেএএএরি!:):):)

১৮| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৪

উম্মে সায়মা বলেছেন: নতুন ভাইয়ারটা পড়ে বেশি মজা লাগল।
বাসে একদিন কোবতেটা খুব ভালো লেগেছে :P

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৮

বিলিয়ার রহমান বলেছেন: বাসে একদিন কোবতে!!!!!

হা হা হা :):):)


মন্তব্যের জন্য ধন্যবাদ আপি!:)

১৯| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


শেষ কবিতা কি সংস্কৃত থেকে অনুবাদ করেছেন?

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩০

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে কোন কবিতা নেই ভাই!!!:)


কয়েকটা কোবতে আছে!:)


কালীদাস ভাইয়ের লেখা!! ভাইয়া কোন ভাষা থেকে অনুবাদ করেছেন আল্লাহ মালুম!:)

২০| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ ভালই করেছি আগে থেকে নিজের নামেই নিক বানাইছি নাইলে যে কি হতো । এতক্ষনে চোখের জলে ভিজতো নদী।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: চোখের জলে নদীই ভিজে যেত!!!!!!


এ কি বললেন সুজন ভাই!!!


সব্বোনাশ !!;)

২১| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ধইন্না পাতা দিয়া কি খামু =p~

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০২

বিলিয়ার রহমান বলেছেন: এই জন্যইতো শুটকি দিতে চাইছি!


শরিষার তের, ধইন্না আর চিংড়ির শুটকির ভর্তা!!:)


ভালো লাগার মতো একটা জিনিস!;)

২২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যদি মরা নদীতে বসে বসে বহতার নদীর গল্প লিখতে চাইতাম শব্দ গেরাকলে পড়ে এমনটা হতে পারেতো?

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩২

বিলিয়ার রহমান বলেছেন: ও!!!!!

তাহলে চোখের জলে মরা নদী ভেজানোর কথা বলেছেন!


তবে তো বলতেই হচ্ছে ছদ্মনাম না নিয়ে আপনি একটা মরা নদীকে চোখের জলে ভিজিয়ে পুনরায় জীবন প্রদান করা থেকে নিজেকে নিবৃত্ত রেখে অপরাধ করেছেন সুজন ভাই!;)

২৩| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো রসিকতাপূর্ণ ভাবছি। কিন্তু নাম দিয়ে যে মানুষ চেনা দায় সেটাতে একশতভাগ সফল। সত্যিই নাম দেখে মানুষ চেনা বড়ই মুশকিল।

ভালো লাগলো ভাই। এরকম পোষ্ট মাঝেমধ্যে দরকার। একটু মন ভরে হাসতে পারা যায়।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যটির ধন্যবাদ ভ্রাতা!

২৪| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৬

ওমেরা বলেছেন: অনেক মজাই পেলাম ধন্যবাদ ভাইয়া ।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: সত্যিই মজা পেয়েছেন!:)


কোন তেলটেল পাননিতো আপি???:):):)

২৫| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: ব্লগার নতুন তার নামটা পরিবর্তন করলেই পারেন। এতো দিনের ব্লগার হয়েও যদি নতুন থাকতে চান তাহলে তো সমস্যা। কিশোর কুমার যেমন বুড়ো হয়েও কিশোর ছিলেন!
যাক গে, বাঁশ উৎপাদন করবো বলে ভাবছি। এরপর বাঁশি আসবে। দেখি, কয়জন নারী বাঁশির সুরে মুগ্ধ হয়ে ক্রাশ খায়!

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: হু

সাধনা করে যান ভাইয়্যু!:)

২৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:৪৪

আলভী রহমান শোভন বলেছেন: ব্যাপক বিনোদন, ভাইয়ু ! :D

এই লন, রেসিপি ছাড়া খাবারের ছবি =p~

শুধুমাত্র বিলিয়ার ভাইয়ুর জন্য !!

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু থ্যাংকু !!:)



লিংকের পোস্টে একখানা মন্তব্য রেখে এসেছি ভাইয়্যু!:)

২৭| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:০১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , নিক মুল্যায়নের জন্য বেশ উদ্ভাবনিমূলক একটি আইডিয়া ।
শুভেচ্ছা রইল ।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: উদ্ভাবনিমূলক একটি আইডিয়া


ওহ মধু মধু!!


মন্তব্যে প্লাস আলী ভাই!:)

২৮| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাইয়ের নামের কাহিনী ভালো লেগেছে। তবে উনি তো সাদা মন পরিচয়ে ব্লগিং করতে চাননি, কামাল উদ্দিন নামেই নিবন্ধন চেয়েছিলেন। কিন্তু সামু অথরিটি ৫৭০ সাবান দিয়া ধুইয়া তাঁর মন সাদা কইরা দিছে। এই দুঃখের কথা তিনি বলেন আর কাঁদেন।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫১

বিলিয়ার রহমান বলেছেন: এই দুঃখের কথা তিনি বলেন আর কাঁদেন

হা হা হা


এই পোস্ট সম্ভবত কামাল ভাইয়ের চোখে পড়েনি! পড়লে ওনার নিজের মতামতও জানা যেত!:)


আবার এসে মন্তব্য করে যাওয়ায় ধন্যবাদ হেনা ভাই!:)

২৯| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: B-)

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫২

বিলিয়ার রহমান বলেছেন: :``>> :-* 8-| :) B-) :#)

৩০| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ :P :-P

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: :``>> :-* 8-| :) B-) :#)

৩১| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১১

নাগরিক কবি বলেছেন: কোবতে রকসসসসসসসসস... ;) :)

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: কোবতেকে ভালোবাসতে শিখুন ভাইজান!:):):)

৩২| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫

গেম চেঞ্জার বলেছেন: কালীদাস ভাইয়ের কবিতাগুলো মারফতি! বুঝার ক্ষেমতা সবার নাই!!!!!!

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: সেইরাম মারফতি ভাই!


ওগুলো বুঝতে পূর্ব পুরুষদের নেকামল প্রয়োজন!:):)

৩৩| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭

মেটাফেজ বলেছেন: ব্লগের শুরুর দিকে ভুয়া কবিগরে নিয়া ব্লগের আসল কবিরা কোবতে/কুবতে শব্দটা ব্যবহার করত ব্যঙ্গ করতে, এখন কেউ করে না, জানেও না ঐ শব্দের মোজেজা। কবিবর মেহেদি "হাঁস চলে প্যাঁক প্যাঁক" শীর্ষক কবিতা লেইখ্যা ব্লগের সবাইরে জ্বালায়া/হাসায়া মারত। হাসান মাহবুবের স্মৃতিকথায় আছে।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: শুরুর দিকের পোস্ট গুলো মাঝে মাঝেই পড়ি!:)

ওগুলো সত্যিই এখনকার পোস্ট গুলোর মানের দিক থেকে আগানো ছিল!

আর কোবতের কথা কিই বা বলব!:):):)

৩৪| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: মজার পোষ্ট।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু প্রামানিক ভাই!:)

ভালো থাকবেন!:)

৩৫| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দামী পোস্ট!

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০০

বিলিয়ার রহমান বলেছেন: দামী পোস্ট!!!


আচ্ছা ভাই আনুমানিক কত দাম হতে পারে এই পোস্টার???

জানতে পারলে ভালো হতো! ওই দাম দিয়ে তবে ব্লগার(পড়ুন অব্লগার) ঢ্যাঙা মোস্তাফাকে তেল কিনে দিতাম!:)

৩৬| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৪

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন:

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০২

বিলিয়ার রহমান বলেছেন: অকারনে এবং অযৌক্তিকভাবে আক্রমন করা ভীরু, কাপুরুষ এবং যুক্তিতে হেরে যাওয়াদের কাজ ভায়া!:)

৩৭| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৪

অরুনি মায়া অনু বলেছেন: আসলেই নাম দেখে যায়না চেনা। তবে আপনি চিনিয়ে দিলেন সুন্দর করে :)

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!


দেখলেতো আপি আমি কেমন মানুষদের ঠিকই চিনে ফেলি!:)

৩৮| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৬

অভিজিৎ সমদ্দার বলেছেন: পোষ্টি পড়ে সেই রকমের মজা পাইলাম।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারা ভালো লাগল!:)

৩৯| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬

মাঝিবাড়ি বলেছেন: "ব্লগে কিন্তু একটা বাড়ি আছে নাম "মাঝি বাড়ি"

মাঝি বাড়ি নামটা দেখে বহুত পোলাপাইন ব্লগে যে ফাল মারছিল সে খবর আপনারা সবাই কম বেশি জানেন। আর উঠবেই বা না কেন?? তাহাদের পছন্দের সখিনা, জরিনাদের কত আগেইতো কথা দিছিল নৌকায় বুড়িগঙ্গা নদী ঘুরাইবো। কিন্তু মাঝির অভাবে এতোদিন সেই সাধ পূরন হয়নাই। তাই ব্লগে মাঝিবাড়ি পাইয়া উহারা বহুত খুশি! কিন্তু বিধি বাম মাঝি বাড়িতে মাঝিতো নাই এমনকি মাঝিদের কোন বউও নাই। কি আর করা!! B:-) পোড়া কপাল জোড়া লাগেনা !:)

হা. হা. হা. তবে B:-) জুন- এর ব্যাখ্যা বেশী ভাল লেগেছেB:-)

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ!:)



শুভকামনা!:)

৪০| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার নিজের টাই বেশি ভালো লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: সত্যি আমারটা ভালো হয়েছে !!!!!!



ধইন্না ভাই!:)


ভালো থাইক্কেন!:)

৪১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

কালীদাস বলেছেন: পাবলিক আমার মত ইরেগুলার বাতিল মাল নিয়া পোস্ট দেয়ার টাইম পায় কেমনে?? :P

ব্লগে কখনও কবিতা লিখিনি, এগুলো কোবতে/কুবতে ছিল। এই টাইপের জিনিষগুলো বানানো হত, নিজেদের সিরিয়াস দাবি করা হাস্যকর কবিদের কাজকে স্যাটায়ার করে। আমারটার পারপাস আলাদা ছিল; ঐ পোস্টটা যখন করি তখন এক ভদ্রলোক মুটামুটি অশালীন ভাষায় ব্লগের কবি সম্প্রদায়কে আক্রমণ করে এক পোস্ট দিয়েছিলেন। আমার ফাতরা কবিতার ঠেলায় ভদ্রলোকের ঐ পোস্ট মুটামুটি লাটে উঠেছিল। অনেক বদ ছিলাম তখন ;)

যাকগে, পুরান জিনিষ খুঁজে পড়ার জন্য থ্যাংকস :)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: লিংক ধরে পোস্টটা পড়ে যাওয়ায় আপনাকে থ্যাংকস!:)


আপনি কিন্তু একে বারেই বাতিল নন! এখনো যে কয়েকজন ওল্ড জিনিয়াস সামুতে আছেন আপনি তাদের একজন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.