![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ে নিয়ে আমি নাকি বড়ই খুঁতখুঁতে স্বভাবের। আর একারনেই কিনা আমার বিয়ের বয়সটা মধ্যাহ্ন পেরিয়ে দিগন্তের দিকে হেলে পড়েছে। অথচ বিয়ের পাত্রীর জন্য আমার কোন শর্তই ছিল না কেবল তিনটে ছাড়া । দেখতে সুন্দরী, বুদ্ধিমতী, আচরণে ভদ্র ও উচ্চশিক্ষিত। এতেই আমি মহা খুঁতখুতে হয়ে গেলাম!!!!
অন্য কারো দোষ দিয়েই বা কি লাভ? কারন আমার কোন পাত্রী সুন্দরী তো বুদ্ধিমতী নন কোনটা বুদ্ধিমতী এবং সুন্দরী তো আচরনে ভদ্র নন। কোনটা আচরনে ভদ্র, শিক্ষিত , বুদ্ধিমতী তো সুন্দরী নন।তাই আমার জন্য বিয়েটা খোঁড়া পায়ে এভারেষ্ট জয় করার মতোই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াল!
তবে পোড়া কপাল জোড়া লাগার মতো করে হঠাৎই আমার পাত্রী পাওয়া গেল।যিনি দেখতে সুন্দরী, বুদ্ধিমতী, আচরণে ভদ্র ও উচ্চশিক্ষিত। ভীষণ উৎসাহ, আবেগ আর আগ্রহ নিয়ে নিয়ে তাই বিয়ে ও ফুলসজ্জা দুটোই দ্রুত সেরে নিলাম। তবে আমার এই উৎসাহ, আবেগ আর আগ্রহ অতি দ্রুতই জলের তোড়ে উবে গেল।আর এহেন কম্মের জন্য দায়ী আমাদের বেসিন। খুলেই বলছি, নতুন বউ সকালে উঠে যখন মুখোমন্ডল জল দিয়ে ধুতে শুরু করলো তখন জলের সাথে সাথে ধুয়ে গেল তার মুখে লেপ্টে দেয়া বিউটি পার্লারের আটা আর ময়দা এবং তার সৌন্দর্য সাথে সাথে আমার পরম আগ্রহও।
ভেজালের বাজারে মাছ ভেজাল হয় কারন ওতে ফরমালিন দেয়া থাকে, টমেটো ভেজাল হয় কারন হরমোন দেয়া থাকে, জিলাপিও ভেজাল হয় কারন হাইড্রোজ দেয়া থাকে! আজ দেখলাম বউয়ের সৌন্দর্যও ভেজাল হয় কারন ওতে বিউটি পার্লারের আটা ময়দা মাখা থাকে!
সে যাই হোক বিয়ে যখন করেছি তখনতো সে তো আমার বউই হয় নাকি? তাই ভালোবাসায় কমতি দেখিয়ে সুপুরুষের(পড়ুন পত্নীভক্তের) তালিকা থেকে আমার নামটা কাঁটা দিতে চাই না।বউকে চমকে দিতে তাই প্রথম বিবাহ বার্ষিকীতে একটা হিরের লকেট নিয়ে আসলাম। তবে বাসায় এসে বউকে পরাতেই আসল ব্যাপারটা টের পেলাম। লকেটটা হিরের ছিলনা ছিল কাচের। ভেজাল সবই ভেজাল!!
ভেজাল লকেটের জন্য আমার বউ কি পরিমান অভিমান করেছেন সেইটুকুন আজ না হয় নাই বললাম। তবে এইটুকুন বলি যে রাগ ভাঙাতে না পেরে বাজার থেকে আনা গোমাংস আমার নিজ হাতেই রান্না করতে হয়েছিল।বহুবার সেধেসুধে বউকে যখন রাজি করিয়ে খেতে বসলাম তখনই আসল মজাটা টের পেলাম ! মাংসটা গরুর ছিল না ছিল মহিষের!
চারদিকের এতো সব ভেজালের ভীর আর সইতে পারলাম না! তাই সাথে সাথেই বুকের বাম পাশে ব্যাথা অনুভব করলাম। দ্রুতই আমাকে নিয়ে যাওয়া হল বিখ্যাত ডাঃ হাবলু মিয়ার চেম্বারে ।মাত্র আড়াই ঘন্টা অপেক্ষা করার পর ডাঃ হাবলু মিয়া আমাকে টানা আড়াই মিনিট ধরে পরীক্ষা করলেন এবং মাত্র সতেরো খানা টেস্ট ধরিয়ে দিয়ে হাজারটা টাকা নিয়ে বিদায় করিলেন। পরের দিন যখন সকল টেস্টই নরমাল স্টাডি দেখাল তখন হাবলু মিয়ার ভেজালের ব্যাপারটাও টের পেলাম।
ভেজালের শহরে থাকতে থাকতে আমি বড় বেশি ক্লান্ত হয়ে পড়েছি।শেষে শহর ছেড়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম।তাই লেকের পাড় দেখে মনোরম একটা বাড়িও কিনে নেই। তবে সেখানেও সেই ভেজালের হানা। আমি সহ জমির দাবিদার মাত্র একুশজন। তাই ভেজালটা অবশেষে আদালত পর্যন্ত গড়াল। আর কোর্ট!!!! জমা দেয়া সকলের দলিল দস্তাবেজই ভেজাল বলে রায় দিয়ে দিল। কারন জমির মালিক নাকি বদি মিয়া আর সবার কাছে জমি বিক্রি করেছে গদি মিয়া।
তবে ওই গ্রামে যখন গদি মেয়ার খোঁজ পড়ল তখন তার হদিস মিললো না। আরো চমকের ব্যাপার হলো জায়গার মূল মালিক বদি মিয়ারও কোন খোঁজ পাওয়া যায়নি। তাহলে কি কোর্টের রায়ও......
ভেজাল সবই ভেজাল!!!!!
বিলিয়ার রহমান
ঢাকা
১৫ই ফেব্রুয়ারি ২০১
ছবি সূত্রঃ ইন্টার নেট
আপডেট:-
আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই লেখাটা কপি হয়ে গেছে। একজন ভারতীয় ভাই সেই কপি করা গল্পটি অন্য কেউ যাতে কপি করতে না পারেন তার জন্য কপি রাইটের হুমকিও দিয়ে রেখেছেন!
তিন নম্বরের ভাইজান তার বন্ধুর পোস্ট শেয়ার করেছেন আর চার নম্বরের জন অবশ্য( জানানোর পর) আমার নাম দিয়েছেনএবার একটা
অনলাইন পত্রিকাও এই একই কাজ করে ফেলল
বাংলা নিউজ, অস্ট্রেলিয়া; ভেজাল সবই ভেজাল!!!!
আমার লেখা প্রকাশের জন্য অনুমতি নেয়া তো দূরের কথা আমার নামটা পরযন্ত দেননি!!!!!!
২| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০
অতঃপর হৃদয় বলেছেন: ভেজাল সব ভেজাল!! বউতেও ভেজাল!!
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: উত্তর পরে দিমু।।
আগে পরীক্ষা করে দেখে নেই মন্তব্যে ভেজাল আছে কিনা!!
৩| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১
ধ্রুবক আলো বলেছেন: আটা ময়দা সুজি বেসন, এ আর নতুন কি!!
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১
বিলিয়ার রহমান বলেছেন: আটা ময়দা সুজি বেসন, এ আর নতুন কি
মুই কি কইছি এগুলা নতুন!!!
ছোট কালে কত খাইছি থুক্কু গালে ডলছি!!
৪| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
ধ্রুবক আলো বলেছেন: ভেজাল ভেজাল সবই ভেজাল
মরণের উপায় নাই বিষও ভেজাল!
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২
বিলিয়ার রহমান বলেছেন: বিসে ভেজাল তাতে কি!!!!!!
কচু গাছ আছে কিসের জন্য শুনি??
৫| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০
হাতুড়ে লেখক বলেছেন: ভেজাল সবই ভেজাল। এই লেখাটাও ভেজাল কিনা সন্দেহ হচ্ছে
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যটাও ভেজাল কিনা পরীক্ষা করতাছি!!
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০১
বিলিয়ার রহমান বলেছেন: পরীক্ষা শেষ!!!!
ফলাফল:- নিকটা আসল মালিকের নয় একারনেই হাতুড়ে লেখকের মতো মহান মানুষের সম্মান হানি করার জন্য ঐ রকম সন্দেহপূর্ণ মন্তব্য রেখে যাওয়া হয়েছে!!!!
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: বি দ্রঃ প্রধান পরীক্ষার যন্ত্র হারিয়ে যাওয়ায় ডেপুটি যন্ত্র দিয়ে কাজ সেরে নিয়েছি!
৬| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯
হাতুড়ে লেখক বলেছেন: যে যন্ত্র দিয়ে পরীক্ষা করবেন সেটাও ভেজাল হবে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি।
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২
বিলিয়ার রহমান বলেছেন: ভেজাল কিনা জানিনা!
কিন্তু সেই যন্ত্রইতো( যন্ত্রের নাম জানিতে চাহিয়া ফাঁসিতে ঝোলার মতো অপরাধ করিবেন না!) খুঁজে পাচ্ছি না ভাই! চুরি হয়ে গেছে মনে হয়!
৭| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১
শেয়াল বলেছেন: ভে_এ_জালে গোলমাল দেখতাসি কিন্তুক
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৩
বিলিয়ার রহমান বলেছেন: গোলটা আমারই থাকুক( যখন ফুটবল খেলব তখনি ওটা দিয়ে দেবো)। মালটুকুন আপনাকে বিকাশ করে দিলাম!
৮| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০১
নয়ন বিন বাহার বলেছেন: ভেজাল সবি ভেজালললললললললললল
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৫
বিলিয়ার রহমান বলেছেন: হু সবি ভেজালললললললললললল !!!!
৯| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩
সুমন কর বলেছেন: এ দেখছি সব ভেজালে ভরপুর !!
রম্য ভালো হয়েছে। +।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭
বিলিয়ার রহমান বলেছেন: কইছিলাম না একদিন ঠিকই প্লাস দিবেন!
হে হে দেখেছেন আমি ভবিষ্যতের সব কিছুই বলে দিতে পারি!
১০| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: এসব দেখি ভেজালের কারখানা।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা
মন্তব্যে তো কোন ভেজাল নাই নাকি???
১১| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৪
হাবিব শুভ বলেছেন: ভেজাল খাইল দুনিয়াটা
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২০
বিলিয়ার রহমান বলেছেন: না ভাই!
কথাটা উল্টো হলেই ভালো হবে দুনিয়াটাই ছেয়ে গেল ভেজালে!
১২| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৯
আজীব ০০৭ বলেছেন: ভেজাল আর ভেজাল...........
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২১
বিলিয়ার রহমান বলেছেন: সবাই দেখছি কেবল ভেজাল মন্তব্য করে যাচ্ছেন!!
খাঁটি মন্তব্য পামু কই!
১৩| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮
আরণ্যক রাখাল বলেছেন: মজার হয়েছে।
আগের গুলার চাইতে বেটার
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২২
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু থ্যাংকু!!
মন্তব্যে প্লাস!
১৪| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬
সামিয়া বলেছেন: ভেজালের যুগে ভেজালটাই খাঁটি
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
বিলিয়ার রহমান বলেছেন: সম্ভবত ভেজালটাও একদিন ভেজাল হয়ে যাবে আপি!!
১৫| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১১
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর করে ভেজালের স্বরূপ তুলে ধরা হয়েছে , অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল ।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম আলী ভাই!
১৬| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৫
কানিজ ফাতেমা বলেছেন: ভেজালের জাল ! মজা পেলাম ।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
বিলিয়ার রহমান বলেছেন: মজা পেয়েছেন!!!!
বাহ বেশ বেশ!!! কিন্তু লাইক কই আপি!!!
১৭| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭
তারেক ফাহিম বলেছেন: ভেজালের রম্যে কী দিয়ে মন্তব্য করব, বুঝে উঠছিনা না জানি আমার মন্তব্যটিও ভেজালের পাতায় পড়ে কিনা। তবে ভেজালের গল্পে খাটি রম্য পেলাম।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্য ভেজাল নাতো কি????
খাঁটি রম্য বলেছেন অথচ প্লাস মানে লাইক দিলেন না! খেলমু না ভাই!!!
১৮| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
"তবে ওই গ্রামে যখন গদি মেয়ার খোঁজ পড়ল তখন তার হদিস মিললো না। আরো চমকের ব্যাপার হলো জায়গার মূল মালিক গদি মিয়ারও কোন খোঁজ পাওয়া যায়নি। তাহলে কি কোর্টের রায়ও...... "
-মুল মালিকের নাম ঠিক হয়নি।
ভেজাল মানুষের দেশ
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
বিলিয়ার রহমান বলেছেন: ঠিক করে দিয়েছি!
রম্য বলেছি বলে জোড় করে হেসেছেন কিনা সেটি কিন্তু জানিয়ে গেলেন না ভাই!
১৯| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৭
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন ,বেশ মজা পেলাম ।
মন্তব্য অতি সত্য , এতে কোন ভেজাল মিশাই নাই ।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১
বিলিয়ার রহমান বলেছেন: অবশেষে ভেজাল মুক্ত একটা মন্তব্য পেয়ে খুশি হলাম!
মন্তব্যের জন্য থ্যাংকু!
২০| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
ওমেরা বলেছেন: সবই যখন তখন কি আর করা আপনি ভেজাল হয়ে যান ।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২
বিলিয়ার রহমান বলেছেন: ভেজালের জয় সর্বদাই হয়!
জয় বাবা মহাত্মা ভেজাল!!!
২১| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভেজালের রাজ্যে দেশটা ভেজালময়। ভালো রম্য লিখেছেন।
ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
বিলিয়ার রহমান বলেছেন: এই অনুজের পোস্টে উৎসাহদায়ক মন্তব্য করে যাওয়ায় কৃতজ্ঞতা হেনা ভাই!
আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা!
২২| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
মনিরা সুলতানা বলেছেন: হাসিতে একদম ভেজাল নাইক্কা কইলাম!
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: হু!! তা তো বুঝতেই পারছি আপি!!!
যে রকম বাঁকা হাসি দিয়ে গেলেন!!! এছাড়াও হাতে যেরকম ভাবে বেনোয়েট ধরে আছেন!!!
ভেজাল বলার সাহস কি কারো থাকতে পারে?????
২৩| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন! হ্যাঁ এত ভেজাল একমাত্র বাংলাদেশেই সম্ভব, পৃথিবীর আর কোথাও না!
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালোলাগল!
যদিও আপনার কথা পুরো সত্যি তবুও নিজ দেশ সম্পর্কে এরকম কঠিন সত্য মানতে কষ্ট হচ্ছে!
২৪| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু নির্মল রম্যে কোন ভেজাল নেই।
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২১
বিলিয়ার রহমান বলেছেন: কেঠা কইছে ভেজাল নাইক্কা!!!!!!
আপডেট দেখেন!
২৫| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১০
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: এতসব ভেজালের গল্পের মাঝে খাঁটি ব্যাপার থাকলে গল্পের অপূর্ণতা রয়ে যাবে। এবার ভালোয় ভালোয় জামাই বাবার ভেজালটাও বলে ফেলুন দেখি। মন্তব্যে বললেই চলবে।
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৪
বিলিয়ার রহমান বলেছেন: জামাই বাবাজির ভেজাল নিয়ে তাহলে ভেজাল টু লিখেফেলি নাকি???
২৬| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১০
জেন রসি বলেছেন: বেশ সতেজ লেখা! প্রানবন্ত! নিশ্চয়ই ফরমালিন আছে!
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৫
বিলিয়ার রহমান বলেছেন: ফেরমালিন ছিন না তবে নতুন করে দিয়ে দিয়েছি!
আপডেট দেখেন!
২৭| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভেজারল শব্দটা পড়তেই ফেসকি দিয়ে হাসি বের হয়ে গেল যদিও ৩২ দাঁতরে সমাহার হয়নি বড় দাঁত কয়টা বের হতে দিধা করেনি। অাসলেই রম্য।
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৭
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্য পড়ে আসলেই খুশি হয়েছি!
একটা রম্যে আরো রস ঢেলে যাওয়ার মতোকরে সুন্দর একটা মন্তব্য করে যাওয়ায় সুজন ভাই আপনাকে ধন্যবাদ!
২৮| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৩
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
১২ নম্বর প্রতি মন্তব্যে বলেছেন , সবাই দেখছি কেবল ভেজাল মন্তব্য করে যাচ্ছেন!!
খাঁটি মন্তব্য পামু কই!
আমি কিন্তু খাঁটি মন্তব্য করছি ।
এই যে শীতকালটা চলে যাবার পরেই এক বালতি রস নিয়ে হাজির হলেন অনেকদিনের পরে , এই আসা খাঁটি তো ??
আর এই পোস্টটা ১০০% ভেজাইল্লা ছিলো সকালে অফলাইনে যখন দেখেছিলুম । জমির মালিক তখন "গদি মিয়া" ছিলো । চাঁদগাজী সাহেব চান্দের আলো না জ্বালাইলে এখনও সেই ভেজালই থাকতো
।
ভেজাল ঠিক করেছেন দেখে , এবারে পোস্টটি খাঁটি হয়েছে ।
এই মন্তব্যখানি একদম গাওয়া ঘি'য়ের মতো খাঁটি ..................
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস ভাইয়া
২৮ নম্বর মন্তব্য নিয়ে চাইলেই আর একটা ভেজাল গল্প লিখে ফেলতে পারতুম! তবে অগ্রজ বলে ছাড় দিয়ে দিলুম!
মন্তব্যখানা আমাকে কি পরিমান অনুপ্রানিত করেছে, সেইটুকুন না হয়, এই অনুজের হৃদয়ের অদৃশ্য আয়নায় চোখ রেখেই বুঝে নিও ভাইয়্যু!!!!
এই অনুজের পাশে থেকে প্রতিনিয়ত ভুল হলে শুধরে দিয়ে এবং ভালো লাগলে অনুপ্রণিত করে যাওয়ার অফুরান কৃতজ্ঞতা জানাচ্ছি!
বি দ্র: ভুল করে মাঝে মাঝে দিলুম, করলুম ইত্যাদি লিখে ফেললে শায়মাপির মতো কি কপিরাইটের ভয় দেখিয়ে যাবে ???
২৯| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৬
নীলপরি বলেছেন: রম্য অতি সুরম্য হয়েছে । ভালো লাগলো ।
+++++
অ. ট -- কাল কাল সামুতে দেখলাম একজন শুভ দাসগুপ্তর কবিতা নিজের নামে চালিয়ে দিয়েছে । তথ্যটা আপনাকে দেওয়ার কথা মনে হোলো ।
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল নীলপরি!
প্লাস পেয়ে সেই ভালোলাগা আরো বেড়ে গেল!
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: লেখা কপি নিয়ে আর কি বলব বলেন!!!
এই লেখাটার আপডেট দেখেন!
৩০| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৩
জুন বলেছেন: খাটি রম্য
+
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আপির সুচিন্তিত( প্রথম ইমোর ‘মানে’ আমি এটাই ধরে নিয়েছি) বাঁকা হাসি(পরের দুইটা ইমোর মানে) দেখে ভালোলাগল!!!!
এই ভালোলাগায় বাড়তি রং যোগ করেছে নিচের প্লাসটা!
আপির মন্তব্যটির জন্য একট্রাক ধন্যবাদ!
৩১| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৩
শব্দ অর্থ বলেছেন: ।ভেজাল ছাড়া ++++
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: শব্দ অর্থ,
আপনার প্লাসে অবশ্যই ভেজাল আছে!!!
কারন সামুর পূর্ববর্তী প্লাস এখন লাইক বাটনে রূপান্তরিত হয়েছে! তাই আপনি মন্তব্যে ঠিকই প্লাস বললেন অথচ লাইক দিয়ে আইমিন প্লাস দিয়ে যাননি। হা হা হা !!
৩২| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৪
পথে-ঘাটে বলেছেন: দেশে শুধু ভেজাল বিরোধী অভিযান চালানো হয়, এই জন্যই ভেজালরা প্রতিবাদ সরূপ বাচ্ছা তুইল্লা ভেজাল বাড়াচ্ছে।
"নির্ভেজাল বিরোধী অভিযান কেন পরিচালনা করা হবে না" জানিতে চাহিয়া এই মর্মে ভেজালের পক্ষ থেকে রোল জারি করা হয়েছে।
ভেজালের পক্ষ থেকে ইহা একটি নির্ভেজাল মন্তব্য।
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫২
বিলিয়ার রহমান বলেছেন: তাইতো বলি ভুল আসলে কোথায়!!!!!!
আপনি এই ভুলটা ধরিয়ে দিয়ে জাতির বড়ই উপকার করলেন!!! আজ জাতি আপনার কাছে ঋণি হয়ে গেল!
৩৩| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৪
রোকসানা লেইস বলেছেন: সব ভেজালে লেজেগোবেরে অবস্থা খাঁটি বস্তু বাজাই করে পাওয়া যাবে কি কিছু এযুগে
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: ভাবছি খাঁটি কথাটি কবে নাগাদ খাটিভাবে আইমিন ভেজাল ভাবে লিখেতে পারব!!!
৩৪| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:২২
সচেতনহ্যাপী বলেছেন: এতো ভেজালের কথায় কিছু বলাও মুশকিল।। যদি আবার দাড়ি-পাল্লায় উঠে!!
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!
তাহলে মিঞাভাই ভেজালের হাতে কাবুই হয়ে গেলেন!!!!!
৩৫| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯
নীলপরি বলেছেন: হুম । আপডেট দেখলাম । সত্যিই কিছু করার নেই । নিজের কাজ করা ছাড়া ।
শুভ কামনা ।
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: লেখালেখি নিয়ে ভেজাল কারিদের কাছে আমরা বড়ো বেশি অসহায় হয়ে পড়েছি!!!!!!!!!!!!!!!!!!!
৩৬| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
অপ্সরা বলেছেন: হা হা হা এটাও চুরি!!!!!!!!!!
ধ্যাৎ লেখাতেও ভেজাল!!!!!!!!!!!!!!!
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৬
বিলিয়ার রহমান বলেছেন: বোঝ অবস্থা!!!!!
যামু কই কও দিনি !!
তোমার ডিকশনারি থেকে একটা শব্দ ধার করে লিখলাম!
৩৭| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১০
অপ্সরা বলেছেন: কোনটা!!!!!!!!
১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: খুঁজে পাওনি!!!!!
দিনি দিনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩৮| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভেজাল পড়ে পড়ে ভেজালে পড়ে গেলাম ভাই। চারিদিক কেবল বেজালের আড়ত। তবে আপনার গল্পটা কিন্তু বেজাল ভাবার কোন যৌক্তিকতা আমার কছে নাই। সবগুলি সত্য মনে হলো। চারিদিক অহরহ ঘটছে এমন ঘটনা।
ভেজালের এই বাজারে আর এমন সত্য নির্ভেজাল লেখা পেলে চুরি হবে এমনটাই স্বাভাবিক।
ভালো লাগলো নির্ভেজাল সত্য কথাগুলো।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫০
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ, মন্তব্য এবং লাইকের জন্য ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন !
আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা !
৩৯| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪
নতুন নকিব বলেছেন:
অঘোষিত সংবিধিবদ্ধ সতর্কিকরন!!!!!
'কোর্টের রায় নিয়ে মন্তব্য করা চলিবে না। ইহা আইনত: দন্ডনীয় অপরাধ। বিচারক যাহা বলিবেন তাহাকেই ন্যায় বিচার জ্ঞান করিতে হইবে।'
সুন্দর রম্য গল্পে আজকের বাস্তবতায় আমাদের যাপিত জীবনের অপরিহার্য অনুসঙ্গ ভ্যাজাল চিত্র ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন।
সফল রম্য রচয়িতা!
ভাল থাকবেন, বিলিয়ার ভাই।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: ঠিকই বলেছেন কোর্টের রায় নিয়ে মন্তব্য করা চলিবে না!!!
আর একারনেইতো বলতে গিয়ে থেমে গেলাম!!!
অনেকদিন পরে আপনার মন্তব্য পেলাম! আমার এতেই খুশি হওয়ার কথা!
আপনার জন্য শুভকামনা!
ভালোথাকুন!
তবে মন্তব্যে রেখে যাওয়া প্রশংসা সে খুশিকে মহা খুশিতে পরিনত করেছে!
৪০| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। দারুণ হইছে।
লেখকরাও আজকাল ভেজাল (যারা নকলবাজ)
অনেক অনেক শুভকামনা।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসা সত্যিই আমি সিরিয়াসলি নিলাম খলিল ভাই!
তাই রম্য যে ভালেঅ হয়েছে সেটি নিশ্চিত হয়ে গেলাম!
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা!
৪১| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ২:১৯
সচেতনহ্যাপী বলেছেন: কোন সন্দেহ কি..। যেহেতু অবোধ্য!! স্বীকারোক্তির পরও!!!!!!!!!
ভাল থাকুন।।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: না না একেবারেই সন্দেহ নেই!!
আপনার মতো আমরা সবাইতো ভেজালের হাতে কাবু!
আপনিও ভালোথাকুন!
৪২| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
কামরাঙ্গীরচরের মাসুক জনতা বলেছেন:
---
----
-----
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: হাসি না হয় বুঝতে পারলাম!
কিন্তু রাগ কেন ভাই!!!!!!!!!
৪৩| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
মু ওমর ফারুক বলেছেন: চচচচচচররররররররররররমমমমমমম
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ!!!!!!!
৪৪| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ভেজাল
সুকান্ত ভট্টাচার্য
ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়,
ভেজাল ছাড়া খাঁটি জিনিষ মিলবে নাকো চেষ্টায়!
ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা,
`কৌন ছোড়ে গা ভেজাল ভেইয়া, ভেজালসে হ্যায় ফয়দা।’
ভেজাল পোশাক ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা,
ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা।
ভেজাল কথা— বাংলাতে ইংরেজী ভেজাল চলছে,
ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে।
`খাঁটি জিনিষ’ এই কথাটা রেখো না আর চিত্তে,
`ভেজাল’ নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে।
কলিতে ভাই `ভেজাল’ সত্য ভেজাল ছাড়া গতি নেই,
ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই॥
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: নূর মোহাম্মদ নূরু
সুকান্তের কবিতার মাধ্যমে সুন্দর একটা মন্তব্য করে যাওয়ায় আপনাকে ধন্যবাদ!
৪৫| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৯
কাশফুল মন (আহমদ) বলেছেন: হাহহা, মজা ফেলাম
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: গল্পটি আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম!
ভালোথাকুন!
৪৬| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৬
সোহানী বলেছেন: হাহাহাহাহা............. সবই বুঝলাম কিন্তু এভাবে ভেজালের কপি পেস্ট সহ্য হচ্ছে না। ভেজাল মামলা না আসল মামলা করেন....
ভেজাল লিখায় ++++++++++++
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: আপি আমার পোস্টে আপনাকে পেয়ে সত্যিই খুশি হয়েছি!
এক ডজন প্লাস এই খুশিতে নিসন্দেহে বাড়তি মাত্রা যোগ করেছে!
৪৭| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০২
সিনবাদ জাহাজি বলেছেন: ওনলি ভেজাল ইজ রিয়েল
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: য়েকদিন পরে ভেজালও অবশ্য ভেজাল হয়ে যাবে!
৪৮| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২
সালমা অক্তার বলেছেন: খুবই সুন্দর লিখেছেন
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০০
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম!
ভালোথাকুন!
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২০
বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখা আর টাইপো থাকবেনা সে অসম্ভব!!!
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
তাই টাইপো দেখেও না দেখার ভান করে পড়ে যাবেন!!!