নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি টু জানা আপি

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

শ্রদ্ধাস্পদাসু জানাপি,

এটি একটা খোলা চিঠি! প্রাচীন প্যাপিরাসীয় উন্মেষিকতা এতে নেই! রাজকীয় চিঠির মতো এটি দামি কাপড়ে মোড়ানো নয়। আর এর বাহকও কোন রাজদূত নন। এমনকি হাল আমলের কাগুজে চিঠির মতোও এটার ভাঁজ খুলে আপনি কোন সুগন্ধ সুরভী পাবেন না!
এটা নিছকই একটা সাধারন চিঠি। এতে না আছে বত্রিশ কোটি গোলাপের শুভেচ্ছা, না আছে এক আকাশ পদ্মের পরশ। এমন কি এই চিঠিটায় কারুকার্য খচিত কোন বর্ডারও নেই!! মহান কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়ে, আমাদের মন যেমন পুলকিত হয়, এ চিঠিটা পেয়ে আপনার সে অনুভূতিও হবে না!!


তবে কীবোর্ডের বোতাম টিপে টিপে লেখা, এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে একজন উঠতি লেখকের, কৃতজ্ঞ আত্মার বিশুদ্ধ ভালোবাসা। এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে, অভিযোগ জানিয়ে প্রতিকার না পাওয়ার সংস্কৃতিতে বেড়ে ওঠা, একটা তরুনের প্রতিকার পাওয়ার আনন্দ।এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে, পুড়ে যাওয়া আত্মার ক্ষত সারানো কারিগরের প্রতি অকৃতিম ঋণ স্বীকার।এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে প্রাপ্তির আনন্দে নেচে ওঠা চিত্তের উচ্ছল নৃত্য।


সুপ্রিয় জানাপি, অলেখক হয়েও লেখকদের মতো এই পত্রটায় আপনাকে আমি রজনী,জামেলী, চামেলী কিংবা ডেইজির শুভেচ্ছা জানানোর চেষ্টা করতেই পারতুম। তবে আমি জানি ওরকম ইমাজেনেটিভ বস্তুর শুভেচ্ছা জানালে আমার কৃতজ্ঞতার অর্ঘ্যটাও ইমাজেনেটিভ হয়ে যাবে। তার থেকে আপনাকে আমি জানাচ্ছি রোদে পোড়া শ্রমিকের বিশুদ্ধ ঘামের শুভেচ্ছা, মায়ের হাসির মতো অকৃত্রিম ভালোবাসার শুভেচ্ছা। আপনাকে জানাচ্ছি বিশুদ্ধ বায়ু আর চিকচিকে মিঠে রোদের শুভেচ্ছা।


যে পরম আগ্রহ নিয়ে আপনি আমাদের সমস্যাটা মিটিয়ে দিলেন, যে পরম আন্তরিকতা নিয়ে আপনি আমাদের লেখালেলেখির প্লাটফর্মটাকে আরো মজবুত করলেন এবং এর জন্য যে ত্যাগ এবং ক্ষতি আপনি স্বীকার করলেন আমরা তা দীর্ঘ দিন মনে রাখবো। হয়তো মনে রাখবো চিরদিন!


আপনার একটা মেইল অ্যাড্রেস আমার কাছে আছে! আমি ওটাতেই আপনাকে চিঠিটা দিতে পারতুম। তবে আমাকে/ আমাদেরকে লেখালেখি করার জন্য যে প্লাটফর্মটা আপনি দিয়েছেন আমি সেটিই ব্যবহার করলাম।আর এভাবে করতে পেরেই আমি গর্বিত।
আপনার সুস্থতা ও কল্যাণ কামনা করে এখানেই রাখছি!


ইতি,
আপনারই একজন উঠতি সামুরিয়ান
বিলিয়ার রহমান
১৩ই নভেম্বর, ২০১৭
ঢাকা

মন্তব্য ৯০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভূমিকা বেশ নাটকীয়। একটু বড়ও ছিল ।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: ওভারঅল একটা বাজে লেখা!!!

এই কথাটা কেঠায় কইবে শুনি????

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি আসলে রোস্ট করার মশলা যোগাচ্ছি। ;)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালা!!!!


না না ভালা না!!!


আপনি কি স্বয়ং আমাকেই রোস্ট করার ধান্দা ফিকির কইরতেছেন নাকি মেয়াবাই???

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে নাহ, ওসব চিন্তা ভাবনা কখনোই করি নাই। আপনি নিশ্চিন্ত থাকুন। অবশ্য গতকাল আপনি তো ব্লগে মোটামুটি রোস্ট হয়েছিলেন। =p~

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!


কেবলই কি রোস্ট!!

রোস্ট টোস্ট সবই হয়েছিলাম!!!:)


আসলে আমার শুভাকাঙ্খির সংখ্যাতো অনেক তাই তারা আমায় রোস্ট করে একটু বাড়তি টেস্ট নিয়েছিলো!!!:)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

মোস্তফা সোহেল বলেছেন: জানাপির প্রতি শ্রদ্ধা আর ভালবাসা রইল।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ডাবল বি!!:)


শুভকামনা!:)

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

যূথচ্যুত বলেছেন: যা কেলেংকারি হচ্ছিল তার দায়ে, আপনি তো সামুর ভিলেন হয়ে পড়েছিলেন প্রায় :P

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!


আমি ধৈর্য ধরেছি!!:)


সমাধানের উপায়, সম্ভাবনা আর জানাপির প্রতিশ্রুতি সবকিছু মিলিয়ে একটা পোস্টও করেছিলাম!! তবে হতাশ বন্ধুরা ওটাকে হয়তো আমলে নিতে চাননি!!!!:)

কমেন্টের জন্য থ্যাংকু যূথো ভাই!:)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

ধ্রুবক আলো বলেছেন: চিঠি পৌঁছে যাক....

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আমিও তাই চাচ্ছি মেয়াবাই!!:)


আফনের লাই শুভকামনা!:)

৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: জানতাম ধৈর্য ধরলে ফল পাওয়া যাবে।

সত্যিই আপনার চিঠিটা অসাধারণ হয়েছে।

আপনি একজন সুলেখক হয়ে উঠুন।

শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: চিঠির প্রশংসা করায় থ্যাংকু মাইদুল ভাই!!:)



আপনাকেও শুভেচ্ছা!!!


শুভকামনা!:)

৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:


আশা করি, এখন থেকে সকল ব্লগারদের খানিকটা মাথা ব্যথা কমে যাবে।। জানাপির প্রতি শ্রদ্ধা আর ভালবাসা রইল।।



১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আমিও এমনটাই মনে করছি মেয়াবাই!:)


জানাপির প্রতি শ্রদ্ধা আর ভালবাসা!:)

৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

এম আর তালুকদার বলেছেন: অনেক দিন পরে একটা অসাধারন চিঠি পড়লাম। জানা আপুর প৾তি রইলো কৃতজ্ঞতা।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কাছে অসাধারন লেগেছে!!!

শুনে সত্যিই খুশি হলুম ভাই!!!


জানাপি এটা দেখতে পেলে আরো খুশি হতুম!!:)


মন্তব্যের জন্য থ্যাংকু!!:)

শুভকামনা!:)

১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ১০০ তে ১০০ পাইছেন। চা দেন.... =p~

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: কেবল চা না সাথে বিস্কুটো দিলাম!!!:)




এইবার চা বিস্কুটের দাম দেন মেয়াবাই!!
:P

১১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চা খাই নাই। ভাবতাসি আগে মিসটি খামু। চা খাওনের পরে মিসটি খাইলে মুনে অইব মাডি চাবাইতাসি। মিষ্টি দেন.... =p~ =p~

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: একেবারে টাটকা মাল!!!:)

প্রথমটা ফ্রি তবে পরের প্রতিটার দাম একশো করে!! ;)

১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফ্রি জিনিস খাই না মেয়াবাই। ফ্রি'টা চোরের জন্য সরিয়ে নিন, বাকিগুলো খেয়ে দেখলাম। মিষ্টি মিষ্টি লাগে কেন? চিনি দিয়েছেন নাকি? এই নিন ১০০০ টাকা। বাকিটা ফেরত দিন।
ফ্রি জিনিস খাই না মেয়াবাই। ফ্রি'টা চোরের জন্য সরিয়ে নিন, বাকিগুলো খেয়ে দেখলাম। মিষ্টি মিষ্টি লাগে কেন? চিনি দিয়েছেন নাকি? এই নিন ১০০০ টাকা। বাকিটা ফেরত দিন।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আফনের টেকায় ভেজাল মেয়াবাই!!!


জলছাপ দেখা যাইছে না!!!


পরথমে খালি চোখে দেখার চেষ্ট করলাম!! কিন্তুক দেখবার পারলাম নাহ!!!
এরপর চেস্টা করলাম ফিলিপস বাতি দিয়া!! তাও দেখবার পারলাম নাহ!!:)
শেষবার যখন টর্চ মেরেও ছজছাপের খোঁজ পেলাম না তখন বুঝলুম আফনে আমারে ঠকাইছেন!!!;)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: আফনেরে তো কবি শাহরিয়ার ভাই খুঁজছে!!!:)


হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন???

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

বিলিয়ার রহমান বলেছেন: উনি কিন্তুক জাল টেকা রাখার অপরাধে পুলিশে দেবেন এমন কিছু বলেননি!!


সো নির্ভয়ে চলে আসেন!!;)

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

নাগরিক কবি বলেছেন: জানাপি, ভালোভাসার ইমো হবে B-)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

বিলিয়ার রহমান বলেছেন: এই ইমু কি ব্লগে আছে????


ব্লগ থেকে লেখা চুরি বন্ধের যে একটা পদক্ষেপ নেয়া হয়েছে সেটি কি জানা আছে মেয়াবাই!???:)

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: সম্রাট ইজ বেস্ট

কিছু টাকা-কড়ির আমার অতীব প্রয়োজন, গো দাদা।।টাকা-কড়ির অভাবে,এখনো আমার বিয়া কামডা বাকি আছে ।। :-B=p~ :)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: খাড়ান মেয়াবাই!!!


ওনারে এগ্গুয়া নোটিফিকেশন দিতেছি!! দেহি ব্যাটায় কিতা কয়!!:)

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মেয়াবাইয়েরা! খাওয়া-দাওয়া ছাইড়া বলগাইতাছেন? আমি আবার খিদা নিয়া বলগাইবার পারি না। আর শা কবীর বাইয়ের লাইগ্যা টেকা-পয়সা ছাড়া একখান বিয়া'র বন্দোবস্ত কইরা দ্যান। টেকা-পয়সা নাই দেইখ্যা হেতে মজা নিবার পারব না এইডা ঠিক না।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: তাইলে শা....ক মেয়াবাইর সাদি মোবারকের আয়োজন করতে হবে!!:)


এটাইতো কইলেন নাকি!:)


এর জন্য জাতি আপনাকেই উপযুক্ত মনে কাইরছে ভাই!!:)

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি যে পাত্রী দিমু হেইডা কি হ্যার পছন্দ হইবো? তার চেয়ে হেতে নিজেই হ্যার পছন্দ মত বাইছা বাইছা কয়েকটা ছবি দেউক, আমরা সবাই মিল্যা হের কুমারিত্ব ছুডাবার ব্যবস্থা করি। :-B

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

বিলিয়ার রহমান বলেছেন: অনেকটা মাল্টিপাল চয়েস কুয়েশন থেইক্কা সঠিক উত্তর বাইছা লওয়ার মতো আরকি!!!:)


আইডিয়াটা মন্দ নয়!!:)

৥ শা..........ক....... ভাই কই গেলেন???

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

নাগরিক কবি বলেছেন: এট্টু এট্টু জানি :)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: এখন আর হয়তো আগের মতো অতো চুরি হবে না!!!:)


কপি রোধে পদক্ষেপ নেয়ার জন্যই জানাপিকে এই ধন্যবাদের অর্ঘ্য লেখা!:)

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

সাহসী সন্তান বলেছেন: জীবনটাই তো উত্থান পতনের! আর একটু হইলেই কাঁথা কম্বল নিয়া আপনার সামু ছাড়া লাগতো কিনা সেইটা ভাইবাই আমার এখনও টেনশন কাটে নাই। মানুষ বড়ই অস্থির প্রকৃতির! এত ধৈয্য-সৈয্য কম হইলে ক্যামনে চলবে? :(

যাহোক, ভালোয় ভালোয় সমস্যার সমাধান হইছে দেইখা বেশ ভাল্লাগতেছে! তবে গতকালকের হাহাকার দেইখা অন্তত এইটা বুঝবার পারছি, সাধারণ ব্লগাররা সামুকে ঠিক কতটা ভালবাসে!

উঠতি সামুরিয়ানের চিঠি ভাল হইছে! শুভ কামনা জানবেন!

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!

তাইলে আমার ত্রাহি ত্রাহি অবস্থা আফনেও টের পাইছেন!!! ভাবছিলাম শোকে গুম হইয়া যাই!!!

তয় জানাপি বাঁচাইছেন বলেই রক্ষা!!:)


চিঠির প্রশংসার জন্য ধন্যবাদ!:)

শুভকামনা!:)

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাপ্রে বাপ!!!
রঙঢঙের যে প্যানপ্যানানি জানোরে বাবা...............তোমার বউয়ের খবর আছে

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: আমার বউয়ের খবর আছে তো মেয়াবাই!!


সকালে আপিসের জন্য বের হয়েছিলো!! যাওয়ার আগে খাবারদাবার সব রেডি রেখে খেছে!!:)

যাওয়ার সোম কইছিলো সারাদিন কেবল ব্লগিং না করে যেন একটু পড়ালেখাও করি!!:)

আমি আবার ওর কথা ফেলতে পারিনা, তাই সারাদিন ব্লগ পড়েই কাটালাম!!;)

২০| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




চারদিকেই ভেজাল ! আপনিও বা কি করে তার বাইরে যাবেন ? একখানা ভেজাল চিঠি দিলেন শ্রদ্ধেয়া জানাকে ?
ওই মিয়া ! তামাম বাংলাদেশেই যেখানে বিশুদ্ধ বায়ু নেই আর ঢাকার বায়ু তো মাশাআল্লাহ ... সেই ভেজাল বায়ুর শুভেচ্ছা দিলেন জানাকে ????? ;) B-) :-P

যাকগে , মাপ করে দেয়া হলো, লেখাচোর সংক্রান্ত আপনার নিরলস যুদ্ধ আর সেখান বিজয়ী হওয়ার জন্যে ।
য়্যু হ্যাভ ডান ইট ......

একটা অন্তর থেকে লেখা চিঠি পড়লুম । ভাষা আর ভাব ব্লগের প্রতি ( সাথে জানার প্রতিও ) আপনার সকল ভালোবাসার কাছে অর্ঘ্য নিবেদনের মতোই বিশুদ্ধ মনে হলো । আপ্লুত ।

একজন উঠতি সামুরিয়ানের জন্যে রইলো পৃথিবীর তাবৎ ঘাসফুলের শুভেচ্ছা ।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

বিলিয়ার রহমান বলেছেন: সুপ্রিয় জীএস মেয়াবাই,

আমি ঢাকার যেখানে থাকছি সেখানটায় এখনো নগরায়নের ছোঁয়া ততটা লাগেনি। তাই এখনো মাঝে মধ্যে কাশ ফুল দেখার সোভাগ্য আমার হয়। আর শুনে হয়তো অবাক হবেন যে আমার বাসা থেকে একটু হাটলেই বিস্তীর্ণ মাঠ চোখে পড়ে! তাই এখানকার বাতাসটা ........ আরে যাহ এতো ইনিয়ে বিনিয়ে কনফেসেরতো কোন দরকারই ছিলো না!! আপনি তো আমাকে অলরেডি মাফ করেই দিয়েছেন!!:)


আপনার মন্তব্যের ২য় প্যারা পড়ার পর অনুধাবন করলাম সত্যিইতো উই হ্যাভ ডান ইট!!;)

৩য় প্যারার আপ্লুত কথাটা পড়ে কিছুটা টাস্কি খেলাম!! একজন উঠতি সামুরিয়ানের লেখার দ্বারা একজন বিজ্ঞ এন্ড প্রাজ্ঞ সামুরিয়ান আপ্লুত হবে এতো অকল্পনীয়!!:)

শেষে ঘাস ফুলের শুভেচ্ছার কথাটায় আসি!!! অমন শুভেচ্ছা পাওয়ার পর আমার মনে হলো আপনি আমার কচুর ডাক্তার!!! আপনিতো একটা মনোবিদ!! নইলে ঘাসফুলই যে আমার সব থেকে প্রিয় তা জানলেন কেমতে!!:)

সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ একই সাথে আপনার জন্য একটা ঘাাসফুলিয় কোবতে!!:)

প্রভু তার সে গায়ের
ঐ মেঠো পথের
ঘাসফুল হতে চাই!

যেন প্রতি ভোরে
সে ছুয়ে যায় মোরে
তাই এ দোহাই!

:):)

২১| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সামুকে

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০২

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপি!!


মন্তব্যের জন্য আরকি!!:)

২২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: খালি একলাই দেলেন! হাজার লাখো সামুরিয়ােনর প্রতি আফনের ইট্টু মায়া হইলে না..

আফনিও রাজনীতিবিদগো মতো আমার দেশ, আমার জনগন খালি আমার আমার করা দলে যগো দিলেন :P
সব্বাইর পক্ষ থেক জলদি চিঠি লিখেন। নইলে উকিল নোটিশ আই্লো বইলা :-/
হা হা হা

হুম। আসলেই ধন্যবাদ। তবে আরো সাজেশন আসছে। আশাকরি সেদিকেও নজর দেবেন এবং দেওয়াবেন।

+++

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: আফনে সম্ভবত নতুন স্টাইলটার সাথে এখনো খাপ খাওয়াতে পারেননি!! জানেনইতো এখন পোস্ট কেবল লেখকের আর কমেন্ট হইলো জনতার!! তাই পোস্টের অর্ঘ্যটা কেবলই আমার আর আফনের মতো এলডর ব্রো কিংবা অয়ন ভাইদের মতো নবীন ব্রোদের জেন্য এই কমেন্ট বক্সই ভরসা!!:)


আপনার একটা ফিডব্যাক পেয়েছি!! আমি নিজেও দু একটা খোঁজার চেষ্ট করবো!! আর অবশ্যই অথরিটির দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাবো!!:)

সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকু ভৃগুদা!!:)

শুভকামনা!!:)

২৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২

ঢাকাবাসী বলেছেন: দারুণ পত্র! ভাল লেগেছে।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!!:)


শুভকামনা!:)

২৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: আপনার চোর ধরে দেয়ার পোষ্টটাও দারুণ, চিঠিটাও দারুণ। ধন্যবাদ

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু প্রামনিক ভাই!!:)


শুভকামনা!:)

২৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এক্কেরে নতুন ধারার চিঠি লেহার নিয়ম শিখাইলেন, ভালোই লাগছে পড়ে। জানাপু নিশ্চয় বহুত খুশি হবেন।

তবে, আমি খুশি হয়েছি আপনার চোর অভিযানের সফলতায়।
ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, কৃতজ্ঞতা জানিয়ে গেলাম আপনার নিঃস্বার্থ অভিযানে।

শুভকামনায় আপনার

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকু নাঈম ভাই!!:)


প্রতিনিয়ত পাশে থাকার জন্য আপনার প্রতিও কৃতজ্ঞতা!!



ভালো থাকুন!:)

শুভকামনা!!:)

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর লেখা !!!
আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ !

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও থ্যাংকু আপি!!:)



শুভকামনা!!:)

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: না, সমস্যার সমাধান হয়নি। কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

শিরোনাম সহ কপি-পেস্ট করা যাচ্ছে....

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

বিলিয়ার রহমান বলেছেন: খোলা চিঠি টু জানা আপি
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্রদ্ধাস্পদাসু জানাপি,

এটি একটা খোলা চিঠি! প্রাচীন প্যাপিরাসীয় উন্মেষিকতা এতে নেই! রাজকীয় চিঠির মতো এটি দামি কাপড়ে মোড়ানো নয়। আর এর বাহকও কোন রাজদূত নন। এমনকি হাল আমলের কাগুজে চিঠির মতোও এটার ভাঁজ খুলে আপনি কোন সুগন্ধ সুরভী পাবেন না!
এটা নিছকই একটা সাধারন চিঠি। এতে না আছে বত্রিশ কোটি গোলাপের শুভেচ্ছা, না আছে এক আকাশ পদ্মের পরশ। এমন কি এই চিঠিটায় কারুকার্য খচিত কোন বর্ডারও নেই!! মহান কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়ে, আমাদের মন যেমন পুলকিত হয়, এ চিঠিটা পেয়ে আপনার সে অনুভূতিও হবে না!!

তবে কীবোর্ডের বোতাম টিপে টিপে লেখা, এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে একজন উঠতি লেখকের, কৃতজ্ঞ আত্মার বিশুদ্ধ ভালোবাসা। এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে, অভিযোগ জানিয়ে প্রতিকার না পাওয়ার সংস্কৃতিতে বেড়ে ওঠা, একটা তরুনের প্রতিকার পাওয়ার আনন্দ।এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে, পুড়ে যাওয়া আত্মার ক্ষত সারানো কারিগরের প্রতি অকৃতিম ঋণ স্বীকার।এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে প্রাপ্তির আনন্দে নেচে ওঠা চিত্তের উচ্ছল নৃত্য।

সুপ্রিয় জানাপি, অলেখক হয়েও লেখকদের মতো এই পত্রটায় আপনাকে আমি রজনী,জামেলী, চামেলী কিংবা ডেইজির শুভেচ্ছা জানানোর চেষ্টা করতেই পারতুম। তবে আমি জানি ওরকম ইমাজেনেটিভ বস্তুর শুভেচ্ছা জানালে আমার কৃতজ্ঞতার অর্ঘ্যটাও ইমাজেনেটিভ হয়ে যাবে। তার থেকে আপনাকে আমি জানাচ্ছি রোদে পোড়া শ্রমিকের বিশুদ্ধ ঘামের শুভেচ্ছা, মায়ের হাসির মতো অকৃত্রিম ভালোবাসার শুভেচ্ছা। আপনাকে জানাচ্ছি বিশুদ্ধ বায়ু আর চিকচিকে মিঠে রোদের শুভেচ্ছা।

যে পরম আগ্রহ নিয়ে আপনি আমাদের সমস্যাটা মিটিয়ে দিলেন, যে পরম আন্তরিকতা নিয়ে আপনি আমাদের লেখালেলেখির প্লাটফর্মটাকে আরো মজবুত করলেন এবং এর জন্য যে ত্যাগ এবং ক্ষতি আপনি স্বীকার করলেন আমরা তা দীর্ঘ দিন মনে রাখবো। হয়তো মনে রাখবো চিরদিন!

আপনার একটা মেইল অ্যাড্রেস আমার কাছে আছে! আমি ওটাতেই আপনাকে চিঠিটা দিতে পারতুম। তবে আমাকে/ আমাদেরকে লেখালেখি করার জন্য যে প্লাটফর্মটা আপনি দিয়েছেন আমি সেটিই ব্যবহার করলাম।আর এভাবে করতে পেরেই আমি গর্বিত।
আপনার সুস্থতা ও কল্যাণ কামনা করে এখানেই রাখছি!

ইতি,
আপনারই একজন উঠতি সামুরিয়ান
বিলিয়ার রহমান
১৩ই নভেম্বর, ২০১৭
ঢাকা
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
এডিট করুন
৪২৯ বার পঠিত০১৫



আপনার কথা শুনে টেস্ট মারলাম!! হায় হায়েএ দেখছি সব্বনাশা কান্ড!!!!

২৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আমি কবিতা তেমন বুঝি না, তাই মন্তব্যও করি না।। কিন্তু চুরিটাকে সমর্থন করতে পারি নাই।। এখন আপনাদের খুশী দেখে ভাল লাগছে।।
এমনই ভাল থাকুন সর্বদা।।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: খুশি হয়তো আছি!!!


তবে পুরোপুরি থাকতে পারবো কিনা জানিনা!!!

এখনতো দেখছি ডালমে কুচ কালা হায়!! :(

২৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৫

সোহানী বলেছেন: চমৎকার চিঠি, কৃতজ্ঞতা জানানোর এ স্টাইলটা কিন্তু অনেক ভালো লাগলো।

তবে বিলি আপনাকে ও ধন্যবাদ যে আপনার আন্দোলনেরই ফল এটি..........

আর হাঁ, জানাপু কে সবসময়ই কৃতজ্ঞতা।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার মন্তব্য সোহানীপি!!:)

আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো!!!



ভালোথাকুন!!!:)

৩০| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

নিভৃতচারীর ডায়েরী বলেছেন: সময়োপযোগী আন্দোলনের পথিকৃৎ মিস্টার বিলিয়ার রাহমান- আপনাকে ধন্যব।।
শুভকামনা নিরন্তর ++++++++++++++++

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মিঃ ডায়েরী!!:)



সুভকামনা সতত!:)

৩১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চোর ধরা পোস্ট দিয়া আপ্নিই তো জানাপুরে বেকায়দায় ফালাইলেন।
মাছের মা হয়ে এখন আসছেন পুত্র শোক করতে :-P :-P

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে!!!


সিনিয়রা ভুল ভাল কইলেও জুনিয়রদের মাইনা লইতে হয় মেয়াবাই!!:)

তাই মাইনা নিলাম, আরকি!!;)

৩২| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০

জাহিদ অনিক বলেছেন:







থাক দরকার নেই চুরি ঠেকানো!















১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: হু!!!!!!!!!!!!!!!




!



!!


!

৩৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি কিন্তু শেষ পর্যন্ত আপনার পাশ্বেই ছিলাম। সব এড্ডঅন লোড করে বসে ছিলাম। কিন্তু জানাপু আবার নতুন সমাধান নিয়ে এলেন। জানাপুর সহস্র সালাম। আপনাকেও তার কম নয়।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

বিলিয়ার রহমান বলেছেন: পাশে থাকার জন্য থ্যাংকু মেয়াবাই!!!



শুভকামনা!!:)

৩৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন:

দারুণ চিঠি। কৃতজ্ঞতার দারুন প্রকাশ। ভালো লাগা।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যেও ভালোলাগা রাজকন্যা আপি!!:)


শুভকামনা!!:)

৩৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর একটা চিঠি লিখেছেন জানা আপুকে :) অল্পের জন্য তো প্রেমপত্র হয়ে যাচ্ছিল বিলি ভাই B-)

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

বিলিয়ার রহমান বলেছেন: একেবারেই তা নয় আপি!!!

শ্রদ্ধেয় জানাপিকেতো এই পত্রের মাধ্যমে আমি কেবল শ্রদ্ধাই জানাতে চেয়েছি!!


আর প্রেম পত্র!!! সে তো জীবনে কেবল এক জনকেই দিয়েছি!! আর যাকে দিয়েছিলাম তিনি এখন আমার স্ত্রী হন!!:)

৩৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৭

জানা বলেছেন:

সেকি! এতো দেখছি হুলুস্থুল কান্ড....

এমন চিঠিতো দূরের কথা, এর ধারে-কাছে যায় তেমন চিঠিও জীবনে দেখিনি, পাইনি :``>> । চিঠিতো নয়, যেন উপমায়, বিশেষণে, রঙে, সৌরভে, ভালবাসায় একেবারে মাখামাখি এক টুকরো বেলজিয়ান চকোলেট কেক :`> । সবার সাথে ভাগাভাগি করে নেবো। তাতে মিষ্টতা বহুগুনে বেড়ে যাবে ভাই :) । অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় বিলিয়ার রহমান।

তবে, দুঃখের কথা হচ্ছে, এই চিঠি মনে হচ্ছে ফেরত নিতে হবে আপাতত। কারণ অনেক চেষ্টা করেও এখনও কোন সুরাহা হয়নি আসলে। এখন পর্যন্ত নানাভাবে প্রচেষ্টা চলছে। কপি রেস্ট্রিক্টেড করায় নিজেদের (ব্লগার) জন্যে অন্য সমস্যা হচ্ছিল। কেউ নিজের লেখাই কপি করতএ পারছিল না। এভাবে আসলে ব্লগারের লেখার আকাংখা হারাবে। কারণ অনেকেই হয়তো একটি লেখা কিছুদূর লিখে কপি করে রাখেন কোথাও। পরে সময় করে আবার বাকী অংশ লেখেন। এভাবে কেউ কেউ সিরিজ লেখেন। অনেকেই আমাদের রাইট প্যানেল ছাড়া আর কোথাও বাংলা লিখতেই পারেননা। যেখানে আমরা আমাদের এই রাইট প্যানেলটি ওপেন সোর্স করেছি সেখানে রেস্টিকশন একটা কন্ট্রাডিক্টরি বিষয় হচ্ছে। আমার নিজের ক্ষেত্রেও তাই হয়। এখানে লিখে কপি করতে না পারলে আমার মত অনেকেরই বাংলা লেখা বন্ধ হয়ে যাবে বা আগ্রহ হারিয়ে যাবে। কি বিপদ! :(

বিষয়টি নিয়ে আমাদের ভাবনা/প্রচেষ্টা অব্যাহত থাকছে। আর চুরি ঠেকাতে আপনার পরিশ্রম আর ভিকটিম লেখকদের প্রতি ভালবাসা, সহমর্মিতা প্রশংসার যোগ্য। অনেক অনেক বিশেষণ আর উপমা সহ সবার উচিত আপনাকেই একটা চকলেট চিঠি লেখা :P :D :D :D

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর, সুবিশাল এবং চমৎকার মন্তব্যটির জন্য থ্যাংকু প্রিয় জানাপি!!:)

আপনি এই পত্রের উত্তরে মন্তব্য করবেন এমনটা আশা করিনি!! ভেবেছিলাম হয়তো আপনার চোখেই পড়বে না!! অথচ আপনি কেবল মন্তব্যই করলেন না বরং হৃদয় খুলে প্রশংসাও করে গেলেন!!! এর জন্য আবারো থ্যাংকু!!:)


কপির অপশন যদি আবারো পুরোদমে চালু হয় এমন কি তখনো এই পত্রটা ফেরত নেয়ার কোন দরকার থাকবে বলে আমি মনে করি না!!আপনার মন্তব্যে আপনারা কবি বন্ধ নিয়ে কাজ করে যাবার যে প্রত্যয় ব্যাক্ত করেছেন এতই আমি খুশি!!:)

অনেক অনেক ভালো থাকুন!!:)

শুভকামনা সতত!:)

৩৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

কামরুননাহার কলি বলেছেন: আপনার এই খোলা চিঠিটা আমার কাছে ভালো লেগেছে আমি তাই আপনাকে ++++++ দিয়ে দিলাম।

আর অতি শীর্ঘ্রই চিঠিটি স্থান মতো পৌছে যাকা। আশা রাখা। বিলিয়ার ভাইয়া।
আর আপনার জন্য দোয়া রইলো আপনি একজন নোবেল জয়ী লেখকের স্থান পান। শুভ কামনা রইলো।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: নোবেল জয়ী লেখক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


হাইপারবোলের হাইপারবোল হয়ে গেল না আপি!!!!!!


আপনার জন্যও শুভকামনা!!

৩৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

কামরুননাহার কলি বলেছেন: তয় আরো একখান কতা কই আমার চিঠির উত্তর কেউ দেয়নি সামু ভাইয়েরা। তাই আমি বড় কষ্ট পাইছি। এই কষ্টের ভাগটুক আপনে একটু নিয়েন। বিলিয়ার ভাইয়া।

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: অপেক্ষা করুন!!



হয়তো পেয়ে যাবেন!!:)

৩৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

গেম চেঞ্জার বলেছেন: জানা আপু, + আপনাকে শুভকামনা!!

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু গেম ভাই!!:)



আপনাকেও শুভকামনা!!:)

৪০| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিলি ভাই, আপনে না দিলেন রোস্ট পোস্ট না দিলেন রম্য। আপনে একটা ইয়ে। X(

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০১

বিলিয়ার রহমান বলেছেন: আমি হলাম .........আমি!!:)



হাচা কইছিনা মেয়াবাই!! ;)

৪১| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

কালীদাস বলেছেন: কপি করলাম:
######

শ্রদ্ধাস্পদাসু জানাপি,

এটি একটা খোলা চিঠি! প্রাচীন প্যাপিরাসীয় উন্মেষিকতা এতে নেই! রাজকীয় চিঠির মতো এটি দামি কাপড়ে মোড়ানো নয়। আর এর বাহকও কোন রাজদূত নন। এমনকি হাল আমলের কাগুজে চিঠির মতোও এটার ভাঁজ খুলে আপনি কোন সুগন্ধ সুরভী পাবেন না!
এটা নিছকই একটা সাধারন চিঠি। এতে না আছে বত্রিশ কোটি গোলাপের শুভেচ্ছা, না আছে এক আকাশ পদ্মের পরশ। এমন কি এই চিঠিটায় কারুকার্য খচিত কোন বর্ডারও নেই!! মহান কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়ে, আমাদের মন যেমন পুলকিত হয়, এ চিঠিটা পেয়ে আপনার সে অনুভূতিও হবে না!!

তবে কীবোর্ডের বোতাম টিপে টিপে লেখা, এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে একজন উঠতি লেখকের, কৃতজ্ঞ আত্মার বিশুদ্ধ ভালোবাসা। এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে, অভিযোগ জানিয়ে প্রতিকার না পাওয়ার সংস্কৃতিতে বেড়ে ওঠা, একটা তরুনের প্রতিকার পাওয়ার আনন্দ।এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে, পুড়ে যাওয়া আত্মার ক্ষত সারানো কারিগরের প্রতি অকৃতিম ঋণ স্বীকার।এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে প্রাপ্তির আনন্দে নেচে ওঠা চিত্তের উচ্ছল নৃত্য।

#####



:(( :((

আমি আশা করি পুরাপুরি সলভ হবে দ্রুতই। না হলে বড় লেখা আপাতত খানিকটা শংকামুক্ত হলেও আমাদের কবি সম্প্রদায় এখনও ঝুঁকিমুক্ত নন :(

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

বিলিয়ার রহমান বলেছেন: আফনে দেখছি আম্রে খাই দিলেন মেয়বাই( পড়ুন কালীদাস ভাইয়া!!:))



যাউগ্গা আফনের মতো আমিও চাই সমস্যা তাড়াতাড়ি সলফ হোক!!:)


কমেন্টের জন্য তো অবশ্যই থ্যাংকু!! সাথে শুভকামনা ফ্রি!!:)

৪২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর চিঠি।
৩৬ নং মন্তব্য থেকে বুঝাই যাচ্ছে, চিঠির প্রাপিকাও বিমুগ্ধচিত্তে চিঠিটা পড়েছেন এবং তার প্রশংসা করেছেন। আমার মত অনেক পাঠকের কাছেই চিঠিটা ভাল লেগেছে। সমস্যার সমাধান হোক বা না হোক, কর্তৃপক্ষ যে সমাধান খোঁজায় সচেষ্ট আছেন, এটা জেনেই তুষ্ট বোধ করছি।
সবার পক্ষ থেকেই কথাগুলো বলেছেন, এজন্য ধন্যবাদ।
পত্রে প্লাস + +

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭

বিলিয়ার রহমান বলেছেন: প্রাপিকার বিমুগ্ধতা আমার কাছে অনুপ্রেরণার একটা টনিক হয়ে থাকবে শ্রদ্ধেয খায়রুল ভাই!!:)


আর সামুর লেখকেদের সমস্যা না হোক এটা যেমন আমাদের চাওয়া তেমনি চুরি বন্ধে কার্যকর একটা পদ্ধতি বের করাও এখন পরিস্থিতির দাবি!! সো আমরা দুটোই চাইছি! একটার জন্য আর একটা কমপ্রোমাইজ করতে চাওয়ার প্রশ্নই নেই এখানে!

আশার কথা হলো সামু অথরিটি আমাদের সমস্যা নিয়ে ভাবছেন। হয়তো তারা শীঘ্রই একটা সমাধানের রাস্তা বের করে ফেলবেন!!:)

চিঠির প্রশংসা এবং সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকু!!:)


শুভকামনা!:)

৪৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


কৈশোরে আমি গ্রামের বধুদের চিঠি লেখক ছিলাম; তখন কাগজে লিখতে জানেন সেই রকম লোকজন কম ছিলেন; আমাদের গ্রামের লোকজন কলিকাতায় চাকুরী করতেন, তাদের বধুরা টাকা পয়সা চেয়ে, ভালোবাসা জানিয়ে চিঠি লিখাতেন।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৮

বিলিয়ার রহমান বলেছেন: ডিজিটাল যুগ এখন!!


চিঠি হয়তো কয়েক বছর পরে যাদুঘরে চলে যাবে!!:)


কমেন্টের জন্য থ্যাংকু গাজীভাই!!:)

৪৪| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি যা বলেছেন, তার সাথে একমত।
আপনার রাইট ক্লিক ডিজাবল: অাহূত সমস্যা ও তার সমাধান পোস্টেও একটা মন্তব্য রেখেছিলাম।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আবার আসায় থ্যাংকু!:)


আপনার মন্তব্যটা এখনি দেখছি!!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.