নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: অপরাধ

১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১০

খোকার রুলারে আঁকা সৌখিন মানচিত্রে আজ
ক্ষুধার চাদরে লুকানো মুখ, বাবা হয়ে যায়,
নয়তো বাবাই কাজ হাড়িয়ে ফেলে খোকা র মানচিত্রে ক্ষুধা হয়।

মানচিত্র খেয়ে ফেলার আগে এর উপরেই ভাত রাখা হতো
বিদ্ধ বুকের ক্ষত চিড়ে নামা হিংস্র ক্ষুধা
খেয়ে নেয় ভাত, পরে থাকা মানচিত্র।

মায়ের মুখের মতো খোকার মানচিত্রে, শীতের ভোর যেখানে কুয়াশা ছড়ায়
ইরার বাড়ির পথই সে পথ
সেখানেই রাত হয়, রোদ হারায়, আঁধার বাড়ায়।

অপরাধের সংজ্ঞা বদলের আগে
ও পথেই ভোর বিকিয়েছি প্রতিদিন সন্ধ্যার দামে
কাতুয়ার ভাঁজে, উষ্ণতা গুঁজে ,বিকিয়েছি বৃষ্টি প্রণয়ের নামে।

ইরার কম্পিত, অস্পষ্ট-গাঢ় স্বরের শ্রোতা হয়েছি
নাকের ঘ্রাণ শুঁকেছি, দৃঢ় হাতে-পাজড়ে বন্দী হয়েছি।
তবু কখনো অপরাধী হইনি।

অথচ আজ কিনা ও পথ মাড়ানো টাই অপরাধ
অপরাধ ফেরি করাও নাকি?
ক্ষুধায় মানচিত্র খেয়ে ফেলা ,অপরাধ তবে কি???
কবিতা: অপরাধ
বিলিয়ার রহমান রিয়াজ
১৬ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ, পটুয়াখালী, বাংলাদেশ ।

উৎসর্গ : কোভিড-১৯ এ কাজ হারানো প্রতিটি বাবাকে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই, ভালোথাকুন।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২০

মা.হাসান বলেছেন: হাজার দিনের পরে ফিরলেন।
তবে কি আনন্দ নয়,
বেদনাই এক করে?

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৪

বিলিয়ার রহমান বলেছেন: হাজার দিন পরেও চিনতে পারার জন্য ধন্যবাদ মেয়াবাই

৩| ০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, আপনাকে অনেক দিন পায়না ব্লগে

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আমিও আপনাদের মিস করেছি খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.