নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

অকবিতা: দুঃখ

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

বাবার খরচের খাতায় শূন্য আসলে তিনি আসতেন
শূন্য খাতায় নেমে পড়তেন, ঠিক যেন নক্ষত্রের মতো
শূন্য হাড়ি তখন আবার দুমুঠো চাল সমেত উনুন পেত
আমাদের অপেক্ষার প্রহর থামিয়ে তার পেটে
ক্ষুধারা সব খুঁজে নিত নিরাপদ আশ্রয় ।

তার ক্ষুধা যেন ধরাধামে প্যারাডক্সের প্যারাডক্স,
ওশানোগ্রাফিক সূত্র , একাত্তর ভাগ জলরাশি,
এ দিয়েই তিনি ক্ষুধা লুকোতেন।
আপনি খাবেন না?এমন প্রশ্নে
পুনরাবৃত্তির সূত্রই যেন পুনরাবৃত্তি পেত।
ক্ষুধা নেই বাবা তুমি খেয়ে নাও।
বাস্তুসংস্থানের পিরামিডে তাকে এক উৎপাদক ছাড়া কিছুই হতে দেখিনি।
উপযোগ বিধি মেনে তার উপযোগ মেটানোর প্রয়োজনও কখনো পড়েনি।

বিশাখা, কৃত্তিকা কিংবা অনুরাধা আমাদের নক্ষত্রীয় রাশিতে
যা সব মঙ্গল তিনি যেন সবই হতে চাইতেন।
অথচ নিজের জন্যই কোন নক্ষত্র বরাদ্দ রাখেননি কখনো।
তার কোলে মাথা রেখে যখন চাঁদ দেখতাম
তাকেও আমার তখন চাঁদ মনে হতো।
নিঃসঙ্গ রাতে যে সবাইকে সঙ্গ দেয় অথচ সৃষ্টিলগ্ন থেকে যে কিনা নিঃসঙ্গ।
তিনি যেন আমার দুঃখের মেন্ডেলের সূত্র, লিথাল জিন।
আমি তাকে দুঃখ বলেই ডাকি,
তোমরা তাকে হয়তো মা নামেই জানো।

অকবিতাঃ দুঃখ
বিলিয়ার রহমান রিয়াজ
৩ রা সেপ্টেম্বর 2021 ইংরেজি
পটুয়াখালী, বাংলাদেশ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


অনেক যুগ পরে ব্লগে এলেন।
বাংলার সাধারণ বাবারা একদিন কিশোর ছিলেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: হুম কয়েক যুগ পরে

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২৫

হাবিব বলেছেন: বহুদিন পর আপনার লেখা পেলাম, আশাকরি ভালো আছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: আসলেই অনেক দিন , ঠিক কতদিন জানি না, আবার ঠিক কতদিন পরে লিখবো তাও জানিনা। মন্তব্যের জন্য ধন্যবাদ হাবিব ভাই ভালো থাকুন শুভকামনা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনারে দেখেই লগ ইন হলাম। এইডা কিছু হইলো। এভাবে মানুষ হারায়। কথা নাই আপনার সাথে

কবিতা ভালো লাগলো, আর হারাবেন না প্লিজ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: ছবি আপি মনে রেখেছেন জেনে ভালো লাগলো। বুনো ফুল ( সহজপ্রাপ্য) থেকে হঠাৎ ঈদের চাঁদ হয়ে ওঠায দায়ভার হয়তোবা আমার কাঁধেই বর্তাবে। তবে রুটি-রুজির চিন্তাটাও কম দায়ী নয় আপি।

টুকটাক লেখালেখি করার ইচ্ছা আছে, কতটুকু পারবে বলতে পারছিনা । দোয়া রাখবেন আপি।

শুভকামনা সতত ভালো থাকুন।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: বহু দিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও ভালো লাগলো মেয়াবাই

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি কি হাইবারনেট করে ছিলেন নাকি ?

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০১

বিলিয়ার রহমান বলেছেন: একরকম বলা যায় হাইবারনেটেই আছি

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৭

সোহানী বলেছেন: ওয়াও, তোমাকে ব্লগে দেখে ভালো লাগছে।

০৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্য দেখে আমারও ভালো লাগলো আপি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.