নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর মানুষগুলোর নিষ্ঠুরতা আর অমানবিকতা জীবন থেকে পালিয়ে যেতে অনুপ্রাণিত করে। তারপরেও বেঁচে থাকার একটুখানি প্রত্যয়।

বিলুপ্ত প্রায়

জীবনটা সমাধান করার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু এটি একটি বাস্তব অভিজ্ঞতা।

বিলুপ্ত প্রায় › বিস্তারিত পোস্টঃ

“বন্ধ হয়ে যাওয়া ঘড়িও যখন চলতে শুরু করে”

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

আমি গত ৩ মাস আগে ১-৯৯ দোকান থেকে ৯৯ টাকা দিয়ে একটি ঘড়ি কিনেছিলাম। ঘড়িটা বাসার দেয়ালে টানালাম, কিন্তু প্রায় ১৫ দিন পরেই ঘড়িটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। আমি নাড়াচাড়া করে দেখলাম সব এ ঠিক আছে, কিন্তু আর ঘড়িটা সচল করতে পারলাম না। ওভাবেই দেয়ালেই রয়ে গেল ঘড়িটা। প্রায় ১ মাস পর একদিন রাতে আমি শুয়ে ছিলাম বিছানায়, হঠাৎ আমার মাথার উপর দেয়ালে ঘড়ির কাটার শব্দ পেলাম, হবাক হয়েছিলাম এই দেখে যে আমার বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা আবার চলতে শুরু করেছে। সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম যে কারনে তা হচ্ছে, ঘড়িটা যেখান থেকে চলতে শুরু করেছে সেই সময়টা একদম সঠিক, আমার মোবাইলের ঘড়ির সাথে মিলিয়ে দেখলাম।
এইটা কোন বানানো গল্প না, একদম সত্যি। হয়তো এটা বড় কোন ঘটনা না, কিন্তু এই গল্পটা থেকে মানুষের জন্য একটা শিক্ষা রয়েছে। আর তা হচ্ছে -
আমরা অনেকেই অনেক দরিদ্র, বড় কিছু করার স্বপ্ন দেখি কিন্তু পূরন করতে পারিনা, আবার অনেকে স্বপ্ন পূরনের পথে হাটতে শুরু করেও কিছুদূর যাওয়ার পর নানা প্রতিবন্ধকতার কারনে থমকে যাই, সম্পূর্ন হাল ছেড়ে দেই। কিন্তু এটা অনেকেই ভাবিনা যে আমরা আবারও চলতে শুরু করতে পারি, নতুন উদ্যোমে আবার এগিয়ে যেতে পারি। হয়তোবা সম্পুর্ণ হাল ছেড়ে না দিয়ে এই নতুন করে শুরু করাটাই হবে সঠিক পথ নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট পোস্ট, কিন্তু বেশ অনুপ্রেরণামূলক।
অনেকেই ভাবিনা যে আমরা আবারও চলতে শুরু করতে পারি, নতুন উদ্যোমে আবার এগিয়ে যেতে পারি। হয়তোবা সম্পুর্ণ হাল ছেড়ে না দিয়ে এই নতুন করে শুরু করাটাই হবে সঠিক পথ নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য -- চমৎকার কথা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

বিলুপ্ত প্রায় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.