নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ফ্যাসিবাদের দোসরদের এভাবেই রুখতে হবে

২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৩

ফ্যাসিবাদের দোসরদের এভাবেই রুখতে হবে

অন্তর্জাল থেকে সংগৃহিত।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ষড়যন্ত্রমূলক গোলটেবিল আলোচনা অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলছে। এটি ফ্যাসিবাদী চক্রের বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধ।

গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে জনগণের জীবন বিষাক্ত ও দেশকে বিচারহীনতার অন্ধকারে ডুবিয়েছে ফ্যাসিবাদীরা। এই ঘটনা প্রমাণ করে, তাদের অন্ধকার স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়েছে।

সচেতন নাগরিকদের ঐক্য, মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষাকারী দল ও জনগণের একত্রিত প্রতিরোধই ফ্যাসিবাদ ও ক্ষমতার লোভী শক্তিকে পরাজিত করবে। সচেতনতা, শিক্ষা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে এই লড়াই জোরদার করতে হবে। মুক্ত বাংলাদেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে—ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে।

মন্তব্য ৫৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আমেরিকান ক্যু'এর জন্য ভাড়া-করা জল্লাদরা তাদের নেতা গোলাম আজম, মোল্লা শফি, নিজামী ও মুজাহিদের পথ চলে যাবে সময়ের সাথে।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২২

নতুন নকিব বলেছেন:



আমেরিকা ক্যু করেছে, আমেরিকা খারাপ - তবুও তো বোঝা হয়ে পড়ে আছেন আমেরিকার গায়ের উপরেই। ইহা কেন? নিজেকে বাপের বেটা দাবি করলে, সৎ সাহস থাকলে বেরিয়ে আসুন আমেরিকা থেকে। তারপরে কথা বলুন।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৬

নতুন নকিব বলেছেন:



গোলাম আজম, মোল্লা শফি, নিজামী ও মুজাহিদ - এরা আপনার নেতা। আপনার প্রিয় হাসিনা মোল্লা শফির সাথে ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে ক্যামেরার সামনে খোশালাপ করেছিল, মনে নেই? সেসব মনে পড়লে লজ্জা হয় না?

গোলাম আজম, নিজামী ও মুজাহিদ সাহেবদের সাথে গলায় গলা মিলিয়ে বিএনপির বিরুদ্ধে একসময় আন্দোলন কে করেছিল? আপনার নেত্রী করেছিলেন। দেখুন তো মনে পড়ে কি না। আপনার লজ্জা হওয়া উচিত।

২| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২২

সৈয়দ কুতুব বলেছেন: নতুন দোকান খোলার দরকার নেই। এসব ভুইফোড় সংগঠন বাংলাদেশে অনেক আছে।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৭

নতুন নকিব বলেছেন:



সেটা ঠিক। ভুইফোড় আর নাম সর্বস্ব সংগঠনে আমাদের দেশের জুরি কোথায়?

৩| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪০

জেনারেশন একাত্তর বলেছেন:



ঘরে ঘরে মাদ্রাসা গড়, বাংলাদেশের উন্নয়ন কর।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৪

নতুন নকিব বলেছেন:



মাদরাসা বন্ধ করা হলে আপনি খুশি???

আপনার কথায় ইসলামবিদ্বেষ স্পষ্ট। মাদ্রাসা শুধু ধর্ম শেখায় না, নৈতিকতা ও মানবিকতা গড়ে তোলে, অসংখ্য দরিদ্র শিশুকে শিক্ষা দেয়। প্রকৃত উন্নয়ন মানে শুধু ইট-পাথর নয়, বরং নৈতিক উন্নয়নও। সত্যিকারের মানবিকতাসম্পন্ন মানুষ গড়তে মাদ্রাসার অবদান অপরিসীম।

৪| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪১

ছএসঅছ বলেছেন: নেতা গোলাম আজম, মোল্লা শফি, নিজামী ও মুজাহিদের পথ চলে যাবে সময়ের সাথে। https://www.hctra.it.com

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৬

নতুন নকিব বলেছেন:



সব শিয়ালের এক রা....।

৫| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৩

নতুন বলেছেন: মব বাজি সমর্থন করছেন??? :|

তারা অপরাধ করলে আইনসৃঙ্খলা বাহিনি তাদের প্রতিরোধ করতো।

আর যারা সেখানে গিয়েছে তাদের একজন কে আপনি ফ্যাসীবাদ কি আর ফ্যাসিস শব্দটার বানান জিঙ্গাসা কইরা দেইছেন তারা জানে কিনা।

মানুষকে কথা না বলতে দেওয়া নতুন স্বাধিনতার নতুন ত্বত্ত???

জামাতীরা কিভাবে মুক্তিযুদ্ধাদের কথা বলা বন্ধে সন্ত্রাসী পাঠিয়ে মববাজি করে।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৫

নতুন নকিব বলেছেন:



তারা তো আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেনি। মারপিট কিংবা ভাংচূর করেনি। বরং তারা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এটাকেও খারাপ বলবেন?

মুক্তিযোদ্ধা হলেই সাত খুন মাফ, সেই দিন পাল্টে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে বিগত ১৬ বছরে দেশের বারোটা বাজানো হয়েছে। ফ্যাসিজম কায়েম করা হয়েছিল এই চেতনার ট্যাবলেট গুলিয়েই। সেসব বলে এখন লাভ নেই।

আর ফ্যাসিবাদের দোসরদের কথা বলা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তো রাষ্ট্রই দিয়ে রেখেছে। আপনি কি এটা শোনেননি?

রাষ্ট্র কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্য এবং দোসরদেরকে যেখানে কথা বলতে দেখা যাবে সেখানেই প্রতিহত করা হবে, জনগণের প্রতিরোধের মুখে তারা পড়বেন, এটা তো খুবই স্বাভাবিক। আশ্চর্য্য হচ্ছেন কেন?

৬| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার ওস্তাদ মোল্লা শফি চট্টগ্রাম ও নোয়াখালীর মাদ্রাসাসমুহ থেকে ৫ হাজারের বেশী রাজাকার সরবারাহ করেছিলো ১৯৭১ সালে; ৫৪ বছর পর, রাজাকারদের উত্তরসুরীরা দেশ দখল করেছে আমেরিকান ক্যু'এর কারণে; সময় মতো আমেরিকা এসব জংগীদের ঠিকই পরিস্কার করবে।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫১

নতুন নকিব বলেছেন:



আপনার মন্তব্য ইসলামবিদ্বেষে ভরা। মাদ্রাসা বা আলেমরা মুক্তিযুদ্ধের সময় হাজারো শহীদ ও মুক্তিকামী মানুষ তৈরি করেছেন, মুক্তিযুদ্ধে আলেমগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো মাদরাসা শিক্ষাব্যবস্থাকে কলঙ্কিত করা অন্যায়। “জঙ্গী” বলে ইসলামকে আক্রমণকারীরা ইতিহাসে বারবার হেরে গেছে, এবারও হারবে ইনশাআল্লাহ।

বুঝা যাচ্ছে, হাসিনার পলায়নের পরে আপনার মাথা খারাপ হয়ে গেছে। দিনকে দিন আপনি পাগলা হয়ে যাচ্ছেন। আমেরিকায় ডাক্তার দেখান। ওখানে ডাক্তার দেখাতে না পারলে দেশে চলে আসেন, আমরা ডাক্তার দেখাবো। প্রয়োজনে আপনার বন্ধু মোল্লা শফির মাদরাসায় আপনাকে ভর্তি করিয়ে তারপরে চিকিৎসা করানো হবে।

৭| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:



মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে নির্যাতন করার ফলাফল আপনি নিজ চোখে দেখতে পাবেন সামনের দিনগুলোতে।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৪

নতুন নকিব বলেছেন:



বলেন, সুবহানাল্লাহ। বলেন, ইনশাআল্লাহ। বলেন, ইন্না- লিল্লাহ।

আপনি দয়া করে আর কিছু বইলেন না। আমার কিন্তু কান্না এসে যাবে!!!

৮| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৮

বিষন্ন পথিক বলেছেন: এই ঐতিহাসিক দিনে আসুন প্রতিজ্ঞা করি
আমরা সবাই পাকি হবো, মুক্তিযুদ্ধের বদলা নেবো

সাবাস! পাকি বীজ থেকে আজ আপনারা বটবৃক্ষ, এতো বড় গাছ কেটে লাভ নাই, আবার জন্মাবে, শেকড় সহ উপরে ফেলতে হবে, একদিন হবে

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০১

নতুন নকিব বলেছেন:



হ্যাঁ, সেটাই ভালো। কান্নাকাটি করারই উৎকৃষ্ট সময় এখন! অতঃপর একদিন! একদিন শেকড় সহ সব উপরে পড়বে! সেইদিনের অপেক্ষায় থাকাই ভাদা বীজ থেকে উদগত আগাছাদের জন্য এখন শ্রেয়!

৯| ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০১

সৈয়দ কুতুব বলেছেন: নতুন@এই ঘটনার পিছনে দায় ৩ দলের আছে। লিগের চামচা জেড আই পাননা নতুন সংগঠন খুলবেন বলে সবাইকে আসতে বলে নিজেই আসেন নাই । আমার মনে হয় সে নিজেই সেখানে যে মিটিং হবে সেটা বিএনপি-জামাতের কাছে ইনফো দিয়েছে যাতে পাগলা দোচারা গিয়ে সেখানে গেনজাম করে আর তার ফসল লিগ ঘরে তুলতে পারে । গতকাল মিটিং এ মনজুর আলম পাননা নামে একজন ছিলেন যিনি ইউটিউবার । লিগের দালালি করে এখন ভালো ভিউ কামাইতেসেন। সে গোলাম আযমের ছেলেকে নিয়ে ভারতের পেপারে যে নিউজ হয়েছে তা নিয়ে ৩/৪ টা ভিডিও বানাইছে। এতে রেগে গিয়ে আমান আযমি পেপারে নোটিশ দিয়ে মনজুর আলম পাননা কে মাফ চাইতে বলে । না হলে তিনি দাত ভাঙা জবাব দিবেন বলে হুশিয়ারি দিয়েছিলেন । আমান আযমি হয়তো গতকাল কোনোভাবে জানতে পেরেছেন যে মনজুর আলম পাননা সে মিটিং এ ছিলো তাই শিবির কে দিয়ে মব করিয়েছে । গতকাল মিটিঙয়ে আরো ছিলেন সাংবাদিক মাহবুব কামাল। তিনিও টকশোতে লিগের হয়ে কথা বলেন । সাতদিন আগে মারা যাওয়া সাংবাদিক বিভুরনজন বাবু তাকে নিয়ে বলে গেছেন শেখ হাসিনা ও লিগ থেকে মাহবুব কামাল হিউজ সুযোগ সুবিধা পেয়েছেন । সরকার যে কোনো ছোটও খাটো মিটিং নিয়ে বেশি রিয়াকশন দেখায়। মিটিং করলেই কি হতো ? শেখ হাসিনা আর ফিরবে না । এদিকে গতকাল সেই মিটিঙয়ে কামাল হোসেনের আসার কথা ছিলো তিনিও আসেন নাই। লিগ গতকালের মিটিঙ পরিকলপিত ভাবে করিয়েছে জেড আই পাননা কে দিয়ে যাতে সরকারের বদনাম হয় । জেড আই পাননা কে না ধরে বাকিদের ধরে মামলা দেয়া সো ফানি । আপনি যে কার হয়ে কথা বলবেন সেটাই বুঝতে পারবনে না । এখানে নানারকম খেলা চলছে।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

১০| ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৮

নতুন বলেছেন: আপনি যে কার হয়ে কথা বলবেন সেটাই বুঝতে পারবনে না । এখানে নানারকম খেলা চলছে।

আমি ঐ মিটিং এর আয়ামীলীগের পক্ষে বলছিনা।

বলছি আয়ামীলীগের এমন কাজগুলির কাউন্টার হিসেবে এমন মববাজি ঠিক না।

এই সব কাজে যেই দানব সৃস্টিহচ্ছে তাদের ভবিষ্যতের সরকার নিয়ন্ত্রন করতে পারেবানা।

এই কালচার টা কি কোনদিন ঠিক হবে আমাদের দেশে?

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৭

নতুন নকিব বলেছেন:



আপনার এই কথাগুলোর সাথে দ্বিমত পোষন করছি না। কিন্তু ফ্যাসিবাদীদের বহুমুখী ষড়যন্ত্র আর রংবেরংয়ের চক্রান্ত রুখে দিতে মাঝেমাঝে এসবের প্রয়োজনও রয়েছে বৈকি।

১১| ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৭

কিরকুট বলেছেন: আসেন বগল বাজাই৷ খুশিতে। বোতলের ছিপি খুলি।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৮

নতুন নকিব বলেছেন:



আসেন বগল বাজাই৷

-ধন্যবাদ। অনবরত বাজাতে থাকুন।

১২| ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গতকালের ঘটনায় দেশের অধিকাংশ শান্তিপ্রিয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১১

নতুন নকিব বলেছেন:



জ্বি, ঠিক বলেছেন লিটন ভাই। ফ্যাসিবাদের দোসরগণ ছাড়া দেশের বাদবাকি মানুষ এই ঘটনায় খুশি।

আপনার মূল্যবান মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা। শুভকামনা জানবেন।

১৩| ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৫

মাথা পাগলা বলেছেন: কোনো প্রমাণ ছাড়া রাজাকারদের ছানা-পোনাদের কথায় মুক্তিযোদ্ধাদের জেলে ঢোকানোটাই আসল ফ্যাসিবাদ। গত ৫৪ বছরে খুব সম্ভবত জামাত-শিবিরের এটাই সবচেয়ে বড় বিজয়!

ফ্যাসিবাদরা যখন নিজেরাই ফ্যাসিবাদ চর্চা করে, তখন অন্যদের ফ্যাসিবাদী লেবেল লাগায়। আসলে এটাই তাদের আসল কৌশল, নিজেদের অপরাধ ঢাকতে অপরকে ফ্যাসিবাদ বলা।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৩

নতুন নকিব বলেছেন:



ফ্যাসিবাদ কায়েমে সহযোগীদের "মুক্তিযোদ্ধা" বলে পাপ লুকানোর সুযোগ নেই। এদের পরিচয় এরা ফ্যাসিবাদের দোসর।

১৪| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৯

মাথা পাগলা বলেছেন: সন্ত্রাসবিরোধী আইনের নামে মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আসল "অপরাধ" ছিলো - একাত্তরে পাকিস্তান সেনাদের বিরুদ্ধে লড়াই করা, যা তাদের দৃষ্টিতে সন্ত্রাস হিসেবে দেখানো হচ্ছে। ;)

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৪

নতুন নকিব বলেছেন:



ফ্যাসিবাদের দোসরদের বিচার এই দেশের মাটিতেই করতে হবে। যে কোন মূল্যে।

১৫| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে নির্যাতন করেছে জংগীরা; আপনি সেটার পুর্ণ সমর্থক, আপনি জংগী ছাড়া কিছুই নন; মুক্তিযুদ্ধে আপনার মতো লোকেরা রাজাকার হয়ে জাতির বিপক্ষে যুদ্ধ করে পরাজিত হয়েছিলো।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৯

নতুন নকিব বলেছেন:



লতিফ সিদ্দিকীকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে মাত্র। অহেতুক কান্নাকাটি করার দরকার নেই। বেশি অসুস্থ বোধ করলে দেশে চলে আসেন, আপনাকে মোল্লা শফির মাদরাসায় ভর্তি করায়ে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিব। ঠিক আছে?

১৬| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৪

জেনারেশন একাত্তর বলেছেন:



মাদ্রাসা ৪৭টি মুসলিম দেশকে কবর দিয়ে দিয়েছে। মাদ্রাসা ১টি শিশুকে গাধায় পরিণত করে।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২০

নতুন নকিব বলেছেন:



কথাটা কি নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেন? তা, আপনি কোন কোন মাদরাসায় পড়েছেন? সৎ সাহস থাকলে নামগুলো একে একে বলুন।

১৭| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৫

সৈয়দ কুতুব বলেছেন: দেখেন এখনো গরতের ভিতর থেকে কিরাম ফোস ফোস করছে । রাবব১৯৭১@ নামের লেখক আমায় হুমকি দিতেসে( আপনার লিখা পগলে মনে হয় বিশাল ক্ষমতা নিয়ে বসে আছেন।কে দল করবে কে করবে না সেটা কি আপনাদের কাছ থেকে পামিশান নিতে হবে? আওয়ামী লীগ আসলে তোমার ও জামাতীদের পাছার কাপড় খুলে যাবে দৌড়াতে দৌড়াতে।) :) :D

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২২

নতুন নকিব বলেছেন:



সত্য কথা বললে অনেকের সহ্য হয় না। আপনার বিশ্লেষন কারও কারও গায়ে আগুন ধরিয়ে দেয়।

১৮| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৬

সৈয়দ কুতুব বলেছেন: বিধি তুমি বলে দাও আমি কার ? জামাতি না বামাতি ?

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৪

নতুন নকিব বলেছেন:



সত্য তিক্ত।

১৯| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৯

সুলাইমান হোসেন বলেছেন: ভাদা বীজ থেকে উদগত আগাছারা মনে করে আমরাই সুধু দেশের নাগরিক,অন্যরা দেশে ভেসে এসেছে।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৫

নতুন নকিব বলেছেন:



সেটাই। ওদের এখনও হুশ ফেরেনি। কাঠাল রানীকে হারিয়ে পুরোদস্তুর উদভ্রান্ত।

২০| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২০

মাথা পাগলা বলেছেন: @সৈয়দ কুতুব বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য একটা যুদ্ধ চলছে। আর যারা এর বিপক্ষে কথা বলবে, তারা সরাসরি "ভেরিফাইড ফ্যাসিস্ট রাজাকার"। B-))

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৮

নতুন নকিব বলেছেন:



বাংলাদেশ কখনও পাকিস্তান হবে না। বাংলাদেশ এখনও অনেক ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে। এসব যারা বলেন তারা উদ্দেশ্যমূলক কথা বলে ভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা করছেন।

২১| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২২

নতুন বলেছেন: তারা তো আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেনি। মারপিট কিংবা ভাংচূর করেনি। বরং তারা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এটাকেও খারাপ বলবেন?

মুক্তিযোদ্ধারা মিটিংএর আয়োজন করেছে। এরা কারা যারা পুলিশের হাতে তুলে দিতে এসেছে?

মুক্তিযোদ্ধা হলেই সাত খুন মাফ, সেই দিন পাল্টে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে বিগত ১৬ বছরে দেশের বারোটা বাজানো হয়েছে। ফ্যাসিজম কায়েম করা হয়েছিল এই চেতনার ট্যাবলেট গুলিয়েই। সেসব বলে এখন লাভ নেই।

যারা মুক্তিযোদ্ধাদের পুলিশের হাতে তুলে দিতে চায় তাদের প্রেম কোনদিকে সেটা বলে বোঝাতে হবে না B-))

আয়ামীলীগ একটা রাজনিতিক দল। তারা ক্ষমতার অপব্যবহার করেছে, অন্যায় করলে তার সাজা দেওয়ার জণ্য আইন আদালত আছে। কিন্তু আয়ামিলীগের অন্যায়ের জন্য যারা মুক্তিযোদ্ধাদের অপমান করতে চায় তারা কি চায় তা বোঝা যায়।

আর ফ্যাসিবাদের দোসরদের কথা বলা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তো রাষ্ট্রই দিয়ে রেখেছে। আপনি কি এটা শোনেননি?

তারা নিষিদ্ধ আয়ামীয়ীরের কথা বললে পুলিশ বাধা দেবে। ঐ সব মববাজী কেন????

রাষ্ট্র কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্য এবং দোসরদেরকে যেখানে কথা বলতে দেখা যাবে সেখানেই প্রতিহত করা হবে, জনগণের প্রতিরোধের মুখে তারা পড়বেন, এটা তো খুবই স্বাভাবিক। আশ্চর্য্য হচ্ছেন কেন?

আশ্চর্য্য হচ্ছে এই করারনে আয়ামীলীগের আমলেও এমন ভাবে কথা বলতে দিতো না। ছাত্রলীগ আক্রমন করতো শান্তিপুর্ন মিছিলে। সেটা ফ্যাসীবাদ হলে এখন কি হচ্ছে বুছতে পারছিনা। B-)

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৪

নতুন নকিব বলেছেন:



মুক্তিযোদ্ধারা মিটিংএর আয়োজন করেছে। এরা কারা যারা পুলিশের হাতে তুলে দিতে এসেছে?

-মুক্তিযোদ্ধা যদি ফ্যাসিজম কায়েমের দোসর হন তাহলে তাকে জনগণ ছেড়ে দিবে? জনগণ তো বিচার নিজেদের হাতে তুলে নেয়নি। পুলিশের হাতে তুলে দিয়েছে মাত্র।

যারা মুক্তিযোদ্ধাদের পুলিশের হাতে তুলে দিতে চায় তাদের প্রেম কোনদিকে সেটা বলে বোঝাতে হবে না B-))

-যারা মুক্তিযোদ্ধা সাইনবোর্ডের আড়ালে দেশে ফ্যাসিবাদ কায়েমের সহযোগী হয়, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া দেশপ্রেমিক নাগরিকদের নৈতিক দায়িত্ব বটে।

২২| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৩

সুলাইমান হোসেন বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে না পারার কারনেই মুক্তিযুদ্ধের চেতনাধারীদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।মুক্তিযুদ্ধের চেতনা কখোনো এটা ছিলোনা যে জনগনকে না খাইয়ে মারবে।আজকেও এই বাংলাদেশে অধিকাংশ মানুষ নূন্যতম মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৬

নতুন নকিব বলেছেন:



সঠিক বলেছেন। মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২৩| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩১

সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা@ এটা আপনার থিওরি। রাজাকার কিংবা মুক্তিযোদ্ধা এই টার্মগুলো এখন ঐতিহাসিক অর্থের চেয়ে রাজনৈতিক অর্থেই বেশি ব্যবহার হচ্ছে। আমি কেবল সঠিক দিকটা তুলে ধরার চেষ্টা করি। যেমন ধরুন, আপনি এত মন্তব্য করেছেন লতিফ সিদ্দিকীর পক্ষে, কিন্তু একবারও প্রশ্ন করেননি যে অনুষ্ঠানের আয়োজক জেড আই পান্নাকে কেন সরকার গ্রেফতার করলো না? কেন সাংবাদিক মাহবুব কামাল ছাড়া পেলেন? আমাদের প্রতিটি সরকারই পক্ষপাতমূলক আচরণ করে। তখন আমি আপনার সঙ্গে একমত হতাম যে আসলেই তো আবদুল লতিফের সঙ্গে অন্যায় হচ্ছে।

আমি নতুন সংগঠন নিয়ে বলেছি যে এগুলো অপ্রয়োজনীয়। আরও বলেছি, আওয়ামী লীগ নিজের মুখে স্বীকার করেছে যে তারা শেখ মুজিব আর মুক্তিযুদ্ধকে ব্যবহার করেই আবার ক্ষমতায় ফিরতে চায়। বিশ্বাস না হলে নবনীতার চৌধুরী আর নওফেলের আলাপচারিতা শুনুন। :-B

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

২৪| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩২

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: ফ্যাসিবাদের দোসরদের বিচার এই দেশের মাটিতেই করতে হবে। যে কোন মূল্যে।

হ ভাই সব মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্টদের দোসর কারণ ৭১ তারা আপনাগোরে যেই ডলা দিছিলো সেটা মনে হয় এখনো ভুলতে পারেন নাই, তাই তারাই আজকের আসামি। লীগারদের অপকর্মের দায় মুক্তিযোদ্ধারা নেবে কেন?

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৪

নতুন নকিব বলেছেন:



সকল মুক্তিযোদ্ধা ফ্যাসিস্টদের দোসর নন। ফ্যাসিবাদ কায়েমে যুক্ত হয়ে অপরাধ যারা করেছেন, আওয়ামীলীগের দালালি করে অবৈধ ফায়দা যারা লুটেছেন - শুধুমাত্র তাদেরই বিচার চাই। নিরপরাধ একজনও যেন ভোগান্তির শিকার না হন সেটাও একান্তভাবেই প্রত্যাশা করি।

২৫| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৬

জুল ভার্ন বলেছেন: মব জাস্টিস সমর্থন করি না। কিন্তু ফ্যাসিবাদের দোসরদের রুখতেই হবে। স্বাভাবিক আইনের গতি রুদ্ধ হলে মব জাস্টিস বন্ধ হবে না।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৫

নতুন নকিব বলেছেন:



সহমত পোষন করছি। আপনার উপস্থিতি এবং মূল্যবান মন্তব্যে গভীর কৃতজ্ঞতা। শুভকামনা জানবেন।

২৬| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৫

জেনারেশন একাত্তর বলেছেন:




সাংবাদিকরা না থাকলে, জংগীরা সিদ্দিকীকে হত্যা করতো; আপনি জংগীদের পুর্ণ সমর্থন দিয়ে পোষ্ট দিয়েছেন।
দেশে পেলে আপনি আমাকে হত্যা করার সম্ভাবনা ১০০ ভাগ।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৫

নতুন নকিব বলেছেন:



আপনি নিশ্চিন্তে দেশে আসতে পারেন, কেউ আপনাকে কিছু বলবে না। নিশ্চয়তা দিচ্ছি, আপনার হাটহাজারি মাদরাসায় ভর্তি নিশ্চিত করা হবে।

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৯

নতুন নকিব বলেছেন:



আহা, বলেন কি! হাটহাজারিতে আপনার বন্ধুর মাদরাসায় জামাই আদরে থাকবেন, খাবেন। বন্ধুর কাছ থেকে ঝাড়ফুঁকের চিকিৎসা নিবেন। ভয়টয় সব কেটে যাবে। টেনশন মেনশন দেখবেন, কিছুই থাকবে না। ক'দিন পর থেকে একেবারে "নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ" দেখতে থাকবেন।

২৭| ২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

কাঁউটাল বলেছেন: জেনারেশন ছাগল তো দেখি ভালই ফালাফালি করতেছে X(( । "৭১ এর চেতনা ব্যবসা" হাউয়ামীদের পিছন দিয়ে ঢুকিয়ে দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.