নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর মানুষগুলোর নিষ্ঠুরতা আর অমানবিকতা জীবন থেকে পালিয়ে যেতে অনুপ্রাণিত করে। তারপরেও বেঁচে থাকার একটুখানি প্রত্যয়।

বিলুপ্ত প্রায়

জীবনটা সমাধান করার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু এটি একটি বাস্তব অভিজ্ঞতা।

বিলুপ্ত প্রায় › বিস্তারিত পোস্টঃ

“তোদের কাছে আমি বড় বেমানান”

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:২৭


তোদের কাছে আমি বড় বেমানান। বিধাতা আমাকে বড় বেমানান করে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ তোরা থাকিস উচু দালান-কোঠায়, আমি থাকি রাস্তায় অথবা ছোট্র কোন ভাঙ্গা কুটিরে। তোরা ঘুমাস জাজিম এর উপর এয়ার কন্ডিশনড রুমে, আর আমি ঘুমাই মাটিতে। মশা-মাছি আর পোকামাকড় আমার নিত্যদিনের সঙ্গী। তোদের গায়ে দামী পোশাক, আমার গায়ে ছেড়া জামা। শীত আর গরম কোনটাতেই তোদের কোন কষ্ট নেই, আমার কষ্ট আছে। শীত থেকে বাঁচতে আমার কাঁথা নেই, গরম থেকে বাঁচতে আমার ঘরে পাখা নেই। শীতে আমি সূর্যের কাছে আশ্রয় খুঁজি, গরমে গাছ তলায়। তোদের ঘরে মাংস পোলাও, আমার ঘরে ভাত নেই। আর তোদের ভাত কুকুরে খায়, কারণ কুকুরটি তোদের অনেক আদরের, অনেক মূল্যবান, অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। আমি না খেয়ে অনাহারে দিন কাটাই আর মানুষের কাছে হাত পাতি। তোদের অনেক আছে, আমার কিছুই নেই। তোদের কাছে আমি বড় বেমানান।
....................................................................................................................... আমি পথশিশু

আমি বড় স্বার্থপর। আমি বড় নিষ্ঠুর। টাকার ক্ষমতায় আমার মাটিতে পা পড়েনা। আমি থাকি উচু বাড়িতে, চলি দামি গাড়িতে। আমি বড় অহংকারি, কখনো নিচের দিকে তাকিয়ে দেখিনা। আমার সমাজে কত অসহায় মানুষ দু মুঠো খেতে পারেনা, কত দুস্থ হতদরিদ্র মানুষ রোগে-শোকে ভুগছে তা আমার চোখেই পড়েনা। আমার স্বর্দি হলে আমি আন্তর্জাতিক চিকিৎসা নেই, অথচ আমার সামনে মৃত্যুপথযাত্রী একটি অসহায় মানুষ সেদিকে আমার কোন খেয়ালই নেই। আমার সন্তানকে আমি অনেক বড় স্কুলে পড়াই, ৩-৪ টা গৃহশিক্ষক লেগেই থাকে আমার সন্তানের পিছনে। অথচ আমার সামনে কত গৃহহীন শিশু টাকার অভাবে অক্ষর জ্ঞান নিতে পারছেনা, তাতে আমার একটুও ভাবনা হয়না। আমার অফিসের, আমার ব্যবসা প্রতিষ্ঠানের অথবা আমার বাসার কাজের ছেলেটি অথবা মেয়েটির বয়স হয়ত ৮-১০ বছর। আমার বিবেক একটুও বাধা দেয়না। আমি স্বার্থপর।
.................................................................................................... আমি সমাজের একজন ধনাঢ্য ব্যক্তি

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:

এদের সবাইকে স্কুলে পাঠাবার জন্য আমাদের টাকা আছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:৫৫

বিলুপ্ত প্রায় বলেছেন: কিন্তু আমরা সেদিকে নজর ই দেইনা

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৬

কিরমানী লিটন বলেছেন: নির্মম বাস্তবতা ...
শুভকামনা রইলো ...

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

বিলুপ্ত প্রায় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.