![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা সমাধান করার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু এটি একটি বাস্তব অভিজ্ঞতা।
‘ভালবাসা’ – মাত্র চারটি অক্ষরের সমন্বয়ে গঠিত খুব ছোট্ট একটি শব্দ। কিন্তু এই ছোট্ট শব্দটির তাৎপর্য ও গভীরতা এতই বেশী যে আজ পর্যন্ত কেউ তা ব্যাখ্যা করে শেষ করতে পারেনি, আর কখনো পারবেও না। ভালবাসার গভীরতা অসীম। ভালবাসাকে কোন কূল-কিনারা হীন সমুদ্রের সাথে তুলনা করলেও ভুল হবে। ভালবাসার গভীরতা কতটুকু তা শুধু সেই উপলব্ধি করতে পারে, যে সত্যিকার ভাবে কাউকে ভালবেসেছে। ভালবাসা মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে, মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়, মহৎ হতে শেখায়, ভালো মানুষ হতে শেখায়। সত্যিকার ভালবাসা পৃথিবীতে আছে বলেই পৃথিবী আজও টিকে আছে। ভালবাসা সৃষ্টিকর্তার পরম দান। সেই ভালবাসাকে কেন আমারা কলুষিত করি? কেন আমরা ভালবাসাকে ভোগের পর্যায়ে নিয়ে যাই? কেন আমরা সবাই সত্যিকার ভাবে ভালবাসতে পারিনা? কেন, কেন, কেন?
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
ডাঃ মারজান বলেছেন: অর্থ জানিনা। ভালোবাসা আছে বলে বেঁচে আছি। নিজেকেও ভালবাসুন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
এহসান সাবির বলেছেন: ভালবাসার অর্থ আমি জানি না।