![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা সমাধান করার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু এটি একটি বাস্তব অভিজ্ঞতা।
পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত
মনে যদি তোমার সাহস না থাকে
তবে জেতার আশা করোনা।
যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কিনা,
তাহলে মনে রেখো তুমি হেরেই গেছ
হারবে ভাবলে, হার তোমার হবেই,
কারণ সাফল্য থাকে ইচ্ছাশক্তিতে।
যদি ভাবো অন্যদের তুলনায়
তোমার কাজের মান নিচু,
তাহলে তুমি নিচেই থাকবে
যদি তুমি উপরে উঠতে চাও,
তাহলে নিজের মনে সংশয় রেখোনা
কারণ সংশয় থাকলে প্রত্যাশা পূরণ হয়না
জীবন যুদ্ধে সব সময় বলবান ও দ্রুতগামীরা
জেতে না, যে আত্মবিশ্বাসে অটল,
সে আজ হোক, কাল হোক, জিতবেই।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
বিলুপ্ত প্রায় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: যদি তুমি উপরে উঠতে চাও,
তাহলে নিজের মনে সংশয় রেখোনা
কারণ সংশয় থাকলে প্রত্যাশা পূরণ হয়না চমৎকার