নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর মানুষগুলোর নিষ্ঠুরতা আর অমানবিকতা জীবন থেকে পালিয়ে যেতে অনুপ্রাণিত করে। তারপরেও বেঁচে থাকার একটুখানি প্রত্যয়।

বিলুপ্ত প্রায়

জীবনটা সমাধান করার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু এটি একটি বাস্তব অভিজ্ঞতা।

বিলুপ্ত প্রায় › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক এবং আমি-আমরা

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

পজিটিভ নাকি নেগেটিভ সেদিকে ভ্রুক্ষেপ করছিনা, ভাবতে গেলে অবাকই লাগে আমাদের সমাজের উপর ফেইসবুকের অবদান লক্ষ্যনীয়। বাস্তবে আমাদের পরিচয় যাই হোক ফেইসবুকে আমরা আমাদের পরিচয় খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। উচ্চশিক্ষিতরা খুব বড় বড় ভাষণ প্রদান করি, অল্প শিক্ষিতরা ভাঙ্গাচুরা ইংরেজী বলি হোক সেটা ভুল বা শুদ্ধ, আর যারা ইংরেজীতে নিজের নামটাও লিখতে পারিনা দু-চারটে ইংরেজী কিন্তু ছুড়ে মারতে পারি ফেইসবুকে। আর আমাদের কথা-বার্তা, ভাব বিনিময় সবকিছুর মধ্যেই আমূল পরিবর্তন। আগে কেউ ভালো কোন একটা কথা বললে বলতাম, আপনার কথাটা ভালো লাগলো, আর এখন বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বলি লাইক দিলাম। আগে কোন কিছু জানতে চাইলে বলতাম উত্তর দিলেনা কেন? এখন বলি কমেন্ট করলে না কেন? যদি কোন প্রয়োজনে কাউকে যোগাযোগ রাখার কথা বলতাম, এখন বলি আমাকে এড কর বা আমাকে ফলো কর। এখন আর আমাদের দেশে অশিক্ষিত কেউ থাকবেনা, দু-চারটে ইংরেজী কিন্তু ফেইসবুক আমাদের শিখিয়েই দিচ্ছে। আমাদের সবকিছুই যেন এখন ফেইসবুক নির্ভর হয়ে গেছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

ভাচুয়াল ফন্ট বলেছেন: উপযুক্ত কথা বলেছেন ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

বিলুপ্ত প্রায় বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

রাশেদ মহাচিন্তিত বলেছেন: আসলে ভার্চুয়াল জগতটাই অন্যরকম। সব যেন রবোটিক ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

বিলুপ্ত প্রায় বলেছেন: ঠিক তাই

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

গেম চেঞ্জার বলেছেন: ফেইসবুকে বাংলা ভাষার জন্য লাভের চেয়ে লস বেশিই হচ্ছে। তবে পোস্টের কথাগুলো মিথ্যে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.