নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর মানুষগুলোর নিষ্ঠুরতা আর অমানবিকতা জীবন থেকে পালিয়ে যেতে অনুপ্রাণিত করে। তারপরেও বেঁচে থাকার একটুখানি প্রত্যয়।

বিলুপ্ত প্রায়

জীবনটা সমাধান করার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু এটি একটি বাস্তব অভিজ্ঞতা।

বিলুপ্ত প্রায় › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম ফেইসবুকের দেশে

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৮

বাংলাদেশ সরকার নাকি নিরাপত্তার অজুহাতে ফেইসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রেখেছে। কিন্তু আমি এই মাত্রই ঘুরে এলাম ফেইসবুকের দেশ থেকে। শুধু আমিই না, দেখলাম আরো অনেকেই আছে। তার মানে কি? মানে হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ অনেক বুদ্ধিমান, যতটা বুদ্ধিমান আমাদের সরকার কখনোই হতে পারবেনা। তবে ফেইসবুকটাকে কেমন যেন মুরুভূমির মত মনে হলো। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ রেখে সরকার এর কতটুকু উপকার হচ্ছে তা জানিনা, অনেকেরই অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ বিকল্প পথ কিন্তু সবার জানা নেই। যাদেরকে উদ্দ্যেশ্য করে এই পদক্ষেপ নেয়া হয়েছে তারা কিন্তু ঠিকই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ফেসবুক বন্ধ থাকলে ফেসবুকের প্রতি ভালোবাসা বাড়ে :) :) :) এই টাইপ একটা ভাবসম্প্রসারণ হইতে পারে :) :) আহা কেউ ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতেছেনা :(

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

বিলুপ্ত প্রায় বলেছেন: হতে পারে

২| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: ফেবুতে ঢুকলেন কিভাবে? ভিপিএন দিয়ে?

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

বিলুপ্ত প্রায় বলেছেন: UC Browser দিয়ে zacebook.com এ গিয়ে facebook.com

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

পাইলট ভয়েচ বলেছেন: tor browser দিয়ে ব্যবহার করা যায়

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

বিলুপ্ত প্রায় বলেছেন: হয়তোবা, কিন্তু আমি UC Browser দিয়ে use করেছি

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

rajia বলেছেন: ইস্। মিস করছি।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

বিলুপ্ত প্রায় বলেছেন: মিস কেন করবেন, আপনি চাইলেই যেকোন একটা পদ্ধতিতে ব্যবহার করতে পারেন

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬

rajia বলেছেন: এতদিন ছুটিতে ছিলাম ফেসবুক ব্যবহার করতে চাই। সহজতর উপায় টা বলে দেন। অথবা, কয়েকটা বলে দেন, আমি সহজটা বেছে নেবো। :-)

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

বিলুপ্ত প্রায় বলেছেন: যেকোন একটা প্রক্সি দিয়ে চেষ্টা করুন, হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.