নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিমল চাকমা

ওমা একি কান্ড! দেখ দেখি !

বিমল চাকমা › বিস্তারিত পোস্টঃ

অষ্টাদশী

২৭ শে মে, ২০১৮ রাত ১০:১৯



অষ্টাদশী তোমায় বলা হয়নি কিছু
কত যে ঘুরেছি তোমার পিছু পিছু।
হয়ত দেখেছো; ভেবে নিয়েছো অন্য সব পথিকের মত
আমিও হেটেছি; বলা হয়নি একটি কথাও-পারিনি বোঝাতে ভালবেসেছি কত!

কতবার দূর হতে রক্তজবা একেঁছি তোমার ঠোটেঁ
নীলাকাশের বুকে শুভ্র মেঘ পেতাম খুঁজে তোমার চাহনিতে।
আমিও ছিলাম তোমার পথের পথিক, ছিলাম পশ্চাতের ছায়া
ঘুণাক্ষরে কি পেরেছো বুঝতে কতখানি এই মায়া?

ঐ তোমার নিবিড় কালো চুলে আমাকে হারাতাম
স্বপ্নেও তোমাকে কত যে হাতরে বেড়াতাম।
জানতে কি কেমন ছিল সেই দিনগুলো?
এক পলক দেখতে গিয়ে মেখেছি কত পথের ধুলো..।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:২২

অচেনা হৃদি বলেছেন: অনলাইন লিস্টে বাঙ্গালির ভিড়ে একজন চাকমা দেখে তাঁর ব্লগটা দেখতে এলাম । ভালো কবিতা লিখেন আপনি ।
আমার ব্লগে আপনাকে আমন্ত্রণ জানাই !

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৪৬

বিমল চাকমা বলেছেন: আপনার মন্তব্যেই ভীষণ অনুপ্রাণিত ও উৎসাহ বোধ করছি! ধন্যবাদ, আমার ব্লগে টু মারার জন্য। আপনার ব্লগে আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত!
ধন্যবাদ !

২| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: আহা !!!
বেশ বেশ।

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বিমল চাকমা বলেছেন: ধন্যবাদ!

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সনেট কবি বলেছেন: সুন্দর

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বিমল চাকমা বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.