| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলো একসাথে হাঁটি।
চাঁদের আলোয়, লেকের ধারে, জলের ওপর ছায়া পড়বে দু’জনের। হাওয়া আসবে শীতল আর পুরনো দিনের গল্প শোনাবে। আমাদের কোনো তাড়া নেই, কোনো গন্তব্যও না; শুধু হেঁটে যাওয়া নিঃশব্দে একে অপরের সাথে।
আকাশটা হবে খুব মুক্ত, আমাদের মতোই। মাঝে মাঝে জোনাকি জ্বলে আবার নিভে যাবে, ঠিক আমাদের ছোট ছোট ভাবনাগুলোয় ভেঙ্গে ভেঙ্গে নিঃশব্দে।
চলো হাঁটি আজ, চলো ঐ খোলা আকাশের নিচে। পৃথিবীটা একটু ধীর হয়ে যাক আমাদের জন্য। লেকের জলে চাঁদের আলোয় দেখা যাবে আমাদের প্রতিচ্ছবি, দুটি মানুষ, যাদের কোনো দায় নেই, কোনো প্রতিশ্রুতিও নেই।
হাঁটার সময় মনে হবে আরো অনেক আছে আমাদের মতন অহরহ অদৃশ্য তাদের হয়ে আমরা হাঁটি, আর লেকের জলে পড়বে চাঁদের আলো, কখনো কখনো তুমি হাসবে নিরবতাকে ছিন্ন করে সেই হাসি ছড়িয়ে যাবে দূর বহুদূর, লেকের জলে ঝলমল করবে আলো। আমি চাইবো, মুহূর্তটা থাকুক।
দেখবে আমাদের সাথে দাঁড়িয়ে অশ্বত্থ গাছ; ছায়া হয়ে সেও যেন আমাদের সাথে হাঁটছে, সবকিছু ধীর, শান্ত, গভীর।
চলো, ঐ লেকের ধারে হাঁটি চুপচাপ, কেউ কিছু বলবো না আমরা একে অপরের চোখের ভাষার ভাবনাগুলো বুঝবো।
আমি চাই আজ আমরা হাত ধরে হাঁটি, চাঁদের আলোয় লেকের জলে আমাদের প্রতিচ্ছবি।
চলো আবার একসাথে হাঁটি।
চাঁদের আলোয়, লেকের ধারে, জলের ওপর ছায়া পড়বে দু’জনের।
একদিন এই পথেই থেমে যাবো আমরা, কোনো বেঞ্চে বসে, চুপচাপ কফির কাপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে, আমাদের মতোই কেউ বলবে;
এই তো জীবন, এমনই একটুখানি।
২৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৭
সামিয়া বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যটা লেখার অনুপ্রেরণা বাড়িয়ে দিলো।
২|
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০০
হাসান মাহবুব বলেছেন: বাহ! সুন্দর। ব্লগে অনেকদিন এমন লেখা দেখতে পাই নি।
২৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৯
সামিয়া বলেছেন: আপনার এমন উষ্ণ মন্তব্য সত্যিই অনুপ্রেরণাদায়ক,ধন্যবাদ মন থেকে তবে আপনার মতন এত ভালো লেখকের সামনে আমার লেখা কিছুই নাহ।
৩|
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।
কিন্তু বাস্তব বড় কঠিন।
২৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৪০
সামিয়া বলেছেন: ঠিকই বলেছেন, বাস্তব সত্যিই কঠিন। তবু সেই কঠিনের ভেতরেই কাব্য জন্ম নেয়।
৪|
২৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৯
মনিরা সুলতানা বলেছেন: দারুণ !
২৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৪০
সামিয়া বলেছেন: ধন্যবাদ মনিরা আপু, আপনার ভালো লাগাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
৫|
৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:১৪
সামিয়া বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫১
বিজন রয় বলেছেন: সুন্দর।
কাব্যময়।