| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়দিন ফেইসবুকে ঢুকলেই প্রধানমন্ত্রীর সমুদ্রে পা ডোবানো ছবি নজরে আসবে যার পক্ষ বিপক্ষের লিখে সবাই ফেইসবুকে সুনামি তুলে ফেলছে । কিন্তু আপনি কি জানেন, ঠাকুরগাঁওয়ে মসজিদের ভেতর কোরআন শিখতে আসা কিশোরীকে ইমাম কর্তৃক ধর্ষণ, সবুজবাগে মাদ্রাসাছাত্রকে বেঁধে মুখে স্কচটেপ দিয়ে ধর্ষণ করেছে শিক্ষক, আর বনানীতে দুটো মেয়েকে জন্মদিনের পার্টির নাম করে ধর্ষণ করা হলো । এই ব্যাপার গুলোতে সবাই নীরবতা পালন করছে । কারন আপনার মত সভ্য সুশীল শিক্ষিত সমাজ ভাবছে , ধর্মরক্ষাকর্তাদের বিরুদ্ধে কিছু বলা মানে ধর্মের বিরুদ্ধেই বলা । ধর্ষণ নিয়ে কেউ লেখা বা বলা অরুচিকর ! ধর্ষিতারা কেন ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়তে পারলোনা ? অথবা তারা ধর্ষিত হয়েছে তাতে আমার কি ? কিন্তু আমি এর প্রতিবাদ না বলে থাকতে পারি না কারন আমার পিতা – মাতা শিখিয়েছে অন্যায় চুপচাপ সহ্য করাটা আরো বড় অন্যায় । প্রতিটি ধর্ষকের, অপরাধীর, সামাজিক, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তিকে উপেক্ষা করে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই । অসভ্যের মতো চুপ করে বাঁচার চেয়ে, প্রতিবাদ করে আমি মরতেও রাজি।
২|
০৮ ই মে, ২০১৭ ভোর ৬:৩১
তপোবণ বলেছেন: এখন টনক নড়ছে কেন? তারা যে সেবা দিতে পারে মুনাফাখোর ব্যংকগুলো কেন দিতে পারেনা। প্রবাসীরা সবখানে অবহেলিত কিন্তু তাদের টাকাটা গুনতে খুব নেশা ধরে যায় তাইনা।
৩|
০৮ ই মে, ২০১৭ ভোর ৬:৩৪
তপোবণ বলেছেন: ২. নং মন্তব্যটি ভুল করে পোষ্ট করা হয়েছে। দু:খিত
৪|
০৮ ই মে, ২০১৭ সকাল ৯:৪১
জোয়ান অব আর্ক বলেছেন: প্রধানমন্ত্রীর সমুদ্রে পা ডুবানোর সাথে ধর্ষণের কি সম্পর্ক একটু বুঝিয়ে বলবেন? প্রধানমন্ত্রীর খালি পা দেখে কি মাদ্রাসা শিক্ষকদের জিহাদি জোস এসে গেছে, নাকি অন্য কিছু'?
০৯ ই মে, ২০১৭ রাত ২:২২
ঝাপসা বালক বলেছেন: ফেশবুকে এত কিছু লেখা যায়, প্রধানমন্ত্রীর সমুদ্রে পা ডুবানোর খবর টা ভাল করে শেয়ার করা যায় কিন্তু এই ধর্ষণের এই ঘটনাগুলো নিয়ে কেউ দুইটা লাইন লেখা না, তার প্রতিক্রিয়া জানালাম ।
৫|
০৮ ই মে, ২০১৭ সকাল ১০:৩২
সঞ্জয় নিপু বলেছেন: নিউজ যখন এই পর্যন্ত এসেছে তখন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ ভোর ৬:১৪
সমাজের থেকে আলাদা বলেছেন: মাদ্রাসাতে এসব ঘটনা নতুন কিছু নয় ভাই। আজকাল কিছুকিছু যে বাইরে আসছে এটাই নতুন। আর ধর্মের নামে ব্যবসায়ীরা যে চিরকা্লই এই কাজগুলোই করে আসছে এটাও নতুন নয়।
পাদ্রীদের সিস্টারদের ধর্ষণ, পুরোহিত কর্তৃক সেবাদাসী ধর্ষণ, তেমনি মোল্লা যেহেতু সবার কাছে গ্রহণযোগ্য তিনি তো সব মেয়েকে ধর্ষণের লাইসেন্স পেয়েই গেছেন। আফসোস, তবুও দেখা যাবে অনেকে হুজুরের পক্ষে কথা বলবেন।