নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধাসিধে বোকারাম

অত:পর আমি

আমি মানুষ

অত:পর আমি › বিস্তারিত পোস্টঃ

অমানিশা

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

আজও হাতড়ে বেড়াই স্বজাতির সিক্ত করোটি
রক্তে ভেজা শার্টে পতাকার লালিমা
অসহায় চেয়ে দেখি শকুনের হিংস্র উল্লাস
আমার মাটি দাপিয়ে বেড়ায় নগ্ন বেয়োনেট হাতে
হিংস্র দানবের কাধে ভর করে তারা উড়ে
তাদের অট্টহাসি আকাশটা লাল করে
ফোটা ফোটা রক্তে গাছগুলো আরো সতেজ হয়
তাদের কাছে ওগুলো আগাছা তাই সজোড়ে উপড়ে ফেলে
তুচ্ছতার সাথে নয়, বরং সচেতন আশংকায়
কুৎসিত চেহারা প্লাস্টিকের মোড়কে কি সতেজ
কিন্তু তাদের মগজপোড়া উৎকট গন্ধে আমার নাড়ী উল্টায় ঠিকই

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৩

রাফা বলেছেন: আজও হাতড়ে বেড়াই স্বজাতির সিক্ত করোটি
রক্তে ভেজা শার্টে পতাকার লালিমা
অসহায় চেয়ে দেখি শকুনের হিংস্র উল্লাস..।

চমৎকার লিখেছেন,ধন্যবাদ,অতঃপর আমি।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

অত:পর আমি বলেছেন: স্বাগতম আপনাকে। অনুপ্রেরণা দেয়ার জন্য

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগল

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত লেখা।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


সব বিড়ালই সমান মেন হচ্ছে আজ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

অত:পর আমি বলেছেন: ভাই বুঝলাম না.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.